আমি একজন সৌদি আরব প্রবাসী বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে 5 লাখ টাকা লাগে😢 কিন্তু ভারত পাকিস্তান শ্রীলঙ্কা থেকে সৌদি আরবে আসতে মাত্র 70 থেকে 80 হাজার টাকা খরচ হয় 😢 আমরা প্রবাসীরা ভিআইপি লাঞ্চ চাইনা আমরা চাই প্রবাসীদের খরচ কমিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন ধন্যবাদ আসিফ নজরুল❤
The only reason of this happening because there is a give & take relationship between S.Arabia and India, Pakistan, Sri Lanka. While Bangladesh failed to build that as a country.
সারা পৃথিবী যা পাড়ে বাংলাদেশ তা পাড়ে না কারণ বাংলাদেশের ব্যবসায়ী চাকরিজীবী সবার চাহিদা চৌদ্দগুণ। তাই ৭০০০০x৭ হয়ে যায়। এখানে সবাই অতিরিক্ত খুধার্ত।
#এয়ারপোর্টে প্রবাসীদের জন্য যে সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিছে এর জন্য উপদেষ্টা দের ধন্যবাদ জানাই। #তবে তাদের কে একটা কথা বলি,আমাদের আশে পাশের দেশ গুলো কে বিদেশে শ্রমিক পাঠাইতে ৭০ হাজার থেকে ১ লক্ষ টাকা লাগে।অথচ আমাদের লাগে ৫/৬ লক্ষ টাকা।😢😢 vip লঞ্জ এর থেকেও জরুরি এই টার সিন্ডিকেট ভাঙ্গা। যারা কর্মের জন্য বিদেশে যেতে চায় তাদের কে ব্যাংক হতে লোনের ব্যবস্থা করে দিতে হবে।আর সিন্ডিকেট ভেঙ্গে টাকার পরিমাণও কমাই তে হবে। তা না করলে জনগণ ধরে নিবে আপনার এক ব্যর্থ সরকার।😊😮 #প্রবাসিদের আপনারা লোন দেন।প্রবাসিরা আপনাকে সুন্দর অর্থনীতি সমৃদ্ধ একটা বাংলাদেশ উপহার দিবে।
Not going happen as current as Malaysian prime minister prioritises local workers over immigrant labour. This is why visa's for Malaysia is becoming more scarce. So reducing cost will do very little if Malaysian authorities don't eases their restrictions.
ভাই আমি মালয়েশিয়ায় থাকি ২০২৩ সালে আসছে আমার সাড়ে পাঁচ লাখ টাকা লাগছে এবং আমার সাথে যে দশজন আসছে আমাদের সবার মালয়েশিয়ান গভমেন্ট মেয়ে অনুযায়ী বেতন পনেরশ রিংগিত সেটা পাচ্ছি না আমরা আমাদেরকে ১৩০০ টাকা দিচ্ছে তাছাড়া নিয়ম অনুযায়ী কোম্পানি আমাদের ভিসার টাকা দেবে তাও তারা দিচ্ছে না।এই ধরনের সমস্যায় ভুগছি আমরা। আল্লাহ তাদের বিচার করুক,কত দুঃখের জীবন কাটাচ্ছি সেটা বলে বোঝানোর মত না উপরে আল্লাহ একজন আছে উনি এসবের বিচার করবেন একদিন, আমার কমেন্টস এর মাধ্যমে দেশের মানুষ জানুক।
উন্নয়নের সুদনে গত ১৬ বছরে ১৭ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার। আলেমদের বিনা অপরাধে ১০+ জেল উপহার। অবৈধ ভাবে ভারত কে ট্রানজিট সুবিধা দেওয়া। এগুলা এড করতে ভুলে গেছেন ভাই।
আপনারা দীর্ঘদিন ধরে কাজ করছেন আর করবেন আপনারা পারবেন না কোনদিনও মালয়েশিয়া 70 হাজার টাকা 80 হাজার টাকা আনতে যদি পারতেন তাহলে ঠিকই বাংলাদেশের রেমিটেন্স বেশি করে যাইতো কারণ আপনারা যারা এই চেয়ারে বসেন তারাই মনে করে খাওয়ার চিন্তাভাবনা করেন কিভাবে 4 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ টাকা মালয়েশিয়া পাঠানো হবে চিন্তা ভাবনা করেন মালয়েশিয়া নেপাল থেকে লোক এসে ভারতের 70 হাজার টাকা ইন্ডিয়া থেকে লোক আসছে মাত্র 70-80 হাজার টাকায় আর আপনারা পাঠান সাড়ে 5 লক্ষ 6 লক্ষ টাকায় এটা আগের সরকারের দোষ না আপনারা পাঠান দেখে নেই কেমন কতটুকু পারেন পাঠাইতে
বর্তমান সরকারকে অনুরোধ করবো এই সেক্টরটা বিশেষভাবে নজর দিতে কারণ বহুৎ মানুষ নিঃস্ব হয়ে যায় এটা এত দুর্নীতি তা বলা যাবে না যে প্রবাসীদের জন্য এই দেশটিকে আছে সেই প্রবাসীদের কি জন্যে নিঃস্ব হবে এর একটা বিডি ব্যবস্থা হওয়া উচিত ।
কম খরচে বিদেশে যেতে পারলে আমাদের যুব সমাজ পাবে বাইরের রাষ্ট্রে কাজের সংস্থান। বেকারত্ব দূর হবে, দেশের রেমিটেন্স বৃদ্ধি পাবে, অন্য সব রাষ্ট্র থেকে বিদেশ যেতে এত টাকা খরচ হয় না শুধু মাত্র বাংলাদেশ থেকে বিদেশ যেতে এত টাকা খরচ হয়। কবে সরকারি কম খরচ সবাই বিদেশ যেতে পারবে এই আশায় আছি। আল্লাহ বাংলাদেশে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করে দিন আমিন। আমি নিজেও মালাইশিয়া প্রবাসী, সাড়ে পাঁচ লাখ টাকা খরচ হয়েছিল আসতে। এই টাকা তুলতেই দুই বছর সময় শেষ। যদি কম খরচে আসতে পারতাম তাহলে আমার পরিবার সোজা হয়ে দাঁড়িয়ে যেত এত দিন 😢😢।
অবিশ্বাস্য হলেও সত্যি আমার সাথে কাজ করে একজন ভারতীয় নাগরিক দুই বছর আগে মালয়েশিয়ায় আসছে মাত্র চল্লিশ হাজার রুপিতে এবং প্রথম মাসেই সে দেশে বেতন পাঠায় পঞ্চাশ হাজার রুপি । আর আমার সোনার বাংলা থেকে যাঁরা আসছেন চেতনা ব্যবসায়ী সিন্ডিকেটর মাধ্যমে তাদের লাগছে সাড়ে ছয় লাখ টাকা ।
বাংলাদেশ থেকে এমন একটা সিস্টেম করা উচিৎ, যেমন অনলাইন সিস্টেম, অনলাইনে বিভিন্ন কোম্পানি গুলোতে অনলাইনে আবেদন করতে পারবে, কম খরচে বিদেশ যেতে পারবে সহজেই, তাতে করে বাংলাদেশের বেকার সমস্যা কমে যাবে, বাংলাদেশের অর্থনিতি ভালো হবে দেশ উন্নতি করবে,আমরা জীবনের জুকি নিয়ে বিভিন্ন দেশে জাই কাজের জন্য, এভাবে জাওয়া বন্ধ করে বৈধ ভাবে জাওয়া সহজ করতে পারলে আমাদের মতো প্রবাসীরা উন্নতি করতে পারবে
ভাই এক জন্য মালয়েশিয়া প্রবাসী বলছি মালয়েশিয়া সরকারে কোন দোস নাই দোষ হল বাংলাদেশের দোয়া মালয়েশিয়া সরকার তো বলেছিল RM 3500 আর বাধ বাকি বাংলাদেশের দালালদের ফকেট ভরে
আমাদের পাশের দেশ সৌদি আরব যেতে লাগে 60 থেকে 70 হাজার টাকা আর বাংলাদেশের মতো একটি দেশ চার থেকে 5 লক্ষ টাকা এই দুর্নীতি কে দেখবে এয়ারপোর্ট উন্নয়ন করার জন্য তারা লেগে পড়ে আছে কিন্তু আমরা তো প্রবাসীরা 20 থেকে 25 মিনিট অথবা 30 মিনিট পর আমরা বের হয়ে যাই এত উন্নয়নের তো আমাদের দরকার নেই আমাদের দরকার হলে আমরা যেন কম টাকায় গিয়ে বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে যেন সহযোগিতা করতে পারি দেশকে সেটা যদি নিশ্চিত আপনার না করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ব্যর্থ এবং কাল হাশরের ময়দানে আল্লাহর কাছে অবশ্যই আপনাদের বিচারের জন্য মুখোমুখি হতেই হবে
আমি সৌদি আরবে আইছি ৬ লাখ টাকা খরচ হয়েছে আর আমার সাথে একসাথে কাজ করে তার লাগছে ৬০ হাজার টাকা ভারতের লোক পাকিস্তান নেপাল এদের লাগে ১ লাখ টাকা এটা কি চুরি না ডাকাতি বলেন আপনারা
আমি বর্তমানে মালোশিয়াতে আছি।বিগত ২০বছর ধরে মালোশিয়াতে আছি। তাহলে রেজেনছিরা ৪৫০০০০০ লক্ষ টাকা চাচ্ছেন কেনো।পাম বাগানে বেতন ঠিক মতো পায়না।আর পাম্প বাগানে লোকজন কাজ করতে পারবে না। মশা ও সাপ এবং কুমির ও হাতি বাঘ পাম্প বাগানে থাকে। মুখে কথা না বলে। বলেন সরা সরি কোন এজেন্টর সাথে দেখা করতে হবে।যে খানে গেলে বাংলাদেশের সাধারণ মানুষ সঠিক ভাবে মালোশিয়া আস্তে পারে
আগের এজেন্সি এবং চৌর গুলো গ্রেপ্তার করতে হবে। নেপাল লাগে বাংলাদেশর ১৫০০০০ হাজার। ভারতে একি রকম। শুধু বাংলাদেশের লাগে ৫ লাখ। দেশ উন্নত করতে আগে দেশের বেকারত্ব দূর করতে হবে। এত টাকা দিয়ে আমরা কি বাবে দেশ উন্নতশীল করবো
বাংলাদেশ সরকার নির্দিষ্ট কোন এজেন্সির নাম সিলেক্ট করুক যেগুলা থেকে কম খরচে কর্মী আসতে পারবে মালয়েশিয়ায়। আর যেসব এজেন্সি অতিরিক্ত টাকা নেবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিবে।
আমি একজন সৌদি আরব প্রবাসী বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে 5 লাখ টাকা লাগে😢 কিন্তু ভারত পাকিস্তান শ্রীলঙ্কা থেকে সৌদি আরবে আসতে মাত্র 70 থেকে 80 হাজার টাকা খরচ হয় 😢 আমরা প্রবাসীরা ভিআইপি লাঞ্চ চাইনা আমরা চাই প্রবাসীদের খরচ কমিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন ধন্যবাদ আসিফ নজরুল❤
২ কোটি প্রবাসী কথা ❤❤❤
The only reason of this happening because there is a give & take relationship between S.Arabia and India, Pakistan, Sri Lanka. While Bangladesh failed to build that as a country.
সারা পৃথিবী যা পাড়ে বাংলাদেশ তা পাড়ে না কারণ বাংলাদেশের ব্যবসায়ী চাকরিজীবী সবার চাহিদা চৌদ্দগুণ। তাই ৭০০০০x৭ হয়ে যায়। এখানে সবাই অতিরিক্ত খুধার্ত।
#এয়ারপোর্টে প্রবাসীদের জন্য যে সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিছে এর জন্য উপদেষ্টা দের ধন্যবাদ জানাই।
#তবে তাদের কে একটা কথা বলি,আমাদের আশে পাশের দেশ গুলো কে বিদেশে শ্রমিক পাঠাইতে ৭০ হাজার থেকে ১ লক্ষ টাকা লাগে।অথচ আমাদের লাগে ৫/৬ লক্ষ টাকা।😢😢
vip লঞ্জ এর থেকেও জরুরি এই টার সিন্ডিকেট ভাঙ্গা।
যারা কর্মের জন্য বিদেশে যেতে চায় তাদের কে ব্যাংক হতে লোনের ব্যবস্থা করে দিতে হবে।আর সিন্ডিকেট ভেঙ্গে টাকার পরিমাণও কমাই তে হবে।
তা না করলে জনগণ ধরে নিবে আপনার এক ব্যর্থ সরকার।😊😮
#প্রবাসিদের আপনারা লোন দেন।প্রবাসিরা আপনাকে সুন্দর অর্থনীতি সমৃদ্ধ একটা বাংলাদেশ উপহার দিবে।
সহমত
এটা বাস্তবায়ন করতে চাই..?
গল্প ১৬ বছর শুনেছি, কান পচে গেছে।
Not going happen as current as Malaysian prime minister prioritises local workers over immigrant labour. This is why visa's for Malaysia is becoming more scarce. So reducing cost will do very little if Malaysian authorities don't eases their restrictions.
সবাই বলে শুনি তবে সমাধান হবে কবে আল্লাহ যেনো তাদের সঠিক বিচার করে
right
Most illegal immigrants arrested in Malaysia is Bangladeshi . Who is responsible for this ?
@@kabirhomyun7910 হ ভাই।
আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব আমার বলার ভাষা নেই বাস্তবতা কথা তুলে ধরছেন
শুধু মালয়েশিয়া না মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই সিন্ডিকেটের হাত আছে
৫ লাখ টাকা দিয়ে আসছি দের বছর হয়ে গেছে এখনো টাকা শোধ করতে পারিনাই 😢😢
আপনি কি কোম্পানিতে এসেছেন না ফ্রী ভিসায় এসে কাজ করছেন।
২ বছর হইছে ৪ লাখ ৫০ দিয়ে এসেছি। এখনো টাকা রিন আছে
বাংলাদেশের সকল সিন্ডিকেট ভেঙে দিতে হবে বাংলাদেশের শ্রমিক বিদেশ যাওয়ার সুযোগ পাবে
কথাগুলো শুনে ভালো লেগেছে,
দেশপ্রেম থাকা উচিত।
ভারত থেকে মধ্যে প্রাচ্চের সব দেশে ৬০ থেকে ৮০ হাজার রুপি লাগে
আর বাংলাদেশে লাগে ৪থেকে ৫ লাখ টাকা,
তাহলে আমরা বাঙ্গালীরা দেশের বাইরে কি করে যাবো
এটা যদি ২ লক্ষ টাকার মধ্যে যদি করাজায় দেশের জন্য ভালো হবে অনেক শ্রমিক যেতে পারবে কাজ করতে
দুই লক্ষ টাকা কেন,সরকারি বাজেট,৭৯ হাজার টাকা,দুই লাক্ষ কেন,টাকা কি বেশি হয়ছে,
সব এজেন্সি বন্ধ করে সরকারি ভাবে এজেন্সি খোলে দেওয়া হোক
সরকারি একটা এজেন্সি আছে বোয়েসেল সব কাজ সরকারি ভাবে হলে সবাই সস্হি পাবে কিন্তু এটা হচ্ছে না
আমরা যারা ভিসা পেয়েও টিকিটের অভাবে মালেয়শিয়া যেতে পারিনি। আমরা আমাদের টাকা ফেরত চাই।
প্রতিটা দেশেই বাংলাদেশ থেকে যেতে অন্য দেশের তুলনায় ১০ গুন বেশি টাকা লাগে😢😢😢
ওনি একেবারে সঠিক তথ্য দিয়ে দিলেন,tnq ভাই❤
বোয়েসেল কে দ্বায়িত্ব দেয়া হোক। কোনো এজেন্সির হাতে দেয়া যাবেনা। আমি কোরিয়া যাওয়ার অপেক্ষায়। বোয়েসেল অনেক স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান
Ata kothay vai boyesel
বোয়েসেল এর ঠিকানা টা আর কিভাবে আবেদন করবো ভাই
@@Rjvai-xf2tv গুগলে বোয়েসেল লিখে সার্চ দেন
হুম@@Rjvai-xf2tv
@@Rjvai-xf2tvবোয়েসেল দিয়ে সার্চ দিলে হবে
ধন্যবাদ ভাই আপনাকে আপনার মতো সৎ প্রতিটা সেকটরে লোকের দরকার ।
ভাই আমি মালয়েশিয়ায় থাকি ২০২৩ সালে আসছে আমার সাড়ে পাঁচ লাখ টাকা লাগছে এবং আমার সাথে যে দশজন আসছে আমাদের সবার মালয়েশিয়ান গভমেন্ট মেয়ে অনুযায়ী বেতন পনেরশ রিংগিত সেটা পাচ্ছি না আমরা আমাদেরকে ১৩০০ টাকা দিচ্ছে তাছাড়া নিয়ম অনুযায়ী কোম্পানি আমাদের ভিসার টাকা দেবে তাও তারা দিচ্ছে না।এই ধরনের সমস্যায় ভুগছি আমরা। আল্লাহ তাদের বিচার করুক,কত দুঃখের জীবন কাটাচ্ছি সেটা বলে বোঝানোর মত না উপরে আল্লাহ একজন আছে উনি এসবের বিচার করবেন একদিন, আমার কমেন্টস এর মাধ্যমে দেশের মানুষ জানুক।
স্যার সত্যিই বলার জন্য ধন্যবাদ
মালয়েশিয়া আসছি
কলিংয়ে। কিন্তুু বাংলাদেশি এজেন্সি প্রথমে ভিসা করে দেয়নি এখন আমি অবৈধ 😭😭।
আমরাও চাই কথা কাজে মিল থাকুক
বাংলাদেশ সিন্ডিকেট মুক্ত চাই আমরা প্রবাসী একটু শান্তি চাই যাতে আমাদের সাথে অন্যয় না হয় ধন্যবাদ
এই সিন্ডিকেটের সাথে সরকার লোকজন জড়িত তাই তাদের কিছু হয় না কষ্ট হয় সাধারণ আমাদের মতন গরিব মানুষের
আমি মনে করি সেনাবাহিনীর মাধ্যেমে। সবাই বিদেশের জাওয়ার জন্য। পাসপোর্ট ও টাকার লেনদেন আইন পাস হোক।
❤❤❤❤❤
এই সব সিন্ডিকেট বন্ধ করা হক আমরা প্রবাশী রা এটাই, চাই
আমি মালয়েশিয়া কত খরচ শুনেছিলাম এক এজেন্সি বলল তিন লাখ পঞ্চাস হাজার ।সরকার যা বলল তার কি মুল্য আছে ।এই হল বাংলাদেশে ।
350000টাকা নিচ্ছে বতমানে সব এজেন্সি মুখে মুখে ৭৯৭৬০কাজে না
💯🎯
সত্যিটা তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চ্যানেল 24 কে বিনিত অনুরোধ আমাকে মালয়েশিয়া পাঠানোর জন্য। খরচ আমি বহন করবো ইনশাআল্লাহ
নেপালের প্রবাসীদের মতো আমরা প্রবাসীরা কর্মীরাও সুযোগ সুবিধা চাই🙏
খুব সুন্দর কথা বলেছেন, খুব দ্রুত বাস্তবায়ন হোক নতুন সিস্টেম
বাংলাদেশ থেকে মালেয়শিয়া, সৌদি আরব যেতে ৫ লাখ টাকা লাগে। আর ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকা থেকে মাত্র ৭০,০০০/ টাকার মধ্যে যায়।
ধন্যবাদ মালয়েশিয়া আইতে ৬ লাখ টাকা থাকে বর্তমান আমি মালয়েশিয়া পরবাসী
আমিন মোহাম্মদ গ্রুপের বিরুদ্ধে ব্যাবস্হা নেওয়া হোক
18000 কর্মী যাওয়ার সুযোগ চাই
আমাদের প্রবাসীদের বড় ধোঁকাটা হল বাংলাদেশের সিন্ডিকেটের কারণে। এই সিন্ডিকেট গুলো বন্ধ করতে হবে।
ধন্যবাদ আপনাকে সঠিক কথা বলার জন্য
ধন্যবাদ স্যার অন্তর থেকে আপনাকে
অজানা অনেক তথ্য আমাদের কে দেওয়া এবং সচেতন করার জন্য। ❤❤❤
ফখরুল ভাই সব সময়ই হিট!!!
একমত পোষণ করছি। বাস্তবায়ন করতে হবে 🙏🙏🙏
আলহামদুলিল্লাহ খুব ভালো কথা বলে ছেন ধন্যবাদ রিপোটার কে 🎉🎉🎉
সহমত প্রকাশ ❤❤❤
সরকারি ভাবে মালোশিয়া বোয়েসেল এ কলিং দিলে অনেক উপকার হত
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১ প্লেট ভাত = তোফাজ্জলের জীবন
২৫০ টাকা = মুনতাহার জীবন
৫০০ টাকা = মায়ের জীবন
বাংলাদেশ 💔
কি বুজাইলা
উন্নয়নের সুদনে গত ১৬ বছরে ১৭ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার।
আলেমদের বিনা অপরাধে ১০+ জেল উপহার।
অবৈধ ভাবে ভারত কে ট্রানজিট সুবিধা দেওয়া।
এগুলা এড করতে ভুলে গেছেন ভাই।
😡
মেগির ছেলে গত সতের বছর কই চিলি😂😂😂😂
😮@@syedpasha6959
ধন্যবাদ স্যার আপনাকে আমরা প্রবাসী বাংলাদেশি যাতে কম খরচে বিদেশে যাইতে পারি সেই ব্যাবস্তা করেন।
অসাধারণ যুক্তিদিয়ে ভাই কথা বলেছেন আপনাকে ধন্যবাদ আমরা চাই সরকার সফটঅয়্যার চালো করে ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে কর্মী পাঠক। 🇧🇩
একদম সত্য কথা
আপনারা দীর্ঘদিন ধরে কাজ করছেন আর করবেন আপনারা পারবেন না কোনদিনও মালয়েশিয়া 70 হাজার টাকা 80 হাজার টাকা আনতে যদি পারতেন তাহলে ঠিকই বাংলাদেশের রেমিটেন্স বেশি করে যাইতো কারণ আপনারা যারা এই চেয়ারে বসেন তারাই মনে করে খাওয়ার চিন্তাভাবনা করেন কিভাবে 4 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ টাকা মালয়েশিয়া পাঠানো হবে চিন্তা ভাবনা করেন মালয়েশিয়া নেপাল থেকে লোক এসে ভারতের 70 হাজার টাকা ইন্ডিয়া থেকে লোক আসছে মাত্র 70-80 হাজার টাকায় আর আপনারা পাঠান সাড়ে 5 লক্ষ 6 লক্ষ টাকায় এটা আগের সরকারের দোষ না আপনারা পাঠান দেখে নেই কেমন কতটুকু পারেন পাঠাইতে
নেপাল বা ইন্ডিয়া থেকে মালায়শিয়া যেতে বাংলাদেশের তিন ভাগের এক ভাগ লাগে বিষয় টা খুবই দুঃখজনক
বর্তমান সরকারকে অনুরোধ করবো এই সেক্টরটা বিশেষভাবে নজর দিতে কারণ বহুৎ মানুষ নিঃস্ব হয়ে যায় এটা এত দুর্নীতি তা বলা যাবে না যে প্রবাসীদের জন্য এই দেশটিকে আছে সেই প্রবাসীদের কি জন্যে নিঃস্ব হবে এর একটা বিডি ব্যবস্থা হওয়া উচিত ।
তারা তারি করেন, অনেক মানুষ যাবে,দেশ উন্নত হবে
আমি দোয়া করি মালেশিয়া যেন বাংলাদেশিরের জন্য আজিবন বন্ধ থাকে।
এত টাকা সিন্ডিকেট করে,
বারবার ওপেন হয়ে বন্ধ হয়ে যাচ্ছে
সিন্ডিকেটের কানণে
কম খরচে বিদেশে যেতে পারলে আমাদের যুব সমাজ পাবে বাইরের রাষ্ট্রে কাজের সংস্থান। বেকারত্ব দূর হবে, দেশের রেমিটেন্স বৃদ্ধি পাবে, অন্য সব রাষ্ট্র থেকে বিদেশ যেতে এত টাকা খরচ হয় না শুধু মাত্র বাংলাদেশ থেকে বিদেশ যেতে এত টাকা খরচ হয়। কবে সরকারি কম খরচ সবাই বিদেশ যেতে পারবে এই আশায় আছি। আল্লাহ বাংলাদেশে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করে দিন আমিন। আমি নিজেও মালাইশিয়া প্রবাসী, সাড়ে পাঁচ লাখ টাকা খরচ হয়েছিল আসতে। এই টাকা তুলতেই দুই বছর সময় শেষ। যদি কম খরচে আসতে পারতাম তাহলে আমার পরিবার সোজা হয়ে দাঁড়িয়ে যেত এত দিন 😢😢।
এম্বাসি সবগুলা বন্ধ করে সরকারিভাবে পাঠানোর ব্যবস্থা করেন তাহলে সিন্ডিকেট ভাঙ্গা যাবে
কথা সঠিক, প্রতিকার চাই।
খুব সুন্দর তথ্যবহুল কথা বলেছেন
সিন্ডিকেটদের ফাসিঁ চাই
অবিশ্বাস্য হলেও সত্যি আমার সাথে কাজ করে একজন ভারতীয় নাগরিক দুই বছর আগে মালয়েশিয়ায় আসছে মাত্র চল্লিশ হাজার রুপিতে এবং প্রথম মাসেই সে দেশে বেতন পাঠায় পঞ্চাশ হাজার রুপি । আর আমার সোনার বাংলা থেকে যাঁরা আসছেন চেতনা ব্যবসায়ী সিন্ডিকেটর মাধ্যমে তাদের লাগছে সাড়ে ছয় লাখ টাকা ।
বাংলাদেশ থেকে এমন একটা সিস্টেম করা উচিৎ, যেমন অনলাইন সিস্টেম, অনলাইনে বিভিন্ন কোম্পানি গুলোতে অনলাইনে আবেদন করতে পারবে, কম খরচে বিদেশ যেতে পারবে সহজেই, তাতে করে বাংলাদেশের বেকার সমস্যা কমে যাবে, বাংলাদেশের অর্থনিতি ভালো হবে দেশ উন্নতি করবে,আমরা জীবনের জুকি নিয়ে বিভিন্ন দেশে জাই কাজের জন্য, এভাবে জাওয়া বন্ধ করে বৈধ ভাবে জাওয়া সহজ করতে পারলে আমাদের মতো প্রবাসীরা উন্নতি করতে পারবে
আনেক সুন্দর ও গঠন মূলক কথা বলছেন স্যার।
শুধু মালেশিয়া নয় মধ্যপ্রাচ্যে ও কর্মী পাঠানোর খরচ সর্বোচ্চ ১৫০০০০ টাকা করতে হবে।
ধন্যবাদ।।
আজকে আমি অনেক অফিসে ঘুরে দেখিছি ৩.৫০ টাকা চাইছে,,,, 😢😢😢😢
ভাই এক জন্য মালয়েশিয়া প্রবাসী বলছি মালয়েশিয়া সরকারে কোন দোস নাই দোষ হল বাংলাদেশের দোয়া মালয়েশিয়া সরকার তো বলেছিল RM 3500 আর বাধ বাকি বাংলাদেশের দালালদের ফকেট ভরে
সঠিক কথা বলেছেন ভাই । 24 চ্যানেলকে ধন্যবাদ।
সুন্দর আলোচনার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন জানাই।
আপনার কথাগুলো শুনতে অনেক ভালো লাগলো
সরকারের কাছে অনুরোধ ব্যবস্থা করা হোক।
আমাদের পাশের দেশ সৌদি আরব যেতে লাগে 60 থেকে 70 হাজার টাকা আর বাংলাদেশের মতো একটি দেশ চার থেকে 5 লক্ষ টাকা এই দুর্নীতি কে দেখবে
এয়ারপোর্ট উন্নয়ন করার জন্য তারা লেগে পড়ে আছে কিন্তু আমরা তো প্রবাসীরা 20 থেকে 25 মিনিট অথবা 30 মিনিট পর আমরা বের হয়ে যাই এত উন্নয়নের তো আমাদের দরকার নেই আমাদের দরকার হলে আমরা যেন কম টাকায় গিয়ে বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে যেন সহযোগিতা করতে পারি দেশকে
সেটা যদি নিশ্চিত আপনার না করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ব্যর্থ এবং কাল হাশরের ময়দানে আল্লাহর কাছে অবশ্যই আপনাদের বিচারের জন্য মুখোমুখি হতেই হবে
সত্য কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আমি সৌদি আরবে আইছি ৬ লাখ টাকা খরচ হয়েছে আর আমার সাথে একসাথে কাজ করে তার লাগছে ৬০ হাজার টাকা ভারতের লোক পাকিস্তান নেপাল এদের লাগে ১ লাখ টাকা এটা কি চুরি না ডাকাতি বলেন আপনারা
সে নিজেও নিজের ব্যবসার কথা বলতেছেন।কিন্তু যারা প্রবাসী তাদের কথা কেউ ভাবেনা।সবাই নিজের ধান্দায় ব্যস্ত।
দুর্নীতি বন্ধ করা বাংলাদেশ থেকে সম্ভব নয়। দলিল করে লেখা দিমু।
প্রতিটি এজেন্সি কে সুষ্ঠু তদন্ত করে দেখা দরকার সরকারের কাছে আকুল আবেদন
ইউরোপ যেতে কেন যেতে হবে ইন্ডিয়া বা নেপাল ঢাকায় করা হোক ভিসা সেন্টার 😢
দেড় লাখ টাকায় কুয়েতেও পাঠানো সম্ভব,শুধু সিন্ডিকেট ভেংগে ফেলার কাজ করেন।এই কুয়েতে দেড় লাখ টাকায় ভারত,নেপাল,শ্রীলঙ্কা সহ প্রায় সব দেশ লোক পাঠায়
সরকারের উচিৎ শুধুমাত্র লাউঞ্জ চালো করে সান্তনা বাদ দিয়ে সিন্ডিকেট এর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া।
আপনার কথাটা শুনে আসলে আমার মন ভরে গেল৷ বাংলাদেশ আপনার মত লোকের দরকার
এই সিন্ডিকেটের পাপে বাংলাদেশ ধংশ হয়ে যাচ্ছে।
দয়া করে সিন্ডিকেট অফ করে দেবেন আর যারা জড়িত আছে তাদেরকে আইনগত ব্যবস্থা দেওয়ার অনুরোধ রইল
যদি কম টাকায় বাংলাদেশ এর মানূষ বিদেশ যেতে পারত তাহলে শোনার বাংলাদেশ হতে বেশি সময় লাগতো না
এইটা বাস্তবায়ন করা হোক.এমন দূর্নীতি মুক্ত করে যদি ১.৫০লাখ মাধ্যমে যদি কর্মি পাঠাতে পারেন তাহলে আমরা সফল
😂😂😂মজা পাইলাম ভুতে মুখে রাম রাম 😂😂
কথা গুলো অসাধারণ লেগেছে ধন্যবাদ আপনাকে
শুধু মালয়েশিয়া নয় সব দেশের সিন্ডিকেট ভাংতে হবে এটাই দেশ বাসির প্রত্যাশা
আমি বর্তমানে মালোশিয়াতে আছি।বিগত ২০বছর ধরে মালোশিয়াতে আছি। তাহলে রেজেনছিরা ৪৫০০০০০ লক্ষ টাকা চাচ্ছেন কেনো।পাম বাগানে বেতন ঠিক মতো পায়না।আর পাম্প বাগানে লোকজন কাজ করতে পারবে না। মশা ও সাপ এবং কুমির ও হাতি বাঘ পাম্প বাগানে থাকে। মুখে কথা না বলে। বলেন সরা সরি কোন এজেন্টর সাথে দেখা করতে হবে।যে খানে গেলে বাংলাদেশের সাধারণ মানুষ সঠিক ভাবে মালোশিয়া আস্তে পারে
ধন্যবাদ ভাই আপনাকে❤❤
অনেক সুন্দর কথা বলছে
সকল সিণ্ডিকেট ভাঙ্গা হোক, শ্রমিকরা বেশি টাকা দেয়, বেতনও পায় কম; রেমিটেস্স যোদ্ধারা অনেক কষ্টে আছে।
সকল এজেন্সি বাদ দেওয়া হোক, সরকারি ভাবে লোক পাঠানো হোক!!??
বাংলাদেশ থেকে আসতে যত টাকা খরচ হয় এই টাকা হলে অন্য দেশ থেকে চার পাঁচ জন আসা যায় ।
জনাব,(দক্ষিণ কোরিয়া) বোয়েসেলের জামানত আইন টা বাতিল করার আকুল আবেদন জানাচ্ছি।
কোরিয়া থেকে
স্বৈরাচারীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হোক কর্মীরা যেন দেড় থেকে দুই লক্ষ টাকার ভিতরে মালয়েশিয়া আসতে পারে।
আগের এজেন্সি এবং চৌর গুলো গ্রেপ্তার করতে হবে। নেপাল লাগে বাংলাদেশর ১৫০০০০ হাজার। ভারতে একি রকম। শুধু বাংলাদেশের লাগে ৫ লাখ। দেশ উন্নত করতে আগে দেশের বেকারত্ব দূর করতে হবে। এত টাকা দিয়ে আমরা কি বাবে দেশ উন্নতশীল করবো
বাংলাদেশ সরকার নির্দিষ্ট কোন এজেন্সির নাম সিলেক্ট করুক যেগুলা থেকে কম খরচে কর্মী আসতে পারবে মালয়েশিয়ায়।
আর যেসব এজেন্সি অতিরিক্ত টাকা নেবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিবে।
এটা বাস্তবায়ন করতে হবে
এই দেশে যতজন শিল্পপতি হয়েছে বেশীর ভাগ জনশক্তি রপ্তানি করে হয়েছে।
কথা নয় কাজেই বিশ্বাস করি আমি,
শুধু মালেশিয়া সকল দেশের সিন্ডিকেট ভাংতে হবে।
বিস্তারিত ফাঁস করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। 🙏🙏🙏
বাংলাদেশ একমাত্র দেশ যে দেশে 5 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া আসতে হয়।
এটা জরুরী বাস্তবায়ন করা হোক আমরাও বিদেশে যাওয়ার জন্য বসে আছি