Gangtok complete tour guide in Bengali with cheapest rate |কম খরচে গ্যাংটক ভ্রমণ | North sikkim |
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- Gangtok complete tour guide in Bengali with cheapest rate | কম খরচে গ্যাংটক ভ্রমণ | North sikkim tour plan | Changu lake | Baba Mandir | Nathula Pass | Lachen | Lachung |
Complete Tour Plan
1st Day: NJP to Gangtak. Night stay at Gangtak.
2nd Day: Gangtak to Jhangu lake, Baba Mondir, Nathula pass & return to Gangtak.
3rd Day: Gangtak to Lachen & night stay.
4th Day: Lachen to Gurudangmar lake, kallapatthar & return to Lachen. Then go to Lachun & night stay.
5th Day: Lachun to Yamthung Valley, katto, Zero point. Then return to Lachun for lunch & go to Gangtak, night stay.
6th Day: Check out Gangtak & return NJP.
Please Subscribe my Channel :
/ @chololetstravel
Music : www.bensound.com
For Hotel:-
9748411969/8373037716 sunny Guest House.
central ninamma 9800650360
Hotal blue bell 8172015042
Call 9163905858 Hotel Kaarlo
Sukhim Guest House Near MG Marg. Approx 1500/- minimum
www.hotelsilver...
Hotel rajhans
Hotel muscatel
Royal Residency,
hotel mari gold,
Hotel wild orchid
www.magellanhot...
www.airbnb.co.....
www.theridgegtk.com
সিকিম ভ্রমণের উপযুক্ত সময়
উত্তর সিকিম যাওয়ার সময় হলো সেপ্টেম্বর শেষ থেকে নভেম্বর এবং ফেব্রুয়ারী শেষ থেকে
মে। এর আগে-পরে গেলে বরফে রাস্তা বন্ধ থাকার সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তর সিকিম
খুব ধস প্রবন এলাকা, তাই বছরের যে কোনো সময়ই রাস্তা বন্ধ থাকতে পারে। দক্ষিণ ও
পশ্চিম সিকিম সারা বছরই যাওয়া যায়, তবে বর্ষায় কোনো কোনো জায়গা যেতে সমস্যা
হতে পারে। পূর্ব সিকিম এ জুলুক ও নাথাং ভ্যালি এবং ছাঙ্গু লেক সহ বাবমন্দির/নাথুলা
যেতে গেলে সেপ্টেম্বর শেষ থেকে নভেম্বর এবং ফেব্রুয়ারী শেষ থেকে মে এর মধ্যে
যাওয়াই ভালো। গ্যাংটক যে কোনো সময়ই যাওয়া যায়।
সিকিম কিভাবে যাবেন
এনজেপি স্টেশন বা বাগডোগরা এয়ারপোর্ট থেকে ট্যাক্সি বা শেয়ার জিপ মেলে গ্যাংটক
যাওয়ার জন্য। দু’ জায়গাতেই প্রিপেড ট্যাক্সি পাওয়া যায়। চেষ্টা করবেন সিকিম
রেজিস্ট্রেশনের গাড়ি নিতে। ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনের গাড়ি নিলে সেই গাড়ি
নামিয়ে দেবে গ্যাংটক সিটি সেন্টারের ২ কিমি নীচে দেওরালিতে। সেখান থেকে
লোক্যাল ট্যাক্সি নিয়ে হোটেলে পৌঁছোতে হবে।
এছাড়া সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্টের (SNT) বাস চলাচল করে শিলিগুড়ি-গ্যাংটক
রুটে। এনজেপি স্টেশন থেকে অটো ধরে চলে আসুন শিলিগুড়ির হিলকার্ট রোডে, তেনজিং
নোরগে বাস টার্মিনালের পাশে এসএনটি বাসস্ট্যান্ডে।
চাইলে কলকাতা থেকে বিমানে পাকিয়ং যেতে পারেন। পাকিয়ং থেকে জীপে গ্যাংটক।
আসলে সিকিমে ঢোকার অনেকগুলো রাস্তা রয়েছে। আপনার ট্যুর প্ল্যানের উপর ডিপেন্ড করে
আপনাকে ঠিক করতে হবে আপনি কোন দিক দিয়ে সিকিমে ঢুকবেন।
সিকিম ভ্রমণে কিছু প্রয়োজনীয় তথ্য যা মনে রাখা আবশ্যক
গ্যাংটকে রোপওয়ে চালু থাকে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত।
নাথুলা ও নর্থ সিকিম ভ্রমণে সিকিমের পর্যটন ও অসামরিক পরিবহণ দফতরের ছাড়পত্র
সংগ্রহ করতে হবে। কোনো রেজিস্টার্ড ট্রাভেল এজেন্সির মাধ্যমে অনুমতিপত্র সংগ্রহ
করতে পারেন। অনুমতিপত্রের জন্য ফোটো আইডি এবং দু’টি পাসপোর্ট সাইজের ছবি
লাগবে। সরকার অনুমোদিত যে সব ট্রাভেল এজেন্ট অনুমতিপত্র সংগ্রহে সাহায্য করতে
পারেন তাদের তালিকার জন্য দেখুন:
www.sikkimtourism.gov.in
নাথুলা যাওয়া যায় বুধবার থেকে রবিবার।
নর্থ সিকিম ভ্রমণসূচিতে কাটাও থাকে না। সময় থাকলে গাড়ির ড্রাইভারদের
অতিরিক্ত টাকা দিলে তাঁরা সানন্দে কাটাও নিয়ে যান। বাংলাদেশীদের জন্যে এটা নয়।
গ্যাংটকের সব সার্বজনীন এলাকায় ধূমপান, আবর্জনা ছড়ানো এবং থুথু ফেলা আইনত
অনুমোদিত নয়।
সিকিমে বিদেশীদের জন্য অবাধ প্রবেশে বিধিনিষেধ রয়েছে। তাদেরকে একটি
সংরক্ষিত অঞ্চলের অনুমতিপত্র বা আর.এ.পি. নিয়ে যেতে হয়। এখানে প্রবেশ
বিনামূল্যে এবং শুধুমাত্র একটি বৈধ পাসপোর্ট এবং একটি ভারতীয় ভিসা প্রয়োজন।
নির্দিষ্ট কিছু এলাকায়, বিশেষ করে সীমান্তের কাছাকাছি এলাকায়, বিদেশীদের
প্রবেশ করার অনুমতি দেওয়া হয় না। যেমন নাথুলা পাস, জিরো পয়েন্ট এসব এলাকায়
বিদেশীদের প্রবেশ নিষেধ।
সিকিমে কিন্তু আধার চলে না, পার্মিট করতে হলে ভোটার কার্ড অবশ্যই সঙ্গে রাখতে
হবে।
#chololetstravel
#gangtok
#nathula_lachen_lachung
#gangtok_hotels
#hotels_in_gangtok_mg_marg
Apnar description ta khub khub bhalo. Khub sundor kore bujhiyechen. Thank you
অনেক অনেক ধন্যবাদ,ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন।।
Nice Amer kachhe gangtok jotobar dekhi bhalo lage
ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন।।।🙏🙏👍👍
খুবই সুন্দর .
বেড়ানোর ছকটা খুবই simple ভাবে বলেছেন .
আশাকরি এটা অনেক কাজে লাগবে gantok বেড়াতে গেলে
ভীষণ ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ......
@@CHOLOLETSTRAVEL আপনার fb id টা দিলে ভাল হত.
যোগযোগ রাখতে পরতাম
@@CHOLOLETSTRAVEL এক বছরের baby কে নিয়ে যাওযা টা কি ঠিক হবে ?
Video ta dekhei Mone holo travel kora hoyegache... Very nice nd Imformatives video.. thanks
অনেক অনেক ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন।।।
আমরা গ্যাংটক এ সত্যিই খুব মজা করেছি। This is a great place for family tour
গ্যাংটক সহ সমগ্র সিকিম খুবই সুন্দর জায়গা বিশেষ করে নর্থ সিকিম...... খুবই ভালো লাগলো আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করেছেন.... অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন.......
Khub sundor guide korlen😌😌
অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন।।।💓💓💓🙏🙏👍👍
ধন্যবাদ। আমরা নতুন বছরে ফ্যামিলি টুর ফিক্স করেছি গ্যাংটক। তাই এ রকম ভিডিও আমাদের খুব কাজের। Thanks
অনেক অনেক ধন্যবাদ, নতুন বছরের ঘুরতে যাওয়ার আগে অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালো থাকবেন সুস্থ থাকবেন।।।
Asadharan.....khub valo laglo sikkim tour
অনেক অনেক ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকবেন।।।💓💓💓💓🙏🙏🙏
ধন্যবাদ
Apurbo sondor tour programme diyechen. Anek dhannobad.East Sikkim e Pelig aar Tumi tea garden ta balun.South Sikkim to change lake hoe gelo.
অনেক অনেক ধন্যবাদ, ওয়েস্ট সিকিম পেলিং এবং সাউথ সিকিম অর্থাৎ নামচি চারধাম এই নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি, সুতরাং চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না যেন।।
Perfect tour guide... Never see such tour guide before this...
I want to go with my parents who's are 55 & 60. Could you suggest me a perfect hill tour for them in a low/ medium budget.
আপনি শিলং ঘুরে আসুন....... অথবা..... ডুয়ার্সও ঘুরে আসতে পারেন....অনেক অনেক ধন্যবাদ ,ভালো থাকবেন, সুস্থ থাকবেন.......
T
Khub valo sundor vabe bolechen❤❤
আপনি অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি রিজার্ভ গাড়ির কথা বলেছি আবার শেয়ারে যাওয়ার কথা বলেছি... রিজার্ভ গাড়িতে গেলে নিশ্চয়ই একটা বড়( 8 থেকে 10 জন) গ্রুপ হয়ে যাবেন..... আর শেয়ার গাড়িতে গেলে তো কোন কথাই নেই..... শেয়ার হোক বা রিজার্ভ হোক পার হেড আমার ভিডিও অনুসারে ঘুরতে গেলে.... ছয় থেকে আট হাজার টাকা খরচ পড়বে ..... শেয়ার জিপে ছাঙ্গু নাথুলা বাবা মন্দির এর জন্য 1000 টাকা পার হেড নেবে... আর নর্থ সিকিম ট্যুরের জন্য পার হেড সাড়ে তিন থেকে চার হাজার টাকা নেবে... খাওয়া ও থাকা নিয়ে পার হেড প্রতিদিন হোটেলগুলোতে... 600 থেকে 1000 নেবে....... এবার টোটাল করে বেরিয়ে পড়ুন... কমেন্ট করার জন্য ধন্যবাদ
খুব ভাল লাগল দেখে। উপকৃত হলাম এবং একটি ধারণা পেলাম।
অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন,সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন।।।💓💓👍👍🙏🙏
সিকিম নয়নাভিরাম, করোনা শেষে গ্যাংটক যাওয়ার ইচ্ছা আছে।
অবশ্যই যাবেন,, ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন।।।
th-cam.com/video/f-2vP5-9d4M/w-d-xo.html
Oshadhoron ami gangtok a na giyae aie video ta sb taie dekhe nilm
Thank u... Sir..
অনেক অনেক ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন।।।।
সত্যি অনেক ভালো লাগল। আপনার বর্ণনাটাও ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে।
অনেক অনেক ধন্যবাদ
Khoob bhalo photography!
Narration bes bhalo!
Good
From Dhaka, Bangladesh. Spectacular mesmerizing exotic nice landscape all the way of SIKKIM. Spiritual and mysterious places. In future i have to visit Sikkim. Thank you for your valuable insight.
😊😢
Indian tourist spots are awesome.
India my jaan
Best time for going
Sikkim is October or November 🙂🙂🙂
U r right
Will i get ice on end of October ??
Best time is Feb Mar
Khub khub khub valo
অনেক অনেক ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকবেন।💓💓👍👍🙏🙏
What is the cost of the total tour with fooding & lodgings
40000 thousand only
দারুণ পরিবেশন
অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন।
It was an awesome video. Many many thanks.
ধন্যবাদ
খুব ভালো ভাবেই আপনি বর্ণনা করেছেন, প্রত্যেকের উচিত ঘুরতে যাওয়ার আগে একবার আপনার ভিডিওটা দেখে যাওয়া, তাহলে কোন প্রবলেম হবে না আমি আজকে ফার্স্ট টাইম আপনার চ্যানেল দেখলাম ফ্যান হয়ে গেছি সাবস্ক্রাইব করে দিয়েছি ধন্যবাদ এইভাবে ভিডিওটা সাজানোর জন্য.
ভীষণ ভালো লাগলো......অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সুস্থ থাকবেন......... সঙ্গে থাকবেন......
Visa passport chara ki jauwa jabe?
Btw great video
কমেন্টের জন্য ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো.!..
Yes only identity proof
Apni Indian hole adhar card / voter card diye jete pare. But jodi Bangladeshi hon, then apnar passport must.
khub valo hoyeche.r kichu turist sopt Ami jete pari ne.ami last march e gachelm.khub valo laglo.sei sriti golo mone pore gelo.thank u.
অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সুস্থ থাকবেন......... সঙ্গে থাকবেন......
nischoye.r apnader traveler phn no r address ta deben kindly.
March a 28 tarikh road bondho thakba nato
বাঃ খুব ভালো লাগলো
অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন........
😊 👍
Gangtok e bose sattyi Kolkata test er bangali khabar khete chan...chok kan bondho kore soja chole jan Hotel Karsonam (tibbet road)...ami specifically bollam Karon ami group niye M G Marg e kaje giyechilam..... Chinese khabar sab jaigay darun..but bangali khabar other than Karsonam.. sattyi horrible....amar experience share korlam for sarharon bangalir jonne..jate kheye tripto hon
Valo legeche video , thanks for nice travel information
অনেক অনেক ধন্যবাদ,ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন।।🙏🙏👍👍💓💓
Sir koto khoroch
2 parson Rs-15000
including everything around 20,000 for 2 people.
25000
@@big-bang-movies Only 2 person as little bit expensive; actually its depend on your package because some place has been additional added money like "katao"
@@big-bang-movies so less?
because flight fare itself from kolkata to bagdogra will be around 2.5k per person..so total fare min 10k
Oshadharon video ta. Thank you dada.
Ata kom khorach bolchen????
Minimum 22 nd puro ghurtay glay 35 above hye jarche???
3 din 4 ratti???😆😎😂😐
আপনি বোধহয় আমার ভিডিওটি পুরোপুরি দেখেননি......এনজিপি টু গ্যাংটক আড়াইশো থেকে তিনশো টাকা পার হেড... গ্যাংটকের হোটেল এ ফুডিং ও লজিং নিয়ে 600 থেকে 800 টাকা পার ডে পার হেড...... ছাঙ্গু ,নাথুলা ,বাবা মন্দির যাওয়ার জন্য পার হেড 1000 টাকা...... নাথুলা বাদ দিলে পার হেড 500 টাকা....... নর্থ সিকিম অর্থাৎ লাছেন লাচুং যাওয়ার জন্য প্যাকেজ টুডে পার হেড খরচ সাড়ে তিন হাজার থেকে 4000 টাকা..... এবার কদিন থাকবেন তার উপরে ডিপেন্ড করে প্লান সাজিয়ে টোটাল করে নিন........ আশা করি এবার সব বুঝতে পেরেছেন...... এর চেয়ে কম খরচে গ্যাংটক ভ্রমণ আশা করা যায় না..... কমেন্ট করার জন্য ধন্যবাদ
2 Jon gantock jabo 4 din thakbo nathulapas ,baba mondir r ghangu leg and lachang dakhbo total koto khoroch porba aktu bola dila valo hoi
@Indian volger পার হেড 6 থেকে 8 হাজার টাকা করে খরচ পড়বে
Kon hotel e and kon tym e gle hotel fare 600 to 800 pabo with fooding and lodgeing niye?
@@ARGHYA...28 600 থেকে 800 টাকার হোটেল পেতে হলে আপনাকে মিনিমাম দু'জন থেকে তিনজন থাকতে হবে একই রুমে.... মানে ফ্যামিলির তিনজন বা দুজন..... এটা বছরের যেকোনো সময়ই হতে পারে তবে পিক সিজনে একটু রেট বেশি হয়
Excellent
অসাধারণ মোন প্রাণ ভোরে গেলো 👍👍👍👍👍
খুব ভাল লাগল
very very good Information video.I like your video.
For more Details
Call korun @ 7001698836
ba mail korun - ujjal@galaxytravellers.com
GALAXY INTERNATIONAL TRAVELS PVT LTD
Complete Package send kore debo.
অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন।।।।
Excellent. Darun description
Khub bhalo laglo dada
অনেক অনেক ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন।।।
দারুন দাদা
অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন।।।
Khub Sundar place
অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন
Like..share...subscribe kore diyechi...
Khub khub Valo hoechhe Dada.
Very good
অনেক অনেক ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন।।।
Apnar video ta sotyei khub bhalo laglo.Eto bhalo bhave somosto details dewa je bhobisote jokhon jabo kono osubidha hobena.Tobe ekta kotha chilo apnara kon somoy te visit korechilen jodi bolen khub bhalo hoy,tahole sei somoyei jabo,karon jei somoytae apnara visit korechen tate greenary,snow sobtai upobhog korte perechen equally.
ভীষণ ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন, সুস্থ থাকবেন............ আমরা অক্টোবরের শেষে গিয়েছিলাম এই সময়টা পরিষ্কার আকাশ সেই সঙ্গে গুরুদংমার লেক ও জিরো পয়েন্টে বরফও পাবেন........ কপাল ভালো থাকলে নাথুলা পাসেও পাবেন......
@@CHOLOLETSTRAVEL Thank you amar bola uchit apnake etota guide korar jonyo.
such a complete video... Thank you for giving us this video ❤️
নওগাঁ জেলার ঐতিহাসিক স্থাপনা ও মনোমুগ্ধকর বিল। bohubrihi
Okkkk
Sikkim is a shining example of natural beauty. The heart of Gangtok inevitably amazes the human eye. May God protect this Sikkim
Khub sundor jayga, valo laglo.
Nice Nice Very Nice View at Sikkim. Gangtok.
অনেক অনেক ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন।।💓💓👍👍🙏🙏
ঘরে বসেই পর্বত্য-প্রকৃতির অপরূপ-রূপলাবণ্য প্রত্যক্ষ করতে পারলাম আপনার জন্যই, আপনাকে শুভেচ্ছা ।ভাল থাকবেন ।
ধন্যবাদ ,খুব ভালো লাগলো.
Darun Bhai darun excellent.
অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সুস্থ থাকবেন......
Kub kub valo jaiga ....ami March month gachilam onek borof peyechilam....sobai parle jawa dorkar....
খুব ভালো লাগলো ,অসংখ্য ধন্যবাদ
Most Beautiful place.
অনেক অনেক ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন।।।
Khub valo laglo karon ami okhane 6mant Chilam khub sundor jayga osadharon
অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন
khub vlo laglo
অনেক অনেক ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন।।।
Dada Ami jabo apnar video khub vlo laglo
ভীষণ ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ ,ভালো থাকবেন সুস্থ থাকবেন।।
Very nice
অনেক অনেক ধন্যবাদ ,ভালো থাকবেন, সুস্থ থাকবেন.......
Excellent.
অনেক অনেক ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন।।।
Picture quality khub valo
অনেক অনেক ধন্যবাদ ,ভাল থাকবেন সুস্থ থাকবেন।। এই রূপ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকবেন।।।
Vary nice vary good
অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন
Helpful video... Thank you
অনেক অনেক ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন।।
Darun
অনেক অনেক ধন্যবাদ
*The entire himalaya is the land of paradise.Only eternal peace exists here.People should maintain sanctity while visiting the Himalayas*
অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন ,সুস্থ থাকবেন.....
Tnk you
অনেক অনেক ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন।।।
Dada apnar video gulo khub i informative ....khub valo lage dekhte ...
অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন
Darun vdeo...achha 6 Jon 5 days er jonno gele.. kolkata theke...per person khoroch kemon hobe???plzzz bolun
আমার ভ্রমন সূচী অনুযায়ী ভ্রমণ করলে, মাথাপিছু ছয় থেকে আট হাজার টাকা করে খরচ হবে কম বেশি।।। ট্রেন ভাড়া আলাদা।।। খরচের ডিটেলস জানতে ভিডিওটি প্রথম কমেন্ট টি লক্ষ্য করুন।।। ধন্যবাদ।।।
দারুণ লাগলো ভিডিও গুলো ধন্যবাদ
ধন্যবাদ
Khub Khub valo laglo....sundor vabe tule dhorechen....amra May tei jete chai....please amai bolun...okhane hotel rent kmon....perhead koto khoroch hote pare...maximum tai bolun ...amar subidha hbe...r akta kotha ami ki totkalin tickets kete train e jete pari....r sekhetre ferara tickets o ki NJP theke totkalin kete nite hbe...ami Sealdah theke jbo...please help me...advance thanks 🙏
গ্যাংটকের এমজি মার্কেট আশেপাশে বা পেলিং বাসস্ট্যান্ডের আশেপাশে প্রচুর পরিমাণে হোটেল ছড়িয়ে ছিটিয়ে আছে, খাওয়া ও থাকা নিয়ে প্রতিদিন মাথাপিছু 800 থেকে 900 টাকা করে পড়বে(এক রুমে দুজন থাকলে), তৎকাল টিকিট যেদিন যাবেন তার আগের দিন কাটতে হয়, যেদিন ওখান থেকে ফিরবেন তার আগের দিন যেকোনো একটি সাইবার ক্যাফেতে বলে রাখবেন ওরা টিকিট কেটে দেবে, আপনি কলকাতা থেকেও ফিরার টিকিট কাটতে পারেন সে ক্ষেত্রে ওরা আপনাকে টিকিটটা হোয়াটসঅ্যাপ করে দিলেই হবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনেকগুলি হোটেলের নাম ও ফোন নম্বর দেয়া আছে চাইলে কন্টাক করে দেখতে পারেন, ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।
খুব ভালো এবং তথ্যপূর্ণ ভিডিও বানিয়েছেন। অনেক কিছু জানলাম। সে কারণে আপনাকে ধন্যবাদ জানাই। তবে আমার একটা প্রশ্ন ছিল - আমি যদি প্যাকেজ ট্যুরে না গিয়ে তিন-চারদিনের জন্য একটা গাড়ি বুক করে লাচেন আর লাচুং ঘুরতে চাই (হোটেলভাড়া, খাওয়া খরচা আমার নিজস্ব), তবে আমার কত খরচ হতে পারে একটা ধারণা দিতে পারবেন?
প্রথমেই বলি নর্থ সিকিম ঘোরার জন্য ছোট গাড়ির পারমিশন দেয়া হয় না, সাধারণত টাটা সুমো জাতীয় গাড়ি গুলির পারমিশন দেয়া হয়, তিন দিনের জন্য শুধুমাত্র গাড়ি ভাড়া ই আপনাকে 15000 টাকা নেবে, খাওয়া এবং থাকা আলাদা,এবার আপনারা কতজন যাবেন তারপর ডিপেন্ড করে খরচটা হিসাব করে নেবেন।।।। একটা টাটা সুময় সাধারণত 10 জনকে নিয়ে যাওয়া হয়।।।হোটেল ভাড়া মোটামুটি ১০০০ থেকে বারোশো টাকা করে নেবে আর খাওয়া খরচ একটু বেশি পড়বে বিশেষ করে দুর্গম জায়গা বলে!!!!! ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন।।।।।
@@CHOLOLETSTRAVEL ধন্যবাদ। অবশ্যই চ্যানেলের সাথে থাকবো।
খুব সুন্দর বিবরন। ভালো লাগল। ধন্যবাদ।
khub informative vdo.thank u
অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন।।।।
nc
অনেক ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন।।🙏🙏💓💓👍👍
Thank you
অনেক অনেক ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন।।।
Nice tour
খুব ভালো
Dada video ta khub e sundor hoyeche... North sikkim er jonno koto kharoch porbe (day3 theke gangtak fera)?
January te kmn temperature pbo gangtok e
Thanks khub valo ekta idea pelam amra april e ja66i
অনেক অনেক ধন্যবাদ
Khub bhalo laglo.
Apnar video gulo khub sundor , ei trip ta kon month Er ..bolle khub Bhalo Hoi..
অনেক অনেক ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন।।। আমার এই ভিডিওটি অক্টোবর মাসের শেষের দিকে তোলা।। ধন্যবাদ।।।।
Darun information kintu khoroch Ta koto porlo?
খরচ মোটামুটি কম বেশি ছয় থেকে আট হাজার টাকা করে হবে আমার ভ্রমন সূচী অনুযায়ী ভ্রমণ করলে,,, অনেক ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন।।।
Vaia khub sundar video..
খুবই ভালো লাগলো ,অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সুস্থ থাকবেন......... সঙ্গে থাকবেন......
Vedio ta darun. Tobe Jodi total badget ta Jana jeto Valo hoto. Tar Sathe hotel gulor nmbr dile Valo hoto
Vison sundor video tii....🙏
ধন্যবাদ
Khub valo laglo... pothombar jawar plan korchi amra friends ra mile.. January seser dike jawar icha... oi somoi gele kono osobidha ney to?
R bolchi j package kore jawa better na emniy jawa? Konta valo hobe? Ektu reply deben pls...
আমার ভ্রমনসূচী অনুযায়ী ঘুরতে গেলে জানুয়ারি মাস বেস্ট টাইম নয়।জানুয়ারি মাসে স্নো ফলসের কারণেই অনেক রাস্তায় বন্ধ হয়ে যায়। গ্যাংটক যাওয়ার বেস্ট টাইম মার্চ থেকে মে মাস এবং অক্টোবর থেকে ডিসেম্বর মাস। প্যাকেজ ট্যুরে গেলে খরচ অনেক বেশি পড়বে সে ক্ষেত্রে বন্ধুরা নিজেরা গেলে খরচ অনেকটাই কমে যাবে। আমার ভ্রমনসূচী অনুযায়ী ঘুরতে হলে মাথাপিছু ছয় থেকে আট হাজার টাকা করে খরচ হবে। রিপ্লাই দিতে অনেকটা দেরি হয়ে গেল বলে দুঃখিত। ভালো থাকবেন সুস্থ থাকবেন।।
Really heaven in earth
Gurudongmar Lake full 360° view as on 27.10.2021: th-cam.com/video/IxFAqy4CzZQ/w-d-xo.html
Darun vedio
অসাধারণ 💐
অনেক অনেক ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন।।।
খুব ভাল লেগেছে
অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন
Sir January23 Last week a ki changu jete parbo? road ki open pabo? clearly ghurte parbo?plz kindly ektu janaben tahole akta tour plan korbo 🙏🙏🙏
Darun laglo...
ধন্যবাদ
October er end gele baraf pawa jabe??
Dada may mase changu lake a borof dekha jabe??plzzzz bolun
এবছর মে মাসে নর্থ সিকিমে ও আপনি বরফ পাবেন তবে ছাঙ্গু লেক বাবা মন্দির বরফ পাবেন কিনা সেটা ১০০% বলতে পারব না, অন্যান্য বছর মার্চ থেকে এপ্রিলের মধ্যে সব জায়গায়ই আপনি বরফ পাবেন। ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন।
Bhai tomar video sotti bhalo lglo. Jst 2to kotha bolo november 1st week a dike gle bhalo to mane off-season? R tmr plan moto 6d 7n er total package plan both north r east sikkim krle sealdah tke up down 2 joner jno total budget koto nile best hy?? Plz hlp me bro.
অক্টোবর নভেম্বর হলো বেস্ট সিজন..... দুজনের জন্য 14 থেকে 16 হাজার টাকার মধ্যে হয়ে যাবে....
Nice video friend
ভীষণ ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সুস্থ থাকবেন।।।
Video ta khub sundor hoyeche....but sorasori apnar kach theke jante chai share a north Sikkim per hd koto porbe??..
গ্যাংটকের প্রত্যেকটি হোটেল নর্থ সিকিমের জন্য একটি প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করে থাকে,টু নাইট এবং থ্রি ডেস এর জন্য খাওয়া থাকা এবং আসা-যাওয়া নিয়ে খরচ হয় মোটামুটি মাথাপিছু সাড়ে তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকা, ধন্যবাদ।।
@@CHOLOLETSTRAVEL amra 2018 te gchilam...hotel a alada chilam...r agencyr sathe amra personally contact korechilam...hotel er through te jaini...erpr 3500-4500...eta thik bjhlm na...mane sb agency rate same thkbe na sei jnyo ki??..
Nathula pass baba mandir changue lake dakhar por okhan thaka namchi asa jaba sadin e? ?
amazing video
অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন।।