জিন্দা পার্ক: 150 টাকায় ভ্রমণ || Zinda Park *VLOG* || 300 Feet Zinda Park || Zinda Park Ticket Price

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • জিন্দা পার্ক: 150 টাকায় ভ্রমণ || Zinda Park VLOG || 300 Feet Zinda Park || Irin Yousuf
    জিন্দা পার্ক এর অবস্থান নারায়ণগঞ্জের রূপগঞ্জে।রাজধানী ঢাকা থেকে ৩৭ কিমি দূরে নতুন স্যাটেলাইট শহর পূর্বাচলের উত্তর-পূর্ব কোণে ঢাকা ইস্টার্ন বাইপাস সড়ক ঘেঁষে এই পার্কটি অবস্থিত। এলাকার ৫০০০ সদস্য নিয়ে “অগ্রপথিক পল্লী সমিতি ” ১৯৮০ সালে যাত্রা শুরু করে । এই সংগঠনের উদ্যোগে ১৯৮১ সালে এই পার্কটি প্রতিষ্ঠিত হয়।পার্কটি ৩৩ একর জায়গার উপর গড়ে উঠেছে। প্রতিষ্ঠার শুরুতে এর নাম দেওয়া হয় শান্তিকানন , পরে নাম পরিবর্তন করে জিন্দা পার্ক নামকরণ করা হয়। শুরুতে একটি বিদ্যালয় এবং অফিস স্থাপনের মাধ্যমে কাজ শুরু হয়। পর্যায়ক্রমে পাঠাগার, স্বাস্থকেন্দ্র, মসজিদ ইত্যাদি গড়ে ওঠে।
    🔴টিকেট:
    জিন্দা পার্কের প্রবেশ ফি প্রাপ্ত বয়স্কদের জন্য ১০০টাকা, আর শিশুদের জন্য ৫০ টাকা। তবে ছুটির দিনের প্রবেশ ফি হচ্ছে ১৫০ টাকা।
    #Zindapark #300feet #dailyvlog

ความคิดเห็น •