তিন বছর আগে থেকেই নিয়তি মেনে নিয়েছি। নিয়তি যেদিকে নিয়ে যায়, আমি দৌড়ে সেদিকেই যাই। আমি মনে প্রাণে বিশ্বাস করি -"আল্লাহ্ যা করেন মঙ্গলের জন্যই করেন।" তিনি সবকিছু ভালো বুঝেন ❤️
শুধুমাত্র নিজেকে নিজে শান্তনা দেবার জন্যই গান টা লেখা! ভালোবাসাতো সবসময়ই থেকে যায় কিন্তু প্রকাশ করা যায়না! আজও ভালোবাসি,এখনও ইচ্ছে করে তাকে নিয়ে স্বপ্ন দেখতে,আবারও পুরনো দিন ফিরে পেতে🥲
@@stranger2.083 মানুষ কি চায় বলুন তো? মানুষ চায় তার প্রিয় মানুষ টার সাথে সুন্দর কিছু অনুভূতি নিয়ে বাঁচতে আর পরিনামে কি পায় সুন্দর কিছু স্মৃতি !! যা তাকে বাকি জীবন গুলো তাড়িয়ে বেড়ায় 🙂
@@arpitaavi594 sesh take dekhechilam 26 may 2020 te. Ekta barer jonno o mone hoyni sesh barer moto dekhlam take... Vabtam hoyto o amar sathe kokhno emon ta korbe na jemon ta shadharonoto hoy. O hoyto sotti amr pashe thakbe sarajibon. Kintu or ekta kotha puro puri sotti kore diye gelo "" ami ekdin thiki cole jabo deikho, tokhn amr sriti gulo mone niye ei gan gulo suino 😁"" Haste haste bolechilo se, but bujhte parini ami 🙂💔
সেই স্কুলে থাকা কালিন যে কোন একটা কারনে এই গানটা সারদিন শুনতাম আজ অনার্স ৩য় বর্ষে হঠাৎ মনে পড়লো সেই সুর সেই গান সেই অনুভূতি। সত্যি ভাষায় প্রকাশ করার মতো নাহ কিচ্ছুক্ষনের জন্য সেই সময়টাতে ফিরে গেলাম
২১ ই মার্চ ২০১৫🍷 প্রিয় মানুষটি চিরতরে অন্যের হয়ে যায়😭. আজ আবার ২১ মার্চ রাত ১.৩৩ মি।দীর্ঘ ৬ বছর চলে গেল। আজ খুব মনে পড়ছে তারে 😍 তবে জানি না আমাকে ছেড়ে সে কেমন আছে। 😂😭
really i love this song.... সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না। সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না, তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না। এখন তোমার জন্য আমার কোন সময় নেই, এখন আমি ভালোবাসি শুধু আমাকেই। এখন আমি ভালোবাসি শুধু আমাকেই। সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না। এখন আমার সঙ্গী আকাশ, রাতের ধ্রুবতারা, বৃষ্টি সঙ্গী করে ভালো, আছি তোমায় ছাড়া।(২) সময় পেলে উদাস মনে দেখি জোছনা, তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না। সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না। এখন আমার সঙ্গী গিটার, সুরের ডানা মেলা ইচ্ছে সঙ্গী করে ভালো, আছি তোমায় ছাড়া।(২) সময় পেলে উদাস মনে দেখি জোছনা, তোমায় নিয়ে মিছেমিছি স্বপ্ন দেখি না সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না। সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না, তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না। এখন তোমার জন্য আমার কোন সময় নেই, এখন আমি ভালোবাসি শুধু আমাকেই। এখন আমি ভালোবাসি শুধু আমাকেই।
৫ মাস হলো আমাকে এ ভাবে রেখে চলে গেল 🥺 ৬ বছর এর সম্পর্ক ছিল কথা ছিল সারা জীবন এক সাথে থাকবো💔এখন আমি ভালোবাসি শুধু আমাকে 😍 ২০২২ এ এসে যারা শুনছেন আমি বলবো আপনাদের রুচির কোনো কমতি নাই💞
তিন বছর হয়ে গেছে এই গানটা কতবার যে শুনেছি হিসাব নেই। আসলেই জীবনে একবার হলেও ভালবাসা উচিত৷ তাহলে বোঝা যায় আসলেই কাউকে ভালোবাসা উচিত না। সত্যি তোমাকে আর ভালোবাসি না, কিন্তু তোমার সৃতি গুলো এখনো আমাকে কাদায়😭💔 ভালো থেকে "রিতা" 😭
জীবনের চলার পথে কিছু কিছু সময় এতো একা হয়ে পড়তে হয় যে তখন শুধুমাত্র এই গান গুলো সজ্ঞি হয়ে দাড়ায় পাশে, আর নিজের অজান্তেই চোখ থেকে ঝড়তে থাকে না বলা কিছু কথা 🙂❤
ভাইজান কস্টটা সেই বুঝে যার সাথে ঘটে,,এক মূহুর্তে যেন দুনিয়াটা ওলোট পালট হই যায়,, ক্লাস ফোরে গানটা প্রথম শুনছিলাম, ভাবিনাই কখনও জীবনের সাথে এভাবে গানটা মিলে যাবে
Sartho chara vlobashar pore o Ami tmar vlobasha pai nai... Jani nah mitha Ami ajo kak bolsi nijek nko tmak. Besh achi tmak chara Ami. Akhn r tmak vlobashi nah. Nijek vlobashi onk besi...
চলে গেলো 3 টা বছর। ভালো থাকিস তুই।😭 দিনটা ছিল 20/1/2019 তোর থেকে চলে আসতে হয়েছে আমাকে।😭 পারলে আমাকে তুই ক্ষমা করে দিস। জানি এই অপরাধের কোনো ক্ষমা হয় না। তবুও একটু চেষ্টা করিস রে।😭 তুই মুসলিম বলে আর আমি হিন্দু বলে আমরা এক হতে পারলাম না রে।🌄 তুই জানিস বাবার কাছে তোর জন্য কতো মার খাইসি। আরে তাতে কষ্ট হয়নি।😭 কষ্ট তো হয়েছিল তখন যখন তোর সাথে আমার শেষ দেখা হয়েছিল😭। আমি চাই তোকে কল দিতে কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে দিতে পারি না যদি আবার তোর প্রেমে পড়ে যাই😭। জানি বাবা এখন বিদেশে তবুও তোর সাথে কথা বলে আর কষ্ট পেতে চাই না। আরে চিন্তা করিস না।😭 উপরে যদি কেউ থেকে থাকে তাহলে আমরা আবার কোনো না কোনোদিন না ওই জন্মে এক হবো।😭 এই জানিস একটা কষ্টই রয়ে গেলো 😭কেনো ভগবান আমাদের এক ধর্ম দিলো না তাইলে তো আমাদের এই অবস্থা হতো না। 😭তোর সাথে আমার অনেক কথা বাকি আছে রে সব অপূর্ণই রয়ে গেল। 😭জানি আর কখনো বলা হবে না সোনা😭। জানিস আমার বাবা ওখানে ছেলে ঠিক করেছে আমি বলেছি বাবা আমার পছন্দ না। 😭অনেকে বলে কি জানিস? বলে তুই যদি বিয়ে না করিস আমার মরা মুখ দেখবি।😭 আরে আমার জীবন নিয়ে এখন আর ভাবী না।😭 আমার জীবন তো সেদিন শেষ হয়ে গেছে যেদিন তোকে আমি হারিয়েছি। 😭আর ও অনেক কথা বাকি রয়ে গেল রে আর বলতে পারছি না😭 আমার যে খুব কষ্ট হচ্ছে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তবে তুই ভালো থাকিস সোনা।😭 আমার এই লিখা সবাই দেকবে শুধু তুই ছাড়া ও ভগবান আমার কপালে লিখছো ভালো কিন্তু আর কারো কপালে এমন লিখো না আমার মতো কষ্ট আর হয়তো কেউ সহ্য করতে পারবে না 😭
রাত ১ঃ০৬ বাজে প্রতিদিনের রুটিন মাফিক তার আইডি সার্চ করে এসে এখন এই গানটা শুনে মনকে বুঝ দিচ্ছি তাকে ভালোবাসি না কিন্তু মনটা যে এতই নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে কিছুতেই বুঝতে চাচ্ছেনা আমার কথাটা
1 year 7 month পরে আজ কথা হলো তার সাথে। অনেক রিকোয়েস্টের পর একটু কথা। ১৫ মিনিটে সে কোনো কথা বলেনি। শুধু শুনেছে। তার কিছুই বলার নেই। সে অনেক আগেই ভুলে গেছে আমাকে। আজ বলেছে তাকে ভুলে গিয়ে ভালো থাকতে। জানিনা কতোটা সেরা অভিনয় উপহার দিতে পারবো তাকে। তবুও জীবন দিয়ে তার ভালো থাকার ব্যবস্থা করে দেব। ভালো থেকো প্রিয় ❤️
এখন কাজের চাপে সে আমাকে আগের মতো সময় দিতে পারে না, আগের মতো যত্নও নেয় না কান্না করলে আগের মতো আদর করে চোখের জল মোছানোর বদলে বকা দিয়ে বলে কিরে চুপ করলি, অভিমান করলে সে আর মান ভাঙ্গাতেও আসে না কিন্তু সত্যি বলছি আমি এখনও তাকে সেই প্রথমদিনের মতোই ভালোবাসি আর সেও হয়তো আমাকে ভালোবাসে কারণ আজও যদি ছেড়ে যাবার কথা বলি সে বিশ্বাসই করে না আমি তাকে ছেড়ে কোথাও যাবো , আমার প্রতি তার এই বিশ্বাসটুকুই আমায় বুঝিয়ে দেয় আমায় সে আজও আপন ভাবে
মিথ্যা সান্তনা 😔 পৃথিবীতে ভালবাসতাম বলে কিছু হয় না, যদি আপনি তাকে এখন ভালো না বেশে থাকেন তাহলে ঐটা ভালোবাসা ই ছিলো না 🙂 ভালোবাসাতে কোনো past নেই, সব ই প্রেজেন্ট 😍🤗🥰
আমার শহর জুড়ে আজ মিথ্যে অভিনয়,, আমার শহর জুড়ে আজ ভীষণ কালো মেঘ, ভীষণ বিষন্নতা... আমার শহর জুড়ে আজ ঘন ঘন বেজে উঠছে নিজেকে দেয়া সেরা মিথ্যে স্বান্তনার নাম- "সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না"...🥀
আমরা প্রায়ই অযোগ্যদের প্রকৃত ভালোবাসা দেয়..😥. যারা কিনা প্রকৃত ভালোবাসার মূল্য দিতে জানে না। তাদেরই বা কি দোষ. পৃথিবীতে এখন নকল ভালোবাসার ভিড়ে প্রকৃত ভালোবাসা ফিকে হয়ে গেছে 😪😪😪
সে আমার স্কুল এর বন্ধু ছিল ছোট বেলার, পরবর্তী তে তার বন্ধুত্ব টা আমাকে পেয়ে বসে। র আমি পাগল তাকে ভালবেসে ফেললাম, কিন্তু সে কোনো দিনই বুঝলো আমার ভালোবাসাটা। আমি চাইতাম তার জীবন টা জানি আরো সহজ আর সুন্দর হয়। কিন্তু সে মনে করলো আমি তার ব্যাক্তিগত জীবনে হস্তক্ষেপ করসি। তার হাজার অপমান ও আঘাত শয্য করে আজও তাকেই ভালবেসে চলেছি। জানি না সে কোনো দিন আমার হবে কিনা, আমি তাকে আমার নিজের করে পাবো কিনা। কিন্তু আমি তাকে ভালবাসি। আজও ভালবাসি, আর বেষেই যাব সারা জীবন। #moharani👑
th-cam.com/video/pmHQn3FHDKc/w-d-xo.html
এইটা কোনো গান নয়
এটি একটি নিজেকে নিজে দেওয়া সেরা মিথ্যে সান্ত্বনা 🙂
সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না🥀
Sotti thik amon hoye ache amar jibon boli bhalo bhasi nh kintu vulte parbo nh prio manus k ❤️
@@rabikalakra9124
ভুলতে পারবোনা নয়,,,, জিনিসটা আসলে ভুলা যায়ই না,,, আমি মানেই সে,,,,,🙂
Nijeke mitthe santona dea thick kintu valobasho na bolso sotti ki tai
@@sahanasiddique6868
আমার মধ্যে আমি তাকে খুঁজে পাই,,,তাই তাকে ভালো না বেসে কোন উপায় নাই🙂
Sottttti,
দুই ধরনের প্রেমে দুঃখ নেই,,,
1*ঈশ্বরের প্রতি প্রেম
2*মা/বাবার প্রতি প্রেম❤️❤️
issorer ibadote na theke on line e keno vai
তিন বছর আগে থেকেই নিয়তি মেনে নিয়েছি। নিয়তি যেদিকে নিয়ে যায়, আমি দৌড়ে সেদিকেই যাই।
আমি মনে প্রাণে বিশ্বাস করি -"আল্লাহ্ যা করেন
মঙ্গলের জন্যই করেন।" তিনি সবকিছু ভালো বুঝেন ❤️
Ami3bosor6 mas
5 years running.....nioti mana eto sohoj na
হুম
Right
জীবনটা একদম শেষ ভাই
এটা কমেন্ট বক্স নয়,
এটা পোস্ট অফিস।
এখানে জীবিত লাশেরা প্রিয়জনের জন্য চিঠি লিখে যায়!
right
💯💔😢
💔🥀😭
মনের কথাটি বলেছেন
একদম
শুধুমাত্র নিজেকে নিজে শান্তনা দেবার জন্যই গান টা লেখা! ভালোবাসাতো সবসময়ই থেকে যায় কিন্তু প্রকাশ করা যায়না! আজও ভালোবাসি,এখনও ইচ্ছে করে তাকে নিয়ে স্বপ্ন দেখতে,আবারও পুরনো দিন ফিরে পেতে🥲
Missing some one.....
প্রিয় মানুষ টা ফ্রেন্ড লিস্টে/ কন্ট্রাক্ট লিস্টে না থাকলে ও , সার্চে এ ঠিকি থাকে❤️
💝💝💔💔
ওরে ভাইরে
একেবারে মনের কথা বলছেন
Tik
Valo lagse re vai moner Kotha ta bolsen vai 🙂💞
Hmm..r8
মানুষ যদি স্মৃতিহত্যা করতে পারতে তাহলে এই পৃথিবীতে কেউ আর আত্মহত্যা করতো না
সত্যিই তাকে এখন আর ভালোবাসি না, কিন্তু তার সাথে জরানো স্মৃতি গুলো আজো ভুলতে পারি না, হয়তো আর কখনো ভুলতেও পারব না,
তার বিচ্ছেদে আমার হৃদয়টা বিদীর্ণ হয়ে যাচ্ছে 😟
@@mehjabinbinteshakil8237 beye koren .sob vule jaben kotha dilum.
Right
@@hasnunarasathi8633 sriti more gele manus bachbe na.
জীবনে একবার হলেও ভালোবাসা উচিত।
যাতে করে আপনি বুঝতে পারেন, যে কেনো ভালোবাসা উচিত না!🙂
Bujhe gechi...mittha jogot ata
@@nurjahannurjahan495 🙂🙂🙂
@@tanzimahmed4583 kharap dekheo valobeshe kharap bole cole gelo
Othoco tar jonnoi nijeke bodle felechilam 🙂💔
Vebechilam hoyto amar sathe emon ta hobe na, se hoyto sotti sotti amk valobashe, hoyto kokhnoi chere jabe na
Kintu ami borabori vul chilam🙂💔
Right
সহমত
মিথ্যে অভিনয়ের কাছে হয়তো হেরে যায় অনেকের সত্যিকারের ভালোবাসা💔🙂
"আগামীকাল তুমি যার কাছে থেকে সবচেয়ে বেশি কষ্ট পাবে
আজ সে তোমার সবচেয়ে কাছের একজন "
কথাটা একদম পিওর
❤️
দীর্ঘ ১ বছর পর আজ সে আমাকে কল দিয়ে আমার খোঁজ খবর নিচ্ছে! কিন্তু এখন তো আমি ভালোবাসি শুধু আমাকেই ! আর এই গানটাই তো এখন আমার জন্য ভীষণ দরকার 🙂
Tar kontho sunar por onuvuti ta ???
Kokhno lukate parben??
Na parben vulte sriti gulo,??
🙂💔
@@stranger2.083 মানুষ কি চায় বলুন তো? মানুষ চায় তার প্রিয় মানুষ টার সাথে সুন্দর কিছু অনুভূতি নিয়ে বাঁচতে আর পরিনামে কি পায় সুন্দর কিছু স্মৃতি !! যা তাকে বাকি জীবন গুলো তাড়িয়ে বেড়ায় 🙂
@@arpitaavi594 sesh take dekhechilam 26 may 2020 te. Ekta barer jonno o mone hoyni sesh barer moto dekhlam take...
Vabtam hoyto o amar sathe kokhno emon ta korbe na jemon ta shadharonoto hoy. O hoyto sotti amr pashe thakbe sarajibon. Kintu or ekta kotha puro puri sotti kore diye gelo "" ami ekdin thiki cole jabo deikho, tokhn amr sriti gulo mone niye ei gan gulo suino 😁""
Haste haste bolechilo se, but bujhte parini ami 🙂💔
@@stranger2.083 প্যারা নিয়েন না ভাই চিল😅!! এমনে ই বাঁচতে হবে 🙂
@@arpitaavi594 hmm setai..
Life goes on!!!
Sob vule samne egiye jaoyai jibon😊
2021 এ যারা গানটা শুনছেন লাইক দিয়ে যাও
🙂
Gantar sathe mishe gecii....ami akhn thik arkomi hoye geci
@@hidayat__01 kothin prem sudhu kace tanena kokhono kokhono dureo thele dey r etai sotti
কিছু সম্পর্ক আল্লাহ নিজে নষ্ট করে দেন.. যাতে নিজের জীবনটা নষ্ট না হয়ে যায়.. 💔💔🤩
সত্যি বলেছো ভাই
এই মিথ্যে স্বান্তনা নিয়েই বেঁচে আছে হাজারো জীবন্ত লাশ🙂
Hm
এই গানটির সাথে আজ আমার জীবনের গল্প মিলে গেল। সত্য মেয়েরা বড়ই সা`থ পর। নিজেকে সান্তনা দেওয়ার জন্য বার বার গানটি শোনতে ভালো লাগে।
সেই স্কুলে থাকা কালিন যে কোন একটা কারনে এই গানটা সারদিন শুনতাম
আজ অনার্স ৩য় বর্ষে হঠাৎ মনে পড়লো
সেই সুর সেই গান সেই অনুভূতি। সত্যি ভাষায় প্রকাশ করার মতো নাহ
কিচ্ছুক্ষনের জন্য সেই সময়টাতে ফিরে গেলাম
সেইম। আমি ও 2014 তে ক্লাস টেন এ থাকাকালীন এই গানটি ভীষণভাবে শুনতাম..
জীবনের সব চাইতে বড় মিথ্যা কথা,
সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না😥
😭😭😭
Great line brother....
সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না
তোমার জন্য মিছেমিছি রাত ও জাগি না.....
Hmmmm🙂
☺
সত্যি ভালোবাসা একটা বড় অদ্ভুত অনুভূতি। যেটা যখন তখন অনুভব হতে পারে কিন্তু পৌছে দিতে পারে কম।
Sotti valobasa akta boro odvut onuvuti.....jeta jokhon tokhon onuvob hote pare kintu pouche dite pare kom
সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না।
এটাই বড় মিথ্যা কথা। সত্যি বলতে তাকেই অনেক বেশি ভালোবাসি 💙
একদম ঠিক কথা ❤️
Shotti A tai boro mittah 🥲
এরা কারা যারা আমার মতো কমেন্ট পরে আর এই টা শুনে 🥰🥰
ভালোবাসি না বললে ভেতরটা মারা যাবে😭😭ভালোবাসি ভীষণ বেশি💔💔💔
I love you
Konodin take r pai ba na pai valobasha kintu aktou kome jabe na valobashe je take boro besi valobashe
কিভাবে ভুলবো???
আমি যে আজো ভীষণ ভালোবাসি।।।
সত্যিকারের ভালোবাসা এভাবে হারিয়ে যায়।
এতো ভালবাসেন কে মানুষ টা
এসব গানের কমেন্টবক্স দেখতে দেখতে সময় পাস করা আমি।।😥 কত বিচিত্র মানুষের লাইফ।।
আমিও
Same
বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে💔
হ্যাঁ দাদা আমি ও,,, কমেন্ট গুলো পড়তে পড়তে আমার সময় চলে যায়
Mee too
বিয়ের পর 💔 অবশিষ্ট কিছু ভালোবাসার থাকলেই বা কি যন্ত্রণা বাড়িয়ে কি লাভ এই বিচ্ছেদের দুনিয়ায় ...🙈🙊বাস্তবতার কাছে সবাই হার মানে
Har mene gechi re vay...
২০২২ সালে যারা এখনো গানটা শুনছেন একটা লাইকে দিয়ে যাবেন👍
2013 theke suni ganta😁😁
নিজেকে মিথ্যে সান্ত্বনা দেওয়ার জন্য শ্রেয় গান🙂
চাইলেই কি প্রস্থান করা যায়?🌼🖤
NA
জীবনের সাথে মিলিয়ে এত মিলিয়ে কীভাবে যে গান করে মানুষ। সত্যিই মানুষের অসাধারন মেধা
সত্যি বলছি এখন আমি তোমায় ভালোবাসি না
এখন আমার তোমার জন্য কষ্টও হয় না
এখন আমার তোমার জন্য কোন সময় নেই
এখন আমি ভালবাসি
আমি আমাকেই
সহমত
@@maknobab9671 Q000000QA1A
😭😭😭😭
Totally osadharon
জীবন্ত লাশ গুলো যদি,ময়না তদন্তে করা হতো, তাহলে, পেশে যেত ওনেক আপন জন 💔 😢
🥺
Right 😥😥😥
Bidhan Roy Ayon
যে ভালোবাসায় প্রাপ্তি নেই ,
সেই ভালোবাসার সমাপ্তি নেই
ভালো থেকো
valo thayko valobasa 🙂🙂🙂
thik bolchan vai
Right 😥
ভালবাসা কখনও শেষ হয়না!
শেষ হয় সময়,বদলে যায় মানুষ, এবং তাদের অনুভূতি গুলো.!এটাই হচ্ছে সত্যিকার অর্থে বাস্তব... 💔💔💔
এই গানটা তো জাস্ট একটু নিজেকে মিথ্যে সান্তনা দেয়া
❤❤
সত্যি বলছি তোমায় এখন ভালবাসিনা, কথাটা বলতে গিয়ে ও প্রিয় মানুষের কথা আবার স্মরণ করা হয়ে যায়..😊😊😊
২১ ই মার্চ ২০১৫🍷
প্রিয় মানুষটি চিরতরে অন্যের হয়ে যায়😭. আজ আবার ২১ মার্চ রাত ১.৩৩ মি।দীর্ঘ ৬ বছর চলে গেল। আজ খুব মনে পড়ছে তারে 😍 তবে জানি না আমাকে ছেড়ে সে কেমন আছে। 😂😭
Dadu
Atkan ni kno
১৫.০১.১৫ একই যন্ত্রনায় ভুগছি😪😪
যদি তুমি ব্যর্থ হও ,, হতাশার কিছু নেই শুধু মনে রেখে অন্ধকার ,, যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়🙈শূন্যতা একদিন পুর্ণ্যতা পাবে শুধু সময়ের অপেক্ষায়
Tnq vaiya jiboner mor a amai ghoriye delen..
🙂🙂🙂🙂🙂
@@bijoykumar1005 r8
Sunnota kokhonoe purnotta pay na....
Ar sei somoy ta kivabe paar korbo
Ekhon toh bece i thakte partechi na😅
2014 সালে প্রথম শুনেছিলাম গানটি। কিছুদিন ধরে গুণগুণ করতাম মনে মনে। আর আজ 2021 এ ইউটিউব এর রিকোমেন্ডে আবার শুনলাম❤❤❤
Tai
সত্যি কিছু কিছু গান হৃদয় স্পর্ষ করে যাই।।
এবার তুমি খুশি তো???বলেছিলে ভুলে যেতে,,,, এখন আমি এই যে একা একা বাঁচতে শিখে গেছি,,,,
তোমাকে বিরক্ত করি না।সত্যই বলছি তোমাকে আর ভালোবাসি না💔
কষ্য
"এখন আমি ভালবাসি শুধু আমাকেই"
অসাধারণ একটা লাইন,🎧
really i love this song....
সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না
তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না।
সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না,
তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না।
এখন তোমার জন্য আমার কোন সময় নেই,
এখন আমি ভালোবাসি শুধু আমাকেই।
এখন আমি ভালোবাসি শুধু আমাকেই।
সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না
তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না।
এখন আমার সঙ্গী আকাশ, রাতের ধ্রুবতারা,
বৃষ্টি সঙ্গী করে ভালো, আছি তোমায় ছাড়া।(২)
সময় পেলে উদাস মনে দেখি জোছনা,
তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না।
সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না
তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না।
এখন আমার সঙ্গী গিটার, সুরের ডানা মেলা
ইচ্ছে সঙ্গী করে ভালো, আছি তোমায় ছাড়া।(২)
সময় পেলে উদাস মনে দেখি জোছনা,
তোমায় নিয়ে মিছেমিছি স্বপ্ন দেখি না
সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না
তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না।
সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না,
তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না।
এখন তোমার জন্য আমার কোন সময় নেই,
এখন আমি ভালোবাসি শুধু আমাকেই।
এখন আমি ভালোবাসি শুধু আমাকেই।
ধন্যবাদ ভাই 💞💞
গভীর রাতে অনেক বার গান টা শুনছি,,, আর মনে মনে হাসছি কি অভিনয় জানো তুমি,,, 😥😥😥
সব পারে ভাই বেঈমানরা😭😭
Akhon ami valo bashi shudui amake... Best line 💬
চার বছর আগে থেকেই নিয়তি মেনে নিয়ছি। নিয়তি যেদিকে নিয়ে যায় আমি দৌড়ে সেদিকে যাই.
আমি মনে প্রানে বিশ্বাস করি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন 🖤
সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না, তবুও দিনে কয়েক শত বার মনে পড়ে যায় তোমার নাম!! তুমি আমার কেউ ছিলে না... শুধু ভালোবাসা ছিলে ভালোবাসা ❣️
তোমাকে না পেলে ভালোবাসা কি বুঝতাম না, তোমাকে না পেলে ঘৃণা কি বুঝতাম না। ভালো থেকো তুমি।😰
সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না...তোমার জন্য মিছে মিছি রাত ও জাগি না!!!ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসার মানুষ গুলো 💔💔
এতটা সাহস কই পাই,
ভালবাসি না, মিস করি না
এটা তো জীবনের শ্রেস্ট মিথ্যে বলা হবে্,...।।
নেই কোন ভালোবাসা, নেই পিছুটান... 🙂
রয়েছে শুধুই এগিয়ে যাওয়ার গান...🖤
৫ মাস হলো আমাকে এ ভাবে রেখে চলে গেল 🥺
৬ বছর এর সম্পর্ক ছিল কথা ছিল সারা জীবন এক সাথে থাকবো💔এখন আমি ভালোবাসি শুধু আমাকে 😍
২০২২ এ এসে যারা শুনছেন আমি বলবো আপনাদের রুচির কোনো কমতি নাই💞
same bro ৬ বছর ধরে যাকে ভালোবাসি,সারাজীবন থাকবো ভাবছি,৪ মাস হলো আমাকে ফেলে চলে গেলে,কিছু না বলেই হঠাৎ যোগাযোগ বন্ধ🙃
আমার লাইফের সবচেয়ে বড় মিথ্যে সান্ত্বনা এই গানটা।
সত্যি বলছি তোমায় আমি ভালবাসি না। 💔💔💔💔💔💔💔
আমি মিথ্যা বলছি তোমাকে আর ভালোবাসি না,এখনও অনেক ভালোবাসি, বাসতে থাকব ইনশাআল্লাহ, মরার আগে ভুলতে পারব না, এটাই বাস্তব।
❤️❤️❤️
গল্প টা শুনতে চাই
গল্পটা শুনতে চাই ভাই
তিন বছর হয়ে গেছে এই গানটা কতবার যে শুনেছি হিসাব নেই। আসলেই জীবনে একবার হলেও ভালবাসা উচিত৷ তাহলে বোঝা যায় আসলেই কাউকে ভালোবাসা উচিত না। সত্যি তোমাকে আর ভালোবাসি না, কিন্তু তোমার সৃতি গুলো এখনো আমাকে কাদায়😭💔
ভালো থেকে "রিতা" 😭
জীবনের চলার পথে কিছু কিছু সময় এতো একা হয়ে পড়তে হয় যে তখন শুধুমাত্র এই গান গুলো সজ্ঞি হয়ে দাড়ায় পাশে, আর নিজের অজান্তেই চোখ থেকে ঝড়তে থাকে না বলা কিছু কথা 🙂❤
আহা! কলেজ লাইফের সেই প্রিয় গান। সময় ২০১০
সত্যি বলছি তোমাকে খুব ভালবাসি😭দেখতে দেখতে তোমার বিয়ের একমাস পেরিয়ে গেল (২৭.০১.২০২১)তোমার হলুদের দিনথেকে গানটা প্রচুর শুনতাম,,তখনও কাঁদতাম,এখনও কাঁদি😭
আর হ্যা ভালবাসি তোমায় খুব ভালবাসি 💚
Beye koren.vule jaben kotha dilum.
@@aminulbajeclass.1136 R u right 1000000%
@@Mdsagor-jd6jr thanks.
ভাইজান কস্টটা সেই বুঝে যার সাথে ঘটে,,এক মূহুর্তে যেন দুনিয়াটা ওলোট পালট হই যায়,,
ক্লাস ফোরে গানটা প্রথম শুনছিলাম, ভাবিনাই কখনও জীবনের সাথে এভাবে গানটা মিলে যাবে
@@sanowarabegam308 beye koren Kosto thakbe na.
সত্যি কারের ভালোবাসা অপূর্ণতায় থেকে যায় 💔💝
Pai nai shotte karer valobasha ty apurnoi roye geche
ঠিক বলেছেন
অপূর্ণ থাকলে হয়তো আমি জিন্দা মরা হয়ে যাবো, আল্লাহ মাফ করুক
Jei valobasai kosto thakena,
Ta sottikarer valobasa na.
Sartho chara vlobashar pore o Ami tmar vlobasha pai nai...
Jani nah mitha Ami ajo kak bolsi nijek nko tmak. Besh achi tmak chara Ami. Akhn r tmak vlobashi nah. Nijek vlobashi onk besi...
একটা সময় ছিল যখন তার জন্য অপেক্ষার শেষ ছিল না । এখন স্বপ্ন অপেক্ষা কোনটাই নেই। আছে শুধু আমার ভালো থাকার চেষ্টা।
miyera amoni hoi..
😞😞😞😞
নিজেকে নিয়ে ভাবুন ভাল থাকবেন
R8 chelera arokom e hoy
Meye der theke er caye valo r ki asha kora jai..
জীবনে একটা হলেও প্রাত্তন থাকা উচিত শুধুমাত্র এই গানগুলোর ফিল নেয়ার জন্য😊🤍
২০২৩ সালে এসে শুনছি 😄যারা ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে গেছেন🤥 তাদের জন্য শুধুই গানটি 🤔🤐🫣👌from🇧🇩
যাকে একবার ভালোবাসা হয়, তাকে কিভাবে ভোলে মানুষ?😒😔
Santona bess🤗🤗🤗
পাষাণ মনের মানুষেরা ঠিকই পারে ভাই
এতো বাস্তব সত্য একটা গানে ১ মিলিয়ন ভিউও হলো না, আফসোস। আমাদের বাঙ্গালীদের রুচি কেমন, বড়ই আফসোস লাগে😓💔
সিরিয়াসলি অসম্ভব ভালো
মানুষ যতই বলুক তাকে ভুলে গিয়েছি ভুলাটা এতো সহজ না ভিতরে ভিতরে তার জন্য কষ্ট অনুভব হবেই এটাই সত্য
খুব বেশি হয়
Vlobsha ta emoni hoy
চলে গেলো 3 টা বছর। ভালো থাকিস তুই।😭 দিনটা ছিল 20/1/2019 তোর থেকে চলে আসতে হয়েছে আমাকে।😭 পারলে আমাকে তুই ক্ষমা করে দিস। জানি এই অপরাধের কোনো ক্ষমা হয় না। তবুও একটু চেষ্টা করিস রে।😭 তুই মুসলিম বলে আর আমি হিন্দু বলে আমরা এক হতে পারলাম না রে।🌄 তুই জানিস বাবার কাছে তোর জন্য কতো মার খাইসি। আরে তাতে কষ্ট হয়নি।😭 কষ্ট তো হয়েছিল তখন যখন তোর সাথে আমার শেষ দেখা হয়েছিল😭। আমি চাই তোকে কল দিতে কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে দিতে পারি না যদি আবার তোর প্রেমে পড়ে যাই😭। জানি বাবা এখন বিদেশে তবুও তোর সাথে কথা বলে আর কষ্ট পেতে চাই না। আরে চিন্তা করিস না।😭 উপরে যদি কেউ থেকে থাকে তাহলে আমরা আবার কোনো না কোনোদিন না ওই জন্মে এক হবো।😭 এই জানিস একটা কষ্টই রয়ে গেলো 😭কেনো ভগবান আমাদের এক ধর্ম দিলো না তাইলে তো আমাদের এই অবস্থা হতো না। 😭তোর সাথে আমার অনেক কথা বাকি আছে রে সব অপূর্ণই রয়ে গেল। 😭জানি আর কখনো বলা হবে না সোনা😭। জানিস আমার বাবা ওখানে ছেলে ঠিক করেছে আমি বলেছি বাবা আমার পছন্দ না। 😭অনেকে বলে কি জানিস? বলে তুই যদি বিয়ে না করিস আমার মরা মুখ দেখবি।😭 আরে আমার জীবন নিয়ে এখন আর ভাবী না।😭 আমার জীবন তো সেদিন শেষ হয়ে গেছে যেদিন তোকে আমি হারিয়েছি। 😭আর ও অনেক কথা বাকি রয়ে গেল রে আর বলতে পারছি না😭 আমার যে খুব কষ্ট হচ্ছে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তবে তুই ভালো থাকিস সোনা।😭 আমার এই লিখা সবাই দেকবে শুধু তুই ছাড়া ও ভগবান আমার কপালে লিখছো ভালো কিন্তু আর কারো কপালে এমন লিখো না আমার মতো কষ্ট আর হয়তো কেউ সহ্য করতে পারবে না 😭
💔😭
🙂🙂
রাত ১ঃ০৬ বাজে প্রতিদিনের রুটিন মাফিক তার আইডি সার্চ করে এসে এখন এই গানটা শুনে মনকে বুঝ দিচ্ছি তাকে ভালোবাসি না কিন্তু মনটা যে এতই নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে কিছুতেই বুঝতে চাচ্ছেনা আমার কথাটা
গান সুনতে সুনতে কমেন্ট পরতে অন্য রকম ভালো লাগা কাজ করে
1 year 7 month পরে আজ কথা হলো তার সাথে। অনেক রিকোয়েস্টের পর একটু কথা। ১৫ মিনিটে সে কোনো কথা বলেনি। শুধু শুনেছে। তার কিছুই বলার নেই। সে অনেক আগেই ভুলে গেছে আমাকে। আজ বলেছে তাকে ভুলে গিয়ে ভালো থাকতে। জানিনা কতোটা সেরা অভিনয় উপহার দিতে পারবো তাকে। তবুও জীবন দিয়ে তার ভালো থাকার ব্যবস্থা করে দেব। ভালো থেকো প্রিয় ❤️
Beye koren.vule jaben. Kotha dilum.
@@aminulbajeclass.1136 ভুলতে চাইনা তাকে। ভালোবেসেই ভালো আছি। সব ভালোবাসায় হয়তো চাওয়া পাওয়ার হিসেবটা থাকতে নেই।
@@sabikunnaharmiim977 bachte hobe Nijer jonno.beye koren jibon sundor hobe
আপু নিজের জীবন টা এভাবে নষ্ট করবেন না প্লিজ
যতদিন বাঁচবো শুধু তোমায় ভালোবাসবো, তার পরেও নিজেকে মিথ্যা সান্তনা দিতে বলবো “সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না” 😂😂
নিজেকে মিথ্যা স্বান্তনা দেওয়ার জন্য আমি এই গানটি শুনি প্রতিদিন 😅👉🥺👈
এখন কাজের চাপে সে আমাকে আগের মতো সময় দিতে পারে না, আগের মতো যত্নও নেয় না
কান্না করলে আগের মতো আদর করে চোখের জল মোছানোর বদলে বকা দিয়ে বলে কিরে চুপ করলি, অভিমান করলে সে আর মান ভাঙ্গাতেও আসে না কিন্তু সত্যি বলছি আমি এখনও তাকে সেই প্রথমদিনের মতোই ভালোবাসি আর সেও হয়তো আমাকে ভালোবাসে কারণ আজও যদি ছেড়ে যাবার কথা বলি সে বিশ্বাসই করে না আমি তাকে ছেড়ে কোথাও যাবো , আমার প্রতি তার এই বিশ্বাসটুকুই আমায় বুঝিয়ে দেয় আমায় সে আজও আপন ভাবে
আহ্।। কেন জানি গানটা শুনলে মনটা একটু হলেও শান্তি পাই ❤️❤️❤️❤️
আসলেই কি ভালোবাসি না!!!
নাকি নিজেকে মিথ্যে সান্ত্বনা দেই😅
🌺❤️💚🖤🌺💐
মিথ্যা সান্তনা 😔
পৃথিবীতে ভালবাসতাম বলে কিছু হয় না,
যদি আপনি তাকে এখন ভালো না বেশে থাকেন তাহলে ঐটা ভালোবাসা ই ছিলো না 🙂
ভালোবাসাতে কোনো past নেই, সব ই প্রেজেন্ট 😍🤗🥰
santona😞
Nicc
ভালবাসা কখনো ভোলা যায় নারে
ভালোবাসি অনেক অনিমেষ❤️❤️ হয়তো বুঝেও বুঝলে না,শুধু অভিনয় করে গেলে ভালবাসার,অপেক্ষা করা খুব কষ্টের বুঝলা না😢এখন রাত ৩:৩৫ মিনিট। অনেক ভালো থাকো ❤️❤️
আমার শহর জুড়ে আজ মিথ্যে অভিনয়,,
আমার শহর জুড়ে আজ ভীষণ কালো মেঘ, ভীষণ বিষন্নতা...
আমার শহর জুড়ে আজ ঘন ঘন বেজে উঠছে নিজেকে দেয়া সেরা মিথ্যে স্বান্তনার নাম- "সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না"...🥀
অবশেষে আমি দেখলাম,, 🙂
আমার আমি ছাড়া আর কেউ নেই আমার । 🙂💔
২৭/০৭/২০২১ ইং
💔🙂
Sotti vai🙂
@@Ramjanali-vb7ef hm vai🙂
😥😥
Akdom thik bolachen
এই গানটা মনে হয় পৃথিবীর সৃষ্ট গান
গানটা শুনে তার জন্য আরো একবার চোখের কনে জল চলে আসলো।
ভালো থেকো ভালবাসা অন্য কারো ভালোবাসায
তোমারে ভালোবাসি " এর মানে হলো তোমারে না পেলে মরে যাবো না! কিন্তু তোমারে না পেলে আজীবন মেয়াদী যে আফসোসটা থাকবে সেটা অন্য কেউ দূর করতে পারবে না!'🖤
আমরা প্রায়ই অযোগ্যদের প্রকৃত ভালোবাসা দেয়..😥. যারা কিনা প্রকৃত ভালোবাসার মূল্য দিতে জানে না। তাদেরই বা কি দোষ. পৃথিবীতে এখন নকল ভালোবাসার ভিড়ে প্রকৃত ভালোবাসা ফিকে হয়ে গেছে 😪😪😪
হুট করেই গানটি সামনে আসলো এখন প্রতিদিন কম হলেও ৭-৮ বার গানটি শুনি।
সত্যিই অসাধারণ একটা গান।
তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না!😅
And its 2:49 am right now.
মনের কষ্ট R চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই কারন সবাই কষ্ট দিতেই পারে কিন্ত কেউ কষ্টের ভাগ নিতে পারে না
ঠিক
R8
I believe this your toking like it bro
Tru!! Nice song ❤
100% Right i believe this
এই গান হাজার মন ভাংগা মানুষের স্পন্দনে স্পর্শ মেখে দেওয়া হিরিক❤️🥀
Ekhon ami valobashi shudu amake..🖤
জীবনে কতবার যে গানটা শুনেছি তার হিসেব নেই💔 এতটা মিল কি ভাবে হলো😞
Amio
এই গান শুনে মাঝ রাতে নিজের অাত্মা কে মিছে সান্তনা দিতাম... অনেক পর আবার শুনলাম।
এই গানটি যতবার শুনবেন ততবারই মনে পড়ে যাবে... ভুলবেন কি করে...
আমি এখন আমাকে সব চেয়ে ভালোবাসি now i realized that this is My best life.. alhamdulillah❤
2022 থেকে বলছি আমি ...
তোমাদের মাঝে রেখে গেলাম আমার এই কমেন্ট ..
আমি তো থাকবো না ,কোনো একদিন ।
এই গান উৎসর্গ নবীন দের
সত্যি বলছি তোমাকে আমি
ভালোবানি না💔
তোমার জন্য রাতও জাগি না 💔
yeah
💕💕💕💕💕💕💕
amio
সে আমার স্কুল এর বন্ধু ছিল ছোট বেলার, পরবর্তী তে তার বন্ধুত্ব টা আমাকে পেয়ে বসে। র আমি পাগল তাকে ভালবেসে ফেললাম, কিন্তু সে কোনো দিনই বুঝলো আমার ভালোবাসাটা। আমি চাইতাম তার জীবন টা জানি আরো সহজ আর সুন্দর হয়। কিন্তু সে মনে করলো আমি তার ব্যাক্তিগত জীবনে হস্তক্ষেপ করসি। তার হাজার অপমান ও আঘাত শয্য করে আজও তাকেই ভালবেসে চলেছি। জানি না সে কোনো দিন আমার হবে কিনা, আমি তাকে আমার নিজের করে পাবো কিনা। কিন্তু আমি তাকে ভালবাসি। আজও ভালবাসি, আর বেষেই যাব সারা জীবন।
#moharani👑
সত্যি বলছি তোমাকে এখন আর ভালোবাসি নাহ। 😭😭
গানটি, আমার ও গাইতে ইচ্ছে হল নামক এনটিভির একটি অনুষ্ঠানে শুনেছিলাম। এখনও বেঁচে আছে। শুভ কামনা সত্যি বলছি। পরিবারকে।
কিভাবে পারলে ১১ বছরের একটা পবিত্র সম্পর্ককে এক নিমিষেই গুড়িয়ে দিয়ে অন্যকারো হাত ধরতে। দোয়া করি ভালো থাকো তোমার নতুন ভালোবাসা নিয়ে।।
এই গানের কমেন্ট এ জারা আছে..তাদের জিবনে গেথে আছে এই গানের প্রতিটা লাইন...!
ভালো থাকুক সবার জীবনের না পাওয়া ভালোবাসার মানুষ গুলা. ❤️❤️💔💔
সব কিছু একদিন শুরু হয়, কি সুন্দর দিন আসে তখন !
একদিন আবার সব শেষ হয়, হতে হয়.. সব শুরুরই তো শেষ আছে...
তুমি কোথায়? তুমি ? কোথায় হারিয়ে গেলে?
যে ভাবে শুরু হয় জীবনের প্রথম মুহুর্ত গুলো ভেবে ছিলাম হয়তো এভাবেই সারাজীবন তোমায় ভালোবেসে যাবো
কিন্তু নিয়তির ডাকে তুমি চলে গেলে
এখনো তোমায় ভালোবাসি
Hmmm
কষ্ট
@@rafsanwaffe8835 এত সব কষ্টের পরও একদিন ঠিক ভোর হয়, নতুন সূর্য উঠে.. 🌺
@@santasraboni8447 সত্যি,, আপনি কি পারবেন? ভুলে গিয়ে নতুন সূর্য হতে? চাইলেও তো নিষ্ঠুরদের ভুলা যায় না।।
Tumake pabo na jeneo valibashi.. bseshe jabo sara jaibon... miss you shamnaj❤️🙁😀🥀
আজ দুই বছর..💔 পতিটা রাত কান্না করি..😢 জানি কখনো এই কান্না থামাতে পারবো কি... 😢💔
গানটা হচ্ছে নিজেকে দেওয়া সবচেয়ে বড় মিথ্যে শান্তনা 😩😩😩😩
গল্পটা হয়তো শেষ,কিন্তু মনে থাকবে সারাজীবন!🌸
2022 এ এসেও গানটা সেই আগের মতোই লাগে।।।❤️
yes😶
যদি ভালবাসা নাই থাকে কোথায় শান্তি পাব, বল কোথায় গিয়ে?
অনেক ভালো লাগল গানটা অসাধারণ 💔
নিজেকে মিথ্যে শান্তনা দেওয়ার মতো একটা গান 😥