"পানি পান করার সুন্নত ৬টি ১.বিসমিল্লাহ বলা। ২.পানি দেখে খাওয়া। ৩.বসে খাওয়া। ৪.ডান হাতে খাওয়া। ৫.তিন শ্বাসে খাওয়া। ৬.শেষে আলহামদুল্লিাহ বলা। ভাই বোন -সকলে আমল করি এবং অন্যদের মাঝে শেয়ার করবেন। বরকত পাবেন ইংশাঅল্লাহ।
"পানি পান করার সুন্নত ৬টি ১.বিসমিল্লাহ বলা। ২.পানি দেখে খাওয়া। ৩.বসে খাওয়া। ৪.ডান হাতে খাওয়া। ৫.তিন শ্বাসে খাওয়া। ৬.শেষে আলহামদুল্লিাহ বলা। ভাই বোন -সকলে আমল করি এবং অন্যদের মাঝে শেয়ার করবেন। বরকত পাবেন ইংশাঅল্লাহ।
মাশাআল্লাহ প্রিয় ভাই। আপনি চাইলে উর্দু ভাষায় ছয় সিফাতটি লিখে দিতে পারেন। উম্মতের কাছে দাওয়াতের নিয়তে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এ নিয়ে রেকর্ডিং করব
আপনাকে অসংখ্য ধন্যবাদ.... আজকে আমার ছয় সিফাতের আমল ছিল... আর আমি ছয় সিফাত পারতাম না... আপনার এই ভিডিও আমার খুব ইহসান হয়েছে ... ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ...🥰
আল্লাহ পাক এই ছয় সিফত সবাইকে শিখারএবং মানার তৌফিক দান করুন আমিন আমরা ভালো কিছু যাই করবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আর খারাপ কিছু যদি ছেড়ে দিব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ আমাদের সবাইকে ঈমানী মৃত্যু দান করুন আমিন
"পানি পান করার সুন্নত ৬টি ১.বিসমিল্লাহ বলা। ২.পানি দেখে খাওয়া। ৩.বসে খাওয়া। ৪.ডান হাতে খাওয়া। ৫.তিন শ্বাসে খাওয়া। ৬.শেষে আলহামদুল্লিাহ বলা। ভাই বোন -সকলে আমল করি এবং অন্যদের মাঝে শেয়ার করবেন। বরকত পাবেন ইংশাঅল্লাহ।
মাশাআল্লাহ চমৎকার 🥰🥰 আর একটু চোট করে ভিডিও দেন ভাই। বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাত শেষ করে ১৫ জানুয়ারি ১ চিল্লার জন্য মহান আল্লাহর রাস্তায় বের হবো।❤️ মহান আল্লাহ পাক পরম দয়ালু ও মেহেরবান ❤️ ইয়া খালেক,, ইয়া মালেক,, ইয়া কুদ্দুস,, ইয়া রহমান,,
প্রিয় ভাই, দয়া করে পড়ুন। এক. আল্লাহর সঙ্গে শিরক করা ‘নিশ্চয় আল্লাহ তাঁর সঙ্গে অংশীদার করা ক্ষমা করেন না। তা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন; এবং যে কেউ আল্লাহর সঙ্গে শিরক করে সে এক মহাপাপ করে।’ [সুরা নিসা ৪ : ৪৮] ‘কেউ আল্লাহর সঙ্গে শিরক করলে অবশ্যই আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন এবং তার আবাস জাহান্নাম। আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই।’ [সুরা মায়িদা, ৫ : ৭২] দুই. আল্লাহ এবং বান্দার মধ্যে কাউকে মধ্যস্থতাকারী বানানো ‘তারা আল্লাহকে ব্যতীত যার ইবাদাত করে তা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। তারা বলে, এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। বল, তোমরা কি আল্লাহকে আকাশমণ্ডলি ও পৃথিবীর এমন কিছুর সংবাদ দিচ্ছ, যা তিনি জানেন না? তিনি মহান, পবিত্র এবং তারা যাকে শরিক করে তা হতে তিনি ঊর্ধ্বে।’ [সুরা ইউনুস, ১০ : ১৮] ‘জেনে রাখ, অবিমিশ্র আনুগত্য আল্লাহরই প্রাপ্য। যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবকরুপে গ্রহণ করে তারা বলে, ‘আমরা তো এদের পূজা এজন্যই করি যে, ইহারা আমাদের আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাবে।’ তারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করছে আল্লাহ তার ফয়সালা করে দিবেন। যে মিথ্যাবাদী ও কাফির আল্লাহ তাকে সৎপথে পরিচালিত করেন না।’ [সুরা যুমার, ৩৯ : ৩] তিন. মুশরিক-কাফিরদের কাফির মনে না করা এমন কাফির, যার কুফরির ব্যাপারে আহলুস সুন্নাহ একমত। সেটা আসলি কাফির হতে পারে-যেমন ইহুদি, খৃস্টান ও হিন্দু সম্প্রদায়-আবার মুরতাদ, যিনদিকও হতে পারে, যেমন প্রকাশ্যে আল্লাহ, রাসুল বা দীনের কোনো অকাট্য ব্যাপার নিয়ে কটূক্তিকারী; যাদের কুফরির ব্যাপারে হকপন্থি আলিমগণ একমত। চার. নবি (সা.)’র ফয়সালার তুলনায় অন্য কারও ফয়সালাকে উত্তম মনে করা ‘আপনি কি তাদের দেখেননি, যারা দাবি করে যে, যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যা অবর্তীণ হয়েছে, আমরা তার ওপর ঈমান এনেছি। তারা বিচার-ফয়সালা নিয়ে যেতে চায় তাগুতের কাছে, অথচ তাদের প্রতি নির্দেশ হয়েছে, যাতে তারা তাকে মান্য না করে। পক্ষান্তরে শয়তান তাদের প্রতারিত করে পথভ্রষ্ট করে ফেলতে চায়।’ [সুরা নিসা, ৪ : ৬০] পাঁচ. মুহাম্মাদ (সা.) আনীত কোনো বিধানকে অপছন্দ করা ‘অতএব, তোমার পালনকর্তার কসম, সে লোক ঈমানদার হবে না, যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক বলে মনে না করে। এরপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তা সন্তুষ্টচিত্তে কবুল করে নেবে।’ [সুরা নিসা, ৪ : ৬৫]
ছয়. দীনের কোনো বিধান নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা “তুমি তাদের প্রশ্ন করলে তারা নিশ্চয়ই বলবে, ‘আমরা তো আলাপ-আলোচনা ও ক্রীড়া-কৌতুক করছিলাম।’ বলো, ‘তোমরা কি আল্লাহ, তাঁর আয়াত ও তাঁর রাসুলকে বিদ্রুপ করছিলে?’ তোমরা অযুহাত দেয়ার চেষ্টা করো না। তোমরা তো ঈমান আনার পর কুফরি করেছ।” [সুরা তাওবা, ৯ : ৬৫-৬৬] সাত. জাদু করা ‘সুলাইমান কুফরি করেনি, কুফরি তো করেছিল শয়তানরাই। তারা মানুষকে জাদু শিক্ষা দিত…।’ [সুরা বাকারা, ২ : ১০২] আট. মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন ও সহযোগিতা করা ‘হে মুমিনগণ! তোমাদের পিতা ও ভাইও যদি ঈমানের বিপরীতে কুফরিকে বেছে নেয়, তবে তাদের অন্তরঙ্গরূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা তাদের অন্তরঙ্গরূপে গ্রহণ করে, তারাই সীমালঙ্ঘনকারী।’ [সুরা তাওবা, ৯ : ২৩] ‘হে মুমিনগণ! তোমরা ইহুদি ও খৃস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না। তারা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদের বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন বলে গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না।’ [সুরা মায়িদা, ৫ : ৫১] নয়. কাউকে দীন-শরিয়তের ঊর্ধ্বে মনে করা ‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দীন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দীন হিসেবে মনোনীত করলাম।’ [সুরা মায়িদা, ৫ : ৩] দশ: দীন থেকে মুখ ফিরিয়ে নেয়া ‘যে ব্যক্তি তার প্রতিপালকের নিদর্শনাবলি দ্বারা উপদিষ্ট হয়েও তা হতে মুখ ফিরিয়ে নেয় তার অপেক্ষা অধিক অপরাধী আর কে? আমি অবশ্যই অপরাধীদের শাস্তি দিয়ে থাকি।’ [সুরা সাজদা, ৩২ : ২২]
প্রিয় ভাই, বিশটি শির্ক বর্ণনা করলাম 1. আহবানের শিরকঃ আহ্বানের শিরক বলতে মানুষের ক্ষমতার বাইরে এমন কোন পার্থিব লাভের আশায় অথবা কোন পার্থিব ক্ষতি হতে রক্ষা পাবার উদ্দেশে আল্লাহ ছাড়া অন্য কাউকে আহবান করা বুঝায়। (সূরা জিন ৭২:১৮, রাদ-১৩:১৪, মারিয়াম-১৯:৪৮) 2. ফরিয়াদের শিরকঃ ফরিয়াদের শিরক বলতে নিতান্ত অসহায় অবস্থায় আল্লাহ ছাড়া অন্য কাউকে সাহায্যের জন্য ডাকাকে বুঝায়। রোগ নিরাময়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা। (সূরা আনফাল-৮:৯, আনকাবুত-২৯:৬৫) 3. আশ্রয়ের শিরক- কোন অনিষ্টকর বস্তু বা ব্যক্তি হতে বাঁচার জন্য আলাহ ব্যতিত অন্য কারো কাছে আশ্রয় নেয়া বা সরনাপন্ন হওয়া। (সূরা ফুসসিলাত/ হা মিম আসসাজদাহ-৪১:৩৬, সূরা মুমিনুন-২৩:৯৭-৯৮, সূরা ফালাক ১১৩:-১-৫, সূরা নাস ১১৪:১-৬) 4. আশা বা বাসনার শিরক- মানুষের অসাধ্য কোন বস্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কামনা করা। যেমন, কোন পিরের কাছে সন্তান কামনা করা। (সূরা আশ-শুআরা-৪২:৪৯,৫১) 5. নামাজের শিরক- রুকু, সিজদাহ, সওয়াবের আশায় কোন ব্যক্তি বা বস্তুর সামনে বিনম্রভাবে দাঁড়ানো বা নামাজের শিরক বলতে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ইবাদাতগুলো ব্যয় করাকে বুঝান হয়। (সূরা হাজ্জ-২২:৭৭, আনআম-৬:১৬২-১৬৩) 6. তাওয়াফের শিরক- কাবা ঘর ব্যতিত অন্য কোন বস্তুর তাওয়াফ করা।(হাজ্জ-২২:২৯, বাকারাহ-২: ১২৫) 7. তাওবার শিরক- আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তাওবা করা। (সূরা নুর-২৪:৩১, আল ইমরান-৩:১৩৫) 8. জবাইয়ের শিরক- আল্লাহ ছাড়া অন্য কারো নৈকট্য লাভের জন্য পশু জবাই করা। চাই তা আল্লাহর নামেই করা হোক বা অন্য কারো নামে বা নাবী বা জিনের নামে। (সূরা আনআম- ৬:১২১, ১৬২-১৬৩) 9. মানতের শিরক- আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মানত করা। (সূরা-হাজ্জ-২২:২৯, বাকারাহ-২:২৭০, আনআম-৬:১৩৬) 10. আনুগত্যের শিরক- বিনা ভাবনায় শরিয়তের গ্রহণযোগ্য কোন প্রমান ছাড়াই হালাল হারাম জায়েজ নাজায়েজের ব্যপারে আলেম বুজুর্গ বা উপরস্থ কারো সিদ্ধান্ত অন্ধভাবে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়া।(তাওবা-৯:৩১, আনআম-৬:১২১,আরাফ-৭:৩,) বিশেষজ্ঞরা বলছেন, অন্ধভাবে চার মাঝহাবের চার জন মহামতি ইমামের অন্ধ অনুসরণ করাও শিরক। উপরন্তু এই চার জন মহান ব্যক্তি কখনই নিজেকে অন্ধভাবে অনুসরন করতে বলেনি। যদি কোন ব্যক্তি মনে করে বর্তমান যুগে ইসলামিক শাসনব্যবস্থা অচল এবং গণতন্ত্র, রাজতন্ত্র,পীরতন্ত্র,ধরমনিরপেক্ষ মতবাদ ইত্যাদিই হল আধুনিক পদ্ধতি তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। খ্রিস্টানরা তাদের আলিমদের উপাসনা করত না তবে তারা হালাল হারামের ব্যপারে বিনা প্রমানে তাদের আলিমদের সিদ্ধান্ত মেনে নিত। আর এটিই হচ্ছে শিরক। (তিরমিজি-অধ্যায় ৪৭ হা: নং ৩০৯৫)
11. ভালবাসার শিরক- দুনিয়ার কাউকে এমন ভাবে ভালবাসা যাতে তাঁর আদেশ নিষেধ কে আল্লাহ তাআলার আদেশ নিষেধের উপর প্রাধান্য দেয়া অথবা সমপর্যায়ের মনে করা। প্রকৃতিগত ভালবাসা (খাবার), স্নেহ জাতীয় ভালবাসা (সন্তানের জন্য পিতার), আসক্তিগত ভালবাসা (স্বামীর জন্য স্ত্রীর) ইত্যাদির কোনটাকেই আল্লাহ তাআলার ভালবাসার উপর স্থান দেয়া যাবে না। (বাকারাহ-২:১৬৫, তাওবা-৯:২৪) 12. ভয়ের শিরক- একমাত্র আল্লাহ ছাড়া কাউকে প্রকাশ্যভাবে দুনিয়া বা আখিরাত সংক্রান্ত যে কোন ক্ষতি সংঘটন করতে পারে বলে অন্ধ বিশ্বাস করে তাকে ভয় পাওয়াকে বুঝানো হয়। মানুষ, মূর্তি, জিন ইত্যাদির অনিষ্টতা থেকে ভয় পাওয়া শিরক। প্রভাবশালি শাসকের ভয়ে ভাল কাজ বা জিহাদ হতে দূরে থাকা ছোট শিরক। তবে শত্রুর ভয়, বাঘের ভয় ইত্যাদি স্বাভাবিক ভয় শিরকের অন্তরভুক্ত নয়। (সূরা আনাআম- ৬:৮০-৮১, হুদ-১১:৫৪-৫৫, তাওবাহ-৯:১৩) 13. ভরসার শিরক- মানুষের অসাধ্য ব্যপারসমুহের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি ভরসা করা। কারো সমস্যা দূরীকরণ, চাকরি লাভ, রোগমুক্তি ইত্যাদি ব্যপারে আল্লাহর উপরেই ভরসা রাখতে হবে। দান, সাদাকার ব্যপারে নেতৃত্বস্থানীয় ব্যক্তির উপর ভরসা ছোট শিরক। তবে কোন প্রতিষ্ঠানের মালিক তাঁর কর্মচারীদের উপর মালামাল উৎপাদন বা কোন সেবা প্রদানের ক্ষেত্রে ভরসা করতে পারে। তবে সম্পূর্ণরূপে ভরসা করা শরিয়াতে জায়েজ নয়।(মায়িদাহ-৫:২৩, ইউনুস-১০:৮৪) 14. সুপারিশের শিরক- আল্লাহ ছাড়া অন্য কারো কাছে পরকালের মুক্তির জন্য সুপারিশ কামনা করা শিরকের অন্তর্ভুক্ত। (জুমার-৩৯:৪৪, আনাআম-৬: ৫১, বাকারাহ-২:২৫৫) 15. হিদায়াতের শিরক- আল্লাহ ছাড়া অন্য কেউ কাউকে হিদায়াত করতে পারে এমন বিশ্বাস করা অথবা কারো নিকট হিদায়াত কামনা করা। (বাকারাহ-২:২৭২, ইউসুফ-১০:১০৩) 16. সাহায্য প্রার্থনার শিরক- মানুষের সাধের বাইরে কোন কাজ একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো নিকট কামনা করা। (ফাতিহা-১:৫) 17. কবরের শিরক- কবরে শায়িত কারো জন্য ইবাদাত ব্যয় করা। অর্থাৎ সেখানে সালাত আদায় করা, সিজদাহ করা শিরক (মুসলিম-৯৮৯) তাঁর নিকট কিছু চাওয়া। তাঁর (ওসীলায়) মাধ্যমে আল্লাহর নিকটে কিছু চাওয়া। সেখানে মসজিদ নির্মাণসহ আরও অসংখ্য শিরক বিদ্যমান। (নুহ-৭১:২৩, ) (বুখারি- ৪২৭,২৮) 18. আল্লাহর অবস্থান সম্পর্কিত শিরক- আল্লাহ মুমিনের অন্তরে বিরাজমান মনে করা। আল্লাহ সবার অন্তরে বিররাজমান মনে করা। আল্লাহ সকল বস্তুর মাঝে লুকায়িত মনে করা। আল্লাহ সম্পর্কে সহিহ আকিদা হল, তিনি আরশের উপর অবস্থান করছেন। তাঁর আকার আছে কিন্তু তিনি তাঁর মত।তার সদৃশ (মত)কেউ নেই। (মূলক- ৬৭:১৬-১৭, , ইমরান- ৩:৫৫, আরাফ- ৭:৫৪) 19. দেখা ও শোনার শিরক- আল্লাহ ছাড়া অন্য কোন মানুষ হোক নাবি বা রসুল সব শুনতে বা দেখতে পান এমন মনে করা শিরক। (সূরা ইউনুস- ১০:৬১, তাহা-২০:৪৬) 20. কিয়ামতের শিরক- কিয়ামতের দিন আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন নাবি, রসুল, পীর, অলি, ইত্যাদি মানুষরা অন্যান্য মানুষদের আজাব হতে বাচাতে পারবে এটা মনে করা শিরক। এছাড়া অন্য কেউ মানুষকে আল্লাহর আজাব হতে কাউকে ক্ষমা করাতে পারবে এমনটা মনে করাও শিরক। (সূরা তাহরিম- ৬৬:১০, শুআরা- ২৬:২১৪, তাওবাহ- ৯:৮০)
জি ভাই অনেক বই পাবেন আপনি কাকরাইল মসজিদের সামনে ভ্রাম্যমান কিছু লাইব্রেরী থেকেও কিনতে পারেন । অথবা নিকটস্থ কোন লাইব্রেরী থেকে ছয় সিফাত নামে বই পাবেন সেটা কিনতে পারেন
প্রিয় বোন, এই ভিডিওটি আমার অনেক আগেকার ।আমার ভিডিও এডিটর সে আওয়াজটি জুড়ে দিয়েছিল। তবে বর্তমানের ভিডিও গুলোতে এ ধরনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড ব্যবহার করা হয় না। সময় থাকলে বর্তমানের ভিডিওগুলো শুনতে পারেন দাওয়াতের নিয়তে।
ভাই কেউ যদি কোরআন হাদিস এর জ্ঞান অর্জন না করে তাহলে সে আলেম হতে পারে না অতএব আলেম কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেই বলে। এবং ছয় সিফত ইসলামের পাঁচটি বুনিয়াদ হিসাবে বলা হয়নি বরং ছয় সিফাতকে বলা হয়েছে গুণ হিসেবে এগুলো মুমিনের গুণ একটি কালিমার গুণ মানে আল্লাহর প্রতি ঈমান আনা এটি আপনি অস্বীকার করতে পারবেন না নামাজের কথা বলা হয়েছে এরপরে এলেমের কথা বলা শিক্ষার কথা বলা হয়েছে ।
ইসলামের আলোকে দাওয়াত ও তাবলীগ দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিজের জানমাল এবং সময় নিয়ে সকল মানুষকে হেদায়েতের পথে এবং ইসলামের পথে নিয়ে আসার জন্য ফিকির করা। এবং তাদের কাছে ইসলামের প্রচার প্রসার করা। আর এই প্রচার প্রসারের জন্য অর্থাৎ দাওয়াত ও তাবলীগের জন্য প্রয়োজনে রসূলের মত আমাদেরকে দেশ ছাড়তে হবে নিজের ঘর ছাড়তে হবে। যদি কাউরির অতিরিক্ত সময়ে নিয়ে আল্লাহর রাস্তায় বের হওয়ার সুযোগ না হয় তাহলে সে ঘরে বসে থেকে বাড়ির পাশে দাওয়াতের কাজ করবে। কেউ সময় বেশি পাইলে হিজরত করে সাহাবীদের মত দাওয়াতের প্রচার-প্রসার করবে। চাক সে 40 দিনের জন্য যাক অথবা 120 দিনের জন্য যাত্রা এক বছরের জন্য যাক অথবা সারা জীবনের জন্য। তবে সময় নির্দিষ্ট করা হয়েছে এই জন্য যাতে করে যে সকল সাথী ভাইয়েরা আল্লাহর রাস্তায় আসে তাদের মধ্যে একটি শৃঙ্খলা বজায় থাকে তাতে করে একটি নির্দিষ্ট সময়ে তার নিজের অবস্থা অনুযায়ী আল্লাহর রাস্তায় বের হইতে পারে। যেমনটি বিভিন্ন জায়গায় মাহফিল করা হয় নির্দিষ্ট একটি সময়ে সীমাবদ্ধ করে দেওয়া হয় উক্ত নির্দিষ্ট সময়ে আলোচনা শুরু হবে এবং নির্দিষ্ট সময় আলোচনা শেষ হবে একদিনের জন্য অথবা দুই দিনের জন্য অথবা তিন দিনের জন্য। যাইহোক এভাবে সময় নির্দিষ্ট করে দেওয়া দাওয়াতের কাজের জন্য এটি শৃঙ্খলা বদ্ধতার জন্য। প্রিয় ভাই আশা করি আমাদের কথাগুলো বুঝেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত নসিব করুন এবং জান্নাতে যাওয়ার জন্য সরল পথ অবলম্বন করার তৌফিক দান করুন।
আপনাকে অনেক ধন্যবাদ....
আপনার জন্য আজ আমি অনেক কিছু জানতে পারলাম.....
আলহামদুলিল্লাহ.....
🤲🤲🤲
মতামতের জন্য শুকরিয়া প্রিয় ভাই
Mashallah 🎉
k
"পানি পান করার সুন্নত ৬টি
১.বিসমিল্লাহ বলা।
২.পানি দেখে খাওয়া।
৩.বসে খাওয়া।
৪.ডান হাতে খাওয়া।
৫.তিন শ্বাসে খাওয়া।
৬.শেষে আলহামদুল্লিাহ বলা।
ভাই বোন -সকলে আমল করি এবং অন্যদের মাঝে শেয়ার করবেন।
বরকত পাবেন ইংশাঅল্লাহ।
৩দিনেএ জামাতে এই সিফত শিখেছিলাম।আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে আবার জানতে পারলাম
শুকরিয়া প্রিয় ভাই মতামতের জন্য।
আমিও
Allahmdulila
আমিন@@limonmia3444
আমিও তিন দিন গিয়ে অনেক কিছু শিখতে পেরেছি ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা আপনার এই তিন দিনের মেহনতকে কবুল করুন। এবং ইসলামের জন্য সারা বিশ্ব সফল করার তৌফিক দান করুন।
আমিন ছুম্মা আমিন
"পানি পান করার সুন্নত ৬টি
১.বিসমিল্লাহ বলা।
২.পানি দেখে খাওয়া।
৩.বসে খাওয়া।
৪.ডান হাতে খাওয়া।
৫.তিন শ্বাসে খাওয়া।
৬.শেষে আলহামদুল্লিাহ বলা।
ভাই বোন -সকলে আমল করি এবং অন্যদের মাঝে শেয়ার করবেন।
বরকত পাবেন ইংশাঅল্লাহ।
Namaz ar foroj koita
আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের পাবন্দী করার তৌফিক দান করুন।
প্রিয় ভাই, ❤️
নামাজের ফরজ কাজ ১৩টি
মাশা আল্লাহ
আলহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো ভাবে আমাদেরকে বুঝানোর জন্য আপনার নেক হায়াত কামনা করি (আমিন)
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ প্রিয় ভাই।
আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করুন ❤️
আমিন ছুম্মা আমিন ❤❤❤
10 দিনের জন্য বাহির হইতাম ইনসা আল্লাহ,, দোওয়া করিবেন,,
আল্লাহ তাআলা আপনার জান ,মাল এবং সময়ে বরকত দান করুন
Subhaan Allah
আল্লাহ পাক আপনাকে দ্দীনের জন্য কবুল করুক আমিন
আলহামদুলিল্লাহ আমি তাবলিগের ছয় ছিফত উর্দু ভাষায় পারি 🌼
মাশাআল্লাহ প্রিয় ভাই।
আপনি চাইলে উর্দু ভাষায় ছয় সিফাতটি লিখে দিতে পারেন। উম্মতের কাছে দাওয়াতের নিয়তে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এ নিয়ে রেকর্ডিং করব
আল্লাহ্ কামিয়াবি দান করুন আমীন ইয়া রাব্বাল আল-আমীন।
আমীন
iñ7y
.
@@TaqwaMD assalamualikum bi kamon asan bi tableg jamate jaite sai kebabe jamo
রছুল
@@TaqwaMD
@@TaqwaMDআমিন
mashaallah onk khuja khujir pore pelam. Alhamdulillah
ধন্যবাদ,
আপনাকে অসংখ্য ধন্যবাদ....
আজকে আমার ছয় সিফাতের আমল ছিল... আর আমি ছয় সিফাত পারতাম না... আপনার এই ভিডিও আমার খুব ইহসান হয়েছে ... ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ...🥰
মতামতের জন্য শুকরিয়া প্রিয় ভাই
মাসতুরাত জামাত / তালিম পয়েন্টে?
আমিন
আমিন 🤲🕌
আল্লাহ পাক এই ছয় সিফত সবাইকে শিখারএবং মানার তৌফিক দান করুন আমিন আমরা ভালো কিছু যাই করবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আর খারাপ কিছু যদি ছেড়ে দিব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ আমাদের সবাইকে ঈমানী মৃত্যু দান করুন আমিন
আপনার উত্তম মতামতের জন্য ধন্যবাদ ♥️
জ
আল্লাহ তায়ালা সক্তি মান ❤
সর্বোত্তম কথা ♥️
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
ধন্যবাদ প্রিয় ভাই
মাশাল্লাহ ভিডিও টা দেখে অনেক ভালো লাগলো।
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ!
SubhaAllah❤❤❤
মাশাআল্লাহ ♥️
আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক ভাই দোয়া করি
ধন্যবাদ ! সুকরিয়া
আপনাকে অনেক ধন্যবাদ❣️
আপনার ভিডিও দেখে ছয় নাম্বারটা শিখার সুযোগ পেলাম🥀
শুকরিয়া প্রিয় ভাই
Masha Allah.....
ধন্যবাদ
আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করার তাওফিক দান করক,আমিন।
Amen 🙌
"পানি পান করার সুন্নত ৬টি
১.বিসমিল্লাহ বলা।
২.পানি দেখে খাওয়া।
৩.বসে খাওয়া।
৪.ডান হাতে খাওয়া।
৫.তিন শ্বাসে খাওয়া।
৬.শেষে আলহামদুল্লিাহ বলা।
ভাই বোন -সকলে আমল করি এবং অন্যদের মাঝে শেয়ার করবেন।
বরকত পাবেন ইংশাঅল্লাহ।
Zazakallahu Khairan.
শুকরিয়া প্রিয় ভাই
Onk koster por khuje pailam
Alhamdulillah
Duya korben insha allah allahr rohomote jeno onk kisu shikhte pari
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ
মাশাল্লাহ ❤ আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন 🤲🤲😘
আমিন 🤲
মাশাল্লাহ্
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ
আলহামদুলিল্লাহ 🤲🤲🤲🤲🤲
ধন্যবাদ প্রিয় ভাই
আল্লাহ তায়ালা হুজুরকে নেক হায়াত দান করুক আমিন। ❤️❤️❤️❤️❤️💚💚💚💚💚💚💚
আমিন। দোয়ার জন্য ধন্যবাদ।
জাযাকাললাহু খাইরান
শুকরিয়া প্রিয় ভাই
আলহামদুলিল্লাহ
শুকরিয়া প্রিয় ভাই
Masaallaha I. Love islam
ধন্যবাদ প্রিয় ভাই
মাশাআল্লাহ চমৎকার 🥰🥰 আর একটু চোট করে ভিডিও দেন ভাই। বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাত শেষ করে ১৫ জানুয়ারি ১ চিল্লার জন্য মহান আল্লাহর রাস্তায় বের হবো।❤️ মহান আল্লাহ পাক পরম দয়ালু ও মেহেরবান ❤️ ইয়া খালেক,, ইয়া মালেক,, ইয়া কুদ্দুস,, ইয়া রহমান,,
মাশাআল্লাহ প্রিয় ভাই শুনে খুশি হলাম।
ইনশাআল্লাহ আপনার কথা রাখার চেষ্টা করব।
আমিও আপনার মত বর্তমানে এস্তেমার ময়দানে রয়েছি আলহামদুলিল্লাহ।
জাযাকাল্লাহু খইরান
আপনার মূল্যবান মতামতের জন্য শুকরিয়া ♥️
সুবহানআল্লাহ
আলহামদুলিল্লাহ
আল্লাহু আকবার
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আস্তাগফিরুল্লাহ
লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আলিয়ু্ল আজীম
লা ইলাহা ইল্লা আন্তা সুবানাকা ইন্নি কনতুমিনাজ জোলেমিন
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ
আলহামদুলিল্লাহ আমি আসি
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ!
ماشاء الله
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ!
খুব ভালো লাগছে ভাই জান❤
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ
Alhamdulillah
আপনার মূল্যবান মতামতের জন্য ♥️ ধন্যবাদ
Allah humma amin,summa amin.
শুকরিয়া ভাই ♥️
আমিন আমিন
ছুম্মা আমিন 🤲
অনেক অনেক ধন্যবাদ
মতামতের জন্য ধন্যবাদ
Subahanallah
শুকরিয়া প্রিয় ভাই
খুব সুন্দর আমি আগে এগুলা মুকাস্ত ছিলো এখন ভুলে গেছে
প্রিয় ভাই এখন আবার মুখস্থ করে ফেলেন
একবার মুখস্থ করলে ভুলতে নেই
আল্লাহ দেওয়া জান মাল নিয়ে আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য আমি পস্তুুত ইনশাআল্লাহ আপনারা কে কে তৈয়ার আছেন????
মাশাআল্লাহ! আল্লাহ আপনাকে কবুল করুন! আমিন
সোবহান আল্লাহ
জাযাকাল্লাহ
আমিন
ধন্যবাদ
আল্লাহ তায়ালা আমাদের কে এই হদিস থেকে বুঝ দান করার তৌফিক দান করুন আমীন,,
আমীন ! জাযাকাল্লাহ খায়ের আপনার সুন্দর মতামতের জন্য।
আল্লাহ দুনিয়ার সকল মুসলমান ভাই বোনদের কে হেদায়েত দান করুন আমীন ভারত থেকে,,,,,,,
আমিন আল্লাহতালা আপনার দোয়া কবুল করুন।
আলহামদুলিল্লাহ
মতামতের জন্য ধন্যবাদ প্রিয় ভাই
Vay ameo tablig kore. Apner chanaler satha ace. Jajahakalla koy ron.
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ প্রিয় ভাই । আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সাথে লেগে রাখার তৌফিক দান করুন।
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ
অআলাইকুম আসসালাম
মাশাআল্লাহ
শুকরিয়া
Kota gulir pdf pele khub kushi hotam
প্রিয় ভাই আপনি গুগলে সার্চ দিলে পিডিএফ পেয়ে যাবেন
2:54 Namaj
আপনার মূল্যবান মতামতের জন্য শুকরিয়া ♥️
Thank you ❤️
শুকরিয়া প্রিয় ভাই
যে মুসলিম সঠিক ভাবে ইসলাম ধর্মের নিয়ম-নীতি জানবে তাঁর জন্য দ্বীনের উপর চলা সহজ হবে।
[Mashuk Alam]
08/01/2022
ইনশাআল্লাহ।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে ইসলাম শিক্ষার জন্য কবুল করুন। এবং দ্বীনের ওপর চলার সহজ করুন।
আসসালামুয়ালাইকুম ব্যাকগ্রাউন্ড মিউজিক টা না থাকলে সব চাইতে বেশি ভালো হতো ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেগে বোঝা যায় না ভালোভাবে
নতুন ভিডিওতে বন্ধ করা হয়েছে
আমীন
শুকরিয়া
Vv,v,
V,v dv,dv,v,dv,xv v,v,vd vx xv rxv v rv,dv,rv v,v v,
vv,v v dxv v,rv xv dv v v,v v,dxv,rv v v,v v xvx v,v v,v,v,vr v vt v vr,v rv,v xv,v,tv dv rv v,rv,v v,d
,dv,dv xv dv v,vd,v tvd,v,vd,v,rv,v v v v,v rv zv,v,v vr,v,tv,v v v,v zv v vV r
ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে সমস্যা করে।
মিউজিকটা বন্ধ করলে আরও সুন্দর শোনা যেত।
এগুলো অনেক আগের ভিডিও! আবার নতুন ভাবে মিউজিক ছাড়া আপলোড দেওয়া হয়েছে!
হাদীসের রেফারেন্স দিলে ভাল হতো
ইনশাআল্লাহ পরবর্তীতে হাদিসের রেফারেন্স দেওয়ার চেষ্টা করব।
Ame 10 din geya chelum allahmdulila sikache
আপনার মূল্যবান মতামতের জন্য শুকরিয়া ♥️
আল্লাহ হয়েবার
শুকরিয়া প্রিয় ভাই
ঈমান ভঙ্গের দশটি নিয়ম বর্ণনা করুন।
[Mashuk Alam]
09/01/2022
প্রিয় ভাই, দয়া করে পড়ুন।
এক. আল্লাহর সঙ্গে শিরক করা
‘নিশ্চয় আল্লাহ তাঁর সঙ্গে অংশীদার করা ক্ষমা করেন না। তা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন; এবং যে কেউ আল্লাহর সঙ্গে শিরক করে সে এক মহাপাপ করে।’ [সুরা নিসা ৪ : ৪৮] ‘কেউ আল্লাহর সঙ্গে শিরক করলে অবশ্যই আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন এবং তার আবাস জাহান্নাম। আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই।’ [সুরা মায়িদা, ৫ : ৭২]
দুই. আল্লাহ এবং বান্দার মধ্যে কাউকে মধ্যস্থতাকারী বানানো
‘তারা আল্লাহকে ব্যতীত যার ইবাদাত করে তা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। তারা বলে, এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। বল, তোমরা কি আল্লাহকে আকাশমণ্ডলি ও পৃথিবীর এমন কিছুর সংবাদ দিচ্ছ, যা তিনি জানেন না? তিনি মহান, পবিত্র এবং তারা যাকে শরিক করে তা হতে তিনি ঊর্ধ্বে।’ [সুরা ইউনুস, ১০ : ১৮]
‘জেনে রাখ, অবিমিশ্র আনুগত্য আল্লাহরই প্রাপ্য। যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবকরুপে গ্রহণ করে তারা বলে, ‘আমরা তো এদের পূজা এজন্যই করি যে, ইহারা আমাদের আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাবে।’ তারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করছে আল্লাহ তার ফয়সালা করে দিবেন। যে মিথ্যাবাদী ও কাফির আল্লাহ তাকে সৎপথে পরিচালিত করেন না।’ [সুরা যুমার, ৩৯ : ৩]
তিন. মুশরিক-কাফিরদের কাফির মনে না করা
এমন কাফির, যার কুফরির ব্যাপারে আহলুস সুন্নাহ একমত। সেটা আসলি কাফির হতে পারে-যেমন ইহুদি, খৃস্টান ও হিন্দু সম্প্রদায়-আবার মুরতাদ, যিনদিকও হতে পারে, যেমন প্রকাশ্যে আল্লাহ, রাসুল বা দীনের কোনো অকাট্য ব্যাপার নিয়ে কটূক্তিকারী; যাদের কুফরির ব্যাপারে হকপন্থি আলিমগণ একমত।
চার. নবি (সা.)’র ফয়সালার তুলনায় অন্য কারও ফয়সালাকে উত্তম মনে করা
‘আপনি কি তাদের দেখেননি, যারা দাবি করে যে, যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যা অবর্তীণ হয়েছে, আমরা তার ওপর ঈমান এনেছি। তারা বিচার-ফয়সালা নিয়ে যেতে চায় তাগুতের কাছে, অথচ তাদের প্রতি নির্দেশ হয়েছে, যাতে তারা তাকে মান্য না করে। পক্ষান্তরে শয়তান তাদের প্রতারিত করে পথভ্রষ্ট করে ফেলতে চায়।’ [সুরা নিসা, ৪ : ৬০]
পাঁচ. মুহাম্মাদ (সা.) আনীত কোনো বিধানকে অপছন্দ করা
‘অতএব, তোমার পালনকর্তার কসম, সে লোক ঈমানদার হবে না, যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক বলে মনে না করে। এরপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তা সন্তুষ্টচিত্তে কবুল করে নেবে।’ [সুরা নিসা, ৪ : ৬৫]
ছয়. দীনের কোনো বিধান নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা
“তুমি তাদের প্রশ্ন করলে তারা নিশ্চয়ই বলবে, ‘আমরা তো আলাপ-আলোচনা ও ক্রীড়া-কৌতুক করছিলাম।’ বলো, ‘তোমরা কি আল্লাহ, তাঁর আয়াত ও তাঁর রাসুলকে বিদ্রুপ করছিলে?’ তোমরা অযুহাত দেয়ার চেষ্টা করো না। তোমরা তো ঈমান আনার পর কুফরি করেছ।” [সুরা তাওবা, ৯ : ৬৫-৬৬]
সাত. জাদু করা
‘সুলাইমান কুফরি করেনি, কুফরি তো করেছিল শয়তানরাই। তারা মানুষকে জাদু শিক্ষা দিত…।’ [সুরা বাকারা, ২ : ১০২]
আট. মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন ও সহযোগিতা করা
‘হে মুমিনগণ! তোমাদের পিতা ও ভাইও যদি ঈমানের বিপরীতে কুফরিকে বেছে নেয়, তবে তাদের অন্তরঙ্গরূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা তাদের অন্তরঙ্গরূপে গ্রহণ করে, তারাই সীমালঙ্ঘনকারী।’ [সুরা তাওবা, ৯ : ২৩]
‘হে মুমিনগণ! তোমরা ইহুদি ও খৃস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না। তারা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদের বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন বলে গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না।’ [সুরা মায়িদা, ৫ : ৫১]
নয়. কাউকে দীন-শরিয়তের ঊর্ধ্বে মনে করা
‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দীন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দীন হিসেবে মনোনীত করলাম।’ [সুরা মায়িদা, ৫ : ৩]
দশ: দীন থেকে মুখ ফিরিয়ে নেয়া
‘যে ব্যক্তি তার প্রতিপালকের নিদর্শনাবলি দ্বারা উপদিষ্ট হয়েও তা হতে মুখ ফিরিয়ে নেয় তার অপেক্ষা অধিক অপরাধী আর কে? আমি অবশ্যই অপরাধীদের শাস্তি দিয়ে থাকি।’ [সুরা সাজদা, ৩২ : ২২]
শির্ক কি? বিশটি শির্ক বর্ণনা করুন।
[Mashuk Alam]
09/01/2022
প্রিয় ভাই, বিশটি শির্ক বর্ণনা করলাম
1. আহবানের শিরকঃ আহ্বানের শিরক বলতে মানুষের ক্ষমতার বাইরে এমন কোন পার্থিব লাভের আশায় অথবা কোন পার্থিব ক্ষতি হতে রক্ষা পাবার উদ্দেশে আল্লাহ ছাড়া অন্য কাউকে আহবান করা বুঝায়। (সূরা জিন ৭২:১৮, রাদ-১৩:১৪, মারিয়াম-১৯:৪৮)
2. ফরিয়াদের শিরকঃ ফরিয়াদের শিরক বলতে নিতান্ত অসহায় অবস্থায় আল্লাহ ছাড়া অন্য কাউকে সাহায্যের জন্য ডাকাকে বুঝায়। রোগ নিরাময়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা। (সূরা আনফাল-৮:৯, আনকাবুত-২৯:৬৫)
3. আশ্রয়ের শিরক- কোন অনিষ্টকর বস্তু বা ব্যক্তি হতে বাঁচার জন্য আলাহ ব্যতিত অন্য কারো কাছে আশ্রয় নেয়া বা সরনাপন্ন হওয়া। (সূরা ফুসসিলাত/ হা মিম আসসাজদাহ-৪১:৩৬, সূরা মুমিনুন-২৩:৯৭-৯৮, সূরা ফালাক ১১৩:-১-৫, সূরা নাস ১১৪:১-৬)
4. আশা বা বাসনার শিরক- মানুষের অসাধ্য কোন বস্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কামনা করা। যেমন, কোন পিরের কাছে সন্তান কামনা করা। (সূরা আশ-শুআরা-৪২:৪৯,৫১)
5. নামাজের শিরক- রুকু, সিজদাহ, সওয়াবের আশায় কোন ব্যক্তি বা বস্তুর সামনে বিনম্রভাবে দাঁড়ানো বা নামাজের শিরক বলতে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ইবাদাতগুলো ব্যয় করাকে বুঝান হয়। (সূরা হাজ্জ-২২:৭৭, আনআম-৬:১৬২-১৬৩)
6. তাওয়াফের শিরক- কাবা ঘর ব্যতিত অন্য কোন বস্তুর তাওয়াফ করা।(হাজ্জ-২২:২৯, বাকারাহ-২: ১২৫)
7. তাওবার শিরক- আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তাওবা করা। (সূরা নুর-২৪:৩১, আল ইমরান-৩:১৩৫)
8. জবাইয়ের শিরক- আল্লাহ ছাড়া অন্য কারো নৈকট্য লাভের জন্য পশু জবাই করা। চাই তা আল্লাহর নামেই করা হোক বা অন্য কারো নামে বা নাবী বা জিনের নামে। (সূরা আনআম- ৬:১২১, ১৬২-১৬৩)
9. মানতের শিরক- আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মানত করা। (সূরা-হাজ্জ-২২:২৯, বাকারাহ-২:২৭০, আনআম-৬:১৩৬)
10. আনুগত্যের শিরক- বিনা ভাবনায় শরিয়তের গ্রহণযোগ্য কোন প্রমান ছাড়াই হালাল হারাম জায়েজ নাজায়েজের ব্যপারে আলেম বুজুর্গ বা উপরস্থ কারো সিদ্ধান্ত অন্ধভাবে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়া।(তাওবা-৯:৩১, আনআম-৬:১২১,আরাফ-৭:৩,)
বিশেষজ্ঞরা বলছেন, অন্ধভাবে চার মাঝহাবের চার জন মহামতি ইমামের অন্ধ অনুসরণ করাও শিরক। উপরন্তু এই চার জন মহান ব্যক্তি কখনই নিজেকে অন্ধভাবে অনুসরন করতে বলেনি। যদি কোন ব্যক্তি মনে করে বর্তমান যুগে ইসলামিক শাসনব্যবস্থা অচল এবং গণতন্ত্র, রাজতন্ত্র,পীরতন্ত্র,ধরমনিরপেক্ষ মতবাদ ইত্যাদিই হল আধুনিক পদ্ধতি তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। খ্রিস্টানরা তাদের আলিমদের উপাসনা করত না তবে তারা হালাল হারামের ব্যপারে বিনা প্রমানে তাদের আলিমদের সিদ্ধান্ত মেনে নিত। আর এটিই হচ্ছে শিরক। (তিরমিজি-অধ্যায় ৪৭ হা: নং ৩০৯৫)
11. ভালবাসার শিরক- দুনিয়ার কাউকে এমন ভাবে ভালবাসা যাতে তাঁর আদেশ নিষেধ কে আল্লাহ তাআলার আদেশ নিষেধের উপর প্রাধান্য দেয়া অথবা সমপর্যায়ের মনে করা। প্রকৃতিগত ভালবাসা (খাবার), স্নেহ জাতীয় ভালবাসা (সন্তানের জন্য পিতার), আসক্তিগত ভালবাসা (স্বামীর জন্য স্ত্রীর) ইত্যাদির কোনটাকেই আল্লাহ তাআলার ভালবাসার উপর স্থান দেয়া যাবে না। (বাকারাহ-২:১৬৫, তাওবা-৯:২৪)
12. ভয়ের শিরক- একমাত্র আল্লাহ ছাড়া কাউকে প্রকাশ্যভাবে দুনিয়া বা আখিরাত সংক্রান্ত যে কোন ক্ষতি সংঘটন করতে পারে বলে অন্ধ বিশ্বাস করে তাকে ভয় পাওয়াকে বুঝানো হয়। মানুষ, মূর্তি, জিন ইত্যাদির অনিষ্টতা থেকে ভয় পাওয়া শিরক। প্রভাবশালি শাসকের ভয়ে ভাল কাজ বা জিহাদ হতে দূরে থাকা ছোট শিরক। তবে শত্রুর ভয়, বাঘের ভয় ইত্যাদি স্বাভাবিক ভয় শিরকের অন্তরভুক্ত নয়। (সূরা আনাআম- ৬:৮০-৮১, হুদ-১১:৫৪-৫৫, তাওবাহ-৯:১৩)
13. ভরসার শিরক- মানুষের অসাধ্য ব্যপারসমুহের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি ভরসা করা। কারো সমস্যা দূরীকরণ, চাকরি লাভ, রোগমুক্তি ইত্যাদি ব্যপারে আল্লাহর উপরেই ভরসা রাখতে হবে। দান, সাদাকার ব্যপারে নেতৃত্বস্থানীয় ব্যক্তির উপর ভরসা ছোট শিরক। তবে কোন প্রতিষ্ঠানের মালিক তাঁর কর্মচারীদের উপর মালামাল উৎপাদন বা কোন সেবা প্রদানের ক্ষেত্রে ভরসা করতে পারে। তবে সম্পূর্ণরূপে ভরসা করা শরিয়াতে জায়েজ নয়।(মায়িদাহ-৫:২৩, ইউনুস-১০:৮৪)
14. সুপারিশের শিরক- আল্লাহ ছাড়া অন্য কারো কাছে পরকালের মুক্তির জন্য সুপারিশ কামনা করা শিরকের অন্তর্ভুক্ত। (জুমার-৩৯:৪৪, আনাআম-৬: ৫১, বাকারাহ-২:২৫৫)
15. হিদায়াতের শিরক- আল্লাহ ছাড়া অন্য কেউ কাউকে হিদায়াত করতে পারে এমন বিশ্বাস করা অথবা কারো নিকট হিদায়াত কামনা করা। (বাকারাহ-২:২৭২, ইউসুফ-১০:১০৩)
16. সাহায্য প্রার্থনার শিরক- মানুষের সাধের বাইরে কোন কাজ একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো নিকট কামনা করা। (ফাতিহা-১:৫)
17. কবরের শিরক- কবরে শায়িত কারো জন্য ইবাদাত ব্যয় করা। অর্থাৎ সেখানে সালাত আদায় করা, সিজদাহ করা শিরক (মুসলিম-৯৮৯) তাঁর নিকট কিছু চাওয়া। তাঁর (ওসীলায়) মাধ্যমে আল্লাহর নিকটে কিছু চাওয়া। সেখানে মসজিদ নির্মাণসহ আরও অসংখ্য শিরক বিদ্যমান। (নুহ-৭১:২৩, ) (বুখারি- ৪২৭,২৮)
18. আল্লাহর অবস্থান সম্পর্কিত শিরক- আল্লাহ মুমিনের অন্তরে বিরাজমান মনে করা। আল্লাহ সবার অন্তরে বিররাজমান মনে করা। আল্লাহ সকল বস্তুর মাঝে লুকায়িত মনে করা। আল্লাহ সম্পর্কে সহিহ আকিদা হল, তিনি আরশের উপর অবস্থান করছেন। তাঁর আকার আছে কিন্তু তিনি তাঁর মত।তার সদৃশ (মত)কেউ নেই। (মূলক- ৬৭:১৬-১৭, , ইমরান- ৩:৫৫, আরাফ- ৭:৫৪)
19. দেখা ও শোনার শিরক- আল্লাহ ছাড়া অন্য কোন মানুষ হোক নাবি বা রসুল সব শুনতে বা দেখতে পান এমন মনে করা শিরক। (সূরা ইউনুস- ১০:৬১, তাহা-২০:৪৬)
20. কিয়ামতের শিরক- কিয়ামতের দিন আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন নাবি, রসুল, পীর, অলি, ইত্যাদি মানুষরা অন্যান্য মানুষদের আজাব হতে বাচাতে পারবে এটা মনে করা শিরক। এছাড়া অন্য কেউ মানুষকে আল্লাহর আজাব হতে কাউকে ক্ষমা করাতে পারবে এমনটা মনে করাও শিরক। (সূরা তাহরিম- ৬৬:১০, শুআরা- ২৬:২১৪, তাওবাহ- ৯:৮০)
এগুলো শিক্ষার জন্য কি কোন বই নেই থাকলে নাম কি বলবেন ইনশাআল্লাহ
জি ভাই অনেক বই পাবেন আপনি কাকরাইল মসজিদের সামনে ভ্রাম্যমান কিছু লাইব্রেরী থেকেও কিনতে পারেন ।
অথবা নিকটস্থ কোন লাইব্রেরী থেকে ছয় সিফাত নামে বই পাবেন সেটা কিনতে পারেন
Background muzic is disturbing for hearing and understanting
ব্যাকগ্রাউন্ড মিউজিক বর্তমানে ভিডিও গুলো থেকে রিমুভ করা হয়েছে
মিউজিক দিছেন কেন
ভাল কাজের মধ্যে বেদাত ঢুকাইছেন
মিউজিক এর জন্য কথা বুঝা যায় না
প্রিয় ভাই ভিডিওটি অনেক আগেকার। আমার ভিডিও এডিটর তখন নতুন ছিল তাই এমনটি হয়েছে। ইনশাআল্লাহ বর্তমানের ভিডিওগুলো দেখুন, মিউজিক ছাড়া পাবেন।
Hi
আসসালামু আলাইকুম ।
এটাই তো উত্তম ব্যাবসা 😊
মোবাইলে এই বইয়ের অ্যাপস পাওয়া যায় কি যায় না
আমাদের জানা নেই
মিউজিক টা বন্ধ করলে হতো না
এগুলো অনেক আগের ভিডিও! আবার নতুন ভাবে মিউজিক ছাড়া আপলোড দেওয়া হয়েছে!
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🕋🕋🕋🕋🕋🕋🕋🕋😇☺️
শুকরিয়া
একরামুল মুসলিমিন এর উপর গুরুত্ব কম দেওয়া হয়।বর্তমানে এই আমলের ঘাটতি প্রচুর রয়েছে ।
আপনার মতামতের জন্য ধন্যবাদ ♥️🕌🤲
40দিন
♥️ ধন্যবাদ
এইরকম একটা ভিডিওতে কিভাবে মিউজিক দিলেন? আহারে,আফসোস লাগে
প্রিয় বোন,
এই ভিডিওটি আমার অনেক আগেকার ।আমার ভিডিও এডিটর সে আওয়াজটি জুড়ে দিয়েছিল।
তবে বর্তমানের ভিডিও গুলোতে এ ধরনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড ব্যবহার করা হয় না।
সময় থাকলে বর্তমানের ভিডিওগুলো শুনতে পারেন দাওয়াতের নিয়তে।
শব্দর জন্য ঠিক মতো শোনা যাচ্ছে না
আপনার মূল্যবান মতামতের জন্য শুকরিয়া ♥️
Chhoy sifat kun dolil na. Islamer istombo pach ti. Quran hadis hol dolil. Alemder kotha dolil na
ভাই কেউ যদি কোরআন হাদিস এর জ্ঞান অর্জন না করে তাহলে সে আলেম হতে পারে না অতএব আলেম কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেই বলে।
এবং ছয় সিফত ইসলামের পাঁচটি বুনিয়াদ হিসাবে বলা হয়নি বরং ছয় সিফাতকে বলা হয়েছে গুণ হিসেবে এগুলো মুমিনের গুণ একটি কালিমার গুণ মানে আল্লাহর প্রতি ঈমান আনা এটি আপনি অস্বীকার করতে পারবেন না নামাজের কথা বলা হয়েছে এরপরে এলেমের কথা বলা শিক্ষার কথা বলা হয়েছে ।
Pls shut up music
ইনশাআল্লাহ এ বিষয়ে খেয়াল করা হবে
ইসলামের আলোকে দাওয়াত ও তাবলীগ দ্বারা চিল্লাকে বুঝানো হয় না।
[Mashuk Alam]
09/01/2022
ইসলামের আলোকে দাওয়াত ও তাবলীগ দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিজের জানমাল এবং সময় নিয়ে সকল মানুষকে হেদায়েতের পথে এবং ইসলামের পথে নিয়ে আসার জন্য ফিকির করা। এবং তাদের কাছে ইসলামের প্রচার প্রসার করা। আর এই প্রচার প্রসারের জন্য অর্থাৎ দাওয়াত ও তাবলীগের জন্য প্রয়োজনে রসূলের মত আমাদেরকে দেশ ছাড়তে হবে নিজের ঘর ছাড়তে হবে। যদি কাউরির অতিরিক্ত সময়ে নিয়ে আল্লাহর রাস্তায় বের হওয়ার সুযোগ না হয় তাহলে সে ঘরে বসে থেকে বাড়ির পাশে দাওয়াতের কাজ করবে। কেউ সময় বেশি পাইলে হিজরত করে সাহাবীদের মত দাওয়াতের প্রচার-প্রসার করবে। চাক সে 40 দিনের জন্য যাক অথবা 120 দিনের জন্য যাত্রা এক বছরের জন্য যাক অথবা সারা জীবনের জন্য। তবে সময় নির্দিষ্ট করা হয়েছে এই জন্য যাতে করে যে সকল সাথী ভাইয়েরা আল্লাহর রাস্তায় আসে তাদের মধ্যে একটি শৃঙ্খলা বজায় থাকে তাতে করে একটি নির্দিষ্ট সময়ে তার নিজের অবস্থা অনুযায়ী আল্লাহর রাস্তায় বের হইতে পারে।
যেমনটি বিভিন্ন জায়গায় মাহফিল করা হয় নির্দিষ্ট একটি সময়ে সীমাবদ্ধ করে দেওয়া হয় উক্ত নির্দিষ্ট সময়ে আলোচনা শুরু হবে এবং নির্দিষ্ট সময় আলোচনা শেষ হবে একদিনের জন্য অথবা দুই দিনের জন্য অথবা তিন দিনের জন্য। যাইহোক এভাবে সময় নির্দিষ্ট করে দেওয়া দাওয়াতের কাজের জন্য এটি শৃঙ্খলা বদ্ধতার জন্য।
প্রিয় ভাই আশা করি আমাদের কথাগুলো বুঝেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত নসিব করুন এবং জান্নাতে যাওয়ার জন্য সরল পথ অবলম্বন করার তৌফিক দান করুন।
Amin.
কসু😢
♥️
বাজনা হারাম বাজনা বরজন করি
এগুলো অনেক আগের ভিডিও! আবার নতুন ভাবে মিউজিক ছাড়া আপলোড দেওয়া হয়েছে!
৩.৪০দিনচিল্লকোথায় আছে জানা বেন
এই সম্পরকিত ভিডিও আছে আমার চ্যানেলে!
LINK: th-cam.com/video/szPWU52vIPY/w-d-xo.htmlsi=thuhBeVVCxNxc7df
তোরা এইসব কই থেকে পাইসছ
ভাই কালিমা ,নামাজ ইত্যাদি এগুলো কোরআন থেকে পেয়েছি।
আল্লাহ তায়ালার মুসলিম উম্মাহকে ফেতনাকারীদের হাত থেকে হেফাজত করুন।
সব তো কোরআন ও হাদীস থেকে বলা হয়েছে সমস্যা কোথায়???
আলহামদুলিল্লাহ
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ!
Amin
ছুম্মা আমিন 🤲