যে মনুষ্য তুলসী গাছে জল দেয় আর যে দেয়না তার কি হয়? 🌼 ভগবান শ্রীকৃষ্ণ বললেন 🌼

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2024
  • যে তুলসী গাছে জল দেয় আরা যে দেয়না তার কি হয়? 🌼 ভগবান শ্রীকৃষ্ণ বললেন 🌼 #krishnakatha #krishna #radheradhe
    ভূমন্ডলে তুলসীর আবির্ভাব কীভাবে হলো?
    রাধাকৃষ্ণের নিত্যপ্রিয়া ও সেবিকা তুলসী মহারাণী তথা বৃন্দাদেবী জগজ্জীবের কল্যাণার্থে ভিন্ন ভিন্ন কল্পে ও মন্বন্তরে ভিন্ন ভিন্নভাবে এজগতে আবির্ভূত হন। তাই জগতে তুলসীর আবির্ভাব সম্পর্কে পুরাণে বিভিন্ন ঘটনার বর্ণনা পাওয়া যায়। একই তুলসীদেবী কখনো জলদ্ধরের পত্নী, কখনো শঙ্খচূড়ের পত্নী, আবার, কখনো বা ধর্মদেবের পত্নী, কখনো ধর্মধ্বজ কন্যা, কখনো চন্দ্রভানু কন্যা, আবার কখনো কেদাররাজের কন্যারূপে আবির্ভূত হয়েছেন। কিন্তু এক্ষেত্রে অবশ্যই জেনে রাখা দরকার যে, এই প্রত্যেক কন্যাই এক বৃন্দাদেবী এবং প্রত্যেক জন্মেই তিনি কৃষ্ণভক্তিপরায়ণা ছিলেন। প্রবন্ধের সীমিত পরিসরে বৃন্দাদেবীর সমস্ত বৃত্তান্ত বর্ণনা করা সম্ভবপর নয় বিধায় পাঠকের জন্য প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক বর্ণনা এ প্রবন্ধে তুলে ধরা হলো।
    ব্রহ্মবৈবর্ত পুরাণে (শ্রীকৃষ্ণজন্মখন্ড, ৮৬ অধ্যায়) উল্লেখ আছে যে, শ্রীকৃষ্ণের পিতা নন্দমহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে ব্রজরাজ, সৃষ্টির প্রারম্ভে স্বায়ম্ভুব মন্বন্তরের প্রথম পাদে স্বয়ম্ভুব মনু ও শতরূপার দুইপুত্র হয়-প্রিয়ব্রত ও উত্তাপনপাদ। উত্তানপাদের পুত্র ধ্রুব। ধ্রুব মহারাজের পুত্র নন্দসাবর্ণি, তাঁর পুত্র কেদার রাজ। তিনি ছিলেন পরম বৈষ্ণব ও সসাগরা পৃথিবীর অধিপতি। একসময় কেদার রাজার যজ্ঞকুন্ড থেকে লক্ষীদেবীর অংশরূপে এক কন্যা আবির্ভূত হন (কমলা কলয়া জাতা যঞ্জকুন্ড সমুদ্ভবা। বহ্নিশুদ্ধাং শকধানা রত্নভূষণ ভূষিতাস৥ এবং সে কন্যা কেদার রাজ ও তাঁর পত্নীকে তাঁর পিতা-মাতারূপে গ্রহণ করেন। পিতামাতাকে অবগত করে সেই কন্যা তপস্যার উদ্দেশ্যে যমুনার তীরবর্তী রমণীয় পূণ্য বনে গমন করেন। ঐ কেদারকন্যার নাম ছিল বৃন্দা। তাই, তার পপোবন বলে সেই বন জগতে বৃন্দাবন নামে প্রসিদ্ধ হয়।
    ভগবান শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করার মানসে দীর্ঘকাল তপস্যার পর ব্রহ্মার নিকট থেকে তিনি শীঘ্রই শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করার বর প্রাপ্ত হন। এরপর বৃন্দাকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা মনোহর বেশে ধর্মকে তাঁর নিকট প্রেরণ করেন। কন্দর্পসম সুপুরুষ ধর্মকে বৃন্দা প্রণাম ও সেবাদি করেন এবং তাঁর নিকটেও একই বর প্রার্থনা করেন। কৃষ্ণপ্রাপ্তি সুদর্লভ বলে ধর্ম বৃন্দাকে নিরুৎসাহিত করে তাঁকেই (ধর্মকেই) পতিরূপে গ্রহণ করার প্রস্তাব করেন। বৃন্দা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তিনবার ‘তোমার ক্ষয় হোক’ বলে ধর্মকে অভিশম্পাত করেন।
    এরপর সূর্যদেবের নির্দেশে বৃন্দা পুনঃঅভিশাপ প্রদানে নিরত হন এবং সমস্ত দেবতা বৃন্দাকে ধর্মের পুনঃজীবন দান করার নির্দেশ দেন। ধর্মপত্নী মুর্তিদেবীও তখন সেখানে উপস্থিত হন। তার অনুরোধে ভগবান শ্রীবিষ্ণু বৃন্দাদেবীকে বলেন, “হে বৃন্দে, তুমি তপস্যা দ্বারা ব্রহ্মার ন্যায় যে আয়ু লাভ করেছ তা এখন ধর্মকে অর্পণ করে গোলোকধামে গমন করো। তোমার এই তপস্যার দ্বারা তুমি পরে আমাকে অবশ্যই লাভ করবে। বরাহ কল্পে তুমি গোলোক হতে গোকুলে (ভৌম বৃন্দাবনে) এসে জন্মলাভ করবে। রাসমন্ডলে রাধিকা ও গোপীগণের সাথে আমাকে প্রাপ্ত হবে।” বিষ্ণুনির্দেশে বৃন্দাদেবীর কৃপায় ধর্ম পুনরুত্থিত হলেন। ততক্ষণে গোলোক হতে এক দিব্য রথ এল বৃন্দাদেবী তাঁর নিত্য ধাম প্রাপ্ত হলেন এবং অন্যান্য দেবতারা স্ব-স্ব স্থানে প্রাস্থান করলেন।

ความคิดเห็น • 18

  • @ashishpodder5620
    @ashishpodder5620 5 หลายเดือนก่อน +1

    HARE KRISHNA 🌹🌺💥✋❤

    • @hemantamondal336
      @hemantamondal336  5 หลายเดือนก่อน

      হরে কৃষ্ণ 🙏🙏

  • @DhirendraSingha-bh2gl
    @DhirendraSingha-bh2gl 5 หลายเดือนก่อน +1

    Joy.mata.tulasi.debi.joy.joy.sree.krishna

    • @hemantamondal336
      @hemantamondal336  5 หลายเดือนก่อน

      Jay mata Tulsi debi 🙏🙏 jay shree krishna

  • @rajibdas8984
    @rajibdas8984 5 หลายเดือนก่อน

    Jay mata tulashi devir jay jay sri krishna

  • @shiulipatra4575
    @shiulipatra4575 5 หลายเดือนก่อน

    Jay mata tulashi Devi,hare Krishna 🙏

  • @biplabdas9830
    @biplabdas9830 5 หลายเดือนก่อน

    Joy shree krishna joy

  • @payelmondaljnvdurgapur
    @payelmondaljnvdurgapur 5 หลายเดือนก่อน +1

    হরে কৃষ্ণ

    • @hemantamondal336
      @hemantamondal336  5 หลายเดือนก่อน

      হরে কৃষ্ণ 🙏

  • @user-qg9zv4ez3h
    @user-qg9zv4ez3h 5 หลายเดือนก่อน

    Joy srikrishna

  • @RiyanshiSamanta
    @RiyanshiSamanta 3 หลายเดือนก่อน

    Joy maa tulsi debir joi

  • @SayanMaji-wy6lt
    @SayanMaji-wy6lt 2 หลายเดือนก่อน

    জয় মা তুলসী দেবি🙏🙏🙏🥰🥰🥰🥰

  • @user-hr4is1gk6k
    @user-hr4is1gk6k 4 หลายเดือนก่อน

    জয় মা তুলসী দেবী ৷৷৷ জয় শ্রী কৃষ্ণ 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰

  • @amarmandal-3699
    @amarmandal-3699 5 หลายเดือนก่อน

    Jay maa Tulsi matar jay jay shrikrishno

  • @nodeanodea1092
    @nodeanodea1092 5 หลายเดือนก่อน

    হরেকৃষ্ণ হরেকৃষ্ণ

  • @user-cp6br4oy7v
    @user-cp6br4oy7v 5 หลายเดือนก่อน

    Joy mata tulosi devir joy