আল্লাহর রাস্তায় দানের উপমা হচ্ছে- এমন একটি শস্যবীজের মতো, যাতে উৎপন্ন হয় সাতটি শিষ আর প্রতিটি শিষে থাকে শত শস্যদানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ প্রবৃদ্ধি দান করেন। আল্লাহ তায়ালা অত্যন্ত প্রাচুর্যময়,
আপনি এ ব্যাপারে টোটালি নিজেকে স্বচ্ছ রাখুন, অর্থাৎ আপনার চরিত্র এবং চক্ষু, অন্তরকে আল্লাহর জন্য করে নিন, ম্যাজিক দেখুন! কোনো ইস্যু আপনার থেকে পেয়েছে কোনো না কোনো ভাবে, নয়ত এটি করেনি। তাই আপনিই আপনাকে নির্ভুল রাখুন।
@@Battle_of_life_24 ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কথা বলার জন্য, জানেন ও কি করে আপনাকে দুটো ঘটনা বলি একদিন আমার এক বন্ধুর ফ্যামালী নিয়ে পার্কে ঘুরতে গিয়ছিলাম তো আমি বাদাম কিনে আনলাম সবাই খাচ্ছে বাট বন্ধুর ওয়াইফ খাচ্ছে না তো আমি বল্লাম বাভি লন খান তখন ও রেগে বল্লো এই তুমি ওনাকে বাভি বল্লে কেন? ওনাকে আপু বলবা বড় আপু ওকেএএএএএএএএ,একদিন হসপিটালে রিসিপশন এ মেয়ে আমি কথা বলতেছি ও এসে বলতেছে ঐ মেয়ে তোমার দিকে এভাবে তাকায় কেন? হাত ধরে টেনে নিয়ে বলে এখানে ডাঃ ই দেখাবো ন,,,এ-তো শুধু দুটো ঘটনা বল্লাম এমন হাজারো লংকা কান্ড ঘটায় ও,সব সময় সন্দেহ করে মোবাইলে রং নাম্বারে ফোন আসলেও লংকা কান্ড, আচ্ছা অপরাধ না করে যদি অপরাধী হতে হয় তাহলে কেমন লাগে বলেন?
খুব ভাল লাগে অনেক কিসু বোজার আছে সকল কে ধন্যবাদ
আল্লাহর রাস্তায় দানের উপমা হচ্ছে- এমন একটি শস্যবীজের মতো, যাতে উৎপন্ন হয় সাতটি শিষ আর প্রতিটি শিষে থাকে শত শস্যদানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ প্রবৃদ্ধি দান করেন। আল্লাহ তায়ালা অত্যন্ত প্রাচুর্যময়,
খোব ই ভালো আলোচনা ৷
খুব ভালো একটা অনুস্টান
Balo akta anostan
ছেলারা ওখুব খারাপ হয় খালি আমার husband খুব ভালো।
আসল কথা বলার সময় থামায়😡 পুরুষের কথা মনোযোগ দিয়ে শোনে।টিন এজ কাজের মেয়ের কথা শুনলো না।
এমন সমস্যায় আমিও আছি উপপপপপপ কি যে যন্ত্রনা
আপনি এ ব্যাপারে টোটালি নিজেকে স্বচ্ছ রাখুন, অর্থাৎ আপনার চরিত্র এবং চক্ষু, অন্তরকে আল্লাহর জন্য করে নিন, ম্যাজিক দেখুন!
কোনো ইস্যু আপনার থেকে পেয়েছে কোনো না কোনো ভাবে, নয়ত এটি করেনি।
তাই আপনিই আপনাকে নির্ভুল রাখুন।
@@Battle_of_life_24 ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কথা বলার জন্য, জানেন ও কি করে আপনাকে দুটো ঘটনা বলি একদিন আমার এক বন্ধুর ফ্যামালী নিয়ে পার্কে ঘুরতে গিয়ছিলাম তো আমি বাদাম কিনে আনলাম সবাই খাচ্ছে বাট বন্ধুর ওয়াইফ খাচ্ছে না তো আমি বল্লাম বাভি লন খান তখন ও রেগে বল্লো এই তুমি ওনাকে বাভি বল্লে কেন? ওনাকে আপু বলবা বড় আপু ওকেএএএএএএএএ,একদিন হসপিটালে রিসিপশন এ মেয়ে আমি কথা বলতেছি ও এসে বলতেছে ঐ মেয়ে তোমার দিকে এভাবে তাকায় কেন? হাত ধরে টেনে নিয়ে বলে এখানে ডাঃ ই দেখাবো ন,,,এ-তো শুধু দুটো ঘটনা বল্লাম এমন হাজারো লংকা কান্ড ঘটায় ও,সব সময় সন্দেহ করে মোবাইলে রং নাম্বারে ফোন আসলেও লংকা কান্ড, আচ্ছা অপরাধ না করে যদি অপরাধী হতে হয় তাহলে কেমন লাগে বলেন?
সেইম সমস্যায় আমিও ভুগতেছি
বেচারা
🤪🤣🤣🤣
আমিও এক ই সমস্যায় আছি ওহহহহহহ কি করে বোঝাবো আমি নির্দোষ জানিনা শুধু সন্দেহ আর সন্দেহ,
Amr aki provlem
😜😜😜
অতি চালাকের গলায় রশি
Ati chalak ar golai dori
এই পোগাম টা কয়টা বাজে আর কি বারে হয়?