Suzuki Gixxer Fi Abs 2023 নিবেন ভাবছেন | এই প্রশ্নগুলো ও কি আপনার মাথায় ঘুরছে?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024

ความคิดเห็น • 50

  • @gamingjisan174
    @gamingjisan174 7 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম ভাইয়া। আমাদের গাড়ি আর আমাদের পাশের বাসার গাড়ি সেইম,,জিক্সার ন্যাকেড কারবোরেটর ভারসন। ওদের গাড়িটা খুব স্মুথ ৬+ হাজার চলেছে আমাদের টা ৪ হাজার ২০০ চলেছেল আমাদের টা একটু জ্যাম জ্যাম লাগের ওদের মত ফ্রি না। ওরা বল্লো ৫ হাজার চালানোর পর সারভিস করলে ফ্রি হয়ে যাবে এটা কি ঠিক। ওদের ও নাকি আগে এইরকম ছিল,,প্লিজ উত্তর দিয়ে সাহায্য করবেন

    • @torquenfriends
      @torquenfriends  7 หลายเดือนก่อน +1

      ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
      এই ৪ হাজারে আপনাদের গাড়িটা কি অফিসিয়াল যে সার্ভিসিং আছে সেগুলো করিয়েছেন? যদি করিয়ে থাকেন তবে চিন্তা করবেন না। আর যদি না করিয়ে থাকেন তবে করে ফেলুন। যতটুকু পারেন ভাল ফুয়েল পাম্প থেকে ফুয়েল নেয়ার চেষ্টা করবেন। ড্রাইভ চেইন লুস কিনা দেখতে পারেন সাথে টায়ার প্রেশার ঠিক আছে কিনা। চাকা ফ্রি আছে কিনা চেক করবেন।
      সব ঠিক থাকলে আরেকটু চালান তারপর অনেকটাই ফ্রি হয়ে যাবে ভাইয়া।
      আশা করি এভাবে ভবিষ্যতে ও আপনাকে পাশে পাব ❤

    • @gamingjisan174
      @gamingjisan174 7 หลายเดือนก่อน

      @@torquenfriends হুম,,৩ টা ফ্রি সারভিস করা হয়েছে,,সামনে মাসে ১ টা পেইড সারভিস আছে,ধন্যবাদ ভাইয়া❤️❤️

    • @gamingjisan174
      @gamingjisan174 7 หลายเดือนก่อน

      @@torquenfriends আসলে এটাই আমাদের প্রথম গাড়ি,,গাড়ি সম্পর্কে তেমন কোনো ধারনা নেই,,,পরবর্তীতে কোন দরকার হলে জানাব ভাইয়া,, হেল্প করিয়েন

    • @torquenfriends
      @torquenfriends  7 หลายเดือนก่อน +1

      অবশ্যই ভাইয়া

  • @niloyscreation7002
    @niloyscreation7002 5 หลายเดือนก่อน

    গিয়ারশিফটিং কেমন ভাই? বেশি হার্ড?
    জীবনের প্রথম বাইক কিনবো।
    আর হচ্ছে ৫০-৬০ স্পিডে ব্রেক করলে কি স্কিড করবে পিছনের চাকা?
    এবং হেডলাইট কেমন পারফর্ম করছে ভাই?? কোনো অসুবিধা হচ্ছে লাইটের জন্যে?
    আর একটা প্রশ্ন..
    বর্ষায় কেমন কাদা ছিটবে পিছনে? (n160 তে অনেক কাদা ছিটে এই তুলোনাই।নিবো নিবো ভেবে এখন মতামত চেঞ্জ+আরো অনেক কারণে)
    একটু সময় নিয়ে উত্তর দিবেন ভাই। ধন্যবাদ ❤️

    • @torquenfriends
      @torquenfriends  5 หลายเดือนก่อน

      গিয়ার শিফটিং একটু হার্ড। শিফটিং এর সময় কাড কাড শব্দ মাঝে মধ্যে খুব পেরা লাগে।
      ৫০-৬০ স্পিডে ব্রেক করলে স্কিড করে না তবে ইনস্ট্যান্ট হার্ড ব্রেক করলে স্কিড করবে শিউর।
      সিটি কিংবা ছোট খাট রাইডে হেডলাইটের পার্ফরম্যান্স বেশ ভাল তবে হাইওয়েতে অবশ্যই ফগ লাইট দরকার হবে।
      কাদা তো কম বেশি সব গাড়িতেই ছিটে ভাইয়া তবে আপনি হাগারে যদি এক্সটেন্ডার লাগিয়ে নেন তবে সমস্যা হবে না আর।
      আশা করি ভবিষ্যতেও এভাবে সাথে থাকবেন ভাই।
      ধন্যবাদ ❤

  • @SuperMahdee
    @SuperMahdee 6 หลายเดือนก่อน

    ভাই, আপনি বেশ সুন্দর করে কথা বলেন। কিন্তু আপনার কি শীত লাগতেছিলো বাইক চালানোর সময়? মানে, কথা শুনে তেমনই মনে হচ্ছে। কিছু মনে করবেন না আবার! 🤭

    • @torquenfriends
      @torquenfriends  6 หลายเดือนก่อน

      জি ভাই। ওইদিন অনেক ঠান্ডা ছিল 🥲

  • @monirulbwdb6927
    @monirulbwdb6927 6 หลายเดือนก่อน

    Fi ভার্সনে মাইলেজ কতো সত্য কথা বলবেন। এখন দেখি একজন এক কথা বলে।

    • @torquenfriends
      @torquenfriends  6 หลายเดือนก่อน

      ভাই গাড়িতে কেমন মাইলেজ পাবেন তা তো অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন: গাড়িতে কোন কোয়ালিটির ফুয়েল নিচ্ছেন,টায়ার প্রেশার কেমন,ড্রাইভচেইন কতটা লুস/টাইট,শহরে চালান নাকি গ্রাম কিংবা হাইওয়েতে এবং আপনার রাইডিং হেভিট । তবে ওভারঅল নতুন গাড়ি হলে ব্রেকইন পিরিয়ডে ৩৫+ পাবেন,পিলিয়ন ছাড়া রাইড করলে আরো বেশী পাবেন। আর ব্রেকইন পিরিয়ড শেষে ৪৫+ পাবেন,আর হাইওয়েতে হলে ৫০ এর মত পাবেন নিশ্চিত। এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বললাম।

  • @Rana-sd7zw
    @Rana-sd7zw 6 หลายเดือนก่อน

    ভাই আপনার এই কমলা কালারের জিক্সার লাভার সাথে Black টাও ভাল্লাগে 🔥।জিক্সার আমার অনেক ভালো লাগে।

    • @torquenfriends
      @torquenfriends  6 หลายเดือนก่อน +1

      জিক্সার হলো ভালোবাসা ভাই।
      আশা করি এভাবে সাথে থাকবেন ❤️

  • @bayzidkabir1359
    @bayzidkabir1359 7 หลายเดือนก่อน

    vai n160 or gixxer fi abs? milage brake er dik theke konta vlo hobe? n160 te to dual channel abs

    • @torquenfriends
      @torquenfriends  7 หลายเดือนก่อน +1

      Mileage ar breaking er dik dik diye duita bike ei temon difference nai though n160 has dual channel abs. Gixxer single channel abs howa shotte o breaking experience vhalo. But dual channel er extra ekta benefit shob shomoy thakei.
      Apni jodi nijer bike ta nijer bike vhebei ride koren and break in period thik thak maintain koren then duto bike e apnake vhalo mileage dibe.
      Jodi max time city tei ride dite hoy tobe gixxer fi abs vhalo hobe.bike tar weight tulonamulok kom howate vhalo balance korte parben but,purbe bike chalanor experience thakle go for n160

  • @ebadulhasan3942
    @ebadulhasan3942 7 หลายเดือนก่อน +1

    ভাই কথাগুলো এতোটা থেমে থেমে না বলে নরমাল ভাবেই বললে ভালো হবে

    • @torquenfriends
      @torquenfriends  7 หลายเดือนก่อน

      Thanks for your feedback brother ❤️

  • @mdballal5799
    @mdballal5799 7 หลายเดือนก่อน

    জি ভাইয়া ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শ দেওয়ার জন্য

    • @torquenfriends
      @torquenfriends  7 หลายเดือนก่อน

      আশা করি ভবিষ্যতে ও এভাবে পাশে থাকবেন ভাইয়া ❤️

  • @kalamazad6013
    @kalamazad6013 7 หลายเดือนก่อน

    ভাই এই বাইকটার নাকি কালারে প্রবলেম, এই ব্যাপারে কিছু বলেন

    • @torquenfriends
      @torquenfriends  7 หลายเดือนก่อน

      ভাই এই প্রশ্ন নিয়ে এই ভিডিওর আগের ভিডিওতে বিস্তারিত বলেছি। আপনি চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন।
      th-cam.com/video/_0-rn8GoyeQ/w-d-xo.html

  • @shantonoman95
    @shantonoman95 5 หลายเดือนก่อน

    Vaia,,,,fi abs er maileage kemon,,,,???
    Md Shanto
    Rajshahi

    • @torquenfriends
      @torquenfriends  5 หลายเดือนก่อน

      Break in period e 35+ ashto city te. Ar break in period er por city te 38+ pai. Ar highway te 42+.
      ami basically pillion niye chalai.

    • @torquenfriends
      @torquenfriends  26 วันที่ผ่านมา

      Channel er recent video check korte paren mileage related update info er jonno vhaiya.
      Thank you

  • @mostofaarif-xu6rq
    @mostofaarif-xu6rq 7 หลายเดือนก่อน

    ভাইয়া নতুন বাইক নিতে চাই, আমার জন্য কোন বাইকটা ভালো হবে যদি বলতেন, মাঝে মধ্যে টুর আর বাকি সময় সিটি রাইড প্লিজ একটু জানাবেন ভাইয়া ❤

    • @torquenfriends
      @torquenfriends  7 หลายเดือนก่อน

      আপনার বাজেট টা জানা জরুরি ভাইয়া

    • @mostofaarif-xu6rq
      @mostofaarif-xu6rq 7 หลายเดือนก่อน

      @@torquenfriends দের লাখ থেকে তিন লাখের মধ্যে ভাইয়া

    • @torquenfriends
      @torquenfriends  7 หลายเดือนก่อน +1

      @@mostofaarif-xu6rq এই বাজেটের মধ্যে ৩টা বাইক আছে।
      *জিক্সার v4 fi abs (ট্যূর,সিটি রাইডের জন্য পারফেক্ট)
      *পালসার N160 fi dual channel abs (সিটি রাইডের জন্য একটু কষ্টের হয়ে যাবে যদি নতুন রাইডার হন। আর আপনার লোকেশন যদি শহরের বাইরে হয় তবে সার্ভিসিং নিয়ে কষ্ট পাবেন)
      *হোন্ডা X blade abs (বাজেট ফ্রেন্ডলি,ভাল মাইলেজ,পরিবার নিয়ে রাইড দেয়া সবই পারবেন)

    • @mostofaarif-xu6rq
      @mostofaarif-xu6rq 7 หลายเดือนก่อน

      @@torquenfriends 💝💝💝

  • @user-ii9xn8kl7b
    @user-ii9xn8kl7b 7 หลายเดือนก่อน

    Breaking period e ki pilion niye chaliechen?

    • @torquenfriends
      @torquenfriends  7 หลายเดือนก่อน +1

      Ji.tobe break in period e pillion niye na chalano tai best.

  • @jillojillo1432
    @jillojillo1432 7 หลายเดือนก่อน

    From Chittagong ❤

    • @torquenfriends
      @torquenfriends  7 หลายเดือนก่อน

      Take love brother ❤️

  • @mfstudioteach956
    @mfstudioteach956 7 หลายเดือนก่อน

    assalamoalaikom.. vaia.. gixer.. er nice j silinder pipe ta.. oitar color to khob tara tari fade hoye jay vaia.???

    • @torquenfriends
      @torquenfriends  7 หลายเดือนก่อน

      ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
      জি,প্রায় অনেকের ক্ষেত্রেই নিচের অংশটা তুলনামূলক আগে ফেইড হয়ে যায় ভাইয়া।
      সাথে থাকার জন্য ধন্যবাদ ❤️

  • @user-im5ej3js2x
    @user-im5ej3js2x 7 หลายเดือนก่อน

    ভাই আমার বাজেট দুই লক্ষ ষাট হাজার টাকা কোন বাইক নিবো বুঝতে পারছি না?

    • @sajeebhassan1430
      @sajeebhassan1430 7 หลายเดือนก่อน

      Pulsar n160 value for money

    • @torquenfriends
      @torquenfriends  7 หลายเดือนก่อน +1

      পূর্বে বাইক চালানোর অভিজ্ঞতা থাকলে go for Pulsar N160. অন্যথায় জিক্সার FI disc কিংবা CURB. ভার্সন টা নিতে পারেন।

  • @alifhossend1275
    @alifhossend1275 7 หลายเดือนก่อน

    Camera price? 😊

    • @torquenfriends
      @torquenfriends  7 หลายเดือนก่อน +1

      Dji Osmo Action 4 duita combo te paoa jay.
      Standard Combo price: 40+
      Adventure Combo price: 54+
      Dji Action 4 er stock onek agee thekei amader ekhane kom. Tai price ektu beshi hote pare.

  • @akibhossain6254
    @akibhossain6254 7 หลายเดือนก่อน

    2 lakher moddhe konta neya jete pare

    • @torquenfriends
      @torquenfriends  7 หลายเดือนก่อน

      Gixxer Monotone or X Blade

  • @jillojillo1432
    @jillojillo1432 7 หลายเดือนก่อน

    কেন আছন বদ্দা..?😁😊

    • @torquenfriends
      @torquenfriends  7 หลายเดือนก่อน

      ঠান্ডায় ত হাইত অই গেই বদ্দা 🤭

  • @SAJIBSAKEROVI
    @SAJIBSAKEROVI 7 หลายเดือนก่อน

    2 lac 50 kon bike niya jay fi

    • @torquenfriends
      @torquenfriends  7 หลายเดือนก่อน

      It depends on your preference.
      Ei budget er moddhe apni dekhte paren:
      *Gixxer v4 FI disc
      *Pulsar N160 FI Dual channel ABS(2.59+) jodi o price apnar budget er theke ektu beshi.
      *Honda X blade FI ABS

  • @AkashAhmed-zc5lu
    @AkashAhmed-zc5lu 7 หลายเดือนก่อน

    ❤❤

  • @nirodbarua8726
    @nirodbarua8726 7 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @mdsezanmondol9714
    @mdsezanmondol9714 7 หลายเดือนก่อน

    210 k er modde kun bike newa jete pare

    • @torquenfriends
      @torquenfriends  7 หลายเดือนก่อน

      Monotone or X blade.