শিশুর দেরিতে কথা বলার কারণ - How to do speech therapy with toddlers

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • শিশুর দেরিতে কথা বলা নিয়ে বলেছেন
    শিশু রোগ বিশেষজ্ঞ
    ডা. সোমা হালদার
    সহযোগী অধ্যাপক, শিশু বিভাগ
    আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ
    চেম্বারঃ
    আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল (ধানমন্ডি ৮, ঢাকা)
    রুম নং: ২৫০, ব্লক-বি, ২য় তলা
    শনি থেকে বৃহস্পতিবার
    এপয়েন্টমেন্ট 01747 875 480
    রোগী দেখার সময়ঃ
    সকাল ৯ টা থেকে দুপুর ২ টা
    বিকাল ৫ টা থেকে রাত ৮ টা
    তিন থেকে ছয় মাস বয়সি শিশুর ভাষার বিকাশ
    এসময় শিশু মূলত বুঝতে শিখে কীভাবে একজন মানুষ অন্য একজন মানুষের সঙ্গে কথা বলে৷
    আপনি যা করতে পারেন:
    ১. শিশুকে যতটা সম্ভব নিজের কাছে রাখুন যেন শিশু আপনার চোখ দেখতে পারে।
    ২. আগের মতোই কথা বলুন ও হাসুন।
    ৩. এ বয়সের শিশুরা আ অ ও ই এই জাতীয় শব্দ করে। শিশুর শব্দকে আপনিও অনুকরণ করুন। এখানে শিশু যোগাযোগ শিখতে পারবে।
    ৪. আপনি যা বলেছেন শিশু তা অনুকরণ করা মাত্রই আপনি আবারও সঙ্গে সঙ্গে তা অনুকরণ করুন। সঙ্গে সঙ্গে না করলে শিশু বুঝবে না যে আপনি তার সঙ্গে যোগাযোগ করছেন।
    ছয় থেকে নয় মাসের শিশুর ভাষার বিকাশ
    শিশুরা ৬ থেকে ৯ মাস সময়ে বিভিন্ন ধরনের শব্দ করবে। এ শব্দ করাটা শিশুর জন্য এক ধরনের খেলা। শিশু মুখ দিয়ে যে সব শব্দ করবে তা শুনতে অর্থবোধক শব্দের মতো হলেও এগুলোর কোন অর্থ নেই। যেমন- বা বা... দা... দা...। শিশু এসময় অন্যের কণ্ঠ থেকে অন্যের অনুভূতি বুঝতে শিখে, সেই অনুযায়ী আচরণ করে। যেমন- রাগী কণ্ঠে কথা বললে শিশু কান্না করে, আনন্দের স্বরে কথা বললে শিশু হাসি দেয়।
    আপনি যা করতে পারেন-
    ১. শিশুর সঙ্গে পিকাবু খেলুন। শিশু শব্দ শুনে আপনাকে খুঁজবে, একই সঙ্গে নিজের হাতও নড়াচড়া করবে।
    ২. শিশুকে খেলনা দিয়ে, খেলনা সম্পর্কে কিছু বলুন। যেমন- বল, লাল বল।
    ৩. শিশুকে আয়নায় শিশুর চেহারা দেখান এবং প্রশ্ন করুন, কে? কে এটা? আবার একটু থেকে নিজেই উত্তর দিন, হুমায়রা, এটা হুমায়রা।
    কেন থামবেন? শিশু নিজেকে দেখে কেমন রেসপন্স করে তা বোঝার জন্য। শিশুর নিজেকে চেনা খুব গুরুত্বপূর্ণ।
    ৪. শিশুকে বিভিন্ন প্রশ্ন করতে থাকুন। প্রয়োজনে ইশারা করে দেখান (পয়েন্টিং)। ফুল কোথায়? থেমে- এই যে ফুল!
    নয় থেকে বারো মাস বয়সি শিশুর ভাষার বিকাশ
    শিশুকে কিছু বললে শিশু মুখের দিকে তাকিয়ে কথা শুনে৷ শিশু এসময় সহজ শব্দ বোঝা শুরু করবে। শিশু এসময় ‘না’ শব্দটি বোঝা শিখে৷ শিশুকে ‘না’ বললে অনেক সময় শিশু আর মুখের দিকে তাকায় না। শিশুকে যদি বলা হয়, ‘মা কোথায়?’ শিশু মায়ের দিকে তাকাবে বা মাকে খুঁজবে৷
    শিশু ছোট ছোট ইন্সট্রাকশন বুঝবে এবং তা শুনে করবে। যেমন, ‘দাও’ বললে শিশুর কাছে যা চাওয়া হয়েছে শিশু তা দেবে৷ শিশু যখন কিছু চাইবে, শিশু পয়েন্ট করে আঙুল ইশারা করে দেখাবে। শিশু কী চাইছে বা পয়েন্ট করছে তা খেয়াল করুন ও সঙ্গে সঙ্গে রেসপন্স করুন। শিশু এসময় ওয়েভিং বা টা টা দেওয়া শেখে। তাই ওয়েভ করার সময় বা হাত নাড়ানোর সময় বারবার টা টা বললে শিশু তা শিখে ফেলে৷ এ বয়সী শিশু কান্না না করে শব্দ করার মাধ্যমে কিছু চেয়ে থাকে। তাই শিশু কোন শব্দ করলে তার সঙ্গে শব্দ অনুকরণ করে বলুন।
    বারো থেকে পনের মাসের শিশুর ভাষার বিকাশ
    এ সময় মূলত শিশুরা শব্দ বা ওয়ার্ড বলা শুরু করে৷ এর পাশাপাশি শিশু যে সব জিনিসের নাম বলতে পারে না তার জন্য কোন একটি অর্থহীন শব্দ ব্যবহার করে থাকে। যেমন, অনেক শিশু কলাকে লালা বলে।
    এ বয়সের শিশুরা সাধারণত ২/৩ টি শব্দ বলতে পারে। ২৫টি বা তার বেশি শব্দ বুঝতে পারে। শিশু ইন্সট্রাকশন ফলো করে। এর মানে হলো শিশুকে কিছু বললে শিশু তা বুঝে, করে থাকে। কথা না বলেও শিশু কমিউনিকেশন কর‍তে পারে। যেমন হাতের ইশারা করে কিছু চাওয়া, কোন জিনিসের দিকে তাকানোর মাধ্যমে তা চাওয়া বা ব্যাবেল করা।
    আপনি শিশুর জন্য যা করতে পারেন-
    ১. শিশুর প্রতিদিনের যেসব জিনিস ব্যবহার তার নামগুলো শিশুকে বারবার বলতে থাকুন। যেমন কাপ, প্লেট, বাটি, চিরুনি ইত্যাদি। বলার পর শিশুকে সময় দিন যেন সে আপনাকে অনুকরণ করে।
    ২. শিশুকে বইয়ে ছবি দেখিয়ে জানতে চান কিসের ছবি৷ ছবির বই পাওয়া যায় যেখানে এক পেইজে একটি ছবি থাকে। শিশুকে উত্তর দেওয়ার জন্য অবশ্যই সময় দেবেন৷ তাড়াহুড়ো করবেন না।
    ৩. শিশু যখন কোন জিনিস দেখে জিনিসটির নাম বলতে পারবে তখন শিশুর মুখের দিকে তাকিয়ে হাসি দিন বা হাততালি দিন। পাশাপাশি জিনিসটি সম্পর্কে শিশুকে আরও কিছু বলুন, ‘বল। লাল বল। গোল বল। কি সুন্দর বল।’
    ৪. শিশু যে শব্দগুলো বেশি বলে তা নিয়ে শিশুর সঙ্গে কথা বলুন। শিশুকে সময় দিন যেন সে তার কথা শেষ করতে পারে পুরোপুরি।
    ৫. শিশুর প্রতিদিনের কাজগুলো নিয়ে তাকে প্রশ্ন করুন৷ যে কোন কাজ করার সময়ও তাকে প্রশ্ন করতে থাকুন বা বিষয়টি নিয়ে বলতে থাকুন। যেমন ‘তুমি এখন ভাত খাবে না নুডলস খাবে?’, ‘আমরা খাওয়া শেষ করেছি এখন বসে থাকবো’।
    ৬. এ লেভেলের শেষের দিকে শিশুকে ‘প্রিটেন্ড প্লে’ এর সঙ্গে পরিচয় করান। এ বয়সের শিশুরা লাঠিকে তরবারি মনে করে খেলা করে বা হাতকে প্লেন বানিয়ে উড়িয়ে নেয়। আপনি খেলনা পুতুল দিয়ে শিশুর সঙ্গে খেলুন। শিশুকে বলুন পুতুলটিও আপনাদের সঙ্গে খেলবে এখন। শিশু তার খেলার সাথি মনে করে পুতুলের সঙ্গে খেলাধুলা করবে, কথা বলবে।
    ৭. শিশুকে এক শব্দে ইন্সট্রাকশন দিন। শিশু সহজে বুঝতে পারবে, বলতে পারবে।

ความคิดเห็น • 76

  • @Bultidutta740
    @Bultidutta740 ปีที่แล้ว +13

    দিদি আমার মেয়ের 2 বছর ও সব শুনতে পারে এবং আমি যখন ওর সাথে কথা বলি ও চোখে চোখ রাখে আর কিছু কিছু কথা বোঝে কিন্তু কথা বলতে পারে না। খালি বলে দে , নে , না , আয় , হুস , এই যে এত টুকুই তাও সব সময় না । তাহলে আমি কি করবো এখন দয়া করে আমাকে বলুন।

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      সাধারণত ২ বছর বয়সে বাচ্চারা মোটামটি সব কথাই বলতে পারে, আপনি আপনার বাচ্চাকে একজন শিশু বিশেষজ্ঞ দেখান এবং দরকার হলে স্পিচ থেরাপি দিতে পারেন বাচ্চাকে , ধন্যবাদ

    • @abdorajjak-h6d
      @abdorajjak-h6d 7 หลายเดือนก่อน

      আমার বাচ্চা সেম,

    • @abdorajjak-h6d
      @abdorajjak-h6d 7 หลายเดือนก่อน

      এখন কথা বলে নাকি আপনার বাচ্চা

    • @MdAbid-ny4qs
      @MdAbid-ny4qs 4 หลายเดือนก่อน

      U​@@MediTalkDigital

    • @Rahamatulla717-cf9sj
      @Rahamatulla717-cf9sj หลายเดือนก่อน

      আপু এখন আপনার সন্তান কথা বলে

  • @tajulbd3609
    @tajulbd3609 ปีที่แล้ว

    আমার বচ্চার বয়স ৫ বছর, হাটে না , কথা বলে না।আগে হামা গুরি দিতো,কথা বলতো মা,বাবা, দাদা,এখন আর হামাগুড়ি দেয়না, এখন কী করোনীয় আছে কী,বল্লে খুব উপকৃত হতাম।
    আমার এই কমেন্টা যার দেখবেন, তাদের বাচ্চা যদি এই রকম সম্যসা, থেকে ভালো হয়। তাহলে আমাকে জানালে ভালো হত আমার জন্য।

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

    • @HumayrabithyBithy
      @HumayrabithyBithy 3 หลายเดือนก่อน

      Amr baccar 2 year but Kotha bole na

  • @antoraislam9203
    @antoraislam9203 4 หลายเดือนก่อน

    স্যার আমার মেয়ের বয়স ২ বছর ৫ মাস ।সে দুটি শব্দ একসাথে বলতে পারে না ।শুধু মাএ “এই দে “এটা পারে ।নির্দিষ্ট ১০/১১ স্পষ্ট শব্দ ছাড়া , সে কিছুই বলতে পারে না ।যদি বলি :মা দে ।তখন সে বলে : মা ,মা,মা,মা ,মা এতবার শুধু একটি শব্দ বলে ।পরে মা দে বলতে জোর করলে বলে দে , দে, দে,দে,দে।ওর থেকে ছোট বাচ্চারা আরো বেশি বলতে পারে,ও পারে না ।তবে বাকী সব কাজ ও পারে , সব বুঝে ,কানে শুনে,বুদ্ধি খরচ করে কাজ করে:যখনও খাটে উঠতে পারতো না তখন সে নিজে মোড়া এনে উঠত,কেউ যদি বলে এটা আনোও ঘর থেকে আনতে পারে ইত্যাদি।এখন কথা বলার জন্য কী করতে পারি স্যার ...?

    • @MediTalkDigital
      @MediTalkDigital  4 หลายเดือนก่อน

      বাচ্চাদের দেরিতে কথা বলা অনেক সময় বংশগত হতে পারে আবার মস্তিষ্ক এর সমস্যা এর কারনে হতে পারে, শিশুরা বড়দের অনুকরন করে কথা শিখে , সাধারণত বাবা মা তাদের সাথে কথা বললে তারা দ্রুত কথা শিকে যায় কিন্তু বাবা মা দুইজনই চাকুরিজীবি হলে বেশিরভাগ বাচ্চা কাজের লোকের নিকট থাকে তারা কথা তেমন বলে না ও বাচ্চারা ডিভাইস নির্ভর হয়ে পড়ে। আপনি আপনার বাচ্চার সাথে বেশি করে কথা বলুন, ওকে সময় দিন, এবং দরকার হলে একজন শিশু বিশেষজ্ঞ এর পরামর্শ নিয়ে স্পিচ থেরাপি দিতে পারেন, ধন্যবাদ

    • @Rahamatulla717-cf9sj
      @Rahamatulla717-cf9sj หลายเดือนก่อน

      এখন আপনার সন্তান কথা বলে

  • @mstsathi8871
    @mstsathi8871 หลายเดือนก่อน

    আমার বাচ্চার বয়স ১ বছর কানে শুনতে পাই কিন্তু ডাকলে তাড়াতাড়ি সাড়া দেয় না একটু দেড়িতে সাড়া দেয় আবার কোনো কিছু জোরে শব্দ হলে তাড়াতাড়ি সাড়া দেয় কিন্তু বাবা ,দাদা , আম , তা, তা , এগুলো বলতে পারে । এটা কি কোনো সমস্যা

    • @MediTalkDigital
      @MediTalkDigital  หลายเดือนก่อน

      বাচ্চাদের দেরিতে কথা বলা অনেক সময় বংশগত হতে পারে আবার মস্তিষ্ক এর সমস্যা এর কারনে হতে পারে, শিশুরা বড়দের অনুকরন করে কথা শিখে , সাধারণত বাবা মা তাদের সাথে কথা বললে তারা দ্রুত কথা শিকে যায় কিন্তু বাবা মা দুইজনই চাকুরিজীবি হলে বেশিরভাগ বাচ্চা কাজের লোকের নিকট থাকে তারা কথা তেমন বলে না ও বাচ্চারা ডিভাইস নির্ভর হয়ে পড়ে। আপনি আপনার বাচ্চার সাথে বেশি করে কথা বলুন, ওকে সময় দিন, এবং দরকার হলে একজন শিশু বিশেষজ্ঞ এর পরামর্শ নিয়ে স্পিচ থেরাপি দিতে পারেন, ধন্যবাদ

  • @tanusreeg1994
    @tanusreeg1994 11 หลายเดือนก่อน

    আমার বেবি ১০মাস থেকে বাবা মা দাদা মামা নেও টুকটাক বলত, যত বড় হচ্ছে কথা বলা কম হয়ে যাচ্ছে, এখন ১৯ মাস চলছে, কেমন গ্যঙরিয়ে গ্যঙরিয়ে চ্যাচায়, কিছু বলতে যায়, ওর সব কিছু ঠিক আছে, প্লিজ হেল্প ম্যাম

    • @MediTalkDigital
      @MediTalkDigital  11 หลายเดือนก่อน

      আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন , শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ

  • @MarufaAkter-l6r
    @MarufaAkter-l6r 20 วันที่ผ่านมา

    Amr bassa 2year 1 taka coin kaye palce akn kaddo nali ase akn ki kora jai madam

    • @MediTalkDigital
      @MediTalkDigital  20 วันที่ผ่านมา

      দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান

  • @dilipsaha4900
    @dilipsaha4900 ปีที่แล้ว

    দিদি আমার ছেলের ৩ বছর বয়স।সে এখনো স্পষ্ট করে কথা বলতে পারে না। কাকা,কাকী, দাদা,দিদি এগুলো বলতে পারে।আরোও কিছু কিছু শব্দ বলতে পারে।কানেও শুনে, নাম ধরে ডাকলে সারা দেয়।আৃমার এখন কী করনীয় দয়াকরে জানাবেন।

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      সাধারণত ১২ মাসের মধ্যে বাচ্চা ভালোভাবে কথা বলা শুরু করে , কিন্তু যদি দেরী হয় তাহলে আপনার শিশুর প্রতিদিনের যেসব জিনিস ব্যবহার তার নামগুলো শিশুকে বারবার বলতে থাকুন, শিশুকে বইয়ে ছবি দেখিয়ে জানতে চান কিসের ছবি, শিশুকে সময় দিন যেন সে তার কথা শেষ করতে পারে পুরোপুরি, শিশুর প্রতিদিনের কাজগুলো নিয়ে তাকে প্রশ্ন করুন, তার সাথে সব সময় কিছু না কিছু কথা বলতে থাকুন, তবে এরপর ও যদি ইম্প্রুভমেন্ট না হয় তাহলে একজন শিশু ডাক্তারের পরামর্শ নিন, ধন্যবাদ

  • @mdbasar3271
    @mdbasar3271 ปีที่แล้ว

    Apo amr celer boyos 2bocor 7mash....emnite ma ,Baba,dada,kaka,,occaron Korte pare...kinto kawke dake na ..
    ...r sobyk ammo bole dake ...ekhon koroniyo ki...plz ans diten

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      বাচ্চাদের দেরিতে কথা বলা অনেক সময় বংশগত হতে পারে আবার মস্তিষ্ক এর সমস্যা এর কারনে হতে পারে, শিশুরা বড়দের অনুকরন করে কথা শিখে , সাধারণত বাবা মা তাদের সাথে কথা বললে তারা দ্রুত কথা শিকে যায় কিন্তু বাবা মা দুইজনই চাকুরিজীবি হলে বেশিরভাগ বাচ্চা কাজের লোকের নিকট থাকে তারা কথা তেমন বলে না ও বাচ্চারা ডিভাইস নির্ভর হয়ে পড়ে। আপনি আপনার বাচ্চার সাথে বেশি করে কথা বলুন, ওকে সময় দিন, এবং দরকার হলে একজন শিশু বিশেষজ্ঞ এর পরামর্শ নিয়ে স্পিচ থেরাপি দিতে পারেন, ধন্যবাদ

  • @mariyamkhan4300
    @mariyamkhan4300 5 หลายเดือนก่อน

    Mam amar cheler bous 2.5 year kintu.ma,baba,kaka,nana,nani,dada,bubu,mama,mau,bou, chokh,kono khabar dekhle kha,abong ekti bandhobi ache jar nam junaira take jija bole. Abar amake na dekhte pele khub sundor dake o ma....,o ma....., kintu sentence bolche na.ki korbo?

    • @MediTalkDigital
      @MediTalkDigital  5 หลายเดือนก่อน

      বাচ্চাদের দেরিতে কথা বলা অনেক সময় বংশগত হতে পারে আবার মস্তিষ্ক এর সমস্যা এর কারনে হতে পারে, শিশুরা বড়দের অনুকরন করে কথা শিখে , সাধারণত বাবা মা তাদের সাথে কথা বললে তারা দ্রুত কথা শিকে যায় কিন্তু বাবা মা দুইজনই চাকুরিজীবি হলে বেশিরভাগ বাচ্চা কাজের লোকের নিকট থাকে তারা কথা তেমন বলে না ও বাচ্চারা ডিভাইস নির্ভর হয়ে পড়ে। আপনি আপনার বাচ্চার সাথে বেশি করে কথা বলুন, ওকে সময় দিন, এবং দরকার হলে একজন শিশু বিশেষজ্ঞ এর পরামর্শ নিয়ে স্পিচ থেরাপি দিতে পারেন, ধন্যবাদ

  • @aklimanoor5166
    @aklimanoor5166 ปีที่แล้ว

    Mam salam niben ,amr mer bois 7years se so kicu sune buje r sob kota c,ward kore bole kintu sentence kore bole na jemn amu pani ai vabe bole den sobdo ta muke na bole isara die bole ki korbo akn please help me ❤❤❤

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      বাচ্চাদের দেরিতে কথা বলা অনেক সময় বংশগত হতে পারে আবার মস্তিষ্ক এর সমস্যা এর কারনে হতে পারে, শিশুরা বড়দের অনুকরন করে কথা শিখে , সাধারণত বাবা মা তাদের সাথে কথা বললে তারা দ্রুত কথা শিকে যায় কিন্তু বাবা মা দুইজনই চাকুরিজীবি হলে বেশিরভাগ বাচ্চা কাজের লোকের নিকট থাকে তারা কথা তেমন বলে না ও বাচ্চারা ডিভাইস নির্ভর হয়ে পড়ে। আপনি আপনার বাচ্চার সাথে বেশি করে কথা বলুন, ওকে সময় দিন, এবং দরকার হলে একজন শিশু বিশেষজ্ঞ এর পরামর্শ নিয়ে স্পিচ থেরাপি দিতে পারেন, ধন্যবাদ

  • @MahinurakterMonira-d8u
    @MahinurakterMonira-d8u ปีที่แล้ว

    Mem amar bacchar bohos 21 mas se mokh dia sarakkhon a a sobdo kore but ekhono kotha bolte pare na pechon theke dakle majhe majhe takai na. Kan a sonte pai eye contact thik ase. Ki korte pari kotha bolar jonno

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      বাচ্চাদের দেরিতে কথা বলা অনেক সময় বংশগত হতে পারে আবার মস্তিষ্ক এর সমস্যা এর কারনে হতে পারে, শিশুরা বড়দের অনুকরন করে কথা শিখে , সাধারণত বাবা মা তাদের সাথে কথা বললে তারা দ্রুত কথা শিকে যায় কিন্তু বাবা মা দুইজনই চাকুরিজীবি হলে বেশিরভাগ বাচ্চা কাজের লোকের নিকট থাকে তারা কথা তেমন বলে না ও বাচ্চারা ডিভাইস নির্ভর হয়ে পড়ে। আপনি আপনার বাচ্চার সাথে বেশি করে কথা বলুন, ওকে সময় দিন, এবং দরকার হলে একজন শিশু বিশেষজ্ঞ এর পরামর্শ নিয়ে স্পিচ থেরাপি দিতে পারেন, ধন্যবাদ

    • @tarikmahmud6898
      @tarikmahmud6898 6 หลายเดือนก่อน

      Apu apnar babu ki kotha bole plz janayen apu

  • @MdAli-zi2hj
    @MdAli-zi2hj ปีที่แล้ว

    Didi amr cele 26 mass cole.. kintho kotha bole na...valo kore...shudhu baba bole..abul tabul kotha bole...plz reply deben

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      বাচ্চাদের দেরিতে কথা বলা অনেক সময় বংশগত হতে পারে আবার মস্তিষ্ক এর সমস্যা এর কারনে হতে পারে, শিশুরা বড়দের অনুকরন করে কথা শিখে , সাধারণত বাবা মা তাদের সাথে কথা বললে তারা দ্রুত কথা শিকে যায় কিন্তু বাবা মা দুইজনই চাকুরিজীবি হলে বেশিরভাগ বাচ্চা কাজের লোকের নিকট থাকে তারা কথা তেমন বলে না ও বাচ্চারা ডিভাইস নির্ভর হয়ে পড়ে। আপনি আপনার বাচ্চার সাথে বেশি করে কথা বলুন, ওকে সময় দিন, এবং দরকার হলে একজন শিশু বিশেষজ্ঞ এর পরামর্শ নিয়ে স্পিচ থেরাপি দিতে পারেন, ধন্যবাদ

  • @Liliqueen-f4n
    @Liliqueen-f4n ปีที่แล้ว

    দিদি আমার বাবুর ৮ মাস বয়স কিন্তু কোন ওয়ট বলতে পারে না বা ওর নাম ধরে ডাকলেও সারা দেয় না কিন্তু বাবু সব দিক দিয়ে সুস্থ আছে চোখে চোখ রাখে

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      বাচ্চাদের দেরিতে কথা বলা অনেক সময় বংশগত হতে পারে আবার মস্তিষ্ক এর সমস্যা এর কারনে হতে পারে, শিশুরা বড়দের অনুকরন করে কথা শিখে , সাধারণত বাবা মা তাদের সাথে কথা বললে তারা দ্রুত কথা শিকে যায় কিন্তু বাবা মা দুইজনই চাকুরিজীবি হলে বেশিরভাগ বাচ্চা কাজের লোকের নিকট থাকে তারা কথা তেমন বলে না ও বাচ্চারা ডিভাইস নির্ভর হয়ে পড়ে। আপনি আপনার বাচ্চার সাথে বেশি করে কথা বলুন, ওকে সময় দিন, এবং দরকার হলে একজন শিশু বিশেষজ্ঞ এর পরামর্শ নিন , ধন্যবাদ

  • @zakiaakter9426
    @zakiaakter9426 ปีที่แล้ว +1

    আমার ছেলের বয়স দুই বছর।কথা বলে না। মাঝেমধ্যে আম্মু ,আব্বু ,এ ,বি,ও,পি বলে। চোখের দিকে তাকায় না ।নাম ধরে ডাকলে তাকায় না । কিন্তু কানে শুনে । আমার প্রথম বেবি ।আমি বিদেশে থাকি । আমি আমার স্বামী ছেলেকে নিয়ে খুব চিন্তিত।দয়া করে বলবেন আমি কি করবো।

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      আপনার বাচ্চাকে দ্রুত একজন শিশু বিশেষজ্ঞ দেখাতে বলেন , এখন অনেক উন্নত ট্রিটমেন্ট আছে সেই সাথে স্পিচ থেরাপি ও আছে , দেরী করলে সমস্যা আরো বেড়ে যেতে পারে , ধন্যবাদ

    • @tarikmahmud6898
      @tarikmahmud6898 6 หลายเดือนก่อน

      এখন কি অবস্থা আপনার বাবুর?

    • @tarikmahmud6898
      @tarikmahmud6898 5 หลายเดือนก่อน

      আপু আপনার বাবু কি কথা বলে

  • @MdForhad-ok8nu
    @MdForhad-ok8nu ปีที่แล้ว +4

    আমার বাবুর তিন বছর শেষ 2023 ম মার্চ মাসের আটাশ তারিখ, চার বছরে পা রাখল কিন্তু ও তেমন একটা কথা বলে না মা বাবা আর মাঝেমধ্যে দাদা-নানা কাকা এগুলো বলে কাউকে ডাক দে বা বলবে আমাকে কিছু দাও বা পানি খাব কিছু বলে না প্রথম বাচ্চা এক্ষেত্রে আমি কি করতে পারি প্লিজ হেল্প

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว +1

      বাচ্চাদের দেরিতে কথা বলা অনেক সময় বংশগত হতে পারে আবার মস্তিষ্ক এর সমস্যা এর কারনে হতে পারে, শিশুরা বড়দের অনুকরন করে কথা শিখে , সাধারণত বাবা মা তাদের সাথে কথা বললে তারা দ্রুত কথা শিকে যায় কিন্তু বাবা মা দুইজনই চাকুরিজীবি হলে বেশিরভাগ বাচ্চা কাজের লোকের নিকট থাকে তারা কথা তেমন বলে না ও বাচ্চারা ডিভাইস্নির্ভর হয়ে পড়ে। আপনি আপনার বাচ্চার সাথে বেশি করে কথা বলুন, ওকে সময় দিন, এবং দরকার হলে একজন শিশু বিশেষজ্ঞ এর পরামর্শ নিয়ে স্পিচ থেরাপি দিতে পারেন, ধন্যবাদ

    • @4GTELECOM
      @4GTELECOM ปีที่แล้ว +1

      Amar bachar o same problem. Vai ki kono dr. Dekhaicen?

    • @TonniTalha
      @TonniTalha 2 หลายเดือนก่อน

      Ekn kmna ace apnr baby??​@@4GTELECOM

    • @mdrumon9051
      @mdrumon9051 26 วันที่ผ่านมา

      আপু,এখন কি আপনার বাচ্চা সব কথা বলতে পারে। প্লিজ বলেন আপু

    • @SarminsarminSarmin-s3g
      @SarminsarminSarmin-s3g 19 วันที่ผ่านมา

      এখন আপনার বাচ্চার কি খবর কত বছর পূর্ণ হল কথা কি এখন বলতে পারে

  • @Nila22w
    @Nila22w หลายเดือนก่อน

    মেম আমার মেযে আরায় মাস সে ডাকলে অন্য দিকে তাকিয়ে থাকে, আর অনেক শব্দ হলে সে কুন সারা দেযনা অন্যদিকে তাকিযে থাকে কি করবো এখন

    • @MediTalkDigital
      @MediTalkDigital  หลายเดือนก่อน

      আপনার শিশু কে একজন শিশু স্পেশালিষ্ট কে সরাসরি দেখান

  • @mijansheikh4091
    @mijansheikh4091 ปีที่แล้ว

    ম্যাম আমর বাবুর বয়স ২ বছর ১০ মাস ওর থাইরয়েড এর সমস্যা আছে অল্প কথা বলে মামা বাবা মা আপু নে আয় নানা মাম এগুলো বলে সব কিছু বোঝে কানে সনে জে কথা মুখে বলতে পারে সেইটা মুখে বলে আর জেইটা বলতে পারেনা সেইটা হাত দিয়ে ইশারা করে বুঝায়। ম্যাম এইটা কি কোন সমস্যা এর করনি কি Please ম্যাম আমাকে ans দিবেন

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      আপনি একজন শিশু মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা পত্র গ্রহণ করবেন এবং একই সঙ্গে হরমোনের কোন জটিলতা থাকলে অথবা কোন শারীরিক সমস্যা থাকলে আপনি মেডিসিন এবং হরমোন রোগ বিশেষজ্ঞ অর্থাৎ ইন্ডোক্রাইনোলজিস্ট এর সঙ্গে আলোচনা করে চিকিৎসা পত্র গ্রহণ করতে পারেন, ধন্যবাদ।

  • @mango9929
    @mango9929 ปีที่แล้ว

    আমার ছেলের বয়স ৩ বছর, কিন্তু কথা বলছে না, কাানে শুনে বা কোন সমস্যা নেই, আমি শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখালে সে টেষ্ট দেয়, সেগুলো পরীক্ষা করাই তাতে কোন সমস্যা দেখা যায় নি,, এখন আমি কি করতে পারি?

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      আপনার বাচ্চার ভোকাল কর্ডে কোন সমস্যা আছে কিনা চেক করে দেখতে পারেন, এক্ষেত্রে একজন নাক কান গলা বিশেষজ্ঞ কে দেখাতে পারেন তাছাড়া স্পিচ থেরাপি দিয়েও এটা ঠিক করা যায় , নাক কান গলা বিশেষজ্ঞ আপনাকে বলে দিবেন কি করতে হবে ধন্যবাদ

  • @bristyIslam-m5c
    @bristyIslam-m5c 10 หลายเดือนก่อน

    আমার বাচ্চার বয়স ২২ মাস সে আম্মা বাবা দাদা নানা দাদি বলে আর কিছু বলে না এতে কি বড় কোন সমস্যা

    • @MediTalkDigital
      @MediTalkDigital  10 หลายเดือนก่อน +1

      বাচ্চাদের দেরিতে কথা বলা অনেক সময় বংশগত হতে পারে আবার মস্তিষ্ক এর সমস্যা এর কারনে হতে পারে, শিশুরা বড়দের অনুকরন করে কথা শিখে , সাধারণত বাবা মা তাদের সাথে কথা বললে তারা দ্রুত কথা শিকে যায় কিন্তু বাবা মা দুইজনই চাকুরিজীবি হলে বেশিরভাগ বাচ্চা কাজের লোকের নিকট থাকে তারা কথা তেমন বলে না ও বাচ্চারা ডিভাইস নির্ভর হয়ে পড়ে। আপনি আপনার বাচ্চার সাথে বেশি করে কথা বলুন, ওকে সময় দিন, এবং দরকার হলে একজন শিশু বিশেষজ্ঞ এর পরামর্শ নিয়ে স্পিচ থেরাপি দিতে পারেন, ধন্যবাদ

  • @tanirana8877
    @tanirana8877 ปีที่แล้ว

    Medam amr bacchar 2 bochor 6 mas boyos,,o kono kotha bole na,,

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      বাচ্চাদের দেরিতে কথা বলা অনেক সময় বংশগত হতে পারে আবার মস্তিষ্ক এর সমস্যা এর কারনে হতে পারে, শিশুরা বড়দের অনুকরন করে কথা শিখে , সাধারণত বাবা মা তাদের সাথে কথা বললে তারা দ্রুত কথা শিকে যায় কিন্তু বাবা মা দুইজনই চাকুরিজীবি হলে বেশিরভাগ বাচ্চা কাজের লোকের নিকট থাকে তারা কথা তেমন বলে না ও বাচ্চারা ডিভাইস নির্ভর হয়ে পড়ে। আপনি আপনার বাচ্চার সাথে বেশি করে কথা বলুন, ওকে সময় দিন, এবং দরকার হলে একজন শিশু বিশেষজ্ঞ এর পরামর্শ নিয়ে স্পিচ থেরাপি দিতে পারেন, ধন্যবাদ

  • @farzanahossain5336
    @farzanahossain5336 ปีที่แล้ว

    আমার ছেলের বয়স দেড় বছর ও আব্বা, আম্মা, আপা, এই দে বলে তবে সবসময় না এটা কি চিন্তার বিষয়

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      দেড় বছড়ের বাচ্চা অনেক কথা বলবে, মোটামুটি সবই বলবে , আপনি একজন শিশু বিশেষজ্ঞ দেখান ও তার পরামর্শ অনুযায়ী দরকার হলে আপনার বাচ্চাকে স্পিচ থেরাপি দিতে পারেন, ধন্যবাদ

  • @MdJafor-jf9sn
    @MdJafor-jf9sn ปีที่แล้ว

    আমি আপনার সাথে যোগা যোগ কিভাবে করব,,,

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      অনুগ্রহ করে ভিডিওটি ভালো করে দেখুন, আমরা সব ভিডিওতে ডাক্তারের চেম্বারের সিরিয়াল নাম্বার দিয়ে দেই, অনুগ্রহ করে কল করে জেনে নিন।

  • @Habibabagum-ky4mj
    @Habibabagum-ky4mj 8 หลายเดือนก่อน

    Madam Amar celer 6mas kintu ma baba kisui bole na plz bolen mada😢😢😢

    • @Habibabagum-ky4mj
      @Habibabagum-ky4mj 8 หลายเดือนก่อน

      Plz madam reply diyen

    • @MediTalkDigital
      @MediTalkDigital  8 หลายเดือนก่อน

      বাচ্চাদের দেরিতে কথা বলা অনেক সময় বংশগত হতে পারে আবার মস্তিষ্ক এর সমস্যা এর কারনে হতে পারে, শিশুরা বড়দের অনুকরন করে কথা শিখে , সাধারণত বাবা মা তাদের সাথে কথা বললে তারা দ্রুত কথা শিকে যায় কিন্তু বাবা মা দুইজনই চাকুরিজীবি হলে বেশিরভাগ বাচ্চা কাজের লোকের নিকট থাকে তারা কথা তেমন বলে না ও বাচ্চারা ডিভাইস নির্ভর হয়ে পড়ে। আপনি আপনার বাচ্চার সাথে বেশি করে কথা বলুন, ওকে সময় দিন, এবং দরকার হলে একজন শিশু বিশেষজ্ঞ এর পরামর্শ নিয়ে স্পিচ থেরাপি দিতে পারেন, ধন্যবাদ

  • @abdullahmohammed3322
    @abdullahmohammed3322 ปีที่แล้ว

    মেডাম আমার বাচ্চার বয়স ২ বছর ও কথা বলতে চায় না আমি বলি একটা ও বলে আরেকটা আর মা বাবা মামা দাদা নানা ওর নাম জিজ্ঞেস করলে বলে এমনি সবই ঠিক কিন্তু আমি শিখাইতে চাইলে বলে না

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      বাচ্চাদের দেরিতে কথা বলা অনেক সময় বংশগত হতে পারে আবার মস্তিষ্ক এর সমস্যা এর কারনে হতে পারে, শিশুরা বড়দের অনুকরন করে কথা শিখে , সাধারণত বাবা মা তাদের সাথে কথা বললে তারা দ্রুত কথা শিকে যায় কিন্তু বাবা মা দুইজনই চাকুরিজীবি হলে বেশিরভাগ বাচ্চা কাজের লোকের নিকট থাকে তারা কথা তেমন বলে না ও বাচ্চারা ডিভাইস নির্ভর হয়ে পড়ে। আপনি আপনার বাচ্চার সাথে বেশি করে কথা বলুন, ওকে সময় দিন, এবং দরকার হলে একজন শিশু বিশেষজ্ঞ এর পরামর্শ নিয়ে স্পিচ থেরাপি দিতে পারেন, ধন্যবাদ

  • @MdMonir-jf9ku
    @MdMonir-jf9ku 5 หลายเดือนก่อน

    Apnar sambar koti

    • @MediTalkDigital
      @MediTalkDigital  5 หลายเดือนก่อน

      অনুগ্রহ করে ভিডিওটি ভালো করে দেখুন, আমরা সব ভিডিওতে ডাক্তারের চেম্বারের সিরিয়াল নাম্বার দিয়ে দেই, অনুগ্রহ করে কল করে জেনে নিন।

  • @nasimalam2114
    @nasimalam2114 หลายเดือนก่อน

    আমার ছেলের আলজিব্বা নাই, কি করবো??

    • @MediTalkDigital
      @MediTalkDigital  หลายเดือนก่อน

      একজন নাক কান গলা স্পেশালিষ্ট কে দেখান

  • @mdjumman8052
    @mdjumman8052 ปีที่แล้ว

    আমার মেয়ের ৭ বছর কঠিন কথা বলতে কস্ট হয়

    • @MediTalkDigital
      @MediTalkDigital  ปีที่แล้ว

      আপনি একজন ভালো শিশু বিশেষজ্ঞ কে সরাসরি দেখান

  • @AmzadHossain-vv1rw
    @AmzadHossain-vv1rw 10 หลายเดือนก่อน

    । আমার বাচ্চা দুই এক টা কথা বলে কিন্তু এর বেশি পারেনা

    • @MediTalkDigital
      @MediTalkDigital  10 หลายเดือนก่อน

      বাচ্চাদের দেরিতে কথা বলা অনেক সময় বংশগত হতে পারে আবার মস্তিষ্ক এর সমস্যা এর কারনে হতে পারে, শিশুরা বড়দের অনুকরন করে কথা শিখে , সাধারণত বাবা মা তাদের সাথে কথা বললে তারা দ্রুত কথা শিকে যায় কিন্তু বাবা মা দুইজনই চাকুরিজীবি হলে বেশিরভাগ বাচ্চা কাজের লোকের নিকট থাকে তারা কথা তেমন বলে না ও বাচ্চারা ডিভাইস নির্ভর হয়ে পড়ে। আপনি আপনার বাচ্চার সাথে বেশি করে কথা বলুন, ওকে সময় দিন, এবং দরকার হলে একজন শিশু বিশেষজ্ঞ এর পরামর্শ নিয়ে স্পিচ থেরাপি দিতে পারেন, ধন্যবাদ

  • @cutegirls.-
    @cutegirls.- 5 หลายเดือนก่อน

    Amar meyer 2 bocor 3 mas ammu abbu cara ar kicu bole na akhn ki korle amar meye sob kotha bolbe plz aktu bolben

    • @MediTalkDigital
      @MediTalkDigital  5 หลายเดือนก่อน

      বাচ্চাদের দেরিতে কথা বলা অনেক সময় বংশগত হতে পারে আবার মস্তিষ্ক এর সমস্যা এর কারনে হতে পারে, শিশুরা বড়দের অনুকরন করে কথা শিখে , সাধারণত বাবা মা তাদের সাথে কথা বললে তারা দ্রুত কথা শিকে যায় কিন্তু বাবা মা দুইজনই চাকুরিজীবি হলে বেশিরভাগ বাচ্চা কাজের লোকের নিকট থাকে তারা কথা তেমন বলে না ও বাচ্চারা ডিভাইস নির্ভর হয়ে পড়ে। আপনি আপনার বাচ্চার সাথে বেশি করে কথা বলুন, ওকে সময় দিন, এবং দরকার হলে একজন শিশু বিশেষজ্ঞ এর পরামর্শ নিয়ে স্পিচ থেরাপি দিতে পারেন, ধন্যবাদ