আদনান হুজুর সত্যিই প্রশংসার দাবীদার তিনার এই গভীর ভাবোনার জন্য আজ এমন সত্য জানতে পারলাম। মাশাআল্লাহ আল্লাহ্ পাক আবু ত্ব হা আদনান হুজুর এর প্রতিভা বাড়িয়ে দিন, আমিন ইয়া রাব্বুলআলামিন
আলহামদুলিল্লাহ্! অনেক সুন্দর আলোচনা হয়েছে। গবেষণা করতে গিয়ে ভু করার কারণে আমরা অনেকেই ভুল সংশোধন এর সুযোগ পেলাম। এর জন্য আমাদের ধন্যবাদ জানানো দরকার। কারণ বিরূপ মন্তব্য করে আমরা ক্ষতিগ্রস্ত হলেও তিনি কিন্তু সওয়াব পাবেন। মহান আল্লাহ্ আলোচক বৃন্দকে জাযায়ে খায়ের দান করুন এবং আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে তা পালন করার তৌফিক দান করুন। আমীন!
আবেগে বুজে কামডা কি ! এখন ওই ভুল মারাত্মক করবে ..যা এতো দিন করা হয় নাই ... .....বিবাদ পার্ট সন্দিহান একননোই বেশি হবে ..যা এখন নিজে নামাজ পড়লেও সমস্যা র সম্মকিন হবে অনেকেই .... ...
আমাদের একজন আদনান ভাই আছেন , যিনি মাঝে মধ্যে কোনো একটা বিষয়কে তুলে দিয়ে সমাজ বা সাধারণ মানুষ এবং দ্বীনের ব্যাপারে যারা বিজ্ঞ তাদের মধ্যে একটা তর্কের ক্ষেত্র তৈরি করে দেন …! ফলে যা হবার তাই হয়…..😂 এক্ষেত্রে আদনান ভাই সফল……!
ভাই অনেক উপকার হল এই প্রশ্ন গুলোর উত্তর পেয়ে আমি কিছু দিন দরে এই বিষয় গুলো নিয়ে খুব চিন্তিত ছিলাম আমি নামাজ পরতে যেয়ে অনেক টেনশনে পরে যেতাম এখন খুব ভালো করে বুঝতে পেরেছি এই বিষয় টি নিয়ে আলোচনা করা জন্য আপনাদের অনেক ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। আমার সকল দ্বিনী ভাইদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ সামিআল্লাহু লিমান হামিদাহ নিয়ে সোশাল মিডিয়ায় যে আলোচনা হচ্ছে তার জন্য উক্ত আলেমের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ উনি এটা বলার পর আমরা অনেকে ভুলটা শুধরিয়ে নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক দ্বীনের বুঝটা বুঝার তাওফিক দান করুন।
আমরা কত নামাজে ভুল করি আল্লাহ মাফ না করলে কি অবস্থা হবে কেয়ামতের দিন এই আলেমের এই সমাজে মুল্যায়ন করে না আমরা শেখার চেস্টা করি না আল্লাহ সারা দুনিয়ার মানুষ কে মাফ করে দেন আমিন
আলহামদুলিল্লাহ! সবাই অনেক সুন্দর ভাষায় বুঝিয়েছেন, অন্য আলেমের সম্মান রেখে। যেসব আলেম অন্য আলেমকে সম্মান দিয়ে কথা বলতে পারেনা, তাদেরকে আমরা বর্জন করি ইনশাল্লাহ।
তিনি "সামিআল্লাহ লিমান হামিদা" বলেন প্রথম একবার যেটা মিস্টেক ছিলো। কিন্তু পরে সব কয়বার "সামিআল্লাহু লিমান হামিদা" বলেছেন। আল্লাহর ওয়াস্তে সম্পুর্ন লেকচার না শুনে বাজে মন্তব্য করবেন না 🙏😓😓
নামাজে উচ্চারণ নিয়ে আমার মতামত: ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশ করার মাধ্যম। সে মাধ্যম অনেক ধরনের হতে পারে; বলা,শোনা লেখা, পড়া, আকার ইঙ্গিত ইত্যাদি। শুনেছি, তুরস্কের একটি গ্রামে নাকি শিস দিয়ে কথাবার্তা হয়। *আরবি আমাদের মাতৃভাষা নয়।* তাই এই ভাষা বলতে বা লিখতে গেলে আমাদের ভুল হবেই। আমাদের মাতৃভাষা বাংলাতে আমাদের দক্ষতা আছে কারণ আমরা ছোটবেলা থেকেই বড়দের থেকে এই ভাষাটি শুনে আসছি। কিন্তু আরবি ভাষা আমরা শুধুমাত্র কোরআন, হাদিস এবং মসজিদের ইমাম সাহেবদের কাছ থেকেই শুনি তাও আবার বুঝে নয় । তাই এই ভাষায় কথা বলতে বা না বুঝে নামাজে কোন শব্দের উচ্চারণ ভুল হলে তা স্বাভাবিক হিসেবেই নেওয়া উচিত। যত ভালো করে আমাদেরকে প্রোনানসিয়েশন তথা উচ্চারণ শেখানো হোক না কেন আমাদের কোন না কোন শব্দের উচ্চারণে ভুল হবেই। এটা যে কোন বিদেশী ভাষার ক্ষেত্রে প্রযোজ্য। কেউ যদি কলসি না বলে তার আঞ্চলিক ভাষায় খলসি বলে তাহলে কি অপর মানুষটি বুঝবে না? তাছাড়া, *আল্লাহ মানুষের মনের কথা জানেন।* নামাজে কোন আরবি শব্দের ভুল উচ্চারণ হলো কিনা তার চেয়ে নামাজে কি বলছি সেটাই বেশি ইম্পরট্যান্ট। আর তাছাড়া দুনিয়াতে কোন ভাষা ই অপরিবর্তনশীল নয়। বলা হয় ভাষা হচ্ছে নদীর মত। নদী যেরকম তার গতিপথ বদলায় তেমনি ভাষা ও তার উচ্চারণ শব্দ ব্যাকরণ ইত্যাদি পাল্টায়। আমাদের বাংলা ভাষাতেই লক্ষ্য করি একেক এলাকায় একেক উচ্চারণ। তাই বলে কি আমরা কথা বুঝি না? তাই, উচ্চারণ নিয়ে এত বেশি বাড়াবাড়ি না করাই ভালো বলে মনে করি। ইংরেজি ভাষায় ও অনেক রকম accent আছে (ব্রিটিশ, আমেরিকান, কানাডিয়ান ইত্যাদি)। অনেক ক্ষেত্রে এরকমও হয় এক অঞ্চলের ইংলিশ অন্য অঞ্চলের ইংলিশ এর সাথে মিলেই না অথবা উল্টো অর্থ হয়। এই সেইম ব্যাপারটা আরবি ভাষার ক্ষেত্রেও ঘটে। এটাই ভাষার বৈচিত্র। এভাবেই একটি ভাষা থেকে আরেকটি ভাষা জন্ম হয়। যেমন আমরা সংস্কৃত থেকে বাংলা ,হিন্দি ও অন্যান্য ভাষাকে পেয়েছি। তাই ভাষাকে ব্যাকরণের গণ্ডির মধ্যে না রেখে পরিবর্তিত হওয়ার সুযোগ দিতে হবে। কিছু কিছু মোল্লারা rigid তাই এরা নিজেরাও পরিবর্তন হয় না, ভাষাকে ও বেধে রাখতে চায়। রাখতে চাই
আমাদের বাঙ্গালীদের মধ্যে এই দোষটা কখনোই যাবে না । একজন স্কলার এটা নিয়ে সুন্দর আলোচনা করেছে আর আমরা তার ভুল ধরছি। আমরাই একেকজন বেশি জ্ঞানী হয়ে গেছে। আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করো, আমাদেরকে তোমার নূর তথা দ্বীনের পথে কবুল করো-আমীন
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সঠিকভাবে মহান আল্লাহপাকের ইবাদত এবং সহি ভাবে তিলাওয়াত করতে পারি আল্লাহপাক তৌফিক দান করুক এবং সমস্ত আলেমরা সঠিক তথ্য তুলে ধরে সমস্ত আলেমদের কে আল্লাহ পাক কবুল করুক আমিন এবং সকল আলেম যারা ভুল বল এবং যাদের বলতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায় কারণ আমরা মানুষ ভুল করতে পারে এবং যারা আলেম এবং সমস্ত মুসলমান শুধু আনন্দ মুসলমান যারা ভুল বলে ভুল উচ্চারণ হয়েছে আল্লাহ তাদের সমস্ত মুসলমানদেরকে ভুল সমবেদী এবং সঠিক মন আল্লাহ পাকের তেলাওয়াত এবং নামাজ রোজা সব ইবাদত সঠিকভাবে আল্লাপাকের ইবাদত করার তৌফিক দান করুক আমিন
আল্লাহ মাফ করুন,,,দুইদিন যাবত এই ভুলটা মনে করে করে বলছিলাম আর আফসোস করছিলাম পিছনের সময়টা ভেবে।আল্লাহ আপনাদের প্রত্যেককে উত্তম প্রতিদান দিন হুজুর।কি যে দোটানায় ভুগছিলাম।আল্লাহ মহান।আল্লাহু আকবার
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হুজুরের আলোচনা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ এভাবে কারো গীবত না করে আলোচনা করা অনেক ভালো লাগে আমিও আমার মানুষ কিন্তু হুজুর যে বুলগুলোর কথা বলেছে কথা বলেছেন আমি এগুলো ফলো করি কিন্তু কাউকে বুঝাতে চাইলে তারা এগুলো বুঝতে চায়না আল্লাহ সবাইকে বুঝেশুনে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক আমিন
আপনার কথার সাথে আয়াতের কোনো মিল নেই সম্পর্ক নেই।শয়তানও অধিক জানে এমনকি সাহাবী রা: থেকেও।শয়তান অনেক বিজ্ঞ এজন্য সে মানুষকে পথভ্রষ্ট করতে এবং কিভাবে করলে তাকে আল্লাহর পথ থেকে দূরে রাখা যায়।শয়তান এসে সাহাবী রা: কে আয়াতুল কুরসীর ফজিলত বলে যায়।শয়তান ফেরেশতাদের পর্যন্ত শিক্ষক ছিলো।তাকে দান করা হয়েছিলো বিশাল জ্ঞান। কিন্তু তারপরও সে নিচ, সাধারণ আবেদের থেকেও বহুগুণে।হ্যা জ্ঞান অর্জনের সওয়াব আছে সেই সাথে আমলও করতে হবে।শুধু জানার সওয়াবই না, আমলে কেমন করলো সেটার উপর ভিত্তি করেই একজনের মর্যাদা হবে কিয়ামতের দিন। শুধু জানলেই হয় না। আপনার কথার স্থলে অন্য কথা আছে সেটা অন্য আয়াতে, যে সৎপথে চলে আর যে কুফুরি করে সে কি সমান।এমনটা বলা আছে।আর আপনি যে আয়াতের কথা বললেন, সেটা হলো এরকম যে, যে সৎপথে আছে তারা মনোযোগ সহকারে ভালো আলোচনা শোনে আর তা থেকে ভালোগুলা নেই এবং আমল করতে চেষ্টা করে অনুসরণ করে ।যা আপনার কথার সাথে মেলে না।
আল্লাহর ভালোবাসায় সিক্ত মন । তিনি তার বান্দার নিয়ত সম্পর্কে সম্যক অবগত । অতএব কার সালাত কতটা শুদ্ধ কতটা আন্তরিক তা তিনিই জানেন । আপনারা শুধু শুদ্ধ করে শেখানোর চেষ্টা করুন । বাকিটা অন্তর্যামীর উপর ছেড়ে দিন।
আসলে ওয়াজ করার একটা ইস্যু লাগবে,কেউ একজন সূচনা করেন আর সকল আলেম গালাগালি,ট্রল, সমালোচনা করে মোটামুটি দুই সপ্তাহ ওয়াজ করে পার করতে পারেন। আলহামদুলিল্লাহ,তবে কিছু আলেম সহনশীল,ব্যতিক্রম।
ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্য কিন্তু আমরা যে অধিকাংশ মানুষ আরবি শিক্ষায় শক্ষিত নই এবং ইসলামিক জ্ঞানও তত বেশি নেই এর মানে এই নয় যে আমাদের নামাজ হচ্ছেনা!আল্লাহ বলছেন আমলের উপর নির্ভর করি আমি এত এব আল্লাহ মুখের কথা বিশ্বাস করেনা অন্তরের কথা বিশ্বাস করেন।জাযাকাল্লাহ।
ছাগল নাকি আপনি??? এটা সামান্য?? সারা জীবন আমরা ভুল নামাজ পরে অনেকে কবোরে গিয়েছে, আমরা ভুল নামাজ পড়ার কারনে এখন জানলাম এতোদিনের সব জিরো। এটা সামান্য? পরিক্ষার খাতায় ভুল লিখলেও সঠিক অল্প লিখলে কিছু নাম্বার পাওয়া যায়। আল্লাহর ইবাদতে ভুল কলেমা বা নিয়মে পড়লে সব জিরো। যে নামাজের জন্য আমরা মানব জাতি পৃথিবীতে সেটাই সারা জীবন জিরো।
রাইট হুজুর। কারণ ওয়াকফো ও নাই উলটা পেস ও নাই খাড়া জবর ও নাই তা হলে ওখানে ছাড়ার ও সুজক নাই।আবার এক আলিফ টান ও নাই। আর হু তো আল্লাহর সাথে লিমানের সাথেও না অতএব আপনার কথাই সঠিক।
আদনান হুজুর সত্যিই প্রশংসার দাবীদার তিনার এই গভীর ভাবোনার জন্য আজ এমন সত্য জানতে পারলাম। মাশাআল্লাহ
আল্লাহ্ পাক আবু ত্ব হা আদনান হুজুর এর প্রতিভা বাড়িয়ে দিন, আমিন ইয়া রাব্বুলআলামিন
আলহামদুলিল্লাহ্! অনেক সুন্দর আলোচনা হয়েছে। গবেষণা করতে গিয়ে ভু করার কারণে আমরা অনেকেই ভুল সংশোধন এর সুযোগ পেলাম। এর জন্য আমাদের ধন্যবাদ জানানো দরকার। কারণ বিরূপ মন্তব্য করে আমরা ক্ষতিগ্রস্ত হলেও তিনি কিন্তু সওয়াব পাবেন। মহান আল্লাহ্ আলোচক বৃন্দকে জাযায়ে খায়ের দান করুন এবং আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে তা পালন করার তৌফিক দান করুন। আমীন!
আবেগে বুজে কামডা কি !
এখন ওই ভুল মারাত্মক করবে ..যা এতো দিন করা হয় নাই ...
.....বিবাদ পার্ট সন্দিহান একননোই বেশি হবে ..যা এখন নিজে নামাজ পড়লেও সমস্যা র সম্মকিন হবে অনেকেই ....
...
আমিন
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
Amin
Murkhora jodi gobesona kore tahole
alochok srota jati sokolei pothvrosto. he allah apni murkho gobesokder theke jatike hefajot korun. amin.
আলহামদুলিল্লাহ একদম ছোটবেলা থেকেই সহীহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের চেষ্টা ছিলো, নামাজ ফরজ হবার আগেই কোরআন শুদ্ধভাবে কয়েক খতম দেওয়া হয়ে গেছিলো💚
অনেক দিন পর মনোযোগ দিয়ে শুনলাম, এমন ক্লাস না দিয়ে টাকা নিয়ে কিচ্ছা শুনে কী লাভ, ওগুলো কেউ মনে রাখে না, এমন তথ্য জানানো সত্যি দোয়া আসবে ভিতর থেকে।
ঠিক
আল্লাহ্ যদি ভুল পড়ে থাকি মাফ করে দিও 😥 সকলকে সঠিক টা পড়ার তৌফিক দান করো,,,, ইসলাম কখনো অন্ধ বিশ্বাসি হয় না...?🌸
আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাবে বক্তারা তাদের বক্তব্য পেশ করেছেন।
এখানে আদনান ভাইকে ধন্যবাদ দেওয়া দরকার কারণ তার কারণে এখন সবাই নামাজ সম্বন্ধে জানতেছে এজন্য আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন
আমাদের একজন আদনান ভাই আছেন , যিনি মাঝে মধ্যে কোনো একটা বিষয়কে তুলে দিয়ে সমাজ বা সাধারণ মানুষ এবং দ্বীনের ব্যাপারে যারা বিজ্ঞ তাদের মধ্যে একটা তর্কের ক্ষেত্র তৈরি করে দেন …! ফলে যা হবার তাই হয়…..😂 এক্ষেত্রে আদনান ভাই সফল……!
@ একদম ঠিক
সটিক
@@zubairrizwan3861একদম ঠিক বলেছেন
@@zubairrizwan3861 Vai tik kotha bolesen.
আবু ত্বহা আদনান ভাইয়ের জন্য ভালোবাসা রইল মন থেকে
আল্লাহ তুমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কে জান্নাতের উচ্চ মাকাম দান করো🤲
Amin
🤲🤲🤲🤲🤲🤲🤲
কিসের ভিতর কি
@@kamrankhan-fi7fd right
আমিন
আলহামদুলিল্লাহ , আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলোচনা টি অনেক সুন্দর ছিল, আল্লাহ আপনি হুজুরকে নেক হায়াত দান করুন....... আমিন ❤❤
প্রশংসার ক্ষেত্রে উদার
এবং সমালোচনার আগে,
সচেতন হওয়াই
একজন জ্ঞানীর পরিচয়🖤
Apni to ter kothoy bollen. Tahole eto vab nichhen keno
ভুল সব সময় হচ্ছে, আল্লাহ তুমি অন্তরযামী, জানা ওজানা সব ভুল গুলো ক্ষমা করে দিও
Amin
আল্লাহ্ আমাদের মাফ করুন
আবু ত্বহা আদনান হুজুরকে ধন্যবাদ, তিনি বলেছিলেন বলে, আমরা সঠিকটা জানতে পারলাম
সাহসীকতা থাকার জোর লাগে,
কি সব বলা হচ্ছে!
মুল ব্যাপার তো বলেছি আগে।😢
কি বলছেন হুজুর 😊
আপনার ত্বহা সাহেব কোনো আলেম না হুজুর না। উনি ভুল টা বলেছেন।
আবু তহা আদনান হুজুরকে ধন্যবাদ, তিনি বলেছিলেন বলে আমরা সঠিক তা জানতে পারলাম,
আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা জানার তৌফিক দান করে দেন। আমিন
@@deshibhai-8860 আরে নিজেরটা সঠিক করুন।কারন সঠিকটাকে ভুল বলছেন
আদনান হুজুর কে ধন্যবাদ।
কেনো
❤আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমীন 🎉
আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিক এবং শুদ্ধভাবে কুরআনুল কারীম পড়ার তৌফিক দান করুন আমিন 💚🥀❤️🇧🇩
আমিন
চমৎকার আলোচনা করেছেন তিনজন। সাধারণ মানুষের ভুল শুধরে নেওয়ার জন্য আসলেই অনেক কার্যকরী আলোচনা।
বাংলাদেশ মানেই পাগলা গারোদের কারখানা....... কোনো একটা বিষয় পেলে হলো সবাই নেমে পড়বে...... হায়রে আল্লাহ, মাঝে মধ্যে এতো গাল দিতে ইচ্ছে করে......
আলহামদুলিল্লাহ ভূলগুলি শুদ্ধ ও সুন্দর ভাবে আমাদের ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আমিন
আল্লাহ যদি ভূল পড়ে থাকি তুমি মাফ করে দিও,, সকলকে বোঝার তৌফিক দান কর। আমিন🤲🤲
আল্লাহ সবাইকে ইসলামের সঠিক বুঝ দান করুন 🤲🤲🤲
5:49 নতুন হাদিস শুনলাম, অনেক ভালো লাগলো। ধন্যবাদ হুজুরকে❤❤
কিরে?প্লিজ বলেন
ভাই অনেক উপকার হল এই প্রশ্ন গুলোর উত্তর পেয়ে আমি কিছু দিন দরে এই বিষয় গুলো নিয়ে খুব চিন্তিত ছিলাম আমি নামাজ পরতে যেয়ে অনেক টেনশনে পরে যেতাম এখন খুব ভালো করে বুঝতে পেরেছি এই বিষয় টি নিয়ে আলোচনা করা জন্য আপনাদের অনেক ধন্যবাদ।
আল্লাহ তায়ালা আমাদের সকল কে সঠিক বুঝ দান করুক। আমিন🤲
মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহূ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 🌴🥀
আসসালামু আলাইকুম। আমার সকল দ্বিনী ভাইদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ সামিআল্লাহু লিমান হামিদাহ নিয়ে সোশাল মিডিয়ায় যে আলোচনা হচ্ছে তার জন্য উক্ত আলেমের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ উনি এটা বলার পর আমরা অনেকে ভুলটা শুধরিয়ে নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক দ্বীনের বুঝটা বুঝার তাওফিক দান করুন।
গুরুত্বপূর্ণ বিষয় -- আলহামদুলিল্লাহ ❣️
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমিন, খুব ই গুরুত্বপূর্ণ আলোচনা,
আলহামদুলিল্লাহ,আলোচনা কথার জন্য,আমি নিজে অনেক চিন্তার মধ্যে ছিলাম,সুন্দর সমাধানের জন্য অসংখ্য সালাম ও অসংখ্য ধন্যবাদ
আবু তুহা আদনান হুজুরকে ধন্যবাদ তিনি বলেছিলেন বলে আমরা সঠিকটা জানতে পারলাম তার জন্য দোয়া করি
আল্লাহ্ আপনি রমানুর রহিম আপনি দয়ালু আপনি আমাদের সবাই কে পাঁচ ওয়াক্ত নামাজ এবং পবিত্র কোরআন শরীফ সহি শুদ্ধ ভাবে পরার তৌফিক দান করুন
সবটুকু কথা শোনার পর বলবেন যে কোনটা সঠিক। ধন্যবাদ আদনান হুজুরকে তার জন্য এই আলোচনাটা মনোযোগ দিয়ে শুনলাম
তিন জনেরি সুন্দর আলোচনা এবং সঠিক সমাধান।❤❤
Last ar joner nam ki
@@moynuddinchisty5836sadikur rahaman
আসসালামুয়ালাইকুম। আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন আমিন ছুম্মা আমিন
স্যার, আদনান ভাই কে মোবারকবাদ জানাই, আলহামদুলিল্লাহ। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল ইনশাআল্লাহ আমীন 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
অনেক সুন্দর দরকারি আলোচনা। ধন্যবাদ।।
আলহামদুলিল্লাহ,,,, আজকে এ-ই আলোচনা /সমালোচনা হওয়াতে অনেক জন সঠিকটা জানতে পারলো,,,,,মুস্তাফিজ হুজুর সঠিক বলেছেন, আঈ'ন এর ৯০%+ উচ্চারণ লোক ভুল করেন।
সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। (মো:মিল্লাত হোসেন)
আলহামদুলিল্লাহ আলোচনাটি খুব ভালো লেগেছে।ধন্যবাদ।
আমরা কত নামাজে ভুল করি আল্লাহ মাফ না করলে কি অবস্থা হবে কেয়ামতের দিন এই আলেমের এই সমাজে মুল্যায়ন করে না আমরা শেখার চেস্টা করি না আল্লাহ সারা দুনিয়ার মানুষ কে মাফ করে দেন আমিন
ড, সাদিকুর রহমান আল আজহারি হাফিজাহুল্লা খুব ভালো বুঝিয়েছেন
এবং আদনান ভাই ও সঠিক বলেছেন
আলহামদুলিল্লাহ! সবাই অনেক সুন্দর ভাষায় বুঝিয়েছেন, অন্য আলেমের সম্মান রেখে। যেসব আলেম অন্য আলেমকে সম্মান দিয়ে কথা বলতে পারেনা, তাদেরকে আমরা বর্জন করি ইনশাল্লাহ।
তিনি "সামিআল্লাহ লিমান হামিদা" বলেন প্রথম একবার যেটা মিস্টেক ছিলো। কিন্তু পরে সব কয়বার "সামিআল্লাহু লিমান হামিদা" বলেছেন।
আল্লাহর ওয়াস্তে সম্পুর্ন লেকচার না শুনে বাজে মন্তব্য করবেন না 🙏😓😓
যার যে যোগ্যতা নাই তার উচিত সে বিষয় নিয়ে আলোচনা না করা
তহা আদনান হলো এযুগের করুনা বাইরাজ, কোনো কোরআন হাদিস পরেনাই সুদু বাংলা বই পরে স্টেজে উটে মূখস্ত বক বক করে,
নামাজে উচ্চারণ নিয়ে আমার মতামত:
ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশ করার মাধ্যম। সে মাধ্যম অনেক ধরনের হতে পারে; বলা,শোনা লেখা, পড়া, আকার ইঙ্গিত ইত্যাদি। শুনেছি, তুরস্কের একটি গ্রামে নাকি শিস দিয়ে কথাবার্তা হয়।
*আরবি আমাদের মাতৃভাষা নয়।* তাই এই ভাষা বলতে বা লিখতে গেলে আমাদের ভুল হবেই।
আমাদের মাতৃভাষা বাংলাতে আমাদের দক্ষতা আছে কারণ আমরা ছোটবেলা থেকেই বড়দের থেকে এই ভাষাটি শুনে আসছি।
কিন্তু আরবি ভাষা আমরা শুধুমাত্র কোরআন, হাদিস এবং মসজিদের ইমাম সাহেবদের কাছ থেকেই শুনি তাও আবার বুঝে নয় ।
তাই এই ভাষায় কথা বলতে বা না বুঝে নামাজে কোন শব্দের উচ্চারণ ভুল হলে তা স্বাভাবিক হিসেবেই নেওয়া উচিত।
যত ভালো করে আমাদেরকে প্রোনানসিয়েশন তথা উচ্চারণ শেখানো হোক না কেন আমাদের কোন না কোন শব্দের উচ্চারণে ভুল হবেই। এটা যে কোন বিদেশী ভাষার ক্ষেত্রে প্রযোজ্য।
কেউ যদি কলসি না বলে তার আঞ্চলিক ভাষায় খলসি বলে তাহলে কি অপর মানুষটি বুঝবে না?
তাছাড়া, *আল্লাহ মানুষের মনের কথা জানেন।*
নামাজে কোন আরবি শব্দের ভুল উচ্চারণ হলো কিনা তার চেয়ে নামাজে কি বলছি সেটাই বেশি ইম্পরট্যান্ট।
আর তাছাড়া দুনিয়াতে কোন ভাষা ই অপরিবর্তনশীল নয়। বলা হয় ভাষা হচ্ছে নদীর মত।
নদী যেরকম তার গতিপথ বদলায় তেমনি ভাষা ও তার উচ্চারণ শব্দ ব্যাকরণ ইত্যাদি পাল্টায়। আমাদের বাংলা ভাষাতেই লক্ষ্য করি একেক এলাকায় একেক উচ্চারণ। তাই বলে কি আমরা কথা বুঝি না?
তাই, উচ্চারণ নিয়ে এত বেশি বাড়াবাড়ি না করাই ভালো বলে মনে করি।
ইংরেজি ভাষায় ও অনেক রকম accent আছে (ব্রিটিশ, আমেরিকান, কানাডিয়ান ইত্যাদি)।
অনেক ক্ষেত্রে এরকমও হয় এক অঞ্চলের ইংলিশ অন্য অঞ্চলের ইংলিশ এর সাথে মিলেই না অথবা উল্টো অর্থ হয়। এই সেইম ব্যাপারটা আরবি ভাষার ক্ষেত্রেও ঘটে।
এটাই ভাষার বৈচিত্র।
এভাবেই একটি ভাষা থেকে আরেকটি ভাষা জন্ম হয়।
যেমন আমরা সংস্কৃত থেকে বাংলা ,হিন্দি ও অন্যান্য ভাষাকে পেয়েছি।
তাই ভাষাকে ব্যাকরণের গণ্ডির মধ্যে না রেখে পরিবর্তিত হওয়ার সুযোগ দিতে হবে।
কিছু কিছু মোল্লারা rigid তাই এরা নিজেরাও পরিবর্তন হয় না, ভাষাকে ও বেধে রাখতে চায়। রাখতে চাই
Toha akjon faltu
তার সম্পূর্ণ ভিডিওর লিংক দেন প্লিজ।
আমাদের বাঙ্গালীদের মধ্যে এই দোষটা কখনোই যাবে না । একজন স্কলার এটা নিয়ে সুন্দর আলোচনা করেছে আর আমরা তার ভুল ধরছি। আমরাই একেকজন বেশি জ্ঞানী হয়ে গেছে।
আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করো, আমাদেরকে তোমার নূর তথা দ্বীনের পথে কবুল করো-আমীন
ঠিক
প্রতি জুমার নামাজের পূর্বে সহি নামাজ পড়ার নিয়ম কারণ গুলো নিয়ে আলোচনা করা বেশি প্রয়োজন আমি মনে করি
সহমত
Right
সালাম আপনাদের। আপনারা হলেন যুক্তি বিদ্দমান মানুষ আপনারা বুজপন। কত গরুগুলা আছে বুজেনা। আল্লাহ তালা ওই সব বুকা আলেমদের বুজার তৌফিক দান করুক।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সঠিকভাবে মহান আল্লাহপাকের ইবাদত এবং সহি ভাবে তিলাওয়াত করতে পারি আল্লাহপাক তৌফিক দান করুক এবং সমস্ত আলেমরা সঠিক তথ্য তুলে ধরে সমস্ত আলেমদের কে আল্লাহ পাক কবুল করুক আমিন এবং সকল আলেম যারা ভুল বল এবং যাদের বলতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায় কারণ আমরা মানুষ ভুল করতে পারে এবং যারা আলেম এবং সমস্ত মুসলমান শুধু আনন্দ মুসলমান যারা ভুল বলে ভুল উচ্চারণ হয়েছে আল্লাহ তাদের সমস্ত মুসলমানদেরকে ভুল সমবেদী এবং সঠিক মন আল্লাহ পাকের তেলাওয়াত এবং নামাজ রোজা সব ইবাদত সঠিকভাবে আল্লাপাকের ইবাদত করার তৌফিক দান করুক আমিন
আলহামদুলিল্লাহ,, মোস্তাফিজ রহমান হুজুরকে লাখো কোটি ধন্যবাদ,, সঠিকটি উন্মোচন করার জন্য , আমি নিজেও জানতাম না এটি আইন হবে নাকি আলিফ হবে,
ঘুরেফিরে ঐ একই কথা!
আবু ত্বহা আদনান ভাই যা বুঝাই তে চেয়েছিলেন তাই সঠিক।
"তার সাথে কিসের হিসাব,
যিনি (আল্লাহ্) বে-হিসাবে দান করেন"
নামাজের প্রতিটি দুয়া নিয়ে আলোচনা করলে আমাদের জন্য ভাল হত
মুস্তাফিজুর রহমান হুজুরকে ধন্যবাদ এতো সুন্দর ভাবে বুঝাইবার জন্য
আল্লাহ্ তিনি দয়ালু তিনি সর্ব শ্রেষ্ঠ ।
আল্লাহ্ আমাদের ভূল কে ক্ষমাকরে দিন আমরা কিছুই জানি আমরা আপনার দয়ার বিখারি আমাদের মাপকরে দিন আমিন।
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা
মাশাআল্লাহ প্রিয় 💕 অনেক সুন্দর আলোচনা, অনেক অনেক ধন্যবাদ প্রিয় 💕
মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ হুজুর কে
একদম সত্যি কথা বলেছেন হুজুর সাহেব আমি এটা নিয়ে ভাবতাম শুধু
ধন্যবাদ আবু আদনান তোহা হুজুরকে
ধন্যবাদ, একজনের বলার কারণে এখন সব হুজুর বিশ্লেষণ করে বলছে, এতদিন বলার প্রয়োজন মনে করেনি।
সঠিক একটা শব্দকে নিয়ে আদনান ভাইয়ের অযথা বারাবারি ভালোলাগলোনা,, আদনান হুজুর আপনি লেকচার করতে গিয়ে সতর্কতা অবলম্বন করুন।
আল্লাহ মাফ করুন,,,দুইদিন যাবত এই ভুলটা মনে করে করে বলছিলাম আর আফসোস করছিলাম পিছনের সময়টা ভেবে।আল্লাহ আপনাদের প্রত্যেককে উত্তম প্রতিদান দিন হুজুর।কি যে দোটানায় ভুগছিলাম।আল্লাহ মহান।আল্লাহু আকবার
একজনের ভুলের কারণে কোটি কোটি মানুষের শুদ্ধ ভুল করলেই শেখা যায়
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হুজুরের আলোচনা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ এভাবে কারো গীবত না করে আলোচনা করা অনেক ভালো লাগে আমিও আমার মানুষ কিন্তু হুজুর যে বুলগুলোর কথা বলেছে কথা বলেছেন আমি এগুলো ফলো করি কিন্তু কাউকে বুঝাতে চাইলে তারা এগুলো বুঝতে চায়না আল্লাহ সবাইকে বুঝেশুনে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক আমিন
আল্লাহ সকলকে বুজার তৌফিক দিন।
আমিন
আল্লাহ সকলকে বোঝার তৈফিক দিক আমিন।
আমার ও একটু সন্দেহ ছিল, আলহামদুলিল্লাহ এখন পরিষ্কার হয়ে গেল।
ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে বলার জন্য।
সামিআল্লাহু লিমান হামিদাহ এটাই সঠিক
আলহামদুলিল্লাহ ভুল থেকে শিক্ষা নিয়েছি
আদনান হুজুরের আরবি বেসিক গ্রামার আরো বেশি বেশি পড়া দরকার ।।
হুজুর মাখরাজ সুন্দর বুজিয়েছেন। আমিন ।
যারা জানে না আর যারা জানে তারা কি সমান।
সূরা ঝুমার- -৩৯- ১৮
আপনার কথার সাথে আয়াতের কোনো মিল নেই সম্পর্ক নেই।শয়তানও অধিক জানে এমনকি সাহাবী রা: থেকেও।শয়তান অনেক বিজ্ঞ এজন্য সে মানুষকে পথভ্রষ্ট করতে এবং কিভাবে করলে তাকে আল্লাহর পথ থেকে দূরে রাখা যায়।শয়তান এসে সাহাবী রা: কে আয়াতুল কুরসীর ফজিলত বলে যায়।শয়তান ফেরেশতাদের পর্যন্ত শিক্ষক ছিলো।তাকে দান করা হয়েছিলো বিশাল জ্ঞান। কিন্তু তারপরও সে নিচ, সাধারণ আবেদের থেকেও বহুগুণে।হ্যা জ্ঞান অর্জনের সওয়াব আছে সেই সাথে আমলও করতে হবে।শুধু জানার সওয়াবই না, আমলে কেমন করলো সেটার উপর ভিত্তি করেই একজনের মর্যাদা হবে কিয়ামতের দিন। শুধু জানলেই হয় না। আপনার কথার স্থলে অন্য কথা আছে সেটা অন্য আয়াতে, যে সৎপথে চলে আর যে কুফুরি করে সে কি সমান।এমনটা বলা আছে।আর আপনি যে আয়াতের কথা বললেন, সেটা হলো এরকম যে, যে সৎপথে আছে তারা মনোযোগ সহকারে ভালো আলোচনা শোনে আর তা থেকে ভালোগুলা নেই এবং আমল করতে চেষ্টা করে অনুসরণ করে ।যা আপনার কথার সাথে মেলে না।
Reply kothay
জনাব,কোরআন জানা ফরজ দলিল কি আমার জানা দরকার,আপনারও কি?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 🥀 আল্লাহ সকল মুসলিমকে হেফাজত করুন আমিন 🥀
Allah Is Most Greatest And Most Merciful 🇸🇦 💚 forgive us
আল্লাহ তায়ালা আমাদের সবাই কে বুঝার তৌফিক দান করুক
আল্লাহ তুমি আমাদের কে সবাই শুদ্ধ ভাবে নামায আদায় করা তৌফিক দান করুন আমিন, সুবাহানাল্লাহ
আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন _আমীন
হে আল্লাহ্ সঠিক যানা এবং আমল করার তৌফিক দাও🤲
তাই
আদনান হুজুর ঠিক বলছেন ❤❤❤❤❤
লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
আদনানকে ধন্যবাদ যার কারনে মানুষ অনেক কিছু জানতে পারছে
আল্লাহর ভালোবাসায় সিক্ত মন । তিনি তার বান্দার নিয়ত সম্পর্কে সম্যক অবগত । অতএব কার সালাত কতটা শুদ্ধ কতটা আন্তরিক তা তিনিই জানেন । আপনারা শুধু শুদ্ধ করে শেখানোর চেষ্টা করুন । বাকিটা অন্তর্যামীর উপর ছেড়ে দিন।
❤❤ রাইট ❤❤
মাশাল্লাহ সুন্দর আলোচনা
চমৎকার সমাধান আল্লাহ আপনি আমাদের সকলকে দ্বীনি সঠিক বুঝ দান করুন আমিন।
আসলে ওয়াজ করার একটা ইস্যু লাগবে,কেউ একজন সূচনা করেন আর সকল আলেম গালাগালি,ট্রল, সমালোচনা করে মোটামুটি দুই সপ্তাহ ওয়াজ করে পার করতে পারেন। আলহামদুলিল্লাহ,তবে কিছু আলেম সহনশীল,ব্যতিক্রম।
জাযাকাল্লাহ ❤❤❤
নামাজ সহিত করার বযান বেশী দরকার ।
আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক
ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্য কিন্তু আমরা যে অধিকাংশ মানুষ আরবি শিক্ষায় শক্ষিত নই এবং ইসলামিক জ্ঞানও তত বেশি নেই এর মানে এই নয় যে আমাদের নামাজ হচ্ছেনা!আল্লাহ বলছেন আমলের উপর নির্ভর করি আমি এত এব আল্লাহ মুখের কথা বিশ্বাস করেনা অন্তরের কথা বিশ্বাস করেন।জাযাকাল্লাহ।
এতো দিনে এতো এতো আলেমদের টনক নরলো কোথায় ছিলো তারা এতোদিন
سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ
এই প্রথম ব্যাক্তিগত আক্রমণ ছাড়া এতো সুন্দর সমাধান ভালো লাগছে 😍
প্রত্যেকটা অক্ষরের মাখরাজ জেনে উচ্চারণ করা উচিত আল্লাহ সবাইকে মাফ করুন সবাইকে শেখার তৌফিক দান করুন
অধিকাংশ মানুষই ভুল বলে-'হুলিমান' বলে।আদনান সাহেবকে ধন্যবাদ। এই ভুল ধরিয়ে দেওয়ার জন্য
সামান্য বিষয় নিয়ে এতো আলোচনা আর দেশে কুরআনের আইন চলেনা এটা জে কতো বড় ভুল এটা নিয়ে সব আলেম কথা বলে না 😭😭😭
ছাগল নাকি আপনি??? এটা সামান্য?? সারা জীবন আমরা ভুল নামাজ পরে অনেকে কবোরে গিয়েছে, আমরা ভুল নামাজ পড়ার কারনে এখন জানলাম এতোদিনের সব জিরো। এটা সামান্য? পরিক্ষার খাতায় ভুল লিখলেও সঠিক অল্প লিখলে কিছু নাম্বার পাওয়া যায়। আল্লাহর ইবাদতে ভুল কলেমা বা নিয়মে পড়লে সব জিরো। যে নামাজের জন্য আমরা মানব জাতি পৃথিবীতে সেটাই সারা জীবন জিরো।
বাংলাদেশ মানেই পাগলা গারোদের কারখানা....... কোনো একটা বিষয় পেলে হলো সবাই নেমে পড়বে...... হায়রে আল্লাহ, মাঝে মধ্যে এতো গাল দিতে ইচ্ছে করে......
Quraner Aeen abar ochol holo kobay theke ? 😅😂😃
Amin
রাইট হুজুর।
কারণ ওয়াকফো ও নাই উলটা পেস ও নাই খাড়া জবর ও নাই তা হলে ওখানে ছাড়ার ও সুজক নাই।আবার এক আলিফ টান ও নাই।
আর হু তো আল্লাহর সাথে লিমানের সাথেও না অতএব আপনার কথাই সঠিক।
হে আমাদের রব আমাদের সঠিক বুঝ দান করুন।
সহজ বিষয় কে সাধারণ মানুষের নিকট বাড়াবাড়ি করার যোগান বানিয়ে ভাইরালের নেশা।
আবু ত্বহা আদনান কে ধন্যবাদ জানাই ❤