এতো ক্ষোভ রানারের উপর || Runner Motorcycles Unsatisfied Customer || Chocolate Biker || Aprilia FX150

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Runner Motorcycle এর কাস্টমার রা এত টা নাখোশ এই দেশীয় ব্রান্ড টির প্রতি যা সত্যি দুক্ষজনক। অথচ একটি দেশি ব্রান্ড হিসেবে সব সময় চাই ভাল কিছু করুক।
    সবাই কমেন্ট করে মন্তব্য জানাবেন।
    স্যালুট।
    শতভাগ অরিজিনাল ইঞ্জিন ওয়েল, হেলমেট ,বাইকিং এক্সোসরিস ও সেফটি গিয়ারস পেতে ও বিস্তারিত তথ্য অভিজ্ঞ বাইকারের পরামর্শ পেতে সেই সাথে বিশস্ত মেকানিক দিয়ে বাইক সার্ভিসং করারে যোগাযোগ করুন নিচের ঠিকানায়। সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পৌছে দেওয়া হয়।
    Action Biker Online
    01950923872
    Action Biker 2.0
    3 no. Uttar Pirerbag, Mirpur 60feet road, Mirpur, Dhaka 1216.
    01846777475
    maps.app.goo.g...
    Mobile no 01950923872
    যেকোন প্রকার ব্যাবসা প্রচার প্রসারের জন্য যোগাযোগ করুন
    Email naveedtoru@gmail.com
    চকলেট বাইকার সহকারীর নাম্বার
    01766622367

ความคิดเห็น • 253

  • @chocolatebikertaru
    @chocolatebikertaru  ปีที่แล้ว +20

    Runner Motorcycle এর কাস্টমার রা এত টা নাখোশ এই দেশীয় ব্রান্ড টির প্রতি যা সত্যি দুক্ষজনক। অথচ একটি দেশি ব্রান্ড হিসেবে সব সময় চাই ভাল কিছু করুক।
    সবাই কমেন্ট করে মন্তব্য জানাবেন।
    স্যালুট।
    শতভাগ অরিজিনাল ইঞ্জিন ওয়েল, হেলমেট ,বাইকিং এক্সোসরিস ও সেফটি গিয়ারস পেতে ও বিস্তারিত তথ্য অভিজ্ঞ বাইকারের পরামর্শ পেতে সেই সাথে বিশস্ত মেকানিক দিয়ে বাইক সার্ভিসং করারে যোগাযোগ করুন নিচের ঠিকানায়। সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পৌছে দেওয়া হয়।
    Action Biker Online
    01950923872
    Action Biker 2.0
    3 no. Uttar Pirerbag, Mirpur 60feet road, Mirpur, Dhaka 1216.
    01846777475
    maps.app.goo.gl/NWMg923xTnjjRDLh9
    Mobile no 01950923872
    যেকোন প্রকার ব্যাবসা প্রচার প্রসারের জন্য যোগাযোগ করুন
    Email naveedtoru@gmail.com
    চকলেট বাইকার সহকারীর নাম্বার
    01766622367

    • @MdSohel0172
      @MdSohel0172 ปีที่แล้ว +3

      আসলে আমি রানার টারবো বাইকটা দীর্ঘ তিন বছর চালিয়েছি আমার কাছে তেমন কোন সমস্যা হয়নাই তবে সাভাবিকই যে কোন বাইকে যে কোন সমস্যা আসতেই পারে। সে জন্য কাউকে একতরফা দোষ দিলেতো হবেনা। অনেক দামী বাইকেও সমস্যা হয়। তবে হা রিসেল ভ্যালু কম।ধন্যবাদ আমার কলিজার তরুভাই সেই সঙ্গে আপনার বন্ধু দেরকেও শুভেচ্ছা ও স্যলুট।

    • @jakiasultana9717
      @jakiasultana9717 ปีที่แล้ว

      Ato ta valo na.... Ami atar user

    • @MrTripleM711
      @MrTripleM711 ปีที่แล้ว

      ভাই রানার এর বাইক কিনে বাংলাদেশের বাইকার কিন্তু প্রতারিত হচ্ছে। কারন রানার এর বাইক বেশিরবাগ নিম্ন মধ্যবিত্যরাই কেনে।কিন্তু রানার এর বাইক টিকসই একবারে নিম্নমানের। রানার এর বাইক হইতো দাম অর্ধেক করে দিখ,নয়তো ব্যান করে দেক

    • @zumbabaura7035
      @zumbabaura7035 ปีที่แล้ว

      ​@@MdSohel0172
      - ঠিক বলেছেন। Runner Turbo V2 বাইক নেবার ইচ্ছা আছে। 😍

    • @pb_pritam
      @pb_pritam ปีที่แล้ว

      *রানার কোম্পানি ইমপোর্ট করছে, পরে পার্সপত্র পাবেন তো??? তারা আফটার সেল সার্ভিস কেমন দেয় আগে সেটা খোঁজ করুন, টাকা দিয়ে এরকম একটা জিনিস কেনার পরেই সব কিছু শেষ না, বরং লেনদেন শুরু।*

  • @RedowanChowdhury
    @RedowanChowdhury ปีที่แล้ว +5

    royal plus 110cc almost 5 yr+ chalassi ...ak hate....alhamdulillah akhn porjnto major kono issue pai nai.

  • @mizanurrahman7556
    @mizanurrahman7556 ปีที่แล้ว +30

    বাংলাদেশ কিরিকেট খেলাতে খুব আগ্রহ, কিন্তু বাজাজ প্লাটিনার মতন একটা 100-110 সিসির বাইক ও বানাইতে পারেনা। লজ্জা থাকা উচিত।

  • @mominulhaque510
    @mominulhaque510 ปีที่แล้ว +9

    জীবনের প্রথম কষ্টের টাকায় কেনা বাইক ৯১ হাজার টাকা দিয়ে রানার রয়াল প্লাস ভার্সন ২, ১১০ সিসি কিনেছিলাম। কম্পানি বলেছিল ৫৫ মাইলেজ পাব দুঃখের বিষয় অনেক কষ্ট করেও ২৫/২৮ এর বেশি মাইলেজ পাইনাই।তেল ভরতে ভরতে বেতন শেষ , লাস্টে তেলের দাম বেরে জাওউয়ায় আর কুলাইতে পারি নাই।। শেশে বিক্রি করব ভাবছি কিন্তু সেখানে হয়ে গেল কমেডি। ২৫/৩০/৩৫ এর বেশি দাম কেউ বলে নাহ। পরে ১ মাস ঘুরার পর পাগল হয়ে অনেক কষ্টে ৪৮ হাজার টাকায় সেল করচিলাম।আর জিনি নিছে উনি আমাকে প্রতিদিন গালি দেয়। তবে আমি গালি সুনেও অনেক খুসি।কারন আপদ বিদায় তোঁ করছি.৩ টা ফ্রী সার্ভিস করার পর কিসুই ঠিক হয় নাই। ৩৫০০ কিলো চালাইয়া নতুন বাইক ৪৮ হাজারে সেল্ল করছি।।

  • @EmonAli710
    @EmonAli710 ปีที่แล้ว +16

    ভাইয়া আমি বুঝি না বাংলাদেশের বাইক কোম্পানিগুলো কি তাদের নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার কোন পরিকল্পনাই করে না তারা কি দুটি একটি বাইক বিক্রির মাধ্যমেই তাদের ভোক্তাদের ঠকিয়ে বিজনেস করে নিবে তারা কেন তাদের সংগ্রহে আপগ্রেড আনে না নতুন বাইক আনে না 😊😢

    • @md.shumonshikder5956
      @md.shumonshikder5956 ปีที่แล้ว +1

      Right 👍

    • @sailam362
      @sailam362 ปีที่แล้ว +2

      ভাই বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের ঘুষ দলীয় সন্ত্রাসীদের চাঁদাবাজি এই দুই মিলে নাজেহাল অবস্থা কোম্পানির ভালো কিছু করবে কিভাবে।

    • @EmonAli710
      @EmonAli710 ปีที่แล้ว +1

      @@sailam362 ঠিক বলেছেন কই walton simgerএদেরকে তো কতটা প্যারায় রাখা হয় না মূল সমস্যা হলো বাংলাদেশ বাস সমিতির সাথে আমাদের নানুমনির (সরকার) গোপন ডিল হয়েছে তারা বাইক কোম্পানি উন্নয়ন করতে দিবে না

  • @samiullahzifan3989
    @samiullahzifan3989 ปีที่แล้ว +7

    ভাই আমার আগের বাইক ছিলো walton cruize 100cc... আর বর্তমানে ব্যবহার করছি walton fusion 125cc... আমি walton বাইক নিয়ে সাজেক, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, সিলেট মত জায়গায় বড় ট্যুর দিসি... কোনো রকম সমস্যা ছাড়াই... বাইক যে কোনো কোম্পানির হোক... সঠিক ভাবে মেইটেন করতে পারলে... আর এক হাতে চালাতে পারলে সব বাইকই ভালো... এক হাত মানে এক হাতেই... আপনি বাইকে যেমন দিবেন... সেটা আপনাকে তেমনি ফেরত দিবে... এটা সম্পূর্ন নিজের উপর... আমি walton ছাড়া splendar, pulsar, hunk, gixxer ব্যবহার করছি... এগুলা থেকেও যথেষ্ট ভাবে সার্ভিস পায়ছি... এটা আমার একান্ত মতামত... আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলি নাই 😊

  • @titushinha2261
    @titushinha2261 ปีที่แล้ว +2

    আমারও রানার টারবো কেনার কথা পরবর্তিতে আপনার ডিস্কোভার ১২৫ এর রিভিউ দেখে বেশ সময় নিয়ে ২০২২ সালে সেপ্টেম্বরে ডিস্কোভার ১২৫ নিয়ে নিলাম। যদিও ভাল জিনিসের দামটা একটু বেশি। দোয়া করবেন।

  • @nayemulhasan9041
    @nayemulhasan9041 ปีที่แล้ว +7

    ও ভাই.....রানার 😂😂😂 আল্লাহ মাফ করুক, টাকা দিয়া না, কোম্পানি যদি মাগনা ও দেয় তাও আর নাহ.... Infact....পৃথিবীতে যদি আর কোন বাইকের ব্রান্ড নাও থাকে তবুও না, লাগলে ফনিক্স সাইকেল চালামু তাও রানারের বাইক চালামু না।।।।😂😂😂😂

  • @lostgear2020
    @lostgear2020 ปีที่แล้ว +5

    ভাইয়া আমার অভিজ্ঞতা অনেক তিক্ত, আপনাকে সংক্ষেপে বলার চেষ্টা করছি, আমি রানার নাইট রাইডার্স ব্যবহার করতাম নতুন কিনেছিলাম, গাড়িটা বিশ কিলোমিটার ২৫ কিলোমিটার চালানোর পর ইঞ্জিন অনেক হিট হয়ে যেত প্রচন্ড পাওয়ার লস করত, এক দুই মাস পর পর ক্লাসপ্লেট চেঞ্জ করার দরকার হতো, বাইকটির বিল কোয়ালিটি অনেক বাজে ছিল বছরখানেক চালানোর পর অনেক সাউন্ড করতো ইঞ্জিনে এবং ব্রেকিং ব্যালেন্স অনেক বাজে ছিল, যার কারণে একবার আমার পাও ভেঙ্গে ছিল, শুধু আমার পায়ের উপরে গাড়িটা পড়ে গেছিল তাতেই পা ভেঙ্গে গেছে এত পরিমাণে ওজন ছিল যখন তখন যেখানে সেখানে দাঁড়ানো গাড়ি পড়ে যেত,এত পরিমাণে তেল খেত বুঝাতে পারবো না আপনাকে, গাড়িটি আমি এক বছর চালিয়ে অনেক কম দামে বিক্রি করে দেই, আর তারপর থেকে এখন আমি রানারের বাইক কিংবা রানার শোরুম দেখলেও আতকে উঠি, রানারের সাথে এটা ছিল আমার ভয়ংকর অভিজ্ঞতা। আশা করছি আপনি অনেক অভিজ্ঞ আপনি বুঝতে পারবেন, এর পর আমি টিভিএস ৪ভি কিনি ৪ বছর হয়ে গেছে ৭০,০০০ কিলোমিটার চালানো হয়ে গেছে, এখনো মনে হয় এটা ১৬০ সেগমেন্ট এর সেরা গাড়ি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত গাড়ির ক্লাস প্লেট পালটানোর প্রয়োজন হয়নি মনে হয় কালার এখনো নতুনের মতো। স্মুথ নেস আগের মতই। আলহামদুলিল্লাহ ভালো থাকবেন, অনেক ভালো বাসা আপনার জন্য।

  • @mahujulhassan2549
    @mahujulhassan2549 ปีที่แล้ว +4

    রানারের কিছু বাইক ভালো যদি চালক ভালো হয়.. আমি বুলেট ভার্সন ২ চালাই ১ বছর ৯ মাস হইছে..এখন পর্যন্ত ৩২ হাজার কিলোমিটার চালাইছি.. এখন পর্যন্ত আমার বাইকে পিছনের খরচ তেল মবিল ছাড়া( পিছনের ব্রেকশো,বাপ্পার ওয়েল) আর ১ টাকা ও লাগে নাই. আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো চলছে.. আমি একটাই সমস্যা পাইছি রিসেল ভ্যালু নাই.. আর সব ঠিক আছে..

  • @monjurrahi167
    @monjurrahi167 ปีที่แล้ว +1

    যে শ্রেনীর লোকজন রানার কিনেছে তাদের বাইকের প্রতি কোন দরদ ছিলোনা। তারা কোন মেইন্টেনেন্সই করেন নাই। তাদের হাতে হোন্ডা CBR গেলেও একই অবস্থা হবে। যে বাইকই হোক না কেন ঠিকমত মেন্টেইন করতে পারলে ভালো সার্ভিস দেবে সন্দেহ নেই।

  • @ronchakraborty6651
    @ronchakraborty6651 ปีที่แล้ว +4

    ❤আসুন আমরা সবাই মিলে ভাই এর জন্য দোয়া করি ❤🇮🇳❤️🇧🇩❤️

  • @bmpaithonkhan7283
    @bmpaithonkhan7283 ปีที่แล้ว +2

    Boss,,
    New 2023 Bajaj Pulsar NS160 Dual ABS BS7
    নিতে চাচ্ছি কেমন হবে,,,,, এটা বাংলাদেশে কবে আসবে,,,, আর কত টাকা প্রাইজ হবে,,,,

  • @albinnazim2009
    @albinnazim2009 ปีที่แล้ว +2

    Runner Turbo 125 use korci 3 years,Alhamdulillah ami khub happy,

  • @aryanaman3802
    @aryanaman3802 ปีที่แล้ว +14

    Runner এর প্রধান সমস্যা After-sale service......আপনি চাইলেও Properly তাদের বাইক maintain করতে পারবেন না। আর যদি Parts পান ও, দাম শুনেই Maintain করার ভূত নেমে যাবে।

  • @smmasud6869
    @smmasud6869 ปีที่แล้ว +1

    আস্সালামুআলাইকুম ভাইয়া কেমন আছেন। আপনার ঈদে গ্রামের বাড়ি যাওয়ার ভিডিও দেখার অপেক্ষায় আছি

  • @ashimroky871
    @ashimroky871 ปีที่แล้ว +8

    রানারের টারবো ১২৫ টা অনেক ভালো। আমি ৫ বছররের বেশি সময় ধরে চালাচ্ছি।

    • @atikajim6364
      @atikajim6364 ปีที่แล้ว +1

      শুধু বাজারে জান আর আসেন তো তাই বোঝেনা।। 125 সিসির বাইক নাকি মাইলেজ দেয়। লিটারে 12তে15 কিলোমিটার। আমার এক বন্ধু চলে বিক্রি করে দিছে কিছুদিন চালিয়ে

    • @ashimroky871
      @ashimroky871 ปีที่แล้ว

      @@atikajim6364 না বুজে অযাথা একটা কথা বলা খুবই খারাপ অভ্যাস।ছবি দেখে মনে হলো তুমি বয়সে ছোট হবে আমার তাই এভাবে বললাম। অনার্স ১ম বর্ষে নিয়েছি।জয়পুরহাট থেকে বগুড়া যাই প্রাইভেট পড়ি রোজ সকালে। ওখান থেকে শিবগঞ্জ আসি কলেজে। তারপর আসি বাড়িতে। এসে বিকালে বন্ধুরা চা কফি পানের জন্যও ১৫/২০ /৩ কিলো চালাই। এটা হলো সপ্তাহের ৬ দিনে রুটিন টানা ৪ বছরের। ম্যাপে দেখে নিয়ো এগুলার দুরত্ব।এছাড়া পরিক্ষা সেন্টা মহাস্থানগড়ে। এবং বাকিগুলা তো বললামই না। গোরাফিরার। আজকেও জয়পুরহাট থেকে দিনাজপর ঘুরে আসলাম। এখন কথা হলো সে বিক্রি করলো। তে কোনো চালকই না। ৭০লক্ষ টাকার H2 বা ZX10R এসবের মাইলেজ যেটা তোমার বন্ধু পায়। তাকে বলো বলো বা নিজেকে বলো বাইক কোনোদিন চোখে দেখেছে কি না? বা চালাতে পারে কি না? একটা মন্তব্য করার আগে ভেবেচিন্তে করতে হয়।আমি ৫৬ কিলোমিটার পাই হাইরোডে আর সিটি বা গ্রামের দিকে ৫২ এর মতো। তাকে শুনে দিয়ো।

    • @ashimroky871
      @ashimroky871 ปีที่แล้ว

      @@atikajim6364 যেটা বলে ছোট হবে সেটা কখোনো বলবা না। পৃখিবীর কোনো ১২৫ সিসির বাইক ১২/১৫ মাইলেজ দেয় না ১ গিয়ারে চালালেও। ওটা ১হাজার বা ১২০০ সিসির বাইক এর মাইলেজ। হয়তো কেরোসিন দিয়ে চালাচ্ছিলে তোমরা। আর না হয় বললে আন্দাজে একটা কথা। আর বাজারে যাই কি না তুমি কিভাবে জানলে>?আমার সাথে আসে কি তোমার বাড়ির কেউ বাজারে? কে সে? আর এই সমস্যা যদি হয়েই থাকে তো মেকানিক নামের কিছু পেশার মানুষ আছে। বিভিন্ন বাজারে বা শোরুমে থাকে জানো কি? তাদের দেখাতে হতো। বা কার্বুরেটর, বা ইজ্ঞিন এর কাজ করাতে হতো।যাই হোক এভাবে বলবে না। অনেকে তাদের বংশের পরিচয় দিয়ে অনেক কিছু বলতে পারে।

  • @marufaaktar8597
    @marufaaktar8597 ปีที่แล้ว +5

    এমন চলতে থাকলে রানারের ওয়াল্টন এর বাইকের মতো অবস্থা হবে।

  • @imranhossainsohan9596
    @imranhossainsohan9596 ปีที่แล้ว

    ami nijeo runner royal plus 110 12,000 kilometres use korechi. amr bike ta khub valo performance diyeche engine oil change kora chara kono kaj e korte hoy nai. just diner surute bike ta start korle engine gorom howar aag porjonto koyekbar start off hoye jeto e chara bike ta amak khub vlo service diche. and ami eta pore 69,000 takay sale o korechilam

  • @zakariyahelal6846
    @zakariyahelal6846 ปีที่แล้ว +5

    ভাই আমি ইটালি প্রবাসি, ইনশাআল্লাহ যখনি দেশে আসি আপনার সাথে একটা বাইক টুরে যাবো।

  • @Rafiqul-c5d
    @Rafiqul-c5d ปีที่แล้ว +1

    রানার টার্বো 125 মোটরসাইকেলটি তো ভালোই চলছে। পাঠাও বা রুবারে ব্যবহৃত হচ্ছে।

  • @sadnanpro30
    @sadnanpro30 ปีที่แล้ว +1

    vaiya kono bike e kharap na vaia . bike kharap hoi rider er jonno, jotno kore use korle sob bike valo thake r na korle supperbike o sesh hoe jai, r ami aprila fx user bike ta nicilam 2 lak 15 die

  • @todaysview5278
    @todaysview5278 ปีที่แล้ว +2

    ভাই আস-সালামুআলাইকুম, কেমন আছেন, একটা তথ্য জানার ছিলো যদি দয়া করে জানাতেন । আমার পোষ্টিং ফেনী ও চট্টগ্রামের সীমান্তে, আমার পরিবার ঢাকায় থাকে । আমি প্রতি মাসেই ঢাকায় আসি । বাইক হচ্ছে আমার প্রিয় বাহন । এবার ঈদে কি বাইক নিয়ে ঢাকা যেতে পারবো ? আমি একটি ২২৫ cc TVS বাইক চালাই । ২০১৪ সাল থেকে প্রতি মাসে ১-৩ বার আমাকে ঢাকা আসতে হয় । গত কোরবানীর ঈদে বিপদে পরেছিলাম । দাউদকান্দি ব্রীজ পার হতে দেয়নি । অনেক কষ্টে ও Risk নিয়ে উল্টা পথে ব্রীজ পার হয়েছিলাম ।এবার কি একই নিয়ম বলবত থাকবে কি ? যদি দয়া করে জানাতেন ।

    • @chocolatebikertaru
      @chocolatebikertaru  ปีที่แล้ว +1

      তাতো জানা নেই ভাইয়া

  • @Mehedi-ej4vq
    @Mehedi-ej4vq ปีที่แล้ว +4

    ঠাণডা আর হাসি খুশি এক মানুষের নাম তরু ভাই

  • @imranhasan5573
    @imranhasan5573 ปีที่แล้ว +1

    Take love 😘😘 toru vie

  • @najibashhabdastagir238
    @najibashhabdastagir238 ปีที่แล้ว +2

    রানারের কোন পার্টস পাওয়া যায় না তাই বাইকগুলো কে মেইনটেইন করা খুব কষ্টশাদ্ধ বিষয়, বিশেষ করে এই জ্যামের শহরে চলতে গেলে কিছুনা কিছু ভাঙ্গে। সেক্ষেত্রে পার্টস খুজতে গেলে অথোরাইজ ডিলার রা ও মাফ চায় আর রানার জেনো এই বিষয়ে উদাসিন। আমার প্রথম বাইক রানার চিতা আজ পর্যন্ত এর ব্রেক লিভার পেলাম না। রানারের এই বিষয়ে নজর দেওয়া উচিত

  • @joyahmed5712
    @joyahmed5712 ปีที่แล้ว +1

    Amr bike ta vlo service disse...runner rt...40+ km jay...2 yrs dore use korsi...

  • @atikajim6364
    @atikajim6364 ปีที่แล้ว +3

    চাইনিজ বাইক গুলো তো নতুন অবস্থায় ভালোই চলে। কিছুদিন পরে মালিকরে ফকির করে সাড়ে। সবার আগে বাইকের মাইলেজ ড্রপ করে। তারপর একটা একটা করে পার্স পাতি রাস্তায় খুলে পড়ে। আমি নিজ চোখে দেখছি। আমার বন্ধুর বাইক এর কি অবস্থা

  • @skshonalialo3223
    @skshonalialo3223 ปีที่แล้ว

    ভাইয়া আপনি তো ইন্ডিয়া জান তাই না কিন্তু একবার কাশ্মীর গেলে কি ভালো হয় না আপনিও গেলেন আমার দেখলাম প্লিজ ভাই আল্লাহ্ যদি তৌফিক দেন তা হলে কিন্তু জাবেন ❤❤❤

  • @mdsislam9247
    @mdsislam9247 ปีที่แล้ว +1

    আমি রানার bolt 165r বিক্রয় করবো কিন্তু কোন কাষ্টমার খুঁজে পাইনা

  • @raihan-ul-islam9210
    @raihan-ul-islam9210 ปีที่แล้ว +1

    Sob thake birokto hobar prodan karon other servicing valo na, problem bolle temon kono solutions dite pare na, amai ktm user oder service e birokto hoia akhon baire service korai, ktm er parts oder thake kini er por baire thake bike er kaj korano lage kubi birokto kor bhai, r ktm bolen r apprilia bole bikri korte gale dam paoua jai na dada

  • @touhidul18
    @touhidul18 ปีที่แล้ว +1

    Vaia... Ami Honda dream 110 use kori. Bike ta onk kapakapi kore. Use kore santi paitesi na...
    Budget kom tai aprilia fx kinte chaitesi... Apner review er opekkhay asi.
    Maintainess khroj kemn? Parts available naki?
    Over all ekta suggestion chai...
    Plzzz

  • @ArifulhaqueSamim-vr3zt
    @ArifulhaqueSamim-vr3zt ปีที่แล้ว

    Vai runner knight rider use korchilam
    Oitar pars baire khub kom paoajay and high price

  • @mdmoynulhasan1984
    @mdmoynulhasan1984 ปีที่แล้ว +2

    আমারও এই রানার গাড়ি ছিলো।ফালতু গাড়ি

  • @qwertyui9900
    @qwertyui9900 ปีที่แล้ว +1

    আপনাদের দেশে এত ছোট ছোট বাইকের যে এত দাম। আমাদের ইন্ডিয়াতে 500 সিসির বাইক পাওয়া যায় এই দামে। আপনাদের দেশের সরকার বাইকারদের 0% সুযোগ সুবিধা দেয় না আরো পারলে নেয় খুবই দুঃখজনক মানুষের তৈরি জিনিস আপনারা সুন্দর ভাবে ইউজ করতে পারেন না

  • @abufoyezmd.hasansarder6704
    @abufoyezmd.hasansarder6704 ปีที่แล้ว +1

    তরু ভাই সম্ভবত এর পার্টস দাম অনেক বেশি মনে হয়!

  • @belalitceo
    @belalitceo ปีที่แล้ว

    দেশি পণ্য গুলো একটু ভালো বানাইলে কি সমস্যা হয়? এইরকম না যে ফ্রী, মানুষ তো টাকা দিয়ে কিনে।

  • @Rony-Thieofiel
    @Rony-Thieofiel ปีที่แล้ว

    ভাইয়া আমি রানারের 80Delux বাইকটা চালাই,এটা দিয়ে এই পর্যন্ত আমি বরিশাল,খুলনা,গোপালগনজ,পিরোজপুর, টাংগাইল,নাটোর,ময়মনসিংহ আরও অনেক জায়গায় গেছি এখন পর্যন্ত ৩২৪৩৩কিমি চলেছে,আজকেও আমি মাওয়া গেছিলাম,আসার পথে বাইকের ইনজিনের পিসটন টা সমস্যা হয় আরও তা সাথে আর কিছু লগাতে হয় ,তারপরে ৬০০০/- টাকা খরচ করে ঠিক করে বাসায় ফিরিয়ে নিয়ে আসি ,এখন বলেন "তরু" ভাই কি বলবেন আপনি ?

  • @masudsanwarrussell8872
    @masudsanwarrussell8872 ปีที่แล้ว +1

    ধুর ভাই মানুষের কথা সুইনেন না আপনি এপ্রিলিয়া নিতে পারেন আর রানার এর আমার দেখা ভালো কোনও বাইক থাকলে নাইট রাইডার ভার্সন ২ টা কারন চালাইছি মোটামুটি বাংলাদেশে চলে সব বাইক ই তবে থাকে না খারাপের মদ্ধ্যে সবচাইতে ভালো সেটা নাইট রাইডার ভার্সন ২।।

  • @mominulhaque510
    @mominulhaque510 ปีที่แล้ว

    জীবনের প্রথম কষ্টের টাকায় কেনা বাইক ৯১ হাজার টাকা দিয়ে রানার রয়াল প্লাস ভার্সন ২, ১১০ সিসি কিনেছিলাম। কম্পানি বলেছিল ৫৫ মাইলেজ পাব দুঃখের বিষয় অনেক কষ্ট করেও ২৫/২৮ এর বেশি মাইলেজ পাইনাই।তেল ভরতে ভরতে বেতন শেষ , লাস্টে তেলের দাম বেরে জাওউয়ায় আর কুলাইতে পারি নাই।। শেশে বিক্রি করব ভাবছি কিন্তু সেখানে হয়ে গেল কমেডি। ২৫/৩০/৩৫ এর বেশি দাম কেউ বলে নাহ। পরে ১ মাস ঘুরার পর পাগল হয়ে অনেক কষ্টে ৪৮ হাজার টাকায় সেল করচিলাম।আর জিনি নিছে উনি আমাকে প্রতিদিন গালি দেয়। তবে আমি গালি সুনেও অনেক খুসি।কারন আপদ বিদায় তোঁ করছি.৩ টা ফ্রী সার্ভিস করার পর কিসুই ঠিক হয় নাই। ৩৫০০ কিলো চালাইয়া নতুন বাইক ৪৮ হাজারে সেল্ল করছি।।

  • @mominulhaque510
    @mominulhaque510 ปีที่แล้ว

    জীবনের প্রথম কষ্টের টাকায় কেনা বাইক ৯১ হাজার টাকা দিয়ে রানার রয়াল প্লাস ভার্সন ২, ১১০ সিসি কিনেছিলাম। কম্পানি বলেছিল ৫৫ মাইলেজ পাব দুঃখের বিষয় অনেক কষ্ট করেও ২৫/২৮ এর বেশি মাইলেজ পাইনাই।তেল ভরতে ভরতে বেতন শেষ , লাস্টে তেলের দাম বেরে জাওউয়ায় আর কুলাইতে পারি নাই।। শেশে বিক্রি করব ভাবছি কিন্তু সেখানে হয়ে গেল কমেডি। ২৫/৩০/৩৫ এর বেশি দাম কেউ বলে নাহ। পরে ১ মাস ঘুরার পর পাগল হয়ে অনেক কষ্টে ৪৮ হাজার টাকায় সেল করচিলাম।আর জিনি নিছে উনি আমাকে প্রতিদিন গালি দেয়। তবে আমি গালি সুনেও অনেক খুসি।কারন আপদ বিদায় তোঁ করছি.৩ টা ফ্রী সার্ভিস করার পর কিসুই ঠিক হয় নাই। ৩৫০০ কিলো চালাইয়া নতুন বাইক ৪৮ হাজারে সেল্ল করছি।।

  • @richestbiggest3868
    @richestbiggest3868 ปีที่แล้ว +2

    রানার টার্বো ১ লক্ষ ১ হাজার কি.মি. চলেছে। এখনো মূল ইঞ্জিনে হাত দেওয়া হয়নি।😇

    • @chocolatebikertaru
      @chocolatebikertaru  ปีที่แล้ว +1

      অবিশ্বাস্য

    • @EmonAli710
      @EmonAli710 ปีที่แล้ว +1

      😮😂😂😂

    • @richestbiggest3868
      @richestbiggest3868 ปีที่แล้ว

      স্ক্রিনশট দেওয়া গেলে দিতাম কমেন্টে। কিন্তু বুঝতে পারছিনা কিভানে এমনটা সম্ভব হল🤔

    • @EmonAli710
      @EmonAli710 ปีที่แล้ว

      @@richestbiggest3868 🤔😱😱😱

  • @alamindewan3859
    @alamindewan3859 ปีที่แล้ว +1

    আমিও রানা ডাবল ডিস্ক এর বাইক নিয়েছিলাম দেড়শ সিসি কদিন পর পরে একটা নষ্ট হয়ে যায় ১ লক্ষ ৫৬ হাজার টাকা দিয়ে নিয়েছিলাম ভাই নতুন বাইক পরে বিক্রি করছি হুদা সাইট হাজার টাকা

  • @popypopykhan
    @popypopykhan ปีที่แล้ว +2

    অনেক ভালো লাগতেছে আমি দেখতেছি 😊😊😊😊

  • @SanaullahSunnynew-wn6lz
    @SanaullahSunnynew-wn6lz ปีที่แล้ว +2

    রানারের বেস্ট বাইক হলো
    রানার ৮০ সিসি
    রানার টার্বো ১২৫ সিসি
    কাইট প্লাস ১১০ সিসি

  • @mominulhaque510
    @mominulhaque510 ปีที่แล้ว

    জীবনের প্রথম কষ্টের টাকায় কেনা বাইক ৯১ হাজার টাকা দিয়ে রানার রয়াল প্লাস ভার্সন ২, ১১০ সিসি কিনেছিলাম। কম্পানি বলেছিল ৫৫ মাইলেজ পাব দুঃখের বিষয় অনেক কষ্ট করেও ২৫/২৮ এর বেশি মাইলেজ পাইনাই।তেল ভরতে ভরতে বেতন শেষ , লাস্টে তেলের দাম বেরে জাওউয়ায় আর কুলাইতে পারি নাই।। শেশে বিক্রি করব ভাবছি কিন্তু সেখানে হয়ে গেল কমেডি। ২৫/৩০/৩৫ এর বেশি দাম কেউ বলে নাহ। পরে ১ মাস ঘুরার পর পাগল হয়ে অনেক কষ্টে ৪৮ হাজার টাকায় সেল করচিলাম।আর জিনি নিছে উনি আমাকে প্রতিদিন গালি দেয়। তবে আমি গালি সুনেও অনেক খুসি।কারন আপদ বিদায় তোঁ করছি.৩ টা ফ্রী সার্ভিস করার পর কিসুই ঠিক হয় নাই। ৩৫০০ কিলো চালাইয়া নতুন বাইক ৪৮ হাজারে সেল্ল করছি।।

  • @mominulhaque510
    @mominulhaque510 ปีที่แล้ว

    জীবনের প্রথম কষ্টের টাকায় কেনা বাইক ৯১ হাজার টাকা দিয়ে রানার রয়াল প্লাস ভার্সন ২, ১১০ সিসি কিনেছিলাম। কম্পানি বলেছিল ৫৫ মাইলেজ পাব দুঃখের বিষয় অনেক কষ্ট করেও ২৫/২৮ এর বেশি মাইলেজ পাইনাই।তেল ভরতে ভরতে বেতন শেষ , লাস্টে তেলের দাম বেরে জাওউয়ায় আর কুলাইতে পারি নাই।। শেশে বিক্রি করব ভাবছি কিন্তু সেখানে হয়ে গেল কমেডি। ২৫/৩০/৩৫ এর বেশি দাম কেউ বলে নাহ। পরে ১ মাস ঘুরার পর পাগল হয়ে অনেক কষ্টে ৪৮ হাজার টাকায় সেল করচিলাম।আর জিনি নিছে উনি আমাকে প্রতিদিন গালি দেয়। তবে আমি গালি সুনেও অনেক খুসি।কারন আপদ বিদায় তোঁ করছি.৩ টা ফ্রী সার্ভিস করার পর কিসুই ঠিক হয় নাই। ৩৫০০ কিলো চালাইয়া নতুন বাইক ৪৮ হাজারে সেল্ল করছি।।

  • @mominulhaque510
    @mominulhaque510 ปีที่แล้ว

    জীবনের প্রথম কষ্টের টাকায় কেনা বাইক ৯১ হাজার টাকা দিয়ে রানার রয়াল প্লাস ভার্সন ২, ১১০ সিসি কিনেছিলাম। কম্পানি বলেছিল ৫৫ মাইলেজ পাব দুঃখের বিষয় অনেক কষ্ট করেও ২৫/২৮ এর বেশি মাইলেজ পাইনাই।তেল ভরতে ভরতে বেতন শেষ , লাস্টে তেলের দাম বেরে জাওউয়ায় আর কুলাইতে পারি নাই।। শেশে বিক্রি করব ভাবছি কিন্তু সেখানে হয়ে গেল কমেডি। ২৫/৩০/৩৫ এর বেশি দাম কেউ বলে নাহ। পরে ১ মাস ঘুরার পর পাগল হয়ে অনেক কষ্টে ৪৮ হাজার টাকায় সেল করচিলাম।আর জিনি নিছে উনি আমাকে প্রতিদিন গালি দেয়। তবে আমি গালি সুনেও অনেক খুসি।কারন আপদ বিদায় তোঁ করছি.৩ টা ফ্রী সার্ভিস করার পর কিসুই ঠিক হয় নাই। ৩৫০০ কিলো চালাইয়া নতুন বাইক ৪৮ হাজারে সেল্ল করছি।।

  • @mominulhaque510
    @mominulhaque510 ปีที่แล้ว

    জীবনের প্রথম কষ্টের টাকায় কেনা বাইক ৯১ হাজার টাকা দিয়ে রানার রয়াল প্লাস ভার্সন ২, ১১০ সিসি কিনেছিলাম। কম্পানি বলেছিল ৫৫ মাইলেজ পাব দুঃখের বিষয় অনেক কষ্ট করেও ২৫/২৮ এর বেশি মাইলেজ পাইনাই।তেল ভরতে ভরতে বেতন শেষ , লাস্টে তেলের দাম বেরে জাওউয়ায় আর কুলাইতে পারি নাই।। শেশে বিক্রি করব ভাবছি কিন্তু সেখানে হয়ে গেল কমেডি। ২৫/৩০/৩৫ এর বেশি দাম কেউ বলে নাহ। পরে ১ মাস ঘুরার পর পাগল হয়ে অনেক কষ্টে ৪৮ হাজার টাকায় সেল করচিলাম।আর জিনি নিছে উনি আমাকে প্রতিদিন গালি দেয়। তবে আমি গালি সুনেও অনেক খুসি।কারন আপদ বিদায় তোঁ করছি.৩ টা ফ্রী সার্ভিস করার পর কিসুই ঠিক হয় নাই। ৩৫০০ কিলো চালাইয়া নতুন বাইক ৪৮ হাজারে সেল্ল করছি।।

  • @mominulhaque510
    @mominulhaque510 ปีที่แล้ว

    জীবনের প্রথম কষ্টের টাকায় কেনা বাইক ৯১ হাজার টাকা দিয়ে রানার রয়াল প্লাস ভার্সন ২, ১১০ সিসি কিনেছিলাম। কম্পানি বলেছিল ৫৫ মাইলেজ পাব দুঃখের বিষয় অনেক কষ্ট করেও ২৫/২৮ এর বেশি মাইলেজ পাইনাই।তেল ভরতে ভরতে বেতন শেষ , লাস্টে তেলের দাম বেরে জাওউয়ায় আর কুলাইতে পারি নাই।। শেশে বিক্রি করব ভাবছি কিন্তু সেখানে হয়ে গেল কমেডি। ২৫/৩০/৩৫ এর বেশি দাম কেউ বলে নাহ। পরে ১ মাস ঘুরার পর পাগল হয়ে অনেক কষ্টে ৪৮ হাজার টাকায় সেল করচিলাম।আর জিনি নিছে উনি আমাকে প্রতিদিন গালি দেয়। তবে আমি গালি সুনেও অনেক খুসি।কারন আপদ বিদায় তোঁ করছি.৩ টা ফ্রী সার্ভিস করার পর কিসুই ঠিক হয় নাই। ৩৫০০ কিলো চালাইয়া নতুন বাইক ৪৮ হাজারে সেল্ল করছি।।

  • @abusufiyan7099
    @abusufiyan7099 ปีที่แล้ว +1

    ভাইয়া ওই বাইক টা কুবই বিরক্ত কর অবস্তা অল্পদিনে সাস্পেনশন শেষ তার পরেএত তাড়াতাড়ি সিলগোলা নস্ট হয় তার পরে বাইক ঢাকা সিটিতে চালানো খুব কস্ট হয় কারন গাড়িটা কাটাকুটি করতে চাইলে যায়গা লাগে অনেক বপসি

  • @firozhasan8094
    @firozhasan8094 ปีที่แล้ว +2

    ভাইয়া অন্য যে কোন গাড়ি কিনেন সমস্যা নাই রানার ছাড়া বিক্রি করতে গেলে আপনার কেথা বালিশ সব চলে যাবে সাবধান ভাইয়া হিসাবে বললাম

  • @dhrvlogs8292
    @dhrvlogs8292 ปีที่แล้ว

    আসসালামু ওয়ালাইকুম,,।।
    তরু ভাই,,।।
    আমি আপনার কাছে একটা ভিডিও চাই TVS রাইডার এর,,।।
    ভালো ও মন্দ দিক নিয়ে কিছু বলবেন,,।। প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ ভাই জান,,।।

  • @mkhan9859
    @mkhan9859 ปีที่แล้ว +1

    Ami runner kite+ chaisi bhai re bhai runner er part pawya khub dhurshoho obostha. Switch nai aita nai sei ta nai. Parts er dam o onek quality khub e baje. Runner er bike sotthi bhai kinlei bujben ki baje bike

  • @propertyindhaka8678
    @propertyindhaka8678 ปีที่แล้ว

    আমি রয়েল প্লাস ৫০ হাজারে কিনে ২৫ হাজারে সেল করসিলাম.. ১ বছর চালাইসিলাম

  • @Santu_Ghosh1
    @Santu_Ghosh1 ปีที่แล้ว +1

    ভাই প্রতিদিন ভিডিও পেয়ে অনেক ভালোলাগছে🥰,,,,
    প্রতিদিন অপেক্ষায় থাকি অন্য কোনো গল্পের🥰❤❤❤❤
    এ ভাবেই প্রতিদিন ভিডিও চাই👍
    আরহ্যা খুব তাড়াতাড়ি ইন্ডিয়ায় দেখতে চাই।👍❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MdSagor-cu6pf
    @MdSagor-cu6pf ปีที่แล้ว

    ভাইয়া, জয়দেবপুর আসলে দেখা হলেও হতে পারে!!

  • @juborazvlogs7947
    @juborazvlogs7947 ปีที่แล้ว +2

    ভাই ভুল এ ও এই বাইক নিয়েন না,এরা সব চেয়ে বাট পার কোম্পানি। হে আপনি এটি ভালো মনে করে কিনতে পারেন কিন্তু টাকা টাই জলে যাবে ।ধরেন আপনি ১২০,০০০/- দিয়ে কিনলেন বিক্রি করতে গিয়ে শুধু ২০ হাজার পাবেন কিনা সন্দেহ । ধন্যবাদ হৃদয়ের অন্তস্থল থেকে জানাই সেলুট ❤️

  • @mdasrafulalom
    @mdasrafulalom ปีที่แล้ว +1

    ভাই হিরো গ্লামার বি এস থ্রী ১২৫ বাইক কেমন, একটু জানাবেন

  • @mamunvlogskbf846
    @mamunvlogskbf846 ปีที่แล้ว +2

    Tvs Rider nen bhai

  • @aktermirja6872
    @aktermirja6872 ปีที่แล้ว +2

    1st like 1st comment....💞💞💞 love u brother

  • @saifulhasan1982
    @saifulhasan1982 4 หลายเดือนก่อน

    ভাই মানুষ আসলে রানার এর উপরে বিরক্ত না মানুষ আছে বাংলাদেশের উপরে বিরক্ত বাংলাদেশি ব্র্যান্ড এজন্য কেউ এটা মেনে নিতে পারে না আমি রানা টার বই বাজার 13:06 আমি রানা টার্বো ইউজার আমি ইউজ করা পর থেকে এখনো পড়তেছি প্রায় তিন বছর যাবত ইনশাল্লাহ ভালো চলতেছে 13:23

  • @areen469
    @areen469 ปีที่แล้ว

    রানার বাইকের সবচেয়ে বড় সমস্যা পার্টস পাওয়া যায় না . যদি পার্টস পাওয়া যায় তাও আবার অনেক দাম . আর তাদের সার্ভিস সেন্টারে গেলে ঠিক মতো সার্ভিসটাও পাওয়া যায় না .আমি রানারের যে কটা রিভিউ দেখছি সবাই এই কমেন্টটাই করে . আমিও চাইতাছিলাম একটা রানারে বাইক কিনব কিন্তু রানার বাইকের রিভিউ আর কমেন্ট দেখে সাহস হইতাছে না . এখন আপনিই বলেন এ কথাগুলো সত্য না মিথ্যা . আপনি যদি বলেন এই কথা মিথ্যা . এটা পার্টস পাওয়া যায় এভেলেবেল আছে তাহলে আমি কিনব .

  • @KaziAbdullaAlmamun
    @KaziAbdullaAlmamun ปีที่แล้ว

    রানার বাইক চায়না বাইক বাংলাদেশ অ্যাসেম্বলি করে। কোম্পানি বলেছে এটা বাংলাদেশের পণ্য আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশী বাইক দাম কম হবে কিন্তু জাপানি বাইক ছাড়াও দাম বেশি মনে হয় আমার হোন্ডা এক্স ব্লেড বাইক আছে। কিন্তু রানার বিশ্বাস হয় না রানার বাইক পারফরমেন্স ভালো কিংবা কোয়ালিটি এবং
    চলবে কি আল্লাই জানে

  • @pb_pritam
    @pb_pritam ปีที่แล้ว

    *রানার কোম্পানি ইমপোর্ট করছে, পরে পার্সপত্র পাবেন তো??? তারা আফটার সেল সার্ভিস কেমন দেয় আগে সেটা খোঁজ করুন, টাকা দিয়ে এরকম একটা জিনিস কেনার পরেই সব কিছু শেষ না, বরং লেনদেন শুরু।*

  • @litonsarker9443
    @litonsarker9443 ปีที่แล้ว +1

    তরু ভাই ....... এই বাইক কেনার চাইতে ফনিক্স বাই-সাইকেল কিনে চালান /// অন্তত পরে বিক্রী করতে চিন্তা করতে হবে না।

  • @MEG4T9
    @MEG4T9 ปีที่แล้ว +1

    ভাইয়া একটা offroad রাইক নিয়ে নেন klx150

  • @MirEmran-jd2bb
    @MirEmran-jd2bb ปีที่แล้ว +1

    Runner Turbo ..Bike ta to valo ..review to valo ase..r kono bike e allrounder hobe na

  • @entertainmentdorkar
    @entertainmentdorkar ปีที่แล้ว +1

    Apni badda thaken bhai merul badda theika ber hoichen amr khalar bashar side theika

  • @alifgame9487
    @alifgame9487 19 วันที่ผ่านมา

    আর কিছু টাকা বললে টিভিএস রাইডার 125 পেয়ে গেতেন

  • @anisurrahmanhira697
    @anisurrahmanhira697 ปีที่แล้ว +1

    Vy offer kisui naa sob vua... 125 k daaam...

  • @anupambiswas8700
    @anupambiswas8700 ปีที่แล้ว

    রানারের বাইক কিনবেন তো কিনুন। কিন্তু জীবনেও ওদের সার্ভিস নিবেন না। বাইক জয়বাংলা হয়ে যাবে।

  • @asfikrahamanshoun5496
    @asfikrahamanshoun5496 ปีที่แล้ว +2

    vai
    akij durdanto v6 ( e-byke) niya akta review dan

    • @mehedihasan-xu8wp
      @mehedihasan-xu8wp ปีที่แล้ว

      ই বাইক ভি-৬ নিয়ে আসলেই একটা রিভিউ দরকার।
      কাম অন কমরেড তরু

  • @mawludhasanpro1245
    @mawludhasanpro1245 ปีที่แล้ว

    Runner is not Bangladesh bike. china bike just assembly kore runner.
    tai r parts gula ase china thekei.
    R jonno bike maintenance e problem howar karone bike gula r performance down kore.
    sathe sathe r price.

  • @rabiulfarhad
    @rabiulfarhad ปีที่แล้ว +1

    এই গাড়ির পার্টস্ বাজারে পাওয়া যায় কিনা? দুই বছর পরে যখন গাড়িটা ডিসকন্টিনিউ হয়ে যাবে তখন পার্টস্ কোথাই পাবেন?

  • @shahinchowdhury8348
    @shahinchowdhury8348 ปีที่แล้ว +1

    বুধবার সন্দার পর রিয়াদে চরম বৃষ্টি

  • @rasheduzzamanrashed2697
    @rasheduzzamanrashed2697 2 หลายเดือนก่อน

    vai ki sesh mesh ei bike kinsilen?? r kew kinte caile apnar poramorsho ki?

  • @mosharofhossain5205
    @mosharofhossain5205 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ভাই, আমি পরপর দুই টা গাড়ি রানারের ব্যবহার করছি, আর্থিক অবস্থা ভালো না হওয়ার কারণে কিস্তিতে গাড়িগুলো নিয়েছি, দুই বছরের কিস্তিতে যে পরিমাণ তারা বাড়তি টাকাগুলো নেয়, তাতোও কষ্ট নে আমার একটা বাইক হয়েছে, কিন্তু তাদের ইঞ্জিন পার্টস কোয়ালিটি, এতো বাজে,সার্ভিস সেন্টার নামের মাত্র থাকা, এভেলেবেল পার্টস থাকে না, থাকলেও ডাবল দাম, ভাই আমি এখন বর্তমানে বোল্ড চালাচ্ছি মাত্র ১০ হাজার গাড়ি চালিয়েছি এর মধ্যেই , এই গাড়ির ওয়ারিং সমস্যা দেখা দিচ্ছে পাওয়ার আসে পাওয়ার চলে যায় রানিং অবস্থায় গাড়ির,তাদের সার্ভিস সেন্টারে কথা বললাম বলল যে ওয়ারিং এর সমস্যা ওয়ারিং পাল্টাতে হবে, এবার ভাই আপনি চিন্তা করে দেখেন 10হাজার চালানো একটা গাড়ি, তারপরে আমি দুই লাখ টাকার উপর দিয়ে যদি একটা গাড়ি কিনে দুই,বছর একটু শান্তি মতো ব্যবহার করতে না পারি, এখন আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে যে এটা এক ব্যবসায়ী পলিসি, মধ্যবিত্ত সন্তানরা টাকার অভাবে গাড়ি কিনতে পারতেছে না আমরা সহজ সত্তে কিস্তিতে গাড়ি দিচ্ছি, রাস্তায় নিয়ে যা খুশি কর মাসে মাসে আমার কিস্তি ঠিক থাকলেই হইছে এছাড়া এদের আর কোন দায়বদ্ধতা নাই।

  • @rahman9425
    @rahman9425 ปีที่แล้ว

    H pawer ROXR bike এই বাইক আর এপ্রিল ইয়ার এই বাইকটা একি বডি আমি এই বাইকটা ব্যবহার করি৷ এটার সাসপেনশন অনেক বড় সমস্যা৷ সামনে-পিছনে সাসপেনশন দিয়ে শুধু অয়েল লিক করেন যতবারই চেঞ্জ করে একই অবস্থা৷

  • @nfs-mama
    @nfs-mama ปีที่แล้ว

    এটি মূলত zongshen এর বাইক।
    বাংলাদেশে H Power কোম্পানি ও এই বাইক বিক্রি করে।
    H Power RoxR 150

  • @88086
    @88086 ปีที่แล้ว

    Runner company main business profit hoilo shud/ Interest ... as like as micro finance institute...bike just people k mula jhulano...dekhano... that's why they give a bike very easy process on huge interest rate...and they can't focused on after sales service/ product quality and also pricing

  • @MAkash-vi3zq
    @MAkash-vi3zq ปีที่แล้ว

    রানার গাড়ির প্রথম সমস্যা হলো মাইলেজ।মাইলেজের দিক দিয়ে অনেক টা পিছিয়ে থাকে রানার,আর ২য় সমস্যা হচ্ছে এর বিভিন্ন পার্টস বা এক্সোসারিজ।ক্লাস প্লেট ত অল্পদিনে নষ্ট হয়ে যায়।

  • @mohammedsojibkhan4743
    @mohammedsojibkhan4743 ปีที่แล้ว +1

    Runner 😂😂😂😂

  • @adyrainz
    @adyrainz ปีที่แล้ว

    "Runner" after sale service khub akta valu nah , ami akta Aprilia SR 125 scooter kini March 07, 2023, a. Ami Number paichi 11 April 2023 aee.

  • @মিরাজআকন্দ
    @মিরাজআকন্দ ปีที่แล้ว

    ভাইয়া জয়দেবপুর এর কোথায় আসবেন?
    কবে আসবেন ভাইয়া? প্লিজ একটু উত্তর টা দিয়েন প্লিজ

  • @saddamhossensamismt
    @saddamhossensamismt ปีที่แล้ว

    Rannar 110 amaro ekta chilo
    . 2015/16 saler dike... Ami onek valo service paise.... As a China bike hisebe....and 2years calai 60 hajar taka sell kore disilam...

  • @onuruddho
    @onuruddho ปีที่แล้ว

    Tana 150 / 200km run koran bike ta >
    ta holai bujban lokkor jhokkor kake bole 😆 amar ow runner bike selo 125cc
    1bosor use korsi
    150 / 200 km chalailai bike ar engine sound purai change hoye jay
    Monay hoy bike ar piston, baring, penium sob vange chure gasay
    R bike r bike thakto na vibrator machine hoya jaito
    But only city tay tuk tak chalano jay but mileage khub e kom pawa jay.

  • @shohanurrhamanshaikot6731
    @shohanurrhamanshaikot6731 ปีที่แล้ว

    আপনার ভিডিও এর fast দিকে যে বাড়িটা দেখিয়েছেন। ওর সাথের বাড়ি টা আমার ভাই।আপনার সাথে দেখা করতে চাই আমি ভাই please।

  • @shahalam1934
    @shahalam1934 ปีที่แล้ว +1

    ভাই এই ভাইকটি তেলে কি পরিমানজায়

  • @nfs-mama
    @nfs-mama ปีที่แล้ว

    Ami nijeo runner user.
    Runner Turbo chalacchi, Lifan company er bike assemble kore runner.
    Bike ta dui bochor hoye gelo performance oshadharon. Bikri korte gele dam pai na eita shotto kintu ami sure aro 3-4 bochor kono problem charai chalate parbo. Tai proper dam na pele ami ar bikri korbo na....
    Runner turbo user der complain ami temon pai nai. Kichu user ache bike regular maintenance kore na tader problem hoi hoito.
    Kintu regular general service korale Runner Turbo 125 cc er one of the best bike Bangladesh a. Na chaliye oneke onek kotha bolte pare, argue korar kichu nai. Chaliye dekhun.

  • @thevenom9865
    @thevenom9865 ปีที่แล้ว +1

    Runner ki kore Bangladeshi bike holo, engine china theke import korchee, maximum technology chinar.. R janen e to, china besidin takena..

    • @chocolatebikertaru
      @chocolatebikertaru  ปีที่แล้ว +2

      চায়নার অনেক ভাল প্রোডাক্ট আছে যা অনেক দিন টিকে। সস্থা খুজলে খারাপ পাবেই

  • @naimurdurjoy129
    @naimurdurjoy129 ปีที่แล้ว +2

    রানার বাইক ভালও
    আমি ডায়িং রানার ইউজার ❤️

  • @HABIB-pc3jb
    @HABIB-pc3jb ปีที่แล้ว

    I love you❤vi

  • @jahidsalman9651
    @jahidsalman9651 ปีที่แล้ว

    ভাই, আমি নিজেই রানার চালাই, আল্লাহর ওয়াসতে কেউ কিনবেন না, যদি ভালো থাকতে চান 😂😂😂

  • @shakibhossain8035
    @shakibhossain8035 ปีที่แล้ว +1

    ❤❤❤❤

  • @everythingsin6316
    @everythingsin6316 10 หลายเดือนก่อน

    আমি রয়াল প্লাস ইউজার, বাজে বাইক রানার এর 🤬

  • @Rony.....
    @Rony..... ปีที่แล้ว

    এতো ভালো হলে শোরুমে একটাও থাকতো না,এই দাম প্রায় এক বছর ধরে চলতেছে।

  • @imranhossain9115
    @imranhossain9115 ปีที่แล้ว

    Ji ame akta aprila nisi 150 problem holo runar sarvise senter ato bajay ora aprila daklay kaj kortay chi na amr akono 3ta sarvise asy ora koray na gaylay bolay bike raika jan 2-3din lakbay but bike potidin dorkar.....manus ki vabay bissas korbay odar

  • @tapurudra575
    @tapurudra575 ปีที่แล้ว

    Gear indicator ace ki?

  • @syedarefulhuda-gd1oy
    @syedarefulhuda-gd1oy ปีที่แล้ว

    তরুভাই এখন যদি এই বাইক এর স্পেয়ার পার্টস পাওয়া যায়, তাহলে কিনবো।