সত্যিই আশরাফুল ভাই বাংলাদেশের ধারা ভাষ্যকার এই কথা শুনতে আমার হাসি পায় আরে ভাই নুরুল হাসান সোহান নাজমুল হোসেন শান্ত এদের মত লর্ডদের কে বাদ দিয়ে ইমরুল কায়েস দের মত বিজ্ঞ প্লেয়ার দের কে নিয়ে চিন্তা করেন
আমার মত ওয়ানডে t20 টেস্ট তিন ফরমেটে ইমরুল কায়েসকে দরকার এবং তার সাথে সাথে t-20 ক্রিকেট সাব্বির রহমান এবং এনামুল হক বিজয়ের মতো হার্ট হিটার দেরকে দরকার
যেহেতু মুশফিকুর রহিমের বয়স হয়ে গেছে উনি অলরেডি t-20 থেকে অপশন নিয়ে ফেলছেন এবং ওয়ানডে টেস্ট এর থেকেও হয়তো অপশন নিয়ে ফেলবে সে তো তিন ফরম্যাটে লিটন কুমার দাস কে লিটন কুমার দাস থাক আর তার সাথে সাথে t-20 এবং ওয়ানডে ক্রিকেটে এনামুল হক বিজয় ক্রিকেট কিপার হিসেবে দরকার
আশরাফুল কি পাগল হইছে,শান্ত কি প্লেয়ার না,অন্য কিছু।শান্তর মতো প্লেয়ার থাকলে,বাংলাদেশ এর খেলা ধংসো হবে বুজলেন সবাই।আমি চাই ইমরুল কায়েস কে নতুন করে সুজুক দেয়া হোক।
সত্যিই আশরাফুল ভাই বাংলাদেশের ধারা ভাষ্যকার এই কথা শুনতে আমার হাসি পায় আরে ভাই নুরুল হাসান সোহান নাজমুল হোসেন শান্ত এদের মত লর্ডদের কে বাদ দিয়ে ইমরুল কায়েস দের মত বিজ্ঞ প্লেয়ার দের কে নিয়ে চিন্তা করেন
ইমরুল কায়েস বয়সের জন্য এখন বিবেচিত নাও হতে পারেন।
আমার মত ওয়ানডে t20 টেস্ট তিন ফরমেটে ইমরুল কায়েসকে দরকার এবং তার সাথে সাথে t-20 ক্রিকেট সাব্বির রহমান এবং এনামুল হক বিজয়ের মতো হার্ট হিটার দেরকে দরকার
এটা ঠিক ফিটনেস আর সামর্থ্য থাকলে ইমরুল, বিজয়, সাব্বিরদের সুযোগ দেয়া উচিত।
আগের পুরান পুরান পেলোয়ার নামের লাগবে রনিত তালুকদারের নামের লাগবে সাব্বির রহমান
GANGTA ABU ZAFAR
3:15
👍🏻
শান্ত মন্তব চলবো না😂😂😂😂
2:52
👍🏻
যেহেতু মুশফিকুর রহিমের বয়স হয়ে গেছে উনি অলরেডি t-20 থেকে অপশন নিয়ে ফেলছেন এবং ওয়ানডে টেস্ট এর থেকেও হয়তো অপশন নিয়ে ফেলবে সে তো তিন ফরম্যাটে লিটন কুমার দাস কে লিটন কুমার দাস থাক আর তার সাথে সাথে t-20 এবং ওয়ানডে ক্রিকেটে এনামুল হক বিজয় ক্রিকেট কিপার হিসেবে দরকার
যুক্তি আছে, ভালো বলেছেন।
আরে ভাই আপনি তো অনেক বেস্ট ক্যাপটেন এর কথা বলছেন কার হাত ধরে কয়টা জয় আসছে সেই কথা বলেন এত বেশ ক্যাপ্টেন না বাঁশ ক্যাপ্টেন
রেকর্ডের হিসাবে তামিম সেরা অধিনায়ক।
আসরাপল ভাই ঠিক বলে চে
তার বিবেচনায় এটা ঠিক মনে হয়েছে।
আশরাফুল কি পাগল হইছে,শান্ত কি প্লেয়ার না,অন্য কিছু।শান্তর মতো প্লেয়ার থাকলে,বাংলাদেশ এর খেলা ধংসো হবে বুজলেন সবাই।আমি চাই ইমরুল কায়েস কে নতুন করে সুজুক দেয়া হোক।
শান্ত অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিবে দ্রুতই। ইমরুলের বয়স বিবেচনায় জাতীয় দলে ফেরা কঠিন।
আশরাফুল তোমার আর সাফাই গাইতে হবে না কারণ তামিম ইকবাল দলে ফিরছে তাকেই অধিনায়ক দিতে হবে এতে নিসন্দেহে একটা পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।
তামিমের ফেরার পথ তৈরি করতেই সব হচ্ছে।
শান্ত কি আপনার ভাগ্নে লাগে নাকি বাংলাদেশের টিমেখেলার যোগ্যতাই নাই।
পরিস্থিতি ভালো না দলের। এতো বেশি অধিনায়ক বদল হলে দলে খারাপ প্রভাব পড়ে।
Matal hoye geche
আউট অফ দ্য বক্স ভাবার চিন্তা আশরাফুলের।
আশরাফুলের এত চুলকানি কেন??
ওই তো ম্যাচ পাতানো খেলোয়াড়
সাংবাদিক রা যে কেন যায়??
মিরাজ কে ক্যাপটেন চাই....
মিরাজ চ্যাম্পিয়ন্স ট্রফির পর এমনি ওয়ানডে ও টেস্টের অধিনায়ক হবে।
আশরাফুল ভাই কি উল্টাপাল্টা বলতাছেন কেন।সোহানের দলে জায়গা নাই কিন্তু সে অধিনায়ক হয় কেমনে? পাগলের প্রলাপ
আউট অফ দ্য বক্স ভাবার চিন্তা আশরাফুলের। দলের বাইরে থেকে এনে সোহানকে অধিনায়ক করলে টি-টোয়েন্টিতে ভালো হবে মত সাবেক অধিনায়কের।