ধন্যবাদ। সিনেমাটি আবার দেখার ইচ্ছে ছিল, আজ তা পূরণ হয়ে গেল। সব তাবড় তাবড় অভিনেতারা। দেখতে দেখতে মন বিষন্ন হয়ে যায়, আজ দুই নায়িকা ছাড়া আর কেউই আমাদের মধ্যে নেই। সেই সব দিন আর ফিরবে না।
কী অসাধারণ সৃষ্টি। বর্তমান অন্ধকারাচ্ছন্ন যুগ থেকে বেরিয়ে স্বর্ণযুগে ঢুকে পড়েছিলাম প্রায় ৬৮বছর বয়সে এই মুভি দেখতে পাবো এবং সেই সময়টাকে ছুঁতে পারবো এটা ভাবি নি। কিন্তু এই মুভিটি আপলোডের জন্য ধন্যবাদ। কে ছিল না তৎকালীন দিনের অভিনেতাদের মধ্যে। এখনো দুজন নায়িকা আমাদের মধ্যে আছেন। বোধহয় এই স্বর্ণযুগ আর কোনোদিনও ফিরে আসবেনা। আগামী প্রজন্ম বঞ্চিতই থেকে যাবে নতুন যা কিছু আসছে তার মধ্যে কোন প্রাণ নেই। অন্তত আমার তো তাই মনে হয়। নমস্কার জানবেন।
Windows productions r movies gulo otota kharap noi, ekbar dekhte paren. Ami '67 born, kintu keno janina...b&w movies, she Hindi/Bangla jai hok: beshee bhalo laage. Ki janen, amar mone hoi ekhane nostalgia khub kaaj kore. Shei DDr channel, weekend e duto chobi dekhtam, amra aar barir kaaj r lokera shobai mile, kokhono bondhurao chole ashto. Ja khabar hoto, tai bhaag kore khetam. Shei jug aar nei moshai, tai TH-cam aar Amazon i bhorsha 🙏
কি অসাধারণ সিনেমা ! উত্তম, সৌমিত্র, হারাধন, বিকাশ, অপর্না, সন্ধ্যা, উৎপল...কার কথা বলব, কার অভিনয় সেরা ? - সেটাই তো বুঝে উঠতে পালাম না। এক লহমায় সুদূর অতীতে ফিরে গিয়েছিলাম এতক্ষণ। অসংখ্য ধন্যবাদ চ্যানেলকে সিনেমাটি আপলোড করার জন্য। পুরানো ছবিগুলো আরও দেখতে চাই।
এইজন্যই তো ঐ সময় টাকে স্বর্ন যুগ বলা হয়। একসাথে আবির্ভাব ঘটেছে অভিনেতা অভিনেত্রী গীতিকার সুরকার কন্ঠশিল্পী, সব মিলিয়ে যেন তারা দের মেলা, এখনো দু একজন রয়েছে এনাদের মধ্যে।
"অপরিচিত"সিনেমার এইরকম একটি ঝকঝকে প্রিন্ট আপলোড করার জন্যে আপনাদের অজস্র ধন্যবাদ।কাল রাত্রে ২টো পর্যন্ত দেখে শেষ করেছি।আপনারা ফাটিয়ে দিচ্ছেন একেবারে।জুগ জুগ জিও Channel B.👍👍👍💐💐💐
প্রথমত ২ ঘন্টা ২৫ মিনিটের ছবিটাকে কেটে ১ঘন্টা ৫৫ মিনিট করেছে। অধিকাংশ সংলাপ অস্পষ্ট। সুবীর সেন ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানটা অর্ধেকটা রেখেছে। সন্ধ্যা ও সৌমিত্রর অভিনয়ের অনেকটা অংশ বাদ দেওয়াতে, দোলার (সন্ধ্যা) চরিত্রায়ন সঠিক পাওয়া গেল না। ছবিটা খাপছাড়া হয়েগেছে। তবুও বলছেন ভালো লেগেছে। ধন্যবাদ।
Unparallel movie. Mind blowing acting. I can't imagine today any one from Tollywood can perform as good as Uttam, Saumitra or Aparna. Just Unparallel. None of them are alive today except Aparna & Sandhya Roy.
একদম ঠিক বলেছেন। ছবিটা দেখছিলাম আর মনে পরছিল একদম ছোটবেলায় (১৯৭৭ সাল) দেখা ইডিয়েট নাটক দেখার স্মৃতি। যেখানে অপর্না সেনের চরিত্রে ছিল শম্পা রেজা, সৌমিত্রের ভুমিকায় বুলবুল আহমেদ, রাইসুল ইসলাম আসাদ ছিলেন উত্তমের ভুমিকায় আর সন্ধ্যা রায়ের ভুমিকায় ছিলেন সুবর্না। তারাও এতো অসাধারন অভিনয় করেছিলেন যে এখনো মনে দাগ কেটে আছে।
সৌমিত্র চ্যাটার্জী, বিকাশ রায় - এনাদের অসাধারণ অভিনয়ের কথা উল্লেখই করলেন না। এটা কিন্তু নিরপেক্ষ বিচার একেবারেই হোলোনা। মহানায়কের অসাধারণ অভিনয়ের পাশাপাশি এনারাও অনবদ্য অবদান রেখে গেছেন এই চলচ্চিত্রে। এনাদের সকলকেই শ্রদ্ধা নিবেদন করি অন্তর থেকে।
Amr 25 Boise kintu 18 Boise thak movie dekchi ,amr uttam kumar khub bhalo lage .ono movie dekhte echao kora na .ki bolbo manush Tak khub valo lage ❤❤❤Kano ato tatr tari chole galen.😢
পুরোনো দিনের এইসব ছবি সিনেমা হলে দেখেছি এখন মোবাইলে, উত্তমকুমার অবশ্যই নাম্বার ওয়ান কিন্তু বাকি সকলেও ভালো ছিলেন বলেই প্রজন্মের পর প্রজন্ম সবার মনে জায়গা করে নিচ্ছে।
উত্তম কুমারের প্রায় সব সিনেমা আমার দেখা। এটা একরকম ধারনা ছিল আমার। কিন্তু আস্তে আস্তে দেখি অনেক অনেক মুভি বের হতে থাকে। জানিনা কতগুলো মুভি আছে নায়ক উত্তম কুমারের। যতদিন না দেখা শেষ হচ্ছে বেঁচে থাকলে দেখতেই থাকবো।
Mind blowing creation.No appreciation is enough for this eternal heart touching movie. Now says no such sensational story and so deep minded direction is found.Thanks lot for presentation of this good movie movie.
১৯৭১ এ একটা সিনেমা হলে অপরিচিত দেখেছিলাম। খুব ভালো লেগেছিল, চার জন অসামান্য অভিনেতা - অভিনেত্রীর উচ্চমানের অভিনয় দেখে। তখন আমার বয়স ছিল ১৪ - ১৫। তারপর এতদিন পর মোবাইল ফোনের স্ক্রিনে ঐ সিনেমাটা দেখছি। অসাধারণ সিনেমা। আর উত্তম - সৌমিত্র - অপর্ণা - সন্ধ্যা রায়ের অভিনয় ভাবাই যায় না। অসাধারণ অভিজ্ঞতা।
জুনিয়ার কলেজে পড়ার সময় এই ছবিটা দেখেছিলাম। অভিভূত হয়ে গিয়েছিলাম। আজ আবার দেখলাম। আজও সেই একই অবস্থা! সবাই অসাধারণ অভিনয় করেছেন কিন্তু উত্তমকুমারের কোনো তুলনা নেই। কেন যে তিনি অদ্বিতীয় মহানায়ক তা এই ছবি দেখলে বোঝা যায়! চিরকাল তাঁকে ভালোবেসে এসেছি। আজও বাসি। না বেসে যে উপায় নেই! 😢
খুব ভালো লাগলো আপনাদের ধন্যবাদ সিনেমাটা ৫০ বছর পর আবার দেখার সুযোগ করে দেবার জন্য। একটি অনুরোধ যদি সংসার সীমান্তে ফিল্মটা যদি দেখানোর ব্যবস্থা করেন খুব ভালো হয়
এই ছবিটা আমি আগে দেখিনি কিন্তু এই একই কাহিনী নিয়ে একটা হিন্দি ছবি দেখেছিলাম নানা পাটেকর অভিনীত নামটা ছিল সম্ভবত যশবন্ত, মুগ্ধ হয়েছিলাম, আর আজ যখন এই ছবিটা দেখলাম বাংলা ছবির দুই মহানায়কের অভিনয় যেন নতুন করে ভালবাসার এক নতুন অর্থ খুঁজে পেলাম।
Very good movie after a long time. Such dedicated movies are not under the scope of present generation production and viewers. Highly sophisticated roles by Saumitra, Uttam Kumar, Aparna & Sandhya .
2024 এ এসে আমি এখনো সেই উত্তম কুমার আর সৌমিত্র চট্টোপাধ্যায় এর যুগেই রয়ে গেলাম,,,😌🌼 এখন যেখানে আমার বয়সী ছেলে মেয়েদের ক্র্যাশ দেব, জিৎ,ঋত্বিক সেখানে আমার জীবনে সেরা নায়ক তোমরাই,,😇❤️🩹
ভাষা হারিয়ে ফেলেছি।কি ছবি দেখলাম। কোনো মন্তব্য করতে পারলামনা। ৭১ বছর বয়সে এসে এরকম ছবি দেখলাম।
ঢাকা বাংলাদেশ থেকে।
ছবিটা দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
❤❤
ধন্যবাদ।
সিনেমাটি আবার দেখার ইচ্ছে ছিল, আজ তা পূরণ হয়ে গেল।
সব তাবড় তাবড় অভিনেতারা।
দেখতে দেখতে মন বিষন্ন হয়ে যায়, আজ দুই নায়িকা ছাড়া আর কেউই আমাদের মধ্যে নেই।
সেই সব দিন আর ফিরবে না।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
কী অসাধারণ সৃষ্টি। বর্তমান অন্ধকারাচ্ছন্ন যুগ থেকে বেরিয়ে স্বর্ণযুগে ঢুকে পড়েছিলাম প্রায় ৬৮বছর বয়সে এই মুভি দেখতে পাবো এবং সেই সময়টাকে ছুঁতে পারবো এটা ভাবি নি। কিন্তু এই মুভিটি আপলোডের জন্য ধন্যবাদ। কে ছিল না তৎকালীন দিনের অভিনেতাদের মধ্যে। এখনো দুজন নায়িকা আমাদের মধ্যে আছেন। বোধহয় এই স্বর্ণযুগ আর কোনোদিনও ফিরে আসবেনা। আগামী প্রজন্ম বঞ্চিতই থেকে যাবে নতুন যা কিছু আসছে তার মধ্যে কোন প্রাণ নেই। অন্তত আমার তো তাই মনে হয়। নমস্কার জানবেন।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
Windows productions r movies gulo otota kharap noi, ekbar dekhte paren. Ami '67 born, kintu keno janina...b&w movies, she Hindi/Bangla jai hok: beshee bhalo laage. Ki janen, amar mone hoi ekhane nostalgia khub kaaj kore. Shei DDr channel, weekend e duto chobi dekhtam, amra aar barir kaaj r lokera shobai mile, kokhono bondhurao chole ashto. Ja khabar hoto, tai bhaag kore khetam. Shei jug aar nei moshai, tai TH-cam aar Amazon i bhorsha 🙏
Ttttttttttt5ttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt5ttt
@@ChannelBDigital good movie
@@krishnenduhazra3376 Thanks for watching and loving the movie... Keep watching and enjoy
উত্তমকুমার অসাধারণ। সেরা। সত্যিই মহানায়ক।👌🙏🙏🙏
কি অসাধারণ সিনেমা ! উত্তম, সৌমিত্র, হারাধন, বিকাশ, অপর্না, সন্ধ্যা, উৎপল...কার কথা বলব, কার অভিনয় সেরা ? - সেটাই তো বুঝে উঠতে পালাম না। এক লহমায় সুদূর অতীতে ফিরে গিয়েছিলাম এতক্ষণ। অসংখ্য ধন্যবাদ চ্যানেলকে সিনেমাটি আপলোড করার জন্য। পুরানো ছবিগুলো আরও দেখতে চাই।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
এইজন্যই তো ঐ সময় টাকে স্বর্ন যুগ বলা হয়। একসাথে আবির্ভাব ঘটেছে অভিনেতা অভিনেত্রী গীতিকার সুরকার কন্ঠশিল্পী, সব মিলিয়ে যেন তারা দের মেলা, এখনো দু একজন রয়েছে এনাদের মধ্যে।
সমরেশ বসুর লেখা তাই অভিনয় যদি ভাল না হয় সেটা কি অভিপ্রেত। ❤ অসাধারণ
"অপরিচিত"সিনেমার এইরকম একটি ঝকঝকে প্রিন্ট আপলোড করার জন্যে আপনাদের অজস্র ধন্যবাদ।কাল রাত্রে ২টো পর্যন্ত দেখে শেষ করেছি।আপনারা ফাটিয়ে দিচ্ছেন একেবারে।জুগ জুগ জিও Channel B.👍👍👍💐💐💐
🙏
@@ChannelBDigital koto bangla chaya chabi nosto hoyegeche jodi doya Kore firiye ana somvob hoy kajollata,Necklece ,joutuk,chandranath,chirokumar sabha,Manmoyee girls school,Nabinjatra,bakul,Necklece1961 Jatra holo suru jodi firiye ana somvob hoy,shikar
প্রথমত ২ ঘন্টা ২৫ মিনিটের ছবিটাকে কেটে ১ঘন্টা ৫৫ মিনিট করেছে। অধিকাংশ সংলাপ অস্পষ্ট। সুবীর সেন ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানটা অর্ধেকটা রেখেছে। সন্ধ্যা ও সৌমিত্রর অভিনয়ের অনেকটা অংশ বাদ দেওয়াতে, দোলার (সন্ধ্যা) চরিত্রায়ন সঠিক পাওয়া গেল না। ছবিটা খাপছাড়া হয়েগেছে। তবুও বলছেন ভালো লেগেছে। ধন্যবাদ।
@@bikashsarkar2422 আসলে এঁরা নিজেদের একটু আঁতেল দেখাতে আর তেল দিতে সব্জায়গাতেই ''ভাল লেগেছে'' লিখে দেয়
@@bikashsarkar2422 right
Unparallel movie. Mind blowing acting. I can't imagine today any one from Tollywood can perform as good as Uttam, Saumitra or Aparna. Just Unparallel. None of them are alive today except Aparna & Sandhya Roy.
Thanks for watching and immensly loving and appreciating the movie... Keep watching and enjoy
সিনেমা টা দেখার ইচ্ছে অনেক বছর ধরে ছিলো অবশেষে দেখার পরে মনে হলো কি দেখলাম আর কি এই অভিনয় দেখতে পাবো। বলার কিছুই নেই শুধু মন্ত্র মুগ্ধের মত দেখলাম
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
উত্তম,এই সিনেমাতে প্রত্যেকটা সত্যিকার প্রেমিকের প্রতিনিধিত্ব করেছে। যিনি এই গল্পটা লিখেছেন তার প্রতি রইলো কৃতজ্ঞতা।
, ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
সমরেশ বসুর লেখা
এটা দস্তয়েভস্কির 'দ্যা ইডিয়ট' উপন্যাসের অনুকরণে বানানো।
একদম ঠিক বলেছেন। ছবিটা দেখছিলাম আর মনে পরছিল একদম ছোটবেলায় (১৯৭৭ সাল) দেখা ইডিয়েট নাটক দেখার স্মৃতি। যেখানে অপর্না সেনের চরিত্রে ছিল শম্পা রেজা, সৌমিত্রের ভুমিকায় বুলবুল আহমেদ, রাইসুল ইসলাম আসাদ ছিলেন উত্তমের ভুমিকায় আর সন্ধ্যা রায়ের ভুমিকায় ছিলেন সুবর্না। তারাও এতো অসাধারন অভিনয় করেছিলেন যে এখনো মনে দাগ কেটে আছে।
সন্ধ্যা রায়ের এরকম আধুনিক ভাবে আগে দেখিনি ভালোই লাগলো
অসাধারণ সিনেমা।উত্তম কুমারের অনবদ্য অভিনয় মন জয় করে নিল।🔥🔥🔥👍👍👍❤️❤️❤️
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
Very nice
Thanks for watching and immensly loving the movie... Keep watching and enjoy
@@alokkumarsingha3631 Thanks for watching and loving the movie... Keep watching and enjoy
সৌমিত্র চ্যাটার্জী, বিকাশ রায় - এনাদের অসাধারণ অভিনয়ের কথা উল্লেখই করলেন না। এটা কিন্তু নিরপেক্ষ বিচার একেবারেই হোলোনা। মহানায়কের অসাধারণ অভিনয়ের পাশাপাশি এনারাও অনবদ্য অবদান রেখে গেছেন এই চলচ্চিত্রে। এনাদের সকলকেই শ্রদ্ধা নিবেদন করি অন্তর থেকে।
Amr 25 Boise kintu 18 Boise thak movie dekchi ,amr uttam kumar khub bhalo lage .ono movie dekhte echao kora na .ki bolbo manush Tak khub valo lage ❤❤❤Kano ato tatr tari chole galen.😢
👍
😢
Priy mukh gulo ei movie te aar uttam babur kotha ki bolbo oni sorbo shrestho pran priy ekjon ovineta khub sundor movie ta mon vore gelo ❤❤❤❤❤
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
Thanks
🙏
*ONE AND ONLY UTTAM KUMAR*
উত্তম সৌমিত্র দুই দিকপাল অভিনেতা
২০২৩ এ এসেও আমি এখনো সেকালে রয়ে গেলাম৷ ❤❤উত্তমকুমার ই সেরা
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
Atake sekele bole na .Mon joy kora chobi.
আমারও একই অবস্থা!
Ami jatadur mone pare 1969 e ei cinema ti dekhechhilm. Darun darun aaj ami 71 years.
পুরোনো দিনের এইসব ছবি সিনেমা হলে দেখেছি এখন মোবাইলে, উত্তমকুমার অবশ্যই নাম্বার ওয়ান কিন্তু বাকি সকলেও ভালো ছিলেন বলেই প্রজন্মের পর প্রজন্ম সবার মনে জায়গা করে নিচ্ছে।
বাক রুদ্ধ হয়ে গেছে। কি দেখলাম। সবার অভিনয় অনবদ্য।
অভিনয় 👌👌👍 কমল পুর ধলাই ত্রিপুরা 🙏🏻
Soumitra simply awesome. Uttam as usual. Aparna versatile.
Thanks for watching and loving... Keep watching and enjoy
Extraordinary performances by Bikas Roy, Utpal Dutta, Uttam Kumar, Soumitra Chatterjee, Aparna Sen and others.
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
Anabadyo ovinoy dokkhota sabar
খুব smart ছবি , উত্তাম কুমার ও সৌমিত্র চ্যাটার্জি আনবদ্য ।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
উত্তম কুমারের প্রায় সব সিনেমা আমার দেখা। এটা একরকম ধারনা ছিল আমার। কিন্তু আস্তে আস্তে দেখি অনেক অনেক মুভি বের হতে থাকে। জানিনা কতগুলো মুভি আছে নায়ক উত্তম কুমারের।
যতদিন না দেখা শেষ হচ্ছে বেঁচে থাকলে দেখতেই থাকবো।
❤sweet heart uttam
খুব দেখার ইচ্ছে ছিল এখনই ----- তবে অন্য কাজ করতে করতে মনোযোগ দিতে পারছি না 🙏 সময়মতো দেখবো ---- অবশ্যই আজকে -----
অনেক ধন্যবাদ আপনাদের 🌹
অসাধারণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ❤️
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
শুধু শুধু কি আর মহানায়ক বলা হয়?
অসাধারণ অভিনয়।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
কলেজ জীবনে দেখেছিলাম আজ আবার দেখলাম,অসাধারণ গল্প,অনবদ্য অভিনয়। স্বর্ণযুগের এই সব সিনেেমা কোথায় হারিয়ে গেলো।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
কত সালের ছবি এটা??
আমরা দুই বন্ধু ও কলেজ পালিয়ে দমদম নেত্র হলে দেখেছিলাম। সেই দিন গুলো মনে পড়ে গেল। অসাধারণ
আগে দেখেছি ।কিন্তু এই print more clear. ভাল লাগল । বাংলা সিনেমা এক সময় যুগের থেকে অনেক এগিয়ে ছিল, এই সিনেমাটা তার আদর্শ উদাহরণ । Thanks for uploading.
You are most welcome... Thanks for watching and loving the movie... Keep watching and enjoy
Very nice old is gold
@@suprabhatmajee9186 Thanks for watching and loving the movie... Keep watching and enjoy
You are absolutely right. These movies were ahead of time.
অসাধারণ একটি ছায়াছবি। এখনকার দিনে এমন ছবি আশা করা যায় না।
।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
Wow 😯😯 fantastic....movie
Legend Artist ❤️❤️
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
Mind blowing creation.No appreciation is enough for this eternal heart touching movie. Now says no such sensational story and so deep minded direction is found.Thanks lot for presentation of this good movie movie.
Thanks for watching and immensely loving and appreciating the movie... Keep watching and enjoy
Khub valo laglo, seshe chokher jol o atkate parlam na. Uttom kumarer jonno boro kosto hochchilo. Bechara ato valobese o pelo na nijer kankhita k. 😢
Thanks for watching and loving the movie... Keep watching and enjoy
কী অসাধারণ 🙏
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
Khub bhalo laglo...sobai mile jomie dieche..
Thanks for watching and immensly loving the movie... Keep watching and enjoy
আজ আমর বয়স ৬৩+ ছোট বেলায় কিশোর বয়সে তাবুর সিনেমা হলে দেখেছি। কি অসাধারণ ছায়াছবি। আমি আমার অতীত কে ফিরে পেলাম। 💚
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
❤❤😂❤)l0
@@ChannelBDigital0:13 😊😊😊
Q .@@Allin-dp5vm
১৯৭১ এ একটা সিনেমা হলে অপরিচিত দেখেছিলাম। খুব ভালো লেগেছিল, চার জন অসামান্য অভিনেতা - অভিনেত্রীর উচ্চমানের অভিনয় দেখে। তখন আমার বয়স ছিল ১৪ - ১৫। তারপর এতদিন পর মোবাইল ফোনের স্ক্রিনে ঐ সিনেমাটা দেখছি। অসাধারণ সিনেমা। আর উত্তম - সৌমিত্র - অপর্ণা - সন্ধ্যা রায়ের অভিনয় ভাবাই যায় না। অসাধারণ অভিজ্ঞতা।
ছবিটি দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
খুব সুন্দর সিনেমা , এই সিনেমার হিন্দী রিমেক -"যুগপুরুষ" এক কথায় অতি সুন্দর, নানা পাটেকার অভিনয় অসাধারণ।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
Khub sundor laglo ❤❤❤
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
জুনিয়ার কলেজে পড়ার সময় এই ছবিটা দেখেছিলাম। অভিভূত হয়ে গিয়েছিলাম। আজ আবার দেখলাম। আজও সেই একই অবস্থা! সবাই অসাধারণ অভিনয় করেছেন কিন্তু উত্তমকুমারের কোনো তুলনা নেই। কেন যে তিনি অদ্বিতীয় মহানায়ক তা এই ছবি দেখলে বোঝা যায়! চিরকাল তাঁকে ভালোবেসে এসেছি। আজও বাসি। না বেসে যে উপায় নেই! 😢
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
এক কথায় অসাধারণ।
কালজয়ী ❤❤
ছবিটি দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
খুব ভালো লাগলো আপনাদের ধন্যবাদ সিনেমাটা ৫০ বছর পর আবার দেখার সুযোগ করে দেবার জন্য। একটি অনুরোধ যদি সংসার সীমান্তে ফিল্মটা যদি দেখানোর ব্যবস্থা করেন খুব ভালো হয়
আমরা চেষ্টা করবো। ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
Songsar Simante aar dekha janena, Tarun Majumdar ekta interview te janiyechhen
চন্দ্র নাথ বইটা বছর পাঁচেক আগে দেখেছিলাম এই ইউ টিউবেই! তারপর যে প্রিন্টটা কোথায় গেল!? শোনা যাচ্ছে, ওর প্রিন্ট পাওয়া যাচ্ছে না; বড়ই অদ্ভুত ব্যাপার!
I never ever see a actor like him. I’m obsessed with his personality n acting. What a actor he was!!!
I am waiting to watch it.
Uttam Kumar with his towering personality has squashed everybody.
Very ture
Absolutely
In that era no one can squashed anyone.
23 বছর বয়সে ও ভালো লাগার পুরোনো দিনের movie😃old মানেই gold
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
এই ছবিটা আমি আগে দেখিনি কিন্তু এই একই কাহিনী নিয়ে একটা হিন্দি ছবি দেখেছিলাম নানা পাটেকর অভিনীত নামটা ছিল সম্ভবত যশবন্ত, মুগ্ধ হয়েছিলাম, আর আজ যখন এই ছবিটা দেখলাম বাংলা ছবির দুই মহানায়কের অভিনয় যেন নতুন করে ভালবাসার এক নতুন অর্থ খুঁজে পেলাম।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
দুই নয়। মহানায়ক একজনই। সৌমিত্র অসাধারণ অভিনেতা কিন্ত উত্তমকুমারের তুলনা শুধু তিনি নিজেই!
2024 সালে মুভিটা কে কে দেখছেন আমার কমেন্ট করে জানাবেন ❤❤❤
তালদিলেন।
আমি
আমি আছি 🌼😌
Borsha dekhchi Madam, sei somoy ta jodi chakkhush dekha jeto..
@@architabhowmick কোথায় আছেন
অনবদ্য❤
ছবিটি দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
Nice movie. Darun 😊
Thanks for watching and immensly loving the movie... Keep watching and enjoy
Loveliest picture of the yesteryear
Thanks for watching and immensly loving the movie... Keep watching and enjoy
Love forever uttom kumar ❤️2023
Very good movie after a long time. Such dedicated movies are not under the scope of present generation production and viewers. Highly sophisticated roles by Saumitra, Uttam Kumar, Aparna & Sandhya .
Thanks for watching and immensly loving the movie... Keep watching and enjoy
সবার অভিনয় আমার ঘুম কেড়ে নিয়ে পুরোটাই দেখার সৌভাগ্য করে দিল।👍👍👍👌👌👌👏👏👏❤️❤️❤️🌹🌹🌹
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
বহুদিন অপেক্ষা করেছিলাম....🙏🙏🙏
উত্তম সৌমিত্র দুজনেই অনবদ্য তখনকার সিনেমা গল্পে অসাধারণ ভালো লাগলো ❤
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
Great acting. এই রকম flim এখন কম হয়
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
খুব ভাল লাগল। 👍👍👍❤❤❤
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
Saumitra babur acting oshadharon👌👌
Thanks for watching and loving... Keep watching and enjoy
অসাধারণ একটা সিনেমা অসাধারণ অভিনয়।
ছবিটি দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
Society is a mixture of every thing,ultimately we have to stay in our respective area for a short 😮 duration only.
দেখার ইচ্ছে নিয়ে অপেক্ষা করছি । কোনোদিন এই ছবি দেখার সৌভাগ্য হয়নি
L
দুই নায়ক ওই আমার খুব প্রিয় মোটামুটি অনেক মুভি দেখা হয়ে গেছে but.. যতো বারওই দেখি ততই ভালো পুরানো দিন গুলোই ভালো ছিলো ❤
ছবিটি দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
Asadharon excellent 👌👌👌👍 khub bhalo laglo amar movie ti
20,12,2023
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
Khub valo beautiful movie❤❤❤❤
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
Very good Rare movie Starring Uttam kumar and Soumitro
thanks for the upload
Can you pls upload Alo Amar Alo.
Thanks for watching and immensly loving the movie... Keep watching and enjoy
উত্তম কুমারের সব movie এখনও search দিয়ে দেখিব,, যদিও আমার জন্ম বিংশ শতাব্দীতে ,, from Bangladesh 🇧🇩🇧🇩
বিংশ শতাব্দীতে জন্ম হলে আপনার বয়স ২৫ বা ১২৫ বছর বা এর মধ্যে যেকোনো বয়স হতে পারে। শতাব্দী সম্বন্ধে সঠিক জ্ঞান থাকা প্রয়োজন। from India.
@@parthapratimdas4530 আমার Date of birth 1997 ,
তো কোন শতাব্দী হবে ?
আপনার idea আছে শতাব্দী সম্পর্কে ?
এই ১৭ বছর বয়সে কেমন যেন সৌমিত্র চ্যাটার্জির বড় ভক্ত হয়ে গেলাম❤
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
পুরানো ছবিগুলো দেখতে দেখতে মনে হয় আবার সেই বয়সে ফিরে যেতে।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
পুরো টিমটি অসাধারণ।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
উত্তম কুমার থেকে সৌমিত্র অভিনয় আমার ভালো লেগেছে...... তবে উত্তম কুমার একজন লেজেন্ট.... মহানায়ক.....
অসাধারণ love from South Korea
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
Sobai ultimate legend 🙏🙏🙏🙏
Legend soumitra ❤
I am 21 years old but I love old Bangla movie old is gold
Clear. Picture. Good. Showing. Thank. You
You are most welcome... Thanks for watching and loving... Keep watching and enjoy
Ahhh Heart touching movie!!!
Thanks for watching and loving the movie... Keep watching and enjoy
2024 এ এসে আমি এখনো সেই উত্তম কুমার আর সৌমিত্র চট্টোপাধ্যায় এর যুগেই রয়ে গেলাম,,,😌🌼 এখন যেখানে আমার বয়সী ছেলে মেয়েদের ক্র্যাশ দেব, জিৎ,ঋত্বিক সেখানে আমার জীবনে সেরা নায়ক তোমরাই,,😇❤️🩹
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
সৌমিত্র চট্টোপাধ্যায় অসাধারণ।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
Wonderful acting.❤❤❤
Thanks for watching and loving... Keep watching and enjoy
Salute. Hatsoff. Sakalke. AnabadyaAparnadidi
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
Thanks for uploading a beautiful movie of Golden Era. If possible kindly upload Kaajallata movie
You are most welcome... Kajallata is presently not available anywhere... Thanks for watching and immensly loving the movie... Keep watching and enjoy
অসাধারণ একটা মুভি
ছবিটি দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
আমি ৪বার আমার উওমের সিনেমা র কোন অরুচি নেই যতবার দেখি নতুন লাগে❤❤
Mahanayok was the
Great ❤️ 👍
I am 18 but still I love this 70’s
Ashadharon movie atulonio sakoler avinoy,mahanayok uttomkumarer kathato badi dilam,s chatterji o spellbound kore diyechhen,unara aki akashe 2ti bright stars.Aporna senke amar khub valo lage,valolagena unar wigti,,artificial bojhai jay.
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
Highly Waiting for this one... ❤️
সৌমিত্র অসাধারণ উত্তম সাধারণ
ছবিটি দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
Very pain full movie.... There is a social message in this movie.....
Thanks for watching and loving the movie... Keep watching and enjoy
২০২৪ সালের নভেম্বরে এসে দেখছি😊
AMAZING
Thanks for watching and loving the movie... Keep watching and enjoy
Like kore diyechi
Awesome
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
Ai Cinema dekhar ektai anondo shob Legend der Kochi Boyosh
Masterpiece
Thanks for watching and immensly loving the movie... Keep watching and enjoy
সবাই এত ভালো অভিনেতা অভিনেত্রী,কাকে বাদ দিয়ে কার কথা বলব❤ তবে সৌমিত্রই আমার সবচে প্রিয়,বলা যেতে পারে প্রিয়তম😍❤️💘
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
KHUB SUNDOR CHOBI
.
Thanks for watching and immensly loving the movie... Keep watching and enjoy
Beautiful picture ❤❤❤❤❤❤❤
Thanks for watching and loving the movie... Keep watching and enjoy
সিনেমা দেখার আগে কমেন্ট করছি 🙏🏻🙏🏻🙏🏻❤❤২০২৩ মার্চ ১৮
অনেক দামি এক খানি ছবি ❤🙏🏻