দক্ষিণ কোরিয়া সার্কুলার ২০২৪, কোনটাতে অংশগ্রহণ করবো|South Korea circular 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 129

  • @happyboy4329
    @happyboy4329 8 หลายเดือนก่อน +6

    ভাই সবই বুঝলাম এত সুন্দর ভাবে বোঝানোর জন্য ধন্যবাদ পুরো ২২ মিনিটের ভিডিওটা দেখলাম ' আমার এই প্রশ্নের উত্তরটা দিলে খুব ভালো লাগতো
    যারা ভাষা পারদর্শী আর যারা লটারিতে উত্তীর্ণ হবে ' দুজনকে একসাথে পরীক্ষা দিবে" নাকি ভাষা ও পারদর্শীর আগে দিবে এবং পরে লটারী তে উন্নতিরা
    কতদিন পার্থক্য থাকবে তাদের মধ্যে
    ভাই প্রশ্নের উত্তরটা দিলে খুব ভালো লাগতো 🙏🙏

    • @mabashar
      @mabashar  8 หลายเดือนก่อน +1

      অবশ্যই পরীক্ষা আলাদা দিনে হবে

  • @ShahidulIslam-sc9vb
    @ShahidulIslam-sc9vb 8 หลายเดือนก่อน +2

    খুবই সুন্দর বিস্তারিতভাবে আলোচনা করেছেন

  • @mirjahasan1414
    @mirjahasan1414 8 หลายเดือนก่อน

    ভাই আপনার আলোচনা শুনে আমার অনেক ভ্রান্ত কেটে গেছে,,অসংখ্য ধন্যবাদ

  • @mdismailhossain5982
    @mdismailhossain5982 8 หลายเดือนก่อน +4

    আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভাই আমি এই মুহুর্তে ১৩ অধ্যআয় এ আছি , আমি কি আবেদন করবো বা। আবেদন করলে লেখা পড়ার সময় কতদিন পাবো। জানালে খুশি হতাম।

  • @safeedakash3881
    @safeedakash3881 8 หลายเดือนก่อน +2

    ধন্যবাদ

  • @rashedulislamripon7886
    @rashedulislamripon7886 8 หลายเดือนก่อน +1

    লটারিতে করবো নাকি ভাষা পারদর্শী তে করবো বুঝতেছি না। নতুন ভাষা শিখছি।

  • @JMDinajpur
    @JMDinajpur 8 หลายเดือนก่อน +3

    আমি 2019 সালে s.s.c.এবং 2022 সালে H.S.C দিসি । অনার্স প্রথম বর্ষের ভর্তির জন্য কলেজে কাগজ পাতি জমা দিছি কিন্তু ফটোকপি আছে আমার কাছে তাহলে কি আবেদন করতে পারবে

  • @MdRakibmollah-k6z
    @MdRakibmollah-k6z 8 หลายเดือนก่อน +3

    ধন্যবাদ ভাই ❤

  • @aklimakhatun2325
    @aklimakhatun2325 8 หลายเดือนก่อน +2

    ভাই আমি সম্ভবত ১লা মার্চ পাসপোর্ট হাতে পায় তাহলে কি লটারি আবেদন করতে পারবো।দয়া করে জানাবেন ভাই

  • @arifullhasan3195
    @arifullhasan3195 8 หลายเดือนก่อน +4

    ভাইয়া একটা বিষয় জানার ছিল লটারিতে কি ভাষা পরিক্ষা হবে

  • @manikKoreanteaching
    @manikKoreanteaching 8 หลายเดือนก่อน

    ধন্যবাদ
    2

  • @NayemKhan-w1o
    @NayemKhan-w1o 7 หลายเดือนก่อน +1

    ভাই আমি ভাষা জানি না আমি কি লটারি জেতার জন্য আবেদন করতে পারবো

  • @AnnoyedCroissant-ps5mk
    @AnnoyedCroissant-ps5mk 8 หลายเดือนก่อน +3

    ভাই আমি ১০বছর ধরে এপলাই করি কিন্তু কোনোটাই হচ্ছে না

    • @noyonsheikh931
      @noyonsheikh931 7 หลายเดือนก่อน

      আপনি কি ভাষা পারেন?

  • @mdmdsiyamali4320
    @mdmdsiyamali4320 8 หลายเดือนก่อน +1

    Dhonnobad❤❤❤

  • @mdashrafulislam2100
    @mdashrafulislam2100 8 หลายเดือนก่อน +3

    দোয়া করবেন ভাই।

  • @md.ismailhosainredoy609
    @md.ismailhosainredoy609 8 หลายเดือนก่อน +1

    লটারি তে যারা ভাষা পরীক্ষা দিবেন, এবং ভাষা পারদর্শিতা পরীক্ষায় যারা ভাষা পরীক্ষা দিবেন সকলের প্রশ্ন কি একই হবে? না ভিন্ন ভিন্ন হবে?

  • @shakiburrahman5662
    @shakiburrahman5662 8 หลายเดือนก่อน +2

    ভাই আমার একটা বিষয় জানার ছিলো, সামনে তো সার্কোলার আসতেছে একটা সৎ উপদেশ দিবেন দ্রুত আশা করি, ভাষাতে আবেদন করতে চাই, তবে কোন ক্যাটাগরি দিবো এটা আমার ভালো জানা নেই,তাই আপনার উপদেশ কামনা করতেছি, মৎস্য খাত, শিপ বিল্ডিং, ম্যানুফ্যাকচারিং, এসবের মধ্যে কোনটা চয়েজ দিলে আমার জন্য পরীক্ষা দিতে সহজ হবে এবং ভালোভাবে আমার কাজ সম্পাদন করতে পারব, এবং কোরিয়াতে যাওয়া আমার জন্য সহজ হবে , ভাই ম্যানুফ্যাকচারিং এ তো প্রতিযোগিতা বেশি, তাহলে কোন টা দিলে ভালো হবে আশা করি দ্রুত একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ভাই শিক্ষাগত যোগ্যতা কি রকম দিবো, আমি তো মাস্টার্স কমপ্লিট করেছি ভাই, সে ক্ষেত্রে কোনটা দিলে ভালো হবে আমার জন্য।

    • @mabashar
      @mabashar  8 หลายเดือนก่อน +1

      উৎপাদন

  • @rubelali-n1i
    @rubelali-n1i 8 หลายเดือนก่อน +1

    উৎপাদন খাতের কাজের সনদ বিষয়টা যদি বুঝিয়ে বলতেন

    • @mabashar
      @mabashar  8 หลายเดือนก่อน

      বাংলাদেশের কোন ফ্যাক্টরি লেভেলে জব করেছেন হয়তোবা এই ধরনের সার্টিফিকেট আগামীকাল ক্লিয়ার হওয়া যাবে

  • @mstnahida3719
    @mstnahida3719 8 หลายเดือนก่อน

    Vaya notun update a sonod baddho ta mulok boleche
    Ey sonod kothay pawa jabe
    Ey bisoy nia kichu bolun

  • @AlmashAhmmedAbdullah
    @AlmashAhmmedAbdullah 8 หลายเดือนก่อน +2

    ভাই ভাষা পারদর্শী এবং লটারি এই দুইটা সার্কুলার কি একই সাথে দিবে না কি..??

    • @mabashar
      @mabashar  8 หลายเดือนก่อน

      সাথে দিক বা আলাদা আপনি দুইটায় আবেদন করতে পারবেন না

  • @RakibulHasan-bw7oo
    @RakibulHasan-bw7oo 8 หลายเดือนก่อน

    ভাই আমি ভাষা মাত্র শিখতাছি তেমন পারিনা বা আমার কোন ভাষা পারদর্শী সার্টিফিকেট নাই। আমি কোনটাই আবেদন করবো বা কোনটা আমার জন্য ভালো হবে??
    ভাই যারা ভালো যানেন তারা রিপ্লাই দিবেন🙏🙏🙏

  • @imranbhuiyan1243
    @imranbhuiyan1243 8 หลายเดือนก่อน +2

    ভাই ইংরেজিতে কথা বলতে পারলে কি কোন আলাদা সুবিধা পাওয়া যাবে

  • @HasanEmon-ub9yt
    @HasanEmon-ub9yt 8 หลายเดือนก่อน

    লেভেল ১ দিয়ে কি ওয়েল্ডিং এ এপ্লাই করা যাবে বা ঠিক হবে ?

  • @ISMAILEHOSSEN-x6i
    @ISMAILEHOSSEN-x6i 8 หลายเดือนก่อน +1

    লটারি বাধলে কি পরিক্ষা দেওয়া সময় টাকা লাগে জানবেন ভাই

  • @noakhaillanoobgamer9659
    @noakhaillanoobgamer9659 8 หลายเดือนก่อน

    ভাই আমার এনআইডি কার্ডে আগে বয়সের সমস্যা ছিলোো আগের এনআইডিতে জন্ম সাল আছিলো ২০০১ সাল
    কিন্তু সাটিফিকেট বয়স আছে ২০০৫ তাই সাটিফিকেট অনুযায়ী বয়স কমাইছি এখন আমার কি কোনো সমস্যা হবে নাকি জানাবেন প্লিজ
    এখন এনআইডি সাটিফিকেটর সাথে মিল আছে

  • @channelm4674
    @channelm4674 8 หลายเดือนก่อน +2

    ভাষা পারদর্শী আবেদন কত দিন পর পরীক্ষা হতে পারে, জানাবেন প্লিজ ভাই

  • @mdmasum-up8uv
    @mdmasum-up8uv 8 หลายเดือนก่อน +2

    ami 18 oddi aci, ami ki basa parodorsi exam dia pass korta parbo

  • @RazuanIslam-yt1tz
    @RazuanIslam-yt1tz 8 หลายเดือนก่อน

    বতমানে আমার সাটিফিকেট নাই ২০২৩ এ এসএসসি পরীক্ষা দিয়েছি মাকশিট আছে,,,,আর পাসপোট এনআইডি আছে?

  • @faruqhossain5573
    @faruqhossain5573 8 หลายเดือนก่อน +1

    Vai meyera ki noton doti khate jete parbe? Gele ki curtificete. Lagbe. Oigolar jonno

    • @mabashar
      @mabashar  8 หลายเดือนก่อน

      নতুন দুটি খাতে মেয়েরা পারবেনা সাগরে গিয়ে মৎসাহরণ করতে পারবে ?কনস্ট্রাকশন বড় বড় বিল্ডিং এর উপরে ঝুঁকিপূর্ণ কাজ করতে পারবে

  • @SamratAkbar-n6n
    @SamratAkbar-n6n 8 หลายเดือนก่อน

    Thanks ❤

  • @mdriad2
    @mdriad2 7 หลายเดือนก่อน

    শারিরীক উচ্চতা বাধ্যতামূলক কি না?
    আমি ৪.১১ ইঞ্চি। আমি কি আবেদন করতে পারব?

  • @marufhossain419
    @marufhossain419 8 หลายเดือนก่อน +2

    Fast comment

  • @স্বপ্নদক্ষিণকোরিয়া120
    @স্বপ্নদক্ষিণকোরিয়া120 8 หลายเดือนก่อน +11

    আমি এখন 44 অধ্যায় আছি, আমার কোনটাতে আবেদন করা ঠিক হবে

    • @Free.Earn.WithMasum
      @Free.Earn.WithMasum 8 หลายเดือนก่อน +1

      Lottery

    • @md.prantomiah9742
      @md.prantomiah9742 8 หลายเดือนก่อน +2

      ভাষা পারদর্শী দিবেন।

    • @AbusayedRiko
      @AbusayedRiko 8 หลายเดือนก่อน +1

      আমি ৪৫

    • @TRtassbi866
      @TRtassbi866 8 หลายเดือนก่อน +1

      ভাষা পারদর্শী

    • @marialena34
      @marialena34 8 หลายเดือนก่อน +1

      ভাষা পারদর্শী

  • @mdhiron4689
    @mdhiron4689 8 หลายเดือนก่อน +2

    ভাই আপনাকে তথ্যচিত্র তোলে ধরার জন্য ধন্যবাদ।

  • @MerajAhmed-r8q
    @MerajAhmed-r8q 8 หลายเดือนก่อน

    ভাইয়া আমার পাসপোর্ট নাম একটু সমস্যা আছে,,, পাসপোর্ট নাম আছে (আলী মেরাজ) আর আইডি কার্ড নাম আছে (এমডি মেরাজ) এখন কি আমার কোন সমস্যা হবে,,,আর বাকি সব ঠিক আছে

  • @aliahmedrony5918
    @aliahmedrony5918 8 หลายเดือนก่อน +1

    Fresher দের জন্য কোনটা তে আবেদন করলে ভালো হবে?

    • @mabashar
      @mabashar  8 หลายเดือนก่อน

      লটারি

  • @MDMAHADI-l8m9p
    @MDMAHADI-l8m9p 8 หลายเดือนก่อน +2

    আসসালামু আলাইকুম ভাই

  • @ahmadmerul7393
    @ahmadmerul7393 8 หลายเดือนก่อน +2

    Walding kaj thaka ke poroboteta onno kaja jowa jaba????

    • @mabashar
      @mabashar  8 หลายเดือนก่อน

      লটারি অংশগ্রহণের পূর্বেই যদি আপনি পরিবর্তনের চিন্তা করেন সেটাতে এটেন্ড না করাই ভালো

  • @selimreza2967
    @selimreza2967 8 หลายเดือนก่อน

    ভাই আমি প্লাম্বারের কাজ জানি। এর আগে 160 পেয়েছিলাম কিন্তু পারিবারিক সমস্যায় যাওয়া হয় নাই। আমি কি Construction আবেদন করবো নাকি ভাষা পারদর্শী তে।

  • @abutaleb9964
    @abutaleb9964 8 หลายเดือนก่อน +2

    Registratio fee kto Taka.

  • @AongMarma-go3fp
    @AongMarma-go3fp 8 หลายเดือนก่อน

    লটারি সিস্টেম কোন মাসে হতে পারে। শুনলাম আগে জুন মাসে হবে।

  • @md.shafiullahsumon314
    @md.shafiullahsumon314 8 หลายเดือนก่อน

    টিকা ৩য় ডোজ নেই নাই, সেক্ষেত্রে কি যাওয়া যাবে না?

  • @gautambiswas3473
    @gautambiswas3473 7 หลายเดือนก่อน

    ভাই জেএসসি পরীক্ষার সার্টিফিকেট দিয়ে লটারি আবেদন করা যায় না?

  • @sheabali-cp2tr
    @sheabali-cp2tr 8 หลายเดือนก่อน +2

    ভাইয়া নাকে পলিপাস থাকলে কি সমস্যা হবে প্লিজ জানাবেন

    • @jibonmia1013
      @jibonmia1013 8 หลายเดือนก่อน +1

      না

  • @mdtakdirkamal4694
    @mdtakdirkamal4694 8 หลายเดือนก่อน +2

    আসসালামু আলাইকুম

  • @SdShopon-zo4gq
    @SdShopon-zo4gq 8 หลายเดือนก่อน

    Birth certificate diya ki apply kora jaba nah?

  • @SohanRezaNil
    @SohanRezaNil 8 หลายเดือนก่อน +2

    লটারি মাধ্যমে আবেদন করলে কি ভাষা জানার দরকার হবে। দোয়া করে ভাই জানাবেন।

    • @mabashar
      @mabashar  8 หลายเดือนก่อน +1

      ভাষা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখন শিখবেন কিনা সেটা আপনার ব্যাপার

  • @SonjitDas-q2s
    @SonjitDas-q2s 7 หลายเดือนก่อน

    ভাই আপনার ভিডিও আমি দেখি / কিন্তু বেসরকারি ভাবে সারে পাঁচ লাখ / চার মাস হয়ে গেছে / তিন মাসের কথা বলে / কোন সারা নেই / আরও এক দের মাসের লাগবে বলে দালাল /বেতন বলছে ৮০/৯০ হাজার টাকা /কত টুকু সত্ত মিথা ভাই জানাবেন /

  • @KamranMridha
    @KamranMridha 8 หลายเดือนก่อน +1

    Vaiya ba sorkari vaba ki nirdisto kono kotha thaka

  • @খনস্থায়ীজীবনেরগল্প
    @খনস্থায়ীজীবনেরগল্প 8 หลายเดือนก่อน +1

    ভাই,, ভাষা পারদর্শী তে এপ্লাইয়ের কতদিন পরে,পরীক্ষা হতে পারে

  • @akashali67
    @akashali67 8 หลายเดือนก่อน +1

    আমি ২০২২ সালে S.S.C পরীক্ষা দিছি ৷ভাই আমি সাটিফিকেট এখনও হতে পাইনি। আমি কি আবেদন করতে পারবো।

    • @mabashar
      @mabashar  8 หลายเดือนก่อน

      না

  • @emonmia6564
    @emonmia6564 8 หลายเดือนก่อน +2

    ভাইয়া লটারি সার্কুলার ১৯ তারিখ থেকে শুরু হলে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে??

    • @mabashar
      @mabashar  8 หลายเดือนก่อน +1

      ৫মা মার্চ

    • @MDRajon-co6ug
      @MDRajon-co6ug 8 หลายเดือนก่อน

      ​@@mabasharভাই আপনার মাধ্যমে কি লটারির মাধ্যমে আবেদন করে যাবে

    • @mosharofhossen987
      @mosharofhossen987 8 หลายเดือนก่อน

      লটারি আবেদন কবে থেকে শুরু হবে ভাই জানাবে

  • @MdRaju-dj9wy
    @MdRaju-dj9wy 8 หลายเดือนก่อน

    কোনটা আবেদন আগে হবে ভাষা পারদর্শী নাকি লটারি

  • @newman2356
    @newman2356 7 หลายเดือนก่อน +1

    হাই

  • @rakibhasan2176
    @rakibhasan2176 7 หลายเดือนก่อน +1

    আবেদন করতে গেলে।। লেখা দেখাচ্ছে আবেদনের সময় শেষ হয়েছে

    • @mabashar
      @mabashar  7 หลายเดือนก่อน

      জি

    • @mabashar
      @mabashar  7 หลายเดือนก่อน

      হ্যাঁ ভাষা পারদর্শীর শেষ লটারি মার্চ মাসের ৪-৫ তারিখে রেজিস্ট্রেশন

  • @MrRoton-in3co
    @MrRoton-in3co 8 หลายเดือนก่อน +1

    ভাই আমার পাসপোর্ট এর মেয়াদ ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আছে, আমি কি রেজিস্ট্রেশন করতে পারবো , জানাবেন প্লিজ

    • @mabashar
      @mabashar  8 หลายเดือนก่อน

      জী

    • @MrRoton-in3co
      @MrRoton-in3co 8 หลายเดือนก่อน

      @@mabashar ভাই শুনলাম রেজিস্ট্রেশন এর তারিখ হতে 6 মাস আপডেট থাকতে হয় কিন্তু আমার তো 19 তারিখ শেষ অর্থাৎ আপডেট তাহলে আমি কি রেজিস্ট্রেশন করতে পারব????

  • @SalmanHossin-pe7zc
    @SalmanHossin-pe7zc 8 หลายเดือนก่อน +1

    ভাই দোকানদারের কাছে লাইন দিয়ে নিজে নিজে আবেদন করতে পারব এমন ভিডিও দেন।প্লিজ

    • @Pachmishali-23-vu3xz
      @Pachmishali-23-vu3xz 8 หลายเดือนก่อน

      📢গুরুত্বপূর্ণ একটা বার্তা ⚠️📌
      ভাষা পারদর্শিতায় যারা আবেদন করবেন তাদের কে বলবো অন্যের আশায় না থেকে নিজের আবেদন নিজে করার চেষ্টা করবেন✅
      একজন লোক কয়টা আবেদন করবে,.?
      যেখানে ২০২৩ এ ১ টা আবেদন করতে গিয়ে হিমসিম খেতে হয়েছে অনেকেই ভাষা যানা সত্বেও আবেদন করতে পারে নাই এর কারণ তারা বেশিরভাগ কোচিং সেন্টারে বা অন্যের কাছে জমা দিয়ে রাখছে - কোচিং সেন্টারে সিরিয়াল অনুযায়ী আবেদন করে তাঁরা একটা শেষ না হতে কিভাবে আরেকটা করবে.?
      আবেদন এর সময় সার্ভার অনেকটা ডাউন থাকে তাই মাঝে মধ্যে আবেদন সাবমিট নেয় - তবে চেষ্টা চালিয়ে যেতে হবে - অন্যের কাছে দিলে সে হয়তো ৫-১০ বার চেষ্টা করবেন - আপনি করলে সারাদিন চেষ্টা করতে পারবেন - ভাগ্য ভালো হলে সাবমিট নিয়ে নিবে।
      সুতরাং অনুরোধ রইলো যদি ভাষা জেনে থাকেন তাহলে নিজের আবেদন নিজে করবেন।
      নাহলে পড়ে আপসোস করা ছাড়া কিছুই করার থাকবে না।
      মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন- খুব সহজ একটা বিষয়- শুরু পাসপোর্ট এবং ছবি সাইজ নিজে না পারলে কম্পিউটার দোকান থেকে বা যে কারো থেকে দ্রুত করে নিন।
      আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে আমার প্রফালে পোস্ট দেখতে পারেন এবং ইউটিউবে ভিডিও দেখতে পারেন।
      তবে লটারির আবেদন অন্য কাহাকেও দিয়ে করাতে পারেন সেটা কোন সমস্যা হবে না।
      আপনি চাইলে আমিও করে দিতে পারবো তবে লটারির।

  • @Albi.2005
    @Albi.2005 8 หลายเดือนก่อน

    ভাই লটারি আবেদন কত তারিখে আবেদন শুরু হবে।

  • @mdhafizurrahmanhafizur5383
    @mdhafizurrahmanhafizur5383 8 หลายเดือนก่อน

    ❤❤

  • @vobeschandra1668
    @vobeschandra1668 8 หลายเดือนก่อน +1

    ভাষা পারদর্শী আবেদনে কি কি ডকুমেন্ট লাগবে

    • @mabashar
      @mabashar  8 หลายเดือนก่อน +1

      ভোটার আইডি কার্ড এসএসসির সার্টিফিকেট পাসপোর্ট

  • @md.nishanuddin7960
    @md.nishanuddin7960 8 หลายเดือนก่อน +2

    assalamu alykum vaiya

  • @gautambiswas3473
    @gautambiswas3473 8 หลายเดือนก่อน

    🙏ভাই আশাকরি সৃষ্টিকর্তার কৃপায় ভালোই আছেন, ভাই আপনাকে আমি বিনিত ভাবে অনুরোধ করছি দায়া করে আইডিয়া অনুসারে জানাবেন আমাকে একটু জানাবেন 🙏আমি দারিদ্র্যতার কারণে বেশী দূর লেখা পড়া করতে পারিনি,৮ষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছি, আমার জন্মগত কাজ ও পেশা মৎস্য কাজের উপর, আমি ওয়েল্ডিংএর কাজ জানি 4g পর্যন্ত, ওয়ার্কশপে কাজ করেছি এবং আমার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট আছে, দক্ষিণ কোরিয়ায় যাওয়ার লক্ষ্যে হানা একাডেমী থেকে করিয়ান ভাষা শিখেছি।আমি কি কোন কিছুতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবো? ভাই আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ আপনার আইডিয়া অনুসারে আমাকে একটু জানাবেন 🙏।

  • @MdArif-hr8nv
    @MdArif-hr8nv 8 หลายเดือนก่อน +2

    ভাই ভাষা জানা না থাকলে কি লটারি তে আবেদন করতে পারবো?

    • @mabashar
      @mabashar  8 หลายเดือนก่อน +1

      জী

  • @GobindoDas-x8n
    @GobindoDas-x8n 8 หลายเดือนก่อน +2

    লটারি আবেদন কবে থেকে শুরু হবে।।

    • @mabashar
      @mabashar  8 หลายเดือนก่อน +1

      ১৯

  • @MDMAHADI-l8m9p
    @MDMAHADI-l8m9p 8 หลายเดือนก่อน +2

    আপনার সাথে কিছু কথা আছে ভাই

  • @NfFkught
    @NfFkught 8 หลายเดือนก่อน

    Botsore koto bar circular hoy .eay circular. Por Kobe abar asbe

    • @NfFkught
      @NfFkught 8 หลายเดือนก่อน

      Elder bro, english janle hobe.i am skillful in English.

  • @user-jishan8900
    @user-jishan8900 8 หลายเดือนก่อน +1

    - power er chosma porle ki jawa jabe?

    • @mabashar
      @mabashar  8 หลายเดือนก่อน +1

      লিমিটের উপর নির্ভর করে

    • @user-jishan8900
      @user-jishan8900 8 หลายเดือนก่อน

      ami left eye= -3.50
      right eye= -3.00
      use kori......ami ki jete parbo?

    • @MdnAkash-m5f
      @MdnAkash-m5f 8 หลายเดือนก่อน

      লটারিতে নাম উঠলে
      তার পর কি ভাষা শিখলে হবে জানতে চায়

  • @sirajulislam-dy8nm
    @sirajulislam-dy8nm 8 หลายเดือนก่อน +2

    ভাইয়া পরীক্ষা কি সব ২০০ নম্বরে হবে?

    • @mabashar
      @mabashar  8 หลายเดือนก่อน +1

      জি

  • @megnanody2307
    @megnanody2307 8 หลายเดือนก่อน +4

    দূর, ফ্যাদাডা কম পারলে ভালো হয়।
    কাজের কথার চেয়ে ফ্যাদা বেশি।

    • @mabashar
      @mabashar  8 หลายเดือนก่อน +1

      সত্যি আপনাদের মত কিছু ভাই ব্রাদার না থাকলে বাংলা ভাষা শিখতে পারতাম না, জীবনে প্রথম এই ধরনের একটা শব্দ শুনলাম যদিও অর্থ জানিনা

  • @notebook-ke3mj
    @notebook-ke3mj 8 หลายเดือนก่อน +1

    ভাই আমার ভোটার আইডি নাই
    আর সব আছে আমি কি আবেদন করতে পারবো

    • @mabashar
      @mabashar  8 หลายเดือนก่อน

      না

  • @marufshikder2896
    @marufshikder2896 8 หลายเดือนก่อน +1

    Exam kotodin por hobe

    • @mabashar
      @mabashar  8 หลายเดือนก่อน

      রেজিস্ট্রেশন করার মাস খানিক পরে হয়

  • @akterhossain4631
    @akterhossain4631 8 หลายเดือนก่อน +2

    ভাষা পারদর্শী কি উৎপাদন খাতে এ থাকবেনা

    • @mabashar
      @mabashar  8 หลายเดือนก่อน +1

      ১৭০৬৪জন

    • @MDRajon-co6ug
      @MDRajon-co6ug 8 หลายเดือนก่อน

      ​@@mabasharভাই আপনার নাম্বার টা দিবেন প্লিজ।।

  • @rabiulislam8935
    @rabiulislam8935 8 หลายเดือนก่อน +2

    আমার বয়স ৪১ বছর, আমি কি করতে পারি

    • @SaidulIslam-fg2pz
      @SaidulIslam-fg2pz 8 หลายเดือนก่อน +1

      না

    • @rabiulislam8935
      @rabiulislam8935 8 หลายเดือนก่อน +2

      @@SaidulIslam-fg2pz গতবছর দেখে ছিলাম ওয়েল্ডিং এ ৪৫ বছর পযন্ত নিবে

    • @SaidulIslam-fg2pz
      @SaidulIslam-fg2pz 8 หลายเดือนก่อน

      @@rabiulislam8935 যদি আবেদন করতে পারেন আলহামদুলিল্লাহ। একটু খোঁজ নিয়ে দেখেন।

    • @SaidulIslam-fg2pz
      @SaidulIslam-fg2pz 8 หลายเดือนก่อน

      জরুরি নোটিশ
      ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ার উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) খাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ারি নির্ধারিত জব রোস্টারে অন্তর্ভুক্ত জন্য কোরিয়ান ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন সম্পন্ন করা হবে। প্রার্থীর যোগ্যতা নিম্নরূপ:
      ১। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
      ২। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে;
      ৩। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর
      ৪। পাসপোর্ট-এর মেয়াদ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
      ৫। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
      ৬। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
      ৭। উৎপাদন, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
      ৮। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
      ৯। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে মার্জিত হতে হবে;
      ১০। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
      ১১। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তির অযোগ্য বলে বিবেচিত হবেন;
      ১২। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
      ১৩। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
      ১৪। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।
      নিবন্ধনের পদ্ধতি
      এইচআরডি কোরিয়ার চাহিদা মোতাবেক মোট ৪৩,০৫২ (তেতাল্লিশ হাজার বায়ান্ন) জন প্রার্থী নিম্নবর্ণিত দুই ধাপে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। সম্ভাব্য প্রার্থীর সংখ্যা নিম্নরূপ:
      ১। কোরিয়ান ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে ৩০,৬৫২ জন (উৎপাদন শিল্প-১৭৪৬০, মৎস্য-৭৭৬০ ও কনস্ট্রাকশন-৪২৬৮ এবং জাহাজ নির্মাণ-১১৬৪);
      ২। লটারি পদ্ধতিতে ১২,৪০০ (উৎপাদন শিল্প) জন।
      ৩। প্রার্থীর যেকোনো একটি ধাপে আবেদন করতে পারবে।
      ৪। কোনো প্রার্থী দুই ধাপে আবেদন করলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।
      উক্ত কার্যক্রমের প্রস্তুতি চলছে। যথা শিঘ্রই এ সংক্রান্ত চূড়ান্ত নোটিশ বোয়েসেল ওয়েবসাইট ও এ পেইজে প্রচার করা হবে।
      সংশ্লিষ্ট সকলকে বহুল প্রচারের জন্য শেয়ার করার পরামর্শ দেয়া হলো।

  • @bdsabbir8918
    @bdsabbir8918 8 หลายเดือนก่อน

    Khamsahaamneda

  • @mdmintu3765
    @mdmintu3765 8 หลายเดือนก่อน +1

    প্রিয় ভাই লটারি মাধমে আবেদন করলে কি ভাষা যানার দরকার হবে না, ভাই একটু যানাবেন,❤

  • @সূফিএমরানহোসাইন
    @সূফিএমরানহোসাইন 8 หลายเดือนก่อน +2

    ধন্যবাদ

  • @bayzidahmad5499
    @bayzidahmad5499 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤