এই কার্ডটি বানাতে ফি ১৭০ রিয়াল+বাহির থেকে ফর্মফিলাপের আরও ৩০ রিয়াল মোট ২০০ রিয়াল লাগে,যা কিনা পাসপোর্ট রি-নিউ করার ফির চেয়ে বেশি।কথা হচ্ছে শ্রমিকদের কল্যানের জন্যই যদি হয়,তাহলে ফি ৫০ রিয়ালের মধ্য রাখা যেতো,আর অনলাইনে একটা ফর্মপূরন করতে ১০ রিয়ালের বেশি লাগার কথা নয়।
ভাই আসসালামু আলাইকুম।আমি আল কাছিম বুরাইদা তে আছি। প্রায় আপনার ভিডিও গুলা দেখার চেস্টা করি আর আপ্নার তথ্য থেকে সব সময় অনেক উপকৃত হয়।।ভাই আমি ২০১৭ তে সোদিতে এসেছি।আমার BMET কাড বানানো ছিল।কিন্তু গত বছর আমার BMET কাড আকামা টাকা সহ মানিব্যাগ টি হারিয়ে যায়।যা আর পরে খুজে পাইনি। তাই আপনার কাছে জানতে চাই কিভাবে আমি আর এক টা BMET কাড পাবো।।সে জন্য কোথায় যোগাযোগ করবো।।
আসসালামু আলাইকুম ভাই আপনারা যেভাবে বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ সেভাবে ওরা কি কাজ করে আমি দাম্মাম থেকে বলছি এখানে প্রায় প্রবাসী অনেক দুঃখে কষ্টে আছে অনেক মানুষ জেলখানাতে দুই বছর পাঁচ বছর চার বছর এখন আমরা কিভাবে সাহায্য পাবো প্রবাসী কল্যাণ থেকে কোথায় গেলে ওদের থেকে আমরা সাহায্য পাব
আসসালামুয়ালাইকুম ভাই। আজকে বিএমএটি কার্ড বানানোর জন্য, রিয়াদস্থ বাতায় দূতাবাসের সেবা কেন্দ্রে গিয়েছিলাম! 215 রিয়াল নিয়েছে এরং ডেলিভারি ডেট। তিন মাস সময় লিখে দিয়েছে। আপনাদের মাধ্যমে যতোটুকু জানতাম!তা ছিল একদিনে পাওয়া যায়!কিন্তু বাস্তবে তো এর কোন মিল পেলাম না ভাই🤔 উনারা হাতে তিন মাস লিখে দিয়েছে ভাই 🤔
ভাই আমি ২০০৪ এ সৌদিতে আসছি ঐ সময় যে BMET কাট আমাকে দিয়েছে সেই কাট আমার কাছে আছে তো এখন কি আমাকে আবার নতুন করে BMET কাট বানাতে হবে/কারন আগে তো নরমাল কাট ছিলো আর এখন তো ডিজিটাল কাট/
আসসালামু আলাইকুম বিন মিসাল ভাই আমি প্রথম সৌদিতে আসি ২০/০১/১৯৮৬ সালে রিটান চলে যাই ১৯৯৬ সালের জানোয়ারি মাসে ২য় দফায় আসি ২৯/০৫/১৯৯৬ এখনো সৌদিতে কর্মরত আছি এখন আমি কোন কার্ডটি বানালে বেশি ভাল হবে জানাবেন প্লিজ আমার পাসপোর্ট এ বয়েস বেশি দিয়ে এসেছিলাম এখন কি সেই বয়স ধরেই বানাতে হবে নাকি সার্টিফিকেট এর বয়স দিয়ে বানানো যাবে ধন্যবাদ
, ভাইয়া আপনার মনোযোগ আকর্ষণ করছি আমার অনেক পুরানো বিএমইটি কার্ড আছে নতুন করে আমি আবার বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি আমার কি কোনো পুরাতন কার্ড কাজে আসবে প্লিজ জানাবেন
ভাই আমি আজ ১৩ বছর যাবত সৌদি আরব আছি। আগে কোন ট্রেনিং ছিলনা।এখন যেভাবে বললেন এই কার্ড বানানোর নিয়ম সবই বুজলাম।কিন্তু আমাদের অনেকেই আছেন যারা বানাতে চায় তাদের পক্ষে দূতাবাসে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার।অন্য কোন উপায় আছে কি না জানাবেন। যা আমাদের জন্য সহজ হবে।
এই কার্ড আমার কাছে আছে। সৌদি আসার সময় এয়ারপোর্ট থেকে এটা দিয়েছিল। কথা হলো, এর কার্যক্রম কিভাবে চেক করবো? এট দিয়ে কিভাবে কোথায় কি করবো কিছুই বুঝতে পারছি না।
আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমি আপনার ভিডিও গুলো নিয়মিত দেখি ফেইসবুক পেইজে অনেক ভালো ভালো পরামর্শ দিয়ে থাকেন। ভাই আমার BMET কার্ডটি হারিয়ে গিয়েছে আমি তাদের অফিসে গিয়েছিলাম দায়িত্ব রত কর্মকর্তা বললেন আমার কার্ডটি অনলাইনে আছে আমার আর কার্ড লাগবেনা আমি যদি নতুন ভিসা নিয়ে আবার কোন দেশে যাই তাহলে আমাকে নতুন কার্ড দিবে আমি বর্তমানে সৌদি প্রবাসী ভাই দয়া করে বলবেন আমি কি এখন অনলাইনে থাকা কার্ডটি আমার প্রয়োজনে ব্যবহার করতে পারবো।
50 joner saudi group visa a manpower card banano jai na bhai ? Ami visa stamping koresi but akhon agency boltese j group visa tai manpower card banabo jabe na so ki kora jai?
আমার বিএমইটি রেজিষ্ট্রেশন আমি প্রবাসী এপসের এর মাধ্যমে করার সময় NID এর জায়গায় পাসপোর্ট এ দেওয়া মোবাইল নাম্বার সংযুক্ত হয়। বাকি সব ঠিক আছে। এতে কি ম্যান পাওয়ার বা ইমিগ্রেশনে সমস্যা হবে?
আসসালামু আলাইকুম । আমার পাসপোর্ট আছে বিদেশে যাব ভিসা আসলেই যাব। কিন্তু আমি কি ভিসা আসার আগেই কি এই B M E T card সংগ্রহ করতে পারব। সঠিক তথ্যটি জানালে খুব উপকৃত হতাম
ভাই আমার পি এ মি কাট আছে দুই হাজার ১৫ সালে আমি সৌদি আসছি পরে দুই দুই হাজার২০ সালেআগের কফিলের বাসায় নতুন করে আবার আমি আসছি এখন আগের এম এটি কাট চলবে না নতুন করে বানাতে হবে একটু বলবেন
ভাই আপনার ভিডিও দেখে প্রবাসী কল্যান অফিসে গিয়েছিলাম দুই মাসের বেশি সময় চাইছে এবং সাথে ২৭০ রিয়াল, দালাল মুক্ত কাড আমরা কি ভাবে বানাবো, আমাদের এলাকায় থেকে।
আসসালামু আলাইকুম আচ্ছা ভাই যারা ২০০৬-দুই হাজার ছয় ইংরেজিতে সৌদি আরব গেছে তাদের জন্য কি এই কার্ড প্রযোইজ্য হবে নাকি তাদের কার্ডের দরকার নাই দয়া করে একটু বলবেন
ভাই আমি 2017 সালে মালোশিয়া আসেছি আমার ম্যানপাওয়ার কাড ছিলো হারিয়ে গেছে এখন আমি কি করবো প্লিজ এটা নিয়ে একটা ভিডিও বানাবেন কারন আমার মতো অনেক প্রবাসী এই কার্ডটা হারিয়ে ফেলেছে একটা ভিডিও বানালে সবার উপকার হবে
ভাই ভ্যাকসিন নেওয়ার জন্য বিএমইটির আবেদন করেছিলাম। পাসপোর্ট এ আমার নাম বড় অক্ষরে । আর বিএমইটির আবেদনে আমার নাম বড় ছোট অক্ষরে মিলানো। কিন্তু নামে কোনো ভুল নেই এতে কোন সমস্যা হবে।
ভাই বি এম এটি কাড হয় না সেটার সারটিফিকেট দেয় আমি প্রবাসি এপ তেকে ডাউনলড করতে পারবেন আর জেই কাড টা দেখছেন উনার হাতে সেটা হল প্রবাসি কাড আর বি এম এটি কাড নতুন ভিসাই আসলে সেটা দেশে তেকে আসার সময় প্রবাসি কল্লান তেকে দিয়ে তাকে
ভাইয়া আমি সউদি আরব যাব নতুন,এখনও ভিষা আসেনাই. দুই মাসের বিতরে ভিষা পেরে যাব ইনশাআল্লাহ ..তাহলে আমি কি ,,,বি এম ইটি,,ও ,,সুরক্ষা এপে রেজিস্ট্রেশন করে ফাইজারের টিকা নিতে পারব..?plz vai ans me....?
আমার ও সেম প্রশ্ন প্লিয রিপ্লায় দেন,আমিও নতুন জাবো সৌদি কিন্তু ভিসা এখনো আসে নাই, বলতেছে ঈদ এর এক মাস ইনশাআল্লাহ আসবে, তবে আমিও কি বিমএম ইটি রেজিষ্ট্রেশন করে,টিকা নিতে হবে নাকি জানান প্লিয
ভাই আমার bmet কাড আছে আমি কাতারে থাকি বিষয় হলো আমি প্রবাসী এই apps চালু করতে গেলে bmet কোড চায় আমি কাড নাম্বার দিচ্ছি কিন্তু তা গ্রহণ যোগ্য হচ্ছে না এই বিষয়ে আপনি একটা ভিডিও বানান (আপনার হাতে যে কাড আছে সেই কাড আমার কাছে ও আছে )
ভাইয়া আমার পাসপোর্ট এর মেয়াদ ৬ মাস আছে, ভাতা সেবা কেন্দ্র গেছিলাম ২ বছরের মেয়াদ বাড়িয়ে দেশে যায়তে কারণ আমার শরীর খুব খারাপ, চিকিৎসা করাতে হবে, ওনারা বলছে দেশে গিয়ে বানিয়ে আসতে- এখন দেশে গিয়ে নতুন পাসপোর্ট বানিয়ে ৪ মাস পর আসলে কোন সমস্যা হবে-?? প্লিজ জানাবেন 🙏🙏
আপনাকে আমার অনুরোধ রইল please উওর দিলে উপকৃত৷ হব।ভাইয়া দেশে এসে এসটেজেনেকার দু ডোজ টিকা নিয়েছে সাটিফিকেট আছে। কিনতু তাওয়াকালনায় সু করছে না।সৌদি যেতে এয়ারপোর্টে কি সাটিফিকেট দেখালেই কোয়ারেনটাইন লাগবে না। কি কি লাগে এয়ারপোর্টে জানাবেন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, ভাই সংক্ষিপ্ত ভাবে আপনার আলোচনা অনেক সুন্দর। নতুন ভিসায় কুয়েত যেতে কিকি প্রসেস পার করতে হয়। আমি যদি এজেন্সির কাছে না যাই সেক্ষেত্রে। পুলিশ ক্লিয়ারেন্স, ম্যানপাওয়ার,টিকেট, ছাড়া আর কি কি কাজ করতে হবে দয়া জানালে উপকৃত হবো।
BMET কার্ড আর প্রভাসী কল্যাণ কার্ড কি একই কাজ করে, একটু জানাবেন কি , কোনটি বানালে সুবিধা বেশি, আর বাংলাদেশ এমবাসিতে বানানো যাবে কি, বিস্তারিত জানাবেন, প্লিজ
ভাই একটি বি এম ই টি কারড দিয়ে কতো বার বিদেশ যাওয়া যায় আমি এখন সৌদিতে আছি আমার ভিসার কেটাগরী হচ্ছে একাউন্টে এই কেটাগরী সৌদি সরকার বন্ধ করে দিছে তাই আমাকে আমার কোম্পানি এক্সিট লাগিয়ে পুনরায় নতুন ভিসা দিয়েছে এখন আমি কি আমার আগের বি এম ই টি কারড দিয়ে সৌদি যেতে পারবো ? আপনার জানা থাকলে জানাবেন অনেক উপকার হবে ধন্যবাদ ও দোয়া রইলো আপনার জন্য
ভাই আমি সৌদি আরব থেকে 2019 প্রবাসী কল্যান ক্যার্ড বানায়াছি । তিন মাস আগে আমি ছুটি গিয়ে আসার সময় করোনা টেস্ট করতে কুমিল্লা শদর হাসপাতালে গিয়ে আমার প্রবাসী কল্যান দিয়ে ছিলাম ওরা বলে এই ক্যার্ড এখানে চলবেনা। আমার কাছে প্রামান আছে। বিচার টা আপনার কাছে দিলাম
ভাই আমি বিএমইটি কার্ড হারিয়ে ফেলছি এখন কি বানাতে পারব বাংলাদেশ দূতাবাসে আমি বাতা মেডিকেল সেন্টারের সাথে যে অফিস আছে ঐখানে গিয়েছিলাম উনারা বলল এটি নাকি সৌদি আরবে বানানো যায় না একটু জানাবেন কমেন্ট করি প্লিজ
আসসালামু আলাইকুম ভাই আমি দুবাই প্রবাসী আমি এক বছর আগে কন্টাকের মাধ্যমে তিন মাসের ভিজিট ভিসায় দুবাই আসি তারপর তিন মাসের মধ্যে আমি আমি এক সাপ্লাই কম্পানিতে ভিসা লাগাই এখন কথাটা হল আমিত কুনু বিএমইটি কার্ড পাইনি এখন আমি কি করতে পারি একটু আমাকে সাহায্য করবেন প্লিজ
বিন মিশাল ভাই আমরা জারা অনেক আগে সৌদি আরব ছিলাম /৩০/৩৫/বৎসর সৌদি আরব থাকার পর আমরা দেশে চলে আসছি প্রায় দুই বছর হয়ে গেছে বয়ষ রানিং ৬৩ এখন আমরা কি বাবএ এই কাট গুলো বানাইতে পারি দয়া করে জানাইবে
ভাই Bmet কার্ড আর ওয়েজ আর্নার্স কল্যান কার্ড যদি এক হয় তাহলে আমি ছুটি থাকে আসার সময় করোনা টেস্ট করাতে গিয়ে প্রবাসী কল্যাণ কার্ড দিয়ে কোন ছাড় পাইনি। তারা স্মার্ট কার্ড যাদের আছে তাদের ছাড় দিচ্ছে। তাহলে এক হল কিভাবে।
এটা হইলো আপনি বৈধ ভাবে ওয়ার্ক ভিসায় যাচ্ছেন তার প্রমান। এটা এয়ারপোর্ট ইমিগ্রেশন পার হইতে লাগে এটা ছাড়া ইমিগ্রেশন পার হওয়া যাবে না। এটার বিদেশে কোনো কাজ নাই।
ভাই আমি ২০১৮ সালে মালয়েশিয়া গিয়েছিলাম. তখন এই কার্ডটি আমাকে দিয়েছিলো.. এখন আমি মালয়েশিয়া থেকে চলে এসেছি। এসে আবার ডুবাই যেতে চাই। এখন কি আমাকে আবার এই কার্ড বানাতে হবে না কি বানাতে হবে না। জানাবেন প্লিজ।
ভাই আমি ছুটি কাটিয়ে আসছি ১ মাস পার হয়ে গেছে কোয়ারেনটাইনে থাকা কালিন দুই বার টেসট করছে আবার আমি নিজে দুই বার করোনা টেসট করছি কিনতু আমার তাওয়াকানলা বেগুনি কালার হয়ে আছে আমি এখন কি করতে পারি ভাই একটু জানাবেন
এই কার্ডটি বানাতে ফি ১৭০ রিয়াল+বাহির থেকে ফর্মফিলাপের আরও ৩০ রিয়াল মোট ২০০ রিয়াল লাগে,যা কিনা পাসপোর্ট রি-নিউ করার ফির চেয়ে বেশি।কথা হচ্ছে শ্রমিকদের কল্যানের জন্যই যদি হয়,তাহলে ফি ৫০ রিয়ালের মধ্য রাখা যেতো,আর অনলাইনে একটা ফর্মপূরন করতে ১০ রিয়ালের বেশি লাগার কথা নয়।
সবাই আওয়াজ তুলুন,,, মিডিয়াতে প্রচার করুন,,,,,
একমত
সহমত
আলহামদুলিল্লাহ আমি এক তারিখে সোীদি আসছি, কেমন আছেন মিশাইল ভাই, ধন্যবাদ এই তথ্য দেওয়ার জন্য
আপনার কি কোয়ারান্টাইন লাগে নাই।এয়ারপোর্টে কি কি কাগজ লেগেছে please জানাবেন।
যারা নতুন প্রবাসে যাবে তাদের কি কার্ড লাগবে। যুদি কার্ড লাগে কোথায় বানালে দ্রুত পাওয়া যাবে। অার সাথে কি কি লাগবে
ভাই আসসালামু আলাইকুম।আমি আল কাছিম বুরাইদা তে আছি। প্রায় আপনার ভিডিও গুলা দেখার চেস্টা করি আর আপ্নার তথ্য থেকে সব সময় অনেক উপকৃত হয়।।ভাই আমি ২০১৭ তে সোদিতে এসেছি।আমার BMET কাড বানানো ছিল।কিন্তু গত বছর আমার BMET কাড আকামা টাকা সহ মানিব্যাগ টি হারিয়ে যায়।যা আর পরে খুজে পাইনি। তাই আপনার কাছে জানতে চাই কিভাবে আমি আর এক টা BMET কাড পাবো।।সে জন্য কোথায় যোগাযোগ করবো।।
আসসালামু আলাইকুম ভাই আপনারা যেভাবে বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ সেভাবে ওরা কি কাজ করে আমি দাম্মাম থেকে বলছি এখানে প্রায় প্রবাসী অনেক দুঃখে কষ্টে আছে অনেক মানুষ জেলখানাতে দুই বছর পাঁচ বছর চার বছর এখন আমরা কিভাবে সাহায্য পাবো প্রবাসী কল্যাণ থেকে কোথায় গেলে ওদের থেকে আমরা সাহায্য পাব
আসসালামুয়ালাইকুম ভাই। আজকে বিএমএটি কার্ড বানানোর জন্য, রিয়াদস্থ বাতায় দূতাবাসের সেবা কেন্দ্রে গিয়েছিলাম!
215 রিয়াল নিয়েছে এরং ডেলিভারি ডেট। তিন মাস সময় লিখে দিয়েছে। আপনাদের মাধ্যমে যতোটুকু জানতাম!তা ছিল একদিনে পাওয়া যায়!কিন্তু বাস্তবে তো এর কোন মিল পেলাম না ভাই🤔 উনারা হাতে তিন মাস লিখে দিয়েছে ভাই 🤔
ভাই আমি ২০০৪ এ সৌদিতে আসছি ঐ সময় যে BMET কাট আমাকে দিয়েছে সেই কাট আমার কাছে আছে তো এখন কি আমাকে আবার নতুন করে BMET কাট বানাতে হবে/কারন আগে তো নরমাল কাট ছিলো আর এখন তো ডিজিটাল কাট/
আসসালামু আলাইকুম বিন মিসাল ভাই আমি প্রথম সৌদিতে আসি ২০/০১/১৯৮৬ সালে রিটান চলে যাই ১৯৯৬ সালের জানোয়ারি মাসে ২য় দফায় আসি ২৯/০৫/১৯৯৬ এখনো সৌদিতে কর্মরত আছি এখন আমি কোন কার্ডটি বানালে বেশি ভাল হবে জানাবেন প্লিজ আমার পাসপোর্ট এ বয়েস বেশি দিয়ে এসেছিলাম এখন কি সেই বয়স ধরেই বানাতে হবে নাকি সার্টিফিকেট এর বয়স দিয়ে বানানো যাবে ধন্যবাদ
বিএমইটি রেজিস্ট্রেশন করলেই কি বিএমইটি কার্ড পাওয়া যাবে?
, ভাইয়া আপনার মনোযোগ আকর্ষণ করছি আমার অনেক পুরানো বিএমইটি কার্ড আছে নতুন করে আমি আবার বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি আমার কি কোনো পুরাতন কার্ড কাজে আসবে প্লিজ জানাবেন
ভাই আমি আজ ১৩ বছর যাবত সৌদি আরব আছি। আগে কোন ট্রেনিং ছিলনা।এখন যেভাবে বললেন এই কার্ড বানানোর নিয়ম সবই বুজলাম।কিন্তু আমাদের অনেকেই আছেন যারা বানাতে চায় তাদের পক্ষে দূতাবাসে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার।অন্য কোন উপায় আছে কি না জানাবেন। যা আমাদের জন্য সহজ হবে।
আসসালামুয়ালাইকুম ভাই কেমন আছেন ভাই আমি আসছি সৌদিতে 2009 সালে আমার কি BMET কার্ট টি লাগবে জানালে খুশি হব ধন্যবাদ।
Lagby
এই কার্ড আমার কাছে আছে। সৌদি আসার সময় এয়ারপোর্ট থেকে এটা দিয়েছিল। কথা হলো, এর কার্যক্রম কিভাবে চেক করবো? এট দিয়ে কিভাবে কোথায় কি করবো কিছুই বুঝতে পারছি না।
ভাই আমার বি এম ই টি কাটটি ২০১৩ পেয়েছি তো আমার কি নতুন লাগবে??
আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমি আপনার ভিডিও গুলো নিয়মিত দেখি ফেইসবুক পেইজে অনেক ভালো ভালো পরামর্শ দিয়ে থাকেন।
ভাই আমার BMET কার্ডটি হারিয়ে গিয়েছে আমি তাদের অফিসে গিয়েছিলাম দায়িত্ব রত কর্মকর্তা বললেন আমার কার্ডটি অনলাইনে আছে আমার আর কার্ড লাগবেনা আমি যদি নতুন ভিসা নিয়ে আবার কোন দেশে যাই তাহলে আমাকে নতুন কার্ড দিবে আমি বর্তমানে সৌদি প্রবাসী ভাই দয়া করে বলবেন আমি কি এখন অনলাইনে থাকা কার্ডটি আমার প্রয়োজনে ব্যবহার করতে পারবো।
50 joner saudi group visa a manpower card banano jai na bhai ? Ami visa stamping koresi but akhon agency boltese j group visa tai manpower card banabo jabe na so ki kora jai?
এক মাসের উপরে হয়েগেছে ১৬০/রিয়াল জমা করেছি, আজ পর্যন্ত কার্ডতো দুরের কথা, আজ পর্যন্ত মেমুটিই পাইনি।
আমার বিএমইটি রেজিষ্ট্রেশন আমি প্রবাসী এপসের এর মাধ্যমে করার সময় NID এর জায়গায় পাসপোর্ট এ দেওয়া মোবাইল নাম্বার সংযুক্ত হয়। বাকি সব ঠিক আছে।
এতে কি ম্যান পাওয়ার বা ইমিগ্রেশনে সমস্যা হবে?
আসসালামু আলাইকুম বিন মিসাল ভাই কেমন আছেন আমি সৌদি আরবে আছি, 2007 এসেছি এখন আমি কাড বানাবো আকামা পাসপোর্ট বুঝলাম, নমনি এটা কি ভাই একটু বুঝিয়ে বলবেন।
ভাই হাউস ড্রাইভার ও আমেল মন্জিল ভিসা ধারিদের কি কোয়ারান্টাইন থাকতে হবে হোটেল বুকিং দিতে হবে জানাবেন
ভাই আমার এই কাড টি হারিয়ে গেছে সেটা কি তুলা জাবে
আমি ভবিষ্যতে সৌদিতে যেতে চাই তাহলে আমি ফাইজারের ভ্যাকসিন কিভাবে নিবো। আমি বিএমইটি কার্ড বানাতে কি কি প্রয়োজন।
এই হুগার কার্ড আমার ৩ টা আছে।
আর কিছু দিন পরে ১ কেজি হলে বিক্রি করবো।
আসসালামু আলাইকুম । আমার পাসপোর্ট আছে বিদেশে যাব ভিসা আসলেই যাব। কিন্তু আমি কি ভিসা আসার আগেই কি এই B M E T card সংগ্রহ করতে পারব। সঠিক তথ্যটি জানালে খুব উপকৃত হতাম
আমি পাঁচ বছর ধরে মদিনায় বাসা বাড়ি কাজ করি।আমার ও এই কাট লাগবে।দয়া করে জানাবেন
ভাই আমার পি এ মি কাট আছে দুই হাজার ১৫ সালে আমি সৌদি আসছি পরে দুই দুই হাজার২০ সালেআগের কফিলের বাসায় নতুন করে আবার আমি আসছি এখন আগের এম এটি কাট চলবে না নতুন করে বানাতে হবে একটু বলবেন
ভাইয়া যারা সৌদি যাবে কিন্তুু তাদের ভিসা প্রসেসিং না হলে, পাসপোর্ট দিয়ে নিবন্ধন করতে পারবে??
ভাই আপনার ভিডিও দেখে প্রবাসী কল্যান অফিসে গিয়েছিলাম দুই মাসের বেশি সময় চাইছে এবং সাথে ২৭০ রিয়াল, দালাল মুক্ত কাড আমরা কি ভাবে বানাবো, আমাদের এলাকায় থেকে।
যাদের ভিসা প্রসেসিং হয় নি তারা কি বিএমইটি কার্ড রেজিস্ট্রেশন করতে পারবে কিনা??
সেইম প্রশ্ন
আমার কার্ডটি হারিয়ে গেছে,এখন কি এটা বানাতে হবে? আর বানাতে যদি হয় তাহলে কি কি করতে হবে জানালে উপক্রিত হবো।
Wage earners welfare board a membership carb r BMET একই কি?
মানে একটা তাকলেই কি হলো!?
বা নতুন কাজ করা কি ঠিক হবে অফিসে
ভাই আমি সৌদি যাবো
এখন প্রশিক্ষণ চলছে
আমি সৌদি যাবার আগেই দেশে থেকে কি
বি এম ই টি কার্ডটি বানাতে পারবো ?
আসসালামু আলাইকুম আচ্ছা ভাই যারা ২০০৬-দুই হাজার ছয় ইংরেজিতে সৌদি আরব গেছে তাদের জন্য কি এই কার্ড প্রযোইজ্য হবে নাকি তাদের কার্ডের দরকার নাই দয়া করে একটু বলবেন
ভাই আমি 2017 সালে মালোশিয়া আসেছি আমার ম্যানপাওয়ার কাড ছিলো হারিয়ে গেছে এখন আমি কি করবো প্লিজ এটা নিয়ে একটা ভিডিও বানাবেন কারন আমার মতো অনেক প্রবাসী এই কার্ডটা হারিয়ে ফেলেছে একটা ভিডিও বানালে সবার উপকার হবে
মন্ত্রী বললেন ফাইজারের টিকা
একটি ডোজ নিলে সৌদিতে যাওয়া যাবে
কথাটা কতটুকু সত্যি
জানাবেন প্লিজ।
Vai kotha thik but ekhon 2dose na nile saudi giye hotel e quarantine e thakte hoy
খুব ভালো লাগলো
ভাই ভ্যাকসিন নেওয়ার জন্য বিএমইটির আবেদন করেছিলাম। পাসপোর্ট এ আমার নাম বড় অক্ষরে । আর বিএমইটির আবেদনে আমার নাম বড় ছোট অক্ষরে মিলানো। কিন্তু নামে কোনো ভুল নেই এতে কোন সমস্যা হবে।
ভাই, আমি BMET নিবন্ধন করেছি 'আমি প্রবাসী ' অ্যাপ থেকে এখন আমি BMET কার্ডটি কিভাবে হাতে পাবো, সেটা যদি বলেন খুব ভালো হতো🥰
Vai ans dilen naa?
ভাই কাট টা কি পাইছেন
কেনো আপু আমাকে কমেন্ট করুন
ভাই বি এম এটি কাড হয় না সেটার সারটিফিকেট দেয় আমি প্রবাসি এপ তেকে ডাউনলড করতে পারবেন আর জেই কাড টা দেখছেন উনার হাতে সেটা হল প্রবাসি কাড আর বি এম এটি কাড নতুন ভিসাই আসলে সেটা দেশে তেকে আসার সময় প্রবাসি কল্লান তেকে দিয়ে তাকে
ভাই আমার BMET কার্ড ২০১২ করেছিলাম কার্ড এখন কোথায় হারিয়ে পেলছি , এটা আমি অনলাইনে কি বাবে সেক করব ??
ভাইয়া আমার এই কাড আচে একন কী নতুন করে বানাতে হবে আগে ২০১২ সালে বানিয়েচি একন বানাতে হবে কীনা জানাবেন
ভাই আমি প্রথম যখন সৌদিতে আসি আমার পাসপোর্টে লাগানো ছিলো এই কাড এখন আবার কি আমি কিছু করতে হবে নাকি
আমার কার্ডটি হারিয়ে গেছে। এখন করনীয় কি? জানালে উপকৃত হবো।
আমিও হারিয়ে ফেলেছি, এখন কি করা যায়? আপনি কোনো সমাধান ফেলে জানাবেন।
ফটোকপি রেখে দিন।দেশে গিয়ে নতুন করে উঠাতে হবে
ভাইয়া আমি সউদি আরব যাব নতুন,এখনও ভিষা আসেনাই. দুই মাসের বিতরে ভিষা পেরে যাব ইনশাআল্লাহ ..তাহলে আমি কি ,,,বি এম ইটি,,ও ,,সুরক্ষা এপে রেজিস্ট্রেশন করে ফাইজারের টিকা নিতে পারব..?plz vai ans me....?
আমার ও সেম প্রশ্ন প্লিয রিপ্লায় দেন,আমিও নতুন জাবো সৌদি কিন্তু ভিসা এখনো আসে নাই, বলতেছে ঈদ এর এক মাস ইনশাআল্লাহ আসবে, তবে আমিও কি বিমএম ইটি রেজিষ্ট্রেশন করে,টিকা নিতে হবে নাকি জানান প্লিয
আমার তো কার্ড নাই আমি ২০০৭ এ আসছি এখন এই কার্ড কি ভাবে বানানো যায়,,,
ভাইয়া আমি বিএমইটি রেজিস্ট্রেশন করছি। কিন্তু এখন টিকার আবেদন করছি তথ্য ভুল দেখাচ্ছে।
একি অবস্থা আমারও, তবে সমাধান ও হবে আশা করি
Bmet registration er 7 din por vaxin er abedon koren...success Hobe
ভাই আমার bmet কাড আছে আমি কাতারে থাকি বিষয় হলো আমি প্রবাসী এই apps চালু করতে গেলে bmet কোড চায় আমি কাড নাম্বার দিচ্ছি কিন্তু তা গ্রহণ যোগ্য হচ্ছে না এই বিষয়ে আপনি একটা ভিডিও বানান (আপনার হাতে যে কাড আছে সেই কাড আমার কাছে ও আছে )
ভাইয়া আমার পাসপোর্ট এর মেয়াদ ৬ মাস আছে, ভাতা সেবা কেন্দ্র গেছিলাম ২ বছরের মেয়াদ বাড়িয়ে দেশে যায়তে কারণ আমার শরীর খুব খারাপ, চিকিৎসা করাতে হবে, ওনারা বলছে দেশে গিয়ে বানিয়ে আসতে- এখন দেশে গিয়ে নতুন পাসপোর্ট বানিয়ে ৪ মাস পর আসলে কোন সমস্যা হবে-?? প্লিজ জানাবেন 🙏🙏
আপনাকে আমার অনুরোধ রইল please উওর দিলে উপকৃত৷ হব।ভাইয়া দেশে এসে এসটেজেনেকার দু ডোজ টিকা নিয়েছে সাটিফিকেট আছে। কিনতু তাওয়াকালনায় সু করছে না।সৌদি যেতে এয়ারপোর্টে কি সাটিফিকেট দেখালেই কোয়ারেনটাইন লাগবে না। কি কি লাগে এয়ারপোর্টে জানাবেন।
visa nai..
only passport ase..
ami ki man power card korte parbo..
BD theke
বাই আমি বোটার আইডি কাট নামবার না দিয়ে রেজিষ্ট্রেশন করে ফেলছি এখন কি কন সমসা হবে
আমার কাট টা কালার উঠে গেচে এখন কি নতুন করে ভানাতে হবে
How i am received BMET smart card. I am already registered for a BMET card by Ami probashi apps.
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, ভাই সংক্ষিপ্ত ভাবে আপনার আলোচনা অনেক সুন্দর। নতুন ভিসায় কুয়েত যেতে কিকি প্রসেস পার করতে হয়। আমি যদি এজেন্সির কাছে না যাই সেক্ষেত্রে। পুলিশ ক্লিয়ারেন্স, ম্যানপাওয়ার,টিকেট, ছাড়া আর কি কি কাজ করতে হবে দয়া জানালে উপকৃত হবো।
ভাই যারা ২০০৯ গেছে তাদের তখন bmet কাড ছিল না এখন কি করা যায়
আমি প্রবাসী এপ থেকে রেজিষ্ট্রেশন করলাম,,,,এখন কার্ড করতে কি কি করতে হবে?????
ভাই আমি আসছি তিন মাস হয়েছে কপিল আকামা দেয় নাই হুরুব মেরে দিয়েছে এখন bmet মামলা করলে কি উপকার পাবো বা কি কি কাগজ লাগবে।
BMET কার্ড আর প্রভাসী কল্যাণ কার্ড কি একই কাজ করে, একটু জানাবেন কি , কোনটি বানালে সুবিধা বেশি, আর বাংলাদেশ এমবাসিতে বানানো যাবে কি, বিস্তারিত জানাবেন, প্লিজ
একই ভাই
ভাই একটি বি এম ই টি কারড দিয়ে কতো বার বিদেশ যাওয়া যায়
আমি এখন সৌদিতে আছি
আমার ভিসার কেটাগরী হচ্ছে একাউন্টে
এই কেটাগরী সৌদি সরকার বন্ধ করে দিছে
তাই আমাকে আমার কোম্পানি এক্সিট লাগিয়ে পুনরায় নতুন ভিসা দিয়েছে
এখন আমি কি আমার আগের বি এম ই টি কারড দিয়ে সৌদি যেতে পারবো ?
আপনার জানা থাকলে জানাবেন
অনেক উপকার হবে
ধন্যবাদ ও দোয়া রইলো আপনার জন্য
আমি Malaysia থাকি। Malaysia থেকে বানানো যাবে কিনা
Tq ami Malaysia theke
ভাই আমার কাচে পবাসি কলান কাড আচে আমিকি টাকা পাবো জানাবেন তবে আমি এখন বাংলাদেশের চলে এসেচি একবারে
আসসালামুয়ালাইকুম
কেমন আছেন ভাই
আপনার কাছে রিকোয়েস্ট ছিলো আমার BMET কাড আছে কিন্তু এখন কি আমার প্রবাসী কল্যাণ কাড বানাতে হবে কিনা।
আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন।আমি ২০১৪ সালে বি এম ই টি কাড বানাইছি।এখন আবার নতু করে বানাতে হবে।
ভাই বিএমইটি রেজিষ্ট্রেশনে কিছু তথ্য ভুল হলে কিভাবে সংশোধন করবো,,
Bangladesh a kothai jeye korbo 1 din a kora jabe?
আমার কাতারের Bmet কাড আচে এখন আমি সৌদি জাবো
কাতারের BMET কাড সৌদির কোন কাজে আসবে কিনা একটি জানাবেন কি প্লিজ,
ভাই আমার ভিসা কেনসেল হয়ে গেছে এখন আমি আমার পুরনো বিসা দিয়ে bmet card করতে পাবো একটু জানাবেন
হ্যাঁ পারবেন,আপনি bmet অফিসে যোগাযোগ করেন।
প্রবাসী কল্যাণ এর কার্ড বানাতে কি কি লাগবে বলেন দয়া করে
Ei card er meyad koto din thake?
ভাই আমি পোবাসি Apps ছে নিবন্ধন করার পোরে কি BEMT নাম্বার দিয়ে সুরক্ষা Apps ছে নিবন্ধন কোরতে হোবে ভাই জানান plz কোভিড ভ্যাকসিনের জোন্নো ভাই জানান plz
ভাইয়া ঢাকায় অনেক চেষ্টা করেছি বানাতে পারলাম না, দুই তিন জায়গায় গিয়েছিলাম, লাভ হয়নি,, বাংলাদেশ ঢাকায় আর কোথায় যাবো একটু বলেন,
ভাই আমি সৌদি আরব থেকে 2019 প্রবাসী কল্যান ক্যার্ড বানায়াছি । তিন মাস আগে আমি ছুটি গিয়ে আসার সময় করোনা টেস্ট করতে কুমিল্লা শদর হাসপাতালে গিয়ে আমার প্রবাসী কল্যান দিয়ে ছিলাম ওরা বলে এই ক্যার্ড এখানে চলবেনা। আমার কাছে প্রামান আছে। বিচার টা আপনার কাছে দিলাম
আমার এই কাট আমার কাছে এখন ও মজুত আছে ২০১৬ সালে আসছি প্রবাসে
ভাইজান আগেও বলছি এখনো বলতাছি জুলাই২৯ দেশে জাবো বেকসিন একটা পাইছি আরেকটা না পেলেকি পবলেম হবে
বাংলাদেশ থেকে যাব এখন এই কার্ড করতে কি কি লাগবে আর বাংলাদেশের কোথায় করতে হবে একটু জানাবেন পিল্জ
আসসালামু আলাইকুম ভায়
এম বে সি খোলা আছে কি না জানাবেন প্লিজ।
ওকালও কি চালু আছে একন।
ড্রায়বিং ভিসা।
সৌদি আরবের এম্বেসি
একজন অবহিত প্রবাসীমালাইএশিয়া থেকে এই কাড কিভাবে পাবে সেই বিষয়ে একটা ভিডিও বানাবেন ভাইয়া
ভাই আমি বিএমইটি কার্ড হারিয়ে ফেলছি এখন কি বানাতে পারব বাংলাদেশ দূতাবাসে আমি বাতা মেডিকেল সেন্টারের সাথে যে অফিস আছে ঐখানে গিয়েছিলাম উনারা বলল এটি নাকি সৌদি আরবে বানানো যায় না একটু জানাবেন কমেন্ট করি প্লিজ
যারা বিদেশ যাওয়ার জন্য ভিসা নিয়েছে তারা কি এ কার্ড পাবে?
আসসালামু আলাইকুম ভাই আমি দুবাই প্রবাসী আমি এক বছর আগে কন্টাকের মাধ্যমে তিন মাসের ভিজিট ভিসায় দুবাই আসি তারপর তিন মাসের মধ্যে আমি আমি এক সাপ্লাই কম্পানিতে ভিসা লাগাই এখন কথাটা হল আমিত কুনু বিএমইটি কার্ড পাইনি এখন আমি কি করতে পারি একটু আমাকে সাহায্য করবেন প্লিজ
আসসালামু আলাইকুম ভাই, BMET কার্ড এবং ওয়েজ অনার্স বোর্ডের কার্ড দুটোই কি নিতে পারবো? আর দেশ থেকে যদি BMET কার্ড নেই তাহলে কোথা থেকে নিব?
BMET রেজিস্টেসন করলাম সকালে,পেমেন্টের প্রবলেম, আমি প্রবাসী অ্যাপের ওরেজিস্টসন প্রবলেমের সব সমাধান পেতে, আমার চ্যানেলের লাস্ট ভিডিওটি দেখতে পারেন
ভাই ভিসা প্রসেসিং এর কাজ করতেছে কি
Bhai amar 18 bochor Ami ki BMET card ar Jonno apply korte parbo ... Amar to passport ace ekon ki apply korte parbo bhaiya reply please...
Bai Ami....ami probashi apps diye bmet registration kore chilam...ekhon amar ki...ei card kora lagbe
বিন মিশাল ভাই আমরা জারা অনেক আগে সৌদি আরব ছিলাম /৩০/৩৫/বৎসর সৌদি আরব থাকার পর আমরা দেশে চলে আসছি প্রায় দুই বছর হয়ে গেছে বয়ষ রানিং ৬৩ এখন আমরা কি বাবএ এই কাট গুলো বানাইতে পারি দয়া করে জানাইবে
ভাই Bmet কার্ড আর ওয়েজ আর্নার্স কল্যান কার্ড যদি এক হয় তাহলে আমি ছুটি থাকে আসার সময় করোনা টেস্ট করাতে গিয়ে প্রবাসী কল্যাণ কার্ড দিয়ে কোন ছাড় পাইনি। তারা স্মার্ট কার্ড যাদের আছে তাদের ছাড় দিচ্ছে। তাহলে এক হল কিভাবে।
এটা হইলো আপনি বৈধ ভাবে ওয়ার্ক ভিসায় যাচ্ছেন তার প্রমান। এটা এয়ারপোর্ট ইমিগ্রেশন পার হইতে লাগে এটা ছাড়া ইমিগ্রেশন পার হওয়া যাবে না। এটার বিদেশে কোনো কাজ নাই।
আমি কাতার আসার সময় বাংলাদেশ এয়ারপোর্ট থেকেই কার্ড পাইছি
আমার টিকার কাট হারিয়ে গেছে কিন্তু আমি ছুটিতে আইসি এহন হারিয়ে গেছে এহন কি করনীয় এই কাগজ ছারা কি জাওয়া জাবে না
বাংলাদেশের সব এজেন্সি তো বেশি টাকা নিয়ে থাকে তাহলে কোথায় গেলে কমের মধ্যে ভিসা লাগানো যাবে
বিন মিশাল ভাই আমার ভর্তকির ২৫ হাজার টাকা এখনো পেলাম না, কবে নাগাদ পাবো????
ভাই আমি ২০১৮ সালে মালয়েশিয়া গিয়েছিলাম.
তখন এই কার্ডটি আমাকে দিয়েছিলো..
এখন আমি মালয়েশিয়া থেকে চলে এসেছি। এসে আবার ডুবাই যেতে চাই। এখন কি আমাকে আবার এই কার্ড বানাতে হবে না কি বানাতে হবে না।
জানাবেন প্লিজ।
দুবাইয়ে আস মরার জন্য দেশে আছ ভালো আছ 😃😃😃
ভাই, BMET card ২০১৫ সালে করছি, এখনো আমার কাছে আছে, এখন আবার নতুন করে করতে হবে?
ভাই আমি 2018 সালে আসছি আমার কাছে B A M E T কারড আছে কিন্তু আমার ছবিটা উঠেগিছে তাতে কি কোন পবলেম হবে নাকি একটু বলবেন প্লিজ
না আপনার কনো সমস্যা হবে না নাম্বার থাকলে হবে😀
Reply den pls...amr education institution er nam nai..ki korbo ekhon??
ভাই আমি ছুটি কাটিয়ে আসছি ১ মাস পার হয়ে গেছে কোয়ারেনটাইনে থাকা কালিন দুই বার টেসট করছে আবার আমি নিজে দুই বার করোনা টেসট করছি কিনতু আমার তাওয়াকানলা বেগুনি কালার হয়ে আছে আমি এখন কি করতে পারি ভাই একটু জানাবেন
ভাই আমার কাডটি 2017 সালে বানানে এখন কি এটা চলবে
আমি সৌদি আরবে আসার পরে আমার কার্ড হারিয়ে গেছে,।
এখন কি দেশে যাওয়ার জন্য কোনো ঝামেলা হবে নাকি
ভাই আমি ১জুন টু ১৫আগস্ট ছুটিতে আছি ১ডোস নিছি এখন আমার কি হোম কোয়ারান্টাইন করা লাগবে.. Oxford -AstraZeneca
আপনার জন্য শুভকামনা রইলো এবং আপনার কোন হোটেল কোয়ারেনটাইন লাগবে না। ধন্যবাদ