যারা ইসলাম সম্পর্কে কিছু জানে না - তাদের জন্য ফাজায়েলে আমল। ফাজায়েলে আমল পড়লে ইবাদতের জন্য আগ্রহ সৃষ্টি হবে। পরবর্তীতে আলেমদের কাছে গিয়ে সুরা শুদ্ধ করতে হবে এবং মাসালা শিখতে হবে। তারপর বড় বড় কিতাব পড়তে হবে।
মমিন ও কাফেরদের ভিতরে পার্থক্য শুধু নামাজ মুমিনরা নামাজ পড়ে কাফেররা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না তাদের কাছে যায় তাবলীগ ওয়ালারা তাবলীগ ওয়ালারা এই দাওয়াত মানুষের কাছে দেয় আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম আল্লাহর রাসূল
মি.এডমিন আপনি ওয়াজ আপলোড করে ভাল কাজ করসেন।শুকরিয়া। কিন্তু টাইটেল ঠিক মত দেন।না হলে অনেকে হুজুরকে ভুল বুঝবে।এতে আপনি গুনাহগার হতে পারেন।কারন হুজুর এখানে হক পথে তাব্লিগ করার কথা বলসেন।তাব্লিগের বিরুদ্ধে কিছু বলেন নাই।
ফাজায়েলে আমল কিতাবে কুরআন নামে একটি অধ্যায় আছে। আর প্রতিটি পাতায় কুরআননে আয়াত আছে তার অনুবাদ ও তার ব্যাখ্যাও আছে। আপনি খুবই ভাল বয়ান করেছে তবে তাবলিগের কিতাব গুলো পড়ে ওয়াজ করতে পারলে আরও ভালো হত।
কুরআনের আয়াত কিছু থাকলে কি হবে -? যে কিতাবে শিরক বিদআতের ভরপুর যার কারনে ঈমান চলে যাবে। সুতরাং যে কিতাবে ঈমান চলে যাবার মতো শিরকি ঘটনা আছে তা বর্জন করে তাওবা করা দরকার।
কুরআনকে অন্য কোন গ্রন্থ দ্বারা ছোট করবেন না। আল্লাহর কালাম সেরা গ্রন্থ এখানে অন্য কোন গ্রন্থ তুলনীয় নয়। ফাজায়েলে আমল বইয়ে অনেক গালগল্প মিথ্যায় ভরা। কুরআন ছাড়া অন্য ধান্ধায় যারা ঘুরবে তারা কেমন করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে? তখন ওটি আর কাল্রাম কালাম থাকবে না ওসব মানুষের কালাম হয়ে যাবে।
এটা মূলত সাধারণ মানুষের জন্য অনেক উপকারী। যারা নাকি কোরআন শরীফ পড়তে পারেনা দুইটা ছড়া পড়তে পারেনা তারা এটা পড়ে এলেম অর্জন করতে পারে তাদের জন্য এটা সহজ হয়
আসসালামুআলাইকুম। হুজুর আপনি কথাগুলো ঝ্যাংড়ি দিয়ে বলেন কেন? কি কথা বলছেন না কেন? জোর করে শুনতে চান কেন? বরং মন নরম করে কথা রসুলের সাঃ এর দাওয়াতি ভাষায় কথা বলুন। উনার দোহাই দিয়ে কথা বলি অথচ পূর্ণ আমল করতে রাজী নই কেন? চোখে পানি নেই কেন? চেষ্টা করি না কেন? আল্লহ আমাদের তৌফিক দান করুন।আমিন!
আমি হুজুর কে ভালবাসি দিনের জন্য। ফাজালে আমল কিতাবটা মূলত সাধারণ মানুষের জন্য অনেক উপকারী। যারা আরবি পড়তে পারে না হাদিস পড়তে পারে না কোরআন পড়তে পারে না। তারা এই কিতাব থেকে অনেক ফায়দা নিতে পারে।
ভাই, ইসলামের দাওয়াত বা শিক্ষার বিষয়ে বা ইসলামের কোন বইতেই বানোয়াট কাহিনী, জাল হাদীস, আজগুবি কিচছা, দলীল-বিহীন আমল- এসবের কোন স্থান নেই। এটা খুবই গুরুতর বিষয়। সাহাবাগন, তাবেইন, তাবে-তাবেঈন, অতীতের মুসলমামগন - কেউ কি এই ভাবে তাবলীগ করেছেন?
হে আল্লাহ আপনি আমাদের সকল মুসলমান জাতিকে ঐক্য দান করুন এবং সবাইকে কোরআন হাদিস অনুসারে আমল করার তৌফিক দান করুন এবং বাংলাদেশ সহ সারা দুনিয়ায় কোরআনে আইন পতিসটিত করে দিন আমাদেরকে কোরআনের আইন পতিসটিত করতে সব রকমের পসতুতি দান করুন আমাদেরকে সব রকম হেকমত ও গেন দান করুন আমিন
সূরা আল মায়িদাহ (المآئدة), আয়াত: ৬৭ یٰۤاَیُّہَا الرَّسُوۡلُ بَلِّغۡ مَاۤ اُنۡزِلَ اِلَیۡکَ مِنۡ رَّبِّکَ ؕ وَ اِنۡ لَّمۡ تَفۡعَلۡ فَمَا بَلَّغۡتَ رِسَالَتَہٗ ؕ وَ اللّٰہُ یَعۡصِمُکَ مِنَ النَّاسِ ؕ اِنَّ اللّٰہَ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡکٰفِرِیۡنَ ﴿۶۷﴾ উচ্চারণঃ ইয়াআইয়ুহার রাছূলুবালিলগ মা উনযিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফ‘আল ফামা-বাল্লাগতা রিছা-লাতাহূ ওয়াল্লা-হু ইয়া‘সিমুকা মিনান্না-ছি ইন্নাল্লা-হা লাইয়াহদিল কাওমাল কা-ফিরীন। অর্থঃ হে রসূল, পৌছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে। আর যদি আপনি এরূপ না করেন, তবে আপনি তাঁর পয়গাম কিছুই পৌছালেন না। আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না। Playstore Link: play.google.com/store/apps/details?id=com.muslim.quran_bangla
প্রতিদান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ । অন্য কেউ প্রতিদান দেওয়ার মালিক নাই । আমল আল্লাহর হুকুমের মধ্যে থাকতে হবে অর্থাৎআল্লাহর অনুমোদিত হতে হবে। আল্লাহ বলেছেন কেউ ইছ্ছা করে ভালো কাজ করলে আমি তার প্রদিান দিবো। অর্থাৎ সকল প্রতিদান একমাত্র আল্লাহই দিবেন। আপনার কথা বুঝাতে পারলাম না। আপনি নিজেই কোরান থেকে কথা বললেন না। আল্রাহ সওয়াব অন্যের মাধমে দেন কোথায় বর্ননা আছে?
কথা হচ্ছে আল্লাহ এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সহিহ হাদিস কোরআন এর বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত যাবে না। যারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করে আল্লাহ সুবহানাতায়ালা সবাইকে হেদায়েত দান করুন।
কি বলবো এরা বলে শ্রেষ্ঠ মুফাসসির কি গাজাখুরি তাফসির করলো দেখেন 1:বললো "মান কালা বিহি ছাদাকাহ"অর্থ করলো যে কোরআন দিয়ে কথা বলবে সেই সত্য বাকি সব মিথ্যা; তাহলে কি হাদিস ও মিথ্যা নাউযুবিল্লাহ 2: এরপর বললো "ওমান আমিলা বিহি উযিরা ; এর অর্থ করলো সয়ং আল্লাহ্ তাকে প্রতিদান দিবেন । অথচ "উযিরা" এটা হল মাজহূলের ছিগাহ যার অর্থ তাকে প্রতিদান দেয়া হবে। আর দুটি ভুল আছে সময়ের জন্য পারলাম না । যদি এতটুকু কথার ভিতরে এত ভুল থাকে না জানি আরো কত ভুল আছে। এরপরও কিছু লোক তাকে মুফাসসিরের চেয়ারে বসিয়ে রেখেছেন। কিয়ামতের আলামত তো এটাও যে মানুষ অযোগ্য লোককে যোগ্যের চেয়ারে বসাবে। আল্লাহ্ সবাই কে হেফাজত করুন।
আপনাকে সম্মান করে বলছি আপনি অনেক ভাল আলেম । তবে আপনি কি বলতে পারবেন আপনি সবচেয়ে বড় গুণী লোক । মুসা আলাইহিমুস সালাম মনে করেছিলেন তিনি উনার নিজের সময়কার সবচেয়ে বড় আলেম । আল্লাহ বলেছেন তোমার থেকে বড় আলেম আছে খিজির আলাইহিমুস সালাম। এটা কুরআনের ঘটনা । আলেম হতে পারেন তবে যা খুশি তাই বলতে পারেন না কারন এতে উম্মতে মোহাম্মদীর অনেক খতি হবে
ভাই দয়া করে টাইটেলটা ঠিক করেন ভবিষ্যতে যথার্থ টাইটেল দিয়ে ভিডিও আপলোড করেন অন্যথায় আপনি হয়তো এই দুনিয়া কিছু টাকা ইনকাম করবেন কিন্তু ভাই পরকালে ছাড় পাবেন না
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লামের " ডান হাত তাঁর কবর থেকে বের হয়ে আসে'" (নাউজুবিল্লাহ ) [ ফাজায়েলে হজ্জ, 142 পৃঃ ] তাবলিগ জামাতের লোকেরা ওয়াসীলা, উদ্ধারকারী (ইস্তিগাসা) এবং এ ধরনের অনেক (শিরকি) ধারণাকে সমর্থন করে। তাদের লুকিয়ে রাখা দলিলে শত শত শিরক /বিদাত /কুফুরী/ ঈমান হারানো কিছ্ছা কাহিনী থেকে মাএ একটি তুলে ধরলাম | এই কথা বিশ্বাস করলে ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবেনা, তার আগেই দুনিয়া ও আখীরাত শেষ | তাবলিগজামাত নিখুঁতভাবে মাযার/কবরপুযা/বেদাত/শিরিক/আধুনিক সুফিবাদ ছরিয়ে দিছছে 'মাওলানা ইলিয়াস সাহেব' | এছাড়া অনেক আজগুবি কিসসা-কাহিনী ও ঈমান বিধ্বংসী গল্পগুজব উপস্থাপন করেছেন | [ ফাজায়েলে হজ্জ, 142 পৃঃ ] এর কুফুরী কাহিনী টা দেখুন : যখন আমি দূরে ছিলাম, আমি আমার আত্মাকে আপনার কাছে পাঠিয়ে দিতাম আমার পক্ষ থেকে মাটিকে চুম্বন করার জন্যে এখন যেহেতু আমি স্বশরীরে ও আত্মায় উপস্থিত (হে নবী আপনি) আপনার ডান হাত বাড়িয়ে দিন, যেন আমি চুম্বন করতে পারি। ” এই বাক্যগুলো বলার পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লামের ডান হাত তাঁর কবর বের হয়ে আসে, আর রিফাঈ তাতে চুম্বন করেন।(নাউজুবিল্লাহ )|
বেদাতি বদমাইস লুইচ্চা, সুন্দর করে ইসলামি লেবাসে সেজে গুজে এবং আরো সুন্দর করে ঘর সাজিয়ে আগর বাতির সুগন্দি লাগিয়ে পীর সেজে বসেচে। কিছু দালালের মাধ্যমে দোয়ার লোভ দেখিয়ে ধর্মীয় মুর্খ মুসলমানকে ঘরে ডুকিয়ে তার ঈমানকে ধর্ষন করতেছে। আর সুন্দর করে বুজিয়ে দিচ্ছে এইটাই তোর জান্নাতে যাওয়ার রাস্তা। বোকা বান্দা তার কথায় বিশ্বাস করে তার প্রতি মন প্রান এমন ভাবে সপে দেয় যে, স্বশরীরে ধর্ষিত হলেও মনে করে এটা হুজুরের দোয়া। এই লুইচ্চা থেকে মুসলমানকে সাবধান করা গিবত নয় বরং ফরজ। জেনে বুঝে এই লুইচ্চার কথা গোপন করলে জঘন্য পাপ হবে।
ভাই হাম্জা আপনি ভাল বলেন মানি .তবে আপনার ইলমের পরিধি সিমাবদ্ধ আপনার জানার অনেক বাকি আছে ? যদিও আপনি আমার চেয়ে বড় ভাই আল্লাহ তায়ালা বলেন يا ايه. الذين امنوان كما ا من الناس হে লোকেরা তোমরা ঈমান আন ঐ সমস্ত লোকদের মত যারা ঈমান এনেছে ভাই প্রশ্ন যারা ঈমান আনছে তারা কি কাফের ভাই হাজার মুসলমান মুর্তাদ হয়ে যচ্ছে তাদের খবর কি রাখেন
ভাই @ আস সুন্নাহ টিভি এই আয়াতে আল্লাহ্র "ওই সমস্ত লোক যারা ঈমান এনেছে" ওই সমস্ত লোক মানে সাহাবায় কেরাম (রা:) গণ কে বুঝানো হয়েছে, কারণ এই আয়াত নাজিলের সময় যারা ঈমান আনয়ন করা ছিলেন তারা ছিলেন রাসুল(সা:) এর সাহাবী, এছাড়া আর কেউ ঈমানদার ছিলো না। আপনি সব গ্রহণযোগ্য তাফসির এর কিতাব দেখতে পারেন।
67. হে রসূল, পৌছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে। আর যদি আপনি এরূপ না করেন, তবে আপনি তাঁর পয়গাম কিছুই পৌছালেন না। আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না।
মাওলানা ইলিয়াস সাহেব ,মাওলানা যাকারীয়া কান্দলুভি সাহেব গংদের সপ্ন ও সয়তানের ধর্ম প্রচলিত তাবলীগ জামাতে কোরআনের-তাফসীর হয়না ,সহী হাদীসের বুখারী-মুসলীম শরীফের দার্ছ হয়না ,| কারন হলো আল্লাহর কোরআন , রাসুল (সঃ) এর হাদীস চর্চা হলে সয়তানের গায়ে আগুন জলে, এবং সয়তানের তৈরী এই জামাত ধংস এং বিলীন হয়ে যাবে | ,বেদাত-শীরক-কুফরী বন্দ হয়ে যাবে ,তখন সয়তানের ============================================= অস্তিত নিয়ে টান পরবে , | এটা সয়তান ভালো করে জানে বিধায় ফাযায়েলে গুলি বানিয়ে দিয়েছে , যার ফলে বিদাতী -জাহেলরা ঘর-সংসার , সন্তান মা-বাবাকে ঘরে ফেলে রেখে লোটা-বালীশের সাথে বস্তার মদ্ধে সয়তানের দেওয়া ফাযায়েল ভরে মিছা-মিছি ,কানা-মাছি , ভোঁ-ভোঁ করে মরিচিকার পেছনে দৌড়-ঝাঁপ করছে , | ঘর-সংসার ব্যবসা -বাণিজ্য ফেলে রেখে এভাবে তারা মসজিদে পিকনীক করে বেড়ায় | (কিন্তু অবাক করার বিষয় হলো ওদের সাথে এক-পিচ কোরআন বা সহী-হাদীসের গ্রন্থ পাওয়া যাবেনা এটা-কিসের লক্ষন ? ? আকবরী-সয়তানের লক্ষন ) সোয়াব তো দুরে-থাক ,উল্টো বেদাত করার জন্ন হাউজে-কাওসারের পানি পান করতে দেয়া হবে না , আর যদি সয়তান ফাযায়েলে দরুদ বা হজ্জের ভিতর যে ,শীরক ঢুকিয়ে দিয়েছে এর-একটি গিলাতে পারে তাহলে বান্দা বীনা -- হিসাবে সরা-সরী জাহান্নামে , | ফলে সয়তান সার্থক ,আর সয়তানতো এটাই চায় | মাওলানা ইলিয়াস সাহেব ,মাওলানা যাকারীয়া কান্দলুভি সাহেব এর ওপর সয়তান সোয়ার হয়েছে নতুবা এধরনের কথা কোন মুসলীম লিখতে পারে না |
আমির হামজা হুজুরকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই ...
হুজুর আপনার যুক্তিপূর্ণ আলোচনা শুনে খুবই ভালো লাগলো। আমিন।।
আল্লাহ হামজা সাব কে নেক হায়াত দান করুন এবং দেসের মাটিতে সত্ত্ সহি কথা মানুসের মাঝে প্রচার করার তাওফিক দান করুন,,,,যাযাকাল্লাহ
মাশাল্লাহ জিন্দাবাদ আমির হামজা আমির হামজা তাবলীগের বিরুদ্ধে নয়
এডমিন সাহেব কি বুঝে এই টাইটেল দিল?
আলহামদুলিল্লাহ সত্য প্রকাশ করা সকলের দায়িত্ব রবের পবিত্র কুরআন থেকে। আর আপনি সেটিই করছেন।
তাহলে . ডা: জাকির নায়েক . . সঠিক পথে আছে . ইনশা আল্লাহ
আপনি আছেন তো
@@ksubscribewithmusic . . ইনশাআল্লাহ . আমি . আছি
Aslam Khan আল হামদু লিল্লাহ
ধর্মব্যবসায়ীরা যাকির নায়েক এর বিরুদ্ধতা করে কারণ এই ব্যক্তি তাদের গোমোর ফাস করে দিচ্ছে।
G b b
যারা ইসলাম সম্পর্কে কিছু জানে না - তাদের জন্য ফাজায়েলে আমল। ফাজায়েলে আমল পড়লে ইবাদতের জন্য আগ্রহ সৃষ্টি হবে। পরবর্তীতে আলেমদের কাছে গিয়ে সুরা শুদ্ধ করতে হবে এবং মাসালা শিখতে হবে। তারপর বড় বড় কিতাব পড়তে হবে।
@Cruel Falcon ফাজায়েলে আমল পড়লে কোরআন তেলাওয়াত করার প্রতি আগ্রহ জন্মে
ফাযায়েআমল বই কত শালে এসেছে আপনি জানেন।
Fajayele Amal Porle se Poth Bhroshto hobe
ঠিক🤗
😂😂😂😂😂😅😅😅 lol
মমিন ও কাফেরদের ভিতরে পার্থক্য শুধু নামাজ মুমিনরা নামাজ পড়ে কাফেররা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না তাদের কাছে যায় তাবলীগ ওয়ালারা তাবলীগ ওয়ালারা এই দাওয়াত মানুষের কাছে দেয় আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম আল্লাহর রাসূল
অনেকেই কোরআন পড়েনা, কিন্তু অন্য বইগুলো পড়ে
আমির হামজা ৯৯% হক কথা বলেন।
মি.এডমিন আপনি ওয়াজ আপলোড করে ভাল কাজ করসেন।শুকরিয়া। কিন্তু টাইটেল ঠিক মত দেন।না হলে অনেকে হুজুরকে ভুল বুঝবে।এতে আপনি গুনাহগার হতে পারেন।কারন হুজুর এখানে হক পথে তাব্লিগ করার কথা বলসেন।তাব্লিগের বিরুদ্ধে কিছু বলেন নাই।
ঠিক বলছেন
Allah
এডমিন একটা শয়তান কোন সন্দেহ নাই। ওকে আন সাবস্ক্রাইব করা উচিত।
উক্ত বিষয়টি বিবেচনা করার জন্য এডমিন এর প্রতি অনুরোধ রইল।
জাযাকাল্লাহ।
তাই নাকি?দুই মিনিট দেখেছি
আমি উনার কথায় একমত। তাবলীগ জমাতের মাঝে ঝগড়া হবে কেন? মা'শা'আল্লাহ, খুব সুন্দর বাস্তবনির্ভর আলোচনা।
Amir hamza জিন্দাবাদ
জিন্দাবাদ মানে কি
সঠিক বলেছেন মুফতি আমির হামজা
Amir hamza vi k allah er jonno onk vlo bashe
Amirhamja 1000 ta dorkar
ফাজায়েলে আমল কিতাবে কুরআন নামে একটি অধ্যায় আছে। আর প্রতিটি পাতায় কুরআননে আয়াত আছে তার অনুবাদ ও তার ব্যাখ্যাও আছে। আপনি খুবই ভাল বয়ান করেছে তবে তাবলিগের কিতাব গুলো পড়ে ওয়াজ করতে পারলে আরও ভালো হত।
কুরআনের আয়াত কিছু থাকলে কি হবে -? যে কিতাবে শিরক বিদআতের ভরপুর যার কারনে ঈমান চলে যাবে। সুতরাং যে কিতাবে ঈমান চলে যাবার মতো শিরকি ঘটনা আছে তা বর্জন করে তাওবা করা দরকার।
কোরআনকে হাঁ বলুন, আর ফাজায়েলে আমল কে না বলুন।
ভাই আপনি মনে হয় বাংলা কথা বুঝেন না🙄
Good
যে হাদীসের উপর আমল করলো সে যেন কোরআনের উপরই আমল করলো. কারণ হাদীস হলো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ তাফসির! সুতরাং এ দুইয়ের মাঝে পার্থক্য করা কখনোই উচিৎ নয়!
bayzid hossain shah sany thek
কথাটা ঠিকই।
কুরআনকে অন্য কোন গ্রন্থ দ্বারা ছোট করবেন না। আল্লাহর কালাম সেরা গ্রন্থ এখানে অন্য কোন গ্রন্থ তুলনীয় নয়। ফাজায়েলে আমল বইয়ে অনেক গালগল্প মিথ্যায় ভরা। কুরআন ছাড়া অন্য ধান্ধায় যারা ঘুরবে তারা কেমন করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে? তখন ওটি আর কাল্রাম কালাম থাকবে না ওসব মানুষের কালাম হয়ে যাবে।
@@nazb2525 কোরআন মানে কি হাদিস মানে কি বলেন?
@@nazb2525 আপনি প্রমান ছাড়া কথা বললে গুনাহগার হবেন ভাই।নিজে দেখে শুনে তারপর বলুন প্লিজ
এটা মূলত সাধারণ মানুষের জন্য অনেক উপকারী। যারা নাকি কোরআন শরীফ পড়তে পারেনা দুইটা ছড়া পড়তে পারেনা তারা এটা পড়ে এলেম অর্জন করতে পারে তাদের জন্য এটা সহজ হয়
আলিয়া সব খা লিয়া হে উম্মতে মুহাম্মদী আখে চশমা হস্তে গরি ছোটা ছোটা পাঞ্জাবি
ওয়াজ কি? আর ওয়াজের নাম দিলেন কি?
ঠিক আছে,ফাজায়েলে আমল কিতাব মানেই তাবলীগ
আসসালামুআলাইকুম। হুজুর আপনি কথাগুলো ঝ্যাংড়ি দিয়ে বলেন কেন? কি কথা বলছেন না কেন? জোর করে শুনতে চান কেন? বরং মন নরম করে কথা রসুলের সাঃ এর দাওয়াতি ভাষায় কথা বলুন। উনার দোহাই দিয়ে কথা বলি অথচ পূর্ণ আমল করতে রাজী নই কেন? চোখে পানি নেই কেন? চেষ্টা করি না কেন? আল্লহ আমাদের তৌফিক দান করুন।আমিন!
আপনাকে পাইলে আপনার কাছ তেকে তবলিগ শিখতাম৷৷ 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
উনার কাছ থেকে কিভাবে ওয়াজ করে পয়সা নিতে হয় সেটা শিকার আছে
তুমি কোরান দিয়া জামাত ইসলামের রাজত্ব কায়েম করতে চাও
কুরআনকে অন্য কোন গ্রন্থ দ্বারা ছোট করবেন না। আল্লাহর কালাম সেরা গ্রন্থ এখানে অন্য কোন গ্রন্থ তুলনীয় নয়।
আপনি তালিম করছে টাকার বিনিময় আর দাওয়াত ও তবলিগ টাকা নেয়না আর আপনি ভলো কাজের পিছনে না পরে বাংলাদেশে অনেক খারাপ কাজ হয় তাতে বাধা দেন
শয়তান কোন জায়গার
ভাল কথা বললে শয়তান।
পিকনিক করে ইসলাম কে প্রতিষ্ঠিত করতে চাও ??
Mosharaf Jjkkklll jajak allah 🤲🏻
Happy Home sm vai 1 cilla diyen taile bujben picnic na foroz er sate tahjud esrak awwabin sikka de kina 😊🤲🏻 amr kota bul hole komar cuke dekben
অনেক ভালো লাগে খাটি কথা শুনতে। অনেক ধন্যবাদ।
ভাই তর্থ না তথ্য।। আর গোমর ফাঁস কি জিনিস ? উল্টোপাল্টা ক্যাপশন এগুলো না দিয়ে ভালো কিছু লিখতে পারেন না? 😒🙄
এমন মিথ্যাবাদীকে ফলো না করাই ভাল। উরা এটাকে ব্যবসা বানাইয়া ফেলেছ্ ।
হা তা সত্য ডাক্তার জাকির নায়েক সব সময় কোরান দিয়ে বলেন এর জন্য আমি খুব সত্য মনে করি ।
আমার মনে হয় কথা টা এই ভাবে বললে ভালো হতো। বাস্তবের সাথে কোরআন কে মেলানো নয় বরং কোরআন এর সাথে বাস্তব কে মেলানো লাগবে।
🐴🐃🐮🐃🐮🐃🐴🐴🐴
ভাইজান ভিডিওর সাথে থাম্বনেইলের কোনো মিল পেলাম না...... আল্লাহ হেদায়েত দিক..
Khub e tatporjo purno alochona
Allah apnar ganer poridhi aro bariye dik
Amin
আমি হুজুর কে ভালবাসি দিনের জন্য। ফাজালে আমল কিতাবটা মূলত সাধারণ মানুষের জন্য অনেক উপকারী। যারা আরবি পড়তে পারে না হাদিস পড়তে পারে না কোরআন পড়তে পারে না। তারা এই কিতাব থেকে অনেক ফায়দা নিতে পারে।
ভাই,
ইসলামের দাওয়াত বা শিক্ষার বিষয়ে বা ইসলামের কোন বইতেই
বানোয়াট কাহিনী, জাল হাদীস, আজগুবি কিচছা, দলীল-বিহীন আমল- এসবের কোন স্থান নেই।
এটা খুবই গুরুতর বিষয়।
সাহাবাগন, তাবেইন, তাবে-তাবেঈন, অতীতের মুসলমামগন - কেউ কি এই ভাবে তাবলীগ করেছেন?
তাহলে আরবি না বুঝলে। বাংলা বুখারি পড়বেন। ফাযায়েলে আমল কেন পড়তে হবে।
জাকির নায়েক ভালোনা ফাজায়েল আমাল ভালোনা তাহলে বালো কে
হে আল্লাহ আপনি আমাদের সকল মুসলমান জাতিকে ঐক্য দান করুন এবং সবাইকে কোরআন হাদিস অনুসারে আমল করার তৌফিক দান করুন এবং বাংলাদেশ সহ সারা দুনিয়ায় কোরআনে আইন পতিসটিত করে দিন আমাদেরকে কোরআনের আইন পতিসটিত করতে সব রকমের পসতুতি দান করুন আমাদেরকে সব রকম হেকমত ও গেন দান করুন আমিন
সূরা আল মায়িদাহ (المآئدة), আয়াত: ৬৭
یٰۤاَیُّہَا الرَّسُوۡلُ بَلِّغۡ مَاۤ اُنۡزِلَ اِلَیۡکَ مِنۡ رَّبِّکَ ؕ وَ اِنۡ لَّمۡ تَفۡعَلۡ فَمَا بَلَّغۡتَ رِسَالَتَہٗ ؕ وَ اللّٰہُ یَعۡصِمُکَ مِنَ النَّاسِ ؕ اِنَّ اللّٰہَ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡکٰفِرِیۡنَ ﴿۶۷﴾
উচ্চারণঃ ইয়াআইয়ুহার রাছূলুবালিলগ মা উনযিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফ‘আল ফামা-বাল্লাগতা রিছা-লাতাহূ ওয়াল্লা-হু ইয়া‘সিমুকা মিনান্না-ছি ইন্নাল্লা-হা লাইয়াহদিল কাওমাল কা-ফিরীন।
অর্থঃ হে রসূল, পৌছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে। আর যদি আপনি এরূপ না করেন, তবে আপনি তাঁর পয়গাম কিছুই পৌছালেন না। আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না।
Playstore Link:
play.google.com/store/apps/details?id=com.muslim.quran_bangla
MasaAllah,kub valueable tafsir
আনসাবস্ক্রাইব করলাম রে ফাজিল চ্যানেল কতৃপক্ষ....
প্রতিদান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ । অন্য কেউ প্রতিদান দেওয়ার মালিক নাই । আমল আল্লাহর হুকুমের মধ্যে থাকতে হবে অর্থাৎআল্লাহর অনুমোদিত হতে হবে। আল্লাহ বলেছেন কেউ ইছ্ছা করে ভালো কাজ করলে আমি তার প্রদিান দিবো। অর্থাৎ সকল প্রতিদান একমাত্র আল্লাহই দিবেন। আপনার কথা বুঝাতে পারলাম না। আপনি নিজেই কোরান থেকে কথা বললেন না। আল্রাহ সওয়াব অন্যের মাধমে দেন কোথায় বর্ননা আছে?
Masha-Allah
শুধুমাত্র কুরআন! মানলেই হবে! তবে হাদীসের কথা কি বাদ?
উনি কিন্তু সেকথা বলেন নি,ভাই। ভুল বুঝেন কেনো?
কথা হচ্ছে আল্লাহ এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সহিহ হাদিস কোরআন এর বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত যাবে না। যারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করে আল্লাহ সুবহানাতায়ালা সবাইকে হেদায়েত দান করুন।
কি বলবো এরা বলে শ্রেষ্ঠ মুফাসসির কি গাজাখুরি তাফসির করলো দেখেন 1:বললো "মান কালা বিহি ছাদাকাহ"অর্থ করলো যে কোরআন দিয়ে কথা বলবে সেই সত্য বাকি সব মিথ্যা; তাহলে কি হাদিস ও মিথ্যা নাউযুবিল্লাহ 2: এরপর বললো "ওমান আমিলা বিহি উযিরা ; এর অর্থ করলো সয়ং আল্লাহ্ তাকে প্রতিদান দিবেন । অথচ "উযিরা" এটা হল মাজহূলের ছিগাহ যার অর্থ তাকে প্রতিদান দেয়া হবে। আর দুটি ভুল আছে সময়ের জন্য পারলাম না । যদি এতটুকু কথার ভিতরে এত ভুল থাকে না জানি আরো কত ভুল আছে। এরপরও কিছু লোক তাকে মুফাসসিরের চেয়ারে বসিয়ে রেখেছেন। কিয়ামতের আলামত তো এটাও যে মানুষ অযোগ্য লোককে যোগ্যের চেয়ারে বসাবে। আল্লাহ্ সবাই কে হেফাজত করুন।
নবী করিম (সঃ) এর পাক রওজা শরীফ আল্লা পাকের আরশ হইতেও শ্রেষ্ঠ , কাবা হইতেও শ্রেষ্ঠ, কুরছি হইতেও শ্রষ্ঠ ,( নাউযুবিল্লাহ )| হায় হায় কি ভয়ানক কথা !!! (ফাজায়েলে হজ্জ-- ২৩৬ পৃষ্টা ) |
বিস্তারিত পড়ুন মাওলানা যাকারিয়া কর্তিক লিখিত (ফাজায়েলে হজ্জ-- ২৩৬ পৃষ্টা ) || প্রচলিত তাবলীগ জামাতের (মাওলানা ইলিয়াছ সাহেব কতৃক সপ্নে প্রাপ্ত তাবলীগ জামাত) ফাজায়েলে হজ্জের নবম পরিচ্ছেদের ১৪ তম অনুচ্ছেদের অংশে , রওজায়ে পাক জিয়ারত করিবার আদবের নামে এমন কিছু শিরকী বার্তা বাতলিয়ে দিলেন ,|
আপনি আয়াত তেলোয়াত করে মন মতো বলেন আপনি এই জামানাই কুরআন সব থেকে বেশি বঝেন।
এক দল আলেম বিনা হিসেবে জান্নাতে যাবে
আমির হামজা আপনাকে ধন্যবাদ
আমাদের বিজ্ঞ অনেক আলেমগণ বক্তব্য দিচ্ছেন যে হাদিস না মানলে কোরআনে বাদ কুরআনে বাতিল এ কথার মানে কি
আপনাকে সম্মান করে বলছি আপনি অনেক ভাল আলেম । তবে আপনি কি বলতে পারবেন আপনি সবচেয়ে বড় গুণী লোক । মুসা আলাইহিমুস সালাম মনে করেছিলেন তিনি উনার নিজের সময়কার সবচেয়ে বড় আলেম । আল্লাহ বলেছেন তোমার থেকে বড় আলেম আছে খিজির আলাইহিমুস সালাম। এটা কুরআনের ঘটনা । আলেম হতে পারেন তবে যা খুশি তাই বলতে পারেন না কারন এতে উম্মতে মোহাম্মদীর অনেক খতি হবে
আহা আমার মনে হয় তোমরা মরার আগ পর্যন্ত কখনোই সোজা হবে না আল্লাহ তা'আলা তোমাদের কে সহি বুজ দান করুক এবং হেদায়েত দান করুক আমিন।
কোন বইয়ের ছবি কোন স্থানে নিয়ে আসছে। আল্লাহ আমাদের হেফাযত করুন
ভাই দয়া করে টাইটেলটা ঠিক করেন ভবিষ্যতে যথার্থ টাইটেল দিয়ে ভিডিও আপলোড করেন অন্যথায় আপনি হয়তো এই দুনিয়া কিছু টাকা ইনকাম করবেন কিন্তু ভাই পরকালে ছাড় পাবেন না
সুন্দর কথা।।
হুজুরের মেইল এর ঠিকানা কি পাওয়া যাবে
আমির হামজা এখানে বলল ওনি তালিম করছে কিন্তু এক ওয়াজে বললেন আমি তাবলীগ করছি। কতটা মিথ্যা কথা।
Right
টাইটেল দিলেন কি? আর ভিতরে দিলেন কি/
সুবহানআল্লাহ
Alhamdulillah
Muslim.tv, what's about your thumbnail & title???!!!
Very good
Muslim মিডিয়ার কাছ থেকে এমন একটা মিথ্যা কখনো আশা করি না
আলহামদুলিল্লাহ
নাউজুবিল্লাহ আাকা,বাকা,ওয়াজের,জন্য এদের এমন,বেহাল
আল্লা মাসা আল্লাহ জিন্দাবাদ আমির হামজা
রাসুল (সাঃ)এর মদিনার কবরকে সম্বোধন করে মাওলানা ইলিয়াছ সাহেবের ( প্রচলিত তাবলিগ জামাতের) ফাজায়েল আমলের লেখক সাইখুল হাদিস মাওলানা জাকারিয়া কান্দলভী সাহেব একটি শিরিকী কাছীদা (কবিতা) উপহার দিয়েছেন ,অনেক বড় কাছীদা (কবিতা) লিখেছেন ,৩২ পংক্তির হবে ,পর্যায় কর্মে তুলে ধরার চেষ্টা করব ,কাছীদার পুরোটা জুড়েই রয়েছে শিরক/ বিদাত /কুফরের ছড়াছড়ি ,যা কোন মুমিন মুসলমান বিশ্সাস করতে পারবেনা কারন একিন করলে [ফাজায়েলে দরূদ ১২১-পৃষ্টা ]
===========================================
আর ঈমান থাকবেনা | (তাবলিগ জামাতের বই) [ফাজায়েলে দরূদ ১২১-পৃষ্টা ] লেখক মাওলানা জাকারিয়া সাহেব আজ ১ম পর্ব (হুবহু) তুলে ধরলামঃ
(১) ইয়া রাছুলাল্লাহ ,আপনার বিচ্ছেদে সমস্ত সৃষ্ট জগতের প্রতিটি ধুলিকনা মর্মাহত , হে আল্লাহর প্রিয় নবী , মেহেরবানী পূর্বক আপনি একটু দয়া ও রহমতের দৃষ্টি নিক্ষেপ করুন (নাউযুবিল্লাহ) |
" রহমত ও দয়ার মালীক একমাএ আল্লাহ " এখানে জাকারিয়া সাহেব আল্লাহ কে বাদ দিয়ে নবীর কাছে দয়া রহমত চেয়ে শিরিক কুফরি করেছেন |
(২) আপনি নিঃসন্দেহে সারা বিশ্স ভূবনের জন্ন রহমত সরুপ কাজেই আমাদের মত দূর্ভাগা হইতে আপনি কি করিয়া গাফেল(খোঁজ খবর না রাখা) থাকিতে পারেন |
এ বেপারে " আল্লাহ কুরআ(ন বলেন , হে নবী আপনি বলে দিন ,আসমান জমিনের সমস্ত গায়েবী খবর আমি আল্লাহ ছাড়া আর কেউ জানেনা |"
এখানে নবীকে(বান্দাকে) খবর রাখতে বলেন ,এই হলো (কাছীদায়) জাকারিয়া সাহেবের শিরিকী কথাবার্তার নমুনা , তাবলিগ জামাতে যারা যায় তারাতো এই শিরীক ,বেদাতই শিখবে এটাই সাভাবিক , তাওহীদ/আকীদা/ঈমান ঠিক না থাকলে নবীওয়ালা সুন্দর লেবাস পড়ে ,(কুরআন - হাদীস ছাড়া) আল্লাহকে ডাকলে শেষ বিচারে কোন কাজে আসবেনা |
ফাজায়েলে দরূদের প্রতিটা পাতার শিরক/ বেদাত /কুফরী সম্বলিত কাছীদা/ কিচছা /কাহিনী গুলো জেনে-বুঝে পড়ে সত্তকে জানুন | আমাদের দেশের মানুষ তাবলিগের বই গুলি যত বেশী পড়বে ততই এই জামাতের ভিতরকার লুকিয় রাখা শিরক-বেদাত-কুফরীর অকাট্ট দালিলীক প্রমান সমূহ তরতর করে বেড়িয়ে আসবে ,যার কারনে পাকিস্তানে তাবলিগ জামাতে ভাটার টান পড়েছে, বাংলাদেশে ও শুরুটা হয়েছে |
চমৎকার।
কি ক্যাপশন দেন? ভিউ বেশি পাওয়ার লোভ?
ঠিক বলছেন ভাই
ফাজায়েলে আমল মানেই কুরআনের আলোচনা
ইসলাম প্রচার করার জন্য আপনার একটা সাবস্ক্রাইব খুব দরকার তাই আসুন সবার মাঝে ছড়িয়ে দেয়
কোরআন ও হাদিসের কথা বলতে গিয়ে টাকা নিতে হয় কোন হাদিস এ আছে
শিরোনাম দেন এক আর বক্তব্য দেন আরেক এটা চ্যানেলের মাথার সমস্যা
mashallah very nice
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লামের " ডান হাত তাঁর কবর থেকে বের হয়ে আসে'" (নাউজুবিল্লাহ ) [ ফাজায়েলে হজ্জ, 142 পৃঃ ] তাবলিগ জামাতের লোকেরা ওয়াসীলা, উদ্ধারকারী (ইস্তিগাসা) এবং এ ধরনের অনেক (শিরকি) ধারণাকে সমর্থন করে। তাদের লুকিয়ে রাখা দলিলে শত শত শিরক /বিদাত /কুফুরী/ ঈমান হারানো কিছ্ছা কাহিনী
থেকে মাএ একটি তুলে ধরলাম |
এই কথা বিশ্বাস করলে ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবেনা, তার আগেই দুনিয়া ও আখীরাত শেষ | তাবলিগজামাত নিখুঁতভাবে মাযার/কবরপুযা/বেদাত/শিরিক/আধুনিক সুফিবাদ ছরিয়ে দিছছে 'মাওলানা ইলিয়াস সাহেব' | এছাড়া অনেক আজগুবি কিসসা-কাহিনী ও ঈমান বিধ্বংসী গল্পগুজব উপস্থাপন করেছেন |
[ ফাজায়েলে হজ্জ, 142 পৃঃ ] এর কুফুরী কাহিনী টা দেখুন :
যখন আমি দূরে ছিলাম, আমি আমার আত্মাকে আপনার কাছে পাঠিয়ে দিতাম আমার পক্ষ থেকে মাটিকে চুম্বন করার জন্যে এখন যেহেতু আমি স্বশরীরে ও আত্মায় উপস্থিত (হে নবী আপনি) আপনার ডান হাত বাড়িয়ে দিন, যেন আমি চুম্বন করতে পারি।
” এই বাক্যগুলো বলার পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লামের ডান হাত তাঁর কবর বের হয়ে আসে, আর রিফাঈ তাতে চুম্বন করেন।(নাউজুবিল্লাহ )|
Nice
ভাই আপনার হুজুরের আগে কুরআন শব্দটি ঠিক করতে বলেন তার পরে অন্যের ভুল ধরেন
উল্টাপাল্টা থাম্বেল দেওয়ার কারনেও হিসাব দিতে হবে মনে রাইখেন
তুমি যদি কারো পাপ ঢেকে রাখ কাল কিয়ামতের দিন আল্লাহ তোমার পাপ ঢেকে রাখ বে. এই হাদিস পড়ে নাই.
বেদাতি বদমাইস লুইচ্চা, সুন্দর করে ইসলামি লেবাসে সেজে গুজে এবং আরো সুন্দর করে ঘর সাজিয়ে আগর বাতির সুগন্দি লাগিয়ে পীর সেজে বসেচে। কিছু দালালের মাধ্যমে দোয়ার লোভ দেখিয়ে ধর্মীয় মুর্খ মুসলমানকে ঘরে ডুকিয়ে তার ঈমানকে ধর্ষন করতেছে। আর সুন্দর করে বুজিয়ে দিচ্ছে এইটাই তোর জান্নাতে যাওয়ার রাস্তা। বোকা বান্দা তার কথায় বিশ্বাস করে তার প্রতি মন প্রান এমন ভাবে সপে দেয় যে, স্বশরীরে ধর্ষিত হলেও মনে করে এটা হুজুরের দোয়া।
এই লুইচ্চা থেকে মুসলমানকে সাবধান করা গিবত নয় বরং ফরজ। জেনে বুঝে এই লুইচ্চার কথা গোপন করলে জঘন্য
পাপ হবে।
সুন্দর বক্তব্য
Amin
Mashallah i love YOU ✌✌✌
ঠিক মাও আমির হাজা
হক্কানী আলেম
মিঃ এডমিন সাহেব টাইটেল দিয়ে মানুষের মাঝে বিভ্রান্ত ছড়াবেননা।
মাশাআল্লাহ
amir hamja jindabad
আল্লাহ কর্তিক আল্লাহর রাসূল (সঃ) এর দেখানো পথে তাবলীগ করতে হবে সহিহ্ আকিদার তবলিগ
বনাম
ইলিয়াছি (দিল্লীর) স্বপ্ন ও সয়তানের ঈমান আকিদাহ বিধ্বংসী তাবলীগ
*মদীনার তাবলিগ এবং দিল্লির তাবলিগের পাথ্যর্ক গুলি আমরা জেনে নিই।
💔১) ইলিয়াসী তাবলীগ বুযুর্গদের সন্তুষ্টির জন্য করা হয়। [ফাযায়েলে আমাল, ভূমিকা, ১ম পৃষ্ঠা]।
💜১) রাসূলের তাবলীগ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য (৬:১৬; বাইয়েনা ৫)
💔২) ইলিয়াসী তাবলীগের অলিরা গায়েব জানেন।[যাকারিয়া সাহারানপুরী, অনুবাদ : মোহাম্মাদ সাখাওয়াত উল্লাহ, ফাযায়েলে ছাদাকাত, (তাবলিগী কুতুবখানা ১৪২৬ হিজরী) ২য় খন্ড, পৃষ্ঠা২৭
💜২)অথচ রাসূল (ছাঃ) গায়েব জানতেন না (৬:৫০; ৭:১৮৮) ।
💔৩) ইলিয়াস ছাহেবের আক্বীদায় রাসূল (ছাঃ) জীবিত।[ ফাযায়েলে হাজ্জ, পৃঃ ১৩০-১৩১ ।
💜৩) নবী (ছাঃ) ইন্তেকাল করেছেন (যুমার ৩০) ।
💔৪) বুযুর্গরা জান্নাত- জাহান্নাম দুনিয়াতে দেখেন।[শায়খুল হাদীছ মাওলানা মুহাম্মাদ যাকারিয়া ছাহেব কান্ধলভী (রহঃ); অনুবাদ : মুফতী মুহাম্মাদ উবাইদুল্লাহ, ফাযায়েলে যিকির, (দারুল কিতাব : বাংলাবাজার, ঢাকা; অক্টোবর, ২০০১ ইং), পৃঃ ১৩৫}।
💜৪) জান্নাত এমন যে, না কোন চোখ দেখেছে, না কোন কান শুনেছে এবং না কোন হৃদয় কল্পনা করেছে।[মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত :৫৬১২ ।
💔৫) ইলিয়াসী তাবলীগে বুযুর্গদের মৃত্যুকে অস্বীকার করা হয়েছে। [ ফাযায়েলে ছাদাকাত ২/২৭]
💜৫)রাসূল (ছাঃ)-এর তাবলীগের প্রত্যেকের মৃত্যু সত্য (৩:১৮৫)।
💔৬) পর্যবেক্ষক ফেরেশতারা আল্লাহ ও বান্দার গোপন যিকির সম্পর্কে জানতে পারে না।[ফাযায়েলে যিকির, পৃঃ ৭০] ।
💜৬)ফেরেশতাগণ পর্যবেক্ষণ হিসাবে রয়েছেন এবং আমরা যা করি তারা সে সব জানেন (ইনফিতার ১০ ও ১২) ।
💔৭) ইলিয়াসী তাবলীগের কেন্দ্রস্থল ভারতের নিযামুদ্দী মসজিদের ভিতরে মাওলানা ইলিয়াস ছাহেব ও তার পুত্রের কবর রয়েছে।[আকফাতুন মাঅ জামায়াতিত তাবলীগ, পৃঃ ৫৯]
💜৭)নবী (ছাঃ) কবরের দিকে ছালাত পড়তে ও কবরকে পাকা নিষেধ করেছেন।[মুসলিম, মিশকাত:১৪২]
💔৮) মাওলানা মুহাম্মাদ ইলিয়াস ছাহেবের ইন্তিকালের পর আল্লাহর সাথে মিশে গেছেন। [মালফূযাতে মাওলানা মুহাম্মাদ ইলিয়াস, শেষ পৃষ্ঠা নবী করীম (ছাঃ) বলেন,
💜৮) আল্লাহর সমতুল্য কেউ নেই, তার সাথে কেউ মিশতে পারে না (ইখলাস ৪; শূরা ১১) |
ভাই শিরোনাম মিলল না।
মাসা আল্লাহ
সুবহানআল্লাহ।।।।
Right
Allha apna valow bouj dane karane
True
ভাই হাম্জা আপনি ভাল বলেন মানি .তবে আপনার ইলমের পরিধি সিমাবদ্ধ আপনার জানার অনেক বাকি আছে ? যদিও আপনি আমার চেয়ে বড়
ভাই আল্লাহ তায়ালা বলেন
يا ايه. الذين امنوان كما ا من الناس
হে লোকেরা তোমরা ঈমান আন ঐ সমস্ত লোকদের মত যারা ঈমান এনেছে
ভাই প্রশ্ন যারা ঈমান আনছে তারা কি কাফের ভাই হাজার মুসলমান মুর্তাদ হয়ে যচ্ছে তাদের খবর কি রাখেন
যে আপনার বড় তাঁর ভুল ধরা বেয়াদবি
Ete amio bolte 4ai.bt sonar manus nei.
@@saintxaviers4589 ইসলামের বিরুদ্ধে বললে বড়দের ভুল ধরা বেয়াদবি এটা কোথায় পেয়েছেন?
ভাই @ আস সুন্নাহ টিভি এই আয়াতে আল্লাহ্র "ওই সমস্ত লোক যারা ঈমান এনেছে" ওই সমস্ত লোক মানে সাহাবায় কেরাম (রা:) গণ কে বুঝানো হয়েছে, কারণ এই আয়াত নাজিলের সময় যারা ঈমান আনয়ন করা ছিলেন তারা ছিলেন রাসুল(সা:) এর সাহাবী, এছাড়া আর কেউ ঈমানদার ছিলো না। আপনি সব গ্রহণযোগ্য তাফসির এর কিতাব দেখতে পারেন।
ইসলাম বুঝতে হবে সাহাবায় কেরাম(রা:) এর মতো করে।
হুজুৰ অমিৰ হামজা- কোৰআন তফছিৰ কোনটা ভাল আমি কিনব
মাসাআল্লাহ
ভূল থাকতেই পারে - ভুল সংশোধন করা হোক।
আপনার মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ইসলাম প্রচার করতে আমাদের চ্যানেল কে সাবস্ক্রাইব করুন
এডমিন কে সাবধান করলাম
67. হে রসূল, পৌছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে। আর যদি আপনি এরূপ না করেন, তবে আপনি তাঁর পয়গাম কিছুই পৌছালেন না। আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না।
মাওলানা ইলিয়াস সাহেব ,মাওলানা যাকারীয়া কান্দলুভি সাহেব গংদের সপ্ন ও সয়তানের ধর্ম প্রচলিত তাবলীগ জামাতে কোরআনের-তাফসীর হয়না ,সহী হাদীসের বুখারী-মুসলীম শরীফের দার্ছ হয়না ,| কারন হলো আল্লাহর কোরআন , রাসুল (সঃ) এর হাদীস চর্চা হলে সয়তানের গায়ে আগুন জলে, এবং সয়তানের তৈরী এই জামাত ধংস এং বিলীন হয়ে যাবে | ,বেদাত-শীরক-কুফরী বন্দ হয়ে যাবে ,তখন সয়তানের
=============================================
অস্তিত নিয়ে টান পরবে , | এটা সয়তান ভালো করে জানে বিধায় ফাযায়েলে গুলি বানিয়ে দিয়েছে , যার ফলে বিদাতী -জাহেলরা ঘর-সংসার , সন্তান মা-বাবাকে ঘরে ফেলে রেখে লোটা-বালীশের সাথে বস্তার মদ্ধে সয়তানের দেওয়া ফাযায়েল ভরে মিছা-মিছি ,কানা-মাছি , ভোঁ-ভোঁ করে মরিচিকার পেছনে দৌড়-ঝাঁপ করছে , | ঘর-সংসার ব্যবসা -বাণিজ্য ফেলে রেখে এভাবে তারা মসজিদে পিকনীক করে বেড়ায় |
(কিন্তু অবাক করার বিষয় হলো ওদের সাথে এক-পিচ কোরআন বা সহী-হাদীসের গ্রন্থ পাওয়া যাবেনা এটা-কিসের লক্ষন ? ? আকবরী-সয়তানের লক্ষন ) সোয়াব তো দুরে-থাক ,উল্টো বেদাত করার জন্ন হাউজে-কাওসারের পানি পান করতে দেয়া হবে না , আর যদি সয়তান ফাযায়েলে দরুদ বা হজ্জের ভিতর যে ,শীরক ঢুকিয়ে দিয়েছে এর-একটি গিলাতে পারে তাহলে বান্দা বীনা -- হিসাবে সরা-সরী জাহান্নামে , | ফলে সয়তান সার্থক ,আর সয়তানতো এটাই চায় | মাওলানা ইলিয়াস সাহেব ,মাওলানা যাকারীয়া কান্দলুভি সাহেব এর ওপর সয়তান সোয়ার হয়েছে নতুবা এধরনের কথা কোন মুসলীম লিখতে পারে না |
Subhahallah. Sober vaga Allah ar prusker asuk. Amin.
মোতাজিলার মুখ থেকে এর চেয়ে ভালো কিছু আসা করা যায় না