স্নেহের প্রতিদান | Bangla Movies | Kibria Films | Full HD | 2018

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 2K

  • @canonfirst6100
    @canonfirst6100 4 ปีที่แล้ว +103

    এই যুগ ই ছিল বাংলা সিনেমার স্বর্ণ যুগ। এ ধরনের সিনেমা যারা তৈরি ও কলাকৌশলী ছিলেন সবাই কে অনেক অনেক ধন্যবাদ । সবাই ভালো থাকুন

  • @monirkhan8100
    @monirkhan8100 5 ปีที่แล้ว +103

    একযুগ পর ছবিটা আবার দেখলাম,,, এরকম ছবি বাংলার মাটিতে আর হবেকিনা সন্দেহ

  • @shajahansaju4611
    @shajahansaju4611 5 ปีที่แล้ว +219

    ছবিটি যতোবারই দেখেছি ততোবারই চোখের পানি আটকাতে পারেনি। ধন্যবাদ কিবরিয়া ফিল্মস।

  • @MuradAli-mv2bk
    @MuradAli-mv2bk 4 ปีที่แล้ว +56

    এজন্য বলে ইলিয়াস কাঞ্চন হলো বাংলাদেশের ছবির জগতের রাজপুত্র গোল্ডেন স্টার। সুপারস্টার বাংলাদেশের সবথেকে এক নম্বর নায়ক ইলিয়াস কাঞ্চন আমি মনে করি কি সুন্দর সমাদিছবি পারিবারিক ছবি মা বাবা নিয়ে দেখার মতো ছবি।।।

  • @rhraju2964
    @rhraju2964 4 ปีที่แล้ว +71

    ইলিয়াস কাঞ্চন এবং রাজিবকে মনে রাখার জন্য এই একটা চবিই যথেষ্ট।

  • @mdalaminarif
    @mdalaminarif 5 ปีที่แล้ว +39

    বহুদিন পর আজ একটা বাংলা ছবি দেখলাম। আসল জীবনের কাহিনি। সকল দায়িত্বশীল বড় ভাইদের জন্য রইল সন্মান আর ভালোবাসা। ভালো থাকুক আমার বড় ভাই।

  • @মুনসুরআহমেদফকিরআলমোজাদ্দেদী

    এই ছবির পরিচালকে ধন্যবাদ জানাই এরকম ছবির বানানোর জন্য ছবিটা বাস্তবের সাথা হুবাহুব মিল আছে ছবিটা দেখে চখের পানি দরে রাখতে পারলামনা ধন্যবাদ সবাইকে

  • @aliazom2295
    @aliazom2295 5 ปีที่แล้ว +54

    সত্যি চোখের পানি ধরে। রাখতে পারি নাই😢😢😢 এমন ছবি আর হবে না। বাংলাদেশে।

  • @sadmankhan8378
    @sadmankhan8378 4 ปีที่แล้ว +21

    আমার ভাইকে অনেকসময় রাগ উঠলে বকাবকি করি কিন্তু আমার ভাইকে অনেক ভালোবাসি। একমাত্র যার বড় ভাই আছে সেই জানে তার কাছে বড় ভাই কি জিনিস

  • @sheikhrawshon6222
    @sheikhrawshon6222 4 ปีที่แล้ว +110

    এই সিনেমার আমার বাস্তব জিবনে অনেক মিল আছে।আমার বড় ভাই টাও টিক এমনি করেই আমাকে ভালো বাসে।
    আমি গ্যারানটি দিয়ে বলতে পারি এই রকম সিনেমা আগামী ৫০বছরেও হবে কিনা সন্দেহ

  • @SaidulIslamRahie
    @SaidulIslamRahie 5 ปีที่แล้ว +129

    ভাইরে, এই মুভি দেখার পর চোখের পানি আটকানো সম্ভব না।
    😭😭😭
    চোখ ফেটে রিদয় চিরে কান্না বেড়িয়ে এলো। 💔

  • @abdulalim4224
    @abdulalim4224 5 ปีที่แล้ว +30

    অসাধারণ। বাস্তবতা এমনই হয়। আর নিখুঁত ভাবে পুরো সিনেমায় ফুটিয়ে তুলেছেন রাজিব।। সত্যি স্যালুট জানাই এই অভিনেতাকে।।

  • @ক্ষণিকেরমুসাফির-ব৭ছ

    রাযিবের অভিনয় সত্যিই অসাধারণ,,, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আমিন

  • @mujahidkhan3380
    @mujahidkhan3380 4 ปีที่แล้ว +22

    ইলিয়াস কাঞ্চনের সব ছবির তালিকা আমার কাছে আছে, এ যাবৎ যতগুলো সিনেমা করেছে অধিকাংশ আমার একাধিকবার করে দেখা তার অভিনীত প্রতিটি ছবিই হিট ছিলো। তার অভিনয়ের মধ্যে একটা আলাদা যাদু আছে। বাংলাদেশী নায়কের মধ্য অবশ্যই সেরাদের একজন এবং নাম্বার ওয়ান।

    • @murafshekh3011
      @murafshekh3011 6 หลายเดือนก่อน

      Kato ta film korca

    • @sahinalom3488
      @sahinalom3488 5 หลายเดือนก่อน

      ​@@murafshekh3011২৫৫

  • @goldenmemorypage7611
    @goldenmemorypage7611 4 ปีที่แล้ว +8

    আমার জিবনে দেখা সবচেয়ে বেস্ট ছবি এইটা

  • @nayeembepary4553
    @nayeembepary4553 5 ปีที่แล้ว +58

    সময়ের সাথে সাথে বাংলাদেশ চলচ্চিত্রে যত উন্নতিই হোক না কেন !!
    কিন্তু ইলিয়াছ কাঞ্চন রাজ্জাক রাজীবদের মতো! অভিনেতাদের
    বিশাল একটা কমতি চলচিত্র জগতে সারাজীবন থেকেই যাবে %%

    • @MdAlomgir-wv6jh
      @MdAlomgir-wv6jh 5 ปีที่แล้ว

      Raja hindustan filim

    • @mizanurrahaman1132
      @mizanurrahaman1132 4 ปีที่แล้ว

      এই মুবিটা ছোট বেলা দেখেছি এখনও দেখি অনেক সুন্দার ভাবে মানুসের অমানুস হবার কথা গুলো ফুটিয়ে তোলা হয়েছে। উপকারে কথা বলতে ভুলে নতুন করে আবার সুরু করেছে।

    • @hussaintuhin3277
      @hussaintuhin3277 3 ปีที่แล้ว

      উন্নতি কোথায় দেখলেন?

  • @mamunkhandokar6004
    @mamunkhandokar6004 5 ปีที่แล้ว +623

    আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই ভাইয়ের প্রতি ভালোবাসার এমন ছবি বাংলার মাটিতে আর কোন দিন হবে না

  • @faruqhossain8072
    @faruqhossain8072 5 ปีที่แล้ว +391

    রাজিব এর মতো অভিনয় শিল্পী আমাদের চলচ্চিত্রে আর কখনোই দেখা যাবে না

    • @shaplaakter8161
      @shaplaakter8161 5 ปีที่แล้ว +6

      শুধু আমাদের কেন কোন দেশেই হবে না। উনার তুলনা উনি নিজে এই।

    • @rupuantisa1404
      @rupuantisa1404 5 ปีที่แล้ว +4

      টিক বলছেন ভাই আগের ছবির মতো এখন আর নেই এখন দুনিয়াটা ডিজিটাল পরিবতন হয়শে তাই আর কি হয় না

    • @mdmasudrana7413
      @mdmasudrana7413 5 ปีที่แล้ว +1

      রাজিব,, এটি এম শামসুজ্জামান,, হুমায়ুন ফরিদী। তাদেরকে যে কোন অভিনয়ে মানায়

    • @amarbangla476
      @amarbangla476 5 ปีที่แล้ว +1

      @@shaplaakter8161 তাই না কি। অভিনয় টা আপনে করলে আরও ভালো হতো

    • @rose1130
      @rose1130 5 ปีที่แล้ว +1

      Right

  • @mdantor9658
    @mdantor9658 4 ปีที่แล้ว +875

    এই মুভি টাতে রাজিব ও ইলিয়াছ কন্চনের অভিনয় এখন কর কেউ করতে পারবেনা।কিং খান বলেন বাংলার কিং বলেন।আমার সাথে কে কে এক মত আছেন।

    • @MDRobiN-uj9kp
      @MDRobiN-uj9kp 4 ปีที่แล้ว +20

      Right

    • @miasojolmiasojol4410
      @miasojolmiasojol4410 4 ปีที่แล้ว +11

      আমি এক মত

    • @RubelMia-hi4nm
      @RubelMia-hi4nm 4 ปีที่แล้ว +8

      Right

    • @lailaakter9574
      @lailaakter9574 4 ปีที่แล้ว +5

      ঠিক

    • @azizulshake1470
      @azizulshake1470 4 ปีที่แล้ว +14

      রাজীব বাংলাদেশ তথা ভারত উপমহাদেশের সেরা অভিনেতা।। এমন অভিনেতা বারবার জন্ম হয় না।।

  • @arfinmorshed4521
    @arfinmorshed4521 5 ปีที่แล้ว +96

    ইলিয়াছ কাঞ্চনের মত, অভিনেতা বাংলার জমিনে আর কখনো আসবেনা। সে যদি বাংলায় না হয়ে, উপমহাদেশে ভারতে হত তাহলে সবর্কালের সর্বশেষ্ট নায়ক হত।যেমন সিনেমার আসল হিরো তেমন বাস্তবের হিরো।

  • @mamunchowdhury3885
    @mamunchowdhury3885 5 ปีที่แล้ว +106

    কি অভিনয়
    কি অভিনেতা অভিনেত্রী
    চোখ জোড়ে পানি আসে বার বার ।

  • @mdkhorshedalam9279
    @mdkhorshedalam9279 5 ปีที่แล้ว +39

    ২০১৯ এ এছবি কে কে দেখছেন আমার মতো? হাত তুলুন🙌🙌
    বাংলার এ মাটিতে এরকম ছবি আর কখন ও হবে না আমি মনে করি!

  • @ariyanakon9402
    @ariyanakon9402 5 ปีที่แล้ว +140

    ইলিয়াস কান্চন যখন কোনো অভিনয় করেন তখন ঔ বিষয়টি বাস্তবে তুলে ধরেন

  • @riponhossain8754
    @riponhossain8754 3 ปีที่แล้ว +18

    এই প্রথম প্রেমহীন একটি ছবি দেখলাম, তবে তাতে কি ছবিতে ভালোবাসার কোন কমতি নেই।।।
    সত্যিই একটা অসাধারণ মুভি।।।

  • @md.tahnidsahelsalim9838
    @md.tahnidsahelsalim9838 5 ปีที่แล้ว +37

    আজও ছবিটা দেখলাম দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না বেচেঁ থাকুক ভালবাসা সারাজীবন যতদিন পৃথিবী বেচেঁ থাকে ধন্যবাদ ইলিয়াস কান্চন স্যার স্যালুট আপনাকে My Allah bless you

  • @ohidulislam1778
    @ohidulislam1778 5 ปีที่แล้ว +757

    ছবিটা দেখে কার কার চোখে পানি এসেছিল লাইক দিন

  • @missborshayeasmin6105
    @missborshayeasmin6105 5 ปีที่แล้ว +196

    এই জীবনে প্রথম প্রেমহীন মুভি দেখলাম। মুভিতে ভালোবাসা আছে ভরপুর কিন্তু কোনো প্রেম নাই।

    • @sohagsohag4327
      @sohagsohag4327 4 ปีที่แล้ว

      ভালো খুব ভালো হয়েছে

    • @rjkh2508
      @rjkh2508 4 ปีที่แล้ว

      @@sohagsohag4327 u

    • @bobiakter8547
      @bobiakter8547 4 ปีที่แล้ว

      হাই

  • @tanmoyislam5380
    @tanmoyislam5380 4 ปีที่แล้ว +39

    কালের বিবর্তনে হারিয়ে গেছে বাংলা ছবির অহংকার।

  • @mohammadbinmahmud5044
    @mohammadbinmahmud5044 4 ปีที่แล้ว +63

    ছবিটা দেখে কান্না থামাতে পারিনি,,,, আসলেই এ সমস্ত ঘটনা পৃথিবীতে প্রতিনিয়ত হয়ে যাচ্ছে,,,, 😭😭

  • @mdhasmot6586
    @mdhasmot6586 5 ปีที่แล้ว +86

    রাজিব এবং ইলিয়াস কাঞ্চন অনেক ভালো অভিনেতা।

    • @jsnajaja2940
      @jsnajaja2940 3 ปีที่แล้ว

      কি লিখব ভাষা খুঁজে পাচ্ছি না, এক কথায় দারুন

  • @abujaher4516
    @abujaher4516 5 ปีที่แล้ว +160

    রাজিবের মত আমার বড় ভাই। আল্লাহ যেন আমাদের ভাই বোনদের জ্ঞান দান করে। যেন বড় ভাইয়ের সম্মান রাখতে পারি। আমিন।

    • @hasanhabibullah8061
      @hasanhabibullah8061 5 ปีที่แล้ว +3

      বড় ভাইকে যেন আল্লাহ আমি সম্মান করতে পারি আর ছোট ভাইকে যেন আদর সেহ্ন করতে পারি আমিন।

    • @ArifulIslam-ul8sb
      @ArifulIslam-ul8sb 5 ปีที่แล้ว +3

      দোয়া করি আপনার পরিবারকে

    • @MDMIRAZ-jm7kj
      @MDMIRAZ-jm7kj 5 ปีที่แล้ว +4

      abu jaher vai, আমারও আপনার মতো, দোয়া করবেন

    • @abujaher4516
      @abujaher4516 5 ปีที่แล้ว +3

      @@MDMIRAZ-jm7kj ইনশাআল্লাহ। দোয়া রইল

    • @সত্যেরসৈনিক-ফ৩শ
      @সত্যেরসৈনিক-ফ৩শ 5 ปีที่แล้ว +5

      এখন আর আগের মত বড় ভাই হয় না ,স্বার্থ ছাড়া কেউ কিছু বুঝে না ,আমাদের পরিবারে বড় ভাই ভাবি বড়ই স্বার্থপর।

  • @sheikhsaad7842
    @sheikhsaad7842 5 ปีที่แล้ว +75

    কয়েকটা বর্ণের সাহায্যে রাজীব, ডলি জহুর, ইলিয়াস কান্ঝনের মতো অভিনেতার প্রশংসা করে শেষ করা যাবে না।।

  • @mizanramin
    @mizanramin ปีที่แล้ว +5

    সুন্দর একটা মুভি বারবার দেখতে ইচ্ছে করে আমি দেখেছি ২০১০,২০১২,২০১৩,২০২২,২০২৩ আপনি কবে দেখেছেন

  • @sudamdas238
    @sudamdas238 5 ปีที่แล้ว +12

    এখনো সেই পুরনো ছবিগুলো হল চালানো হলে হলগুলো আবার জীবন্ত হয়ে উঠবে কিন্তু নতুন ছবি নয়

  • @ariyanakon9402
    @ariyanakon9402 5 ปีที่แล้ว +13

    ইলিয়াস কান্চন কমিটি,এ্যাকশন,ভালোবাসার,সামাজিক,আইন ও বিভিন্ন ধরনের সব সব অভিনয় সুপার স্টার

  • @helalibnjohir833
    @helalibnjohir833 5 ปีที่แล้ว +88

    সেই ছোট বেলা থেকেই মুভিটা দেখে আসছি,আজও দেখলাম। অথচ মুভির অনেকেই আজ নেই।

  • @mdmusa5672
    @mdmusa5672 5 ปีที่แล้ว +156

    কত সুন্দর সামাজিক চবি, একটি যৌত পরিবারের কাহিনী দিয়ে ছবি টা শুরু এবং শেষ, কি অধবুদ ছিল সে সময়ের চবি,প্রতিটি দর্শনে নিজের পরিবারের কথা মনে করিয়ে দেয়,মনে করিয়ে দেয় মা বাবার সৃতি, কি মমতা কি স্নেহ,, কোথায় গেল আজ সে মায়া মমতা ভাই ভাইয়ের শ্রদ্ধা,মা বাবা না থাকলে বড় ভাই ও ভাবি মায়ের অবাব বুজতে দিতনা,, আর এখন বড ভাবি হয় ছোট দেবর ছোট ননদ ও শাশুড়ির যন্ত্রণার কারন,,আল্লাহ সবাইকে আগেরদিন গুলোর মত ভালবাসায় ভরপোর করে দিক প্রতিটি পরিবারকে এ দোয়া করি আল্লাহর দরবারে আমিন ২৬/৩/২০১৯

    • @onimhasan8146
      @onimhasan8146 5 ปีที่แล้ว

      khub shundor samajik chobi.... ar ki shundor ovinoi! amra digital jhugher chele kintu oitijjo bhuli nai...Old is gold.. Arei chobi te onk message ase amader shekher jhnno...💙💙💙

    • @md.alamin8837
      @md.alamin8837 5 ปีที่แล้ว

      vai re manush kokhono more na, more tar deho....rajib sir, more giy o amade moddo beche ase

    • @motaharhossain9740
      @motaharhossain9740 5 ปีที่แล้ว +1

      Ekhono ache sakib khan hahaha

    • @saidulislam-mv7cy
      @saidulislam-mv7cy 4 ปีที่แล้ว +1

      রাজীব এর মত অভিনেতা হতে পারেনা

  • @mdshahinmdshahin1055
    @mdshahinmdshahin1055 4 ปีที่แล้ว +27

    আমার জিবটাও আজ ইলিয়াস কাঞ্চনের চরিএ মত হয়ে গেছে।।
    এই রকম বাস্তব অভিনয়টা করা ভারি কষ্ট।।

  • @noakhalinura3247
    @noakhalinura3247 4 ปีที่แล้ว +24

    এই ধরনের ছবি কখনো বন্ধ হবেনা ! এই ছবি যত বার দেখি তথ ভালো লাগে

  • @fhakrulislam2817
    @fhakrulislam2817 5 ปีที่แล้ว +194

    সর্বকালের সেরা বাংলা অভিনেতা রাজিব অলরাউন্ডার বটে

  • @amirulislamroll8324
    @amirulislamroll8324 5 ปีที่แล้ว +11

    এই ঘর এই সংসার এবং স্নেহের প্রতিদান এই দুটি ছবি বাংলা সিনেমার সেরা ছবি।

    • @mdmasudrana7413
      @mdmasudrana7413 5 ปีที่แล้ว

      রাইট ভাই কিন্তু অন্য নায়কদেরও বাছাই করলে ভালো ছবি পাবেন এই রকম

  • @mdalmas5167
    @mdalmas5167 5 ปีที่แล้ว +21

    রাজীব আপনাকে অনেক মিস করি,মহান আল্লাহ আপনাকে বেহেশ্ত বাসি করুক আমিন

  • @mohdrasel5519
    @mohdrasel5519 3 ปีที่แล้ว +11

    এমন ছবি আমাদের দেশে আর হবে কখনও রাজিব ইলিয়াস কাঞ্চনের অভিনয় দেখে চোখে পানি চলে আসছে

  • @akarab487
    @akarab487 4 ปีที่แล้ว +27

    ছবি টা দেখে আমার চোখের জল থামাতে পারেনি। খুব ভালো লাগছে। রাজিব কাকা খুব ভালো অভিনেতা। ******অতুলনীয়####

  • @খাদিজাআকতারমিম-ঝ৬ঞ
    @খাদিজাআকতারমিম-ঝ৬ঞ 5 ปีที่แล้ว +549

    2019 সালে এই মুভি টা কে কে দেখছেন তাই লাইক দিন

  • @ziyaurrhaman5604
    @ziyaurrhaman5604 5 ปีที่แล้ว +26

    আমার জীবনে এর চেয়ে ভাল ছবি আর দেখিনি কয়েক বারবার দেখছি তবু মন চায় দেখার জন্য এত ভালো ছবি চোখে দিয়ে পা নি আসেন৷৷৷ পরিচালক কে আমি ছালাম জানাই হাজার বার

  • @muktamukta2257
    @muktamukta2257 5 ปีที่แล้ว +9

    Ami India thake bolchi salute Bangladeshi moovi

  • @robinahmad4544
    @robinahmad4544 4 ปีที่แล้ว +8

    রাজীব স্যার বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসের সেরা অভিনেতা উনি শুধু একজন ভিলেন ছিলেন না একজন বাবা একজন ভাই সব অভিনয়ে তিনি ছিলেন সেরা

  • @rabbiulhasan8634
    @rabbiulhasan8634 3 ปีที่แล้ว +12

    রাজিব, হুমায়ুন ফরিদ, ইলিয়াস কাঞ্চন আর জসীমের মত অভিনেতা চলচিত্রে আরও আসবে কিনা মনে হয় না, বাস্তব অভিনয় আর চরিত্র এই চার জনের মাঝেই দেখা যায় !

  • @BabuKhan-vs1io
    @BabuKhan-vs1io 5 ปีที่แล้ว +60

    ছবিটা দেখে কখন চোখের কোনে জল এসে গেলো, বুঝতেই পারলাম না।

  • @EngNour72
    @EngNour72 5 ปีที่แล้ว +11

    ছোট্ট বেলায় এই সব ছবি দেখে কান্না করতাম সবাই হাসতো , আমিও লজ্জা পেতাম তাই লুকিয়ে রাখতাম চোখের জল, বড় হয়ে সেই ছবি দেখে আজও চোখ ভিজে গেছে লোনা জলে, আজ বুঝতে পারলাম ছোট্ট বেলায় ভুল করিনি এমন ছবি দেখে সারা জীবন অশ্রু গড়িয়ে পড়ে দুচোখ বেয়ে। পবিত্র ভালোবাসা, সুস্থ বিনোদন,পারাবারিক বন্ধন কিন নেই এই ছবিতে,এক কথায় অসাধারণ।

  • @KMRobi-mr1rm
    @KMRobi-mr1rm 5 ปีที่แล้ว +17

    মুভিটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না বিশেষ করে রাজিব সাহেব ইলিয়াস ভাই এবং ডলি ম্যামের অভিনয় ছিলো অসাধারণ

  • @sheikhrawshon6222
    @sheikhrawshon6222 4 ปีที่แล้ว +8

    thank you so much কিবরিয়া ফিল্মস🎬এত সুন্দর একটা সিনেমা আমাদেরকে দেখানোর সুজোগ করে দেয়ার জন্ন্যে।
    রিয়েলি জত বার সিনেমা টা দেখি তত বারি চোখের পানি ধরে রাখতে পারি না।

  • @ruhulnishi864
    @ruhulnishi864 4 ปีที่แล้ว +9

    এই পিথীবিতে কিছু মানুষ বড়ই স্বার্থপর

  • @musarofhussein1362
    @musarofhussein1362 5 ปีที่แล้ว +21

    ইলিয়াস কাঞ্চন বাংলার সুপারস্টার

  • @mdrajukhan8940
    @mdrajukhan8940 5 ปีที่แล้ว +16

    কি আর বলবো জীবন এমন বাংলা ছবি অনেক কম দেখছি
    আর তা সারা এমন ছবি জীবন আর দেখতে পাওয়া টা অসম্ভব
    ছবি টা দেখার পর চোখের পানি আর ধরে রাখতে পারলাম না
    আই মিস ইউ রাজিব
    আই লাভ ইউ ইলিয়াসকানস্ন

  • @djhridoy2429
    @djhridoy2429 5 ปีที่แล้ว +26

    সোনালি যুগের সোনালি ছবি। যা এখনো মনের মাঝে ঢেউ তোলে। অনেক দিন পরে দেখলাম। চোখদুটো ভিজে গেছে।

  • @hridoyahmed5974
    @hridoyahmed5974 4 ปีที่แล้ว +22

    আফসোস!! আমরা বাংলা সিনেমার সেই সোনালী যুগ অনেক আগেই অতিক্রম করে এসেছি😢

  • @mostakimbhuiyan7140
    @mostakimbhuiyan7140 2 ปีที่แล้ว +4

    ছোট বেলায় ছবিটি দেখে হাউমাউ করে কান্না করেছি অনেক আর এখন চুখের পানি গড়িয়ে না পড়লেও চুখে জল আসে।
    ইলিয়াস কাঞ্চন ভাই এবং রাজিব আংকেল আমার খুব প্রিয় অভিনেতা।

  • @hafizurhafizur5469
    @hafizurhafizur5469 5 ปีที่แล้ว +26

    আমি গিরান্টি দিয়ে বলতে পারি বাংলার মাটিতে এত সুন্দর গল্পের ছবি হবেনা,?
    বর্তমানে কি ডিজিটাল হলো কোন ছবি হিট হয় গল্প ভালোলাগেনা,। ইলিয়াস কাঞ্চন আমার ফেবারিট হিরো,??

  • @মোহাম্মদএরশাদ-ধ২ন
    @মোহাম্মদএরশাদ-ধ২ন 5 ปีที่แล้ว +14

    ছবিটা কত বার দেখেছি তার কোন হিসেব নেই!
    তবে যত বার'ই দেখি আরও দেখতে ইচ্ছে করে! ধন্যবাদ কিবরিয়া ফিল্মস কে!

  • @raselalom8769
    @raselalom8769 5 ปีที่แล้ว +33

    এই ছবিটি বাংলাদেশ চলচ্চিত্রের সেরা দের সেরা এই ছবিটি ,, মত বার দেখি মন ভরে যায়,,, এক কথায় অসাধারণ ০২/০৭/২০১৯

  • @MdSalman-ly5pr
    @MdSalman-ly5pr 6 หลายเดือนก่อน +4

    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ

  • @shakibsorkar3270
    @shakibsorkar3270 2 ปีที่แล้ว +6

    ছোটবেলায় ছবিটা অনেক বার দেখেছি।তবুও আজ দেখে চোখে পানি ঝরছে। আজ ১৯/০৬/২২ (বাবা দিবস)।আজ রাজিব স্যার ও দিতি ম্যাডামের কথা মনে পড়ছে।তারা যদি আলাহ্ পথে একটা ভালো কাজ করে থাকে। ঐ অচিলায় আলাহ্ তাদের জান্নাত দান করুক। আমিন🙏

  • @shotunmiah1121
    @shotunmiah1121 6 ปีที่แล้ว +91

    আমার জীবনের সবচে শ্রেষ্ঠ বাংলা ছবি এইটা।

  • @mdjinnat5404
    @mdjinnat5404 5 ปีที่แล้ว +15

    কি অসাধারণ মুভি
    কি অসাধারণ অভিনয়
    মন ছুয়ে যায়,,
    এখনকার সময়ে এই ধরনের মুভি সম্ভব না,,রাজিব সেরা অভিনেতা ছিলেন

  • @shimulsheikh7613
    @shimulsheikh7613 5 ปีที่แล้ว +15

    এই রকম ছবি অার হবেনা রাজিব একমাএ অভিনেতা.যার সব পাট ভালো লাগে.

  • @mustakimarafat2689
    @mustakimarafat2689 3 ปีที่แล้ว +6

    আগের কার ছবির কোন তুলনা হয় না তাইতো ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা দেখা যায় না

  • @rokanzzamanofficials9415
    @rokanzzamanofficials9415 ปีที่แล้ว +3

    ইতিহাসের শ্রেষ্ঠ সিনেমা 👈
    আর রাজীব স্যার ও কাঞ্চন স্যার একটি ইতিহাস 👈
    কাঁদতে কাঁদতে আমার চোখ ফুলে গেছে😢

  • @mdbappy228
    @mdbappy228 5 ปีที่แล้ว +22

    ইলিয়াস ভাইয়া ও রাজিব কাকার অবিনয় অনেক সুন্দর হয়েছে

    • @mdakram3408
      @mdakram3408 3 ปีที่แล้ว

      কেরে ভাই তুৃমি, রাজিব হলো কাকা আর ইলিয়াস কাঞ্চন হলো ভাই এটা কেমন কথা? ইলিয়াস কাঞ্চন রাজিব তিন বছরের বড় ছোট, তাহলে ভাই আর কাকা কিভাবে হলো? ব্যাপারটা হাস্যকর লাগছেনা!

  • @arifurrahman2288
    @arifurrahman2288 5 ปีที่แล้ว +6

    আজ ৭ নম্বরের আবার দেখলাম ছবিটি, আমার দেখা শ্রেষ্ঠ ছবির মধ্যে একটি, ছবিটি দেখে, মনের অজান্তে চোখে জল চলে এলো। এটা অভিনয় নয়, তৎকালিন সময়ের বাস্তব চিত্র। বড় ভাই এমনি হয়,,,,,,I love my family & my brother.

  • @AminulIslam-hv5md
    @AminulIslam-hv5md 5 ปีที่แล้ว +120

    এই মুভিটা দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারি নি।

  • @mdrokibulislam2944
    @mdrokibulislam2944 2 ปีที่แล้ว +5

    যত বার দেখি কান্না আসে এই মুভি দেখে,,,😭😭
    ধন্যবাদ কাঞ্চন স্যার এবং রাজিব স্যার কে

  • @MdAshik-fe2pf
    @MdAshik-fe2pf 6 หลายเดือนก่อน

    ৯০ দশকের মুভির মতো মুভি আর কখনো হবেনা এই বাংলার মাটিতে।ইতিহাস হয়ে থাকবে আমাদের ৯০ দশকের দিন গুলো। ❤❤

  • @sagorislam7428
    @sagorislam7428 5 ปีที่แล้ว +26

    হাজার বছর চেষ্টা করলে রাজিব স্যার মত অভিনেতা পাওয়া যাবেনা ...

  • @faisalahmed3778
    @faisalahmed3778 5 ปีที่แล้ว +32

    রাজ্জাকের বাবা কেন চাকর তার পরে রাজিবের এই ছবি টা দেখে অনেকবার কেঁদেছি!!!😭😭

  • @exceptionaljoy6257
    @exceptionaljoy6257 5 ปีที่แล้ว +9

    হায় কোথায় হারিয়ে গেল এইসব পরিচালকেরা! চোখের জল মনের অজান্তেই বের হয়ে গেল।😥😥😪😪

  • @totundebnath2848
    @totundebnath2848 3 ปีที่แล้ว +3

    ছোট্ট বেলার দেখা ছবি টা আজকে আবার দেখে চোখের কোনায় জল এসে গেল।
    অনেক ভালো ছবি। বর্তমান সময়ে এমন ছবি আর কোন দিন হবে না এমন অভিনয় ও আর কেউ করতে পারবে না।

  • @suptosopno8378
    @suptosopno8378 5 ปีที่แล้ว +10

    বাংলার পুরানোদিনের চলচিত্র দেখলে মন ভরে যায়। অনেক কিছু শেখার ও থাকে।ধন্যবাদ ভাই।

  • @mirajmirdha8275
    @mirajmirdha8275 5 ปีที่แล้ว +48

    আমার জীবনে দেখা শ্রেষ্ঠ প্রেমহীন বাংলা ছবি দেখলাম

  • @shajanat4827
    @shajanat4827 5 ปีที่แล้ว +22

    পুরো ছবিটা দেখলাম চোখের পানি বেরিয়ে গেল
    সত্যি বাস্তবতার সাথে অনেক মিল

    • @prahaladghosh3488
      @prahaladghosh3488 5 ปีที่แล้ว

      Ami akjon bharat basi bangali ami chokher jol dhore rakte parini onar anek filim dekhechi ona khub bhalo abhineta

  • @Srsohelrana-pj9kv
    @Srsohelrana-pj9kv 4 ปีที่แล้ว +4

    dislike দিছে কোন মালুর বাচচারা,,, ওরা মনে হয় ছবি বুঝেনা,,, অসাধারণ ছবি,,,,অনেক বার দেখছি ✌✌✌❤❤❤

  • @smmasudarnab214
    @smmasudarnab214 4 ปีที่แล้ว +28

    এই ছবি দেখে যে কাঁদবে না, সেই হবে কঠোর মানুষ 😭😭

  • @RajuDas-nc1pq
    @RajuDas-nc1pq 5 ปีที่แล้ว +29

    কি বলবো আমি ভাষা হারিয়ে ফেলেছি,নীজের অজান্তে চৌখের কোনে জল এসে গেছে,আর হবেনা এই রকম মুভি আর এই রকম অভিনেতা,আমার সুভাগ্য আমি রাজিব স্যার কে সামনা সামনি দেখেছি,এই মুভির আজ অনেকে বেচে নেই,উপারে ভাল থাক এরা এই কামনা করি সবসময়।

  • @kasfoonsarafoon337
    @kasfoonsarafoon337 5 ปีที่แล้ว +48

    রাজিব অসাধারণ অভিনেতা।
    শক্তিমান অভিনেতা তাঁকে কেন বলতো, এ মুভিতে কিছুটা প্রমাণ পাওয়া যায়

  • @mj.jakirhossain9515
    @mj.jakirhossain9515 5 ปีที่แล้ว +428

    ভাই বড় ধন রক্তের বাঁধন যদি হয় বিচ্ছেদ নারীর ও কারণ চলচ্চিত্র যতই হোক উন্নত কিন্তু রাজিব এর মতন অভিনেতা আর হবে না

  • @mdfoyez5130
    @mdfoyez5130 5 หลายเดือนก่อน +1

    10 বছর পর আজ আবার ও দেখলাম...অসাধারণ একটা ছবি 🇧🇩❤️

  • @rhrakib4749
    @rhrakib4749 3 ปีที่แล้ว +7

    বর্তমান পরিচালকের চেয়ে অতীতের পরিচালকের আকাশ মাটির ব্যাবধান।

  • @alammd8436
    @alammd8436 5 ปีที่แล้ว +11

    অসাধারণ মুভি। বাংগালীর জীবন চলার মুভি। যাকে খাটি বাংলায় বলে বই(সিনেমা )।এই সিনেমায় কাজ করা যারা আজ বেছে নেই তাদের আল্লাহ জাননাত দান করুন।

  • @mainuddin9052
    @mainuddin9052 5 ปีที่แล้ว +50

    খুব সুন্দর একটা বাংলা সিনেমা,চোখের পানি ধরে রাখা কষ্টকর।

  • @mohammadbruniy5945
    @mohammadbruniy5945 5 ปีที่แล้ว +316

    2019 এ কে কে দেখেছেন লাইক দেন

  • @sunsangma8201
    @sunsangma8201 4 ปีที่แล้ว +6

    ২০২০ আবারো দেখলাম ছবিটা
    চোখ টা ভিজে গেলো😢😢😢

    • @MdLiton-zm5fc
      @MdLiton-zm5fc 4 ปีที่แล้ว

      অনেক সুন্দর মুভি

  • @allbanglaandroidtips4763
    @allbanglaandroidtips4763 4 ปีที่แล้ว +5

    হাজারো সালাম পরিচালককে।এরক মুভি সারাজীবনে ও বাংলাদেশে আর হবে না।

  • @আয়শাআক্তার-ছ৩চ
    @আয়শাআক্তার-ছ৩চ 5 ปีที่แล้ว +280

    আমার বিশ্বাস,পুরাতন কিছু ছবি বাছাই করে যদি সিনেমা হলে চালানো হয়, তাহলে সিনেমা হল দর্শক পরিপূর্ণ হবে, কারণ এরকম সিনেমা এখন আর তৈরি হয় না।😭😭😭😭😭

    • @rafiqueislam8629
      @rafiqueislam8629 5 ปีที่แล้ว +4

      ঠিক বলেছেন

    • @kabitaakter6621
      @kabitaakter6621 5 ปีที่แล้ว

      Nice

    • @mdsawon1738
      @mdsawon1738 4 ปีที่แล้ว

      123456 1234567 ঠিক বলেছেন এরকম ছবি সবাই মিলে দেখা যায়।

    • @mdrahimmdrahim2800
      @mdrahimmdrahim2800 4 ปีที่แล้ว

      আমি এটাই চাই

    • @armanali-cl7dz
      @armanali-cl7dz 4 ปีที่แล้ว

      ছবির মান ঠিক থাকে পরিচালক উপর নির্বর করে। পরিচালক যদি লুচ্ছা হয়। ছবির মান ভাল থাকে না

  • @joygharami3316
    @joygharami3316 5 ปีที่แล้ว +27

    জুটি হিসেবে ইলিয়াস কাঞ্চন দিতি ও সালমান শাহ শাবনূর এর প্রনবন্ত অভিনয় এখনও ভাল লাগে।

  • @মনেমনেবাউল
    @মনেমনেবাউল 5 ปีที่แล้ว +30

    কান্না চলে আসে যতবার দেখি এই ছবিটা

  • @islammdazijul2055
    @islammdazijul2055 6 หลายเดือนก่อน +1

    এই মুভিটা দেখলেই অতীতের স্মৃতিগুলো মনে পড়ে যায় কতবার যে দেখেছি বলে বোঝাতে পারবো না কে কে দেখতে এসেছেন একটা লাইক দিয়ে যান

  • @MdSumon-ch6jx
    @MdSumon-ch6jx 7 หลายเดือนก่อน +1

    অসাধারণ ছবি আজকেও দেখলাম
    ২০/৫/২০২৪

  • @محمدمومنالاسلام-ن8ل
    @محمدمومنالاسلام-ن8ل 5 ปีที่แล้ว +5

    বাংলা সিনেমা জগৎতের আইকন মরহুম মিস্টার রাজিব চৌধুরি। এমন সুন্দর করে চরিত্র ফুটাতে পারতো অভিনয় জগৎতে, তা অন্য কারো পক্ষে সম্ভব হতো না। ছবিটি সম্পূর্ণ দেখা সম্ভব হয়না, কারন অবেগে কন্না চলে আসে। পৃথিবীর সকল নিঃশার্ত্ব বড় ভাইদের সালাম।

  • @md.asadulislamasadul7488
    @md.asadulislamasadul7488 5 ปีที่แล้ว +9

    এই সব ছবি দেখে কাদতে হয়না কান্না চলে আসে।রাজিবের পাশাপাশি ইলিয়াস কাঞ্চনের অভিনয়েরও কোন জুড়ি নাই।