ভাইয়া আমার ১৫ মাস আকামা এক্সপায়ার। এখন নতুন কপাল হইছি। আকামা বানাতে পিছনের মক্তবেলামেল ১২ হাজার ১২৫ রিয়াল দেখাচ্ছে এটা কি কমানো যাবে। আকামা এক্সপায়ার ১৫ মাস। নতুন কাফেলা হয়েছে। আমার আগের কোম্পানি কফিলের মা চাচা। চালু আছে
ভাই আমার কোনো হুরুপ নেই। এ দেশে আসার পরে ৩ মাসের ইকামা পাইছিলাম। এখন আমার ইকামা২ : ৫ মাস একপেয়ার তাহলে কি আামার মকতোব আমলে ৯৬০০ রিয়াল আসবে, জানাবেন please
ভাই,দেশে পড়াশুনা শেষ করেছি।এখন বাইরে যেতে চাই।আমি নিজে সিদ্ধান্ত নিতে পারছি না ভাই।আমি 2 টা বিষয় জানতে চাই। (1)কোম্পানী ভিসায় গেলে কি ভালো হবে?কিন্তু কোম্পানী ভিসা তো পাওয়া যায় না,সব সাপ্লাই।কোম্পানী ভিসা বলে পাঠায়।আর যেগুলো পাওয়া যায় বেতন কম 600,800 বলে। (২)15 মাসের আকামা নিয়ে ফ্রি ভিসায় গিয়ে যদি দালাল ভালো কাজ দেখে কাফালা করে দেই,তাহলে কোন টাই গেলে ভালো হবে।দালাল তো 100% বলে কাফেলা করে দিবো।এখন আপনি আমাকে পরামর্শ দেন ভাই আমি কি করবো।আমি প্রায় সব টাকা ঋণ করেই যাবো।দেশেও ভালো নাই। 5:12
আপনি শিক্ষিত মানুষ আপনার লেখাটা সম্পূর্ণ পড়ে দেখলাম যে সবগুলো সিদ্ধান্ত ঠিক। দুই নাম্বারে যে অপশনটা লিখেছেন সেটার জন্য দালাল সৌদি আরবে আপনি আসার পরে ঠিক থাকবে কিনা সেটার উপরে নজর দিন। যদি দালাল ঠিকই থাকে ১৫ মাসের আকামা দেয়, আর আপনার শিক্ষার মেধার যদি কাজে লাগাতে পারে না সে সৌদিআরবের অনেকগুলো জব ওয়েবসাইট আছে সেখান থেকে জব খুঁজে বের করতে পারবেন, যেটা এখনকার মানুষ করছে। সার্টিফিকেট এবং একটা সিভি ভালো করে বানিয়ে একটা ফোল্ডারে করে নিয়ে আসেন অথবা অনলাইনে কোথাও রাখেন সৌদি আরবে এসে এগুলো বিভিন্ন ওয়েবসাইট বা এপস এর মাধ্যমে সাবমিট করলে একটা ভালো জব পেতে পারেন।
@TOFAYAL_AHMED ভাই,তাহলে কোনটা করলে ভালো হবে।দালাল এর কথা ঠিক থাকলে কি 15 মাসের আকামা নিয়ে ফ্রি ভিসায় আসবো?নাকি কোম্পানী ভিসায়? এজেন্সি থেকে যে গুলো অর্জিলাল কোম্পানী ভিসার কথা বলে,আসলে কি অরজিনাল কোম্পানী ভিসা বাংলাদেশ থেকে পাওয়া যায়।
ভাই,কফিশপে কি কাফেলা হওয়া যায়।আমার বয়স 32। ভাই,অনেকে বলে ফ্রি ভিসায় গেয়ে কফিশপে কাফেলা হওয়া যায় না। যদি উত্তর টা দিতেন ভাই।কোম্পানী ভিসায় যেতে ভয় পাচ্ছি সব সাপ্লাই।আর ভাই কাফেলা হওয়ার পর আকামা কি কফিল ঠিক মতো করে দেই?যদি আকামা ঠিক মতো না করে।
হ্যাঁ কাফালা হওয়া যায় যদি আগের কপিল আপনাকে কাফালা দেয়। তবে এই বিষয়গুলো যে দালাল থেকে ভিসা নেবেন তার সাথে ভালো করে কথা বলে নিবেন। কারণ দালালরা দেশে থাকতে একরকম বলে আসার পরে আরেক রকম। কাফালা হলে আকামা কফিলেই ঠিক করে দেয়...
ভাইয়া আমার ১৫ মাস আকামা এক্সপায়ার। এখন নতুন কপাল হইছি। আকামা বানাতে পিছনের মক্তবেলামেল ১২ হাজার ১২৫ রিয়াল দেখাচ্ছে এটা কি কমানো যাবে। আকামা এক্সপায়ার ১৫ মাস। নতুন কাফেলা হয়েছে। আমার আগের কোম্পানি কফিলের মা চাচা। চালু আছে
অপেক্ষা করুন এবং কফিলকে তোমার জন্য চেষ্টা করতে বলুন অনেকের কমে যাচ্ছে।
আমার ২.৫ মাস পিছনের মক্তবুল আমেলে খরচ দেখায় ২৯১০০ রিয়াল,আমি চাচ্ছি আকামা বানাতে। এই টাকা কিভাবে কমাতে পারি?
তিন বছর রানিং
ভাই এটা সরকারি খরচ কমানোর রাস্তা নেই তবে কফিলের সাথে সমঝোতা করে আস্তে আস্তে দেওয়া যেতে পারে।
ভাই আমার ৮ মাস ইকামা মেয়াদ নেই
হুরুপ আছে
পিছনের টাকা আসবে
আসবেই
কাফেলা হয়ে গেল পরবর্তীতে ইকামার সময় কি টাকাটা আসবে?
হ্যাঁ তবে কফিল চেষ্টা করে মক্তব আমেল থেকে কাটিয়ে আনতে হবে।
@@TOFAYAL_AHMED কফিল চেষ্টা করলে কি কমিয়ে আনতে পারবে।
ভাই আমার ১ মাস ও হয় না এক্সপেয়ার হয়েছে নতুন এসেছি এখন নতুন কফিল তলব পাঠিয়েছে আমার হুরুপ নেই এখন কি আমার ও আসবে
না
তবে আপনার সামনের ১ বছরের মক্তব আমেল দিতে হবে আর আপনি ১১ মাসের আকামা পাবেন।
@TOFAYAL_AHMED ভাইয়া আমি ছোট মোয়াচাচায় কাফেলা হয়েছি তাহলে কি ছোট মোয়াচাছার ইকামা খরচ টাই আসবে প্লিজ জানাবেন?অনেক উপকৃত হব আমি খুব দুশ্চিন্তায় আছি
@@TOFAYAL_AHMED ভাইয়া কোথায় আপনি আমাকে যদি একটু জানাতেন অনেক উপকার হতো!
ভাই আমার কোনো হুরুপ নেই। এ দেশে আসার পরে ৩ মাসের ইকামা পাইছিলাম। এখন আমার ইকামা২ : ৫ মাস একপেয়ার তাহলে কি আামার মকতোব আমলে ৯৬০০ রিয়াল আসবে, জানাবেন please
জি ভাইয়া সাথে 500 রিয়াল জরিমানা ও কাফালা খরছ
ভাইয়া তাহলে আমি দেশে যেয়ে আবার নতুন ভিসায় আসতে পারবো
ভাই,দেশে পড়াশুনা শেষ করেছি।এখন বাইরে যেতে চাই।আমি নিজে সিদ্ধান্ত নিতে পারছি না ভাই।আমি 2 টা বিষয় জানতে চাই। (1)কোম্পানী ভিসায় গেলে কি ভালো হবে?কিন্তু কোম্পানী ভিসা তো পাওয়া যায় না,সব সাপ্লাই।কোম্পানী ভিসা বলে পাঠায়।আর যেগুলো পাওয়া যায় বেতন কম 600,800 বলে। (২)15 মাসের আকামা নিয়ে ফ্রি ভিসায় গিয়ে যদি দালাল ভালো কাজ দেখে কাফালা করে দেই,তাহলে কোন টাই গেলে ভালো হবে।দালাল তো 100% বলে কাফেলা করে দিবো।এখন আপনি আমাকে পরামর্শ দেন ভাই আমি কি করবো।আমি প্রায় সব টাকা ঋণ করেই যাবো।দেশেও ভালো নাই। 5:12
আপনি শিক্ষিত মানুষ আপনার লেখাটা সম্পূর্ণ পড়ে দেখলাম যে সবগুলো সিদ্ধান্ত ঠিক।
দুই নাম্বারে যে অপশনটা লিখেছেন সেটার জন্য দালাল সৌদি আরবে আপনি আসার পরে ঠিক থাকবে কিনা সেটার উপরে নজর দিন।
যদি দালাল ঠিকই থাকে ১৫ মাসের আকামা দেয়, আর আপনার শিক্ষার মেধার যদি কাজে লাগাতে পারে না সে সৌদিআরবের অনেকগুলো জব ওয়েবসাইট আছে সেখান থেকে জব খুঁজে বের করতে পারবেন, যেটা এখনকার মানুষ করছে।
সার্টিফিকেট এবং একটা সিভি ভালো করে বানিয়ে একটা ফোল্ডারে করে নিয়ে আসেন অথবা অনলাইনে কোথাও রাখেন সৌদি আরবে এসে এগুলো বিভিন্ন ওয়েবসাইট বা এপস এর মাধ্যমে সাবমিট করলে একটা ভালো জব পেতে পারেন।
@TOFAYAL_AHMED ভাই,তাহলে কোনটা করলে ভালো হবে।দালাল এর কথা ঠিক থাকলে কি 15 মাসের আকামা নিয়ে ফ্রি ভিসায় আসবো?নাকি কোম্পানী ভিসায়? এজেন্সি থেকে যে গুলো অর্জিলাল কোম্পানী ভিসার কথা বলে,আসলে কি অরজিনাল কোম্পানী ভিসা বাংলাদেশ থেকে পাওয়া যায়।
ভাই,কফিশপে কি কাফেলা হওয়া যায়।আমার বয়স 32। ভাই,অনেকে বলে ফ্রি ভিসায় গেয়ে কফিশপে কাফেলা হওয়া যায় না। যদি উত্তর টা দিতেন ভাই।কোম্পানী ভিসায় যেতে ভয় পাচ্ছি সব সাপ্লাই।আর ভাই কাফেলা হওয়ার পর আকামা কি কফিল ঠিক মতো করে দেই?যদি আকামা ঠিক মতো না করে।
হ্যাঁ কাফালা হওয়া যায় যদি আগের কপিল আপনাকে কাফালা দেয়।
তবে এই বিষয়গুলো যে দালাল থেকে ভিসা নেবেন তার সাথে ভালো করে কথা বলে নিবেন।
কারণ দালালরা দেশে থাকতে একরকম বলে আসার পরে আরেক রকম।
কাফালা হলে আকামা কফিলেই ঠিক করে দেয়...
ভাইজান আমার নয় মাসে একামা এক্সপায়ার কোন জায়গায় কাফেলা হয়নি এটা প্রথম কাফেলা হতে চাচ্ছি আমার কি পিছনের ৯৬০০ টাকা আসবে
হ্যাঁ আসবে
মাজরার,হরুপ,েকেটেকাপালাহতেপারবকি
না ভাইয়া
ভাই,আপনার সাথে আমি কথা বলতে চাই,আপনার নাম্বার টা কি দেওয়া যাবে ভাই।
ভাই আপনারা যে কোন বিষয়ে প্রশ্ন করুন আমি উত্তর দেব।