বাংলা গানের স্বর্ণযুগের শতকরা আশিটি গান যার লেখা, তিনি গৌরীপ্রসন্ন মজুমদার। অসাধারণ পাণ্ডিত্য ওনার । প্রকৃতপক্ষে ইংরাজী সাহিত্যের লোক ( ইংরাজী সাহিত্যে এম. এ) হলেও বাংলা গান রচনার ক্ষেত্রে গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন সিদ্ধহস্ত । উত্তমকুমার সুচিত্রা সেনের লিপে যত গান আমরা দেখি ও শুনি, তার শতকরা আশিটি গান ই গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা । নিখুঁত শব্দচয়ন ও অন্ত্যাক্ষরের মিল হল ওনার অন্যতম বৈশিষ্ট্য । শিল্পীদের রেকর্ডিং এর সময় গৌরীবাবু উপস্থিত থাকতেন । শিল্পীর প্রতিটি শব্দের নিখুঁত উচ্চারণ খেয়াল করতেন । এত পাণ্ডিত্য সত্ত্বেও ছিলেন তিনি সহজ, সরল ও আড়ম্বরহীন। 1924 সালের 5ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন। পরলোক গমন করেন 1986সালের 20শে আগস্ট, দুরারোগ্য ক্যান্সারে । মনে হয় রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামের পরবর্তী সফল গীতিকার ও কবি গৌরীপ্রসন্ন মজুমদার । এই বছর গৌরীপ্রসন্ন মজুমদারের 100বছর পূর্ণ হবে। আমরা স্মরণ করবো এই প্রখ্যাত গীতিকার ও কবিকে। গৌরীপ্রসন্ন স্মৃতি সংসদে র পক্ষে পৃথ্বীশ চক্রবর্তী ।
🥀 অসাধারণ একটি গান শুনে মনটা জুড়িয়ে গেলো। আহা! আহা! কি যে কালজয়ী গান, বেদনা ভরা অশ্রু ঝরা এই নিবে দন। গান তো নয় এ গান দুর্লভ মনি মুক্ত। আজকের দিনে এইসব গীতি কবিতা লেখার কারিগর খুঁজেই পাওয়া যায় না। বিনম্র শ্রদ্ধাঞ্জলি শিল্পী কে।🥀10.10.2024.
It is a very good idea to.publish Gouri Prasanna's life history. He has written thousands of cinema songs which are still listenin with most emotion and interest.
গীতিকবি যা চেয়েছিলেন সেই ইপসিত বাণী ও ধণিই ফুলে,পাতায়,লতায়,করুণায়,আকাংখয়, আমেজে ওcatarsis এর চিত্র কলপে শিল্পীর কনঠ ও যনতরানুসংগে এই গানে ফুটে উঠেছে।১ম রেকর্ড ২য় রেকর্ডের চাইতে অনেক ভালো হয়েছে।
The greatest Mussic Director, writer & Compossitioner, Gowriprsonna mojumdar, we Never forget you, we Rimmembaring you again and again for your Song. God bless you and your familly. 29.02.24
OSLyrics জানি একদিন আমার জীবনী লেখা হবে  admin 4 years ago  জানি একদিন আমার জীবনী লেখা হবে সে জীবনী লিখে রেখো, তোমাদের গানের খাতায়।। যেদিন রবো না আর তোমাদের মাঝে যদি এই তানপুরা আর নাহি বাজে তখন হঠাৎ যদি মনে পড়ে মোরে গেয়ো শুধু মোর গান যতটুকু লেখা থাকে তোমাদের স্মৃতির পাতায়। জানি একদিন….।। এ জনমে আমি ওগো তোমাদের শুনেয়েছি গান কখনও ভাবিনি তবু তোমাদের কাছে কভু, পাবো প্রতিদান। যাদের মুখের হাসি মেঘে আছে ঢেকে জীবন কাহিনী যারা আঁখিজলে লেখে আমার প্রেরণা সে তো তাদেরই সে ব্যথা আমারই গানের সুরে তাদেরই সে ব্যাকুলতা ঝড় হয়ে আকাশ মাতায়। জানি একদিন…।।
বাংলা গানের স্বর্ণযুগের শতকরা আশিটি গান যার লেখা, তিনি গৌরীপ্রসন্ন মজুমদার। অসাধারণ পাণ্ডিত্য ওনার । প্রকৃতপক্ষে ইংরাজী সাহিত্যের লোক ( ইংরাজী সাহিত্যে এম. এ) হলেও বাংলা গান রচনার ক্ষেত্রে গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন সিদ্ধহস্ত । উত্তমকুমার সুচিত্রা সেনের লিপে যত গান আমরা দেখি ও শুনি, তার শতকরা আশিটি গান ই গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা । নিখুঁত শব্দচয়ন ও অন্ত্যাক্ষরের মিল হল ওনার অন্যতম বৈশিষ্ট্য । শিল্পীদের রেকর্ডিং এর সময় গৌরীবাবু উপস্থিত থাকতেন । শিল্পীর প্রতিটি শব্দের নিখুঁত উচ্চারণ খেয়াল করতেন । এত পাণ্ডিত্য সত্ত্বেও ছিলেন তিনি সহজ, সরল ও আড়ম্বরহীন। 1924 সালের 5ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন। পরলোক গমন করেন 1986সালের 20শে আগস্ট, দুরারোগ্য ক্যান্সারে । মনে হয় রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামের পরবর্তী সফল গীতিকার ও কবি গৌরীপ্রসন্ন মজুমদার । এই বছর গৌরীপ্রসন্ন মজুমদারের 100বছর পূর্ণ হবে। আমরা স্মরণ করবো এই প্রখ্যাত গীতিকার ও কবিকে। গৌরীপ্রসন্ন স্মৃতি সংসদে র পক্ষে পৃথ্বীশ চক্রবর্তী ।
একদম perfectly বিশ্লেষণ।
অসাধারণ লেখা এবং সুর,গায়নরীতি, অনবদ্য, চোখ জলে ভরে আসে
মনটা কেমন যেন করে উঠে গানটা শুনলেই.স্বর্ণযুগের সোনার গীতিকার আপনাকে ধন্যবাদ এমন অমূল্য সব গান উপহার দেওয়ার জন্য🙏🙏🙏
গভীর শ্রদ্ধা ভালোবাসা জানাই সর্বজন শ্রদ্ধেয় মানবতাবাদী মহান গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার স্যার কে ।স্যার আপনি স্বর্গে সুখে শান্তিতে থাকবেন।
অসম্ভব সুন্দর, আমার প্রিয় পছন্দের তালিকায়।সব সময় শুনতে ইচ্ছে করে।
আহাঃ কোথায় হারিয়ে গেলো , সেই সব লেখা কথা , সুর আর শিল্পী।
Extraordinary
writer&singer
Pranam
আহ 😭 কি অসাধারণ
কি নিবেদন
কি আকুতি
কি মিনতি
বন্ধু তুমি অমর হয়ে থাকবে চিরদিন এই হৃদয়ে 😭😭😭😭😭😭🙏🙏🌹
আহঃ অন্তর উজাড় করা নিবেদন।।। অনেক অনেক শ্রদ্ধা আমার প্রনাম।।।
গীতিকার ও গায়ক উভয়কেই আমার অপার শ্রদ্ধা ও প্রনাম জানাই।
এই মহান শিল্পীকে জানাই আমার অন্তরের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
মায়া, ভালোবাসা ও বিরহে ভরা এই গান মনে দোলা দিয়ে যায়।গীতিকার এর আশা পূর্ণ হয়েছে কারণ তিনি আমাদের হৃদয়ে বেঁচে আাছেন।❤
আহা আহা কী এক কালজয়ী বেদনা ভরা অশ্রু ঝরা এ নিবেদন ! ❤❤
😂1ng
❤@@MdMostofa-yg6kj
গান তো নয় যেন দূর্লভ মণিমুক্তা। আজকের দিনে এইসব গীতি কবিতা লেখার কারিগর খুঁজেই পাওয়া যায় না।
অসাধারণ একটি গান শুনে মনটা জুড়িয়ে গেল।
এসব গান অমর হয়ে গেছে। ❤❤
🥀 অসাধারণ একটি গান শুনে মনটা জুড়িয়ে গেলো। আহা! আহা! কি যে কালজয়ী গান, বেদনা ভরা অশ্রু ঝরা এই নিবে দন। গান তো নয় এ গান দুর্লভ মনি মুক্ত। আজকের দিনে এইসব গীতি কবিতা লেখার কারিগর খুঁজেই পাওয়া যায় না। বিনম্র শ্রদ্ধাঞ্জলি শিল্পী কে।🥀10.10.2024.
মন টা ভরে গেল।গুরুদেব কে শত কোটি প্রনাম।
সত্যি তো বটে গান টি অসাধারণ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ✌ খুব অভিজ্ঞতা থেকে উঠে গান টি সত্যি অসাধারণ ধন্যবাদ
অসম্ভব সুন্দর সাজানো শব্দভাণ্ডার
It is a very good idea to.publish Gouri Prasanna's life history.
He has written thousands of cinema songs which are still listenin with most emotion and interest.
জানি আগামি প্রজন্মের তরুণ তরুণীরা এইসব গান বুজবেনা খুঁজবেওনা জদী, ওই প্রজন্মের লোক গুলা এই গান শুনতে আসে,তাহলে এই কমেন্টা ওদের উপহার,,❤❤
2:24 ❤❤Ami aci
Amiri ache❤️
🙋♂️🙋♂️🙋♂️ami a6i😊
গীতিকবি যা চেয়েছিলেন সেই ইপসিত বাণী ও ধণিই ফুলে,পাতায়,লতায়,করুণায়,আকাংখয়, আমেজে ওcatarsis এর চিত্র কলপে শিল্পীর কনঠ ও যনতরানুসংগে এই গানে ফুটে উঠেছে।১ম রেকর্ড ২য় রেকর্ডের চাইতে অনেক ভালো হয়েছে।
The greatest Mussic Director, writer & Compossitioner, Gowriprsonna mojumdar, we Never forget you, we Rimmembaring you again and again for your Song. God bless you and your familly. 29.02.24
Satinath and gouri prasanna two great musicians .
God gifted voice, ganer khota amor hoea thakbe.
Great singer
I love his song when i was child
Now I love it it's a jadu
Feeling great when i listen his song
শ্রদ্ধে ও
অপূর্ব অপূর্ব অপূর্ব
Morning pronam HABRA
Osadaron
মন টা ভীষণ খারাপ লাগছে এই বিদায়ের গান শুনতে।
শ্রদ্ধাঞ্জলী দিলাম
❤❤❤❤
Asadharan
আগামী দিনে এরকম গীতিকার জন্মাবে কিনা বলা শক্ত।
Superb song
Sundar gan
Apurba
❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Apirbo
আমার প্রিয় শিল্পীর প্রিয় গান
হেমন্ত -সতীনাথ আপন মহীমায় চিরন্জীব।
বিনম্র শ্রদ্ধা অঞ্জলি শিল্পী কে
Opurbo, opurbo
চিরদিনের গান ।
Hearty.. songs
Very sweet voice
🙌
আমি কোথায় যেন হারিয়ে যাই ।
কার সাথে দেব কার তুলনা।তোমাদের তুলনা তোমরা নিজেই।তাই কেউ এদের ভুলনা।
মনের কথা নিয়ে গান লেখা হয়েছে
আপনি আবার ফিরে আসুন এই ধরা ধামে
Tomi kaljoyi, amar kannar moto
পুরোটাই মনে
This..song..is.forevet
এখন কেন এই ধরনের গান কোন গতি কার গান রচনা করতে পারে না।
Archana ur life history now at my heart?
A ganer tulana hayna
ধন্যবাদ তমালী বর্মন। আজকের দিনে এসব মায়াভরা গান লেখার ও শোনার লোক নেই।
বেশি আশা করে ফেলেছিলেন😢
OSLyrics
জানি একদিন আমার জীবনী লেখা হবে
 admin
4 years ago

জানি একদিন আমার জীবনী লেখা হবে
সে জীবনী লিখে রেখো, তোমাদের গানের খাতায়।।
যেদিন রবো না আর তোমাদের মাঝে
যদি এই তানপুরা আর নাহি বাজে
তখন হঠাৎ যদি মনে পড়ে মোরে
গেয়ো শুধু মোর গান
যতটুকু লেখা থাকে তোমাদের স্মৃতির পাতায়।
জানি একদিন….।।
এ জনমে আমি ওগো
তোমাদের শুনেয়েছি গান
কখনও ভাবিনি তবু
তোমাদের কাছে কভু, পাবো প্রতিদান।
যাদের মুখের হাসি মেঘে আছে ঢেকে
জীবন কাহিনী যারা আঁখিজলে লেখে
আমার প্রেরণা সে তো তাদেরই সে ব্যথা
আমারই গানের সুরে তাদেরই সে ব্যাকুলতা
ঝড় হয়ে আকাশ মাতায়।
জানি একদিন…।।
অসাধারণ
বিদায়ের গান। বেদনার গান।
❤
বিনম্র শ্রদ্ধা অঞ্জলি শিল্পী কে
বিনম্র শ্রদ্ধা অঞ্জলি শিল্পী কে