৩০মিনিট ধরে মনোযোগী হয়ে এমন ভাষন কখনো শুনিনি, একটু ও বিরক্ত হইনি, ভাষন শেষ হয়ে গেলে মনে হলো, এটুকুই!! আরো শোনার ইচ্ছা হচ্ছিল। শাবাশ বাংলাদেশ। এভাবেই এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ এত সুন্দর করে এত গঠনমূল সুশৃংখলভাবে বক্তব্য রাখতে পারে সর্বপ্রথম কোন রাষ্ট্র প্রদানের এত সুন্দর বক্তব্য আগে কখনো শুনিনি স্যারের বক্তব্য পুরা মনোযোগ দিয়ে শুনতে পেরে অত্যন্ত আনন্দিত
ভালো লাগলো স্যার আপনার মূল্যবান বক্তব্য এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপসমূহ শুনে। সাধারণ নাগরিক হিসেবে কিছু ফিডব্যাক আছে। ১. যেকোনো সংস্কারে শুধু রাজনৈতিক দল নয়, অনলাইন জরিপের মাধ্যমে জনমত যাচাইয়ের সুযোগ থাকতে হবে। যেমন সংবিধান সংস্কার নিয়ে আমরা লিংক পেয়েছি মতামত জানানোর জন্য যেটা পজিটিভ। ২. শুধু অর্থনীতি নয়, জাতীয় নিরাপত্তা, জিও পলিটিকাল ইস্যু, অভ্যন্তরীণ ষড়যন্ত্র, পার্শ্ববর্তী দেশের ফলস্ প্রোপাগান্ডা, কূটনৈতিক বার্তাগুলো সঠিক এবং নির্ভূলভাবে এ্যাড্রেস করতে হবে। ৩. কোন রাজনৈতিক দলের স্বার্থে নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করা যাবে না, রাস্ট্র সংস্কার, বিচার ও শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত আপনার ছুটি নাই এবং বিচার প্রক্রিয়াকে বেশী দীর্ঘায়িত করা যাবে না। টাকা দিয়ে মনোনয়ন কেনা, টাকা দিয়ে ভোট কেনা, গুন্ডাতান্ত্রিক রাজনীতি এগুলো চিরতরে বন্ধ করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে। এবং সংখ্যানুপাতিক নির্বাচন হলে এসব অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ৪. বিতর্কিত উপদেষ্টাদের নিয়োগ বাতিল করতে হবে। অদক্ষ উপদেষ্টাদের অপসারণ করতে হবে। জাতীয় স্বার্থের পরিপন্থী কোন কাজ বা কোন দলের পক্ষে বিকর্তিক মন্তব্য দিলে তাকে সরিয়ে দিতে হবে। ৫. রাস্ট্রপতি থেকে শুরু করে সকল সরকারি বাহিনী এবং দপ্তরের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদেরকে চিহ্নিত করে অপসারণ এবং বিচারের আওতায় আনতে হবে। ৬. সংখ্যালঘু কার্ডের খেলোয়াড়দের ব্যাপারে সজাগ থাকতে হবে এবং ইতিমধ্যে যারা অপরাধমূলক কাজ করেছে তাদের গ্রেপ্তার করে বিচার করতে হবে এবং তার পেছনে ইন্ধনদাতাদেরকেও সনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ৭. স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষা চুক্তি করতে হবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের পরামর্শ নিয়ে এবং সামরিক শক্তি বাড়াতে হবে। ৮. বিচার বিভাগ, পুলিশ ও গণমাধ্যম রাজনৈতিক প্রভাবমুক্ত করার জন্য যা কিছু করার সেগুলো করতে হবে। ৯. যারা দেশে এবং বিদেশে থেকে জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিবিরোধী সংগ্রাম করে গেছে যেমন পিনাকী ভট্টাচার্য, মাহমুদুর রহমান স্যার, তাজ হাশমী স্যার, ইলিয়াস হোসাইন, কনক সারওয়ার, মিনার রশিদ, ফরহাদ মজহার স্যারসহ আরও অনেক গুরুত্বপূর্ণ এবং গুণী ও দেশপ্রেমিক অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শগুলে আমলে নিতে হবে। ১০. ফ্যাসিস্টের বিচার শুরু করতে হবে লগি বৈঠা থেকে। সকল ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণ আপনার সাথে আছে। রাজনৈতিক দলের সাথে সংলাপ পরামর্শ অবশ্যই করবেন কিন্তু বিপ্লবের স্টেকহোল্ডার ও বিপ্লবী জনগণের মতামতকে উপেক্ষা করে কোন সিদ্ধান্ত নেবেন না। আল্লাহ আপনাকে সফল করুন। আমরা আপনার সাথে আছি যেকোনো চ্যালেন্জ মোকাবেলায়।
উনি তো আর একাই দেশ চালাতে পারবেন না এই দেশের জন্য স্যার ফিট হইলে ম্যাক্সিমাম উপদেষ্টা আনফিট যার জন্য দেশ এখনো ভালো কিছু পাচ্ছেন না উনাদের কাছ থেকে উনার মত আর যোগ্য লোক উপদেষ্টা প্যানেলে দরকার
যত বার শুনেছি তত বার মুগ্ধ হয়েছি। অসাধারণ ও মনোমুগ্ধকর!! ছিল না কোন মিথ্যাচার আর অহংবোধ, ছিল না আত্ন প্রচারণা! সহজ ও সাবলীল ভাবে কথা- বার্তা! এই প্রথম বাংলাদেশী সরকার প্রধানের কথা এত মনোযোগ দিয়ে শুনলাম, আর অবাক হলাম! আল্লাহ আমাদের সহায় হুক @ আমিন
২৭ দেশের রাষ্ট্রদূত আগামী দুই একদিনের মধ্যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন,,, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিরল,, শুধু দিল্লি থেকে রাষ্ট্রদূত আসবে 20 জন,,, এটাই হচ্ছে ডক্টর ইউনুসের কোয়ালিটি,,, অভিনন্দন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস কে,,,,
আজ সুন্দর ও মনোমুগ্ধকর কথাগুলো শুনে সত্যিই মুগ্ধ হয়েছি, ডঃ ইউনুস স্যারকে ধন্যবাদ জানাই সুন্দর সুন্দর কথা বলার জন্য।৭১ এর পর এরকম ভাসন কোন সরকারের কাছে থেকে পাইনি ।এই প্রথম ডঃ ইউনুস স্যার এর মুখ থেকে শুনতে পেলাম।
ডঃ ইউনুসের ভাষণ আমি এর আগেও এটা শুনেছি যখন নতুন রাষ্ট্র গঠন করা হয় তখন এবং আজকে দ্বিতীয়বার তার ভাষণটি হলাম আমি একটানা পুরা ভার্সনটি শুনলাম এরকম মনমুগ্ধকর ভাষণ বা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ আমি আগে কখনো শুনিনি
ডঃ মুহাম্মদ ইউনুস স্যার তার কথাগুলো শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। তিনি যখন কথা বলেন কোন কাগজে নোট করে রাখেন না। অনেকে আছে কথা বলার আগে নোট করে রেখে দেয়। ডঃ ইউনুস স্যারের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে দীর্ঘ দিনের হায়াত দান করে।
পাঁচ মিনিটের বক্তব্যের পিছনে টেবিলের উপর পাঁচটা পেপার দেখেছি যাতে ওরা দেখে দেখে বলতে পারেন তারপরেও আমরা অনেক ভুল ব্যাখ্যা শুনেছি সুনেচি মাশাআল্লাহ এত নিখুত ভাষণ আমার লাইফে এই প্রথম শুনলাম ধন্যবাদ ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনোস সারকে
আপনার উপর পুরো ভরশা ছিলো আগে থেকেই এখনো আছে আগামিতেও থাকবে। দীর্ঘ ৪৩ মিনিটের বক্তব্য না দেখে এই বয়সে যেভাবে জাতির সামনে পেশ করছেন সত্যিই মন মুগ্ধকর। এত লংটাইম বক্তব্য মনযোগ দিয়ে শোনার আগ্রোহ জাগেনি।
আলহামদুলিল্লাহ প্রতিটি কথা মন ছুয়ে গিয়েছে,,,,,প্রধান উপদেষ্টা হয়েও আপনার কথা শুনে বুঝা যাচ্ছে, আপনি জনগণকে কতোটা শ্রদধা করে দেশের ভালোর কথা বলছেন ❤️❤️❤️💐💐 মহান আল্লাহ তালা আপনাকে এবং বাংলাদেশকে সুস্থতা এবং শান্তি প্রদান করুন। আমিন
এটা কিভাবে সম্ভব? একটা মানুষ সারা জীবনটাই কাটিয়ে দিল ইংরেজি ভাষাভাষীদের সাথে, অথচ উনি যখন বাংলায় বক্তৃতা দেয়, একটা ইংরেজি সিঙ্গেল ওয়ার্ড পর্যন্ত ইউজ করেনা..!!🤨 আমি জাস্ট অবাক হয়ে দেখতে থাকি...😑💐💜
ড. ইউনুস স্যারের প্রতিটা ভাষণ অনেক মনোযোগ দিয়ে শুনি। অথচ আগে কোন সরকার প্রধানের ভাষণ এত মনোযোগ দিয়ে শুনিনি। অনেক ভালো লাগে। এগিয়ে যান আপনি আপনার উপদেষ্টাদের নিয়ে।
স্যারের কথা শুনে মুগ্ধ হলাম। আরও খুশি হলাম আমার মতো জারা খুশি হয়ে সুন্দর কিছু কমেন্ট করেছেন। সবার কমেন্ট পড়ার চেষ্টা করেছি। শুধু মাত্র স্যারের কথা আপসোস লীগ এর ভালো লাগে নাই।
আপনি সারাজীবন দেশের শাসক থাকলেও আফসোস নাই, এমন একটা নেতা চেয়েছিলাম। যে দেশের কথা ভাববে, দেশকে ভালোবাসবে, বিশ্বে মর্যাদার আসনে তুলে ধরবে । আপনি অসাধারণ। একজন নেতা পেয়েছি। আমরা জনগণ এবং রাজনৈতিক দলের উচিত ওনাকে সাপোর্ট করা এবং সময় দেয়া।
অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন অন্তর্বর্তী সরকার ডঃ মুহাম্মাদ ইউনূস কে,,, আপনি অনেক ধৈর্যশীল এবং দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন,, দেশের মানুষ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক। সমন্বয়ক সারজিস আলম।
যত দিন ডক্টর ইউনূস স্যার দেশে আছে ততদিন পর্যন্ত আমি রেমিটেন্স পাঠাবো ইনশাআল্লাহ ইউনূস স্যার নেই আমার কাছে রেমিটেন্স ও নেই কাতার থেকে বলছি 🇶🇦🇶🇦🇶🇦🇧🇩🇧🇩🇧🇩🥰🥀❤️
আমার এই ৫২ বছরের জীবনে আমার ৪০ বছর বয়সে আমি এত সুন্দর বক্তব্য কোন প্রাইমিনিস্টার মুখে শুনিনি ধন্যবাদ আমাদের প্রিয় ডক্টর ইউনুস স্যার কে। আপনার মাধ্যমে আমরা একটা সিঙ্গাপুরের মত দেশ পাব এই চাওয়া।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ❤এমন ভাষণ জীবন এ প্রথম শুনলাম, এতটা শান্তি আর সস্তি আগে কখনো পাইনি। আল্লাহ তায়ালা তার মুখের সমস্ত কথা কবুল করে নিক আমিন। এমন যোগ্য নেতৃত্ব আগে কখনো এদেশ পায়নি, ইনশাআল্লাহ দুনিয়ার বুকে এই দেশ মাথা উঁচু করে দাঁড়াবে ❤❤
সবাই আপনাকে শ্রদ্ধা করে। ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় যত ভাষণ দিয়েছেন সবগুলো মনোযোগ দিয়ে শুনেছি। এক সেকেন্ডও স্কিপ করিনি। অসাধারণ এবং অনবদ্দ। শুধু রিকুয়েষ্ট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন।
আলহামদুলিল্লাহ, দীর্ঘ ১৫ বছর পর এতো সুন্দর ইতিবাচক ও মনোমুগ্ধকর বক্তব্য শুনলাম। আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুক এবং আপনার সমস্ত প্রতিশ্রুতি আমলে আনার তৌফিক দেক।❤
আমরা সাধারণ জনগণ স্যার, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিত্তপ্রয়জনিয় দ্রব্য মুল্যের দাম অনেক বেশি এটা কন্ট্রোল করুন, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, আপনারা নিরপেক্ষ সরকার নিরপেক্ষ ভাবে সাধারণ জনগনের জন্য ভালো এমন কিছু করে যাবেন যেন আমরা আপনাদের সারাজীবন মনে রাখতে পারি,আমরা আপনাদের কাছে আশাবাদী বিশেষ করে আপনারা আসার পর সবচেয়ে বেশি ভালো লাগছে, আপনারা ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এর বিধিমালা প্রকাশ করেছেন এখন এটা খুব তারাতাড়ি সারাদেশে কাজ্যকর করুন, বাংলাদেশের সবচেয়ে বেশি সমস্যা জমিজমা নিয়ে মামলা বছরের পর বছর চলে জার জন্য সাধারণ মানুষ অসহায় হয়ে পরে তাই এই আইন খুব দ্রুত প্রয়োগ করুন, ধন্যবাদ স্যার
মনে হলো 2001 সালের আসিফের ও প্রিয়া তুমি কোথায় " গান শুনলাম। যা বারবার শুনতেই মন চায়। অতীতে কিছু নেতা-নেত্রীর ভাষণ শুনলে ওযু নষ্ট হয়ে যেত ! আর এটাও ভাষণ যা শুনলে মন ভরে যায় যোগ্য মানুষ রাষ্ট্র ক্ষমতায় থাকলে এমনটাই হয়।
আমরা সাধারণ জনগণ দেখতে চাই উপদেষ্টা হিসেবে ১/ পিনাকী ভট্টাচার্যকে স্বাস্থ্য মন্ত্রণালয় ২/ ইলিয়াস হোসেন ৩/ কনক সারোয়ার ৪/ আসিফ মাহাতাব ৫/ আহমাদুল্লাহ হুজুর ৬/ আব্বাসী হুজুর জনপুর ৭/ আবু তুহা হুজুরকে শিক্ষা মন্ত্রণালয় দেওয়া হোক তাদেরকে নিয়ে দেশ সংস্কার করে তারপরে নির্বাচন দিবেন এটাই আমাদের জনগণের দাবি
৩০মিনিট ধরে মনোযোগী হয়ে এমন ভাষন কখনো শুনিনি, একটু ও বিরক্ত হইনি, ভাষন শেষ হয়ে গেলে মনে হলো, এটুকুই!! আরো শোনার ইচ্ছা হচ্ছিল। শাবাশ বাংলাদেশ। এভাবেই এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
একদমই ঠিক ধরেছেন ভাই। আমারও মনে হচ্ছে তাই।
আলহামদুলিল্লাহ, মন ভরে উনার ভাষণ শুনলাম, খুবই চমৎকার, এ সরকারের সফলতা কামনা করছি
Right
Right
আগে স্বজন হারানোর বেদনা, ওর বাপের গুনগান, চেতনা ব্যাবসা আর বিরোধীদের বদনাম শুনতে শুনতে কান পঁচে যাবার অবস্থা হয়েছিল। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তথ্যবহুল ও জ্ঞানগর্ভ আলোচনা শুনলাম
😂😂😂
এখানেই দস্যু রানী হাসিনার সাথে ইউনুস সাহেবের তফাত।
😄😄
ঠিক বলেছেন
একদম টিক বলছেন
আলহামদুলিল্লাহ এত সুন্দর করে এত গঠনমূল সুশৃংখলভাবে বক্তব্য রাখতে পারে সর্বপ্রথম কোন রাষ্ট্র প্রদানের এত সুন্দর বক্তব্য আগে কখনো শুনিনি স্যারের বক্তব্য পুরা মনোযোগ দিয়ে শুনতে পেরে অত্যন্ত আনন্দিত
আলহামদুলিল্লাহ আপনার ভাষণটি মনমুগ্ধ ছিলএগিয়ে যান
প্রশংসা করার মতো ভাষা পাচ্ছি না।শুধু বলবো স্যালুট স্যার❤️❤️❤️
এতো সুন্দর গঠনমূলক আলোচনা মনোযোগ সহকারে শুনলাম।
সত্যিই প্রশংসার দাবিদার।
অসাধারণ! স্যার আপনি এগিয়ে যান।
গত ১৬ বছরেও এতটা গুরুত্ব দিয়ে রাস্ট্র প্রধানের বক্তব্য শুনিনি। ড. ইউনুস ❤
আমিও
এই প্রথম ডঃ ইউনুস এর পুরা বক্তব্য শুনলাম। ডঃ ইউনুসের সব কয়টা ই বক্তব্য শুনেছি এবং ভাল লেগেছে । বিরক্ত বোধ করিনি
খুবি গুরুত্বপূর্ণ বক্তব্য ধন্যবাদ।
তবে পিনাকি দাদার পরামর্শে
গুরুত্ব দেওয়ার অনুরোধ রইল
ভালো লাগলো স্যার আপনার মূল্যবান বক্তব্য এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপসমূহ শুনে। সাধারণ নাগরিক হিসেবে কিছু ফিডব্যাক আছে।
১. যেকোনো সংস্কারে শুধু রাজনৈতিক দল নয়, অনলাইন জরিপের মাধ্যমে জনমত যাচাইয়ের সুযোগ থাকতে হবে। যেমন সংবিধান সংস্কার নিয়ে আমরা লিংক পেয়েছি মতামত জানানোর জন্য যেটা পজিটিভ।
২. শুধু অর্থনীতি নয়, জাতীয় নিরাপত্তা, জিও পলিটিকাল ইস্যু, অভ্যন্তরীণ ষড়যন্ত্র, পার্শ্ববর্তী দেশের ফলস্ প্রোপাগান্ডা, কূটনৈতিক বার্তাগুলো সঠিক এবং নির্ভূলভাবে এ্যাড্রেস করতে হবে।
৩. কোন রাজনৈতিক দলের স্বার্থে নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করা যাবে না, রাস্ট্র সংস্কার, বিচার ও শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত আপনার ছুটি নাই এবং বিচার প্রক্রিয়াকে বেশী দীর্ঘায়িত করা যাবে না। টাকা দিয়ে মনোনয়ন কেনা, টাকা দিয়ে ভোট কেনা, গুন্ডাতান্ত্রিক রাজনীতি এগুলো চিরতরে বন্ধ করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে। এবং সংখ্যানুপাতিক নির্বাচন হলে এসব অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
৪. বিতর্কিত উপদেষ্টাদের নিয়োগ বাতিল করতে হবে। অদক্ষ উপদেষ্টাদের অপসারণ করতে হবে। জাতীয় স্বার্থের পরিপন্থী কোন কাজ বা কোন দলের পক্ষে বিকর্তিক মন্তব্য দিলে তাকে সরিয়ে দিতে হবে।
৫. রাস্ট্রপতি থেকে শুরু করে সকল সরকারি বাহিনী এবং দপ্তরের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদেরকে চিহ্নিত করে অপসারণ এবং বিচারের আওতায় আনতে হবে।
৬. সংখ্যালঘু কার্ডের খেলোয়াড়দের ব্যাপারে সজাগ থাকতে হবে এবং ইতিমধ্যে যারা অপরাধমূলক কাজ করেছে তাদের গ্রেপ্তার করে বিচার করতে হবে এবং তার পেছনে ইন্ধনদাতাদেরকেও সনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
৭. স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষা চুক্তি করতে হবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের পরামর্শ নিয়ে এবং সামরিক শক্তি বাড়াতে হবে।
৮. বিচার বিভাগ, পুলিশ ও গণমাধ্যম রাজনৈতিক প্রভাবমুক্ত করার জন্য যা কিছু করার সেগুলো করতে হবে।
৯. যারা দেশে এবং বিদেশে থেকে জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিবিরোধী সংগ্রাম করে গেছে যেমন পিনাকী ভট্টাচার্য, মাহমুদুর রহমান স্যার, তাজ হাশমী স্যার, ইলিয়াস হোসাইন, কনক সারওয়ার, মিনার রশিদ, ফরহাদ মজহার স্যারসহ আরও অনেক গুরুত্বপূর্ণ এবং গুণী ও দেশপ্রেমিক অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শগুলে আমলে নিতে হবে।
১০. ফ্যাসিস্টের বিচার শুরু করতে হবে লগি বৈঠা থেকে।
সকল ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণ আপনার সাথে আছে। রাজনৈতিক দলের সাথে সংলাপ পরামর্শ অবশ্যই করবেন কিন্তু বিপ্লবের স্টেকহোল্ডার ও বিপ্লবী জনগণের মতামতকে উপেক্ষা করে কোন সিদ্ধান্ত নেবেন না। আল্লাহ আপনাকে সফল করুন। আমরা আপনার সাথে আছি যেকোনো চ্যালেন্জ মোকাবেলায়।
সজন হারানোর গল্প নাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ ডঃ ইউনুস স্যার কে
স্বজন হারালেই তো বক্তব্য থাকবে
আপনার কমেন্টটা খুব ভালো লাগলো
ধন্যবাদ ইউনুস স্যার কে দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে
হবে ভাই তবে একটু সময় লাগবে কারণ অনেক ঝট জামেলা শেষ করতে হবে তারপর ফিরবে স্বাভাবিক ভাবে ।
ডঃ ইউনুস সাহেবের এই বক্তব্য খুবই গঠনমূলক এবং দিকনির্দেশক । বাংলাদেশের ইতিহাসে এটিই কোনো সরকার প্রধানের সর্বশ্রেষ্ঠ বক্তব্য । ধন্যবাদ ডঃ ইউনুস স্যার ।
কিসের নির্বাচন স্যার? আমরা নির্বাচন চাই না, আমরা আপনাকে পেয়েছি। হারাতে চাই না আর। দেশের রত্ন পেয়েছি। ❤❤❤
সহমত👍 ইউনুস স্যার থাকলে আর কিসের নির্বাচন? বাকি জীবনে আর কাউরে চাইনা, সবাইরে দেখা শেষ
এখন একজন ইউনুস স্যার যথেষ্ট ❤️
উনি তো আর একাই দেশ চালাতে পারবেন না এই দেশের জন্য স্যার ফিট হইলে ম্যাক্সিমাম উপদেষ্টা আনফিট যার জন্য দেশ এখনো ভালো কিছু পাচ্ছেন না উনাদের কাছ থেকে উনার মত আর যোগ্য লোক উপদেষ্টা প্যানেলে দরকার
আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ ও চমৎকার ভাষন
যত বার শুনেছি তত বার মুগ্ধ হয়েছি। অসাধারণ ও মনোমুগ্ধকর!!
ছিল না কোন মিথ্যাচার আর অহংবোধ, ছিল না আত্ন প্রচারণা!
সহজ ও সাবলীল ভাবে কথা- বার্তা!
এই প্রথম বাংলাদেশী সরকার প্রধানের কথা এত মনোযোগ দিয়ে শুনলাম, আর অবাক হলাম! আল্লাহ আমাদের সহায় হুক @ আমিন
২৭ দেশের রাষ্ট্রদূত আগামী দুই একদিনের মধ্যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন,,, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিরল,, শুধু দিল্লি থেকে রাষ্ট্রদূত আসবে 20 জন,,, এটাই হচ্ছে ডক্টর ইউনুসের কোয়ালিটি,,, অভিনন্দন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস কে,,,,
অতীতে এমন বক্তব্য কোন সরকার প্রধান এমন ভাবে বলেন নাই, যা সত্যি অনুকরণীয়।
প্রধান উপদেষ্টা,একদিকে বৃদ্ধ অকার্যকর, অশিক্ষিত উপদেষ্টা নিয়োগ করছে আর অন্যদিকে সহযোগিতা আহ্বান করছে! খাঁটি ভণ্ডামি
এতো ধৈর্য্য সহকারে এই প্রথম কারো বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম।
আপনি দেশের মালিক আপনি বলে দিন আপনি কি চান কিভাবে চান ।। খুবই সুন্দর একটা কথা খুবই ভালো লাগছে❤
❤
এতো সুন্দর গঠনমূলক আলোচনা মনোযোগ সহকারে শুনলাম।
সত্যিই প্রশংসার দাবিদার।
ওটা তো লেখি দিছেরে পাগল,সচিব লেখি দিছে উনি দেখে দেখে পরতেছে
@@siyambabusiyambabu8877 etai toh hoi, naile eto kichur hisab kemne mukosto bola possible
আগে কি লেখে দিত না....@@siyambabusiyambabu8877
@@siyambabusiyambabu8877 লেখাটা তথ্যবহুল, এটা তো দেখেই পড়তে হবে। বদনাম আর হিংসা ছড়াতে লেখা দেখে পড়তে হয় না।
ডঃ মোঃ ইউনুস স্যারের বাসনটা খুবই মনোমুগ্ধকর অসাধারণ। তার বাসন্তী আমি ডাউনলোড দিয়ে রেখে দিয়েছি। কি বলবো এত ভালো লাগছে তার ভাষণ। কয়েকবার শুনেছি
😂😂😂😂😂
এর আগে কোনো সরকার প্রধানের ভাষণ এত মনযোগ দিয়ে শুনিনি। মনোমুগ্ধকর ❤
ড.ইউনুস এর শপথ গ্রহণ থেকে নিয়ে তার সব বক্তব্য মনযোগ দিয়ে শুনেছি যা আগে কখনো হয় নি
ইউনুস এতক্ষণ ফেনসিডিল খেয়ে । বকবক করছিল 😮😅😊
নিজে যা সবাইকে তো তাই মনে হবে।@@GFds-mv7mj
আমিও
ব্যাংকে টাকা নেই, ১০০ কোটি কোথা হতে এলো??ব্যাংক হতে টাকা দিচ্ছে না,
মাশাআল্লাহ খুব সুন্দর উপস্হাপনা,হে আল্লাহ আমাদের দেশ কে হিফাজত করো। আমীন🇧🇩🕋🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
আল্লাহ নেক হায়াত দান করুন আমীন সুম্মা আমীন ❤❤❤❤
আজ সুন্দর ও মনোমুগ্ধকর কথাগুলো শুনে সত্যিই মুগ্ধ হয়েছি, ডঃ ইউনুস স্যারকে ধন্যবাদ জানাই সুন্দর সুন্দর কথা বলার জন্য।৭১ এর পর এরকম ভাসন কোন সরকারের কাছে থেকে পাইনি ।এই প্রথম ডঃ ইউনুস স্যার এর মুখ থেকে শুনতে পেলাম।
৭১ ই স্বাধীনের পরেই দেশে এত সুন্দর ভাবে একজন সরকার জাতির উদ্দেশ্য ভাষণ দিচ্ছেন। মন দিয়ে ভাষণটি শুনলাম।খুব মনমুগ্ধকর ভাষণ।
মনে হয়তেছে আন্তর্জাতিক ভাষন হয়ে গেছে
❤❤❤ আলহামদুলিল্লাহ
ডঃ ইউনুসের ভাষণ আমি এর আগেও এটা শুনেছি যখন নতুন রাষ্ট্র গঠন করা হয় তখন এবং আজকে দ্বিতীয়বার তার ভাষণটি হলাম আমি একটানা পুরা ভার্সনটি শুনলাম এরকম মনমুগ্ধকর ভাষণ বা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ আমি আগে কখনো শুনিনি
❤
মনোমুগ্ধকর ভাষণ।
মাশাআল্লাহ এত সুন্দর ভাষণ আমার জীবনে এর আগে কখনো শুনিনি। এক মিনিট ও স্কিপ করি নাই।
এমন একজন রাষ্ট্র নায়ক পেয়েছি, আমার বয়সে আমি বাংলাদেশে আর দেখি নাই, ডাঃ ইউনুছ স্যার কে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আমিন।
ডঃ মুহাম্মদ ইউনুস স্যার তার কথাগুলো শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। তিনি যখন কথা বলেন কোন কাগজে নোট করে রাখেন না। অনেকে আছে কথা বলার আগে নোট করে রেখে দেয়। ডঃ ইউনুস স্যারের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে দীর্ঘ দিনের হায়াত দান করে।
পাঁচ মিনিটের বক্তব্যের পিছনে টেবিলের উপর পাঁচটা পেপার দেখেছি যাতে ওরা দেখে দেখে বলতে পারেন তারপরেও আমরা অনেক ভুল ব্যাখ্যা শুনেছি সুনেচি মাশাআল্লাহ এত নিখুত ভাষণ আমার লাইফে এই প্রথম শুনলাম ধন্যবাদ ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনোস সারকে
ডঃ ইউনুস স্যার এর মত একজন মানুষকে কাছে পেয়ে আমরা গর্বিত। যা ভাষায় প্রকাশ করার মত নয়।
তাহলে নোবেল আরপ একটা দাওয়া হউক
@@mdnantu-c7o😅😅😅
স্যারের বক্তব্য শুনতে কখন যে সময় শেষ হয়ে যায় টের পাওয়া যায়না।একজন বিশ্ব নন্দিত মানুষের সব কিছুই চমৎকার।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আল্লাহ আপনার মনের নেক আশা পূরন করুক আমীন আল্লাহুমা আমীন ছুম্মা আমীন
স্যার আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ভাষণ বাংলাদেশের মানুষের উপহার দেয়ার জন্য 🎉❤
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। সুস্থ রাখুন। ❤
অনেক সুন্দর দেশের সব কিছু তুলে ধরেছেন এই আলোচনায়,ধন্যবাদ,তিনি দেশের জন্য কিছু করতে চান,তার মনো ভাব অনেক ভালো, যোগ্য লোকই প্রধান উপদেষ্টা হয়েছে।
❤
আলহামদুলিল্লাহ খুবই আশাবাদী, এমন সাবলীল বক্তব্য কখন যে ৩০মিনিট পার হয়ে গেলো টেরই পেলাম না।
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন যোগ্য মানুষকে রাষ্ট্রপ্রধান হিসেবে পেলো,এই মানুষটাকে আরো দশ বছর আগে আনা উচিত ছিল ❤❤❤❤❤❤
আপনার উপর পুরো ভরশা ছিলো আগে থেকেই এখনো আছে আগামিতেও থাকবে। দীর্ঘ ৪৩ মিনিটের বক্তব্য না দেখে এই বয়সে যেভাবে জাতির সামনে পেশ করছেন সত্যিই মন মুগ্ধকর। এত লংটাইম বক্তব্য মনযোগ দিয়ে শোনার আগ্রোহ জাগেনি।
হিটলারী বাকশালী 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল। ইউনূস স্যার পাঁচটি বছর দেশ চালাক। ধন্যবাদ।
৫৩ বছরের ইতিহাসে বাংলাদেশ এমন নেতৃত্ব দেখেনি ! আল্লাহ ড মোহাম্মদ ইউনূস কে দীর্ঘ জীবি করুন ❤🎉
ডক্টর ইনুস সাহেব আপনি এগিয়ে যান আমরা আছি সারা বাংলাদেশের মানুষ আপনার পাশে ইনশাআল্লাহ
😅😅😅😅 এমন খারাপ অবস্থা মানুষ আগে দেখেনি
@@SharminAktarbdআফসোস লীগ 🤣🤣🤣🤣🤣🤣
@@SharminAktarbdসন্ত্রাস লিগ ধীরে ধীরে মুসলিম লীগে পরিণত হবে 😅😅
😅😅😅😅
আলহামদুলিল্লাহ
প্রতিটি কথা মন ছুয়ে গিয়েছে,,,,,প্রধান উপদেষ্টা হয়েও আপনার কথা শুনে বুঝা যাচ্ছে, আপনি জনগণকে কতোটা শ্রদধা করে দেশের ভালোর কথা বলছেন ❤️❤️❤️💐💐
মহান আল্লাহ তালা আপনাকে এবং বাংলাদেশকে সুস্থতা এবং শান্তি প্রদান করুন। আমিন
ধন্যবাদ জানাই ডাঃ ইউনুস সাহেব কে সঠিক ভাবে যেন দেশ পরিচালনা করায় আরো একটু কঠোর হতে হবে।
ড ইউনুস আর জামাতের আমীরের কথা মুগ্ধ হয়ে শুনতে হয়।বাংলাদেশে এই দুইটা মানুষের মতো এতো গুছিয়ে কথা বলতে আর কাউকে দেখি নাই।
মনো মুগ্ধকর ভাবে চেয়ে থাকি আসল পুরুষের হাতেই দেশ। আপনাকে স্যালুট স্যার।
ইনশাআল্লাহ
😂😂😂😂😂😂
এটা কিভাবে সম্ভব?
একটা মানুষ সারা জীবনটাই কাটিয়ে দিল
ইংরেজি ভাষাভাষীদের সাথে, অথচ উনি
যখন বাংলায় বক্তৃতা দেয়, একটা ইংরেজি
সিঙ্গেল ওয়ার্ড পর্যন্ত ইউজ করেনা..!!🤨
আমি জাস্ট অবাক হয়ে দেখতে থাকি...😑💐💜
কারন ভাষণটি বাংলা টাইপ করা সামনে মনিটর রয়েছে
Monitor e ache jani..unar monitor e mangsher bodole kathal khawar kotha likha nai...plus unar uccharon bonghir kotha bola hocche@@হৃদয়ে-১৯৭১
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভার্সন ধন্যবাদ
ডক্টর ইউনুসের মতো একজন মানুষ পেয়ে আমরা আসলেই ভাগ্যবান। উনার কথা বলার ধরনই বলে দেয় উনি কোন লেভেলের মানুষ
❤
ট্রাম্প আরেক বার ইউনুসের মুসলমানি করবে 😂🎉😢😮
Vaggo tur hoga dia dey.
ইউনুস ডানন্ডি খেয়ে বক্তব্য রাখে
কি বলবো রে ভাই,তোরা কি মানুষের জন্ম @@abulhossain7295
স্যারের জন্য দোয়া ও ভালোবাসা রইলো। ❤
আমি কোনো দিন কোনো রাষ্ট্র প্রধানের কথা এভাবে মনোযোগ দিয়ে শুনিনি।এক কথায় অসাধারণ, মনোমুগ্ধকর প্রতিটি কথা
স্যালুট, অনেক সাবলীল এবং তথ্যবহুল ভাষণ।
ড. ইউনুস স্যারের প্রতিটা ভাষণ অনেক মনোযোগ দিয়ে শুনি। অথচ আগে কোন সরকার প্রধানের ভাষণ এত মনোযোগ দিয়ে শুনিনি। অনেক ভালো লাগে। এগিয়ে যান আপনি আপনার উপদেষ্টাদের নিয়ে।
ধন্যবাদ ইউনুছ স্যার কে,
যোগ্য ব্যক্তির যোগ্য কথা
তার কথাতেই শান্তি লুকিয়ে আছে ❤
লুকিয়ে নেই প্রকাশ পাচ্ছে শান্তি।
@@Messi-fans-365 বিগত জঞ্জালগুলোইতো বেশী যন্ত্রণার কারন হয়ে দাঁড়িয়েছে।
এ প্রথম কোন রাষ্ট্র প্রধানের বাসন মন দিয়ে শুনলাম মনটা বরে গেছে আলহামদুলিল্লাহ ❤❤❤❤
স্যারের কথা শুনে মুগ্ধ হলাম। আরও খুশি হলাম আমার মতো জারা খুশি হয়ে সুন্দর কিছু কমেন্ট করেছেন। সবার কমেন্ট পড়ার চেষ্টা করেছি। শুধু মাত্র স্যারের কথা আপসোস লীগ এর ভালো লাগে নাই।
আপনি সারাজীবন দেশের শাসক থাকলেও আফসোস নাই, এমন একটা নেতা চেয়েছিলাম। যে দেশের কথা ভাববে, দেশকে ভালোবাসবে, বিশ্বে মর্যাদার আসনে তুলে ধরবে । আপনি অসাধারণ। একজন নেতা পেয়েছি। আমরা জনগণ এবং রাজনৈতিক দলের উচিত ওনাকে সাপোর্ট করা এবং সময় দেয়া।
অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন অন্তর্বর্তী সরকার ডঃ মুহাম্মাদ ইউনূস কে,,, আপনি অনেক ধৈর্যশীল এবং দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন,, দেশের মানুষ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক।
সমন্বয়ক সারজিস আলম।
❤❤❤
Obinondhon Dewaar Kisu nai.... onar 50% Upodestha Aumilig er Dhalal include Pawol Asif Nazrul....
বি. শাখাওয়াতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরিয়ে আনুন। স্বরাষ্ট্র মন্ত্রলায়ে একজন শক্তলোক দরকার। উনি থাকলে দেশের সার্বিক পরিস্থিতি হয়তো অন্যরকমও হতে পারতো।
ফারুকী ও বশির পদত্যাগ চাই।
অতি দ্রুত আওয়ামী দোসরদের উপদেষ্টা পরিষদ থেকে সরাতে হবে, তা না হলে ইউনুস সাহেবের যত পরিকল্পনায় হোক না কেন দেশ ভালো চলবে না
আলহামদুলিল্লাহ, দেশ সঠিক পথেই আছে,আমাদের মত সাধারণ জনগণকে এর আগে কোনো সরকার প্রধান এত সম্মান দিয়ে ভাষন দেয়নি।
যত দিন ডক্টর ইউনূস স্যার দেশে আছে ততদিন পর্যন্ত আমি রেমিটেন্স পাঠাবো ইনশাআল্লাহ
ইউনূস স্যার নেই আমার কাছে রেমিটেন্স ও নেই
কাতার থেকে বলছি 🇶🇦🇶🇦🇶🇦🇧🇩🇧🇩🇧🇩🥰🥀❤️
❤
হাই মাশাল্লাহ ❤❤❤. আমরাই পারি এই সরকারকে সামনের দিকে আগিয়ে নেওয়া
আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ডঃ মোঃ ইউনুস সাহেব কে আল্লাহ নেক হায়াত দান কর আমিন।
আমার এই ৫২ বছরের জীবনে আমার ৪০ বছর বয়সে আমি এত সুন্দর বক্তব্য কোন প্রাইমিনিস্টার মুখে শুনিনি ধন্যবাদ আমাদের প্রিয় ডক্টর ইউনুস স্যার কে। আপনার মাধ্যমে আমরা একটা সিঙ্গাপুরের মত দেশ পাব এই চাওয়া।
😂😂😂😂😂
মাশা আল্লাহ। বক্তব্য শুনে মন ভরে গেছে। এক কথায় আমার আর বলার কিছু নেই আমি মুগ্ধ হয়ে গেছি
আলহামদুলিল্লাহ। আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর হবে ইনশাআল্লাহ 🇧🇩🤲
অসংখ্য ভালোবাসা ইউনুস স্যারের প্রতি!❤
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ❤এমন ভাষণ জীবন এ প্রথম শুনলাম, এতটা শান্তি আর সস্তি আগে কখনো পাইনি। আল্লাহ তায়ালা তার মুখের সমস্ত কথা কবুল করে নিক আমিন। এমন যোগ্য নেতৃত্ব আগে কখনো এদেশ পায়নি, ইনশাআল্লাহ দুনিয়ার বুকে এই দেশ মাথা উঁচু করে দাঁড়াবে ❤❤
আলহামদুলিল্লাহ স্যার আপনার ভাষন শুনে মুগ্ধ হলাম ❤❤❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা ।
অনেক সুন্দর ভাষন দিয়েছেন এগিয়ে যান ইনশাআল্লাহ আমরা আছি
সবাই আপনাকে শ্রদ্ধা করে। ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় যত ভাষণ দিয়েছেন সবগুলো মনোযোগ দিয়ে শুনেছি। এক সেকেন্ডও স্কিপ করিনি। অসাধারণ এবং অনবদ্দ। শুধু রিকুয়েষ্ট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন।
মাশাল্লাহ এমন বক্তৃতা আমি আর কোনদিন কোনখানে শুনি নাই। আল্লাহ তুমি মানুষকে আরো ১০০ বছর বাঁচিয়ে রাখো। আমিন।♥️♥️♥️♥️♥️♥️
আলহামদুলিল্লাহ স্যার,
আপনিই 🇧🇩
আপনার হাত ধরেই এগিয়ে যাক নতুন এক 🇧🇩
আল্লাহ তায়ালা আপনাকে দীর্ঘ জীবন দান করুন ফী আমানিল্লাহ্ ❤
মনোমুগ্ধকর ভাষণ যা আগে কখনও বাংলাদেশের ইতিহাসে বিরল দৃশ্য ধন্যবাদ ডঃ ইউনুস স্যার কে 🥰
ভালবাসা অবিরাম ❤
আলহামদুলিল্লাহ, দীর্ঘ ১৫ বছর পর এতো সুন্দর ইতিবাচক ও মনোমুগ্ধকর বক্তব্য শুনলাম। আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুক এবং আপনার সমস্ত প্রতিশ্রুতি আমলে আনার তৌফিক দেক।❤
মাশা-আল্লাহ কি সুন্দর স্পিস।
আমরা সাধারণ জনগণ স্যার, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিত্তপ্রয়জনিয় দ্রব্য মুল্যের দাম অনেক বেশি এটা কন্ট্রোল করুন, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, আপনারা নিরপেক্ষ সরকার নিরপেক্ষ ভাবে সাধারণ জনগনের জন্য ভালো এমন কিছু করে যাবেন যেন আমরা আপনাদের সারাজীবন মনে রাখতে পারি,আমরা আপনাদের কাছে আশাবাদী বিশেষ করে আপনারা আসার পর সবচেয়ে বেশি ভালো লাগছে, আপনারা ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এর বিধিমালা প্রকাশ করেছেন এখন এটা খুব তারাতাড়ি সারাদেশে কাজ্যকর করুন, বাংলাদেশের সবচেয়ে বেশি সমস্যা জমিজমা নিয়ে মামলা বছরের পর বছর চলে জার জন্য সাধারণ মানুষ অসহায় হয়ে পরে তাই এই আইন খুব দ্রুত প্রয়োগ করুন, ধন্যবাদ স্যার
ধন্যবাদ ইউনুস ছার কে❤❤
স্যারকে
"স্যার" হবে ভাই!
আলহামদুলিল্লাহ এই প্রথম কোন দেশের প্রধানের এত সুন্দর বক্তব্য শুনলাম ❤❤❤❤❤❤
Thanks!
আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যার
এক অনন্য মেধা। কতটা নিখুঁত, সাবলীল আমাদের ড.ইউনুস স্যার ❤❤❤
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্যার। বাংলাদেশের ১৮ কোটি মানুষের মানুষের কথাগুলোই আপনার মুখে ফুটে উঠেছে। ❤❤
মনে হলো 2001 সালের আসিফের ও প্রিয়া তুমি কোথায় " গান শুনলাম। যা বারবার শুনতেই মন চায়। অতীতে কিছু নেতা-নেত্রীর ভাষণ শুনলে ওযু নষ্ট হয়ে যেত ! আর এটাও ভাষণ যা শুনলে মন ভরে যায় যোগ্য মানুষ রাষ্ট্র ক্ষমতায় থাকলে এমনটাই হয়।
ঠিক বলেছেন
Thik
আলহামদুলিল্লাহ। আপনার উচিত ১০ বছর এই আসনে থাকা। ❤❤❤
আমার এ-ই ছোট্ট জীবনে,,এই দেশের কোনো রাজনৈতিক ব্যাক্তির বক্তব্য এ-তো টা গুরুত্ব দিয়ে শুনিনি। দোয়া ও ভালোবাসা রইল ডঃ মুহাম্মদ ইউনুস ❤️🇧🇩❤️
খুবই সুন্দর মনোমুগ্ধকর বক্তব্য আর এটাই পুরুষ আর নারীর মধ্যে পার্থক্য।
ইউনূস স্যারকে স্যালুট ❤❤❤
-ছাত্র জনতা পক্ষ থেকে
আমরা সাধারণ জনগণ দেখতে চাই উপদেষ্টা হিসেবে
১/ পিনাকী ভট্টাচার্যকে স্বাস্থ্য মন্ত্রণালয়
২/ ইলিয়াস হোসেন
৩/ কনক সারোয়ার
৪/ আসিফ মাহাতাব
৫/ আহমাদুল্লাহ হুজুর
৬/ আব্বাসী হুজুর জনপুর
৭/ আবু তুহা হুজুরকে শিক্ষা মন্ত্রণালয় দেওয়া হোক
তাদেরকে নিয়ে দেশ সংস্কার করে তারপরে নির্বাচন দিবেন এটাই আমাদের জনগণের দাবি
কাওকে মানায় কাওকে মানায়না
সহমত জানাইলাম সাথে জোর দাবি জানাচ্ছি
সহমত
ইলিয়াস so veri said
খুবই ভালো প্রস্তাব,সহমত এবং জোর দাবি জানাচ্ছি।
এতো সুন্দর ভাষন প্রথম শুনলাম সোনার বাংলায় মাশাআল্লাহ ❤❤❤❤
Thank you so much sir❤❤❤
খুবই চমৎকার। মহান আল্লাহ, শ্রদ্ধেয় ড,. মুহাম্মদ ইউনুস সহ আমাদের সবাইকে বেশি বেশি করে হেদায়েত করুন, মঙ্গল করুন।
আলহামদুলিল্লাহ এত সুন্দর গঠনমূলক কথাগুলো মনোযোগ সহকারে শুনলাম
স্যারকে ছোট একটা ধন্যবাদ দিয়ে ছোট করবো না আল্লাহ ওনার সম্মান আরো বাড়িয়ে দিন আমিন
আলহামদুলিল্লাহ মন ভরে আমাদের প্রদান উপদেষ্টার ভাষন শুনলাম , খুবই চমৎকার, এই সরকারের সফলতা কামনা করছি
ধন্যবাদ ডক্টর ইউনুস ❤❤
ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই কতো সুন্দর কথা আলহামদুলিল্লাহ
😢😂😢😂😢😂😢
Right ❤
আমিও ❤
কথাগুলো শুনে আমার মন ভরে গেছে❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤