গতবছর শুনেছিলাম আর এক অদ্ভুত ভাল লাগায় মন কানায় কানায় ভরে উঠেছিল আর আজ আবার শুনলাম এবং সেই একই রকম অনুভুতি।আপনি অনন্য। ভাল থাকবেন আর আনন্দে থাকবেন সবসময়ই।
অনেক অনেক ধন্যবাদ। আমি রোজ আপনাদের গল্প না শুনে পারি না। অন্য দের সঙ্গে তুলনা না করেও বলতে পারি অনন্যসুন্দর বাচন শিল্প অইতিহাসিক মরজাদা পাছছে এবং কালজয়ি হবে।
আজ রবিবার , সকালথেকে নিউইয়র্কে বর্ষা কালের মতে বৃষ্টি হচ্ছে , আর আমিও একটার পর একটা আপনার গল্প পাঠ শুনে যাচ্ছি । গল্প পাঠ আবহাওয়ার সাথে এতো ভালো লাগছে মনে হচ্ছে মুভি দেখছি. ঘর সংসারের কাজ যেন সিকে উঠেছে।💙💙💙
অসাধারণ গল্প! সত্যি লেখক বিভূতি ভূষণের কোনো জুড়ি নেই! সাধারণ একটি ব্যাপার কে নিযে অসাধারন এক গল্প | আর কৌশিক আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই গল্পটি পাঠ করার জন্য | সত্যি কথা বলতে গেলে এ আমাদের অনেকের জীবনের সত্যি ঘটনা | COVID এর অত্যাচারে আমরা সবাই খুবই অসহায় | এই VIRUS সবাইকে খুব ভীত সন্তস্ত্র করে রেখেছে | দুর্গতি নাশিনী মায়ের শক্তিও এর কাছে এখন হার মেনেছে | আমাদের দূর্গা মাই কে এই বেটা VIRUS চার ফুটে নামিয়েছে | আর আমাদের মধ্যে সৃষ্টি করেছে দূরত্ব | এই নিয়ে দুই বছর, ঠিক করে প্যান্ডেলে গিয়ে মায়ের দর্শন করা যাবে না | না মা আসার খুশি, না মায়ের পূজায় কোনো আনন্দ করা যাবে | এই তো একটা প্রধান উপলক্ষ্য, যা বাঙালি কে বাঙালিত্ব দেএ | তাও জলে ভাসান গেলো | গল্পের দুই বন্ধুর অবস্থাও অনেকটা আমাদের এখন কার COVID এর বাজারের মতো | না ভালো চাকরি, না হাতে যথেষ্ট অর্থ, আর না মনে শান্তি ! যেতে চাইলেও যাওয়ার জায়গা নেই অথবা পারমিশন নেই! আমিও যদি কোনো ভাবে লাঙ্গল পোতা র মতো কোনো গ্রামে গিয়ে কিছুদিন হৈ হৈ করে আস্তে পারতাম, তাহলে কি না আনন্দ হতো | আশা করি খুব শীঘ্রই আমরা সবাই আবার আগের মতো আনন্দ করতে পারবো | একে ওপরের মুখ দেখে পরিচয় জানবো | কোলাকুলি করে ভালোবাসা, আর পায়ে হাত দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানাতে পারবো | সবাই ভালো থেকো !
বেশ লাগলো গল্পটি। পুরনো দিনের মধ্যবিত্ত দুই বন্ধুর পুজোর ছুটিতে দূরে বেড়াতে যাবার পরিকল্পনা দিনের পর দিন আলোচনা কিন্তু শেষ পর্যন্ত বারাসাতে অফিসের বন্ধুর নিমন্ত্রণ আসায় সব খরচার অপব্যবহার না করে ওখানের এক পুজোয় পুজোর ছুটি কাটানোর আনন্দ।
কি প্রাণোচ্ছল, অতি সাধারণ হয়েও কি অনন্য, ভাবতে ভালো লাগে যে বাংলা সাহিত্যের একজন বিভূতিভূষণ ছিল। বারাসাতের বাসিন্দা হয়ে মন আপ্লুত হয়ে গেল, কোথায় সে লাঙ্গলপোতা যদি খুঁজে পেতাম..❤
মন ভরে গেল , যাক শেষ পর্যন্ত তো কোথাও যাওয়া হলো , কথক দুই চরিত্রেই অনবদ্য ❤️❤️
গতবছর শুনেছিলাম আর এক অদ্ভুত ভাল লাগায় মন কানায় কানায় ভরে উঠেছিল আর আজ আবার শুনলাম এবং সেই একই রকম অনুভুতি।আপনি অনন্য। ভাল থাকবেন আর আনন্দে থাকবেন সবসময়ই।
Oshadharon presentation, Bibhutibhusan is my favourite.
অসাধারণ একটি গল্প। সত্যিই মন খারাপ হয়ে গেল। এ হল গরিবের ঘোরা রোগ । আজকের দিনেও যা বিদ্যমান। আপনাদের সুস্থতা কামনা করি।
এ তো আমার জীবনের গল্প। শ্রদ্ধেয় লেখক ও কথক কে আমার বিনম্র নমস্কার জানাই
আমাদের যত গল্প আগেই জেনেছেন বিভূতিভূষণ
আপনার গল্পপাঠ সব সময় যেমন হয়…..অদ্ভুত রকম সুন্দর, তুলনা হয় না🙏
অসাধারণ গল্প, অসাধারণ গল্পপাঠ। বিভূতিভূষণের আরো গল্প চাই। আপনাদের একটা Introductory Video বানান please. খুব দেখতে ও জানতে ইচ্ছে করে আপনাদের সম্বন্ধে।
ভ্রমন কাহিনী টা খুব ভালো লেগেছে ❤এ কাহিনী টা খুবই গুরুত্বপূর্ণ কাজে লেগেছে thanks so very much 😊
👍❤❤
কি অসাধারণ উপস্থাপনা, চোখের সামনেই সব ছবিগুলো ভেসে উঠল।
Madhya bitter swapno puran..!!!!khub valo laglo...❤️❤️❤️
Khub bhalo laglo galpo aar kausik babur pathan,eto maja pelam ,dhanyabad
অনেক অনেক ধন্যবাদ। আমি রোজ আপনাদের গল্প না শুনে পারি না। অন্য দের সঙ্গে তুলনা না করেও বলতে পারি অনন্যসুন্দর বাচন শিল্প অইতিহাসিক মরজাদা পাছছে এবং কালজয়ি হবে।
আজ রবিবার , সকালথেকে নিউইয়র্কে বর্ষা কালের মতে বৃষ্টি হচ্ছে , আর আমিও একটার পর একটা আপনার গল্প পাঠ শুনে যাচ্ছি । গল্প পাঠ আবহাওয়ার সাথে এতো ভালো লাগছে মনে হচ্ছে মুভি দেখছি. ঘর সংসারের কাজ যেন সিকে উঠেছে।💙💙💙
অসাধারণ লাগলো
অসাধারণ গল্প! সত্যি লেখক বিভূতি ভূষণের কোনো জুড়ি নেই! সাধারণ একটি ব্যাপার কে নিযে অসাধারন এক গল্প | আর কৌশিক আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই গল্পটি পাঠ করার জন্য | সত্যি কথা বলতে গেলে এ আমাদের অনেকের জীবনের সত্যি ঘটনা |
COVID এর অত্যাচারে আমরা সবাই খুবই অসহায় | এই VIRUS সবাইকে খুব ভীত সন্তস্ত্র করে রেখেছে | দুর্গতি নাশিনী মায়ের শক্তিও এর কাছে এখন হার মেনেছে | আমাদের দূর্গা মাই কে এই বেটা VIRUS চার ফুটে নামিয়েছে | আর আমাদের মধ্যে সৃষ্টি করেছে দূরত্ব |
এই নিয়ে দুই বছর, ঠিক করে প্যান্ডেলে গিয়ে মায়ের দর্শন করা যাবে না | না মা আসার খুশি, না মায়ের পূজায় কোনো আনন্দ করা যাবে | এই তো একটা প্রধান উপলক্ষ্য, যা বাঙালি কে বাঙালিত্ব দেএ | তাও জলে ভাসান গেলো |
গল্পের দুই বন্ধুর অবস্থাও অনেকটা আমাদের এখন কার COVID এর বাজারের মতো | না ভালো চাকরি, না হাতে যথেষ্ট অর্থ, আর না মনে শান্তি ! যেতে চাইলেও যাওয়ার জায়গা নেই অথবা পারমিশন নেই! আমিও যদি কোনো ভাবে লাঙ্গল পোতা র মতো কোনো গ্রামে গিয়ে কিছুদিন হৈ হৈ করে আস্তে পারতাম, তাহলে কি না আনন্দ হতো |
আশা করি খুব শীঘ্রই আমরা সবাই আবার আগের মতো আনন্দ করতে পারবো | একে ওপরের মুখ দেখে পরিচয় জানবো | কোলাকুলি করে ভালোবাসা, আর পায়ে হাত দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানাতে পারবো |
সবাই ভালো থেকো !
Jamon mojar golpo tamoni apnar path beautiful
আহা রে মধ্যবিত্ত জীবন! আটপৌরে ভাবে শুরু, আটপৌরে ভাবে শেষ! তবু ভাল, যাঁরা এরকম আলোচনা করার মতো জীবনীশক্তি রাখেন! বেশিরভাগ মধ্যবিত্ত এরও সাহস করেন না!
Are amar o to ei akei obostha.
Ageo Sunechi.abr sunlam.❤️💛
Besh valo.monta ager soho z Sarah jib one fire gelo
এই গল্প অসাধারণ বার বার শুনেও আর ও শুনবার ইচ্ছা থাকে।
Khub sundar👌👌👌
Ki apurbo laglo
Ekdom bastob chitro
Golpo path to asadharan
Khub valo laglo
বেশ লাগলো গল্পটি। পুরনো দিনের মধ্যবিত্ত দুই বন্ধুর পুজোর ছুটিতে দূরে বেড়াতে যাবার পরিকল্পনা দিনের পর দিন আলোচনা কিন্তু শেষ পর্যন্ত বারাসাতে অফিসের বন্ধুর নিমন্ত্রণ আসায় সব খরচার অপব্যবহার না করে ওখানের এক পুজোয় পুজোর ছুটি কাটানোর আনন্দ।
সময় পেলে মাঝে মধ্যে এসে গল্প শুনি।
ধন্যবাদ আপনাকে সুন্দর উপস্থাপনার জন্য৷
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার চোখে মহান লেখক ধন্যবাদ এই গল্প গুলো পাঠ করা জন্য
Banglir vramon pipashu moner golpo... ❤️
জাস্ট অন্য রকম
যেমন বিভুতি তেমনি কথক
সবাই ভাল থাকুন
Apurbo hoyche 🙏😇🐈
Eto moni mukto achhe bangla sahitye... Parichay korie deyar jonno dhonyobad... Aar golpo path nie kichu bolar nei.. Thanks a lot
এই গল্পটি যে কোনোদিন অডিও হতে পারে সেটাই কোনোদিন ভাবতে পারিনি
প্রিয় কৌশিক দা আপনার গল্পের অপেক্ষায় ছিলাম।আপনার অসাধারণ ভয়েসে গল্প শুনে বিমোহিত হয়ে যাই।শুভ কামনা রইলো আপনার জন্য।
সত্যিই সুন্দর গল্প ভাল লাগল। পাঠ ও সুন্দর আরও গল্প শোনাবার অনুরোধ রইল।
আপনার গল্পের চয়ন ও উপস্থাপন দুটোই বেশ সুন্দর আর আপনার ভয়েস টাও বেশ সুন্দর। গল্পঃ শুনতে তাই খুব ভালো লাগে।👌
কি প্রাণোচ্ছল, অতি সাধারণ হয়েও কি অনন্য, ভাবতে ভালো লাগে যে বাংলা সাহিত্যের একজন বিভূতিভূষণ ছিল।
বারাসাতের বাসিন্দা হয়ে মন আপ্লুত হয়ে গেল, কোথায় সে লাঙ্গলপোতা যদি খুঁজে পেতাম..❤
khub sundar
Samanya akta galpo..athocho samaj , arthoniti, bangalir bhraman pipasa apurbo bhabe tule dharechen..tar sange tomar uposthapona..khubee bhalo laglo❤❤
Asadharon
Khub sundor ending simple but tar modheiii anek anondo lukiye aache sune mon bhore gelo😊👍
🙏 খুব ভাল লাগলো। ধন্যবাদ 🙏
Darun......
osadharon
গল্পঃ টা সুনে খুব ভালো লাগলো অনেক জায়গা র নাম জানতে পারলাম
Khub sundor
Khub Bhalo direction apnar 🙏
খুব ভালো লাগলো। পথের পাঁচালী, ও জন অরন্যে শোনানোর অনুরোধ রইল।
অপু দুর্গা ইন্দির ঠাকরুন সর্বজয়া হরিহর মুদিদোকানি পণ্ডিত মশাই ,সকলের আওয়াজ যেন শুনতে পাচ্ছি কৌশিক আর মিঠুর গলায়
যদি পথের পাঁচালী কৌশিক পড়ে তো সর্ব কালের সেরা গল্পঃ টা যথার্থ মর্যাদা পায়
এক সত্যজিৎ রায়ের সিনেমা ,দুই কৌশিকের পাঠ🙏🏼
কৌশিকদা যদিও আপনাকে request করা ঠিক না ,তারপরও লেখকের “উমারাণী “ গলপটি পড়লে খুশী হবো ।💙💙💙
এমন মানুষ ও আছে যারা বিভূতিভূষণে র গল্প অপছন্দ করে এবং dislike করে । ভেবে সত্যিই অবাক হই ।
Tara manush noy, tiktoker😂
Tara akal kushondo
❤️❤️ অসাধারণ উপস্থাপনা ভাই
বিভূতি তুমি অনন্য
দত্তপুকুরের বাসিন্দা হয়ে হটাৎ নামটা শুনে খুব ভালো লাগলো❤
নতুন শ্রোতা❤️❤️।কিন্তু পুরনো পাঠগুলো অনেকটাই শুনে ফেলেছি।
একটা গল্পের নাম মনে করতে পারছি না। গল্পটা হলো একটা রেলস্টেশনে বিদেশি সাহবের আগমন। দয়া করে নামটি বলবেন
দারুন লাগে আপনার গল্প বলা।
........ দিনে দিনে তোমার প্রতিভার প্রতি শ্রদ্ধা বেড়েই চলেছে....... এমন ভাবে মন ভরাবার সুযোগ কখনো হারাতে চাই না......! 👍♥️🙏🏻
Thank you so much... 🙏
এসে গেছি।present sir
সব সময় হয় তো আপনাকে লেখা হয়ে ওঠে না....কিন্তু, গল্প ঠিকই শুনি৷ খুব ভালো লাগলো কৌশিক বাবু৷ ভাল থাকবেন ৷
A wonderful story , an excellent presentation ,Thanks
Second time shunchi... khub shundor galpo 🎊🎉💕
Apurbo Ashadaron 🙏
🙌 আশীর্বাদ ও স্নেহাশিস নিয়ো 🙌🙌❤️🙌❤️🙌❤️🙌🙌🙌
Golper modhyei dube gechilam sunte sunte, e jeno amari jibone ghotchilo
Apnader galpo gulo bes valo lage
VERY NICE 👌 👌 👌 👌 🎉🎉🎉🎉.
Ki bhalo galpota
Darun
বিভূতিভূষণ বাবু বরাবরই প্রিয়!😍
Asadharon galpo,
খুব টেনশন হচ্ছিল, যাক শেষ পর্যন্ত বেড়ানো তো হলো! খুব মনোগ্রাহী উপস্থাপনা।
মন খারাপের মেঘ জমেছে 🙏
দারুন
খুব সুন্দর। কোনো ভ্রমণকাহিনি শুনতে চাই।
অসাধারণ ❤️❤️👍👍
বারবার একটাই কথা বলতে ইচ্ছে করছে অসাধারণ আপনার কণ্ঠস্বর অসাধারণ আপনার গল্পপাঠ।
Apurbo laglo
ভাই koushik tomar golpopath খুব ভালো lage. Ai lekhoker anuborton golpo path korle খুব ভালো lagbe.
খুব ভালো লাগলো
যাওয়া হোক বা না হোক আলোচনা করেই কত শান্তি ❤️ ধন্যবাদ আপনাকে 🌹🙏🌹
Thik bolechen dada
Dubai e bose shunte shunte hariye gelam anno jogote.. tomader presentation anobadyo!! Keep up the good work.. shubhechha roilo..
Love ❤️
👌👌👌👌👌👌👌👌👌👌👌
বাংলাদেশের বিখ্যাত লেখক হুমায়ূন আহমেদের গল্প চাই
🙏🙏👌👌
Bhalo collection
Osadharan 👍
Darun laglo 👍
আমাদের বাবারা!! ❤️
💚❤️👍👌
অসাধারণ
কৌশিক বাবু একজন ভালো কথক। মনে হয় বাস্তব চিত্র।
Hi, mam...
THE CHARACTERS GET ALIVE IN FRONT OF MY EYES REALLY INCREDIBLE
Your voice is so sweet ❤️❤️❤️❤️❤️❤️
দুর্দান্ত......অভিনব......অতি সুন্দর!
অজস্র ধন্যবাদ 🤍🖤🤍
দারুণ
I am hearing from kolaghat 🙋♀️
Nice
লা জবাব কৌশিক,
Darun ❤️
Great
Hi,mam
সেপ্টেম্বর মাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর জন্ম মাস,এই মাসে আপনার মুখে তার কিছু গল্প শোনার আশায় থাকলাম।
খুব সুন্দর!
Khub valo laglo 😊
Dada subhro series niye golpo bolar onurodh rakhlam 🙏🏽
Abar phire dekhlam