পাখিদের রাজ্যে দুদিন (4K Quality) || Mangalajodi: The Bird’s Paradise Of India, Bengali Travel Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 5

  • @subhamsaha2250
    @subhamsaha2250 2 ปีที่แล้ว

    Dada ki camera use koro photography r jonno and vlogging ar jonno

    • @PixAdda
      @PixAdda  2 ปีที่แล้ว

      Photography er jonye Nikon d5600 ar videography kori iPhone e.

  • @sudiptachakraborty8659
    @sudiptachakraborty8659 2 ปีที่แล้ว

    অভিষেক ভাই, মংলাজোরের অনেক ভিডিও দেখেছি। তোমাদের ভিডিওর সবচেয়ে ভালো লাগা দিকটি হল টাইম ম্যানেজমেন্ট আর তথ্য পরিবেশন। ছবি বা ভিডিও তোলায় তুমি দক্ষ, ও নিয়ে আলাদা কিছু বলছি না।
    আমার দু একটা প্রশ্ন আছে, সেটা করি এবার:
    প্রশ্নগুলো সবই মোবাইলে ছবি তোলার পরিপ্রেক্ষিতে করছি।
    ১/নৌকোয় ট্রাইপড ব্যবহার করা মনে হয় যাবে না। সেক্ষেত্রে মোবাইলে অপেক্সেল 60x জুম লাগিয়ে ফটো তোলা যাবে? শাটার স্পিড বেশি রাখলেও ছবি কেঁপে যাবে না? তোমার পরবর্তী ভিডিওয় এ বিষয়ে আলোকপাত করলে খুব ভালো হয়। সঙ্গে এখানে মোবাইলে ছবি তোলা সম্পর্কে একটু কৌশল যদি বলে দেওয়া যায়।
    ২/অনেকে দেখেছি নেসটিং এর ফটো দিয়েছেন। সেক্ষেত্রে কি ওই জলা জমিতে নামতে হয় নাকি নৌকো থেকেই ফটো তোলা যায়?
    ৩/পুরীর সমুদ্রের টাইমল্যাপসের গতি কি আরেকটু কম হলে ভালো হত? সেরকম হলে গতি কমানোর পদ্ধতি কি?
    চন্দ্রিমার ভাষ্যও খুব ভালো হয়েছে।
    দুজনের জন্যই শুভেচ্ছা রইল।
    পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম।

    • @PixAdda
      @PixAdda  2 ปีที่แล้ว

      Thank you Dada. 1. নৌকা তেও ট্রাইপড করা যাবে। আর সেটিংস ও টেকনিক বিস্তারিত পরের ভিডিও তে জানিয়ে দিচ্ছি। 2 কিছু ক্ষেত্রে নৌকা থেকে নামারও অপশন আছে কিন্তু সেটা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হবে তার আগে কাদা থাকবে। 3 আমিও স্পিড একটু কম রাখতে চাইছিলাম কিন্তু তাহলে মূল বিষয়ের ওপর আসতে একটু দেরী হতো, শুধু পুরী নিয়ে একটা ভিডিও পরে করার ইচ্ছে আছে। টাইলেপস এর ভিডিও তে ডিটেলস সেটিংস দিয়ে রেখেছি।

    • @sudiptachakraborty8659
      @sudiptachakraborty8659 2 ปีที่แล้ว

      থ্যাংকিউ💖