আলহামদুলিল্লাহ আমি মোসলমান আমি আপনাদের কে ইসলামের দাওয়াত দিলাম ইন্শা আল্লাহ, আল্লাহ তায়ালা আপনাদের কে ইসলামের ধর্মীয় বিশ্বাসের সাথে কবুল করুন আমিন আল্লাহুমা আমিন,,,
বাবাজি তোমাদের দুজনকে দেখে আমার খুব ভালো লাগে তোমাদের ভিডিও আমি নিয়মিত দেখি তোরা হিন্দু না মুসলমান জানিনা তবে মুসলমান হলে খুব খুশি হতাম। আল্লাহ যেন তোমাদের হেদায়েত দান করেন আমিন
মাশা আল্লাহ অসাধারণ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাই রান হে মহান আল্লাহ পাক তুমি আমাদের সকলের হেদায়েত দান করুন ও হেফাজতে রাখুন ও সুস্থ তা রাখুন ও দুনিয়ায় মজলুম মানুষের ও মুসলিম দের হেফাজতে রাখুন ও দুনিয়ায় ও আখেরাতে পুরস্কৃত করুন আমিন আমিন আমিন 🤲🤲🌹🌹🌹❤️❤️❤️✅✅‼️
"যারা আমি যা অবতীর্ণ করেছি তা গোপন করে, এবং তা বিকৃত করে; যদিও এটি স্পষ্ট করে দেওয়া হয়েছে, তাদের উপর আল্লাহ অভিশাপ দিয়েছেন এবং সমস্ত অভিশাপ দানকারীরাও অভিশাপ দেয়।" (সূরা আল-বাকারা, আয়াত: ১৫৯) "যারা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দেয় এবং জেনে শুনে সত্যকে গোপন করে, তারা অবশ্যই পাপী।" (সূরা আল-বাকারা, আয়াত: ৪২)
ইসলাম আল্লাহর সত্য ধর্ম এবং তার পথ হলো - আল কুরআন এবং আল্লাহর কুরআন এগিয়ে যাবে মহাবিশ্বের মহাপথ ধরে সত্য পথে মানুষের সাফল্য এনে দিতে আর এটাই আল্লাহর ইচ্ছা যা ঠেকানোর সাধ্য কারো নেই আলহামদুলিল্লাহ। এমন একটা মহা সময় আসবে যখন এই মহাবিশ্বের সিংহভাগ মানুষ আসবে সত্য ধর্মের পতাকা তলে। সেদিন বেশি দূরে নয়।
ইসলাম সম্পকে জানুন। ইসলাম সবার ধর্ম। সবার সৃষ্টিকর্তা একজনই। ইসলাম হচ্ছে আমাদের সবার প্রকৃত ধর্ম। গভীরভাবে চিন্তা করে দেখুন, যদি আমাদের ২ জন সৃষ্টিকর্তাও থাকতো তাহলে একজন আরেকজনের উর্ধ্বে নিজের মতকে প্রাধান্য দিতো। একজন চাইতেন সূর্য পশ্চিম দিকে উদয় হোক,আরেকজন চাইতেন পূর্ব দিকে এতে করে কি পৃথিবী ধ্বংস হয়ে যেতো না? তিনি (আল্লাহ) একজন ই। পুরো পৃথিবী তিনি একাই পরিচালনা করতে সক্ষম। তার সৈন্য অথবা কার্য সম্পাদনকারীরা হচ্ছে ফিরিশতা। যারা মানুষও না, কোন দেবতাও না। তারা নূরের তৈরি। তারা নিষ্পাপ। তারা শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করে যান। তাই আমরা ফিরিশতাদেরকে ইবাদাত করিনা। আবার যুগে যুগে সবাইকে সতর্কবার্তা ও সুসংবাদ দেওয়ার জন্য নবীদের পাঠিয়েছেন। তাদেরকেও কিন্তু আমরা ইবাদাত করিনা। ইবাদাত করতে হবে শুধু একমাত্র আল্লাহকে। কিন্তু শয়তান পৃথিবীতে মানুষদের মধ্যে বিভ্রান্ত তৈরি করে বিভিন্ন ধর্মে সবাইকে ভাগ করে দিচ্ছে এবং আল্লাহর পরিবর্তে অনেক অনেক দেবতার পূজা করতে উদ্বুদ্ধ করেছে। যেন সে তার প্রতিশোধ নিতে পারে। কারন শয়তান জানে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেই। তাই সে প্রতিজ্ঞাবদ্ধ সে একা জাহান্নামে যাবেনা। যাকে পারবে তাকেই বিভ্রান্ত করে তার পথে নিয়ে আসবে। কিন্তু আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ বলেছেন, যদি কেউ আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাকে সাহায্য করবেন। তাকে ক্ষমা করে দিবেন। দয়া দেখাবেন। সুবহানাল্লাহ! আর তাই ফিরে আসুন আপনার সৃষ্টি কর্তার কাছে। সত্য জানুন। ইসলাম গ্রহন করুন। কে জানে আগামীকাল বেঁচে থাকবেন কিনা! মৃত্যু আসার আগেই ঈমান আনুন এক আল্লাহর প্রতি যিনি সমস্ত কিছুর মালিক।
ভাই আমি তোমাদের ভিডিও দেখি আর অপেক্ষায় থাকি যে হঠাৎ কবে দেখবো তোমরা মুসলিম হবে আল্লাহর কাছে এটা আমার একটা ইচ্ছে তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তোমাদের সঠিক পথে আসার সুযোগ করে দেয়। আমিন।
আমি বাংলাদেশ থেকে বলছি আপু তোমাকে। তুমি আমার ছোট হবে তাই তোমাকে ছোট আপু বলে ডাকলাম আমার একটা ছোট্ট সাজেশন তোমার জন্য তোমার গলার উরনাটির ১মাথা ঘুরিয়ে তোমার মাথায় রাখো আমার ইসলাম ধর্মের মতে একটু পর্দাটা করতে পারো। যেমন খোলা চকলেট ধুলাবালি লাগা চকলেট তার কোন মূল্য থাকে না যদি চকলেট টি হয় হাইজেনিক এবং ভালো মানের প্যাকেজিং তার মূল্য সবার কাছেই থাকে অবশ্য তুমি বুদ্ধিমতী আমার কথার মানে গুলো তুমি বুঝতে পারবে।
"যারা আমি যা অবতীর্ণ করেছি তা গোপন করে, এবং তা বিকৃত করে; যদিও এটি স্পষ্ট করে দেওয়া হয়েছে, তাদের উপর আল্লাহ অভিশাপ দিয়েছেন এবং সমস্ত অভিশাপ দানকারীরাও অভিশাপ দেয়।" (সূরা আল-বাকারা, আয়াত: ১৫৯) "যারা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দেয় এবং জেনে শুনে সত্যকে গোপন করে, তারা অবশ্যই পাপী।" (সূরা আল-বাকারা, আয়াত: ৪২)
সত্যকে জেনেও যদি তুমি সত্যকে আকড়ে না ধরো, তাহলে ভেবে নাও তুমি সবচেয়ে বড় ভুলটি করলে। প্রিয় ভাই, বোন। তোমাদেরকে বলছিনা ইসলাম করো। শুধু এইটুকুই বলছি, ইসলাম ধর্মকে জানো। দেখবে তোমার চোখ খুলে গেছে। এখনও তোমার হাতে সময় আছে। নীরবে বসে ভাবো। #নিশ্চয়ই ইসলাম আল্লাহর দেওয়া একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যারা ইহা মেনে চলবে, তাদের জন্য অপেক্ষা করছে চিরস্থায়ী শান্তির স্থান, জান্নাত❤🎉
বন্ধু তোমাদের প্রতিক্রিয়া যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে তোমরা প্রতিক্রিয়া করোনি। এখানে মূল বিষয়টি ছিল হিন্দু ধর্মের গ্রন্থ গুলোতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উল্লেখ। তোমরা বলতে পারতে যে , "যেহেতু আমাদের হিন্দু ধর্ম গ্রন্থ গুলোতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা উল্লেখ আছে তাই আমাদের সবারই উচিত হবে এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আমাদের হিন্দু ধর্ম গ্রন্থ গুলোকে সঠিক ভাবে অধ্যয়ন কোরে সত্যকে গ্রহণ করা।"" তোমরা মূল বিষয়টিতে তোমাদের সুচিন্তিত মতামত না রেখে মূল বিষয়টি সুকৌশলে এড়িয়ে গিয়ে অযথাই বলতে লাগলে " উনি খুব সুন্দর কথা বলেন, আরো কতো কি।"" তোমরা জেনে বুঝে ইসলামের সত্যতা গ্রহণ করতে চাও না। সেটা তোমাদের ইচ্ছে। ইসলামে জোর জবরদস্তি হারাম করা হয়েছে। যদি সৎ সাহস নিয়ে ইসলামীক তথ্যগুলোতে প্রতিক্রিয়া করতে পারো তো ইসলামীক তথ্য নিয়ে কাজ করো। নয়তো ইসলাম বাদ দিয়ে তোমাদের হিন্দু ধর্ম নিয়ে কথা বলো। বেশির ভাগ হিন্দুরাই নিজেদের ধর্ম ছেড়ে ইসলামীক তথ্যের উপর প্রতিক্রিয়া করে। কারণ তাদের মূল উদ্দেশ্য পয়সা উপার্জন করা। আর ইসলামীক videos গুলোতে reaction দিলে মুসলমানদের subscription and views দুটোই খুব সহজে আর খুব দ্রুত পাওয়া যায়। আর রাতারাতি পয়সাওয়ালা হওয়া যায়। WOW !!! Magical IDEA. Use it and earn as much money as you want through reacting to ISLAMIC VIDEOS. You're not intelligent as you underestimate some viewers who can expose your motive to react to ISLAMIC VIDEOS. I'm not STUPID. OK !!!
@@irinsultana-e5o Please share my comments with your family and friends so that these kinds of channels I mean, those who are reacting to ISLAMIC VIDEOS couldn't make MUSLIMS STUPIDS or make FUN with ISLAM and MUSLIMS.
তাদের ধর্ম গ্রন্থ থেকেই রেফারেন্স সহ দেখানোর পরেও তারা সত্যর পথে ফিরে আসেনি এর চাইতে অভাগা আর কেউ নেই 😅 যারা হিন্দু হয়ে এই ভিডিও দেখছেন তারা দয়া করে রেফারেন্স এর সাথে আপনাদের ধর্ম গ্রন্থ থেকে মিলিয়ে ইসলামের পথে ফিরে আসুন।
আজকে একটা কথা বলতে চাই আমার মনে হয় এটা সবার জানা উচিত আমাদের ইসলাম ধর্মে আমাদের পবিত্র কিতাবে আছে সৃষ্টিকর্তা একজন এবং যত ধর্ম কিতাব আছে সেই খানেও আছে সৃষ্টিকর্তা একজন তাই আপনাদের বলতে চাই একটু মন দিয়ে ভাবুন যেই খানে আপনার কিতাবেও লিখত দেওয়া আছে সৃষ্টিকর্তা একজন সেই খানে এতো জনের পূজা কেন করা হয় কেন সৃষ্টিকর্তা একজন নিজেদের কিতাবে পাওয়ার পরও আপনারা এতো জনকে সৃষ্টিকর্তা মানেন তাই বলবো আল্লাহ সবাই কে বুঝার তৌফিক দান করুন, কালিমা টা রেখে গেলামা, ,,,লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ❤❤❤
Aal-e-Imran ৩:৬৪ বল, ‘হে কিতাবীগণ, তোমরা এমন কথার দিকে আস, যেটি আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান যে, আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদাত না করি। আর তার সাথে কোন কিছুকে শরীক না করি এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ছাড়া রব হিসাবে গ্রহণ না করি’। তারপর যদি তারা বিমুখ হয় তবে বল, ‘তোমরা সাক্ষী থাক যে, নিশ্চয় আমরা মুসলিম’। Aal-e-Imran ৩:১৯ নিশ্চয় আল্লাহর নিকট দীন হচ্ছে ইসলাম। আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে, তাদের নিকট জ্ঞান আসার পরই তারা মতানৈক্য করেছে, পরস্পর বিদ্বেষবশত। আর যে ব্যক্তি আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরী করে, নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত। Aal-e-Imran ৩:৮৫ আর যে ইসলাম ছাড়া অন্য কোন দীন চায় তবে তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। Al-Baqarah ২:৭৯ সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে। তারপর বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকে’, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস। Al-Anbiya ২১:১০৭ আর আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি। Al-Ahzab ৩৩:৪৫ হে নবী, আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে। Al-Mulk ৬৭:৬ আর যারা তাদের রবকে অস্বীকার করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। আর কতইনা নিকৃষ্ট সেই প্রত্যাবর্তনস্থল! Al-Mulk ৬৭:৭ যখন তাদেরকে তাতে নিক্ষেপ করা হবে, তখন তারা তার বিকট শব্দ শুনতে পাবে। আর তা উথলিয়ে উঠবে। Al-Mulk ৬৭:৮ ক্রোধে তা ছিন্ন-ভিন্ন হবার উপক্রম হবে। যখনই তাতে কোন দলকে নিক্ষেপ করা হবে, তখন তার প্রহরীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, ‘তোমাদের নিকট কি কোন সতর্ককারী আসেনি’? Al-Mulk ৬৭:৯ তারা বলবে, ‘হ্যাঁ, আমাদের নিকট সতর্ককারী এসেছিল। তখন আমরা (তাদেরকে) মিথ্যাবাদী আখ্যায়িত করেছিলাম এবং বলেছিলাম, ‘আল্লাহ কিছুই নাযিল করেননি। তোমরা তো ঘোর বিভ্রান্তিতে রয়েছ’। Al-Mulk ৬৭:১০ আর তারা বলবে, ‘যদি আমরা শুনতাম অথবা বুঝতাম, তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসীদের মধ্যে থাকতাম না’। Al-'Asr ১০৩:১ সময়ের কসম, Al-'Asr ১০৩:২ নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত। Al-'Asr ১০৩:৩ তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে।
সত্য শুধু শুনলেই হয় না গ্রহন করতে হয়
"আল্লাহ তাদের হৃদয় ও কানে মোহর মেরে দিয়েছেন, তাদের চোখের উপর আবরণ রয়েছে এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি"
(সূরা আল-বাকারা, আয়াত: ৭)
আমি ডা,জাকির নাইক স্যারের কুরআন এবং আধুনিক বিজ্ঞান লেকচার'টি দেখে নাস্তিকতা থেকে ফিরে এসেছি,, আলহামদুলিল্লাহ
আপনি বিশ্বাস রাখুন আল্লাহ তায়ালা নিশ্চয়ই আপনাদের জন্য বড় পুরস্কার রেখেছে ❤❤
🥰🥰🥰
পর্দা করা ফরজ।
কোথায়?
পর্দা করে কথা বলা উচিত।
আলহামদুলিল্লাহ ❤ আল্লাহ আপনার মঙ্গল করুন 🎉
Alhamdulillah 😊😊😊 Allah apnake kbul krun💖💖💕💕
সব সমস্যার সমাধান
দিতে পারে আল কোরআন 👈
আসিফ মহিউদ্দি এজন্য ধর্ম ত্যাগ করছে
😂
ডঃ জাকির নায়েককে নিয়ে আমরা মুসলমানরা খুব গর্ব করি কারণ তিনি মানুষ হিসাবে মুসলিম এবং একটা জীবন্ত কম্পিউটার।
তোমাদের ধন্যবাদ নতুন করে আবার ইসলামিক ভিডিও দেওয়া জন্য 😊
ডাক্তার জাকির নায়েক স্যারের আরো ভিডিও রিঅ্যাকশন চাই
মাশাআল্লাহ ❤❤❤
ডা. নায়েক মানুষ কি না, মাঝে মাঝে অবাক হই, অবিশ্বাস্য। এতো জ্ঞান আল্লাহ তাকে দিয়েছে
মানুষ কে মানুষ ভাবুন। এটাই বাস্তবতা, কাওকে মহা অন্য কিছু ভাববেন না এটা ঠিক না । হয়তো স্রষ্টা তাকে বুদ্ধি দিয়েছে ,
Allah sobaike sman gen diyese. Se janar try kre ami apni krina. Se allahr kse besi janar jnno pray kre but ami apni krina😢
@@Tonoysumaiya , রাইট। তবে উনার প্রতি আল্লাহর রহমত আছে। আল্লাহ কিন্তু ইসলামের জন্য সবাইকে কবুল করেন না
কম্পিউটার একটা
ডাঃ জাকির নায়েক সেরাদের সেরা আলেম
বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ট জ্ঞানী
ইসলামে আছে। হে ঈমানদারগণ তোমরা অন্যদের সঠিক পদ দেখাও যাতে তারা জান্নাতের পথ অনুসরণ করতে পারে 😢😢
তোমারা দু জন হেদায়েত প্রাপ্ত হবে ইনশাল্লাহ। আল্লাহ তোমাদের জ্ঞান বাড়িয়ে দিক।
ভারতের অহংকার মুসলমান গর্বিত ড জাকির নায়েক কে পেয়ে ❤
এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হয়রত মুহাম্মদ সাঃ শেষ নবী। মুসলিম ধর্মালম্বী বিশ্বাস করে।
মাস আল্লাহ অনেক সন্দর ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ 🎉🎉🎉🎉🎉
আলহামদুলিল্লাহ আমি মোসলমান আমি আপনাদের কে ইসলামের দাওয়াত দিলাম ইন্শা আল্লাহ, আল্লাহ তায়ালা আপনাদের কে ইসলামের ধর্মীয় বিশ্বাসের সাথে কবুল করুন আমিন আল্লাহুমা আমিন,,,
আমি এখনও দেখি নাই কেউ মুসলমান থেকে হিন্দু হয়েছে,
বরং হিন্দু, বোদ্ধ,খ্রিষ্টান থেকে
মুসলমান হয়েছে ❤❤❤
বাবাজি তোমাদের দুজনকে দেখে আমার খুব ভালো লাগে তোমাদের ভিডিও আমি নিয়মিত দেখি তোরা হিন্দু না মুসলমান জানিনা তবে মুসলমান হলে খুব খুশি হতাম। আল্লাহ যেন তোমাদের হেদায়েত দান করেন আমিন
আল্লাহ্ এনাদের দুইজনকে ইসলাম ধর্ম গ্রহন করার তাওফিক দান করেন। আমিন।❤❤❤
আমিন
Ameen
amin
Amin
Amin
"আল্লাহ তাদের হৃদয় ও কানে মোহর মেরে দিয়েছেন, তাদের চোখের উপর আবরণ রয়েছে এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি"
(সূরা আল-বাকারা, আয়াত: ৭)
মাশা আল্লাহ অসাধারণ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাই রান হে মহান আল্লাহ পাক তুমি আমাদের সকলের হেদায়েত দান করুন ও হেফাজতে রাখুন ও সুস্থ তা রাখুন ও দুনিয়ায় মজলুম মানুষের ও মুসলিম দের হেফাজতে রাখুন ও দুনিয়ায় ও আখেরাতে পুরস্কৃত করুন আমিন আমিন আমিন 🤲🤲🌹🌹🌹❤️❤️❤️✅✅‼️
শুভ কামনা রইল সবসময় তোমাদের জন্য এই ভিডিও জন্য বাংলাদেশ থেকে
সত্য কথা শুধু শুনলেই হয় না বরং মন থেকে মেনে নিয়ে তা গ্রহণ করতে হয়। আল্লাহ আমাদের সকলকে হিদায়েত দান করুন আমীন।
"যারা আমি যা অবতীর্ণ করেছি তা গোপন করে, এবং তা বিকৃত করে; যদিও এটি স্পষ্ট করে দেওয়া হয়েছে, তাদের উপর আল্লাহ অভিশাপ দিয়েছেন এবং সমস্ত অভিশাপ দানকারীরাও অভিশাপ দেয়।"
(সূরা আল-বাকারা, আয়াত: ১৫৯)
"যারা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দেয় এবং জেনে শুনে সত্যকে গোপন করে, তারা অবশ্যই পাপী।"
(সূরা আল-বাকারা, আয়াত: ৪২)
ইসলাম আল্লাহর সত্য ধর্ম এবং তার পথ হলো - আল কুরআন এবং আল্লাহর কুরআন এগিয়ে যাবে মহাবিশ্বের মহাপথ ধরে সত্য পথে মানুষের সাফল্য এনে দিতে আর এটাই আল্লাহর ইচ্ছা যা ঠেকানোর সাধ্য কারো নেই আলহামদুলিল্লাহ। এমন একটা মহা সময় আসবে যখন এই মহাবিশ্বের সিংহভাগ মানুষ আসবে সত্য ধর্মের পতাকা তলে। সেদিন বেশি দূরে নয়।
মুসলমানেরা সব সময় সত্যের জন্য জীবন দিতেও রাজি আছি।।।।।।।
জাকির নায়েককে বাংলাদেশের দেখতে চাই আমরা
Dr Zakir Naik bangladesh aibo na
মাশাআল্লাহ খুব সুন্দর বক্তব্য হইছে 🇧🇩🤲🇧🇩🤲🇧🇩🤲
অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও প্রকাশ করারজন্য অনেক ধন্যবাদ।
ইসলাম সম্পকে জানুন। ইসলাম সবার ধর্ম। সবার সৃষ্টিকর্তা একজনই। ইসলাম হচ্ছে আমাদের সবার প্রকৃত ধর্ম। গভীরভাবে চিন্তা করে দেখুন, যদি আমাদের ২ জন সৃষ্টিকর্তাও থাকতো তাহলে একজন আরেকজনের উর্ধ্বে নিজের মতকে প্রাধান্য দিতো। একজন চাইতেন সূর্য পশ্চিম দিকে উদয় হোক,আরেকজন চাইতেন পূর্ব দিকে এতে করে কি পৃথিবী ধ্বংস হয়ে যেতো না?
তিনি (আল্লাহ) একজন ই। পুরো পৃথিবী তিনি একাই পরিচালনা করতে সক্ষম। তার সৈন্য অথবা কার্য সম্পাদনকারীরা হচ্ছে ফিরিশতা। যারা মানুষও না, কোন দেবতাও না। তারা নূরের তৈরি। তারা নিষ্পাপ। তারা শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করে যান। তাই আমরা ফিরিশতাদেরকে ইবাদাত করিনা। আবার যুগে যুগে সবাইকে সতর্কবার্তা ও সুসংবাদ দেওয়ার জন্য নবীদের পাঠিয়েছেন। তাদেরকেও কিন্তু আমরা ইবাদাত করিনা। ইবাদাত করতে হবে শুধু একমাত্র আল্লাহকে। কিন্তু শয়তান পৃথিবীতে মানুষদের মধ্যে বিভ্রান্ত তৈরি করে বিভিন্ন ধর্মে সবাইকে ভাগ করে দিচ্ছে এবং আল্লাহর পরিবর্তে অনেক অনেক দেবতার পূজা করতে উদ্বুদ্ধ করেছে। যেন সে তার প্রতিশোধ নিতে পারে। কারন শয়তান জানে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেই। তাই সে প্রতিজ্ঞাবদ্ধ সে একা জাহান্নামে যাবেনা। যাকে পারবে তাকেই বিভ্রান্ত করে তার পথে নিয়ে আসবে। কিন্তু আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ বলেছেন, যদি কেউ আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাকে সাহায্য করবেন। তাকে ক্ষমা করে দিবেন। দয়া দেখাবেন। সুবহানাল্লাহ!
আর তাই ফিরে আসুন আপনার সৃষ্টি কর্তার কাছে। সত্য জানুন। ইসলাম গ্রহন করুন। কে জানে আগামীকাল বেঁচে থাকবেন কিনা! মৃত্যু আসার আগেই ঈমান আনুন এক আল্লাহর প্রতি যিনি সমস্ত কিছুর মালিক।
আলহামদুলিল্লাহ ডাঃ জাকির নাইক ছারে সাথে দেখা করার সুজক হয়েছে ❤❤
মাশাআল্লাহ, ডা: জাকির নায়েক এর সিরিয়াল লেকচার দেখতে চায়, ধন্যবাদ
ভাই আমি তোমাদের ভিডিও দেখি আর অপেক্ষায় থাকি যে হঠাৎ কবে দেখবো তোমরা মুসলিম হবে আল্লাহর কাছে এটা আমার একটা ইচ্ছে তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তোমাদের সঠিক পথে আসার সুযোগ করে দেয়। আমিন।
ভাই আপনারা সব কিছু করেছেন, কিন্তু কখনো কি ধর্ম কে জানার চেষ্টা করেছেন।
ধন্যবাদ তোমাদেরকে জাকির নায়েক হলো বিশ্বের কম্পিউটার। উনি যে কিভাবে কথা বলেন আল্লাহ পাক উনাকে এত মেধা দিছেন। বিশ্বে এমন একজন লোক আর পাওয়া যাবে না
আপনাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে গেলাম😢
মাশাআল্লাহ আল্লাহ তায়ালা ডাঃ জাকির নায়েকে অসিম জ্ঞান দান করেছে ❤❤❤ তিনি আমাদের গর্ব,, আল্লাহ তায়ালার জন্য তাকে আমরাও অনেক ভালোবাসি ❤❤❤❤
দাদা আমি বাংলাদেশ থেকে দেখছি আমি মুসলমান হলেও তোমাদেরকে অনেক ভালোবাসি খুব ভালো ভিডিও ছাড়ো তোমরা।
আমি মুসলমান হলেও তোমাদেরকে অনেক ভালোবাসি তোমাদের ধন্যবাদ ইসলামিক ভিডিও দেওয়া জন্য🥰
আল্লাহ জাকির নায়েককে হেদায়েত দান করুণ। আমিন
Are u hindu?
Tomra Dujon prokito Manus bright future sister and broder
সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ❤❤❤❤
বিশ্বের সবচেয়ে জ্ঞানী ও আলেম মোঃ ডঃ জাকির নায়েক ❤️🇧🇩🇲🇾🥰
আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক আমিন,,
তোমাদের জন্য দোয়া রইলো যেন এমন ভিডিও দেখে দেখে একদিন তোমরাও সুপথপ্রাপ্ত হও।
খুবই ভালো লাগলো আপনাদের ভিডিও
তোমরা পশ্চিম বঙ্গের কোন জেলায় থাকো ❤❤❤❤❤
মাশাআল্লাহ আপু ভাইয়া দোয়া রইল আপনাদের জন্য আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক
ডাক্তার জাকের নায়েকের আরো ভিডিও চাই
ইসলাম শিক্ষা দুইজনকে বুজার তৌফিক দেন আল্লাহ রহমানুর রহিম।
সত্যিই খুব ভালো লাগে ❤❤❤❤
বর্তমান পৃথিবীতে সব থেকে ঙ্গানী ব্যাক্তি ড:জাকির নায়েক ❤
অসাধারণ একটি ইসলামিক ভিডিও ধন্যবাদ 👍
I am a fan of Dr. Zakir Naik, thank you for making a video about him
অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এমন ভিডিও দেওয়ার জন্য খুব ভালো লাগলো ❤❤
প্রত্যেকটা ভিডিও ভালো লাগে এরকম ভিডিও দেওয়ার জন্য ভাইয়ার আপু তোমাদেরকে অনেক ধন্যবাদ 🇧🇩🇧🇩🥀🥀
প্রচার করার জন্য তোমাদের দুজনকে ধন্যবাদ।
আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোদেরকে হেদায়েতের পথ দেখান।
❤❤
খুব সুন্দর হয়েছে দিদিভাই সত্যি
আমি বাংলাদেশ থেকে বলছি আপু তোমাকে। তুমি আমার ছোট হবে তাই তোমাকে ছোট আপু বলে ডাকলাম আমার একটা ছোট্ট সাজেশন তোমার জন্য তোমার গলার উরনাটির ১মাথা ঘুরিয়ে তোমার মাথায় রাখো আমার ইসলাম ধর্মের মতে একটু পর্দাটা করতে পারো।
যেমন খোলা চকলেট ধুলাবালি লাগা চকলেট তার কোন মূল্য থাকে না যদি চকলেট টি হয় হাইজেনিক এবং ভালো মানের প্যাকেজিং তার মূল্য সবার কাছেই থাকে অবশ্য তুমি বুদ্ধিমতী আমার কথার মানে গুলো তুমি বুঝতে পারবে।
তোমরা দুই জনের জন্য শুভকামনা রইল
"যারা আমি যা অবতীর্ণ করেছি তা গোপন করে, এবং তা বিকৃত করে; যদিও এটি স্পষ্ট করে দেওয়া হয়েছে, তাদের উপর আল্লাহ অভিশাপ দিয়েছেন এবং সমস্ত অভিশাপ দানকারীরাও অভিশাপ দেয়।"
(সূরা আল-বাকারা, আয়াত: ১৫৯)
"যারা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দেয় এবং জেনে শুনে সত্যকে গোপন করে, তারা অবশ্যই পাপী।"
(সূরা আল-বাকারা, আয়াত: ৪২)
সত্য ধর্ম যেইটা সেইটার দিকে যেতে হবে। কারন সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা মাত্র একজন
Thank you both for showing the such super fine lecture. In your chanel
সবাইরে কালেমার দাওয়াত দিয়ে গেলাম🦋:লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
আমি মারা গেলেও এই মেছেজটা থেকে যাবে
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ🥰🥰
খুব ভালো লাগলো দাদা। আপনাদের কথা খুবিই ভাল লাগল। আসলেই আমরা সবাই মানুষ।
ভালোবাসি জাকির নায়েককে।তার জন্য মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ জ্ঞানের কী মহিমা দিয়েছেন
Masha Allah ❤❤❤❤
আল্লাহ তায়ালা ডঃ জাকির নায়েকের হায়াত দেরাজ করুন,,,, আমিন
ইসলাম একমাত্র সত্য এবং শান্তির ধর্ম। আমি সকলকে ইসলাম ধর্ম গ্রহণে আহবান জানাচ্ছি।
অনেক ধন্যবাদ।
Islam is the only true religion in the world. I am proud to be a Muslim ☪️
তোমরা সত্যের সাথে থাকার কারনে আমরাও তোমাদের সাথে আছি
Alhamdulillah ❤❤
এই সত্যকে গ্রহন করবেন ।পরকালে শান্তিতে থাকতে পারবেন।হয়ত এটা এখন বুঝবেন না কিন্তু পরবর্তিতে আফসোস করবেন।❤❤❤
সত্যকে জেনেও যদি তুমি সত্যকে আকড়ে না ধরো, তাহলে ভেবে নাও তুমি সবচেয়ে বড় ভুলটি করলে।
প্রিয় ভাই, বোন। তোমাদেরকে বলছিনা ইসলাম করো। শুধু এইটুকুই বলছি, ইসলাম ধর্মকে জানো। দেখবে তোমার চোখ খুলে গেছে। এখনও তোমার হাতে সময় আছে। নীরবে বসে ভাবো।
#নিশ্চয়ই ইসলাম আল্লাহর দেওয়া একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যারা ইহা মেনে চলবে, তাদের জন্য অপেক্ষা করছে চিরস্থায়ী শান্তির স্থান, জান্নাত❤🎉
আপনারা দুইজন ইসলামের পথে আসলে ভালো লাগতো বাংলাদেশ থেকে
ঈমান ছাড়া মৃত্যু বরন করলে আজীবন জাহান্নামে থাকবে আল্লাহ তায়ালা হেফাজত করুন আমিন ইয়া রব
আপনি শেষে ঠিকই বলেছেন যে বোঝার সে অল্পতেই বোঝে যে না বোঝার ভান করে তাকে বোঝানো যায় না ❤🇧🇩
এরকম ভিডিও আরো চাই আপি এবং ভাইয়ের কাছে
অনেক অনেক ভালোবাসা
বন্ধু তোমাদের প্রতিক্রিয়া যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে তোমরা প্রতিক্রিয়া করোনি। এখানে মূল বিষয়টি ছিল হিন্দু ধর্মের গ্রন্থ গুলোতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উল্লেখ। তোমরা বলতে পারতে যে , "যেহেতু আমাদের হিন্দু ধর্ম গ্রন্থ গুলোতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা উল্লেখ আছে তাই আমাদের সবারই উচিত হবে এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আমাদের হিন্দু ধর্ম গ্রন্থ গুলোকে সঠিক ভাবে অধ্যয়ন কোরে সত্যকে গ্রহণ করা।""
তোমরা মূল বিষয়টিতে তোমাদের সুচিন্তিত মতামত না রেখে মূল বিষয়টি সুকৌশলে এড়িয়ে গিয়ে অযথাই বলতে লাগলে " উনি খুব সুন্দর কথা বলেন, আরো কতো কি।"" তোমরা জেনে বুঝে ইসলামের সত্যতা গ্রহণ করতে চাও না। সেটা তোমাদের ইচ্ছে।
ইসলামে জোর জবরদস্তি হারাম করা হয়েছে।
যদি সৎ সাহস নিয়ে ইসলামীক তথ্যগুলোতে প্রতিক্রিয়া করতে পারো তো ইসলামীক তথ্য নিয়ে কাজ করো। নয়তো ইসলাম বাদ দিয়ে তোমাদের হিন্দু ধর্ম নিয়ে কথা বলো। বেশির ভাগ হিন্দুরাই নিজেদের ধর্ম ছেড়ে ইসলামীক তথ্যের উপর প্রতিক্রিয়া করে। কারণ তাদের মূল উদ্দেশ্য পয়সা উপার্জন করা। আর ইসলামীক videos গুলোতে reaction দিলে মুসলমানদের subscription and views দুটোই খুব সহজে আর খুব দ্রুত পাওয়া যায়। আর রাতারাতি পয়সাওয়ালা হওয়া যায়।
WOW !!! Magical IDEA. Use it and earn as much money as you want through reacting to ISLAMIC VIDEOS. You're not intelligent as you underestimate some viewers who can expose your motive to react to ISLAMIC VIDEOS.
I'm not STUPID. OK !!!
ঠিক বলছেন
@@irinsultana-e5o
Please share my comments with your family and friends so that these kinds of channels I mean, those who are reacting to ISLAMIC VIDEOS couldn't make MUSLIMS STUPIDS or make FUN with ISLAM and MUSLIMS.
এভাবেই হয়তো তাদের উপর একদিন হেদায়েত আসবে
আপনারা অনেক ভালো 💞
❤ Mashallah Very good bro and sister next Dr Jakir Naik next video🎉
আপনাদের ইসলামের দাওয়াত রইল...
Khub valo laglo. Thanks.......
ঠিকানা টিভির রিভিউ চাই ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ হাসতে হাসতে পেট ফেটে
যাবে ❤❤❤❤❤
ধন্যবাদ আপু আপনি অন্যা ব্যবহারপোশাকটা পরিধান করেছেন তার জন্য
Tumadar eman asba kokon❤
Yousuf,,, darun,,Video
একমাত্র শান্তির ধর্ম ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামলের দাওয়া দিয়ে গেলাম
তাদের ধর্ম গ্রন্থ থেকেই রেফারেন্স সহ দেখানোর পরেও তারা সত্যর পথে ফিরে আসেনি এর চাইতে অভাগা আর কেউ নেই 😅 যারা হিন্দু হয়ে এই ভিডিও দেখছেন তারা দয়া করে রেফারেন্স এর সাথে আপনাদের ধর্ম গ্রন্থ থেকে মিলিয়ে ইসলামের পথে ফিরে আসুন।
তোমাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক যাতে তোমরা সঠিকটা বুঝতে পারো
এরকম।ভিড়িও।দাও❤❤❤❤❤❤
আজকে একটা কথা বলতে চাই আমার মনে হয় এটা সবার জানা উচিত আমাদের ইসলাম ধর্মে আমাদের পবিত্র কিতাবে আছে সৃষ্টিকর্তা একজন এবং যত ধর্ম কিতাব আছে সেই খানেও আছে সৃষ্টিকর্তা একজন তাই আপনাদের বলতে চাই একটু মন দিয়ে ভাবুন যেই খানে আপনার কিতাবেও লিখত দেওয়া আছে সৃষ্টিকর্তা একজন সেই খানে এতো জনের পূজা কেন করা হয় কেন সৃষ্টিকর্তা একজন নিজেদের কিতাবে পাওয়ার পরও আপনারা এতো জনকে সৃষ্টিকর্তা মানেন তাই বলবো আল্লাহ সবাই কে বুঝার তৌফিক দান করুন, কালিমা টা রেখে গেলামা, ,,,লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ❤❤❤
💜💜 Alhamdulillah 💜💜
Aal-e-Imran ৩:৬৪
বল, ‘হে কিতাবীগণ, তোমরা এমন কথার দিকে আস, যেটি আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান যে, আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদাত না করি। আর তার সাথে কোন কিছুকে শরীক না করি এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ছাড়া রব হিসাবে গ্রহণ না করি’। তারপর যদি তারা বিমুখ হয় তবে বল, ‘তোমরা সাক্ষী থাক যে, নিশ্চয় আমরা মুসলিম’।
Aal-e-Imran ৩:১৯
নিশ্চয় আল্লাহর নিকট দীন হচ্ছে ইসলাম। আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে, তাদের নিকট জ্ঞান আসার পরই তারা মতানৈক্য করেছে, পরস্পর বিদ্বেষবশত। আর যে ব্যক্তি আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরী করে, নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত।
Aal-e-Imran ৩:৮৫
আর যে ইসলাম ছাড়া অন্য কোন দীন চায় তবে তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।
Al-Baqarah ২:৭৯
সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে। তারপর বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকে’, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস।
Al-Anbiya ২১:১০৭
আর আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি।
Al-Ahzab ৩৩:৪৫
হে নবী, আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে।
Al-Mulk ৬৭:৬
আর যারা তাদের রবকে অস্বীকার করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। আর কতইনা নিকৃষ্ট সেই প্রত্যাবর্তনস্থল!
Al-Mulk ৬৭:৭
যখন তাদেরকে তাতে নিক্ষেপ করা হবে, তখন তারা তার বিকট শব্দ শুনতে পাবে। আর তা উথলিয়ে উঠবে।
Al-Mulk ৬৭:৮
ক্রোধে তা ছিন্ন-ভিন্ন হবার উপক্রম হবে। যখনই তাতে কোন দলকে নিক্ষেপ করা হবে, তখন তার প্রহরীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, ‘তোমাদের নিকট কি কোন সতর্ককারী আসেনি’?
Al-Mulk ৬৭:৯
তারা বলবে, ‘হ্যাঁ, আমাদের নিকট সতর্ককারী এসেছিল। তখন আমরা (তাদেরকে) মিথ্যাবাদী আখ্যায়িত করেছিলাম এবং বলেছিলাম, ‘আল্লাহ কিছুই নাযিল করেননি। তোমরা তো ঘোর বিভ্রান্তিতে রয়েছ’।
Al-Mulk ৬৭:১০
আর তারা বলবে, ‘যদি আমরা শুনতাম অথবা বুঝতাম, তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসীদের মধ্যে থাকতাম না’।
Al-'Asr ১০৩:১
সময়ের কসম,
Al-'Asr ১০৩:২
নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত।
Al-'Asr ১০৩:৩
তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে।
হে।আল্লাহ কোবুল করেন আমিন
Apu ami tomar onek borooooooooooooooooooooooooooooooooooooooooooooocrush.... Ur so cutyyy❤❤❤
Thanks for videos.
তোমাদের দু'জন কে অনেক অনেক ধন্যবাদ