আফগানিস্তান ও তা-লে-বা-ন নিয়ে বর্তমান প্রেক্ষাপট । আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 1.3K

  • @iambangladeshi1431
    @iambangladeshi1431 3 ปีที่แล้ว +1055

    একজন আলেম হলো সেই যাঁর কাছে শরিয়তের জ্ঞান, প্রযুক্তিগত জ্ঞান, ভৌগোলিক জ্ঞান, দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতির জ্ঞান আছে। আল্লাহ আব্দুল্লাহ ভাইকে একজন বড় আলেম হিসেবে কবুল করুক, আমিন। আল্লাহ আব্দুল্লাহ ভাইকে দ্বীনের একজন সফল দ্বায়ীকে হিসেবে কবুল করুক, আমিন।

  • @irajBD
    @irajBD 3 ปีที่แล้ว +122

    "লিখলে অনেক কিছুই লিখতে হবে বক্তব্যের প্রশংসা করার জন্য তারপরও প্রশংসার ঘাটতি রয়েই যাবে!
    তাই সংক্ষিপ্ত আকারে বলি
    ما شاء الله 🌹😍😍😍

  • @fahimahmedbhuiyan2252
    @fahimahmedbhuiyan2252 3 ปีที่แล้ว +39

    মাশাল্লাহ! এত জ্ঞানগর্ভ আলোচনা এখনো কোন আলেমের কাছে আফগানিস্তানের সমসাময়িক পরিস্থিতি নিয়ে শুনতে পাইনি। অনেক স্মার্ট একজন শায়েখ আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফেযাহুল্লাহ

  • @hossan514
    @hossan514 3 ปีที่แล้ว +29

    আপনার এবং আপনার বাবার কথার মধ্যে অনেক পার্থক্য আছে ধন্যবাদ আপনাকে।

  • @dulaluddin2471
    @dulaluddin2471 3 ปีที่แล้ว +42

    ফিলিস্তিন বিষয় নিয়ে আলোচনা করার পর আমি আশায় বসেছিলাম যে তথ্য ও তত্ত্ববহুল আলোচনা নিয়ে হাজির হবেন চোখের উপরে পড়ে থাকা কালো পর্দা সরাতে।আল্লহ আব্দুল্লাহ ভাইকে নেক হাইয়াত দান করুক। আমিন ইয়া রব্ব।

    • @RakibRijvee
      @RakibRijvee 3 ปีที่แล้ว

      আলোচনা আছে ভাই। তিন পর্বের ক্রুসেড থেকে শুরু করে সালাউদ্দিন আইয়ুবি রাহঃ ও বর্তমান ফিলিস্তান নিয়া। আলইতিসামেই পাবেন।

  • @md.moniruzzamankhan1443
    @md.moniruzzamankhan1443 3 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ।
    আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, এত অবলিলায় অনর্গল একটি জ্ঞানগর্ভ আলোচনা করেছেন ।
    এক আলোচনায় পুরো আফগান ইতিহাস উঠে এসেছে।
    সত্যিই আপনি যোগ্য বাবার যোগ্য সন্তান ।
    দোয়া করি আপনার ইলম আরও বৃদ্ধি পাক ।

  • @jahirhossain7395
    @jahirhossain7395 3 ปีที่แล้ว +206

    আমি ভিডিও দেখতে শুরু করেছি এই ভেবে যে আপনি মতিউর রহমান মাদানির মতো তালেবান এর বিপক্ষে কথা বলবেন।কিন্তু আপনার পর্যালোচনা তথ্য সমৃদ্ধ বিশ্লেসন খুবই ভালো লাগলো। জাজাকাল্লাহ খাইরান।

    • @salmankhan4421
      @salmankhan4421 3 ปีที่แล้ว

      Same here

    • @abuammar7469
      @abuammar7469 3 ปีที่แล้ว +3

      মাঝখানের অল্প কিছু তথ্য ভুল হলেও সার্বিক ভাবে বিশ্লেষণটি চমৎকার হয়েছে ।

    • @loveallaah8488
      @loveallaah8488 3 ปีที่แล้ว +6

      @Araf Tamim উনার আব্বা আব্দুর রাজ্জাক বলেছিল উসামা নাকি আমেরিকার তৈরি 😂

    • @mdnazmulhawlader634
      @mdnazmulhawlader634 3 ปีที่แล้ว

      জাজাকাল্লাহ খাইরান ফা-ইন্নাল্লাহা শাকিরুণ প্রিয় ভাই!! আমিও এমন টা ভেবেছিলাম..?

    • @Suhanas_Dreamart
      @Suhanas_Dreamart 3 ปีที่แล้ว +9

      @Araf Tamim মৌলিক মানহাযে তালিবদের মধ্যে কোনো শিরক বিদআত নেই। এগুলো একপাক্ষিক চিন্তার কারণ প্রপাগাণ্ডা তৈরি হয়।

  • @RakibHossain-on2nr
    @RakibHossain-on2nr 3 ปีที่แล้ว +11

    এত সত্য সুন্দর তথ্য আর কোথাও পাইনি। অসাধারন আলচনা।
    আল্লাহ আপনাকে দ্বীনের একজন সফল দ্বায়ী হিসেবে কবুল করুক, আমিন।

  • @abuhanifmonshi
    @abuhanifmonshi 3 ปีที่แล้ว +218

    পুর্বের ইতিহাস অত্যন্ত সুন্দর ভাবে উপস্থাপন করছেন অভিনন্দন প্রিয় শাইখ

    • @dilaradolly4462
      @dilaradolly4462 3 ปีที่แล้ว +1

      Mashallah, nice presentation, Allah SWT aponake Nek hayat Dan korun।

    • @nasreenislam5178
      @nasreenislam5178 3 ปีที่แล้ว

      Mashallah Brother. May Allah bless you.

    • @Suhanas_Dreamart
      @Suhanas_Dreamart 3 ปีที่แล้ว +2

      আল্লাহর বিধান লঙ্ঘনকারী শাসকের প্রতি কোনো অানুগত্য নেই ---
      ১)আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
      নবী সঃ বলেছেন - যতক্ষণ আল্লাহর নাফরমানীর নির্দেশ দেয়া না হয়, ততক্ষণ পছন্দনীয় ও অপছন্দনীয় সকল বিষয়ে প্রত্যেক মুসলিমের জন্য তার মান্যতা ও আনুগত্য করা কর্তব্য। যখন নাফরমানীর নির্দেশ দেয়া হয়, তখন আর কোন মান্যতা ও আনুগত্য নেই।
      সহিহ বুখারী, হাদিস নং ৭১৪৪
      হাদিসের মান: সহিহ হাদিস
      ২)আল্লাহর নাফরমানীর কাজে কোনরূপ আনুগত্য নেই। আনুগত্য করতে হয় কেবলমাত্র ন্যায়সঙ্গত কাজে। [ বুখারি ৭২৫৭, মুসলিম ১৮৪০]

    • @Suhanas_Dreamart
      @Suhanas_Dreamart 3 ปีที่แล้ว +1

      আর আমরা বসে থাকলেও শত্রুরা কিন্তু বসে নেই। তারা তাদের 'অখন্ড ভারত' প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
      যেদিন ঘর থেকে মেয়ে তুলে নিয়ে যাবে, সেদিন বুঝতে পারব।

  • @taiburrahman3496
    @taiburrahman3496 3 ปีที่แล้ว +31

    এমন একটি তত্ত্ববহুল আলোচনা জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
    আল্লাহ আপনার জ্ঞানে বরকত দান করুন। আমিন ❤️❤️❤️❤️❤️

  • @miavai61
    @miavai61 3 ปีที่แล้ว +206

    ব্যাকগ্রাউন্ডে পানির শব্দটা খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ ❤️

    • @kashemabul6785
      @kashemabul6785 3 ปีที่แล้ว +2

      ব্যাকগ্রাউন্ড!!!😀😀

    • @almamunmd8721
      @almamunmd8721 3 ปีที่แล้ว +1

      আরেকটু ভালো লাগত যদি নৌকায় ছড়ে ভিডিওটা বানাইতো

    • @miavai61
      @miavai61 3 ปีที่แล้ว +2

      @UK Dot com রাজশাহী তে হতে পারে।

    • @Suhanas_Dreamart
      @Suhanas_Dreamart 3 ปีที่แล้ว +2

      আল্লাহর বিধান লঙ্ঘনকারী শাসকের প্রতি কোনো অানুগত্য নেই ---
      ১)আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
      নবী সঃ বলেছেন - যতক্ষণ আল্লাহর নাফরমানীর নির্দেশ দেয়া না হয়, ততক্ষণ পছন্দনীয় ও অপছন্দনীয় সকল বিষয়ে প্রত্যেক মুসলিমের জন্য তার মান্যতা ও আনুগত্য করা কর্তব্য। যখন নাফরমানীর নির্দেশ দেয়া হয়, তখন আর কোন মান্যতা ও আনুগত্য নেই।
      সহিহ বুখারী, হাদিস নং ৭১৪৪
      হাদিসের মান: সহিহ হাদিস
      ২)আল্লাহর নাফরমানীর কাজে কোনরূপ আনুগত্য নেই। আনুগত্য করতে হয় কেবলমাত্র ন্যায়সঙ্গত কাজে। [ বুখারি ৭২৫৭, মুসলিম ১৮৪০]

    • @almamunmd8721
      @almamunmd8721 3 ปีที่แล้ว

      @@Suhanas_Dreamart মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের

  • @shimulchowdury7375
    @shimulchowdury7375 3 ปีที่แล้ว +7

    আলহামদুলিল্লাহ। হয়তো এই বিশ্লেষণটিই শুনতে চেয়েছিলাম এতদিন ধরে। নিঃশন্দেহে জ্ঞানগর্ভ, গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বিশ্লেষণ। অনেক ধন্যবাদ আপনাকে শাইখ। জাযাকাল্লাহ।

  • @fajlurrahamanfajlurrahaman590
    @fajlurrahamanfajlurrahaman590 3 ปีที่แล้ว +72

    আবদুল্লাহ ভাইয়ের বক্তব্য মানেই জ্ঞানের ভান্ডার, আল্লাহ্ আরো বেশি ইলম অর্জন করার তৌফিক দান করুন আমীন

  • @ansaruddin6236
    @ansaruddin6236 3 ปีที่แล้ว +3

    আফগানিস্তান সম্পর্কে একটি বিস্তারিত ও অসাধারণ বিশ্লেষণ। একজন সেকুলার ব্যক্তি ও একজন আলেমের দৃষ্টিভঙ্গি ও উপলব্ধির পার্থক্য এই আলোচনায় পরিস্কারভাবে ফুটে উঠেছে।

  • @humanitytelevision2456
    @humanitytelevision2456 3 ปีที่แล้ว +6

    মা-শা-আল্লাহ!
    অনেক সুন্দর ও নিরপেক্ষ আলোচনা।
    জাঝাকুমুল্লাহ খইর

  • @omcbiddaniketon6808
    @omcbiddaniketon6808 3 ปีที่แล้ว +25

    আলহামদুলিল্লাহ, আপনার মত জ্ঞানী মানুষ জন্মানোর মাধ্যমে আলেমদের সঙ্গার পূর্নতা পায়।

  • @jakariahossain9158
    @jakariahossain9158 3 ปีที่แล้ว +98

    আমি আপনার উক্ত বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা শুনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে ছিলাম প্রাণের শাইখ, আল্লাহুর জন্ন আপনাকে অনেক অনেক অনেক ভালোবাসি

    • @sheikhabirbd
      @sheikhabirbd 3 ปีที่แล้ว +1

      মোল্লা ওমার একটি স্বপ্ন আর জর্জ বুশ
      th-cam.com/video/EHdsZIAi9M8/w-d-xo.html

    • @fawziaafroj2106
      @fawziaafroj2106 3 ปีที่แล้ว +1

      Amio

    • @Suhanas_Dreamart
      @Suhanas_Dreamart 3 ปีที่แล้ว +1

      শুধু দাওয়াহর মাধ্যমে কি ফিতনা দূর হয়েছে?উপরন্তু নির্যাতন, ধর্ষন, দ্বীন অবমননা, ফাসাদ বেড়েছে। আবু বকর রঃ যেভাবে আল্লাহর সাহায্যে জি*হা*দের বরকতে ফিতনা নির্মূল করেছে, এভাবে ফাসাদ নির্মূল ও আল্লাহর বিধান প্রতিষ্ঠা হবে, ইনশাআল্লাহ। " যারা আল্লাহর বিধান ছাড়া বিচার ফায়সালা করে তারাই কাফের - সূরা মায়িদা /৪৪
      দাওয়াত - ইদাদ - জি হা দ এটিই নববী মানহায
      শুধু দাওয়াহ নীতি নয়।

  • @MonirulIslam-fx2ej
    @MonirulIslam-fx2ej 3 ปีที่แล้ว +69

    এত সুন্দর বিশ্লেষণ কোথাও পাইনি আলহামদুলিল্লাহ আল্লাহ্তালা আব্দুলাহ ভাইকে কবুল করেন

    • @MohdForhad-t1j
      @MohdForhad-t1j 8 หลายเดือนก่อน

      Aameen, Ya Raab.

  • @mahadihassanmanna3601
    @mahadihassanmanna3601 3 ปีที่แล้ว +143

    ইসলামিক স্কলারগণ এমন চতুর্মাত্রিক হোক এমনটাই প্রত্যাশা।

  • @momotazbegum8577
    @momotazbegum8577 3 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ।এই প্রযুক্তির যুগে ও আল্লাহ সৃষ্টি এমন মুসলমান দরকার পৃথিবীতে।আলহামদুলিল্লাহ।এই আলোচনা শুনে।মাথানুয়ে আসছে, আমার সৃষ্টিকর্তার সমিপে।আলহাদুলিল্লাহ।

  • @1MinuteWithRakib
    @1MinuteWithRakib 3 ปีที่แล้ว +5

    আলহামদুলিল্লাহ,
    আপনি যা যা বললেন তা তা লিখলে একটা বই হয়ে যেতো।
    বইয়ের নাম দিতেন তালেবানের উত্থান।
    কি অসাধারণ বক্তব্য। প্রতিটা কথায় রয়েছে ইনফরমেশন।
    আল্লাহ আপনার জ্ঞানকে আরো উচু মাকামে পৌছে দিন আমিন

  • @user-gn6yf3wf6e
    @user-gn6yf3wf6e 5 หลายเดือนก่อน +1

    মাশাল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান। অনেক তত্ত্ব বহুল আলোচনা। আললাহ আরো জ্ঞান বাড়িয়ে দিক আমিন।

  • @RANAMIR
    @RANAMIR 3 ปีที่แล้ว +7

    আলহামদুলিল্লাহ
    বক্তব্যটা শুনে খুব ভালো লাগছে
    পরিপূর্ণ তথ্যবহুল বক্তব্য ছিল।
    অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম এরকম একটা বক্তব্য জন্য। জাজাকাল্লাহু খায়ের ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক।

  • @animalplanteworld508
    @animalplanteworld508 3 ปีที่แล้ว +28

    খুব সুন্দর উপস্থাপনা । International geopolitical তথ্য তুলে ধরার জন্য
    বর্তমানে এমন একজন আলেম দরকার
    যে সব দিক দিয়ে মুসলিম সমাজ k সচেতন করবে !

  • @mahadihassanmanna3601
    @mahadihassanmanna3601 3 ปีที่แล้ว +55

    এ বিষয়ে এটাই আমার দেখা এখন পর্যন্ত একটা ভালো আলোচনা ।

  • @jubayerrana5430
    @jubayerrana5430 3 ปีที่แล้ว +17

    এতো সুন্দর উপস্থাপন
    জাযাকাল্লাহ খাইরান প্রিয় ভাই
    আব্দুল্লাহ ।।

  • @naimreja3992
    @naimreja3992 3 ปีที่แล้ว +46

    আপনার আলোচনা মাশআল্লাহ খুবই তথ্যবহুল। আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসি।

  • @mdhasibhasib7829
    @mdhasibhasib7829 3 ปีที่แล้ว +2

    কোনদিন ইউটিউবে ১০ মিনিটের ভিডিও, পুরো ১০ দেখেছি কিনা জানা নেই, অথচ আজকে দীর্ঘ একটি আলোচনা শুনলাম ভাই আপনার মুখে। খুবই সুন্দর আলোচনা শুনলাম!!

  • @AbdulHakim-jn6wh
    @AbdulHakim-jn6wh 3 ปีที่แล้ว +19

    অসাধারণ এত সুন্দর আলোচনা আমি কখনো আফগানিস্তান সম্পর্কে শুনেননি

    • @sirazulislam8608
      @sirazulislam8608 3 ปีที่แล้ว

      Saikh Abdullah you are a excellent. Excellent your presentation . May Allsh bless you and long live . Assalamualykum.

  • @gonotv2250
    @gonotv2250 7 หลายเดือนก่อน +1

    মাশা আল্লাহ,
    খুবই জ্ঞানগর্ভ আলোচনা এবং ১০০% সঠিক তথ্য।

  • @mdsayemkhan6554
    @mdsayemkhan6554 3 ปีที่แล้ว +5

    খুবই তথ্যবহুল আলোচনা, এখনকার ৯০ভাগ আলেম কথিত পীর যারা আছেন তারা এর সিকি ভাগও বলতে পারবে না। আবদুল্লাহ্ ভাইকে আল্লাহ পাক দেশ ও জাতির কল্যানে কবুল করুন।

  • @Golap-bf4gy
    @Golap-bf4gy 3 ปีที่แล้ว +2

    জাযাকাল্লাহ খায়রান শায়খ ভাতিজা।আল্লাহ্ তায়ালা আপনাকে পুরোপুরি হেফাজত করুন সকল প্রকার বিপদাপদ ও ফেতনা ফাসাদ থেকে।আল্লাহ্ তায়ালা আপনার ইলম আরো বাড়িয়ে দিন।আমিন

  • @miavai61
    @miavai61 3 ปีที่แล้ว +47

    এত সুন্দর আলোচনা করার জন্য জাযাকাল্লাহ খাইরান।

  • @jewelmahmud4894
    @jewelmahmud4894 ปีที่แล้ว

    জাজাকাল্লাহু খাইরান.....
    আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে বারাকাহ দান করুন এবং আপনার হায়াত বৃদ্ধি করে দিন।

  • @mahfuzurrahman6563
    @mahfuzurrahman6563 3 ปีที่แล้ว +7

    শায়েখ আজকের আলোচনা খুবই ভালো লাগলো।যেখানে আজ কোন গীবত নাই,তোহমাত নাই।শিক্ষামূলক অনেক বক্তব্য রয়েছে।

  • @babujanindia695
    @babujanindia695 3 ปีที่แล้ว +1

    একজন আলেম হিসাবে এত সুন্দর আলোচনা ভৌগলিক, রাজনৈতিক ও ইসলামী শরীয়ত সম্মত ! সত্যিই প্রশংসনীয় । মাশা আল্লাহ 🌹🌹
    আল্লাহ সুবহানাহু তাআলা আব্দুল্লাহ্ ভায়ের জ্ঞান বৃদ্ধি করুন ও আমারও ।
    আমীন ইয়া রববিল আলামীন ।

  • @salafimanhazmedia
    @salafimanhazmedia 3 ปีที่แล้ว +74

    জাযাকাল্লাহু খাইরান।আল্লাহ সুবহানাহু তাআলা শায়েখকে নেক হায়াত দান করুন।আল্লাহ্ আমাকে এবং সকল মুসলিমকে সঠিক ইসলাম জানার ও মানার তৌফিক দান করুন।।।আমিন

  • @mdrakibhasan936
    @mdrakibhasan936 3 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ
    অসাধারণ যুক্তি নির্ভর এবং তথ্য বহুল আলোচনা।
    ❤️❤️❤️

  • @mithunbinmozid
    @mithunbinmozid 3 ปีที่แล้ว +24

    এমন সুন্দর আলোচনার অপেক্ষায় ছিলাম। আলহামদুলিল্লাহ্ অনেক সুন্দর বিশ্লেষণ করেছেন।

  • @shahidahammed5032
    @shahidahammed5032 3 ปีที่แล้ว +22

    আলহামদুলিল্লাহ ♥রাজনৈতিক /প্রযুক্তি /ভূত্বত্তক আলোচনার জন্য
    জাজাকাল্লাহ খাইরান। আল্লাহ হুমামিন।

  • @tareqahmadbaizid
    @tareqahmadbaizid 3 ปีที่แล้ว +38

    উক্ত বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা শুনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে ছিলাম প্রিয় শাইখ, আল্লাহুর জন্য আপনাকে অনেক অনেক অনেক ভালোবাসি

  • @mirmonsurhossain8934
    @mirmonsurhossain8934 3 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ, একজন আলেম এমনই হওয়া উচিৎ। আমার ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের জ্ঞানগর্ভ ও তথ্যবহুল আলোচনা শুনে আমার আত্মার প্রশান্তি হয়েছে। মাশাআল্লাহ আল্লাহ তুমি এমন আলেমের সংখ্যা আরও বাড়িয়ে দাও। আমিন।

  • @rosulamin4996
    @rosulamin4996 3 ปีที่แล้ว +9

    জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, এত সুন্দর, সাবলীল, তাত্ত্বিক ও তথ্যপূর্ণ এবং উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন আলোচনা পেশ করার জন্য।

  • @muhammadjewel989
    @muhammadjewel989 3 ปีที่แล้ว +10

    আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা,,,, কমেন্টগুলো পড়ে আরো ভালো লাগছে,,,জাজাকাল্লাহ 💝💝💝

  • @masudhasan6876
    @masudhasan6876 3 ปีที่แล้ว +15

    আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহু খাইরান শাইখ,আপার বক্তব্য শুনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করেন আমীন

  • @mostofaparvez1710
    @mostofaparvez1710 8 หลายเดือนก่อน +17

    এই ছেলেটাকে আল্লাহ যেন হেফাজত করে। এত তুখোড় মেধা আল্লাহ যাকে দান করেছেন তাকে যেন আল্লাহ অনেক দূর পর্যন্ত পৌছায়

  • @mdsakil1498
    @mdsakil1498 3 ปีที่แล้ว +16

    আলহামদুলিল্লাহ্ মহান আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া.....

  • @khurshidlipi
    @khurshidlipi 3 ปีที่แล้ว +3

    বর্তমান সময়ের আলোচিত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আলোচনা করার জন্য ধন্যবাদ, জাজাকাল্লাহু খাইরান ।।

  • @JS-dg3hy
    @JS-dg3hy 3 ปีที่แล้ว +14

    এই প্রথম কোন আহলে হাদিসের কোন আলেমের কাছ থেকে গীবত ছাড়া কথা শুনলাম। আলোচনা ভালো লেগেছে তাই পুরোটা শুনলাম

    • @md.abdullah40
      @md.abdullah40 ปีที่แล้ว

      প্রকৃত আলেম গীবত করে না বস

    • @MasudAhmed-v1o
      @MasudAhmed-v1o ปีที่แล้ว +1

      @@md.abdullah40ঠিক বলছেন। তবে আহলে হাদিস সম্প্রদায়ের কিছু শায়েখরা অনেক গীবত করে থাকেন। এটা দেখলে খারাপ লাগে ভাই।

    • @darklightbird7646
      @darklightbird7646 ปีที่แล้ว

      জাহেলের মতো কথা বলেছেন

    • @mohasinuddin4229
      @mohasinuddin4229 ปีที่แล้ว

      কি যে বলেন বাই

  • @junaidhasankazijami4856
    @junaidhasankazijami4856 3 ปีที่แล้ว +1

    সময়োপযোগী আলোচনা। জাযাকাল্লাহু খাইরান।

  • @mohammadkabulali7512
    @mohammadkabulali7512 3 ปีที่แล้ว +102

    আল্লাহ তায়ালা আপনাকে সব সময় সুস্থ রাখুক ❤️❤️❤️❤️❤️ আলহামদুলিল্লাহ ❤️

  • @ferozkhushi3148
    @ferozkhushi3148 8 หลายเดือนก่อน

    আল্লাহর রহমতে আব্দুল্লাহ ভাই যেভাবে এগিয়ে যাচ্ছে, অদূর ভবিষ্যতে বাংলাদেশের প্রথম শ্রেনীর আলেমদের তালিকায় নাম লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ।

  • @abulkhairmuhammadhusain9351
    @abulkhairmuhammadhusain9351 3 ปีที่แล้ว +45

    আমি মনে মনে বার বার চিন্তা করছিলাম যে
    আব্দুল্লাহ ভাই কিছু বলুক এই বিষয়ে।
    প্রিয় ভাই সমসাময়িক বিষয় গুলা নিয়ে এভাবে
    ভিডিও দিবেন।

  • @hridaykhan6701
    @hridaykhan6701 3 ปีที่แล้ว +3

    মাশাআল্লাহ শায়েখ, এভাবে সবসময় সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে জাতিকে উপকৃত করবেন ইনশাআল্লাহ ❤️❤️❤️

  • @nazmulhussien5486
    @nazmulhussien5486 3 ปีที่แล้ว +140

    আলহাদুল্লিলাহ্,,,জ্ঞানদাতা আপনাকে আরো জ্ঞান দান করুক।।।

  • @Riqs_Space
    @Riqs_Space 3 ปีที่แล้ว

    আফগানিস্তান ও তালেবান কে নিয়ে আমার দেখা সবচেয়ে সেরা বিশ্লেষণ এবং অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা।
    মহান আল্লাহ তায়ালা শায়েখকে আরো বেশি ইসলামের খেদমত করার ও ইসলামী জ্ঞান প্রসারের সুযোগ করে দিন আমিন।

  • @mdsayadulislam5677
    @mdsayadulislam5677 3 ปีที่แล้ว +51

    আল্লাহ্, আফগানিস্তানে ইসলামি খেলাফত প্রতিষ্ঠিত রাখো, কেয়ামত পর্যন্ত। আমিন

  • @burhanuddinrabbanibd
    @burhanuddinrabbanibd 3 ปีที่แล้ว +15

    আজকের এই বিশ্লেষনের মাধ্যমে আমি আব্দুল্লাহ ভাইয়ের ফ্যান হয়ে গেলাম

  • @jakariahossain9158
    @jakariahossain9158 3 ปีที่แล้ว +41

    আপনার জ্ঞানকে আল্লাহ্ all বিশ্বে কবুল করুক আমিন, আর সেই যোগ্যতা আপনার আছে শাইখ, আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তুমি শাইখের পরিবারকে আরো বেশি কবুল করুন আমীন

  • @asiqurraihan7256
    @asiqurraihan7256 3 ปีที่แล้ว

    মাশাল্লাহ্ খুব সুন্দর গবেষণামূলক সময়োপযোগী আলোচনা। যাযাকাল্লাহ্ খয়রান।

  • @atikurrahman7441
    @atikurrahman7441 3 ปีที่แล้ว +3

    জাযাকাললাহ খাইরান,,,, আল্লাহ আপনাকে অনেক বড় সম্মান দান করুন আমিন।।।।

  • @papakijan1568
    @papakijan1568 3 ปีที่แล้ว +1

    অজানা বিষয়ে এতো কিছু জানলাম এবং বিস্মিত হলাম জ্ঞান অন্বেষণে আপনার প্রবল আগ্রহের জন্য। আল্লাহ আপনাকে কবুল করুণ এইভাবে আমাদেরকে উপকারী জ্ঞানে সমৃদ্ধ করার জন্যে।

  • @asadullah3671
    @asadullah3671 3 ปีที่แล้ว +2

    মাশাআল্লাহ। বারাকাল্লাহ।
    এরকম ত্রিমাত্রিক জ্ঞান (ঐতিহাসিক, রাজনৈতিক, ইসলামিক) বাংলাদেশের কয়জন আলেমের আছে আমার জানা নাই। আল্লাহ আব্দুল্লাহর জ্ঞানকে বাড়িয়ে দিন, আমিন।

  • @nahidurrahman371
    @nahidurrahman371 7 หลายเดือนก่อน

    মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক জ্ঞানগর্ভ আলোচনা। শুনে মনটা ভরে গেল।

  • @rafiqulislam8569
    @rafiqulislam8569 3 ปีที่แล้ว +15

    মাশাল্লাহ চমৎকার বিশ্লেষণ শায়খে আল্লাহতালা নেক হায়াত দান করুন আমীন

  • @maketodayamazing6442
    @maketodayamazing6442 3 ปีที่แล้ว +1

    আপনারা যদি এমন আলোচনা করেন, তাহলে সেটা হবে আমাদের দেশের যুব সমাজের জন্য একটা বিশাল পাওয়া। আপনাদের যেহেতু আল্লাহ তালা জ্ঞান দান করেছেন, আর আপনারা দায়ী। সুতরাং আপনাদের এমন আলোচনা করা দায়িত্ব বলে আমি মনে করি। আর একটা কথা আপনার সুস্থতা এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করছি। আল্লাহ তালা আপনাকে একটা বাবা দিয়েছেন যা হয়তো পৃথিবীর ইতিহাসে খুব কম মানুষ পেয়েছে ❤️❤️❤️আমি দোয়া করি আপনাদের জন্য 🙋‍♂️

  • @mahfuzalamoni
    @mahfuzalamoni 3 ปีที่แล้ว +43

    একজন আসল আলেম ঠিক এমনই জ্ঞানী হওয়া উচিত। ❤️💕

    • @md.atiqurrahman2987
      @md.atiqurrahman2987 3 ปีที่แล้ว

      তাহেরী, কুয়াকাটা, জিলানী, রব্বানী, এরা কেমন আলিম?

    • @mahfuzalamoni
      @mahfuzalamoni 3 ปีที่แล้ว +1

      @@md.atiqurrahman2987 প্রশ্নকর্তা অপেক্ষা প্রশ্নগ্রহীতা বিশেষ অবগত নন। চিনিনা এই নামের কোন আলেম কে আসলে!

  • @mustakimbinazhar
    @mustakimbinazhar 3 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ। শাইখের সম্পূর্ণ আলোচনা শুনে খুবই ভালো লাগলো।

  • @Sparkmessage
    @Sparkmessage 3 ปีที่แล้ว +28

    মাশাআল্লাহ! দোয়া করি মানুষ যাতে উপকৃত হয় আপনার জ্ঞান দ্বারা! পৃথিবীর ছড়িয়ে যাক আপনার জ্ঞান মাশাল্লাহ

  • @MahbubAli-nc8sk
    @MahbubAli-nc8sk 8 หลายเดือนก่อน

    আপনার এই মূল্যায়ন যথেষ্ট বাস্তব এবং যৌক্তিক। অনেক ধন্যবাদ আপনাকে।

  • @rahimdunia
    @rahimdunia 3 ปีที่แล้ว +13

    প্রিয় শাইখ, আজকের আলোচনা অসাধারণ ছিল।💖💖💖

    • @md.nuralamsiddiq6291
      @md.nuralamsiddiq6291 3 ปีที่แล้ว

      ভাই!!! রাজনৈতিক দৃষ্টি কোণ থেকে বলেছেন কিন্তু ধর্মীয় দৃষ্টি কোণ থেকে বলেননি কিন্তু।এটা স্পষ্ট করেছেন।
      ভুল বুঝলে জানাবেন।।

  • @mdselim4214
    @mdselim4214 3 ปีที่แล้ว

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। খুব
    সুন্দর আলোচনা। জাজাকাল্লাহ খাইরান

  • @nuralambabu
    @nuralambabu 3 ปีที่แล้ว +26

    আলহামদুলিল্লাহ। অনেক জ্ঞান গর্ভ আলোচনা।
    আল্লাহ সুবহানাতায়ালা আপনি আব্দুল্লাহ ভাইএর জ্ঞান আরোও বাড়িয়ে দিন।।আমিন।

  • @sajidurrahmanmanna6719
    @sajidurrahmanmanna6719 ปีที่แล้ว

    জ্ঞানগর্ভ আলোচনা,,, মাশা'আল্লাহ আল্লাহ আপনার জ্ঞানের পরিধি আরো বাড়িয়ে দিক,, আমিন

  • @maksudurrahman3512
    @maksudurrahman3512 3 ปีที่แล้ว +34

    ধন্যবাদ, আব্দুল্লাহ ভাই কে, এই বিষয়ে আব্দুল্লাহ ভাই এর কাছ থেকে একটা ভিডিও মনেমনে আশাকরেছিলাম, ডাউনলোড করে পুরো টা মনযোগ দিয়ে শুনব ইনশাআল্লাহ, জাজাকাল্লাহ খাইরান জাজা, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক,...আর মহান আল্লাহর দরবারে এই ফরিয়াদ করি আল্লাহ যে আপনাকে দীর্ঘ আয়ু দান করে, আর আপনাকে দিয়ে দ্বীন এর খেদমত করিয়ে নেনে....আমিন

    • @tanjirrayhan4274
      @tanjirrayhan4274 3 ปีที่แล้ว

      ভাই যে সৌদির শাসকদের দালালি করে

  • @abusalek6851
    @abusalek6851 3 ปีที่แล้ว

    প্রশংসনীয় অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা, অনেক কিছুই জানতে পেরেছি। জাযাকাল্লাহ খাইরান।

  • @hereafter-2995
    @hereafter-2995 3 ปีที่แล้ว +15

    আলহামদুলিল্লাহ খুবই তথ্যবহুল আলোচনা।

  • @mdarafathossain3580
    @mdarafathossain3580 3 ปีที่แล้ว +1

    যারা Skip করে ভিডিও দেখছেন তারা , Skip না করে দেখুন খুবই ভালো লাগবে । অসাধারণ। আমার দেখা সেরা বক্তব্য।
    কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। আবেগ দিয়ে কমেন্ট করতে পারছিনা।

  • @strangerppl1050
    @strangerppl1050 3 ปีที่แล้ว +31

    একটি সুন্দর ইতিহাস ভিত্তিক আলোচনা। আপনার উচিত দেশের টেলিভিশনের টক শো গুলোতে অংশ গ্রহন করা। কেননা, দেশের তথাকথিত বুদ্ধিজীবিদের ইতিহাস ভিত্তিক জ্ঞান এত স্বল্প যে প্রায়ই তা হাস্যকর শুনায়। আপনাকে এই সুন্দর আর জ্ঞান গর্ভ আলোচনার জন্যে ধন্যবাদ।

  • @eashinabdullah8784
    @eashinabdullah8784 3 ปีที่แล้ว +2

    Mashaallah আল্লাহর জন্য আব্দুল্লাহ ভাইকে আমি অনেক ভালবাসি উনার কথাগুলো যতবার শুনি ততবারই ভালো লাগে আপনার বক্তৃতা কোন পরনিন্দা নাই এটাই আমার থেকে খুবই ভালো লাগে প্লিজ ভাই পরনিন্দা থেকে দূরে থাকবেন এই ধরনের বক্তৃতা আমাদের জন্য দরকার প্রয়োজন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে এর প্রতিদান দান করে আর আল্লাহ যেন আপনাকে কবুল করে আপনার মতন যেন আমার আমার সন্তানের নাম আব্দুল্লাহ আমার সন্তান কে যেন আপনার মতন তৈরি করতে পারি আপনি দোয়া করবেন আমার জন্য

  • @asifuzzaman924
    @asifuzzaman924 3 ปีที่แล้ว +19

    মাশাআল্লাহ অনেক জ্ঞানগর্ভ আলোচনা ছিল। অনেক কিছু জানতে পারলাম।
    আর ব্যাকগ্রাউন্ড টা চমৎকার ছিল❤️

  • @AbuTaher-rn3sf
    @AbuTaher-rn3sf ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাল্লাহ শুকরিয়া জাযাকাল্লাহ খায়ের

  • @ramiulmiah9426
    @ramiulmiah9426 3 ปีที่แล้ว +21

    মাশাআল্লাহ অসাধারণ আলোচনা আল্লাহ আপনার নেক হায়াত দান করুন আমীন

  • @shimulmia5700
    @shimulmia5700 3 ปีที่แล้ว +1

    আলহামদুল্লিলাহ
    এইরকম বহু জ্ঞান ভিত্তিক লেকচার প্রথম শোনলাম

  • @alvenraj7875
    @alvenraj7875 3 ปีที่แล้ว +8

    আলহামদুলিল্লাহ
    প্রিয় ভাইয়ের জন্য অসংখ্য ভালোবাসা রইলো

  • @javedmozumder6323
    @javedmozumder6323 3 ปีที่แล้ว +1

    জ্ঞানগর্ব সুন্দর আলোচনা।আল্লাহ আপনাকে আরও বেশি জ্ঞান দান করে জাতির খেদমত করার তাওফিক দান করুন।

  • @shourave83
    @shourave83 3 ปีที่แล้ว +3

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।
    আল্লাহ আপনার জ্ঞান আরো বারিয়ে দিক। আপনাকে আল্লাহর জন্য ভালবাসি।
    জাজাকাল্লাহ খাইরান।

  • @asamustafiz7804
    @asamustafiz7804 ปีที่แล้ว

    আল্লাহর জন্য আপনাকে আর বাবাকে ভালোবাসি আব্দুল্লাহ ভাই।
    আল্লাহ আপনাকে এবং আপনার পরিবার কে নেক হায়াত দান করুক আমিন🤲

  • @s_s_emu
    @s_s_emu 3 ปีที่แล้ว +43

    ভিডিওটার জন্য অপেক্ষা করছিলাম,,,চাইছিলাম আপনারা কিছু বলুন।।।।আলহামদুলিল্লাহ

  • @abdulkased7481
    @abdulkased7481 3 ปีที่แล้ว

    Sundor Islamik lecture rakhar jonno dhonnobad Jajakallah khair.

  • @sadullahshazuli2380
    @sadullahshazuli2380 3 ปีที่แล้ว +3

    মাশাআাল্লাহ। অনেক ভালো লেগেছে। পুরোটা সময় মনোযোগ দিয়ে শুনছিলাম। আল্লাহ আমাদেরকেও সর্ব বিষয়ে সম্মুখ অবগত থাকার তাওফিক দান করুন। আমীন।

  • @TahminaZaman-u8u
    @TahminaZaman-u8u 9 หลายเดือนก่อน +1

    পর্দা করে একদিন মার্কেটে গেছি একজন বলছে তালেবান তালেবান। আপনার কথায় আজ আমার গর্ব হচ্ছে।হে আল্লাহ আমাদের সবাইকে তোমার গোলাম বানিয়ে দাও। কারুকার্য খচিত দুনিয়ার লোভ থেকে আমাদের রক্ষা করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার মাধ্যমে ঈমানের মজবুত মনে শান্তি। দৃঢ়তার সাথে আল্লাহর পথে থাকার জন্য। গোলামী করার জন্য। ইনশাআল্লাহ।যাযা কুল্লা খয়রান।

  • @mahmudahoque2932
    @mahmudahoque2932 3 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আর ভালো বলেছেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান নসীব করুন, নেক হায়াত দান করুন

  • @Binu-g9z
    @Binu-g9z 3 ปีที่แล้ว

    কথাগুলো এতোসুন্দর গোছানো জাস্ট মাশাআল্লাহ

  • @hasibulhasanmollik4241
    @hasibulhasanmollik4241 3 ปีที่แล้ว +5

    জাযাকাল্লাহু খাইরান। অনেক সুন্দর আলোচনা উপভোগ করলাম। অনেক অনেক ধন্যবাদ প্রিয় শায়েখ, এমন তথ্যবহুল সুন্দর আলোচনা জাতিকে উপহার দেয়ার জন্যে। মহান আল্লাহ তায়ালা নিজের এবং জাতির কল্যাণে আরো বহুগুণ আপনার জ্ঞানকে বৃদ্ধি করুন। আমিন ❤️❤️❤️

  • @beleversummah6129
    @beleversummah6129 3 ปีที่แล้ว +1

    অনেক অজানা বিষয় জানজে পারলাম আল্লাহ এনাকে ইসলামের জন্য কবুল করুক

  • @muhammadmasudrana7547
    @muhammadmasudrana7547 3 ปีที่แล้ว +5

    ধন্নবাদ আব্দুল্লাহ ভাই কে এত সুন্দর করে ইতিহাসটা বোঝানোর জন্য

  • @sayedaryaa3985
    @sayedaryaa3985 3 ปีที่แล้ว +1

    পুরোটা শুনলাম, ভালো লাগলো, তথ্যবহুল আলোচনা।

  • @rubaiatahmed5521
    @rubaiatahmed5521 3 ปีที่แล้ว +18

    মাশাআল্লাহ খুবই সুন্দর বিশ্লেষণধর্মী আলোচনা আল্লাহ আপনাকে আরো জ্ঞান দান করুন |
    আমিন !

  • @m.a.haquemanik9148
    @m.a.haquemanik9148 3 ปีที่แล้ว +2

    এ বিষয়ে আমার দেখা সবচেয়ে ভাল ভিডিও এটি।