One of the influential books you have completed. Splendid job. I feel not put end of this book. Wish this book get never ended. Wishing to listen such more book from you😁
Thank you once again brother ❤️🙏 Because of the subjects/books i choose, the percentage of readers/ listeners for my channel is quite minimal. Furthermore, the number of listeners for books on rumi/alternative spirituality is smaller compared to other audiobook channel. But the utter joy and fulfilment I get from these writings and kind words from good soul like you are beyond inspirational. Thanks again 🙏❤️✌️ hope I get more time and energy to read many books.
আমি আপনার বেশির ভাগ বই গুলোই শুনেছি তবে কখনো সে ভাবে কমেন্ট করিনি। আজ ৪/৫ দিন এই বইটা শুনে বিমোহিত হয়েগেছি। আমি পিডিএফ পড়তে অভস্ত্য ২০০ এর উপর পিডিএফ পড়েছি তবে এই বইটা না পড়ে পুরোপুরি আপনার কন্ঠেই শুনতে মনস্থির করলাম। অসাধারণ আপনার বাচনভঙ্গি এই বইটিতে সব কিছুর সমন্বয়ে আরো সুন্দর হয়ে উঠেছে। ধন্যবাদ আপনাকে এভাবে আমাদের কে সুন্দর সুন্দর বই পড়ে উপহার দেওয়ার জন্য, দোয়া করি আপনার চ্যানেল বাংলাদেশের অডিও চ্যানেলগুলোর মধ্যে শ্রেষ্ঠ হয়ে উঠুক। ❤❤❤❤
গত চারদিন টানা শুনেছি জাদুময় কথাগুলো! দিন আর রাতের কোনো হিসেব ছিলোনা! এখনও নেশায় বুঁদ হয়ে আছি৷ বোধ হয় এটারই দরকার ছিলো আমার! একটা নতুন প্রান্তর খুলে গেল আমার চোখের সামনে, অদ্ভুত! অত্যাশ্চর্য! অনেক ভালোবাসা আপনাকে, ধৈর্য ধরে কথাগুলো পাঠ করে শোনানোর জন্য।
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হৃদয়ের দরজাও জানালা খুলে রাখবো সেই বিশুদ্ধ ভালোবাসার প্রবেশের জন্য।তা সে যে কোন মুহূর্তে যেকোনো রূপেই আসুক না কেন। প্রিয় পাঠক আপনার প্রতি কৃতজ্ঞতা ও অনেক অনেক শুভকামনা রইল 🙏🙏🙏
@@seishobboi আমরা প্রত্যেকেই একেকজন রুমি একেক জন এলা। যাদের জীবনে একজন শামস ও একজন আজিজের প্রয়োজন। মাওলানা রুমির মৃত্যু ঘটিয়ে শামস নিজেই তার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন গৃহি এলার মৃত্যু ঘটিয়ে আজিজ তার হৃদয় প্রবেশ করেছেন। এমন মৃত্যু প্রতিটা নফসের হওয়া উচিত তাহলে আমরাও এক এক জন রুমি ও এলা হয়ে উঠতে পারব।
চমৎকার উপস্থাপনা ভাই ❤️ মন্ত্রমুগ্ধের মতো শুনে গেলাম। এই চ্যানেলের জন্য অন্তহীন শুভকামনা রইলো। আরো সুন্দর সুন্দর বই পাঠ করবার জন্য সৃষ্টিকর্তা যেন আপনাকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন ❤
দীর্ঘ এ সময় নিয়ে চমৎকার এ বই পড়ে শোনানোর জন্য ধন্যবাদ আপনাকে। আপনার বই নির্বাচন খুবই সুন্দর। সেই যে ক্রাচের কর্নেল থেকে শুনছি, এখন পর্যন্ত অন্য কোন চ্যানেলে বই খোঁজা লাগে নি আমার, যেটা লিখে সার্চ দিই দেই আপনার চ্যানেলে তা অলরেডি পোস্ট করা হয়েছে। ধন্যবাদ আবারো আপনার পথচলা সহজ আর সুন্দর হোক ভালোবাসা সহ শুভকামনা রইল।
ধন্যবাদ সাথে থাকার জন্য। এটা আমার একটা প্যাশন প্রজেক্ট। আমার যে বইগুলি পড়তে ভালো লাগে তা আমি সবার সাথে শেয়ার করে নেই। ভালো লাগছে বইগুলি আপনারও ভালো লাগছে। সাথে থাকবেন সুহৃদ ❤️🙏
একে একে সবগুলো পর্ব শুনে শেষ করলাম। স্রেফ অসাধারণ! আপনার পড়ার ধরনটা খুবই ভাল লেগেছে। নিজে পড়লে যতখানি উপভোগ করতাম ততটাই উপভোগ করেছি আপনার গল্পপাঠ। বইটা আপনাদের চ্যানেলের সেরা কীর্তি বলে ধারনা আমার। এরকম আরেকটা অসাধারণ বই পড়ে শোনানোর আবদার করব আপনাদের কাছে। ২০০৬ সালে সাহিত্যে নোবেল বিজয়ী তুর্কি লেখক ওরহান পামুকের সর্বশ্রেষ্ঠ উপন্যাস- মাই নেম ইজ রেড। বইটা বাংলায় অনুবাদ করেছেন অমর মুদি, 'আমার নাম লাল' শিরোনামে। শুভকামনা এবং ভালবাসা জানবেন আপনাদের দারুন এই যাত্রায়....
মন ভালো করে দিলেন সুহদ। আপনি সময় দিয়ে অডিওবুক শুনেছেন, এতো সুন্দর করে উৎসাহ দিয়েছেন, অন্তরস্থল থেকে সেই কারনে আপনার প্রতি কৃতজ্ঞতা। আমি ভয়েস এক্টর বা এই বিদ্যার মোটেও কোন কৃত্য ব্যক্তি নই, অফিসের কাজের ফাঁকে ফাঁকে, যাতায়তের সময় অডিওবুক শোনা পুরনো অভ্যাস আমার। মাঝে মাঝে কিছু বই বারবার শুনি রেফারেন্স মনে রাখার জন্য। নিজের মোবাইলের জন্যই অডিওবুক করতে গিয়ে নয় মাস আগে হঠাৎই ইউটিউবে আপলোড করা হয়েছিলো প্রথম বইটি। এক রাতে রেকর্ড করি, আরেক রাতে এডিটিং করি এভাবে এক একটি অধ্যায়ে ৩/৪ ঘন্টা ব্যায় হয়। কাজটা আমি খুব আনন্দ নিয়েই করি। এই যে আপনি এতো সুন্দর করে আমাকে বলছেন, এই আন্তরিকতা আমার কাছে অনেক কিছু। আমি-আপনি-আমরা জনি আমরা যে ধরনের বই পড়তে পছন্দ করি তার শ্রোতা অত্যন্ত সীমিত। বিজ্ঞান, দর্শন, ইতিহাসের বই নিয়ে এই দেশে কাজ প্রায়শই বিপদজ্জনকও হবে আমি, তাও জানি। কিন্তু দিন শেষে, এই যে সবার মাঝে একটা বইয়ের চমৎকার কিছু মুহূর্তকে ভাগাভাগি করে নেয়া, এটার আনন্দ পাঠক হিসাবে আমার নিজের জন্যও অনেক পরম পাওয়া। যে ধরনের বইগুলো আমাকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে সেই বইগুলিই আমি পড়ি, শ্রোতা যেহেতু আমার পাঠ রুচির কাছাকাছি তাই তাদের থেকে আমার না পড়া অনেক বইয়ের খবর জানতে পারি। সেদিক থেকে আমার জন্যও ভালো। সেই সব বই আসলেই একটি নিদ্দিষ্ট পাঠক রুচির জন্য বিশেষায়িত পাঠ। মাঝে মাঝে ভিডিওবুকগুলো দিতে সঙ্গত কারনেই দেরি হয়, তখন আমার নিজেরই খারাপ লাগে। তবে আমার মনে হয় ভিডিওবুকগুলোই শেষ পর্যন্ত কিছু ভালো কাজ হতে পারে। আপনি আপনার সমমনা বন্ধুদের সাথে লিংক শেয়ার করতে পারেন, বিভিন্ন বই সাজেষ্ট করতে পারেন। অমর মুদির অনুবাদে পামুকের বইটা প্রথম থেকেই তালিকায় আছে। মাই নেইম ইজ রেড এবং সোফির জগত বইদুটির আকারের বিশালতার কারনে পড়া শুরু করতে যথেষ্ট উৎসাহ ও সাহস এতোদিন পেতাম না। আশাকরি সামনের এক দুই মাসের ভিতরেই আমার নাম লাল বইটার কাজ ধরবো। আপনি সাথেই থাকুন, নিরাপদে থাকুন, আবারো ধন্যবাদ আপনাকে।
@@seishobboi বইটা আমার খুবই পছন্দের। ইউটিউবে সার্চ দিয়ে এত সুন্দর একটা অডিওবুক পেয়ে যাব সেটা আমার প্রত্যাশাতেও ছিলনা। অডিওবুকটা শুনতে শুরু করার পর থেকে আমার কয়েকজন বন্ধুকে (যেকয়জন এলিফ শাফাকের নাম জানে বা রুমি-শামসের ব্যাপারে ধারনা রাখে) শোনার জন্য শেয়ারও করেছি। প্রত্যেকেই পজেটিভ ফিডব্যাক জানিয়েছে। কোয়ালিটি অডিওবুক খুব কম হয় আমাদের ভাষায়। আমরা যে ধরনের বই পড়ে থাকি সেসব বইয়ের তো অডিওবুক পাওয়াই যায়না। আপনার এই প্রচেষ্টা একটা মাইলফলক হয়ে থাকবে, যেসব পাঠকের পড়ার বৃস্তিতি অনেক তাদের কাছে। ভাল বইগুলো শুধু একবার পড়ে আশ মিটেনা। মাঝে মাঝেই মনে চায় আরেকবার পড়ে দেখতে, পরিচিত জগৎটায় আরেকবার ঢু মারতে। এক্ষেত্রে অডিওবুকের আকর্ষণ অন্য পর্যায়ের। মনে চাইলেই অলস দুপুর, প্রাত্যহিক জার্নি, ঘুমাবার আগে প্রিয় বইয়ের সাথে সময় কাটানোর সুযোগ হয় অডিওবুকের কল্যাণে। ফোরটি রুলস অফ লাভ যেরকম প্রশান্তির অনুভূতি দিয়েছে, আপনার রিপ্লাই পেয়ে মাই নেম ইজ রেড আর সোফির জগৎ নিয়েও একইরকম সুখানুভূতির লোভ জাকিয়ে বসেছে মনে। আপনার ভবিষ্যৎ কাজগুলোর জন্য গভীর প্রত্যাশাভরে অপেক্ষায় থাকব। ভালবাসা রইল, ভাই....😍😍
অবশেষে অদ্ভুত সুন্দর এক রচনার ইতি ঘটাতে পারলাম আপনার সুন্দর বাংলা ভাষার সাবলিল পাঠের মাধ্যমে🌼 ধন্যবাদ আপনাকে অপূর্ব এক ইতিহাসের সাথে পরিচিতি হওয়ার সুযোগ দানের জন্য🌻🌻
কেবল ধন্যবাদ হয়তো যথেষ্ট নয় আপনার এ পরিশ্রম আর অনবদ্য উপস্থাপনার জন্য। সবগুলো পর্ব শুনে মুগ্ধ হওয়ার চাইতে নতুন অনেক উপলব্ধি হয়তো তৈরি হয়েছে। কৃতজ্ঞতা। মহান স্রষ্টা আপনাকে সবসময় ভালো রাখুক এমনটাই প্রার্থনা রইল।
প্রিয় সুহৃদ, আমার কষ্টগুলো কখনোই আর কষ্ট থাকে না যখন আপনারা প্রান দিয়ে আমার পড়া বইগুলিকে গ্রহন করেন। এই ধরনের বইগুলি পড়ার সময় আমারও ভিতরে আপনাদের মতো অদ্ভুত সূক্ষ এক অনুভব হয়। সামনে এমন আরো বই পড়বো। সাথে থাকবেন সুহদ।
"দি ওয়ে অভ লাভ " বই টার পর "ভালোবাসার চল্লিশ নিয়ম" বইটি আজ শেষ করলাম। বলে বোঝা তে পারবো না অদ্ভুত এক অনুভূতি কাজ করছে আজ। নিজে মানসিক ভাবে কিছুটা খারাপ সময় পার করছিলাম ঠিক এই মুহূর্তে বইটা শেষ করে জীবনের নতুন এক পথ খুঁজে পেলাম। ভাইয়া আপনাকে বইটার অডিও এর জন্য ধন্যবাদ দিলে সেটা সত্যি অনেক ছোট হয়ে যাবে। কিছু কাজ থাকে যেগুলো ধন্যবাদ য়ের ঊর্ধ্বে। ভালোবাসা নিবেন ❤️❤️ আর প্লিজ "দেওয়ানে শামস্" বইটির অডিও বানানোর জন্য অনুরোধ রইলো🙏🙏🙏
প্রায় 4-5 দিন লাগিয়ে বইটি পড়ে শেষ করলাম,, বিশ্বাস করুন,, আপনার কন্ঠ এবং পুরোটি কনসেপ্টে, ব্যাকগ্রাউন্ড টুনে এক মুহূর্তের জন্যেও বিরক্ত হইনি,, প্রতিটা পর্ব উত্তেজনায় এবং টান টানে ভরিয়ে দিয়েছে ,,, আপনার গুলিতে আরো সুন্দর সুন্দর রোমাঞ্চকর অডিও বুক শোনার অপেক্ষায় রইলাম।।।। ইতি,, আপনার একজন পাঠক❤
অনেক দিন পরে আপনি লিখলেন। আশাকরি ভালো আছেন। চ্যানেলটাকে আরো কিছু গুরুত্বপূর্ণ বই দিয়ে সাজাবো। পড়ার জন্য করা বইয়ের লিষ্টটা বেশ বড়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।❤️🙏
গল্পটি পুরোটাই শুনলাম আপনার ভয়েজে বা আপনার কন্ঠে খুব ভালো লাগছে ধন্যবাদ আপনাকে আল্লাহতালা আপনাকে বাঁচিয়ে রাখুক এবং আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনদের জ্ঞানের সন্ধানে হাঁটতে আরো সহযোগিতা করুক এভাবেই এই পথে
😁 হ্যাঁ এই বইটা অনুবাদের কারনে প্রথম দিকটা একটু বোরিং লাগতে পারে। ধন্যবাদ আপনাকে এই বইটিও শোনার জন্য। আপনি বলেছেন উপন্যাস, গল্পের বদলে ইতিহাস, প্রবন্ধ পড়তে। আমার মনে আছে।
কি বলে আপনাকে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। মন্ত্রমূগ্ধ হয়ে শুনলাম। শুরুতে নিজেকে এলা হিসেবে আবিষ্কার করে, শেষে যেন শামস হয়ে আবির্ভুত হলাম। আপনাকে অশেষ ধন্যবাদ।
খুবই সুন্দর Book review দিয়েছেন, মাশা আল্লাহ। আপনার কাছে একটা রিকোয়েস্ট যদি Read People Like a Book -Patrick king আর Dark psychology -William cooper এই ২ টা বই বাংলা অনুবাদে রিভিউ দিতেন, অত্যন্ত খুশি হতাম। অগ্রিম ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকে সুহৃদ সময় নিয়ে অডিও বই শোনার জন্য। আপনি যে দুটি বইয়ের কথা উল্লেখ করলেন সে দুটি বইয়ের বাংলা অনুবাদ খুঁজে পেলাম না। আপনার জানা থাকলে বলবেন। বই সাজেস্ট করার জন্য অনেক ধন্যবাদ 💚🙏
Ato soundtrack kore boi porte pare kaw na shunle jana Hotel na .ai boutique president around shyness kintu alkane Airport boutique around prayer sponge misheard galo anak dhonnobad kritoggota
অনেক দিন পেরিয়ে গেল। বেশ কিছু ঐতিহাসিক উপন্যাস, রাজনৈতিক বই দিলাম পরপর। আমারও পাঠক মনটা শুকিয়ে আসছে... আমারো দর্শন পড়তে ইচ্ছে হচ্ছে ভাই। এখন যে বইটা পড়ছি তা শেষ হলে সোফির জগৎ পড়বো। আর এরপর বেশ কয়েকটি বই থাকবে মূলত দর্শনকে কেন্দ্র করে।
One of the influential books you have completed. Splendid job. I feel not put end of this book. Wish this book get never ended.
Wishing to listen such more book from you😁
Thank you once again brother ❤️🙏 Because of the subjects/books i choose, the percentage of readers/ listeners for my channel is quite minimal. Furthermore, the number of listeners for books on rumi/alternative spirituality is smaller compared to other audiobook channel. But the utter joy and fulfilment I get from these writings and kind words from good soul like you are beyond inspirational.
Thanks again 🙏❤️✌️ hope I get more time and energy to read many books.
আমি আপনার বেশির ভাগ বই গুলোই শুনেছি তবে কখনো সে ভাবে কমেন্ট করিনি। আজ ৪/৫ দিন এই বইটা শুনে বিমোহিত হয়েগেছি। আমি পিডিএফ পড়তে অভস্ত্য ২০০ এর উপর পিডিএফ পড়েছি তবে এই বইটা না পড়ে পুরোপুরি আপনার কন্ঠেই শুনতে মনস্থির করলাম। অসাধারণ আপনার বাচনভঙ্গি এই বইটিতে সব কিছুর সমন্বয়ে আরো সুন্দর হয়ে উঠেছে। ধন্যবাদ আপনাকে এভাবে আমাদের কে সুন্দর সুন্দর বই পড়ে উপহার দেওয়ার জন্য, দোয়া করি আপনার চ্যানেল বাংলাদেশের অডিও চ্যানেলগুলোর মধ্যে শ্রেষ্ঠ হয়ে উঠুক। ❤❤❤❤
Best Reader on Internet.একদিন শ্রেষ্ঠ অডিও বুক চ্যানেল হবে এটি।,, অসাধারণ ব্যাকগ্রাউন্ড সাউন্ড আর সাবলীল কন্ঠ।
গত চারদিন টানা শুনেছি জাদুময় কথাগুলো! দিন আর রাতের কোনো হিসেব ছিলোনা! এখনও নেশায় বুঁদ হয়ে আছি৷ বোধ হয় এটারই দরকার ছিলো আমার! একটা নতুন প্রান্তর খুলে গেল আমার চোখের সামনে, অদ্ভুত! অত্যাশ্চর্য!
অনেক ভালোবাসা আপনাকে, ধৈর্য ধরে কথাগুলো পাঠ করে শোনানোর জন্য।
প্রিয় সুহদ, এরকম অনুপ্রেরণার কথা শোনার জন্য আরো অনেক সামনে যাওয়া যায়। রুমি পাঠ, সব সময়ই আমার জন্য আবেগময় যাত্রা।
ভালোবাসা নিবেন 🙏❤️
খুব সুন্দর উপস্হাপনা! দারুন ভালো লেগেছে!!
প্রিয় পাঠক মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছি আপনাকে। অনুভব করেছি গল্পের প্রতিটি চরিত্রকে। আপনার জন্য রইল অফুরন্ত শুভকামনা।
প্রিয় এলা....
তোমাকে মিস করব হৃদয়ের গহিন থেকে। তুমি ভালোবাসা হয়ে এসো আজিজ জাহরাদের কাছে।
প্রিয় কিনিয়া...
তোমার কোমলতার পরশে অপার্থিব ভালোবাসা পূর্ণতা দিয়ে যাবে প্রতিটি শামসের হৃদয়ে।
প্রিয় মরুগোলাপ...
আমাদের দেখা হোক কোন এক বৃষ্টিভেজা বিকেলে...ভালোবাসা রইলো তোমাদের জন্য💞
❤️🙏🙏 বইটা পাঠের সময় আমাকেও মানসিক একটা অনন্য পরিক্রমা করতে হয়েছে সুহদ। ব্যাপারটা আমার জন্যও নতুন ছিলো। অনেক ভালোবাসা ❤️❤️🙏
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হৃদয়ের দরজাও জানালা খুলে রাখবো সেই বিশুদ্ধ ভালোবাসার প্রবেশের জন্য।তা সে যে কোন মুহূর্তে যেকোনো রূপেই আসুক না কেন। প্রিয় পাঠক আপনার প্রতি কৃতজ্ঞতা ও অনেক অনেক শুভকামনা রইল 🙏🙏🙏
💚💚💚💚 আপনিও ভালোবাসা নিবেন প্রিয়
@@seishobboi আমরা প্রত্যেকেই একেকজন রুমি একেক জন এলা। যাদের জীবনে একজন শামস ও একজন আজিজের প্রয়োজন। মাওলানা রুমির মৃত্যু ঘটিয়ে শামস নিজেই তার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন গৃহি এলার মৃত্যু ঘটিয়ে আজিজ তার হৃদয় প্রবেশ করেছেন। এমন মৃত্যু প্রতিটা নফসের হওয়া উচিত তাহলে আমরাও এক এক জন রুমি ও এলা হয়ে উঠতে পারব।
চমৎকার উপস্থাপনা ভাই ❤️
মন্ত্রমুগ্ধের মতো শুনে গেলাম।
এই চ্যানেলের জন্য অন্তহীন শুভকামনা রইলো। আরো সুন্দর সুন্দর বই পাঠ করবার জন্য সৃষ্টিকর্তা যেন আপনাকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন ❤
অনেক ধন্যবাদ ভাই। সাথে থাকবেন এবং আরো কোন বই শুনতে চাইলে জানাবেন। ভালো থাকবেন।
বলার ভাষা হারিয়ে ফেলেছি অত্যন্ত চমৎকার এই বইটি। সাথে আপনার পড়া টাও দারুন ছিল। কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন
ধন্যবাদ আপনাকে সুহৃদ সময় নিয়ে অডিও বই শোনার জন্য। আমার খুব প্রিয় বই এটি। সাথে থাকবেন।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এতো সুন্দর করে উপন্যাসটা পরে শুনাবার জন্য।
আপনাকেও ধন্যবাদ সময় দিয়ে অডিও বুক শুনছেন 🙏💚
দীর্ঘ এ সময় নিয়ে চমৎকার এ বই পড়ে শোনানোর জন্য ধন্যবাদ আপনাকে। আপনার বই নির্বাচন খুবই সুন্দর। সেই যে ক্রাচের কর্নেল থেকে শুনছি, এখন পর্যন্ত অন্য কোন চ্যানেলে বই খোঁজা লাগে নি আমার, যেটা লিখে সার্চ দিই দেই আপনার চ্যানেলে তা অলরেডি পোস্ট করা হয়েছে। ধন্যবাদ আবারো আপনার পথচলা সহজ আর সুন্দর হোক ভালোবাসা সহ শুভকামনা রইল।
ধন্যবাদ সাথে থাকার জন্য। এটা আমার একটা প্যাশন প্রজেক্ট। আমার যে বইগুলি পড়তে ভালো লাগে তা আমি সবার সাথে শেয়ার করে নেই। ভালো লাগছে বইগুলি আপনারও ভালো লাগছে।
সাথে থাকবেন সুহৃদ ❤️🙏
গত এক সাপ্তাহ থেকে শুনছি.. কাজে কিংবা কাজের ফাকে.. আমি বুধ হয়ে শুনছি,মন এত পরিতৃপ্ত হচ্ছে.. ❤❤
আমার খুবই প্রিয় বই। বইটি পড়ার সময় আমিও গভীর আবেগ তাড়িত ছিলাম।
❤❤❤অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি
অনেক ভালোবাসা আপনার জন্যও
ধন্যাবাদ। ভালোবাসার গল্প শোনানোর জন্য। আপনার প্রতি ভালোবাসা ❤
আপনার প্রতিও ভালোবাসা সময় নিয়ে অডিও বই শোনার জন্য। 💚🙏 সাথে থাকবেন।
ধননোবাদ।দেওযানে শামস বইটি শুনার চাওয়া রই্লো
রুমীর লেখা "দেওয়ানে শামস তাবরেজী" এবং মনসুর হাল্লাজের উপর লেখা আরেকটি বই অবশ্যই সামনে পাঠ করবো।
আপনার কন্ঠ আমার হৃদয় ছুয়ে গেলো..
❤️❤️❤️
একে একে সবগুলো পর্ব শুনে শেষ করলাম। স্রেফ অসাধারণ! আপনার পড়ার ধরনটা খুবই ভাল লেগেছে। নিজে পড়লে যতখানি উপভোগ করতাম ততটাই উপভোগ করেছি আপনার গল্পপাঠ। বইটা আপনাদের চ্যানেলের সেরা কীর্তি বলে ধারনা আমার। এরকম আরেকটা অসাধারণ বই পড়ে শোনানোর আবদার করব আপনাদের কাছে। ২০০৬ সালে সাহিত্যে নোবেল বিজয়ী তুর্কি লেখক ওরহান পামুকের সর্বশ্রেষ্ঠ উপন্যাস- মাই নেম ইজ রেড। বইটা বাংলায় অনুবাদ করেছেন অমর মুদি, 'আমার নাম লাল' শিরোনামে। শুভকামনা এবং ভালবাসা জানবেন আপনাদের দারুন এই যাত্রায়....
মন ভালো করে দিলেন সুহদ। আপনি সময় দিয়ে অডিওবুক শুনেছেন, এতো সুন্দর করে উৎসাহ দিয়েছেন, অন্তরস্থল থেকে সেই কারনে আপনার প্রতি কৃতজ্ঞতা।
আমি ভয়েস এক্টর বা এই বিদ্যার মোটেও কোন কৃত্য ব্যক্তি নই, অফিসের কাজের ফাঁকে ফাঁকে, যাতায়তের সময় অডিওবুক শোনা পুরনো অভ্যাস আমার। মাঝে মাঝে কিছু বই বারবার শুনি রেফারেন্স মনে রাখার জন্য। নিজের মোবাইলের জন্যই অডিওবুক করতে গিয়ে নয় মাস আগে হঠাৎই ইউটিউবে আপলোড করা হয়েছিলো প্রথম বইটি। এক রাতে রেকর্ড করি, আরেক রাতে এডিটিং করি এভাবে এক একটি অধ্যায়ে ৩/৪ ঘন্টা ব্যায় হয়। কাজটা আমি খুব আনন্দ নিয়েই করি।
এই যে আপনি এতো সুন্দর করে আমাকে বলছেন, এই আন্তরিকতা আমার কাছে অনেক কিছু। আমি-আপনি-আমরা জনি আমরা যে ধরনের বই পড়তে পছন্দ করি তার শ্রোতা অত্যন্ত সীমিত। বিজ্ঞান, দর্শন, ইতিহাসের বই নিয়ে এই দেশে কাজ প্রায়শই বিপদজ্জনকও হবে আমি, তাও জানি। কিন্তু দিন শেষে, এই যে সবার মাঝে একটা বইয়ের চমৎকার কিছু মুহূর্তকে ভাগাভাগি করে নেয়া, এটার আনন্দ পাঠক হিসাবে আমার নিজের জন্যও অনেক পরম পাওয়া। যে ধরনের বইগুলো আমাকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে সেই বইগুলিই আমি পড়ি, শ্রোতা যেহেতু আমার পাঠ রুচির কাছাকাছি তাই তাদের থেকে আমার না পড়া অনেক বইয়ের খবর জানতে পারি। সেদিক থেকে আমার জন্যও ভালো। সেই সব বই আসলেই একটি নিদ্দিষ্ট পাঠক রুচির জন্য বিশেষায়িত পাঠ।
মাঝে মাঝে ভিডিওবুকগুলো দিতে সঙ্গত কারনেই দেরি হয়, তখন আমার নিজেরই খারাপ লাগে। তবে আমার মনে হয় ভিডিওবুকগুলোই শেষ পর্যন্ত কিছু ভালো কাজ হতে পারে।
আপনি আপনার সমমনা বন্ধুদের সাথে লিংক শেয়ার করতে পারেন, বিভিন্ন বই সাজেষ্ট করতে পারেন। অমর মুদির অনুবাদে পামুকের বইটা প্রথম থেকেই তালিকায় আছে। মাই নেইম ইজ রেড এবং সোফির জগত বইদুটির আকারের বিশালতার কারনে পড়া শুরু করতে যথেষ্ট উৎসাহ ও সাহস এতোদিন পেতাম না। আশাকরি সামনের এক দুই মাসের ভিতরেই আমার নাম লাল বইটার কাজ ধরবো।
আপনি সাথেই থাকুন, নিরাপদে থাকুন, আবারো ধন্যবাদ আপনাকে।
@@seishobboi
বইটা আমার খুবই পছন্দের। ইউটিউবে সার্চ দিয়ে এত সুন্দর একটা অডিওবুক পেয়ে যাব সেটা আমার প্রত্যাশাতেও ছিলনা। অডিওবুকটা শুনতে শুরু করার পর থেকে আমার কয়েকজন বন্ধুকে (যেকয়জন এলিফ শাফাকের নাম জানে বা রুমি-শামসের ব্যাপারে ধারনা রাখে) শোনার জন্য শেয়ারও করেছি। প্রত্যেকেই পজেটিভ ফিডব্যাক জানিয়েছে। কোয়ালিটি অডিওবুক খুব কম হয় আমাদের ভাষায়। আমরা যে ধরনের বই পড়ে থাকি সেসব বইয়ের তো অডিওবুক পাওয়াই যায়না। আপনার এই প্রচেষ্টা একটা মাইলফলক হয়ে থাকবে, যেসব পাঠকের পড়ার বৃস্তিতি অনেক তাদের কাছে। ভাল বইগুলো শুধু একবার পড়ে আশ মিটেনা। মাঝে মাঝেই মনে চায় আরেকবার পড়ে দেখতে, পরিচিত জগৎটায় আরেকবার ঢু মারতে। এক্ষেত্রে অডিওবুকের আকর্ষণ অন্য পর্যায়ের। মনে চাইলেই অলস দুপুর, প্রাত্যহিক জার্নি, ঘুমাবার আগে প্রিয় বইয়ের সাথে সময় কাটানোর সুযোগ হয় অডিওবুকের কল্যাণে। ফোরটি রুলস অফ লাভ যেরকম প্রশান্তির অনুভূতি দিয়েছে, আপনার রিপ্লাই পেয়ে মাই নেম ইজ রেড আর সোফির জগৎ নিয়েও একইরকম সুখানুভূতির লোভ জাকিয়ে বসেছে মনে। আপনার ভবিষ্যৎ কাজগুলোর জন্য গভীর প্রত্যাশাভরে অপেক্ষায় থাকব। ভালবাসা রইল, ভাই....😍😍
অবশেষে অদ্ভুত সুন্দর এক রচনার ইতি ঘটাতে পারলাম আপনার সুন্দর বাংলা ভাষার সাবলিল পাঠের মাধ্যমে🌼
ধন্যবাদ আপনাকে অপূর্ব এক ইতিহাসের সাথে পরিচিতি হওয়ার সুযোগ দানের জন্য🌻🌻
আমার খুব প্রিয় একটি বই। সাথে থাকবেন আর নতুন বই কি কি শুনতে চান আমাকে সাজেষ্ট করতে পারে।
বেশ কয়েকদিন থেকে ঘোরের মধ্যে আছি,,বইটা যদি শেষ না হত!
অসম্ভব ভালো পাঠ করেছেন আপনি,শুভকামনা।
বইটি আমার খুব প্রিয় সুহৃদ। ভালো লেগেছে জেনে খুশি লাগছে। 🙏❤️
কেবল ধন্যবাদ হয়তো যথেষ্ট নয় আপনার এ পরিশ্রম আর অনবদ্য উপস্থাপনার জন্য। সবগুলো পর্ব শুনে মুগ্ধ হওয়ার চাইতে নতুন অনেক উপলব্ধি হয়তো তৈরি হয়েছে। কৃতজ্ঞতা। মহান স্রষ্টা আপনাকে সবসময় ভালো রাখুক এমনটাই প্রার্থনা রইল।
প্রিয় সুহৃদ, আমার কষ্টগুলো কখনোই আর কষ্ট থাকে না যখন আপনারা প্রান দিয়ে আমার পড়া বইগুলিকে গ্রহন করেন। এই ধরনের বইগুলি পড়ার সময় আমারও ভিতরে আপনাদের মতো অদ্ভুত সূক্ষ এক অনুভব হয়। সামনে এমন আরো বই পড়বো। সাথে থাকবেন সুহদ।
অসম্ভব ভালো লাগছে সবকটি পর্ব! ধন্যবাদ আপনাকে শ্রুতিমধুর পাঠের জন্য!
আপনাকেও ধন্যবাদ সময় নিয়ে অডিও বই শোনার জন্য 💚🙏
কৃপনের মত করে একটু একটু করে খরচ করছিলাম। আজ শেষ হয়ে গেল। আপনার গল্প বলা এবং অনুবাদ দুটোই মুগ্ধ করেছে। ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ ভাই। সুফি দর্শন নিয়ে সামনে আরো অনেক বই আসবে। সাথে থাকুন।🙏❤️
@@seishobboi সুনীল গ. -র সেই সময় কি পড়া হয়েছে ? না হলে আশা করব ঊনবিংশ শতাব্দীর বাঙালির নবজাগরণ গল্পটা আরো একবার আপনার কণ্ঠে উঠে আসবে। ধন্যবাদ
"দি ওয়ে অভ লাভ " বই টার পর "ভালোবাসার চল্লিশ নিয়ম" বইটি আজ শেষ করলাম। বলে বোঝা তে পারবো না অদ্ভুত এক অনুভূতি কাজ করছে আজ। নিজে মানসিক ভাবে কিছুটা খারাপ সময় পার করছিলাম ঠিক এই মুহূর্তে বইটা শেষ করে জীবনের নতুন এক পথ খুঁজে পেলাম।
ভাইয়া আপনাকে বইটার অডিও এর জন্য ধন্যবাদ দিলে সেটা সত্যি অনেক ছোট হয়ে যাবে। কিছু কাজ থাকে যেগুলো ধন্যবাদ য়ের ঊর্ধ্বে। ভালোবাসা নিবেন ❤️❤️
আর প্লিজ "দেওয়ানে শামস্" বইটির অডিও বানানোর জন্য অনুরোধ রইলো🙏🙏🙏
আপনি নিজেকে খুঁজে পেয়েছেন, আমার সামান্য এই বই পড়াটা ধন্য হয়ে যায় এরকম কমেন্ট পড়লে। 🙏❤️
দেওয়ানে শামস তাবরিজী... বইটা পড়বো।
দেওয়ানের শামস বইটি পড়ার অনুরোধ রইলো আমার ও
প্রায় 4-5 দিন লাগিয়ে বইটি পড়ে শেষ করলাম,, বিশ্বাস করুন,, আপনার কন্ঠ এবং পুরোটি কনসেপ্টে, ব্যাকগ্রাউন্ড টুনে এক মুহূর্তের জন্যেও বিরক্ত হইনি,, প্রতিটা পর্ব উত্তেজনায় এবং টান টানে ভরিয়ে দিয়েছে ,,, আপনার গুলিতে আরো সুন্দর সুন্দর রোমাঞ্চকর অডিও বুক শোনার অপেক্ষায় রইলাম।।।।
ইতি,,
আপনার একজন পাঠক❤
বইটি আমারও খুব প্রিয় সুহৃদ। এতো সুলিখিত বইয়ের যথাযথ অনুবাদের ফলেই সবার হৃদয়ে আলো ছড়িয়েছে এলিফ শাফাকের এই বই।
❤️🙏
Onk dhonnobad bhaia ... Shob gulo shunechi, ar apnar bola style khub bhalo laglo. Appreciated 🙏
গল্পটি পুরোটাই শুনলাম আপনার ভয়েজে বা আপনার কন্ঠে খুব ভালো লাগছে ধন্যবাদ
অনেক ধন্যবাদ আপনাকে। ধর্ম ও দর্শনের উপরে আপনার কোন বই শোনার থাকলে তা আমাকে জানাবেন। সাথে থাকবেন।
আপনার জাদুময় কন্ঠে শুনতে অসাধারণ এক কাব্যিক জ্যোতি আছে।
ভালোবাসা সুহৃদ।
আচ্ছা, পরবর্তীতে সোফির জগৎ বা অ্যালকেমিষ্টের মাঝে কোনটা আপনি প্রিফার করেন...
@@seishobboi সোফির জগৎ ❤️
ধন্যবাদ স্রষ্টাকে, অতঃপর ধন্যবাদ আপনাকে। পরবর্তী বইটির জন্য অপেক্ষায় থাকলাম।
আপনাকেও ধন্যবাদ ভাই সময় নিয়ে শোনার জন্য 🙏✌️❤️
অনেক ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ
অসাধারণ একটা জার্নি শেষ করলাম। মনের গভীর থেকে ভালোবাসা ও দোয়ার রইল আপনার জন্য। এ ভালো কাজ আশা করি কন্টিনিউ করে যাবেন। ❤️
ধন্যবাদ আপনাকে সুহৃদ সময় দিয়ে অডিও বুক শুনছেন। এই বইটা পড়ার সময়ও আমি আবেগাপ্লুত হয়েছিলাম ভাই ❤️
ভালো বাসার আর এক নাম মৃত্যু 😢😢
🙏❤️
অসাধারণ এক উপন্যাস।আর অসংখ্য ধন্যবাদ আপনাকে এটা পড়ে শোনানোর জন্য।আপনার সাথে সর্বদা আছি।আপনার অডিওবুক চ্যানেল বাংলা ভাষার এক অমূল্য সম্পদ।ধন্যবাদ আবার।
অনেক দিন পরে আপনি লিখলেন। আশাকরি ভালো আছেন।
চ্যানেলটাকে আরো কিছু গুরুত্বপূর্ণ বই দিয়ে সাজাবো। পড়ার জন্য করা বইয়ের লিষ্টটা বেশ বড়।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।❤️🙏
এক টানা শুনে গেছি, নিজেকে খুব প্রশান্ত লাগছে। অনেক ধন্যবাদ ❤
ধন্যবাদ। বইটি আমারো খুবই প্রিয়।
ধন্যবাদ, অনেক কঠিন কাজ শেষ করলেন!!
✌️🙏🤗 হ্যাঁ, অবশেষে... এই বই পড়ার সময়ে সমস্ত মার্চ ২০২২ জুড়ে বিভিন্ন ঘটনা দূর্ঘটনা গুলো একসময় মনে পড়বে।
ধন্যবাদ, সাথে থাকার জন্য।
অসাধারণ পাঠ শোনানোর জন্য ধন্যবাদ ভাইজান। আপনার নামটা জানা হয়নি এখনো,অথচ সব বই গুলো আমি পাঠ শুনেছি!!
স্যার আপনি, টেলিপ্যাথি, হিপনোটিজম, মাইন্ড, ব্রেইন, ম্যাজিক, লুসিড ড্রিম, এসট্রাল প্রজেকশন, স্লিপ, হেল্থ। হিমালয় যোগী ইত্যাদি বিষয়ে বই রিভিও করুন। খুব ভালো হবে।,,,,,,,,,আন্তরিক ভালোবাসা 🌳
অসাধারণ অসাধারণ ❤
ধন্যবাদ ভাই
গল্পটি পুরোটাই শুনলাম আপনার ভয়েজে বা আপনার কন্ঠে খুব ভালো লাগছে ধন্যবাদ আপনাকে আল্লাহতালা আপনাকে বাঁচিয়ে রাখুক এবং আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনদের জ্ঞানের সন্ধানে হাঁটতে আরো সহযোগিতা করুক এভাবেই এই পথে
সুফিত্বত্ত্ব আলোচনার কিছু গভীর বই সামনে পড়বো। সাথে থাকবেন ❤️🙏
ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ 🙏❤️
ধন্যবাদ খুব সুন্দর একটি পরিবেশনের জন্য।
আপনাকেও ভালোবাসা
লালন ও তার জীবন, নীতি নিয়ে বই চাই... পড়বেন প্লিস...
আমার অনেকদিনের ইচ্ছা লালনের উপরে বই পড়ার। ফরহাদ মজহারের "ভাবান্দোলন" বইটি লালনের ভাব বুঝতে গুরুত্বপূর্ণ।
অসাধারণ একটা জার্ণি শেষ করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ 🌸
অনেক ধন্যবাদ আপনাকে সুহৃদ সময় নিয়ে অডিও বই শোনার জন্য 💚🙏
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ বন্ধু
আপনাকে ধন্যবাদ সুহদ। সাথে থাকুন, আরো ভিডিও আসছে।
চমৎকার। ভেবেছিলাম ভালো লাগবে না। তবে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। অনেক ভালো লেগেছে বইটা।
😁 হ্যাঁ এই বইটা অনুবাদের কারনে প্রথম দিকটা একটু বোরিং লাগতে পারে।
ধন্যবাদ আপনাকে এই বইটিও শোনার জন্য। আপনি বলেছেন উপন্যাস, গল্পের বদলে ইতিহাস, প্রবন্ধ পড়তে। আমার মনে আছে।
Many thanks ❤
Thanks for listening. Stay blessed 🙏❤️
Sotti chorom pipasartke jol dlen apni...
আপনি সময় দিয়ে অডিও বুক শুনছেন একটি আমার কাছে অনেক পাওয়া। রুমীর ভক্ত আমি। তাকে নিয়ে যেকোন লেখা পড়ার সময় আমিও একটি অসাধারণ জার্নি করি।
মাসনবী শরীফ বাংলা অনুবাদ দিলে খুব খুখি হতাম
অবশ্যই, ভালো অনুবাদ খুজছি। ❤️
কি বলে আপনাকে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। মন্ত্রমূগ্ধ হয়ে শুনলাম। শুরুতে নিজেকে এলা হিসেবে আবিষ্কার করে, শেষে যেন শামস হয়ে আবির্ভুত হলাম। আপনাকে অশেষ ধন্যবাদ।
এই বইটি পড়ার সময়ে আমারও রুপান্তর ঘটছে 🙏❤️
@@seishobboi 🩷🩷
খুবই সুন্দর Book review দিয়েছেন, মাশা আল্লাহ। আপনার কাছে একটা রিকোয়েস্ট যদি Read People Like a Book -Patrick king আর Dark psychology -William cooper এই ২ টা বই বাংলা অনুবাদে রিভিউ দিতেন, অত্যন্ত খুশি হতাম।
অগ্রিম ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকে সুহৃদ সময় নিয়ে অডিও বই শোনার জন্য। আপনি যে দুটি বইয়ের কথা উল্লেখ করলেন সে দুটি বইয়ের বাংলা অনুবাদ খুঁজে পেলাম না। আপনার জানা থাকলে বলবেন। বই সাজেস্ট করার জন্য অনেক ধন্যবাদ 💚🙏
দুঃখিত, আমিও বাংলা অনুবাদ পাইনি, তাই বলেছিলাম। আর আপনার Book review এর ধরণ আর গলার voice খুবই চমৎকার।
ভাই,আপনি খুব সুন্দর পড়েন।
আরো কিছু আধ্যাতিক বই দিয়েন।
অনেক ধন্যবাদ ভাই। সামনে আরো বই আসছে। 💚🙏
Best dera 🌿🌷🌻
Thanks 😊
এটা ও শেষ করলাম।❤️ ভালোবাসা নিবেন।
নিরবিচ্ছিন্ন সাথে থাকার জন্য ভালোবাসা ✌️🙏❤️
Thanks. Learning tons 😮
You are most welcome brother 🙏. This is one of my favourite books.
Rumi mosnobi sorif onubath koiren vaii💕
সাথে থাকবেন, রুমীর মসনবী সামনে আসবে। 💚🙏
S❤️❤️❤️❤️
2.1K
ভালোবাসা আপনার জন্যও
Ato soundtrack kore boi porte pare kaw na shunle jana
Hotel na .ai boutique president around shyness kintu alkane Airport boutique around prayer sponge misheard galo anak dhonnobad kritoggota
❤️🙏
ভাই সুফিবাদের আর কোন ভিডিও ছাড়বেন না? অনেক দিন হলো দেখছি না তো
অনেক দিন পেরিয়ে গেল। বেশ কিছু ঐতিহাসিক উপন্যাস, রাজনৈতিক বই দিলাম পরপর। আমারও পাঠক মনটা শুকিয়ে আসছে... আমারো দর্শন পড়তে ইচ্ছে হচ্ছে ভাই। এখন যে বইটা পড়ছি তা শেষ হলে সোফির জগৎ পড়বো। আর এরপর বেশ কয়েকটি বই থাকবে মূলত দর্শনকে কেন্দ্র করে।
@@seishobboi কবে থেকে শুরু হবে এটা বলতে পারবেন?
তাহলে তৈরি থাকতাম
আপনার বলার সুফিবাদের বই অসাধারণ হয়
Vaia ai last episode r Kono kisu ki porben ni Amon ASE. amar mine hosse tai bollam money kisu korben na Vaia.
আমি ঠিক বুঝতে পারিনি। অডিওর কোন অংশ কি শুনতে সমস্যা হচ্ছে না অন্যরকম কিছু?
ভাই মসনবী পড়লে ভালো হবে
সাথে থাকুন। অবশ্যই মসনবী পড়া হবে।
সম্পূর্ণ কাহিনীটা আমি খুব মনোযোগ সহকারে শুনেছি , কিন্তু শ্বাস ও রুমি, আরো অনেক গল্প ছড়িয়ে আছে, আমি সঠিক তথ্য পাচ্ছিনা, এ জটিলতার সমাধান কোথায়
❤️