।। লোকগানের জগত,ভাবের জগত ।। (পর্ব-২) - মালেক আহমেদ চৌধুরী “ লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে” বিখ্যাত বাউল শিল্পী ও লোককবি ক্বারি আমির উদ্দিনের এই জনপ্রিয় গানটি দিয়েই আমার লোকগানের 'ভাবগত দিক' নিয়ে আলোচনা 'লোকগানের জগত,ভাবের জগত' লেখাটির প্রথম পর্ব শুরু করছি। “ লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে।নাগো না,চাঁদ নয় আমার বন্ধু এসেছে।“ গানটি আসলে একটি মারফতি গান।এই গানে গীতিকবি যে 'চাঁদ'যে 'চাঁদের কিরণ' যে 'ঘর' এবং যে বন্ধুর আগমনের কথা বলছেন সেসবের রহস্য কী,পরিচয় কী ইত্যাদি বিষয়ের সন্ধানই আমার এই আলোচনার বিষয়। আমাদের লোক সংগীতের সবচেয়ে উজ্জ্বল বৈশিষ্ট্য হলো,উপমা-উদাহরণ, অলংকার ও বাক-প্রতিমার মাধ্যমে মূল বক্তব্যকে রহস্যাবৃত করে রসাত্মক ও উপভোগ্য করে উপস্থাপন করা। লোক গানের এই রচনাশৈলী খুবই চমৎকার।আর এই উপস্থাপন রীতিতে যে কবি যতো বেশি পারদর্শীতা ও প্রতিভার পরিচয় দিতে পারেন তিনি ও তার গানই ততো বেশি জনপ্রিয়। আলচ্য এই গানে গীতিকবি বলছেন,লোকসমাজ তাঁর মধ্যে বিশেষ কোনো চাঁদের কিরণ বা কোনো বিশেষ আলোর উপস্থিতি বুঝতে পেরে বলাবলি করছে।কিন্তু কবি বলছেন এই আলো হলো তাঁর 'বন্ধু' অর্থাৎ সেই বিশেষ সত্তার ভালোবাসার আলো বা 'রহম', 'নুর','ইলম'বা অন্য কিছু, কিংবা আরও ঘনিষ্ট কোনো সম্পর্ক যা 'প্রেম' বা 'ইশক' বা এই জাতিয় আরও উপরের মার্গের অন্য কোনো কিছু,যা তাঁর হৃদয় ঘরে বন্ধু বা সেই সত্তার স্বয়ং উপস্থিতির পর্যায়ের।তাই তিনি বলছেন,”নাগো না,চাঁদ নয় আমার বন্ধু এসেছে।“অর্থাৎ শুধু তাঁর আলো নয়,স্বয়ং বন্ধু এসেছেন (সেই সত্তা তার কুদরতি ক্ষমতায় উপস্থিতির উপলব্ধি শুধু তিনিই বুঝতে পারেন, যাঁর কাছে আসেন)।পরের অন্তরায় বলছেন,”বিশ্বাস করেনা ওরা অবিশ্বাসি মন,তবুও কয় দেখিতেছি চাঁদের কিরণ।“অর্থাৎ বন্ধুর উপস্থিতি লোকে বিশ্বাস করেনা কারণ,তাদের মন অবিশ্বাসে অভ্যস্ত তবে,এইটুকু স্বীকার করে চাঁদের কিরণের মতো বিশেষ কোনো আলোর উপস্থিতি।তাই কবি বলছেন,”আমি ডাক দিয়া কই এসোনা,নিজের চোখে দেখোনা,হৃদয় সিংহাসনে আমার কে বসেছে।“ কিন্তু,কবির এই চ্যালেঞ্জ গ্রহণ করে নিজের চোখে দেখার মতো চোখ ও যোগ্যতা সম্পন্ন ভক্ত গণই পারে দেখতে যে,কে বসে আছে ক্বারি আমির উদ্দিনের 'হৃদয় সিংহাসনে'।তাই তিনি বলছেন,”কপালপুড়া আমার ডাকে সাড়া নাহি দিলো,পূর্বাপর (ভালো বটে) দুই-একজন আসিলো।ভক্তগনে বলে ভাই,এই রূপের তুলোনা নাই,(লক্ষ)-কোটি চাঁদে চরণতলে তাঁর ধরা(ধর্না) দিয়েছে।“অর্থাৎ, তাঁর ডাকে কেউ সাড়া দেয়নি কারণ তারা দূর্ভাগা তাইতো নিজেদেরকে অপরূপ রূপ দেখা থেকে বঞ্চিত করেছে।তবে,কিছু ভালো মানুষও আছে বটে যাঁরা যদিও সংখ্যায় নগণ্য,মাত্র পুর্বাপর দুই-একজন।তাঁরা রূপ দেখে অভিভূত হয়ে বলেছে এই রূপের কোনো তুলোনা হয়না!একটি চাঁদের আলোর সাথে তুলোনা করলে ভুল হবে,এতো যেনো (লক্ষ)-কোটি চাঁদ তাঁর চরণ তলে ধর্না দিচ্ছে এমনই রূপের উজ্জ্বলতা। পরের অন্তরায় বলছেন,”নগরবাসী বেহুস হইয়া ঘুমে নাক ডাকায়,আমির উদ্দিন প্রেমের ভাবে রূপের মুর্তি চায়।ভক্ত যারা দিয়ে প্রাণ,গাহে বন্ধুর জয়গান।সৃষ্টি যতো বন্ধুয়ার নামে পূজা দিতেছে।“এতোক্ষণে আমরা জেনেগেলাম আসলে কবির বন্ধু কে। এই হলো আমাদের লোকগান,এই হলেন আমাদের লোককবি ও এই হলো তাঁদের সাধনার বিষয় ও এই হলো তাঁদের অমৃতের মতো মধুর সৃষ্টি।যেসমস্ত অপূর্ব সৃষ্টির মাধ্যমে তাঁরা নিজেদেরকে আড়াল করে,নিজের পরম সাধনার সত্তাকে আড়াল করেও শৈল্পিক কারুকার্যে সুর ও সংগীতের বিচিত্র উপস্থাপন কৌশলে প্রকাশ করেন স্রষ্টা ও তাঁর প্রেম ও প্রশান্তির অপরূপ রূপকে।আর,আমরা সাধারণ 'কপালপুড়া' অবুঝেরা ঘুমের ঘুরে অচেতন থেকে সেই পরম বন্ধুর গুনগান,পূজা ইবাদত থেকে নিজেদেরকে বঞ্চিত করি।তাই,কবি বলেন, “ভক্ত যাঁরা দিয়ে প্রাণ,গাহে বন্ধুর গুনোগান।সৃষ্টি যতো বন্ধুয়ারে পূজা দিতেছে।“
kindly continue as I am requested to all honourable madam ,sir kindly continue--------------------- This is for favour of all honourable madam sir kind perisual. your,s most obedient and faithfully ------------------ EX- Muslim since 1993.
th-cam.com/video/H_LxJBXwbfA/w-d-xo.html বর্স এই এ্যালবামের সব গুলা গান আপলোড দিয়েন প্রিলিজ বর্স,, লতিফ সরকার ও লিপি সরকার, এ্যালবাম নাম: মোবাইলের ভালোবাসা.?
গানের কথা ও সুরে ত্রুটি রয়েছে।
আসল কথা ও সুরে ক্বারী সাহেবের স্বকণ্ঠে ১৯৮২/৮৩ সালে গাওয়া গানের লিংক:-
th-cam.com/video/2vm1IRUMSKc/w-d-xo.html
গানটার অনেক কিছু চেইঞ্জ করচে
।। লোকগানের জগত,ভাবের জগত ।। (পর্ব-২)
- মালেক আহমেদ চৌধুরী
“ লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে”
বিখ্যাত বাউল শিল্পী ও লোককবি ক্বারি আমির উদ্দিনের এই জনপ্রিয় গানটি দিয়েই আমার লোকগানের 'ভাবগত দিক' নিয়ে আলোচনা 'লোকগানের জগত,ভাবের জগত' লেখাটির প্রথম পর্ব শুরু করছি।
“ লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে।নাগো না,চাঁদ নয় আমার বন্ধু এসেছে।“ গানটি আসলে একটি মারফতি গান।এই গানে গীতিকবি যে 'চাঁদ'যে 'চাঁদের কিরণ' যে 'ঘর' এবং যে বন্ধুর আগমনের কথা বলছেন সেসবের রহস্য কী,পরিচয় কী ইত্যাদি বিষয়ের সন্ধানই আমার এই আলোচনার বিষয়।
আমাদের লোক সংগীতের সবচেয়ে উজ্জ্বল বৈশিষ্ট্য হলো,উপমা-উদাহরণ, অলংকার ও বাক-প্রতিমার মাধ্যমে মূল বক্তব্যকে রহস্যাবৃত করে রসাত্মক ও উপভোগ্য করে উপস্থাপন করা। লোক গানের এই রচনাশৈলী খুবই চমৎকার।আর এই উপস্থাপন রীতিতে যে কবি যতো বেশি পারদর্শীতা ও প্রতিভার পরিচয় দিতে পারেন তিনি ও তার গানই ততো বেশি জনপ্রিয়।
আলচ্য এই গানে গীতিকবি বলছেন,লোকসমাজ তাঁর মধ্যে বিশেষ কোনো চাঁদের কিরণ বা কোনো বিশেষ আলোর উপস্থিতি বুঝতে পেরে বলাবলি করছে।কিন্তু কবি বলছেন এই আলো হলো তাঁর 'বন্ধু' অর্থাৎ সেই বিশেষ সত্তার ভালোবাসার আলো বা 'রহম', 'নুর','ইলম'বা অন্য কিছু, কিংবা আরও ঘনিষ্ট কোনো সম্পর্ক যা 'প্রেম' বা 'ইশক' বা এই জাতিয় আরও উপরের মার্গের অন্য কোনো কিছু,যা তাঁর হৃদয় ঘরে বন্ধু বা সেই সত্তার স্বয়ং উপস্থিতির পর্যায়ের।তাই তিনি বলছেন,”নাগো না,চাঁদ নয় আমার বন্ধু এসেছে।“অর্থাৎ শুধু তাঁর আলো নয়,স্বয়ং বন্ধু এসেছেন (সেই সত্তা তার কুদরতি ক্ষমতায় উপস্থিতির উপলব্ধি শুধু তিনিই বুঝতে পারেন, যাঁর কাছে আসেন)।পরের অন্তরায় বলছেন,”বিশ্বাস করেনা ওরা অবিশ্বাসি মন,তবুও কয় দেখিতেছি চাঁদের কিরণ।“অর্থাৎ বন্ধুর উপস্থিতি লোকে বিশ্বাস করেনা কারণ,তাদের মন অবিশ্বাসে অভ্যস্ত তবে,এইটুকু স্বীকার করে চাঁদের কিরণের মতো বিশেষ কোনো আলোর উপস্থিতি।তাই কবি বলছেন,”আমি ডাক দিয়া কই এসোনা,নিজের চোখে দেখোনা,হৃদয় সিংহাসনে আমার কে বসেছে।“ কিন্তু,কবির এই চ্যালেঞ্জ গ্রহণ করে নিজের চোখে দেখার মতো চোখ ও যোগ্যতা সম্পন্ন ভক্ত গণই পারে দেখতে যে,কে বসে আছে ক্বারি আমির উদ্দিনের 'হৃদয় সিংহাসনে'।তাই তিনি বলছেন,”কপালপুড়া আমার ডাকে সাড়া নাহি দিলো,পূর্বাপর (ভালো বটে) দুই-একজন আসিলো।ভক্তগনে বলে ভাই,এই রূপের তুলোনা নাই,(লক্ষ)-কোটি চাঁদে চরণতলে তাঁর ধরা(ধর্না) দিয়েছে।“অর্থাৎ, তাঁর ডাকে কেউ সাড়া দেয়নি কারণ তারা দূর্ভাগা তাইতো নিজেদেরকে অপরূপ রূপ দেখা থেকে বঞ্চিত করেছে।তবে,কিছু ভালো মানুষও আছে বটে যাঁরা যদিও সংখ্যায় নগণ্য,মাত্র পুর্বাপর দুই-একজন।তাঁরা রূপ দেখে অভিভূত হয়ে বলেছে এই রূপের কোনো তুলোনা হয়না!একটি চাঁদের আলোর সাথে তুলোনা করলে ভুল হবে,এতো যেনো (লক্ষ)-কোটি চাঁদ তাঁর চরণ তলে ধর্না দিচ্ছে এমনই রূপের উজ্জ্বলতা।
পরের অন্তরায় বলছেন,”নগরবাসী বেহুস হইয়া ঘুমে নাক ডাকায়,আমির উদ্দিন প্রেমের ভাবে রূপের মুর্তি চায়।ভক্ত যারা দিয়ে প্রাণ,গাহে বন্ধুর জয়গান।সৃষ্টি যতো বন্ধুয়ার নামে পূজা দিতেছে।“এতোক্ষণে আমরা জেনেগেলাম আসলে কবির বন্ধু কে।
এই হলো আমাদের লোকগান,এই হলেন আমাদের লোককবি ও এই হলো তাঁদের সাধনার বিষয় ও এই হলো তাঁদের অমৃতের মতো মধুর সৃষ্টি।যেসমস্ত অপূর্ব সৃষ্টির মাধ্যমে তাঁরা নিজেদেরকে আড়াল করে,নিজের পরম সাধনার সত্তাকে আড়াল করেও শৈল্পিক কারুকার্যে সুর ও সংগীতের বিচিত্র উপস্থাপন কৌশলে প্রকাশ করেন স্রষ্টা ও তাঁর প্রেম ও প্রশান্তির অপরূপ রূপকে।আর,আমরা সাধারণ 'কপালপুড়া' অবুঝেরা ঘুমের ঘুরে অচেতন থেকে সেই পরম বন্ধুর গুনগান,পূজা ইবাদত থেকে নিজেদেরকে বঞ্চিত করি।তাই,কবি বলেন, “ভক্ত যাঁরা দিয়ে প্রাণ,গাহে বন্ধুর গুনোগান।সৃষ্টি যতো বন্ধুয়ারে পূজা দিতেছে।“
আমার জীবনে সবচেয়ে বেশি এই গানটা শুনছি
*হে আল্লাহ আমাদের সবাইকে এই সুন্দর মায়াবী পুথীবীর বুকে মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি দাও সবাই বলুন আমিন*
Amin
ᴀᴍɪɴ
কত বছর পর শুনলাম প্রায় ১০ বছর শৈশব এর কথা মনে পড়ে গেল আগে ডিসের লাইনে এই গুলো গান দিতো
লিপ সিংগার মেয়েটির অভিনয় এবং হাসি অসাধারন। ধন্যবাদ
লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে। না গো না চাঁদ নয় আমার বন্ধু এসে ছে।
আমার প্রান প্রিয় একজন মানুষ হলেন ক্বারী সাহেব
এই গানের লেখক গীতিকার হচ্ছেন ক্বারি আমির উদ্দিন আহমেদ উনার নাম কোথায় 😡😡। ?
চমৎকার একটা মিউজিক ভিডিও দেখলাম,,,কাতার থেকে আছি
Unparalleled brilliant singer nice song..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Many thanks
Edit ta sundor ekdom Bollywood style r baby mam er voice onek nice
বেবী নাজনীনের গান ভালো লাগলো।
Khub miss kori baby naznin apu k...
অনেক সুন্দর হইছে ❤️,,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)
ভালো হয়েছে
কেন
খুব সুন্দর গান
আমার সবচেয়ে প্রিয় গান।
Best sung
আমি মোঃ মোক্তাদির খান সহকারী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার আনসার ও ভিডিপি কার্যালয় ফুলতলা, খুলনা। খুব সুন্দর হয়েছে, ইনশাল্লাহ
অরিজিনাল লিরিক্স পরিবর্তন করে গাওয়ার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই গানটা সিলেটের কৃতি সন্তান ক্বারী আমির উদ্দিনের লিখা গান।
6
,
N
I like this song,
01726531248
বেবিনাজনিনের গান সুন্দর তবে সস্তা মডেলদের কারনে দেখতে ভাল লাগে না
Osadorn sondhor
NICE SOMG
joss. Sing
গানের গীতিকারের নামটা এভাবে চেপে নিজেদের নামে চালিয়ে দেয়া অন্যায়। অরিজিনাল গীতিকার ক্বারী আমিরউদ্দিনের মুল গানের কিছু কথাও চেঞ্জ করা হয়েছে।
রাইট
না দেখে চিল্লাচ্ছেন কেন???
টিউন-কারী আমীর উদ্দিন লিখা আছে ডেসক্রিপশনে
যতটা আগ্রহ নিয়ে গান টা শুনতে আসলাম
তার কিছুই আর প্রাপ্তি হলো না ।।
এখানে তো আমির উদ্দিনের নামই লেখা আছে!
চোখে কি বেশি দেখেন নাকি মিয়া,
লিরিক্স এন্ড টিউন:কারী আমির উদ্দিন।
সেটা তো লিখে দিয়েছে......
সিলেটের বাউল স্ম্রাট কারি আমির উদ্দিনের গানটার কিছু বাক্য চেইঞ্জ করা হয়েছে।।
Beautifull song.....
Apni koto Sundor
এখানে ক্বারী সাহেবের নাম কই? বাক্য পরিবর্তন! ছোটলোকের মতো কাজ।
Andrew Kishore version better far better
This one also good ! Love from India
২০২১ এ শুনতেচেন কে কে?
পুরনো গান গুলো খুব নাইচ
Khub bhalo lage mon pagol hoye jaye
Ai ganta aro onak jon e korasa but Runa lailar moto dorod theya kou gaita parani...
খুব ভালো লাগলো শুধু
সুন্দর
ভালো হচে।
Wow song
Nice model
নাইস
Biplober adom hawa full album den piz
edit ta valo
♥️♥️♥️♥️♥️
আমিরী সংগীত এভাবে অবমাননা করা ঠিক হয়নি।জয় আমিরী
চাদ তো আছে কলিজায় প্রিয় নুসরাত জাহান সুমি
kindly continue as I am requested to all honourable madam ,sir kindly continue---------------------
This is for favour of all honourable madam sir kind perisual.
your,s most obedient and faithfully
------------------
EX- Muslim since 1993.
🚩🚩🚩🚩🚩💞♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹
kubi dundor gan sune like diye new bondu holam asa kori pase takben 🛎❤👍
Nice
এই সব দুই পয়সার শিল্পীদের থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না।
K 2 poysar shilpy 🙄
বেবী নাজনীন
@@kazimohiuddinbabu মাথার তার ছেড়া নিশ্চয়ই?
@@rayan_rizvi_Khan নিশ্চিত তুমি জিপিএ ফাইভ পাওয়া আবাল।
@@kazimohiuddinbabu আপনি আরেক বলেই জি,পি,এ ফাইভ বললেন 🤣
আচোদা
অসাধারণ গান আমার প্রিয় গান
আমির উদ্দিনের গান এই টা
কারি সাহেবের গানের ১৩ বাজাই দিছে 😡
WOW
singer name ta keu bolbe
Mo
Be respectful to the creator of the song ,the song should not be modified this way .
Rimon
🧐🧐🧐🧐🧐🧐
তারিক মনজুর।
SHOHEL ❤️❤️❤️❤️❤️💗💗💗💗💗🇧🇩👍🇰🇼 imo ok
Rajib
Fake
🤣🤣🤣🤣🤭🙈👍💛👌👌👌👌
গানটা সুন্দর but মডেল ফালতু👎👎👎👎👎👎👎
বেবী নাজনীন নিমক হামার যার গান গাইলে তার নাম নিলেনা
তারিক
চাঁদ এসেছে?
মোঃকবিরহােসেন
না গো না
th-cam.com/video/H_LxJBXwbfA/w-d-xo.html
বর্স এই এ্যালবামের সব গুলা গান আপলোড দিয়েন প্রিলিজ বর্স,,
লতিফ সরকার ও লিপি সরকার,
এ্যালবাম নাম: মোবাইলের ভালোবাসা.?
কারী আমীরউদদিনের গান কথা বদল করে অন্যায় করা হয়েছে । গানের মর্ম না বুঝে ফালতু গান বানানো হয়েছে । ঘৃনা জানাই ।
37872
তাহেরি কি করল
Just faltumi.
খারাপ মহিলা এটাকি তর গান।কারী আমির উদ্দিন গান এরমধ্যে তুই আছোস কিসের জন্য তরে কি আমির উদ্দিন আসতে বলছে নাকি গাইতে বলছে জবাব দে?
Md. Akash সাহেব, More এ click করে বাংলায় জেনে নিন কারন আপনি বোধহয় English বুঝেন নি।
Nokol gaan al bal gaan. 😂😀😭😁😉🙄
গানের কথা অনেক ভুল গেয়েছে
সুরে ও অনেক ভুল করেছে
আমার কাছে আসলটার চাইতে এটা সুন্দর ছিলো।
আর আপনি কোন শিল্পী যে কিনা বাংলাদেশের সনামধন্য শিল্পীর ভুল ধরতে আসছেন
খুব সুন্দর গান
Khub miss kori baby nazmin apu k...
Vai bole bojha jabe na..koto j miss kori..tar moto r Singer ai jugei pai na
Nice
Rimon
Nice
Nice