প্রশ্ন:- গলায় তুলসীমালা কেন তিন প্যাঁচ দিয়ে পরতে হয়? এক প্যাঁচ দিয়ে পরতে নেই কেন⁉️ 👉উত্তর:- স্কন্দপুরাণে বলা হয়েছে,- "যৎকন্ঠে তুলসী নাস্তি,তে নরা মুঢ় মানসাঃ।" সুনো বিষ্ঠা সমং চান্নং জলং চ মদিরা সমং॥" যে ব্যক্তি নিজের গলায় তুলসী মালা ধারন করেনা, ওই মুঢ় ব্যক্তি যদি জল স্পর্শ করে তাহলে ঐ জল মদের সমান হয়ে যায়,আর যদি অন্ন স্পর্শ করে তাহলে সেই অন্ন রাজহংসের বিষ্ঠা (মল) সম হয়ে যায়।" তাই প্রত্যেক মানুষের তুলসী মালা পরিধান করা একান্ত কর্তব্য। পদ্মপুরানে বলা হয়েছে,- "স্নানকালে তু যস্যাঙ্গে,দৃশ্য তে তুলসী শুভাঃ। সর্ব তীর্থেসু স্নানং,ভবতি তে ন ন সংশয়॥" যখন কোন মানুষ গলায় তুলসী মালা ধারণ করে স্নান করে তখন ওই তুলসীকে স্পর্শ করে জল সর্বাঙ্গে স্নাত হয়, ঐ ব্যক্তির এই পৃথিবীর সর্ব তীর্থ স্নানের পূণ্যফল প্রাপ্তি হয়ে যায়।" শ্রীল ব্যাসদেব পদ্মপুরানে এই সত্য লিখেছেন এতে কোনো সন্দেহ থাকতে পারেনা। এইবার তুলসী মালা কেন তিন প্যাঁচ দিয়ে গলায় ধারণ করা উচিত তা নিয়ে আলোচনা করা যাক! শাস্ত্র-সম্মতভাবে গলায় তিন প্যাঁচ দিয়েই তুলসী মালা ধারণ করা কর্তব্য, কারণ স্মৃতিশাস্ত্রে তিন প্যাঁচ দিয়ে তুলসীমালা ধারণ করার কথা উল্লেখ করা হয়েছে। তিন প্যাঁচ দিয়ে তুলসী মালা ধারণ করার সময় তিনটি প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়,- ১)প্রথম প্যাঁচ দিয়ে বলতে হয় "আমি নিজেকে উদ্ধার করিব হরিনামের দ্বারা।" ২)দ্বিতীয় প্যাঁচ দিয়ে বলতে হয়--"আমি আমার পরিবারকে উদ্ধার করিব হরিনামের দ্বারা।" ৩)তৃতীয় প্যাঁচ দিয়ে বলতে হয়,"আমি যাহাকে দেখিব, তাহাকে বলিব হরিনাম, উদ্ধার হইবে সে হরিনামের দ্বারা।" 👉তুলসীমালার প্রথম প্যাঁচে নির্দেশ করে "সম্বন্ধ তত্ত্ব" অর্থাৎ "জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস"। কৃষ্ণের সঙ্গে যে আমার নিত্য সম্বন্ধ রয়েছে সেই সম্বন্ধকে স্মরণ করে গভীর প্রেমের বন্ধনে আবদ্ধ হতে হবে। 👉 তুলসীমালার দ্বিতীয় প্যাঁচ নির্দেশ করে, "অভিধেয় তত্ত্ব" অর্থাৎ কৃষ্ণের সঙ্গে যে একমাত্র সম্বন্ধ রয়েছে তাকে পাওয়ার একমাত্র উপায় হল "ভক্তি"। সমস্ত বৈদিক শাস্ত্র তাই ভগবদ্ভক্তির পন্থাকে "অভিধেয়" বলে বর্ণনা করা হয়েছে! তাই এই তুলসীর দ্বিতীয় প্যাঁচ দিয়ে আমি যেন সেই ভক্তি লাভ করতে পারি।*_ 👉 তুলসীমালার তৃতীয় প্যাঁচ নির্দেশ করে, "প্রয়োজন তত্ত্ব"। সমস্ত জীবের একমাত্র প্রয়োজন হল "কৃষ্ণপ্রেম" লাভ করা! "কৃষ্ণবিষয়ক প্রেমা-পরমপুরষার্থ। যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ॥" আমরা ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চার পুরুষার্থ লাভকে প্রয়োজন মনে করি কিন্তু "পরম পুরুষার্থ" (পঞ্চম পুরুষার্থ) ""কৃষ্ণপ্রেম"" -এর কাছে এই চার পুরুষার্থ তৃণসম অর্থহীন। কৃষ্ণপ্রেমের আনন্দ একটি অমৃতের সমুদ্রের মতো, যার তুলনায় ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের আনন্দ এক বিন্দুর মতোও নয়। 👉তুলসী মালার তিন প্যাঁচ "স্বত্ব, রজ ও তম" -এই তিন গুণের ভারসাম্যকে নির্দেশ করে। 👉 তুলসীমালার এই তিন প্যাঁচ "সৃজন, পালন ও সংহার (সৃষ্টি,স্থিতি, লয়) তত্ত্বের অধিপতি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে" নির্দেশ করে। 👉 তুলসী মালার এই তিন প্যাঁচ পবিত্র তীর্থ "গঙ্গা, যমুনা ও সরস্বতী "নদীর স্রোতকে নির্দেশ করে। 👉 তুলসীমালার এই তিন প্যাঁচ "ব্রহ্ম ("ওঁ"যোগীর কাছে), পরমাত্মা (জ্ঞানীর কাছে), ও ভগবান (ভক্তের কাছে)" এই তিন তত্ত্বকে নির্দেশ করে। 👉 তুলসীমালার এই তিন প্যাঁচ "বৈধী ভক্তি, রাগানুগা ভক্তি, ও রাগাত্মিকা ভক্তি "এই তিন প্রকার ভক্তিকে নির্দেশ করে। 👉 তুলসীমালার এই তিন প্যাঁচ "শ্রীভগবান, ভক্তি আর ভক্ত" এই তিন তত্ত্বকে নির্দেশ করে যার মধ্যে ভেদ নেই। 👉তুলসীমালার এই তিন প্যাঁচ "গুরু, বৈষ্ণব আর ভগবান"-এই তিন তত্ত্বকে নির্দেশ করে। 👉 তুলসীমালার এই তিন প্যাঁচ "গৌর, নিত্যানন্দ ও অদ্বৈত এই তিন বিষ্ণুতত্ত্বকে নির্দেশ করে। 👉 তুলসীমালার এই তিন প্যাঁচ সেব্য (প্রভু), সেবক (দাস)ও দুইজনের মধ্যে সম্বন্ধকে নির্দেশ করে। উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে তুলসী মালা সর্বদাই তিন প্যাঁচ দিয়ে গলায় ধারণ করা উচিত। যারা এক প্যাঁচ দিয়ে ধারণ করেন, তারা শাস্ত্রের নিয়মকে অমান্য করেন, তা দোষযুক্ত। যারা তিন প্যাঁচের বেশি প্যাঁচ দিয়ে ধারণ করেন, তা তাঁদের নিজস্ব ভাব, তাতে দোষ নেই
হরে কৃষ্ণ, প্রভু 10 বছর হয়েছে গলায় তুলসীর মালা ধারন করেছি, প্রথম আমাকে অনেক কিছু শুনতে হয়েছে, যারা আমাকে অনেক কিছু বলেছে তাঁরাই , এখন অন্য কাউকে তুলসীর মালা নেওয়া জন্য অনুরোধ করছে, রাঁধে রাঁধে
আমি অক্ষয় চন্দ্র দাস আমি আপনার ফোনে গীতা পাট শুনি আমি ভারতে পশ্চিমবঙ্গের বদ্ধমান রাণীগঞ্জে বাসিন্দা আমি গিতা পড়ি গলায় মালা আছে একাদশী করী কিন্তু আপনার বই গুলো আমার চাই কী করে পাবো একটু বলুন রাধে রাধে
@@haridas8065 তুলসী কৃষ্ণের প্রিয়সী যা রাধারাণীর অংশ, তুলসী পত্র ব্যতীত ভগবান ভোগ গ্রহণ করেন না। আর তুলসী নিজেই ভগবানের চরণ বন্দনা করেন তার ইচ্ছাকৃত তুলসী পত্র ভগবানের চরণে দেয়া আল ভগবানও সন্তুষ্টি হয়
হ্যা ধ্রুব মহারাজ কোন যুগে ছিল আর সেই যুগে যুগ ধর্ম কি ছিল? মালা পড়েন নি ঠিক আছে তাদের তপস্যায় ছিল অনাহারে তাদের আয়ু ১ লক্ষ সত্য যুগে এটা কলি যুগ আপনি একটা তপস্যা করতে পারবেন সেই রকম আযু নেই তাহলে কেন কলি যুগে সহজে লাভ করা যায় একাদশী, চারটা বিধি নিষেধ ভগবানের প্রসাদ হরিবল
মালা বা চিহ্ন ধারন ধর্মের কারণ নয়। পদ্মপুরাণ উত্তর কান্ড 80/107 আবার হরি ভক্তিবিলাসে বলা হয়েছে যারা তুলসীর মালা ধারণ করে তারা দেব লোকে যায় আর যারা আমলকি মালা ধারণ করে তারা বৈকুন্ঠে যায়।/সপ্তম বিলাস/আপনি তো তাহলে বৈকুন্ঠে যেতে পারবেন না.
@@datpenhijibijiparitosh মরার পরে নে বুঝবেন কত ধানে কত চাল এটাই বদ্ধ জীবের প্রভৃতি। জীবনে আছে কি খেতা আর বালিশ নাকি। শাস্ত্রে আছে খারাপ কাজ করলেই নরকে যেতে হবে জেনে শুনে কেন করবেন। বিষ খেলে মানুষ মারা যায় আপনি তা জানেন এখন তাহলে কি খেয়ে দেখবেন মরবেন কিনা সর্তক হোন ভোগ করলেই দোর্ভোগ
মহারাজ আমি বিগত ৫ থেকে ৬ বছর আগে তুলসী মালা নিয়েছি কিন্তু খুলে রেখেছি এখন কি পরা যাবে না আবার শোধন করতে হবে যদি শোধন করতে হয় কি করে করব দয়াকরে অনুগ্রহপূর্বক জানাবেন প্লিজ প্লিজ প্লিজ
Horibol আরেক জনম কেন চান? এই জনমেই ভগবানের কাছে বা বৈকুণ্ঠধামে ফিরে যেতে পারবেন যদি ভগবানের দেওয়া আইন মেনে চলতে হবে। অর্থাৎ চারটি বিধি ও একাদশী, হরিনাম জপ ভগবানের প্রসাদ পেলে অবশ্যই সঠিকভাবে করলে ভগবদধাম প্রাপ্তি হবেন ভগবান গীতা ৯/২৬ ও ১৮/৬৫, ৬৬ শ্লোকে প্রতিশ্রুতি দিয়েছেন। আর কি গ্যারান্টি চান বলুন
বিষ খেলে মানুষ মারা যায় আপনি সেটা জানেন এখন কি আপনি খেয়ে দেখবেন মারা যায় কি না? তাহলে বলার মত পৃথিবীতে থাকবেন না। ঠিক ভগবান ও সব গীতা ভাগবতে বলে দিয়েছেন সেটা মানতে হবে সেটাই আইন
@@riponchowdhury2061 বুঝতে ভুল করেছেন আপনি ঠিক এখানে আমি জড় জাগতিক বলি নি যদিও সেটা হয় জড় জাগতিক আইন সরকার তৈরি করেছেন আপনি আমি পারব??? আর আইন লঙ্ঘন করলে সরকার শাস্তিদান করবেন জেল রাখবেন ঠিক তেমনি শাস্ত্রে ভগবান আইন তৈরি করেছেন ভগবানের আইন গীতা ভাগবত আর অন্যরা যারা নিজেরা আইন তৈরি করে তারা ভন্ড প্রতারক। পিয়নের মত হতে হবে পিয়ন কিন্তু প্রেরক যা চিঠি দিয়েছেন সেটাই প্রাপককে দেন পিয়ন নিজে খুলে কিছু লেখে দেন না। যারা মনগড়া ব্যাখা দেয় তারা ভন্ড প্রতারক এখন প্রশ্ন হল আপনি বুঝবেন কি করে ভন্ড আর কে ভাল? উত্তর হল আপনি নিজে নিরপেক্ষ হয়ে শাস্ত্র পড়বেন তখন দেখবেন সদগুরু লেখা পাবেন তখন সদগুরু কিভাবে পাবেন কোথায় পাবেন কাকে বলে কে সদগুরু তখন সদগুরুর তত্ত্বাবধানে আপনি প্রামাণিক সব তথ্য স্বাক্ষাৎ ভগবান যা বলেছেন তা হৃদয়ঙ্গম করতে পারবেন হরিবল 🙏🙏
@@riponchowdhury2061 বাস্তব বিশ্বাসী কিন্তু ইতিহাস তো নিজের চোখে দেখি নি সেটা বলবেন তাইতো আজ পর্যন্ত বিং ব্যাং থিওরি আটকে আছে শূন্য থেকে কোন কিছু সৃষ্টি হতে পারে না বিজ্ঞানীরা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নি। এবং কৃত্রিম মহাবিশ্ব যিনি তৈরি করছেন তিনিও উপলব্দি করছেন উপরহালা কেউ একজন আছে। আর ভগবান যুগে যুগে এসেছে আর্শ্চয সব লীলা করেছেন বৃন্দাবনে যান অযোদ্ধা যান মথুরায় বেশি দিন ৫০০ বছর আগের কথা নদীয়াতে যান প্রমাণ নিয়ে গবেষণা করুন। আপনি যখন নিজে গবেষণা করতে পারবেন স্বচোখে বিশ্বাস করবেন কি করে শাস্ত্রের সাথে প্রতিটা জিনিস মিল আছে হাজার হাজার বছরের পুরনো গ্রন্থ সেই গুলো মিলিয়ে দেখুন। যখন পারবেন ই না তাহলে আপনার কল্পনাতেই
মালা বিক্রি করা বুদ্ধি,, আর একটি কথা ধর্ম কি তার মূল মন্ত্র জানেন? আর মালা গলায় দিয়ে মানুষের মনে আঘাত দেব কষ্ট দেব আর মালা দিয়ে ঘুরবো যে না খেয়ে আছে তাকে খেতে দেব? আর মালা বিক্রি না করে এমনি মালা গলায় পরে দিলে কি এমন মাহা পাপ হতো
মালা তো সব জায়গাতেই আছে ওনার কাছ থেকে কেন নিতে হবে? এটা কোন স্বর্ণ বা ডায়মন্ড না, আপনি যেভাবে বলছেন যেন ওনি মালা দিয়ে ব্যবসা করছে আপনি মালা না কিনেও ঘরে বানাতে পারেন মৃত তুলসী শুকনো ডাল কেটে বানাতে পারেন। মালা পরলে যমরাজের কাছ থেকে ছাড়া পাবেন অবশ্যই ভক্তি লাভ করতে পারবেন কৃষ্ণভক্ত। ডাক্তার কি কখনো রোগীর চিন্তা করে কি তিতা ঔষুধ দেন না যে তার ভাল লাগলে দিবে ভাল না লাগলে দিবে না তেমনি ভাগবত ভক্তা শাস্ত্র সমন্বিত কথা বলবেন এতে যে মানুষ আঘাত পায় তাহলে তার মঙ্গলের জন্যই বলছেন যে ভাবছে আঘাত দিয়েছে সে কথাগুলো মানতে পারছে না কারণ তার কোন শাস্ত্র জ্ঞান নেই। মনগড়া মতো চিন্তা ভাবনা কল্পনা করছে।
@@chaitanyapremamrita পাওয়া যায় তাহলে কেনো তাদের পরিযে দিচ্ছে না? যে না খেযে আছে তাদের খাবার জন্য কাজ করতেছে না ভাই? আর একটা কথা নিজেকে বড়ো মনে করলে হবে না মাঠে কাজ করে দেখাতে হবে
@@limonroy5613 ওনার কাজ ই শাস্ত্র জ্ঞান দেওয়া একজন ব্রাহ্মনের কর্মই শাস্ত্র জ্ঞান দিয়ে সবাইকে সঠিক পথ দেখানো। ওনি গ্রন্থ রচনা করেন এবং ভাগবত ভক্তা মানে ভগবানের বাণী প্রচার করা। আপনি যেই ধর্মই করুন না শাস্ত্র বহির্ভূত কোন মনগড়া ধর্ম হয় না। আপনি জীবন ধারণ করার জন্য একটি ভাল কাজ করুন নিষেধ করেছে কেউ? হরিবল আপনি গীতা পড়ুন
@@chaitanyapremamrita তা কি বলি মানুষ কে কিছু ক্ষনিকের জন্য বোকা বানানো যায় কিন্তু তা একদিন সত্যি উদায় হয়, আর কি বলি ভাষা নেই সৃষ্টির জীব সব তার সৃষ্টি তাহলে শুকরকে নিয়ে এরকম আলচনা করতে পারে না আর মালা নিতে হবে তা না বা গুরু মন্ত্র না নিলে নাকি তার হাতে সেবা হবে না কোন ধর্ম ভাই সেটা!! চিনি বানাচ্চে যারা তারা কি হিন্দু মুসলমান না কি সেটাতো দেখা হয় না কে আপেল কলা হাত দিয়ে শুচো তাহলে এতো ভেদাভেদ কনো তারা কি সঠিক শিক্ষা দিচ্ছে
@@limonroy5613 হরিবল আপনি দয়া করে কোন নিকটস্থ প্রভুকে আপনার সব প্রশ্ন করবেন? আপনার বুঝতে ভুল করছেন আর আপনি ভগবানের প্রতি থাকে যদি জানার চেষ্টা করুন আপনি দয়া করে জাগ্রত চেতনা বইটি সংগ্রহ করুন।
হরে কৃষ্ণ ।আপনারা সবাই ভিন্য ভিন্য কথা বলে মানুষ কে বিভ্রান্ত করেন ।আপনাদের সঙ্গে আপনাদের ই কোনো মিল নেই ।আপনারা অনেক কথা বলেন অনেক উপদেশ দেন । কিন্তু কখন তো বলেন না তোমরা মানুষ হও।মানুষের পাশে থাকো । বোলি আপনার মুখের ভাষা বৈষ্ণবীয়ো নয় ।সত্তী কারের যারা বৈষ্ণব তাঁরা অনেক নম্র ভদ্র ভাষায় কথা বলেন মানে আমি যতটুকু জানি ।হরে কৃষ্ণ।সনাতনের জয় হোক ।।
প্রশ্ন:- গলায় তুলসীমালা কেন তিন প্যাঁচ দিয়ে পরতে হয়? এক প্যাঁচ দিয়ে পরতে নেই কেন⁉️
👉উত্তর:-
স্কন্দপুরাণে বলা হয়েছে,-
"যৎকন্ঠে তুলসী নাস্তি,তে নরা মুঢ় মানসাঃ।"
সুনো বিষ্ঠা সমং চান্নং জলং চ মদিরা সমং॥"
যে ব্যক্তি নিজের গলায় তুলসী মালা ধারন করেনা, ওই মুঢ় ব্যক্তি যদি জল স্পর্শ করে তাহলে ঐ জল মদের সমান হয়ে যায়,আর যদি অন্ন স্পর্শ করে তাহলে সেই অন্ন রাজহংসের বিষ্ঠা (মল) সম হয়ে যায়।" তাই প্রত্যেক মানুষের তুলসী মালা পরিধান করা একান্ত কর্তব্য।
পদ্মপুরানে বলা হয়েছে,-
"স্নানকালে তু যস্যাঙ্গে,দৃশ্য তে তুলসী শুভাঃ।
সর্ব তীর্থেসু স্নানং,ভবতি তে ন ন সংশয়॥"
যখন কোন মানুষ গলায় তুলসী মালা ধারণ করে স্নান করে তখন ওই তুলসীকে স্পর্শ করে জল সর্বাঙ্গে স্নাত হয়, ঐ ব্যক্তির এই পৃথিবীর সর্ব তীর্থ স্নানের পূণ্যফল প্রাপ্তি হয়ে যায়।" শ্রীল ব্যাসদেব পদ্মপুরানে এই সত্য লিখেছেন এতে কোনো সন্দেহ থাকতে পারেনা।
এইবার তুলসী মালা কেন তিন প্যাঁচ দিয়ে গলায় ধারণ করা উচিত তা নিয়ে আলোচনা করা যাক!
শাস্ত্র-সম্মতভাবে গলায় তিন প্যাঁচ দিয়েই তুলসী মালা ধারণ করা কর্তব্য, কারণ স্মৃতিশাস্ত্রে তিন প্যাঁচ দিয়ে তুলসীমালা ধারণ করার কথা উল্লেখ করা হয়েছে।
তিন প্যাঁচ দিয়ে তুলসী মালা ধারণ করার সময় তিনটি প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়,-
১)প্রথম প্যাঁচ দিয়ে বলতে হয় "আমি নিজেকে উদ্ধার করিব হরিনামের দ্বারা।"
২)দ্বিতীয় প্যাঁচ দিয়ে বলতে হয়--"আমি আমার পরিবারকে উদ্ধার করিব হরিনামের দ্বারা।"
৩)তৃতীয় প্যাঁচ দিয়ে বলতে হয়,"আমি যাহাকে দেখিব, তাহাকে বলিব হরিনাম, উদ্ধার হইবে সে হরিনামের দ্বারা।"
👉তুলসীমালার প্রথম প্যাঁচে নির্দেশ করে "সম্বন্ধ তত্ত্ব" অর্থাৎ "জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস"। কৃষ্ণের সঙ্গে যে আমার নিত্য সম্বন্ধ রয়েছে সেই সম্বন্ধকে স্মরণ করে গভীর প্রেমের বন্ধনে আবদ্ধ হতে হবে।
👉 তুলসীমালার দ্বিতীয় প্যাঁচ নির্দেশ করে, "অভিধেয় তত্ত্ব" অর্থাৎ কৃষ্ণের সঙ্গে যে একমাত্র সম্বন্ধ রয়েছে তাকে পাওয়ার একমাত্র উপায় হল "ভক্তি"। সমস্ত বৈদিক শাস্ত্র তাই ভগবদ্ভক্তির পন্থাকে "অভিধেয়" বলে বর্ণনা করা হয়েছে! তাই এই তুলসীর দ্বিতীয় প্যাঁচ দিয়ে আমি যেন সেই ভক্তি লাভ করতে পারি।*_
👉 তুলসীমালার তৃতীয় প্যাঁচ নির্দেশ করে, "প্রয়োজন তত্ত্ব"। সমস্ত জীবের একমাত্র প্রয়োজন হল "কৃষ্ণপ্রেম" লাভ করা!
"কৃষ্ণবিষয়ক প্রেমা-পরমপুরষার্থ।
যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ॥"
আমরা ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চার পুরুষার্থ লাভকে প্রয়োজন মনে করি কিন্তু "পরম পুরুষার্থ" (পঞ্চম পুরুষার্থ) ""কৃষ্ণপ্রেম"" -এর কাছে এই চার পুরুষার্থ তৃণসম অর্থহীন। কৃষ্ণপ্রেমের আনন্দ একটি অমৃতের সমুদ্রের মতো, যার তুলনায় ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের আনন্দ এক বিন্দুর মতোও নয়।
👉তুলসী মালার তিন প্যাঁচ "স্বত্ব, রজ ও তম" -এই তিন গুণের ভারসাম্যকে নির্দেশ করে।
👉 তুলসীমালার এই তিন প্যাঁচ "সৃজন, পালন ও সংহার (সৃষ্টি,স্থিতি, লয়) তত্ত্বের অধিপতি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে" নির্দেশ করে।
👉 তুলসী মালার এই তিন প্যাঁচ পবিত্র তীর্থ "গঙ্গা, যমুনা ও সরস্বতী "নদীর স্রোতকে নির্দেশ করে।
👉 তুলসীমালার এই তিন প্যাঁচ "ব্রহ্ম ("ওঁ"যোগীর কাছে), পরমাত্মা (জ্ঞানীর কাছে), ও ভগবান (ভক্তের কাছে)" এই তিন তত্ত্বকে নির্দেশ করে।
👉 তুলসীমালার এই তিন প্যাঁচ "বৈধী ভক্তি, রাগানুগা ভক্তি, ও রাগাত্মিকা ভক্তি "এই তিন প্রকার ভক্তিকে নির্দেশ করে।
👉 তুলসীমালার এই তিন প্যাঁচ "শ্রীভগবান, ভক্তি আর ভক্ত" এই তিন তত্ত্বকে নির্দেশ করে যার মধ্যে ভেদ নেই।
👉তুলসীমালার এই তিন প্যাঁচ "গুরু, বৈষ্ণব আর ভগবান"-এই তিন তত্ত্বকে নির্দেশ করে।
👉 তুলসীমালার এই তিন প্যাঁচ "গৌর, নিত্যানন্দ ও অদ্বৈত এই তিন বিষ্ণুতত্ত্বকে নির্দেশ করে।
👉 তুলসীমালার এই তিন প্যাঁচ সেব্য (প্রভু), সেবক (দাস)ও দুইজনের মধ্যে সম্বন্ধকে নির্দেশ করে।
উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে তুলসী মালা সর্বদাই তিন প্যাঁচ দিয়ে গলায় ধারণ করা উচিত। যারা এক প্যাঁচ দিয়ে ধারণ করেন, তারা শাস্ত্রের নিয়মকে অমান্য করেন, তা দোষযুক্ত। যারা তিন প্যাঁচের বেশি প্যাঁচ দিয়ে ধারণ করেন, তা তাঁদের নিজস্ব ভাব, তাতে দোষ নেই
রাধে রাধে
শবদাহ এর সময় তুলসী কাষ্ঠ্য দেওয়া কতটা যৌক্তিক, অনেকে বলে তুলসী কাঠ দিয়ে পোড়ানো উচিত না , কোনটা সঠিক , শাস্ত্রের রেফারেন্স সহ যুক্তি চাই
Tolsu mala ki??
@@UmmaHabiba-p5t তুলসী বৃক্ষের তৈরি মালা
@@chaitanyapremamrita tolsi mala keno pore.
হরে কৃষ্ণ, প্রভু 10 বছর হয়েছে গলায় তুলসীর মালা ধারন করেছি, প্রথম আমাকে অনেক কিছু শুনতে হয়েছে, যারা আমাকে অনেক কিছু বলেছে তাঁরাই , এখন অন্য কাউকে তুলসীর মালা নেওয়া জন্য অনুরোধ করছে, রাঁধে রাঁধে
হরিবল
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে হরে হ্যাঁ প্রভু খুব সুন্দর সুন্দর 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
হরিবল
হরে কৃষ্ণ প্রভু, আপনার কথা গুলো খুব ভালো লাগলো,
ভালো লাগতেই হবে ।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।
হরে কৃষ্ণ
Hare krisnah kotha golo sune khub valo laglo
horibol
হরে কৃষ্ণ রাঁধে রাধে জয় নিতাই 🙏🙏🙏🧡🧡🧡
হরিবল
হরে কৃষ্ণ রাঁধে রাঁধে 🙏🙏
hare Krishna
প্রভু দন্দব্দ প্রনাম,আপনি একজন ভাগব দ বক্তা,আপনার কথা গুল খুব সুন্দ র।
horibol
হরে কৃষ্ণ হরি বল 🙏🙏🙏🙏🙏
হরিবল
আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগছে মনে হচ্ছে সারা জীবন শুনতাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।
horibol
@@chaitanyapremamrita lek
...
যত মত তত পথ ।
গোঁফ ফেলে দিলেই ভক্ত হ ওয়া যায় না ।
মতুয়া হলে সব ক্ষমা ।
যত পার মতুয়া হ ও।অত নিয়ম নেই।
জয় হরি বল
horibol
গীতা ভাগবত পড়ুন
হরে কৃষ্ণ
ai jono churi korla motuyaaa houaaa jai sob khoma kore diba
মতুয়ারা মদ খেয়ে মাতাল।
আপনাকে বড় বলে বড় সেই নয়।
Hore Krisna🙏Vogobam Amadar Mongol Koro🙏💖💖💖💞Hori Bol🙏💖💖💖💞
horibol
জয় রাধে গোবিন্দ গুরু জি
horibol
,হরে কৃষ্ণ আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বলছি আপনার বই গুলি কিনতে চাই কিভাবে পাব
হরিবল
অসাধারণ কথাগুলো❤
হরিবল
কথাগুলো খুব ভালো লাগল শুনে
অসাধারণ প্রভু 🙏🙏🙏🙏🙏
horibol
লোl. Joy VT mop
@@chaitanyapremamrita pp
Pp
@@chaitanyapremamritap
Radhe Radhe,,,,,,,Hare Krishna,,,,,,,Hari,,,bol,,,,,
হরিবল
Hk Krishna pb aponar sricharone dandobat pranam
horibol
হরে কৃষ্ণ বাবা আমরা একাদশি করি বাড়ির সবাই ❤❤❤
হরে কৃষ্ণ
অসাধারণ সব কথা
হরিবল
হরে কৃষ্ণ জয় নিতাই
horibol
Hore Krishna joy radhe 🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🇧🇩
হরিবল
আমি অক্ষয় চন্দ্র দাস আমি আপনার ফোনে গীতা পাট শুনি আমি ভারতে পশ্চিমবঙ্গের বদ্ধমান রাণীগঞ্জে বাসিন্দা আমি গিতা পড়ি গলায় মালা আছে একাদশী করী কিন্তু আপনার বই গুলো আমার চাই কী করে পাবো একটু বলুন রাধে রাধে
horibol
Hare Krishna provhu 🙏🙏🙏
horibol
Here krishan nice massage
হরিবল
Hare Krishna 🕉️
@@PrantaKumarRoy horibol
প্রভু ঠিক বলছেন ❤❤❤❤
horibol
হরে কৃষ্ণ প্রভু
হরে কৃষ্ণ
@@chaitanyapremamrita ft
আচ্ছা দুই পেস মালা কি পরা যাবে জানাবেন।
Ha jabe
জয় নিতাই, জয় গৌর ♥️♥️♥️🙏🙏🙏
horibol
হরে কৃষ্ণ প্রভু 🙏🙏🙏
হরে কৃষ্ণ
জয় শ্রীকৃষ্ণ জয় সনাতন
horibol
হরে কৃষ্ণ তুলসী মালা সবার গলায় থাকা দরকার ভগবানের কথা❤
হরিবল
হরে কৃষ্ণ 🙏🙏🥰🥰
হরিবল
কয় প্যাচ দিয়ে পরবো প্রভু?
হরে কৃষ্ণ❤🙏
নিরামিষ ভুজি হলে ,,তিন প্যাচ
আমিষ ভুজি হলে ,,দুই প্যাচ,,,আস্তে আস্তে আমিষ ভজন ছেড়ে দাওয়া উত্তম 💙
দুই থেকে যত খুশি পরুন। রাধে রাধে।।
আমরা প্রনাম নিবেন। মালা ৩ প্যাচ ধারণ করতে হবে এই তত্ত্ব টির একটা গ্রন্থের রেফারেন্স বলুন। হরে কৃষ্ণ।
comment pin kora ache dekhun
তুলসী পাতা গোবিন্দের চরণে এবং ভোগে দুটোতেই দেওয়া হয় এটা ব্যাখ্যা করবেন
@@haridas8065 তুলসী কৃষ্ণের প্রিয়সী যা রাধারাণীর অংশ, তুলসী পত্র ব্যতীত ভগবান ভোগ গ্রহণ করেন না। আর তুলসী নিজেই ভগবানের চরণ বন্দনা করেন তার ইচ্ছাকৃত তুলসী পত্র ভগবানের চরণে দেয়া আল ভগবানও সন্তুষ্টি হয়
Hare krishna dada
horibol
প্রভু আমার একটা লাগত মালা
যেকোন মন্দিরে দোকান থেকে নিয়ে নিন
Dhrubho Moharaj tho mala poren nai ekadoshi o koren nai ta holey teni kemnay Govindo dorshon lav korlen baba plz explain
হ্যা ধ্রুব মহারাজ কোন যুগে ছিল
আর সেই যুগে যুগ ধর্ম কি ছিল?
মালা পড়েন নি ঠিক আছে তাদের তপস্যায় ছিল অনাহারে তাদের আয়ু ১ লক্ষ সত্য যুগে
এটা কলি যুগ আপনি একটা তপস্যা করতে পারবেন সেই রকম আযু নেই তাহলে কেন কলি যুগে সহজে লাভ করা যায় একাদশী, চারটা বিধি নিষেধ ভগবানের প্রসাদ হরিবল
Nxt video tey bhalo korey explain koben baba Dondobot amar apnakey
হরে কৃষ্ণ নমস্কার সবাইকে হরে কৃষ্ণ
হরিবল
Hare Krishna prabhuji
হরিবল
Hara krishna provu ❤️❤️❤️❤️
hare Krishna
রাধে রাধে
horibol
হরে কৃষ্ণ 🙏🙏🙏
hare krishna
jay Shree Hare Krishna
হরিবল
Nice video 🥰🥰🥰
হরে কৃষ্ণ
Hare krisnah goru deb
Horibol
জয় নিতাই গৌরাঙ্গ জয়
হরে কৃষ্ণ প্রভু শ্রাদ্ধের বইটা কি আপনার কাছ থেকে পাওয়া যাবে।
horibol provu
call korle paben
@@chaitanyapremamritaki ni bhi ki wo
Ai thakurer aro valovabe porte hobe thakurer onek kisu janar Baki ase
হরিবল
Joy shree kirshna❣️❣️❣️❣️
hare Krishna
Jai shree Krishna Jai Shree Radhe Radhe 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌺🌺🌺🌺
horibol
Smarta mot asur mot ate kon sastra palan aktu bolban probhu
দেখুন দার্শনিক বা পন্ডিত হলেই ভক্ত হওয়া যায় না
বেসিক আগে গীতা ভাগবত পড়ুন ভাল করে
মালা বা চিহ্ন ধারন ধর্মের কারণ নয়। পদ্মপুরাণ উত্তর কান্ড 80/107 আবার হরি ভক্তিবিলাসে বলা হয়েছে যারা তুলসীর মালা ধারণ করে তারা দেব লোকে যায় আর যারা আমলকি মালা ধারণ করে তারা বৈকুন্ঠে যায়।/সপ্তম বিলাস/আপনি তো তাহলে বৈকুন্ঠে যেতে পারবেন না.
হরে কৃষ্ণ প্রভু
পাচ্ছি না দয়া করে
আপনি কষ্ট করে মেইল করুন picture or reference send
shibubarmon34@gmail.com
ধন্যবাদ দাদা
তুমি ত পাগল নাইলে এ কতা বললে না নে বালা করে পুরো টা পরে কতা বল
@@datpenhijibijiparitosh মরার পরে নে বুঝবেন কত ধানে কত চাল এটাই বদ্ধ জীবের প্রভৃতি। জীবনে আছে কি খেতা আর বালিশ নাকি।
শাস্ত্রে আছে খারাপ কাজ করলেই নরকে যেতে হবে জেনে শুনে কেন করবেন। বিষ খেলে মানুষ মারা যায় আপনি তা জানেন এখন তাহলে কি খেয়ে দেখবেন মরবেন কিনা সর্তক হোন
ভোগ করলেই দোর্ভোগ
মিথ্যা বলা থেকে বিরত থাকুন.আপনি দেব আদি দেব ভোলানাথ কে পর্যন্ত মানতে রাজি নন। আপনি তো কিছুই জানেন না আপনার থেকে মানুষ কি শিখবে। শুভ বুদ্ধির উদয় হোক
প্রণাম প্রভু
আপনার বইগুলো নাম বলবেন দয়া করে
01764976884 contact
জয় রাধে রাধে
horibol
রাধে রাধে রাধে রাধে
horibol
কোন পুরান নে তুলসীর মালার কথা আছে বলেনতো একটু শুনি। র একটা কথা তুলসী মালা কাদের কাধের ধারণ বিধান আছে বলবেন কি একটু? উত্তর এর অপেক্ষায় থাকলাম ...
pin comment porun
hare krishna
Hare Krishna Radhe radhe
হরিবল
প্রভু, আমরা একাদশী পালন করা শুরু করছি, তুলসীমালা কোনোকারনে তিন প্যাচের সম্ভব না হলে দুই প্যাচের তুলসীমালা ধারণ করা যায়, প্লিজ রিপ্লায় দিন
করতে থাকুন
আর পরে তিন পেচ দিয়েন
জয় রাধে
horibol
Guruji sara ki tulsi mala pora jai
হরিবল
হ্যা প্রভু
জয় নিতাই
horibol
হরেকৃষ্ণ 🙏
হরে কৃষ্ণ
0
On Wed. ... ...
Joy. Radhy,
horibol
Hara krishna
horibol
Radha radha
hare krishna
একাদশী আমি ধরব এই মঙ্গলবার পরেছে সঠিক নিয়ম টা বলেবেন বাবা।
আগের দিন নিরামিষ তারপর দিন উপবাস ফল পেতে পারেন না পারলে সবজি পেতে পারেন
Like Swami Vivekananda, Sri Ram Krishna. They did not even the garlands of Tulsi.
They are not god, they are hallow.Please follow who are devote of lord krishna. 🙏🙏
Hare Krishna 🙏🙏🙏🌺🌺🌺🪔🌿🌿🌿
horibol
মহারাজ আমি বিগত ৫ থেকে ৬ বছর আগে তুলসী মালা নিয়েছি কিন্তু খুলে রেখেছি এখন কি পরা যাবে না আবার শোধন করতে হবে যদি শোধন করতে হয় কি করে করব দয়াকরে অনুগ্রহপূর্বক জানাবেন প্লিজ প্লিজ প্লিজ
@@paritoshroy6048 প্রভুদের কাছ থেকে নেন আর খুলবেন না খুলেন কেন
হরে কৃষ্ণ 🕉️
horibol
তুলসি মালা কী তিন প্যাচ দিয়ে পড়া যায় দয়া করে আপনি আমার কথার উত্তরটা দিয়েন
হ্যা পড়ুন
Joy se kashna Radhe Radhe
হরিবল
Hare krishna...baba Kuno guarantee aache ki akadashi korle aar Tulsi mala porle ...aabar Manus jonmo paben bole ...
Horibol
আরেক জনম কেন চান? এই জনমেই ভগবানের কাছে বা বৈকুণ্ঠধামে ফিরে যেতে পারবেন যদি ভগবানের দেওয়া আইন মেনে চলতে হবে। অর্থাৎ চারটি বিধি ও একাদশী, হরিনাম জপ ভগবানের প্রসাদ পেলে অবশ্যই সঠিকভাবে করলে ভগবদধাম প্রাপ্তি হবেন
ভগবান গীতা ৯/২৬ ও ১৮/৬৫, ৬৬ শ্লোকে প্রতিশ্রুতি দিয়েছেন। আর কি গ্যারান্টি চান বলুন
@@chaitanyapremamrita Gitai airakam kichu bala nai. Gitai ja kichu ache sabi Antarik.Age GITA bhalo kore bujhun.BHAGABANER KATHA APONI BHUL BOJHACHEN.
@@utpalsarkar2316 আপনি
গীতা ১৮/৬৫'৬৬
৯/২৬
ভক্ত হতে গেলে কি কি করতে হয়?
Radhe radhe
@@tumpasingha3493 Radhe Radhe
মৃত্যুর পরে কি হবে,আপনি জানেন ঠিক না,,তাহলে আপনি ভগবান,,,
বিষ খেলে মানুষ মারা যায় আপনি সেটা জানেন
এখন কি আপনি খেয়ে দেখবেন মারা যায় কি না?
তাহলে বলার মত পৃথিবীতে থাকবেন না।
ঠিক ভগবান ও সব গীতা ভাগবতে বলে দিয়েছেন সেটা মানতে হবে সেটাই আইন
@@chaitanyapremamrita আপনি তো নিজেই ঠিক না ।আইন ,,,আইন তো আমার মতন আপনার মতন লোকই তৈরি করেছেন,আকাশ থেকে পরে নাই,,,,,
@@riponchowdhury2061 বুঝতে ভুল করেছেন আপনি ঠিক এখানে আমি জড় জাগতিক বলি নি
যদিও সেটা হয় জড় জাগতিক আইন সরকার তৈরি করেছেন আপনি আমি পারব??? আর আইন লঙ্ঘন করলে সরকার শাস্তিদান করবেন জেল রাখবেন ঠিক তেমনি শাস্ত্রে ভগবান আইন তৈরি করেছেন ভগবানের আইন গীতা ভাগবত আর অন্যরা যারা নিজেরা আইন তৈরি করে তারা ভন্ড প্রতারক। পিয়নের মত হতে হবে পিয়ন কিন্তু প্রেরক যা চিঠি দিয়েছেন সেটাই প্রাপককে দেন পিয়ন নিজে খুলে কিছু লেখে দেন না।
যারা মনগড়া ব্যাখা দেয় তারা ভন্ড প্রতারক
এখন প্রশ্ন হল আপনি বুঝবেন কি করে ভন্ড আর কে ভাল?
উত্তর হল আপনি নিজে নিরপেক্ষ হয়ে শাস্ত্র পড়বেন তখন দেখবেন সদগুরু লেখা পাবেন তখন সদগুরু কিভাবে পাবেন কোথায় পাবেন কাকে বলে কে সদগুরু তখন সদগুরুর তত্ত্বাবধানে আপনি প্রামাণিক সব তথ্য স্বাক্ষাৎ ভগবান যা বলেছেন তা হৃদয়ঙ্গম করতে পারবেন
হরিবল 🙏🙏
@@chaitanyapremamrita আপনি কি বাস্তুবে বিশ্বাসী,কল্পানাতে বিশ্বাসী,,,,,
@@riponchowdhury2061 বাস্তব বিশ্বাসী
কিন্তু ইতিহাস তো নিজের চোখে দেখি নি সেটা বলবেন তাইতো
আজ পর্যন্ত বিং ব্যাং থিওরি আটকে আছে শূন্য থেকে কোন কিছু সৃষ্টি হতে পারে না বিজ্ঞানীরা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নি। এবং কৃত্রিম মহাবিশ্ব যিনি তৈরি করছেন তিনিও উপলব্দি করছেন উপরহালা কেউ একজন আছে। আর ভগবান যুগে যুগে এসেছে আর্শ্চয সব লীলা করেছেন বৃন্দাবনে যান অযোদ্ধা যান মথুরায় বেশি দিন ৫০০ বছর আগের কথা নদীয়াতে যান প্রমাণ নিয়ে গবেষণা করুন। আপনি যখন নিজে গবেষণা করতে পারবেন স্বচোখে বিশ্বাস করবেন কি করে
শাস্ত্রের সাথে প্রতিটা জিনিস মিল আছে হাজার হাজার বছরের পুরনো গ্রন্থ সেই গুলো মিলিয়ে দেখুন। যখন পারবেন ই না তাহলে আপনার কল্পনাতেই
🕉️🕉️🕉️🏵️🌷🏵️👏👏👏
হরিবল
হবে কূষ্ণ❤❤❤❤❤
hare krishna
হরিবল
horibol
Hare krishna
hare krishna
তুলসীর মালা গলায় নাই কৃষ্ণের গলায় নাই রামের গলায় নাই নারায়ণের গলায় নাই এদের গলায় সোনার গয়না সবাই তাহলে ওদের কি সাজা দেবে ধর্মরাজ বলেন তো একটু
তিলকধারী দা
বসের কথায় অন্যরা চলে অন্যের কথায় বস চলে না
আশা করি বুঝতে পেরেছেন
Ki type ER question ETA .. 😢 vaben ki kre esob
জয় শ্রী হরি
হরিবল
মালা বিক্রি করা বুদ্ধি,, আর একটি কথা ধর্ম কি তার মূল মন্ত্র জানেন? আর মালা গলায় দিয়ে মানুষের মনে আঘাত দেব কষ্ট দেব আর মালা দিয়ে ঘুরবো যে না খেয়ে আছে তাকে খেতে দেব? আর মালা বিক্রি না করে এমনি মালা গলায় পরে দিলে কি এমন মাহা পাপ হতো
মালা তো সব জায়গাতেই আছে ওনার কাছ থেকে কেন নিতে হবে?
এটা কোন স্বর্ণ বা ডায়মন্ড না, আপনি যেভাবে বলছেন যেন ওনি মালা দিয়ে ব্যবসা করছে
আপনি মালা না কিনেও ঘরে বানাতে পারেন মৃত তুলসী শুকনো ডাল কেটে বানাতে পারেন।
মালা পরলে যমরাজের কাছ থেকে ছাড়া পাবেন অবশ্যই ভক্তি লাভ করতে পারবেন কৃষ্ণভক্ত। ডাক্তার কি কখনো রোগীর চিন্তা করে কি তিতা ঔষুধ দেন না যে তার ভাল লাগলে দিবে ভাল না লাগলে দিবে না তেমনি ভাগবত ভক্তা শাস্ত্র সমন্বিত কথা বলবেন এতে যে মানুষ আঘাত পায় তাহলে তার মঙ্গলের জন্যই বলছেন যে ভাবছে আঘাত দিয়েছে সে কথাগুলো মানতে পারছে না কারণ তার কোন শাস্ত্র জ্ঞান নেই। মনগড়া মতো চিন্তা ভাবনা কল্পনা করছে।
@@chaitanyapremamrita পাওয়া যায় তাহলে কেনো তাদের পরিযে দিচ্ছে না? যে না খেযে আছে তাদের খাবার জন্য কাজ করতেছে না ভাই? আর একটা কথা নিজেকে বড়ো মনে করলে হবে না মাঠে কাজ করে দেখাতে হবে
@@limonroy5613 ওনার কাজ ই শাস্ত্র জ্ঞান দেওয়া একজন ব্রাহ্মনের কর্মই শাস্ত্র জ্ঞান দিয়ে সবাইকে সঠিক পথ দেখানো।
ওনি গ্রন্থ রচনা করেন এবং ভাগবত ভক্তা মানে ভগবানের বাণী প্রচার করা। আপনি যেই ধর্মই করুন না শাস্ত্র বহির্ভূত কোন মনগড়া ধর্ম হয় না।
আপনি জীবন ধারণ করার জন্য একটি ভাল কাজ করুন নিষেধ করেছে কেউ?
হরিবল আপনি গীতা পড়ুন
@@chaitanyapremamrita তা কি বলি মানুষ কে কিছু ক্ষনিকের জন্য বোকা বানানো যায় কিন্তু তা একদিন সত্যি উদায় হয়, আর কি বলি ভাষা নেই সৃষ্টির জীব সব তার সৃষ্টি তাহলে শুকরকে নিয়ে এরকম আলচনা করতে পারে না আর মালা নিতে হবে তা না বা গুরু মন্ত্র না নিলে নাকি তার হাতে সেবা হবে না কোন ধর্ম ভাই সেটা!! চিনি বানাচ্চে যারা তারা কি হিন্দু মুসলমান না কি সেটাতো দেখা হয় না কে আপেল কলা হাত দিয়ে শুচো তাহলে এতো ভেদাভেদ কনো তারা কি সঠিক শিক্ষা দিচ্ছে
@@limonroy5613 হরিবল আপনি দয়া করে কোন নিকটস্থ প্রভুকে আপনার সব প্রশ্ন করবেন?
আপনার বুঝতে ভুল করছেন আর আপনি ভগবানের প্রতি থাকে যদি জানার চেষ্টা করুন আপনি দয়া করে জাগ্রত চেতনা বইটি সংগ্রহ করুন।
apni bolen vogoban sree krishna kiser mala golay orten
ভগবান অনেক কিছুই ভগবানের সাথে তুলনা বা অনুকরণ করবেন কেন?
হরে কৃষ্ণ ।আপনারা সবাই ভিন্য ভিন্য কথা বলে মানুষ কে বিভ্রান্ত করেন ।আপনাদের সঙ্গে আপনাদের ই কোনো মিল নেই ।আপনারা অনেক কথা বলেন অনেক উপদেশ দেন ।
কিন্তু কখন তো বলেন না তোমরা মানুষ হও।মানুষের পাশে থাকো ।
বোলি আপনার মুখের ভাষা বৈষ্ণবীয়ো নয় ।সত্তী কারের যারা বৈষ্ণব তাঁরা অনেক নম্র ভদ্র ভাষায় কথা বলেন মানে আমি যতটুকু জানি ।হরে কৃষ্ণ।সনাতনের জয় হোক ।।
th-cam.com/video/I1CvjHbygRY/w-d-xo.html
সম্পূর্ণ ভিডিওটি দেখুন
Dekhechi .
Ai provur nam ki?
Hare krishno
Agulo ki Krishna upnar Kane kane bole chilo?
horibol
আমি একটা জিনিস জানতে চাই কে ছেড়ে দে কি হয়
বুঝি নাই
নিয়ম গুলি কে? কাদের জন্য করল? আর কাকে বলে গেল?
কৃষ্ণ ভক্তদের জন্য
পন্ডিত কে বলছি সাহস থাকলে রাহুল ভাইয়ের সাথে তর্ক করেন, হার মেনে মুসলিম হবেন
রাহুল ভাই কে দেখা শেষ রাহুল ভাই এর সাথে ইসকনের ডিবেট হয়ে গেছে বার বার করবে নাকি
Jay Radhe
হরিবল
Hare Krishna
horibol
ঠিক বললেন দাদা
horibol
Jay Shri Krishna
horibol
আর যদি কেউ গলায় তুলসীর মালা পরে পাপ করতে থাকে তা হলে?
পাপের জন্য ক্ষমা হবে না সুতরাং মালা পরেও পাপ করা যাবেনা।রাধে রাধে।।
তাঁর বিচার স্বয়ং ভগবান করবেন আজ নয়তো কাল বিচার হবেই।হরে কৃষ্ণ
Eto puro voy dekhachhe