দলমা পাহাড় , জঙ্গল , শবর গ্রাম , ড্যাম , সবুজ প্রকৃতি সঙ্গে দিশি মুরগী । Nimdih Gandhi Ashram |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 198

  • @sumitachoudhury4196
    @sumitachoudhury4196 10 หลายเดือนก่อน +14

    যদি কখনও আবার এ পৃথিবীতে জন্মাই, তাহলে আপনার মত যেন travel vloger হয়ে জন্মাতে পারি। কি ভাল ভাগ্য করেই না জন্মেছেন আপনি সৌমেন্দু ভাই। আপনি আমার চেয়ে বয়সে অনেক টাই ছোট। যাইহোক আপনার সঙ্গে অনেক জায়গায় বেড়াই, কিন্তু সবসময় কমেন্ট করা হয় না। আজ একেবারে মুগ্ধ হয়ে গেলাম। শবর দের গ্রাম, ছোট ছোট টিলা, ছোট ছোট খড়ে ছাওয়া মাটির বাড়ি। আহা, কি শান্তি, চোখ ও মনের কতটা আরাম দিলেন। সঙ্গে মাসীমার হাতের অসাধারণ খাওয়া দাওয়া, সবমিলিয়ে দুর্দান্ত অনবদ্য। ভাল থাকবেন ভাই আর এভাবেই আমাদের সঙ্গে নিয়ে ঘুরবেন।

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน +1

      আপনার কমেন্ট সত্যিই অনবদ্য ... আসলে কমেন্ট না করে থাকতে পারলেন না ... মাঝে মাঝে একটু কমেন্ট করবেন , অনুপ্রাণিত হব । Pin করলাম ।

    • @jyotirmoyarko1470
      @jyotirmoyarko1470 10 หลายเดือนก่อน

      দাদা একজন প্রচন্ড ভদ্রলোক। এটা ওনার চরিত্রের অসাধারণ দিক।

    • @souravroy6634
      @souravroy6634 10 หลายเดือนก่อน

      গান্ধী আশ্রমে থাকার জন্য কি ভাবে যোগাযোগ করবো। যদি বলে দেন খুব ভালো হয়।

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      @@souravroy6634 ডেসক্রিপশন বক্সে ইমেইল এড্রেস আর ফোন নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করে দেখতে পারেন

    • @debraj9103
      @debraj9103 5 หลายเดือนก่อน

      Please ekbar asram er phone number din

  • @papitachatterjee689
    @papitachatterjee689 10 หลายเดือนก่อน +2

    দারুন লাগলো শবর গ্রাম
    অসাধারন হাতের কাজ ওদের
    আপনার সাথে সঙ্গী হয়ে আর প্রাকৃতিক সৌন্দর্য্য অসাধারন

  • @subhashbose5306
    @subhashbose5306 10 หลายเดือนก่อน +1

    দারুন, গান টা আরো দারুন,
    আপনাদের মতো ভ্রমন পিপাসু পর্যটকেরদের অপেক্ষাই থাকে এখানকার এই গরীব মানুষগুলো, কাশ্মীর , গ্যাংটক, হিল্লী দিল্লী অনেকেই ঘোরা ঘরে কোরে থাকেন কিন্তু এই পাশ্ববর্তী জায়গাগুলো কেউ এক্সপ্লোর করেনা, তাই অজানাই রয়ে যায়.
    আপনাদের মতো লোকেদের জন্যই এই জায়গা গুলো আস্তে আস্তে পপুলারিটি পাচ্ছে,
    ভালো থাকবেন 🙏🏻👍🏻❤️

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน +1

      ঠিক বলেছেন

  • @Livinginsolito
    @Livinginsolito 7 หลายเดือนก่อน +2

    বেশ ভালো লাগলো

  • @nirmalyaonwheels5525
    @nirmalyaonwheels5525 10 หลายเดือนก่อน +2

    অনবদ্য হৃদয়ছোঁয়া উপস্থাপনা 👌❤️🙏

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      যাক কারুর হৃদয় তাহলে ছুঁতে পারলাম ।। Thanks a lot

  • @NaturesWomb
    @NaturesWomb 10 หลายเดือนก่อน +1

    ভিডিও খুব ভালো লাগলো ।এই আশ্রমে আমি একবার হোলিতে গিয়েছিলাম । দারুন লেগেছিল সেবার ।

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน +1

      প্রথমেই বলি পলাশদার ভালোলাগাটা আমার পরম প্রাপ্তি । এখানে আসার আগে তোমার ভিডিও আমি দেখেছি । সেখানে দোল উৎসবে যে ছোট ছোট ঘরে ছিলে সেগুলো দারুণ ছিল । তাছাড়া বাজারে এসে তোমার গুলগুলা খাওয়া । সকালবেলা নগর সংকীর্তন বেরোনো । ওখানে গিয়ে প্রতিটা ঘটনা বারবার মনে পড়ছিল । আর মনে পড়ছিল তোমার মুখটা ।

    • @NaturesWomb
      @NaturesWomb 10 หลายเดือนก่อน

      @@GhurteFirte সত্যিই এই ভিডিও টা অনেকদিন আগের একটা সুন্দর স্মৃতিকে টাটকা করে দিল । ধন্যবাদ সৌমেন্দু দা ।♥️

  • @budhadityadas_babu
    @budhadityadas_babu 10 หลายเดือนก่อน +2

    খুব সুন্দর লাগলো নীমডিহ। ভালো থাকবেন দাদা ❤️🙏

  • @manasisen9215
    @manasisen9215 10 หลายเดือนก่อน

    Khub bhalo laglo video r gaanta ekdom thik jaygaye boseche oi anka baka path jay sudureeeee, darun amar khub prio gaan eta ..

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      হঠাৎ মনে এল গানটা ... দিয়ে দিলাম

  • @SudipMitra-r4v
    @SudipMitra-r4v 10 หลายเดือนก่อน

    আপনার উপস্থাপনা খুবই প্রাঞ্জল ও সপ্রতিভ। শুভেচ্ছা।

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      Thanks a ton

  • @baridmukherjee8389
    @baridmukherjee8389 7 หลายเดือนก่อน

    খুব সুন্দর লাগলো❤❤❤❤❤❤

  • @dipankarbiswas8909
    @dipankarbiswas8909 10 หลายเดือนก่อน

    দাদাকে অনেক ধন্যবাদ আমাকে নিয়ে যাবার জন‍্য। দাদার সঙ্গে যে দুদিন ছিলাম সেটা আমার জীবনের সেরা মুহুর্তের মধ্যে পরে। আমি দাদার বিশাল বড় ফ‍্যান।

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      সিলিং না টেবিল

  • @parthapratimdutta9107
    @parthapratimdutta9107 10 หลายเดือนก่อน

    ভোর বেলায় ঘুম ভাঙতেই সৌমেন্দু দার নিমডির ব্লগ মন ভরিয়ে দিল। অসাধারণ পরিবেশ সাথে টিলা টিলা পাহাড়, একটা আদিবাসী গ্রামের ফ্লেভার আর তাদের হাতের তৈরী খাবার সত্যিই অসাধারণ। পাহাড়ি রাস্তায় " আহা ঐ আঁকাবাঁকা পথ " অপূর্ব সংযোজন। সত্যিই সকাল টা দারুন enjoy করলাম।

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      সারাদিন কেমন গেল জানাবেন কিন্তু ! হা হা হা

    • @parthapratimdutta9107
      @parthapratimdutta9107 10 หลายเดือนก่อน

      কথায় আছেনা morning shows the day, তাই এত সুন্দর একটা ব্লগ দেখার পর দিনটা ভাল যাওয়ার ই ছিল। সত্যিই খুব ভাল কাটিয়েছি সারাদিন, মনটা একদম ফ্রেশ ছিল। এরপর থেকে এত ভাল ভাল ভিডিও গুলো ভোর বেলাতেই দেখব। ভাল থাকবেন সৌমেন্দু দা ❤❤❤

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      @@parthapratimdutta9107 টেস্ট করলাম আমার মুখ দেখলে লোকের দিন কেমন যায় ... হা হা

    • @parthapratimdutta9107
      @parthapratimdutta9107 10 หลายเดือนก่อน

      @@GhurteFirte ⚘️⚘️⚘️⚘️

  • @subhasgiri8272
    @subhasgiri8272 10 หลายเดือนก่อน

    অসাধারণ, খুব ভালো লাগলো আপনার ভিডিও..

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      সঙ্গে থাকবেন

  • @siddharthachakraborty6339
    @siddharthachakraborty6339 10 หลายเดือนก่อน

    wow. darun place choose korechen. khub bhalo laglo.

  • @PauseTheMomentWithRaja
    @PauseTheMomentWithRaja 10 หลายเดือนก่อน

    বাহ্ খুব সুন্দর লাগলো। 😊

  • @tapasmalakar6447
    @tapasmalakar6447 10 หลายเดือนก่อน

    খুব ভালো লাগছে আপনার সঙ্গে ঘুরতে ফিরতে, আপনি ভালো থাকবেন আর দেখাতে থাকবেন নতুন নতুন সব Destination

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      চেষ্টা করব

    • @tapasmalakar6447
      @tapasmalakar6447 10 หลายเดือนก่อน

      Welcome

  • @puspakumar9321
    @puspakumar9321 หลายเดือนก่อน

    খুব ভালো লাগল ভিডিওটি দেখে😊😊
    আমার বাড়ি পুরুলিয়াতেই 😊
    আমার বাড়ি থেকে নীমডী গ্রামের দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার কিন্তু কখনো যায়নি তবে আপনার ভিডিওর মধ্য দিয়ে ঘুরে এলাম নীমডী গ্রাম 😊

    • @GhurteFirte
      @GhurteFirte  หลายเดือนก่อน

      বেশ ভালো লাগবে ...

  • @adityaroy833
    @adityaroy833 10 หลายเดือนก่อน +3

    আপনার ভিডিও খুব সুন্দর লাগে

  • @petukbhoboghure
    @petukbhoboghure 10 หลายเดือนก่อน

    Khub sundor details... DARUN...!!! NEW MEMBER

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ

  • @sudeshnaroy6512
    @sudeshnaroy6512 10 หลายเดือนก่อน

    Bhison sundor jaiga ta....👌👌👌

  • @pinku2105
    @pinku2105 10 หลายเดือนก่อน

    আপনার সুন্দর উপস্থাপনার গুণে ভিডিও টি দেখতে খুবই ভালো লাগলো। ঘরে বসেই জায়গাটা ঘোরার একটা অনুভুতি হচ্ছিল। আপনার ভিডিও এই প্রথম দেখলাম, কিন্তু নিশ্চিত করে বলতে পারি যে এটাই শেষ নয়।
    আপনার জন্য একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা রইলো। ভালো থাকবেন।

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      আমার সত্যিই অবাক লাগছে চারশোরও বেশি ভিডিও upload করার পর আমার একটা ভিডিও youtube আপনার কাছে পৌঁছে দিল । আমার এই চ্যানেলে পুরানো ভিডিও দেখার অনুরোধ রাখলাম । " ঘরে বসেই জায়গাটা ঘোরার একটা অনুভুতি " সেখানেও পাবেন , কথা দিলাম । সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ।

  • @RoyBarirKatha
    @RoyBarirKatha 10 หลายเดือนก่อน

    Khub bhalo laglo. Nice presentation. 👌👌

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      Thanks for watching

  • @Sanjibdey4567-f5p
    @Sanjibdey4567-f5p 10 หลายเดือนก่อน

    Ek kothea Onoboddo Osadharon ❤❤❤

  • @niloykumardhar46
    @niloykumardhar46 10 หลายเดือนก่อน +1

    আমি গত বছর মার্চ মাসে গিয়েছিলাম পুরুলিয়া। বিশেষ উৎসাহ নিয়ে গিয়েছিলাম নিমডি গান্ধী আশ্রম মানে দুনিবাবুর আশ্রমে। আমি দুনিবাবু মানে দীপঙ্কর রায়ের লেখা বইগুলো পড়েছি এবং সেই উৎসাহে নিমডি আশ্রম দেখতে গিয়েছিলাম এবং ওনার ছেলে দেবদীপের সঙ্গে পরিচয় করেছিলাম। বইগুলি দেবদীপ ছদ্মনামে দীপঙ্কর রায় লিখেছেন।

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน +1

      ভালো লাগলো আপনার কমেন্ট

  • @williamsamaddar6510
    @williamsamaddar6510 7 หลายเดือนก่อน

    Excellent presentation 👍

    • @GhurteFirte
      @GhurteFirte  7 หลายเดือนก่อน

      Glad you liked it!

  • @rajaabhishek5410
    @rajaabhishek5410 10 หลายเดือนก่อน

    গিয়েছিলাম... গত ডিসেম্বরে... ওখানে থেকে পুরুলিয়া, দলমা পাহাড়, চান্ডিল ড্যাম ঘুরেছিলাম...

  • @asitkhanra1346
    @asitkhanra1346 10 หลายเดือนก่อน

    অপূর্ব লাগলো ❤

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      টাটা ঘাটশিলা tour মনে পড়ছে!

  • @dipankarchoudhury5718
    @dipankarchoudhury5718 10 หลายเดือนก่อน

    KHUB VALO LAGLO 👍🧡🌹👍🧡🌹

  • @withrajarshi.1130
    @withrajarshi.1130 10 หลายเดือนก่อน

    খুব সুন্দর লাগলো দাদা।

  • @poojatrivedi6437
    @poojatrivedi6437 10 หลายเดือนก่อน

    দারুন লাগলো ভাই

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 10 หลายเดือนก่อน

    asadharon prakritik poribesh

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน +1

      একদম

  • @user-ts155
    @user-ts155 10 หลายเดือนก่อน

    Ekta sadharon gram k ki asadharon bhabe poribeshon Kora Jai ta aapnar aar palash dar video gulo dekhle shikha Jai. Darun laglo vlog ta❤

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      প্রতিটা জায়গার নিজস্বতা থাকে । ট্রাভেল ব্লগারদের কাজ হল সেটা সঠিক ভাবে খুঁজে বের করে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া ... আশা করি ভবিষ্যতেও একই ভাবে সঙ্গে থাকবেন

  • @barnalidas7824
    @barnalidas7824 10 หลายเดือนก่อน

    Darun laglo dada🎉

  • @puspaelectronics9942
    @puspaelectronics9942 10 หลายเดือนก่อน

    Tomat sob video dehki khob vhalo lage. Tomr kotha gulo sob sobollil❤. Amio howrah r chele. At domjur. Egiye cholo.🎉

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      Thanks a lot

  • @saibalsen1474
    @saibalsen1474 10 หลายเดือนก่อน

    Khub valo lagcha

  • @kamalakshabardhan
    @kamalakshabardhan 10 หลายเดือนก่อน

    বলার কিছু নেই আপনার ভিডিওর বিষয়ে। ধন্যবাদ

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน +1

      সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

  • @animeshganguly4546
    @animeshganguly4546 10 หลายเดือนก่อน

    Welcome to our praner purulia ❤

  • @somnathpal2109
    @somnathpal2109 10 หลายเดือนก่อน

    ভালো লাগলো।

  • @tapatighosh5405
    @tapatighosh5405 10 หลายเดือนก่อน

    খুব ভাল লাগল দাদা 👍

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      সঙ্গে থাকবেন

  • @shuvaman2222
    @shuvaman2222 10 หลายเดือนก่อน

    Khub valo laglo

  • @mahesgaridi5528
    @mahesgaridi5528 10 หลายเดือนก่อน

    অসাধারণ 🙏🙏

  • @BhramanKahini
    @BhramanKahini 10 หลายเดือนก่อน

    অনবদ্য 👌 👌

  • @SumanGhosh-vg8fp
    @SumanGhosh-vg8fp 10 หลายเดือนก่อน

    Darun

  • @swapnopaul
    @swapnopaul 10 หลายเดือนก่อน +1

    সকালে বিছানায় শুয়ে শুয়ে আপনার সঙ্গে একটা অফবিট জায়গা ঘুরে নিলাম।

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      সারাদিন কেমন গেল জানিও !

    • @swapnopaul
      @swapnopaul 10 หลายเดือนก่อน

      @@GhurteFirte হা হা হা এখনো পর্যন্ত দারুন।

  • @shibodyutisengupta7893
    @shibodyutisengupta7893 10 หลายเดือนก่อน

    আমিও হাওড়া বালিতে থাকি ।
    অবশ্য ই বিবাহসুত্রে ।
    Debjani Sengupta

  • @nilimadey9738
    @nilimadey9738 10 หลายเดือนก่อน

    First like First comment die sunte suru korlam

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP 10 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো 👌❤

  • @anantamukherjee9788
    @anantamukherjee9788 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤kub valo laglo

  • @nilimadey9738
    @nilimadey9738 10 หลายเดือนก่อน

    Amio khabo ..ganta darun. Orai bhalo ache sahoj sarol ..khub bhalo laglo tomar video..bhalo theko

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      জায়গাটার একটা আলাদা টান আছে

    • @nilimadey9738
      @nilimadey9738 10 หลายเดือนก่อน

      Thanks

  • @joydebbanerjee5201
    @joydebbanerjee5201 10 หลายเดือนก่อน

    😮khub valo laglo

  • @balarammajumdar8864
    @balarammajumdar8864 10 หลายเดือนก่อน

    Outstanding Gandhi Ashram & surunding nature presented by famous Bengali Travel Channel " GHURTE FIRTE ". Are you start from Howrah on 04.02.24 ( Sunday) Train departure at12:16 am ( 05.02) ? Waiting for Beautiful Chandil Dam / Dalma wildlife sanctuary. Always with you. All Button pres since 04 years ago. With Regards...... B.Majumdar

  • @rajkumarsaha5446
    @rajkumarsaha5446 10 หลายเดือนก่อน

    Dada Nice video presentation ❤❤❤

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      Thanks for watching

  • @Biswajitgoswami288
    @Biswajitgoswami288 10 หลายเดือนก่อน +1

    এরকম tourist spot দেখালে যদি কিছু মানুষ বেড়াতে আসেন তাহলে এই এলাকার গরীব মানুষ গুলোর উপকার হবে কুটির শিলপোর যেটুকু নমুনা দেখলাম তা অসাধারণ

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      একদম ঠিক বলেছেন

  • @R.D.Adventures.1977
    @R.D.Adventures.1977 10 หลายเดือนก่อน

    Thanks Dada from Kolkata Shyam Bazar.

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      ্সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ।

  • @debasishdey1611
    @debasishdey1611 10 หลายเดือนก่อน

    good

  • @Ovishek1997
    @Ovishek1997 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @EvergreenElegantEsha
    @EvergreenElegantEsha 10 หลายเดือนก่อน

    এবার পরিচালক হয়েছো এটা দেখতে চাই।এত ভালো লাগলো কি বলবো

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      এবার এটাই বাকি আছে😄😄😄

  • @prodipghosal180
    @prodipghosal180 10 หลายเดือนก่อน

    Soumendu da grammo poribesh asadharan Laglo 😅😅😅😅😅

  • @goutamacharya8047
    @goutamacharya8047 10 หลายเดือนก่อน

    Very nice Dada Very nice

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      So nice

  • @krishnendusaha3584
    @krishnendusaha3584 10 หลายเดือนก่อน

    Apnar bhasa gyan er songe byakha.. editing chomotkar akdom...khub bhalo thakun aar erokom vlog pathan amader jonnyo..kindly phone number taa deben kothao gele ektu guide pabo

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      Description Box দেখুন

  • @indiraachary4685
    @indiraachary4685 10 หลายเดือนก่อน

    Excellent

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      Thank you so much 😀

  • @lalitmohan9911
    @lalitmohan9911 10 หลายเดือนก่อน

    এখন সবাই শহর ছেড়ে গ্রাম ভালবাসছে। কারনটা স্পষ্ট। ওখানে শুদ্ধ বাতাস আর দেশি মুরগি খেতে পাওয়া যায়।

  • @62tatan
    @62tatan 10 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো আপনার এই ভিডিওটা। পিছিয়ে থাকা ঝাড়খন্ডের এই গ্রামটা আপনার হাতে হাত দিয়ে যদি একটু এগিয়ে যেতে পারে এই কমনা করি।

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      এটাই টুরিজমের গুরুত্ব । চেষ্টা করি সবাই মিলে । আপনারা পাশে থাকবেন। ভালো লাগবে

  • @parthapratimchattopadhyay12
    @parthapratimchattopadhyay12 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalyanghosh1535
    @kalyanghosh1535 10 หลายเดือนก่อน

    Very nice

  • @debasisbera7446
    @debasisbera7446 10 หลายเดือนก่อน

    Many part of jharkhand should be included in West Bengal

    • @রাঢ়ঝলক
      @রাঢ়ঝলক 10 หลายเดือนก่อน

      Many part of West Bengal should be include in greater Jharakhand.

  • @affordableoffbeats
    @affordableoffbeats 10 หลายเดือนก่อน

    Good presentation as usual. Dada tariff er kotha to kichu pelam na description e...

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      ওদের kindly একটু mail করে নিন

    • @samirdasgupta4777
      @samirdasgupta4777 10 หลายเดือนก่อน

      How we can contact Gandhi Ashram at Nimdi ​@@GhurteFirte

  • @ankanghosh8351
    @ankanghosh8351 10 หลายเดือนก่อน

    খুব সম্ভবত এখানে natures womb এর পলাশ দা এসেছিলেন ২০২১ এর দোলে।
    ইচ্ছে আছে এখানে দোল এ যাওয়ার।

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      পলাশদার ভিডিও অসাধারণ

  • @we6995
    @we6995 10 หลายเดือนก่อน

    Nimdih-te mobile network speed kemon,janaben please?

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      Average...

  • @sanjaybandyopadhyay5531
    @sanjaybandyopadhyay5531 10 หลายเดือนก่อน

    খাওয়ার video টা আর একটু short করুন। অস্বস্তিকর লাগে। আপনার location selection খুব ভালো।।thanks

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      চেষ্টা করব

  • @debraj9103
    @debraj9103 5 หลายเดือนก่อน

    আশ্রমের থাকার সিঙ্গেল বেডরুমের ভাড়া কত, আমরা দুজন যাবো তাই অগ্ৰিম ধন্যবাদ আপনাকে

  • @sea2000sea
    @sea2000sea 10 หลายเดือนก่อน

    Dada khb khb vlo laglo.Gandhi Ashram book kivabe korbo?

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      এই address এ Mail করুন - Mailing Address - toureast@banglanatak.com / Description Box দেখুন ।

  • @bireswarchakraborty7920
    @bireswarchakraborty7920 10 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো 🙏 গান্ধী আশ্রম কি ভাবে বুক করবো একটু জানালে উপকৃত হবো

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      এই address এ Mail করুন - Mailing Address - toureast@banglanatak.com / Description Box দেখুন ।

    • @samirdasgupta4777
      @samirdasgupta4777 10 หลายเดือนก่อน

      How to book Gandhi Ashram

  • @KABITAMITALI
    @KABITAMITALI 2 หลายเดือนก่อน

    নিমডি গান্ধী আশ্রমের কোন ফোন নাম্বার, যেখানে সরাসরি যোগাযোগ করা যাবে, দিলে ভালো হয়।🙏🙏

    • @GhurteFirte
      @GhurteFirte  2 หลายเดือนก่อน

      আমাকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে সেটাই আমি আপনাকে ডেসক্রিপশন বক্সে দিয়েছি । এর বেশি আমার জানা নেই ।

  • @pradipkumar1173
    @pradipkumar1173 10 หลายเดือนก่อน

    হুঁ, প্রাণোচ্ছল,যদিও জীবিকার সঙ্কট রয়েছে।। ধন্যবাদ

  • @sandipchakraborty6914
    @sandipchakraborty6914 7 หลายเดือนก่อน

    Gandhi ashram a thaka o khabar cost koto kindly janaben.

    • @GhurteFirte
      @GhurteFirte  7 หลายเดือนก่อน

      Description বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে

  • @manojksarkar3427
    @manojksarkar3427 10 หลายเดือนก่อน

    Soumendu, I enjoy your videos, I am now 77, try to avoid boring retired life. My main problem is train journey, residence to rly stn, ticket booking, hotel booking etc. Pls give some advise.

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      আপনি প্রচন্ড ঘুরতে ভালবাসেন সেটা আপনার কমেন্ট পড়েই বোঝা যাচ্ছে । তবে বয়সজনিত কারণের জন্য বাইরে বের হতে আপনার খুবই কষ্ট হবে । সেটা চিন্তা করেই বলছি বাড়িতে একটা ৫৫ ইঞ্চি টিভি সেট কিনুন তাতে ইন্টারনেট কানেকশন যোগ করুন বিভিন্ন ট্রাভেল চ্যানেল যেমন ট্রাভেল এক্সপি , ন্যাশনাল জিওগ্রাফি এইচডি কানেকশননে দেখুন । সাথে আমাদের মতন যারা ছোটখাটো ইউটিউবার আছে যারা ঘুরতে ভালোবাসে তাদের ভিডিও দেখতে থাকুন । আপনার মন ভরে যাবে , দেখে শেষ করতে পারবেন না । এটুকু কথা দিলাম ।

  • @pradipbiswas1378
    @pradipbiswas1378 10 หลายเดือนก่อน

    Gandhi Ashram kivabe book korte hoy janale khub bhalo hoy

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      Description Box দেখুন

  • @jagannathbarman5804
    @jagannathbarman5804 10 หลายเดือนก่อน

    11:56

  • @prabirguin6923
    @prabirguin6923 10 หลายเดือนก่อน

    Had anybody gone to panchet hill ? I think it is biggest & highest hill in bengal ...

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      পুরুলিয়ার চেমটাবুরু is the highest hill in bengal

  • @rinasingha9649
    @rinasingha9649 10 หลายเดือนก่อน

    Dada amio thaki howrah amra bike ride kori purulia ride amder hoye geche.Ai jaygata jaini aikhane thkte gale koto taka lagbe?koto din auge bok korte Hobe?please janaben.apner sob video ami dekhi .apner voice khub valo lage.

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      Description বক্সে এ দেওয়া site তে mail করতে হবে।

  • @ashokmondal3697
    @ashokmondal3697 10 หลายเดือนก่อน

    গান্ধী আশ্রম এ কি গেলেই রুম পাওয়া যায়? নাকি বুক করে যেতে হয়?

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      Description Box দেখুন

  • @umakoley3201
    @umakoley3201 10 หลายเดือนก่อน

    Amazing, amazing, amazing 🙏🙏🙏

  • @Tour_Story
    @Tour_Story 10 หลายเดือนก่อน

    গান্ধী আশ্রমে কীভাবে বুক করবো?

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      Description Box

  • @_SuranjanPramanik_FT
    @_SuranjanPramanik_FT 9 หลายเดือนก่อน

    How to book for staying at Gandhi ashram?

    • @GhurteFirte
      @GhurteFirte  9 หลายเดือนก่อน

      Description Box দেখুন

  • @goodfornothing5205
    @goodfornothing5205 10 หลายเดือนก่อน

    দাদা আমি নিজেকে আপনার মত travel vlogger বলতে পারিনা, তবে আমারও খুব ইচ্ছে করে সাধ্য মত ছোট খাটো জায়গায় ঘুরে vlog করি, যদি আমায় আপনার সাথে নেন, তাহলে একজন অভিজ্ঞ মানুষের সান্নিধ্য পাওয়ার সুযোগ পাই..

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      আপনার আমার সময় মিলবে এমন কোন কথা নেই । তাছাড়া আমি একদিনের নোটিশে হঠাৎ করে বেরিয়ে পড়ি । এছাড়াও রাস্তাঘাটে খাওয়া দাওয়া বা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয় । এগুলো আমার যে সঙ্গী হবে তাকে অবশ্যই বিব্রত করতে পারে এবং আমার কাজের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করতে পারে । Thanks for watching video

  • @mandirasaha5361
    @mandirasaha5361 10 หลายเดือนก่อน

    Order kachh theke kichu kinlen na ?

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      সেটাও দেখাতে হবে!

  • @subhashisbanerjee6799
    @subhashisbanerjee6799 10 หลายเดือนก่อน +1

    Fooding lodging rate onek.2500/per head perday.eta kubi besi

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      আচ্ছা

  • @SuparnapatiTewari
    @SuparnapatiTewari 4 หลายเดือนก่อน

    Amar bari

  • @sumongoswami2688
    @sumongoswami2688 10 หลายเดือนก่อน

    এই গান্ধী আশ্রমে থাকার জন্য কিভাবে কন্টাক্ট করব

  • @subhamoysaha1916
    @subhamoysaha1916 10 หลายเดือนก่อน

    গান্ধী আশ্রমের যোগাযোগ করার নম্বরটা দেবেন?

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      Description Box দেখুন

  • @tutuldas7180
    @tutuldas7180 10 หลายเดือนก่อน

    Jharkhand bangla bhasa chole

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน +1

      ভালোই চলে

    • @avijitbiswas1073
      @avijitbiswas1073 10 หลายเดือนก่อน

      Jharkhand e 60%-70% jaigai Bangla Chole ekhane age Bangladesh port sona hota Kintu biharira chakranto kore hindi chaiye dichhe

    • @avijitbiswas1073
      @avijitbiswas1073 10 หลายเดือนก่อน

      Bangalore pora sona

    • @avijitbiswas1073
      @avijitbiswas1073 10 หลายเดือนก่อน

      Bangla

  • @bappadebnath8610
    @bappadebnath8610 10 หลายเดือนก่อน

    নিমডি আশ্রম এর ফোন নম্বর দিন, ঘুরতে যাব তাড়াতাড়ি।

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      এই address এ Mail করুন - Mailing Address - toureast@banglanatak.com / Description Box দেখুন ।

  • @subratomukherjee4154
    @subratomukherjee4154 4 หลายเดือนก่อน

    ফোন নম্বর টা, খুব সুন্দর

  • @debraj9103
    @debraj9103 5 หลายเดือนก่อน

    Gandhi asram booking process or any contact number please in advance thanks

    • @GhurteFirte
      @GhurteFirte  5 หลายเดือนก่อน

      ওনারা আমাকে যে রকম ভাবে contact দিয়েছেন সেটাই description Box এ দিয়েছি

  • @sanjoyjana1280
    @sanjoyjana1280 10 หลายเดือนก่อน

    হাওড়া নিমডিহি বাস আছে ফলে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়।

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน +1

      জানতাম না... Thanks

  • @palashranjanbhaumick5583
    @palashranjanbhaumick5583 10 หลายเดือนก่อน

    খরচাপাতি?
    সোজাসুজি জানালেই ভালো হোতো!

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      এইটা এখনো পুরোপুরি ভাবে চালু হয়নি । খরচ পাতির ব্যাপারটা ওরাও এখনো সঠিকভাবে নির্ধারণ করে উঠতে পারেননি । সেইজন্যই ইমেল আর ফোন নাম্বার দেওয়া আছে । সরাসরি যোগাযোগ করার জন্য

  • @prodipmondal7851
    @prodipmondal7851 10 หลายเดือนก่อน

    Nimdih Gandhi Asram video bhalo lageni.

    • @GhurteFirte
      @GhurteFirte  10 หลายเดือนก่อน

      চেষ্টা করব পরের ভিডিও ভালো করার

  • @anjanpal6053
    @anjanpal6053 10 หลายเดือนก่อน

    গিধনীর উপর দিয়ে যে রাজধানী এক্সপ্রেস গুলো যায় সবই খড়্গপুর হয়ে ভুবনেশ্বর যায় কোনটাই হাওড়া যায় না বা কোনদিন যেত না এই তথ্য ভুল।

    • @GhurteFirte
      @GhurteFirte  9 หลายเดือนก่อน

      ঠিক

  • @PrabirHaldar-yd9pm
    @PrabirHaldar-yd9pm 9 หลายเดือนก่อน

    Khaoa khaoa eto keno ??? Khub biroktikor. Ghorata holo koi ?????
    Khub valo laglo na. Birokti.

    • @GhurteFirte
      @GhurteFirte  9 หลายเดือนก่อน

      বিভিন্ন রকম লোক থাকে । সবাইকার কথা ভিডিও বানাতে হয় । বিশেষ কারোর কথা চিন্তা করে আমি ভিডিও বানাই না। চেষ্টা করি যতখানি সম্ভব ভিডিওটাকে আকর্ষণীয় করে তোলার । আশা করি আমার মনোভাবটা আপনি বুঝতে পেরেছেন । সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।