অবাক হলাম এই ভিডিওটি দেখে-শুনে। মনে পড়ে না, দেশে-বিদেশে এরকম ধরনের ভিডিও আমি কোনোদিন দেখেছি কিনা। নিছক যদি কোনো নবাগতকে প্রচারের আলোয় আনার জন্য এই উদ্যোগটি নেয়া হতো, তাহলে কিছু বলার ছিল না। বলার ইচ্ছে হল এই দেখে ও শুনে যে একটি পরিবারের সদস্যরা শুধু তাঁদের সন্তান বা ভ্রাতাকে আমাদের সামনে উপস্থাপন করছেন না, তাঁর ভালো মন্দের অকপট বিশ্লেষণ ও স্বীকারোক্তি করছেন ও দর্শকদের আদালতে তাঁকে হাজির করছেন গুণমানের সঠিক মূল্যায়নের জন্য। এইটা আমার মনকে স্পর্শ করেছে। একটা কথা না বলে পারছি না। আমার ধারণা, অনজনের মূল ধারার সঙ্গীত চর্চা থেকে নিজেকে সরিয়ে রাখা একরকমের 'সাপে বর' হয়েছে। বাবা, মা, দিদি যে বর্ত্মের অনুগামী, অনজন-কেও সেই পথের ধারক ও বাহক হতে হবে, এরকম কোনো মাথার দিব্যি নেই। সত্যি কথা বলতে কি, বাবা যে জগতে দিকপাল, সেই জগতে শিখরে পৌঁছনো অনেক কষ্টসাধ্য। তার চেয়ে অববাহিকা বেছে নেয়া অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ, দুঃসাহসিক ও যুগোপযোগী। সত্যজিৎ রায় ভাগ্যিস সুকুমার রায় হবার চেষ্টা করেননি। প্রযুক্তির উন্নতির সাথে সাথে ধ্বনি এখন দৃশ্য ও শ্রাব্যকে অনেক কাছাকাছি এনে ফেলেছে। ধ্বনির সমস্ত স্তর এখন কম্পিউটারের সূচ্যগ্র নিপুণতার আওতায় চলে এসেছে। কিন্তু সঙ্গীত তো শুধু ধ্বনি নয়। ধ্বনি-বিদ্যুৎকে সঙ্গীত-সৃজনের শৃঙ্খলায় আনার জন্য চাই অনজনের মতো নবীন প্রতিভা। এরা পরম্পরা ও আধুনিক প্রজন্মের মেলবন্ধন করতে সংগীতের দুনিয়ায় এসেছে। এরা ফুল হতে নয়, ফুল ফোটাতে এসেছে এই গানের ভুবনে। এদের পুরস্কার অন্যের সাফল্যে। এদের সমগ্রতা লক্ষিত ও প্রশংসিত হয় অন্যর রকমের রসিক ও গুণীজন দ্বারা। অনজন মেঠো পথ সজ্ঞানে বেছে নিয়েছে অন্য ধরনের ফুল ফোটাবে বলে। ওর অযুত সাফল্য কামনা করি।
@@ananjanchakrabortymusic এইমাত্র চোখে পড়ল তোমার সুকুমার আবদারটি। মজা হল এই ভেবে যে পণ্ডিতজির পুত্র আমার মত অর্বাচিনের কাছে চাইছে আশীর্বাদ! তোমাকে আশীর্বাদ করার কোন যোগ্যতা আমার নেই। তবে তোমার জন্য রইল আমার বুকভরা শুভেচ্ছা। কামনা করি, যিনি এই বিশ্বচরাচরের সৃষ্টিকর্তা, তাঁর করুণার অবিরাম ধারাপাত হোক তোমার কর্মে ও জীবনে।
প্রথমে দাদা ও দিদি কে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও নমসকার।সেইসজ্ঞে কৌশিকী এবং অনঞ্জন কে জানাই অনেক শুভেচ্ছা। সাফল্যের চূড়ায় ওঠার পরেও যে মানুষ এতখানি বিনম্র হযে পারে,আপনাদের না দেখলে শেখা যায় না। দাদা আপনি আমার প্রণাম নেবেন।
প্রণাম গুরুজী, আপনাদের পরিবার, বাংলার তথা ভারত বর্ষের গৌরব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আরও আরও উন্নত হউক এই প্রতিষ্ঠান, বাংলার আরও আরও ছেলে মেয়েদের শীতল ছায়া প্রদান করে আত্মবিশ্বাসী করে তুলুক।🙏🙏🙏🙏🙏🙏
I’m ex student of shrutinandan ..Vocal cord e nodule Hobar jnno ami continue korte parini ..ekn bhalo achi ..5 Years jkn tkn theke shrutinandan e gechi ..foundation er time theke ..Onk smriti Onk bhalobasa peyechi ..ananjan ke choto bela te dekhechi ..same age group ..khub bhalo tabla bajato..khub talented musician ..Amar onk pronam guruji guruma er putul di ke ..Onk subheccha ananjan ke ..🙏❤️
God bless Ananjan.....He should be treated as an independent entity... Every individual has his own talent....whatever it may be...its a quality... His own individuality shouldn't be mixed with his parents or siblings.
তুমি আমার ছেলের বয়সি তাই তোমার প্রতি এক অগাধ স্নেহ ভালোবাসা আছেই, তোমার ছত্রছায়ায় যেন আরও বটগাছ তৈরী হয়... তোমার দিদির কথা ধরেই বললাম। অনেক আগে থেকেই তোমার এই প্রতিভার কথা আমার স্কুল এর বন্ধু শ্রুতিনন্দন এর ছাত্রী লিপিকার গান এর রেকর্ডিং শুনে জেনেছিলাম। খুব ভালো থেকো। আমি তোমার পুরো পরিবার এর ভক্ত। 🙏💝😊🤗
Guruji Ar Sabaike Pronam Ananjan Sir Apni Aro Egiye Jan Ebong Bhogobaner Kache Prarthona Kori Apnar Studio Kolkatar Best Studio Hoye Uthuk And Obviously Best Learning Centre Also
আপনি এইভাবেই এগিয়ে চলুন ... আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল... সঙ্গীত সেভাবে বুঝি না যদিও তবু আপনার কাজ দেখে এটা একটু হলেও বুঝি আপনার কাজের ধারা এবং গতিপ্রকৃতির একটা অভিনবত্ব আছে যার মাধ্যমে আমাদের সমাজে ভবিষ্যতে সঙ্গীত ধারায় একটা নতুন দিগন্ত উন্মোচিত করবে।মা সরস্বতী আপনার সাথে সবসময় আছেন। এগিয়ে চলুন।সরস্বতীর আশীর্বাদ স্নাত এই সাঙ্গীতিক পরিবারের সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি।
PANDIT JEE,YOU MAY ACCEPT OR NOT SINCE THE INCEPTION OF MY CONSCIOUS I BECAME A FAMILY MEMBER OF YOUR FAMILY AND UNCLE OF YOUR DAUGHTER AND YOUR SON, OF COURSE VIRTUALLY. GOD BLESS YOU ALL.APNAR PORIBAR ER MANGAL HOUK.
Anananjan, please go ahead to put Bengal again the global music landscape with the great legacy of your father, sister -Kaushiki and great blessing of other musical maestros of West Bengal ( & Bangadesh) along with those from other part of India.
All the best Ananjan, and hat's off to your supportive family. Onara sabai aaj shikhor sparsho korechhen, kintu onader eirakom binamro kothabarta, akjon true artist er porichoy... Aneker anek kichhu shekhar achhe ei documentation video ti dekhe. Tomar aar Koushiki r jonnyo anek bhalobasha aar onader jonnyo swashroddhyo pronam janai🙏🏻🙏🏻
Guruji Guruma o Putul Di ke onek pronaam janai !!!! And amar platinum diamond bhai ke onek onek best wishes janai ar onek success er jonne pray kori !!
চরিত্রবল ই প্রধান বল। এই চরিত্রবলে বলীয়ান হয়ে যে কোন কাজে এগোলে ঈশ্বর সহায় হন। তাই তাঁর চরণেই প্রার্থনা করি তিনি যেন সেই বলে বলীয়ান হতে সাহায্য করেন ও কৃপা করেন।
🙏🏽 Sri Ananjan C : Hitch your wagon to a Star. Both Rumi and APJ Abdul Kalam said: ‘ You were born with greatness. Born with Wings. Don’t crawl. Learn to use them to fly and fly’. Best Wishes from Cape Town, South Africa.
অবাক হলাম এই ভিডিওটি দেখে-শুনে। মনে পড়ে না, দেশে-বিদেশে এরকম ধরনের ভিডিও আমি কোনোদিন দেখেছি কিনা। নিছক যদি কোনো নবাগতকে প্রচারের আলোয় আনার জন্য এই উদ্যোগটি নেয়া হতো, তাহলে কিছু বলার ছিল না। বলার ইচ্ছে হল এই দেখে ও শুনে যে একটি পরিবারের সদস্যরা শুধু তাঁদের সন্তান বা ভ্রাতাকে আমাদের সামনে উপস্থাপন করছেন না, তাঁর ভালো মন্দের অকপট বিশ্লেষণ ও স্বীকারোক্তি করছেন ও দর্শকদের আদালতে তাঁকে হাজির করছেন গুণমানের সঠিক মূল্যায়নের জন্য। এইটা আমার মনকে স্পর্শ করেছে।
একটা কথা না বলে পারছি না। আমার ধারণা, অনজনের মূল ধারার সঙ্গীত চর্চা থেকে নিজেকে সরিয়ে রাখা একরকমের 'সাপে বর' হয়েছে। বাবা, মা, দিদি যে বর্ত্মের অনুগামী, অনজন-কেও সেই পথের ধারক ও বাহক হতে হবে, এরকম কোনো মাথার দিব্যি নেই। সত্যি কথা বলতে কি, বাবা যে জগতে দিকপাল, সেই জগতে শিখরে পৌঁছনো অনেক কষ্টসাধ্য। তার চেয়ে অববাহিকা বেছে নেয়া অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ, দুঃসাহসিক ও যুগোপযোগী। সত্যজিৎ রায় ভাগ্যিস সুকুমার রায় হবার চেষ্টা করেননি।
প্রযুক্তির উন্নতির সাথে সাথে ধ্বনি এখন দৃশ্য ও শ্রাব্যকে অনেক কাছাকাছি এনে ফেলেছে। ধ্বনির সমস্ত স্তর এখন কম্পিউটারের সূচ্যগ্র নিপুণতার আওতায় চলে এসেছে। কিন্তু সঙ্গীত তো শুধু ধ্বনি নয়। ধ্বনি-বিদ্যুৎকে সঙ্গীত-সৃজনের শৃঙ্খলায় আনার জন্য চাই অনজনের মতো নবীন প্রতিভা। এরা পরম্পরা ও আধুনিক প্রজন্মের মেলবন্ধন করতে সংগীতের দুনিয়ায় এসেছে। এরা ফুল হতে নয়, ফুল ফোটাতে এসেছে এই গানের ভুবনে। এদের পুরস্কার অন্যের সাফল্যে। এদের সমগ্রতা লক্ষিত ও প্রশংসিত হয় অন্যর রকমের রসিক ও গুণীজন দ্বারা।
অনজন মেঠো পথ সজ্ঞানে বেছে নিয়েছে অন্য ধরনের ফুল ফোটাবে বলে। ওর অযুত সাফল্য কামনা করি।
Sir, Amar Pronam Neben 🙏
@@ananjanchakrabortymusic এইমাত্র চোখে পড়ল তোমার সুকুমার আবদারটি। মজা হল এই ভেবে যে পণ্ডিতজির পুত্র আমার মত অর্বাচিনের কাছে চাইছে আশীর্বাদ! তোমাকে আশীর্বাদ করার কোন যোগ্যতা আমার নেই। তবে তোমার জন্য রইল আমার বুকভরা শুভেচ্ছা। কামনা করি, যিনি এই বিশ্বচরাচরের সৃষ্টিকর্তা, তাঁর করুণার অবিরাম ধারাপাত হোক তোমার কর্মে ও জীবনে।
এক কথায় অসাধারণ উপস্থাপন। ম্যাডামের গানের রেশ রইল দু' কান ছাপিয়ে..আহা।
অনাঞ্জনবাবুকে শুভকামনা জানাই।
মাতৃভাষায় কী অনায়াস,পরিশীলিত প্রকাশ সকলের।মুগ্ধতা অফুরান ❤❤🙏🙏
চমৎকার লাগলো এই প্রতিভাবান পরিবারের মুখের কথায় ওঁরা যে ইতিহাস সৃষ্টি করছেন তার ইতিকথা।❤
কি অসাধারণ মার্জিত কথাবার্তা 🙏🌸, প্রণাম গুরুজী, গুরুমা আর কৌশিকী ম্যাম কে 🌸
ধন্যবাদ।
sottie....Hriday chhuye gelo....
Kaushiki dir kotha batra, onar porichoy. Pandit jir sujogya putri 🙏.
Ajoyda porom guru tar blood bhaloto hobei.amra jara musician tara mathai rakhi ai poribarer sobaike.pronam iswar guru
আজ এই ভিডিও দেখে সত্যই সমৃদ্ধ হলাম ...আমি ধন্য হলাম ....
Mon vore gelo vedio ti dekhe
Sakal ke amar sasradhyo pranum and koushikir janyo akbuk valobasa
Sotti Ananjan Sir amader kache inspiration 🙏🙏Iswarer kache prarthona kori jano spnar sokol icche puron hoy
চমৎকার একটি শিক্ষণীয় ছবি। মূল্যবান কথা। সর্বকালে প্রযোজ্য।
খুব আপ্লুত হলাম ডিলিট টা দেখে।।❤blessed family .🙏🙏
অনঞ্জন এগিয়ে যাও।।মা সরস্বতী তোমার সহায় আছেন থাকবেন।আর তোমার মা বাবার আশীর্বাদ তো আছেই।।
May God Bless Him and May He Find His Own Place Under the Sun.... "Blessings from A Mother"
পরিবার এর প্রত্যেক সদস্য গুনী শিল্পী ও অসাধারণ ব্যাক্তিত্বের অধিকারী।
Kaushiki khub e positive.probably Bhagwaad Geeta te jerom lekha ache kaushiki thik sheibhabei bhabna chinta kore r sheibhabei bole. Good luck Ananjan
অনুভূতি,আবেগ,প্রশ্রয় অথচ মার্জিত রুচি- এটাই বাঙালির পরিচয়। অনাঞ্জন আপনি অনেক শুভেচ্ছা নেবেন।
ধন্যবাদ।
তোমরা প্রত্যেকেই অনন্য সাধারণ ।
ধন্যবাদ।
প্রথমে দাদা ও দিদি কে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও নমসকার।সেইসজ্ঞে কৌশিকী এবং অনঞ্জন কে জানাই অনেক শুভেচ্ছা। সাফল্যের চূড়ায় ওঠার পরেও যে মানুষ এতখানি বিনম্র হযে পারে,আপনাদের না দেখলে শেখা যায় না। দাদা আপনি আমার প্রণাম নেবেন।
Guruji, Guruma, Kaushiki Didi ebong Dada ke amar pranam janai🙏🙏 Oshadharon laglo🙏 Sokole khub bhalo thakun ebong sustho thakun.
ধন্যবাদ।
প্রণাম গুরুজী, আপনাদের পরিবার, বাংলার তথা ভারত বর্ষের গৌরব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আরও আরও উন্নত হউক এই প্রতিষ্ঠান, বাংলার আরও আরও ছেলে মেয়েদের শীতল ছায়া প্রদান করে আত্মবিশ্বাসী করে তুলুক।🙏🙏🙏🙏🙏🙏
অনেক ধন্যবাদ।
শুদ্ধ সংগীতের আঁধার, অনন্য এক পরিবার!
Guruji,guru ma, dujanke pronam, koushiki chakrobarty,ananjan chakrobarty dujan ke namosker, apnader katha guli kubei important, mone rakbo,
Such a precious family!
তোমাদের গুন অপরিসীম যার তুলনা হয় না। মন ভালো হয়ে গেল। খুব ভালো লাগলো।
Blessings to Ananjan . He will sure enhance himself on his field .
আমার অত্যন্ত প্রিয় একটা সাংগিতিক পরিবার,, প্রিয় ক্লাসিকাল গাইকা,, শ্রীমতী কৌশিকি চক্রবর্তী, এবং গুরুজি অজয় চক্রবর্তী 😍😍🙏🙏🇧🇩🇧🇩
ধন্যবাদ।
Guruji, guru ma dujane pronam,ananjan chakrobarty koushiki chakrobarty, namosker, sabai, valo thakun,
You’re so blessed, Ananjan 🌸 My best wishes to you. Plz convey my heartiest pranaam to your family 🪷🙏
Upal Aditya Oikya Thank you so much.
Ananjan ke choto theke dekhchi. Khub bright chele.. Ohh anek boro hobe akdin. Amra jokhn gaan sikhtam guruji r kache tokhon ananjan er khub interest chilo Tabla te. Anek boro hou choto bhai amar.
ধন্যবাদ।
I’m ex student of shrutinandan ..Vocal cord e nodule Hobar jnno ami continue korte parini ..ekn bhalo achi ..5 Years jkn tkn theke shrutinandan e gechi ..foundation er time theke ..Onk smriti Onk bhalobasa peyechi ..ananjan ke choto bela te dekhechi ..same age group ..khub bhalo tabla bajato..khub talented musician ..Amar onk pronam guruji guruma er putul di ke ..Onk subheccha ananjan ke ..🙏❤️
Ananjon, bhalo theko.sakoler priyojon hoe otho. Tomar bater chhayai ashadharan theke oti..sadharan manush ashray pak ei subho ,kamona roilo.
ধন্যবাদ।
Ananjan you deserve it. Tomar procheshta gulo safalyo park etai chai. Tomar poribar tomar pashe achen amrao achi. Tumi tomar moto kore egiye jao. Tomar dyakhano pothe anek protibha nijeder self Identity toiri korte parbe.
Best of luck 💞💞💞💞👍
অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইল। আমরা আরেক খ্যাতিমান এর প্রতিক্ষায় রইলাম।
God bless Ananjan.....He should be treated as an independent entity...
Every individual has his own talent....whatever it may be...its a quality...
His own individuality shouldn't be mixed with his parents or siblings.
Guruji o Guruma ke amar pronam janai …Khub valo laglo…. 🙏🏻🙏🏻❤️❤️
ধন্যবাদ।
অসাধারন লাগলো।।
God bless Ananjan...My best wishes are with him..
তুমি আমার ছেলের বয়সি তাই তোমার প্রতি এক অগাধ স্নেহ ভালোবাসা আছেই, তোমার ছত্রছায়ায় যেন আরও বটগাছ তৈরী হয়... তোমার দিদির কথা ধরেই বললাম।
অনেক আগে থেকেই তোমার এই প্রতিভার কথা আমার স্কুল এর বন্ধু শ্রুতিনন্দন এর ছাত্রী লিপিকার গান এর রেকর্ডিং শুনে জেনেছিলাম। খুব ভালো থেকো। আমি তোমার পুরো পরিবার এর ভক্ত। 🙏💝😊🤗
ঈশ্বরের কাছে অনঞ্জনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। মঙ্গলময় আপনাদের সহায় হোন।🙏
ধন্যবাদ।
মা মনি তোমার মা ও বাবা কে দেখলাম ,ওদের আমার প্রনাম দিও । তোমার রা নিও আমার অনেক অনেক ভালো বাসা ।
Kaushiki Madam, may your wishes for your brother come true. Amen
Pronam Guruji Guruma.Ananjaner music arrangements and polite behavior shottie proshongshonio.May God bless him
গুরুজী ও গুরুমাকে প্রনাম জানাই।🙏🙏🙏 অনেক শুভেচ্ছা রইল।🌹🌹
ধন্যবাদ।
07:25 onwards ei kotha gulor khub dorkar a6e.khub valo laglo.guruji ,guruma,dada ,didi sobaike amar onek pronam.tomader abadan anoshikarjo.
ধন্যবাদ।
Khub bhalo laglo. Ananjan tumi egiye jao. Tomar pariber sange amar shashur barir dirgha dinner samparka. Panditji ke amar Dada shashur Let. Guru Prasanna Baruri khub bhalobasten. Uni Malda te aslai amader bari asten. Amader pariberer sabai tomake tomar kajer janno sadhubad janai. Koushiki di ke janai shubheccha. Panditji o kakimake janai pranam.
ধন্যবাদ।
God bless the most gentle family of Pt Ajoy Chakraborty - the Music Genius of highest humility. It makes him great n immortal.🙏🕉🙏💌
এটহখ;, ;,
Universal truth, pronam, namosker,
শুভেচ্ছা রইলো।
Great, carry on. Big respect and love ❤️👌
Very well said everyone
Guruji Ar Sabaike Pronam
Ananjan Sir Apni Aro Egiye Jan
Ebong Bhogobaner Kache Prarthona Kori Apnar Studio Kolkatar Best Studio Hoye Uthuk
And Obviously Best Learning Centre Also
অনেক ধন্যবাদ।
My Dear Brother. God bless you bhai.
Thank you.
শুধুই নীরব মন্ত্রমুগ্ধতা।
আকাশ ধরা দিক আগামী'র সাঙ্গীতিক যাত্রাপথের বাঁকে বাঁকে।
সবাই ভালো থাকবেন।
প্রণাম ও ভালোবাসা।
Ajoy Da....Gouri Bolchi apnar shob theke prothom student Maadhobir Bandhobi....pronaam neben ajoy da
Sri Sri Maayer kaachhe bhi er mangal prarthona kori, Thakur aapnader kripa
karun ae prarthona kori
আপনি এইভাবেই এগিয়ে চলুন ... আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল... সঙ্গীত সেভাবে বুঝি না যদিও তবু আপনার কাজ দেখে এটা একটু হলেও বুঝি আপনার কাজের ধারা এবং গতিপ্রকৃতির একটা অভিনবত্ব আছে যার মাধ্যমে আমাদের সমাজে ভবিষ্যতে সঙ্গীত ধারায় একটা নতুন দিগন্ত উন্মোচিত করবে।মা সরস্বতী আপনার সাথে সবসময় আছেন। এগিয়ে চলুন।সরস্বতীর আশীর্বাদ স্নাত এই সাঙ্গীতিক পরিবারের সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি।
অনেক ধন্যবাদ।
Wow!good publicly for son.
I respect every member of this Chakraborty family. They are greatest of the gteat
Pronam, namosker, sabaike niea valo thakben,
Guruji apner mea ta a to sundar dekte , jemon sundar dekte temon education temon gaane, kub valo,
ভগবানের দর্শন, আমার সৌভাগ্য এবং আপনি আমার পেরোনা, শুধু আপনার আশীর্বাদ চাই
Net ses, apni guru ma dujan pronam, ananjan chakrobarty, koushiki chakrobarty, rishit sabaike niea sucto thakun, sabaike niea valo thakun, amake ,amer poriberke asirbad korben,
All the best Ananjon.keep it up.
Thank you, I hope ananjan chakrobarty studio are strong, guru ma guruji pronam, god blase your,
Thank you so much.
PANDIT JEE,YOU MAY ACCEPT OR NOT SINCE THE INCEPTION OF MY CONSCIOUS I BECAME A FAMILY MEMBER OF YOUR FAMILY AND UNCLE OF YOUR DAUGHTER AND YOUR SON, OF COURSE VIRTUALLY. GOD BLESS YOU ALL.APNAR PORIBAR ER MANGAL HOUK.
Khub valo laglo ❤️ Sangeet Sadhana ei vabe tomar haat dhore egia choluk .
Asadharon 🙏 amrao jogdan korbo ichchha roilo 🌹
ধন্যবাদ।
Anananjan, please go ahead to put Bengal again the global music landscape with the great legacy of your father, sister -Kaushiki and great blessing of other musical maestros of West Bengal ( & Bangadesh) along with those from other part of India.
Thank you so much.
অসাধারণ 🙏🙏🙏🙏
A Platform of Understanding ANAHAT and Resonance
Great Initiative
God Bless
Thank you.
Kousiki Tomar paribar Ekta Sangeet er maha Milan Mela pandityer shrestho abadan dekhlam Tomar poribar maddhye dhanyabad tomar paribar Er sakal ke
Lots of blessings, particularly to Ananjan
Ashok Patnaik Thank you so much.
Best wishes Dada...Pranaam to Guruji,Guruma and Kaushiki Maam🙏🙏🙏🌸🌸✨✨
Could inform us atleast before leaving
@@ananjanchakrabortymusic Are na ,I haven't left yet.....Ami abar ashbo disturb korte...Just taking some time.
Thanks,
Kaushiki chakrabarti mam , you are my favourite singer ,❤️❤️❤️❤️❤️❤️
All the best Ananjan, and hat's off to your supportive family. Onara sabai aaj shikhor sparsho korechhen, kintu onader eirakom binamro kothabarta, akjon true artist er porichoy... Aneker anek kichhu shekhar achhe ei documentation video ti dekhe. Tomar aar Koushiki r jonnyo anek bhalobasha aar onader jonnyo swashroddhyo pronam janai🙏🏻🙏🏻
Guruji Guruma o Putul Di ke onek pronaam janai !!!! And amar platinum diamond bhai ke onek onek best wishes janai ar onek success er jonne pray kori !!
❤️
Pronam guruji guru ma, sucto thakun, valo thakun, apnadero namosker, sruti nandaner shuvo kamona kori, vagoban valo raku,
অনেক ধন্যবাদ।
Thanks, koushiki chakrobarty, I keep remain all time,
Khub bhalo
Pronam Guruji, Pronam Guruma
Kaushiki, Ananjan..tomader janai amar agami diner onek shubhechha 🙏 dur theke nityo tomader gaan shune .. kothabarta videos er madhyome dekhe ..ahoron kore onek onek onek kichu shikhte chesta kori..nijeke tomader shongeet poribarer ak shodoshyo mone kori...🙏onek egiye jaan apnara..ei kamona kori sri gurur chorone.
অনেক ধন্যবাদ।
Blessing him 🙏🌺
khub bhalo laglo.
ধন্যবাদ।
Heavenly family.
GuruJi Pranam. Sobaike onek obhinondon.
Darun darun...kaushiki shudhu gayeeka noy...ekjon valo bokta
চরিত্রবল ই প্রধান বল। এই চরিত্রবলে বলীয়ান হয়ে যে কোন কাজে এগোলে ঈশ্বর সহায় হন। তাই তাঁর চরণেই প্রার্থনা করি তিনি যেন সেই বলে বলীয়ান হতে সাহায্য করেন ও কৃপা করেন।
অনেক ধন্যবাদ।
ঈশ্বর আশীর্বাদীয় পরিবার।
Excellent job 👍💯
Best wishes & regards to sri Ananjan ji for all his efforts. My reverence & gratitude also for this great musical family. 🌸🌸🙏🙏🙏
Thank you so much.
🙏❤❤
🙏🏽 Sri Ananjan C :
Hitch your wagon to a Star.
Both Rumi and APJ Abdul Kalam said:
‘ You were born with greatness.
Born with Wings.
Don’t crawl. Learn to use them to fly and fly’.
Best Wishes from Cape Town, South Africa.
আন্তরিক অনেক অনেক শুভ ইচ্ছা রইলো।
Ananjan studior suvo kamona kori,
Khub bhalo laglo .
ধন্যবাদ।
Lots of Blessing
Actual Classical
আমার আন্তরিক শুভকামনা রইলো অনঞ্জনের জন্যে।
ধন্যবাদ।
@@ananjanchakrabortymusic suveccha ar nijer moner theke khanikta shokti pathalum.
Kub valo, shuvo kamona kori , pronam,
ধন্যবাদ।
Absolutely🙏 Ri8.Documents is
Necessary
Thank you for this good video
God bless you .....best of luck 👍
Thank you.