পাখির জীবন বাচাঁতে যে এন্টিবায়োটিক গুলো অবশ্যই হাতের কাছে রাখবেন । Important Antibiotic For Birds I

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 192

  • @HelaluddinHelal-v5r
    @HelaluddinHelal-v5r หลายเดือนก่อน

    ধন্যবাদ স্যার আপনার অনুষ্ঠানটি খুবই ভালো লেগেছে।

  • @RobHoque
    @RobHoque ปีที่แล้ว +2

    জরুরী ছিল, ধন‌্যবাদ।

  • @mdshopno3441
    @mdshopno3441 ปีที่แล้ว +1

    আপনার প্রতি অসংখ্য ভালোবাসা রইল
    আপনিই প্রথম এমন সুন্দর ভাবে সবকিছু ভেঙে বোঝাতে সক্ষম

  • @MdSujon-cc7fm
    @MdSujon-cc7fm หลายเดือนก่อน

    আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল

  • @Lamiaarist123
    @Lamiaarist123 ปีที่แล้ว +1

    অনেক ভালো লাগলো

  • @tamimahaider2391
    @tamimahaider2391 ปีที่แล้ว +1

    ধন্যবাদ আপনাকে

  • @klinton806
    @klinton806 ปีที่แล้ว +2

    পাখির অসুখ আর তার প্রতিকার জন্য আগ্রহ দেখেই আমি সবসময় আগ্রহ নিয়ে আপনার সবগুলা ভিডিও দেখি

  • @lifewithbirds3737
    @lifewithbirds3737 ปีที่แล้ว +1

    ধন্যবাদ ভাই এমন ভালো ভাবে গুছিয়ে বলার জন্য

  • @shawon143
    @shawon143 ปีที่แล้ว +1

    ধন্যবাদ প্রিয় ভাই

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว

      শুভ কামনা রইলো

    • @liton_user-xh2lj3ki4n
      @liton_user-xh2lj3ki4n ปีที่แล้ว +1

      ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ভিডিও র জন্য, দোয়া রইলো।

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว

      @@liton_user-xh2lj3ki4n শুভকামনা রইলো

  • @Asadmiah-z4e
    @Asadmiah-z4e หลายเดือนก่อน

    মক্সাসিলিন গ্রুপের ঔষধ খাওয়ানো যাবে কি,,,, পাতলা পায়খানা,,হালকা ঠান্ডা আছে

  • @farhanaafroz6589
    @farhanaafroz6589 11 หลายเดือนก่อน +1

    আপনার সব ভিডিও খুব ভালো পরামর্শ নিয়ে তৈরী করা হয়েছে। আরো বেশী ভালো হতো যদি প্রতি টা পাখির অসুস্থ বা রোগের সাথে ঐ রোগে আক্রান্ত পাখির ছবি এবং পায়খানা র ছবি বা ভিডিও সহ ওষুধ এর নাম গুলো থাকত। তাহলে আমাদের অনেক উপকার হবে। ধন্যবাদ আপনাকে।

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  11 หลายเดือนก่อน

      জি চেস্টা করবো

  • @nazrulmondal1639
    @nazrulmondal1639 หลายเดือนก่อน

    স্যার enrofloxacin এটি কি পাখির জন্য নিরাপদ।এটা কি কি রোগে দেওয়া যাবে।এর ডোজ কত।ভারত থেকে বলছি

  • @ChancalNrL
    @ChancalNrL 3 หลายเดือนก่อน +1

    👍👍👍

  • @oliverqueen6702
    @oliverqueen6702 ปีที่แล้ว +1

    Good advice

  • @শিশিরএগ্রো2
    @শিশিরএগ্রো2 2 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম আমার একজোড়া কোকা কবুতর অনেক ঠান্ডা কিছুতেই ভালো হচ্ছে না কি ওষুধ ব্যবহার করবো প্লিজ একটু জানাবেন

  • @arundash3423
    @arundash3423 ปีที่แล้ว +1

    মিজু ভাই ,আপনার পাখি সংক্রান্ত ভিডিও গুলি খুবই উপকারী। আমার বাজরিগার পাখির কিছু বাচ্চার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এর কি চিকিত্সা দয়া করে যদি বলেন ,উপকৃত হবো।

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว

      ডাইরোভেট ২ গ্রাম + সেফা১-১ গ্রাম একসাথে ১ লিটার পানিতে মিশিয়ে দিনে ২ বার ১ এম এল পরিমান পানি ধরে খাইয়ে দিন ৭ দিন। প্রতিবার নতুন করে মেডিসিন পানি মিলাবেন।

  • @sayeedvission195
    @sayeedvission195 6 หลายเดือนก่อน +1

    স্যার আসসালামুয়ালাইকুম আপনি মুরগির চিকিৎসা সম্পর্কে আলোচনা পরামর্শ দিলে উপকৃত হতাম ধন্যবাদ

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  6 หลายเดือนก่อน

      আমিতো মুরগী পালিনা ভাইয়া। পাখি মুরগী প্রায় সেম চিকিৎসা তা সত্বেও প্রাকটিকাল জ্ঞান অনেক বড় ব্যাপার।

  • @thekingmaker371
    @thekingmaker371 2 หลายเดือนก่อน

    Assalamualaikum amar 1000 dim para koel pakhi ache jar moddhe 500 notun ar 500 ager puran pakhi ekhon problem hocche notun pakhi gular onekdin dhorei pet kharap ar onek durgondho choray vabchilam gorom er karone hoyto emon hocche tai electromin dichi tao eki obostha ekhon koronio ki ?

  • @sbhelim8840
    @sbhelim8840 ปีที่แล้ว +1

    সালাম নিবেন গুরু

  • @masumrana.choice
    @masumrana.choice 2 หลายเดือนก่อน +1

    আসসালামু আলাইকুম।
    আপনার ভিডিও দেখে ব্লিডিং কোর্স শুরু করেছি ক্যালপ্লেক্স ও এডি ৫ দিন হয়েছে।
    কিন্তু তার ভিতরে আমার লাভ বার্ড পাখি জিম দিয়ে থাকে ও শ্বাসকাস ও আছে। এ অবস্থায় আমি কি করতে পারি প্লিজ জানাবেন অনেক উপকার হবে

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  2 หลายเดือนก่อน

      এমফ্লোর ১ এম এল +রেসপিরন ২ এম এল + ব্রন্কোভেট ৪ এম এল একসাথে ১ লিটার পানিতে মিশিয়ে ৭ দিন খাওয়ান। প্রতিবার মেডিসিন পানি নতুন করে মিলাবেন

  • @saimomkhan929
    @saimomkhan929 ปีที่แล้ว +1

    😊

  • @mohammednazmulhasan1883
    @mohammednazmulhasan1883 ปีที่แล้ว +1

    Ami kobutor er thada theke bachar jonno bronchovet use korte parbo weekly? Hole kivabe use korbu ba onno kono oshud jeta thanda theke bachabe

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว

      ঠান্ডা নিয়ে ভিডিও আছে দেখে চিকিৎসা করান

  • @Ripon_Mal
    @Ripon_Mal 11 หลายเดือนก่อน +1

    আসসালামু আলাইকুম ভাই রেসপিরন এর সাথে কি ইরকোট আর লাইসোভিট একসাথে দেওয়া যাবে??? প্লিজ ভাই জানাবেন

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  11 หลายเดือนก่อน +1

      জি যাবে।

    • @Ripon_Mal
      @Ripon_Mal 11 หลายเดือนก่อน +1

      ভাই এই তিনটা মেডিসেন এক লিটার পানিতে কোনটা কতটুকু পরিমাণ দিলে ভালো হবে???

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  11 หลายเดือนก่อน +1

      @@Ripon_Mal রেসপিরন ২ এম এল বাকি ২ টা ১ গ্রাম করে।

    • @Ripon_Mal
      @Ripon_Mal 11 หลายเดือนก่อน +1

      অসংখ্য ধন্যবাদ ভাই❤

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  11 หลายเดือนก่อน +1

      @@Ripon_Mal ❤️❤️❤️

  • @nilsagor7642
    @nilsagor7642 ปีที่แล้ว +1

    Amr cocakateil pakhir age 40 din hand feeding koritsi
    Pet modde khabr jome shokto hoye asy akhn kon medicine khawaile pet clear hobe
    R Ami sustho hobe

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว

      হ্যান্ডফিড কোনটা ব্যবহার করেনৃ

  • @abdurrazzak5045
    @abdurrazzak5045 9 วันที่ผ่านมา

    এই সমস্ত সব ওষুধ একসঙ্গে কিভাবে হাতে পাব

  • @skarif2094
    @skarif2094 ปีที่แล้ว +1

    ভাইয়া এই মাত্রা কি ফিন্স পাখিদের জন্য সমপরিমাণ থাকবে?

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว +1

      জি সেম। পাখি ছোট পানি খায় কম তাই কোন সমস্যা নেই

  • @Birds_Setup
    @Birds_Setup 3 หลายเดือนก่อน +1

    রেচপিরন আর ব্রঙ্কবেট একসাথে দেয়া জাবে

  • @kazifazlulhaque2831
    @kazifazlulhaque2831 ปีที่แล้ว +1

    Bhai human vitamin deaya jaba ?

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว

      জাবে তবে না দেয়া বেটার কারন ভেটে সব ধরনের ভিটামিন পাওয়া যায়।

  • @AnisAhamed-z3g
    @AnisAhamed-z3g 24 วันที่ผ่านมา

    Sir Amar pakhir onak din jabot patla paikhana kortace ki korbo

  • @SirajulislamHridoy-o5f
    @SirajulislamHridoy-o5f 9 หลายเดือนก่อน +1

    Doxy vet r Lisovit Quail pakhi ke khawano jabe??

  • @helaluddintitas3188
    @helaluddintitas3188 2 หลายเดือนก่อน +1

    আমার পাখি পালক ফুলিয়ে থাকছে আর কম খাচ্ছে এর জন্য কি ঔষাধ খাওয়াবো প্লিজ বলেন

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  2 หลายเดือนก่อน

      ইরোকট ১ গ্রাম + টুপ্লাস ১ এম এল একসাথে হাফ লিটার পানিতে মিশিয়ে ৭ দিন খাওয়ান

    • @helaluddintitas3188
      @helaluddintitas3188 2 หลายเดือนก่อน

      চুনা পায়খানার সবুজ পায়খানা হয় তাহলে কি ঔষাধ খাওয়াবো

    • @helaluddintitas3188
      @helaluddintitas3188 2 หลายเดือนก่อน

      ইরোকট এর পরিবর্তে লিভোম্যক্স দেওয়া যাবে কিনা।বলবেন প্লিজ

  • @Md.SaddamHossen-rc3ve
    @Md.SaddamHossen-rc3ve 5 หลายเดือนก่อน +1

    আমার একটা টিয়া পাখি আছে সব সময় জিম ধরে তাকে খাবার একদম কম খায় এখন কি মেডিসিন খাওয়ালে ভালো হবে

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  5 หลายเดือนก่อน

      ইরোকট ১ গ্রাম হাফ লিটার পানিতে মিশিয়ে ৭ দিন খাওয়ান

  • @mirmosaraf4966
    @mirmosaraf4966 6 หลายเดือนก่อน +1

    সার এটি বেট আর সিপরু বেট একসাথে দেওয়া যাবে কি???

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  6 หลายเดือนก่อน

      জাবে তবে না দেয়া ভালো কারন ২ টাই বড় এন্টিবায়োটিক

  • @mdatik7097
    @mdatik7097 ปีที่แล้ว +1

    ভাই অনেকেই সাজেস্ট করে যে কোন পায়খানা হলেই SCZ- Wsp এর সাথে Dirovet/Doxy-A vet/Doxacil-vet যে কোন একটি দিতে বলে। সে ক্ষেএে আপনার মতামত আশা করছি।

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว

      ডক্সি ভেট দেয়া যায় তবে ডাইরোভেট প্রয়োজন নেই৷ কারন ডাইরোভেট ও এসিজেট ২ টাই পেটের সমস্যার মেডিসিন।

  • @mhrahat9842
    @mhrahat9842 ปีที่แล้ว +1

    আমি V-Plex drop আমার টিয়া পাখিকে খাওয়ায় 0.5 ml করে এবং কৃমির ঔষধ হিসেবে Etrax খাওয়ায় এতে কি কোন সমস্যা হবে

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว +1

      ভেট মেডিসিন ব্যবহার করেন

    • @mhrahat9842
      @mhrahat9842 ปีที่แล้ว

      @@mizubirdfeed8174 ধন্যবাদ স্যার

  • @azrubel607
    @azrubel607 ปีที่แล้ว +1

    পাখির ক্যাংকার রোগের জন্যে কোন মেডিসিন ব্যাবহার করবো?জানালে উপকৃত হবো।

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว +1

      টুপ্লাস ১ এম এল + ডাইরোভেট ১ গ্রাম একসাথে ১ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন খাওয়াবেন। এছারা রনিনিডাজল গ্রুপের মেডিসিন ব্যবহার করতে পারেন তবে এটার মূল্য অনেক। টুপ্লাস+ ডাইরোভেটে সেম রেজাল্ট পাবেন

  • @nictoo3879
    @nictoo3879 5 หลายเดือนก่อน +1

    পাখিদের ঠান্ডা এবং কফ জনিত সমস্যার কারণে ডক্সি এ বেট এবং রেসপিরন কে একসাথে একবেলা দেওয়া যাবে?

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  5 หลายเดือนก่อน

      ইরোকট ১ গ্রাম + পিবি নিউমো ১ এম এল একসাথে হাফ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন খাওয়ান

  • @alaliur6826
    @alaliur6826 ปีที่แล้ว +1

    আপনার পরামর্শ অনুযায়ী মেট্রোনিডাজল খাইয়েছি ৩ দিন হলো এখন মিশেল অবস্থায় আছে পায়খানা এখনো পানি মাঝে ধূসর এখন কি erocot dibo

  • @hemelking3474
    @hemelking3474 ปีที่แล้ว

    বাজরিগার পাখি ঠান্ডা লেগেছে ঝিমাছে কি ঔষধ খাওবো এখন -স্যার

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว

      পাখির ঠান্ডা জনিত সমস্যা নিয়ে ভিডিও আছে ওটা দেখে ব্যবস্থা নিন

  • @mainulislam977
    @mainulislam977 2 หลายเดือนก่อน

    ভাই জান আপনার হোয়াটসেপ নম্বর টা দিলে অনেক উপকার হইতো আমি অনেক দিন ধরে আমার এভেয়ারি তে ভাইরাজ জনিত ঝামেলা কারনে পাখি মারা যাওয়ায় হার কমাইতে পারতেছি না

  • @mssajia4864
    @mssajia4864 ปีที่แล้ว +1

    ২ টা পাখির জন্য কতটুকু ঔষধ দিবো?

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว

      ১ লিটারের ডোজ বলা আছে। প্রয়োজনে ডোজ হাফ করে নিন। ৬ ঘন্টার বেশি মেডিসিন মিলানো পানি ব্যবহার করা জাবেনা।

  • @RealSurjoBG
    @RealSurjoBG ปีที่แล้ว +1

    আসসালামুয়ালাইকুম আমার ককাটেল পাখি আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভবিষ্যতে কোন ভাইরাস যাতে অ্যাটাক করতে না পারে সেজন্য কি মেডিসিন ব্যবহার করা যায় একটু বলবেন পাখির বয়শ ৩ থেকে ৫ মাস

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว

      যে মেডিসিন গুলো পাখিকে নিয়মিত খাওয়ানো উচিৎ আমার এই ভিডিওটা দেখুন

  • @noobisrealpro9779
    @noobisrealpro9779 ปีที่แล้ว +1

    amar cokatel er baby er boyos 38 days or khub thanda lagse mukh dea batas nesse ar dhukasse. ke korbo. plzz bolen

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว

      সেফা১-১ গ্রাম + রেসপিরন ১ এম এল একসাথে হাফ লিটার পানিতে মিশিয়ে দিনে ২ বার ৫ এম এল পরিমান পানি ধরে খাইয়ে দিন ৭ দিন। মেডিসিন মিলানো পানি ৬ ঘন্টার বেশি ব্যবহার করা জাবেনা। প্রতিদিন সকালে ২০ মিনিট করে রোদে রাখেন।

  • @RealSurjoBG
    @RealSurjoBG ปีที่แล้ว +1

    আসসালামুয়ালাইকুম আমার ককাটেল বেবি বমি করে এখন কি মেডিসিন খাওয়ানো যায় একটু বলবেন

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว

      বমি নিয়ে ভিডিও আছে ওটা দেখে ব্যবস্থা নিন।

  • @rubelrubel1602
    @rubelrubel1602 11 หลายเดือนก่อน +1

    পাখি শরীর ফুলিয়ে থাকলে কি কি ওষুধ

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  11 หลายเดือนก่อน

      পাঝি অসুস্থ হলেো গা ফুলিয়ে রাখে। এখন এটার কি হয়েছে না দেখে বলা জাবেনা।

  • @RaselAhmed-rx8jg
    @RaselAhmed-rx8jg ปีที่แล้ว +1

    আমার একটা টিয়া পাখি বয়স চার মাস গায় ফুলিয়ে থাকে পায়খানা হালকা সবূজ চুনা চুনা বেশি হাঁটা চলা করে না এখন কি ঔসুধ খাওবো একটু জানাবেন দয়া করে প্লিজ

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว

      সিপ্রোসিন ভেট ১ এম এল + ডাইরোভেট ১ গ্রাম + রেমা ডব্লিউ এস হাফ গ্রাম + লাইসোভিট হাফ গ্রাম একসাথে হাফ লিটার পানিতে মিশিয়ে ৭ দিন খাওয়ান। প্রতিদিন নতুন করে মেডিসিন মিলাবেন।

  • @klinton806
    @klinton806 ปีที่แล้ว +1

    সিপ্রোসিন ভেট টা কেমন

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว

      ভাই, সিপ্রোসিন ভেটটা ভালো।

  • @abdurrazzak5045
    @abdurrazzak5045 9 วันที่ผ่านมา

    দয়া করে অবশ্যই রিপ্লাই দিবেন

  • @asifiqbal6611
    @asifiqbal6611 ปีที่แล้ว +1

    আমার পাখির বাচ্চা সব একসাথে ছিল, হঠাৎ সবুজ পুপ্স আর বমি করতেসে অনেক দুভল হয়ে গেসে,কি করবে ভাই জানাবেন

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว

      পাখির বমি নিয়ে ভিডিও টা দেখেন সব ক্লিয়ার হয়ে জাবে

  • @uzzalhossain6065
    @uzzalhossain6065 ปีที่แล้ว +1

    ভাইয়া ভিডিও তে যদি কেমন পটি হলে কোন ঔষধ দিতে হবে তাহলে বুঝতে সুবিধা হতো

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว

      জি। নতুন ভিডিও গুলোতে এটা করা হচ্ছে। কারন এটা আপনার মত অনেকেই আগে বলেছে।

  • @farhanadinaeem5449
    @farhanadinaeem5449 ปีที่แล้ว +1

    vaia doxy a vet er sathe ki dirovet kauano jabe mix kore

  • @afsanasharminlifestyle1213
    @afsanasharminlifestyle1213 หลายเดือนก่อน

    আমার গ্রে পাখিটা শরীর ফুলিয়ে রাখছে। আর সাদা রং এর পটি করছে কি করব

  • @uzzalhossain6065
    @uzzalhossain6065 ปีที่แล้ว +1

    পাখি একটিভিটি নরমাল কিন্তু সবুজ পায়খানা হয় । এটা কি পেটের সমস্যা কি ঔষধ দিতে হবে

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว

      প্যারট গোত্রের পাখির পায়খানার কালার সাধারনতো সবুজ হয়। পায়খানা না দেখে সাজেশন দেয়া যায়না

  • @rubinaaktar-sd1zg
    @rubinaaktar-sd1zg ปีที่แล้ว +1

    আমার একটা ময়না পাখি সাধা চুন পাইখানা করছে কি ঔষধ খায়াবো

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว

      এনফ্লক্স ১ এম এল + ডাইরোভেট ২ গ্রাম একসাথে ১ লিটার জ্বালানি মিশিয়ে ১০ দিন খাওয়ান

  • @AbuYousuf-cs7mv
    @AbuYousuf-cs7mv 8 หลายเดือนก่อน

    আপনার দোকানের লোকেশন কোথায় । আপনার সাথে দেখা করবো। বলেল ভালো হতো

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  8 หลายเดือนก่อน

      আমিতো মান্ডা ফ্যাক্টরিতে বসি

  • @MdNazimKhondokar-v1v
    @MdNazimKhondokar-v1v 2 หลายเดือนก่อน +1

    Amar kbotar sokhiye gese khabar khayna sboj paykhana athalo

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  2 หลายเดือนก่อน

      এ্যাটিভেট ১ এম এল + টুপ্লাস ১ এম এল + ভাইটাল এ্যামোনিয়া ফোর্ড হাফ এম এল একসাথে হাফ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন খাওয়ান।

  • @samihaq3295
    @samihaq3295 ปีที่แล้ว +1

    ফ্লকক্স সিরাপ কখন দেয়া হয় আর নাপা সিরাপ কখন দেয়া হয়।

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว

      ফ্লুক্লক্স + মক্সিলিন যে কোন কাটা ছেরা ভালো করে। আর নাপা ছোট খাটো ব্যাথার জন্য দেয়া হয়। তবে বেশি ব্যাথা পেলে যদি রক্ত না বের হয় সেক্ষেত্রে রেনাস্পিরিন /বিকক্স ভেট ভালো কাজ করবে।

  • @rupakkumarvlogs4769
    @rupakkumarvlogs4769 6 หลายเดือนก่อน +1

    আঘাত লাগার ফলে টিয়া পাখির নাক দিয়ে রক্ত ​​পড়ছে কি ঔষধ দিতে হবে

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  6 หลายเดือนก่อน

      আমার চেনেলে পাখির ইনজুরি নিয়ে ভিডিও আছে দেখে ব্যবস্থা নিন।

  • @mdatik7097
    @mdatik7097 ปีที่แล้ว +2

    ভাই
    পেট খারাপ বা ঠান্ডা রোগ প্রতিরোধ করতে ঐ গুলো ঔষুধ কি পাখি সুস্থ অবস্থায় প্রদান করা যেতে পারে?? মাসিক বা ২-৩ মাসের মধ্যে একবার।।

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว +1

      এটা ভুলেও করবেননা পরে অসুস্থ হলে এই মেডিসিন কাজ করবেনা। কারন হচ্ছে একই এন্টিবায়োটিক বারবার ব্যবহার করলে ঐ এন্টিবায়োটিক শরীরে রেজিস্ট্রেন্ড হয়ে যায় অথ্যাৎ এই এন্টিবায়োটিক আর কখনও ঐ শরীরে কাজ করবেনা। এছারা এন্টিবায়োটিকের অর্থ হচ্ছে এন্টি ব্যাকটেরিয়াল অথ্যাৎ এটা প্রয়োগে শরীরে সব ব্যাকটেরিয়া মেরে ফেলে অথ্যাৎ ভালো মন্দ ২ টাই মেরে ফেলে। সুস্থ পাখির শরীরে ম্যাক্সিমাম ভালো ব্যাকটেরিয়া থাকে তাই এগুলো মারলে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা নস্ট হয়ে যায়। কারন শরীরে একটা ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু প্রবেশ করলে সেগুলোর বিরুদ্ধে এই ভালো ব্যাকটেরিয়া প্রতিরোধ গড়ে তোলে। যদি যুদ্ধে ভালো ব্যাকটেরিয়া হয়ী হয় তাহলে পাখিকে ঐসব ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু অসুস্থ করতে পারেনা আর হেরে গেলে পাখি অসুস্থ হয়ে যায়। আশাকরি আর বলা লাগবেনা। তাই পাখির শরীরে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে হবে এবং পাখির শরীরের মূল অংগ গুলোকে সব সময় ঠিক রাখতে হবে। এজন্য এগুলোকে রিপেয়ার করতো হয়। কারন দীর্ঘদিন কাজ করায় এসব অংগ ক্ষতিগ্রস্থ হয়। আপনি আমার `কি কি মেডিসিন পাখিকে নিয়মিত খাওয়াবেন ` এই ভিডিওটা দেখেন অনেক উপকার হবে।

    • @mdatik7097
      @mdatik7097 ปีที่แล้ว +1

      জাজাকাল্লাহ খাইরান।। এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আরও কিছু মেডিসিন রিলেটেড ভিডিপ দিলে উপকৃত হতাম।। আমি সব ভিডিও দেখতেছি এবং নোট করে নিচ্ছি।। এ জন্য অনেক প্রশ্ন মনে জমা হচ্ছে।। যদি ও আপনি ব্যস্ত মানুষ,সব প্রশ্ন করতে ও দিধা হচ্ছে।

    • @sapinabsarAfif
      @sapinabsarAfif ปีที่แล้ว

      ​@@mizubirdfeed8174❤❤

    • @sapinabsarAfif
      @sapinabsarAfif ปีที่แล้ว

      ভাই আসসালামু আলাইকুম
      ভাই আপনি সঠিক একটা কথা বলছেন এ কথাটা আমার মনে ছিল না,যে কারণে আমার পাখি এখন মৃত্যু শয্যায়।
      ২ মাস আগে আমার পাখির ঠান্ডা লাগছিল, doxy a-vet দিয়েছিলাম।
      কিন্তু এখন আবার ঠান্ডা লাগছে,doxy + liso-vit + respiron= ৫ দিন
      pb-neumo + respiron =৫ দিন
      acv ৫ দিন
      এইগুলো খাওয়ানোর পর ও পাখি সুস্থ হয়নি,আরো ভয়াবহ অবস্থায় গেছে।
      এখন আপনার কথাটা মনে পরল এন্টিবায়োটিক রেজিস্টার হয়ে গেলে আর কাজ করে না।
      এখন কি আমি সিপ্রোসিন ভেট টা ব্যাবহার করব?

    • @sapinabsarAfif
      @sapinabsarAfif ปีที่แล้ว

      আমার পাখির সমস্যা
      শ্বাসকষ্ট,কাশি-সর্দি,গা ফুলিয়ে রাখে।

  • @md.hasinraihandipto6165
    @md.hasinraihandipto6165 ปีที่แล้ว +1

    আমার পাখির শ্বাষকস্ট হচ্ছে, খুক খুক আওয়াজ করে অনেক সময় নাক দিয়ে, মাঝে মাঝে বুক ফুলিয়ে ফুলিয়ে শ্বাষ নেই। নাক দিয়ে পানির মত দেখা জাই। Microvet and Fast vet ব্যাবহার করেও পুরোপুরি ফল পাচ্ছিনা।
    এখন কি করলে সুস্থ হবে, আসা করি উপাই বলবেন। ধন্যবাদ

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว +1

      এমফ্লোর ১ এম এল রেসপিরন ২ এম এল + ব্রন্কোভেট ৪ এম এল একসাথে ১ লিটার পানিতে মিশিয়ে ৭ দিন খাওয়ান।

    • @md.hasinraihandipto6165
      @md.hasinraihandipto6165 ปีที่แล้ว

      @@mizubirdfeed8174 ধন্যবাদ।
      তবে, পাখি পানি কম খাই। এভাবে পানির মিস্রিত ওসুধ কম খেলে কি কার্যকর হবে?
      না Drop বা hand feeding ভাবে ওসুধ দেওয়া যাবে? *দেওয়া গেলে পরিমাণ কেমন হবে?

  • @HasibulIslam-d3t5o
    @HasibulIslam-d3t5o 10 หลายเดือนก่อน +1

    স্যার.. লিবাটোন ও ইরোকট ঔষধ দুটি একসাথে খাওয়ালে কি কোন সমস্যা হবে কবুতরের???
    আর যদি কোন সমস্যা না হয় তাহলে কি পরিমান খাওয়াবো??

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  10 หลายเดือนก่อน

      সমস্যা নেই। লিভাটোন ১ এম এল + ইরোকট ১ গ্রাম একসাথে ১ লিটার পানিতে মিশিয়ে ৭ দিন খাওয়ান

    • @mdnayonali5966
      @mdnayonali5966 4 หลายเดือนก่อน

      স্যার আমার ককাটেল পাখি ঝিমাই‌ আর সবুজ পায়খানা হয় আমি কি এ্যামফ্লোর ভেট দিতে পারবো

  • @polokhossain4292
    @polokhossain4292 ปีที่แล้ว +1

    ভাইয়া আমার পাখির বাচ্চাটা অনেক দিন ধরে পাতলা পায়খানা করে সাকালে ঘুম থেকে উঠে অনেক বেশি করে। হলুদ কালার আর পানির পরিমানটা একটু বেশি। এখনও হেন্ডফিড করে। পাখি এমনিতে অনেক Active, আমি জিস ভেট আর মেট্রিল খাওয়াইছি, ৩ দিন ২ বেলা করে। কোন পরিবর্তন হয়নাই। এখন কি খাওয়াব একটু জানাবেন দয়া করে। কুনর পাখি ২ মাস বয়স

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว

      পায়খানার ছবি দিতে পারবেন?

    • @polokhossain4292
      @polokhossain4292 ปีที่แล้ว

      @@mizubirdfeed8174 you tube e comment e pic dao jay na apnar ki what's app ace oi khane di

    • @polokhossain4292
      @polokhossain4292 ปีที่แล้ว

      এখন হলুদ এর সাথে সবুজ পাতলা পায়খানা করতেছে

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว

      @@polokhossain4292 সিপ্রো এ ভেট ২ এম এল + মেট্রিল হিউম্যান ট্যাবলেট ৪০০ এমজির ১ টা + রেনা ডব্লিউ এস ১ গ্রাম একসাথে ১ লিটার পানিতে মিশিয়ে ৭ দিন খাওয়ান

    • @uzzalhossain6065
      @uzzalhossain6065 ปีที่แล้ว +1

      রেনা ডবলিউ এস পরিবর্তে কোন ঔষধ দেওয়া যাবে

  • @kabarinayak965
    @kabarinayak965 6 หลายเดือนก่อน +1

    আমি ভারত থেকে দেখছি।

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  6 หลายเดือนก่อน

      জি ধন্যবাদ

  • @riponbepari7671
    @riponbepari7671 5 หลายเดือนก่อน +1

    স্যার আমার পাখি টা কয়েকদিন যাবত ফিডিং করানোর পরে বমি করে এবং হাফাতে থাকে এখন আমি কি করব

  • @ShahanaAmin-qs1fq
    @ShahanaAmin-qs1fq 3 หลายเดือนก่อน

    আমার একটি টিয়া পাখি হঠাৎ করে ও খুব হাপাইতে থাকে এর জন্য ওকে কোন ওষুধ খাব ডাক্তারের কাছে নিয়েছিলাম ডাক্তার ওষুধ দিয়েছে নেমোসিন বেট পেলাস।রেনাজাইম সি এস এই দুটো ওষুধ পাঁচ দিন খাওয়ানের জন্য কিন্তু কোন কাজ হচ্ছে না।এখন কি করবো প্লিজ আপনি যদি একটু বলতেন ।

  • @MDRatulAhmed1
    @MDRatulAhmed1 3 หลายเดือนก่อน

    স্যার আমার একটা শালিক পাখি আছে শালিক পাখির বয়স তিন বছর। গত কয়েক দিন ধরে আমি লক্ষ্য করছি কিছু সমস্যা হচ্ছে। ১) প্রচুর শরীর চুলকায়, আমি নিম পাতা ও হলুদ দিয়ে গোসল করিয়েছি তাও কোন কাজ হচ্ছে না। ২)শরীরের বিভিন্ন জায়গা থেকে লোম পড়ছে মাঝে মাঝে লোম খেওনে,এক্ষেত্রে আমি জিঙ্ক ভ্যাট দিয়েছি ২দিন কিন্তু কিছু লাভ হয়নি। ৩)আমার শালিক পাখির গত তিন চার দিন ধরে অকারণে প্রচুর চিল্লাচিল্লি করে ও ঠুকর দে ও মাঝে মাঝে কিছু দেখে ভয় পায়? তো এক্ষেত্রে আমার করনীয় কি প্লিজ একটু তাড়াতাড়ি রিপ্লাই দিবেন?

  • @nahid7391
    @nahid7391 8 หลายเดือนก่อน +1

    আমার কিছু মুরগির পানি পায়খানা করেওঝিমায় জ্বর আছে

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  8 หลายเดือนก่อน

      সি এফ সিন ১ গ্রাম + ডাইরোভেট ১ গ্রাম একসাথে হাফ লিটার পানিতে মিশিয়ে ৭ দিন খাওয়ান। মেডিসিন মিলানো পানি ৬ ঘন্টার বেশি ব্যবহার করবেননা

  • @mdmasudalam1623
    @mdmasudalam1623 ปีที่แล้ว +1

    আমার পাখির বুক শুকিয়ে গেছে আমি এখন কি ওষুধ খাওয়াতে পারি

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว

      ডক্সি এ ভেট ১ গ্রাম + রেনা ডব্লিউ এস ১ গ্রাম + লাইসোভিট ১ গ্রাম একসাথে ১ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন খাওয়ান। পরে গত ৩ মাসের মধ্যে কৃমির কোর্স করানো না থাকলে করিয়ে ফেলুন

  • @tanishatasneem3024
    @tanishatasneem3024 5 หลายเดือนก่อน +1

    আমার পাখির কিছুদিন যাবত ডায়রিয়া এবং অনেক দিন থেকে হাঁচির সমস্যা..
    গতকাল Doxy a vet খাওয়ালাম..আজকে কেমন যেন ঝিমাচ্ছে। এই মেডিসিনটা কন্টিনিউ করা কি ঠিক হবে?

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  5 หลายเดือนก่อน

      ডক্সি এ ভেট ১ গ্রাম + ডাইরোভেট ২ গ্রাম একসাথে ১ লিটার পানিতে মিশিয়ে ৭ দিন খাওয়ান

    • @tanishatasneem3024
      @tanishatasneem3024 5 หลายเดือนก่อน

      @@mizubirdfeed8174 8/9 din pore reply dile hobe bolun? 🫠

    • @masumrana.choice
      @masumrana.choice 2 หลายเดือนก่อน

      আসসালামু আলাইকুম।
      আপনার ভিডিও দেখে ব্লিডিং কোর্স শুরু করেছি ক্যালপ্লেক্স ও এডি ৫ দিন হয়েছে।
      কিন্তু তার ভিতরে আমার লাভ বার্ড পাখি জিম দিয়ে থাকে ও শ্বাসকাস ও আছে। এ অবস্থায় আমি কি করতে পারি প্লিজ জানাবেন অনেক উপকার হবে

  • @farjanaakter3835
    @farjanaakter3835 ปีที่แล้ว +1

    এই মেডিসিন গুলা কোথায় পাবো

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว

      নিমতলি পশু হাসপাতালের সামনে অথবা অনলাইনে Mizu Bird Feed পেইজে অর্ডার করতে পারেন।

  • @Rayan703
    @Rayan703 6 หลายเดือนก่อน +1

    Ami kotha bolte cai

  • @sohelmia9092
    @sohelmia9092 8 หลายเดือนก่อน +1

    আমার পাখি হাচ্চি দেয় এই জন্য পিবি৭১ দিতেছি পাখির বয়স ৪মাসের মত

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  8 หลายเดือนก่อน

      এমফ্লোর ১ এম এল + ব্রন্কোভেট ৪ এম এল একসাথে ১ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন খাওয়ান

  • @klinton806
    @klinton806 ปีที่แล้ว +1

    শেফার কাজটা কি

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว

      বেবি পাখির ঠান্ডার জন্য

  • @abdurrazzak5045
    @abdurrazzak5045 9 วันที่ผ่านมา

    আপনি যে ওষুধ গুলোর নাম বললেন

  • @MorjinaAktherNasrin
    @MorjinaAktherNasrin 8 วันที่ผ่านมา

    আপনার কনটাক নামবারটা দিলে ভালো হয়।

  • @hridoychowdhury4043
    @hridoychowdhury4043 11 หลายเดือนก่อน +1

    আমার পাখি জানুয়ারি প্রথম দিক থেকে জিম দরে বসে থাকত আমি ভাবছি হয়তো সাভাবিক তবে গতকাল আমার পাখি মেল ফিমেল ২ টাই বাহিরে এসে বসে থাকে ডিম তা দিচ্ছে না পাখির অনেক ঠান্ডা লেগেছে যতব আজ ৪ দিন আমি এগুলা কে গতকাল বিকাল এ পানির ১ লিটার পানির সাথে Dolores vet acme ১ মিনি এবং ফাস্টভেট হাপ গ্রাম এবং ইরাপ্রাইম হাপ গ্রাম করে ১ লিটার পানির সাথে মিশ্রিত করে গতকাল ওই পানি খেতে দিয়েছি এখন কথা হল এই মেডিসিন কি কাজ করবে না অন্য কোন মেডিসিন দিলে ভালো হবে জদি একটু বলতেন😔

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  11 หลายเดือนก่อน

      অসুস্থতার মাত্রা কতটুকু সেটা দেখে সিদ্ধান্ত দিতে হবে। তাই পাখি দেখতে হবে। আপনি আমাদের গ্রুপে জয়েন হয়ে পোস্ট দিন।

    • @mdwokar6899
      @mdwokar6899 10 หลายเดือนก่อน

      আমার বাজিগর ফিমেল প্রায় সব সময় পাতলা পায়খানা করে।পায়খানার সাথে পানির পরিমান বেসি থাকে কি করতে হবে?

  • @ratnasarkarpal5092
    @ratnasarkarpal5092 5 หลายเดือนก่อน +1

    আমার পাখি সুধু কাসি হচ্ছে

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  5 หลายเดือนก่อน

      ইরোকট ১ গ্রাম + পিবি নিউমো ১ এম এল একসাথে হাফ লিটার পানিতে মিশিয়ে ৭ দিন খাওয়ান

  • @mdatik7097
    @mdatik7097 ปีที่แล้ว +1

    Doxy-A vet
    Doxacil- vet
    আরও একটা কি নাম বল্লেন বুঝলাম না?

  • @MedhaKhan-kh5jx
    @MedhaKhan-kh5jx 2 หลายเดือนก่อน

    আমার বজ্রিগার পাখি কাল হঠাৎ দেখি হাঁড়িতে শরীর ছেড়ে দিয়েছে একদম এরপর হারি থেকে বের করে দেখি দাঁড়াতে পারে না নড়াচড়া ও করতে পারে না দাঁড়ানোর শক্তি নাই শরীর একদম ছেড়ে দদিয়েছে খাচ্ছে না কিছু এর পর একজন বলল হিট স্ট্রোক করেছে পানি ছিটিয়ে দাও আর ডাব এর পানি খাওয়া আমি তাই করেছি আর মাথায় পানি দিয়েছি সকাল বেলায় ঠিক না হওয়ায় ডাক্তারএর কাছে নিয়ে গেছি সে moxaclav suspension ১০০ এমএল এটা খাওয়াতে বলেছে আর সাথে রুচি বাড়ার জন্য একটা সেলাইন খাওয়াতে বলেছে আমি সকাল বেলা তাই করেছি আর খাবার খাচ্ছে না তাই হ্যান্ডফিড ফর্মুলা খাইয়ে দিয়েছি এখন কী আমি ওই ওষুধ গুলো কন্টিনিউ করবো?

  • @ShakhawatHossen-bg4ud
    @ShakhawatHossen-bg4ud 6 หลายเดือนก่อน +2

    আমার একটা টিয়া পাখি, বাচ্চা ১ মাস+ হবে, তার পেট শক্ত হয়ে আছে, সকালে খাওয়ায়ছি এখন ও হজম হয়,নাই। আর বুমি করতেছে, আর মাঝে মাঝে তার ঝিমানি আসে, মানি পুরো শরীর খাপে ওর, এখন কি করবো, প্লিজ স্যার একটু তাড়াতাড়ি বলিয়েন, আপনার নাম্বার দিলে ভালো হতো

    • @ShakhawatHossen-bg4ud
      @ShakhawatHossen-bg4ud 6 หลายเดือนก่อน +1

      Sir plz ans me

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  5 หลายเดือนก่อน

      আপনি প্রশ্নের উত্তর দিন আমি কাল ১২ টা আবার চেক করবো

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  5 หลายเดือนก่อน

      জি

  • @soumitropramanik8227
    @soumitropramanik8227 5 หลายเดือนก่อน +1

    আপনার ঠিকানা আর নাম্বার দেওয়া যাবে??

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  5 หลายเดือนก่อน

      গ্রুপে এড হয়ে যান ওখানে আমাকে পাবেন

  • @AbirKhan-rk5oz
    @AbirKhan-rk5oz ปีที่แล้ว +1

    প্লিজ আপনার নাম্বার আমার ময়নার বাচ্ছার অবস্তা খুব খারাপ

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  ปีที่แล้ว

      আমার ফেসবুক পেইজ Mizu Bird Feed মেসেজ করেন অটোমেসেজে নাম্বার দেয়া আছে।

  • @mdsifat1831
    @mdsifat1831 4 หลายเดือนก่อน +1

    আপনার মোবাইল নাম্বারটা প্লিজ পাওয়া যাবে

    • @mizubirdfeed8174
      @mizubirdfeed8174  4 หลายเดือนก่อน

      আমাদের গ্রুপে জয়েন করেন ওখানে আমাকে সব সময় পাবেন

  • @RakibulHasan-wb2sh
    @RakibulHasan-wb2sh หลายเดือนก่อน

    Amar kokatel dim pare na 😢

  • @alnasim9421
    @alnasim9421 17 วันที่ผ่านมา

    Sir, ককটেল পাখিকে Lisovet+Erocot vet+Glucolyte vet একত্রে খাওয়ানো যাবে? এবং কত গ্রাম?

  • @ashrafthebluesky5301
    @ashrafthebluesky5301 6 หลายเดือนก่อน +1

    Sir আমার ৪ টা টিয়া পাখি।চুনা পায়খানা করে আর খায় না ।এন্টিবায়টিক এর dose আর কি দিন চলবে।যদি জানান।