দুঃখ নিয়া চলে যাই ! Apan Thikana: 230 I Taslima I Final Update I Studio of Creative Arts I

แชร์
ฝัง

ความคิดเห็น • 1K

  • @mdshahidul9792
    @mdshahidul9792 2 ปีที่แล้ว +56

    আলহামদুলিল্লাহ, আরও একজন বোন তাঁর পরিবারে ফিরে গেল। এভাবেই যেন প্রতিটা নীড় হাড়া মানুষ ফিরে যেতে পারে তাঁর আপন ঠিকানায় সেই কামনা করি হে আল্লাহ তুমি এই বোন এবং তাঁর পরিবারের সবাইকে শুখে শান্তিতে রেখ।

  • @md.aliazam3148
    @md.aliazam3148 2 ปีที่แล้ว +36

    প্রথমে একটু টেনশনে ছিলাম লাস্ট দিকে খুব আনন্দ পেলাম আলহামদুলিল্লাহ

  • @NazrulIslam-vw4jm
    @NazrulIslam-vw4jm 2 ปีที่แล้ว +4

    আলহামদুলিল্লাহ পর্বতী ভিডিও গুলো দেখার অপেক্ষায় রইলাম ধন্যবাদ কিবরিয়া ভাই কে এতো সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য।

  • @golammostafa3053
    @golammostafa3053 2 ปีที่แล้ว +12

    আলহামদুলিল্লাহ সত মা এত ভালবাসা এই প্রথম দেখলাম।

  • @iqbalyusuf5462
    @iqbalyusuf5462 2 ปีที่แล้ว +9

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সত মাকে দেখে মন ভরে গেল।খুবি উদার মনের মানুষ উনি

  • @mostafamollah1987
    @mostafamollah1987 4 หลายเดือนก่อน +2

    আলহামদুলিল্লাহ তাসলিমা তার হারিয়ে যাওয়া পরিবারকে ফিরিয়ে পেল তার জন্য কিবরিয়া ভাই কে এবং ওনার সাথে যারা সহযোগিতা করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ❤

  • @hafizaikram701
    @hafizaikram701 2 ปีที่แล้ว +6

    আলহামদুলিল্লাহ,, অনেকটা ভালো লাগছে আপা তার পরিবার খুজে পেলো।।।এই আপু আমাদের খুলনার মেয়ে,, আমি বেশ কিছু গ্রুফে শেয়ার করেছিলাম,,, আল্লাহ শেষ পর্যন্ত মিলায় দিয়েছেন।। আলহামদুলিল্লাহ।।।

  • @jamalahmed8607
    @jamalahmed8607 2 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ।আরেকজন তসলিমা খুঁজে পেলো তার পরিবার।
    তসলিমার আবেগ,প্রকাশ ভঙ্গি অন্যদের মত না।এটাই স্বাভাবিক।মানুষ মাত্রই একজন থেকে অন্যজন ভিন্ন।এখানে বড় কথা হচ্ছে সে তার স্বজন ফিরে পেয়েছে।আর আমাদের প্রাণের স্টুডিও অব ক্রিয়েটিভ আর্টস লিমিটেড এর মৌলিক আদর্শই তো তাই।

  • @riponkhondakar6134
    @riponkhondakar6134 2 ปีที่แล้ว +122

    সৎ মা, সৎ ভাই,অথচো বোনের প্রতি কতো ভালোবাসা ভাইদের,এখনকার সময় আপন ভাই বোনের ভিতর ও এমন মধুর সম্পর্ক দেখা যায় না

  • @mdaktar2497
    @mdaktar2497 2 ปีที่แล้ว +4

    নিরাশায় আশার আলো, প্রথমে মনে হচ্ছিল আপডেট ভিডিও টি ঝুলিয়ে থাকবে কিন্তু আলৌকিক ঘটনা ঘটে গেল বড় বোনের সাক্ষাৎ, খুবই সুন্দর হয়েছে।।

  • @kamrulsahmi4889
    @kamrulsahmi4889 2 ปีที่แล้ว +5

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিশেষে তাসলিমা বোনের সাথে দেখা হওয়ার পরে মনে অনেক শান্তি অনুভব পাইলাম,,,আল্লাহ যেন তাদের মধ্যে শান্তি বর্ষন করেন

  • @mohidulislam5194
    @mohidulislam5194 2 ปีที่แล้ว +4

    আলহামদুলিল্লাহ সর্ব সেস ফিনিশিং টা ভালো লাগলো এরা হলো সাদা মনের মানুষ আমাদের রঙিন দুনিয়ার অতো শত তাঁরা বোঝে না, ভালো থাকুক সবাই-ই ভালো থাকবেন আপনারা, শুভরাত্রি 🌺🌺

  • @satuhinbhuiyan3022
    @satuhinbhuiyan3022 2 ปีที่แล้ว +17

    আলহামদুলিল্লাহ।
    পুরো ভিডিও না দেখে কিছুই বুঝতেছি না ভালো কিছু আশাবাদী

  • @MdalaUddin-wq2mz
    @MdalaUddin-wq2mz 2 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ কিবরিয়া ভাই

  • @dhjgghb6161
    @dhjgghb6161 2 ปีที่แล้ว +7

    ওরে কিবরিয়া ভাই,, বোনকে স্টুডিও তে নিলে আপডেট আরও একটু প্রাণবন্ত হতো,,।
    যাই হোক অবশেষে অল ক্লিয়ার আলহামদুলিল্লাহ। 😍😍

  • @জারাইসলাম-ঠ৫ফ
    @জারাইসলাম-ঠ৫ফ 2 ปีที่แล้ว +27

    নোটিফিকেশন পেয়েই চলে আসলাম,, বাবার কথা গুলো একদম কলিজায় গিয়ে লাগলো আবারও প্রমাণ হলো বাবা মা সব সময় সন্তানের সুখ শান্তি চায়, বোন আপনার আর আপনার বাবার চেহের সাথে অনেক মিল মাশাআল্লাহ

    • @kuddosabdul5973
      @kuddosabdul5973 2 ปีที่แล้ว +2

      বোনেরে আগে নিলেন না কেন বাবা বলতাছে বনেন কথা এই বুদ্দিটা নাই এত পেচান লাগে না

    • @ayshamethun
      @ayshamethun 2 ปีที่แล้ว +1

      Thik bolcen Apu,,,

  • @lavluhasan7866
    @lavluhasan7866 2 ปีที่แล้ว +5

    আসসালামু আলাইকুম, ভাইয়া প্রথম থেকে শেষ অবধি দেখলাম, শুরু থেকে টেনশন কাজ করছিলো, মফস্বল বললে ভুল হবে, অজপারা দরিদ্র পরিবার থেকে আসছে, এদিকে আমাদের কনসিডার করা দরকার, যদিও ভিডিও তেমন আকৃষ্ট করেনি,,এ জন্যই কিবরিয়া ভাই সূচনা পর্বে যথেষ্ট গুছিয়ে বলেছেন,যা ভাষায় প্রকাশ করতে পারছিনা, আলহামদুলিল্লাহ,, কষ্ট হলেও এভাবেই হারিয়ে যাওয়া মানুষ গুলো ফিরে পাক তাদের আপন ঠিকানা,। কিবরিয়া ভাই এর সকল টিম মেম্বারের জন্য শুভ কামনা ও দোয়া রইলো, কিবরিয়া ভাই এর পরিশ্রম সার্থক হোক।

  • @nusratjahanonika9985
    @nusratjahanonika9985 2 ปีที่แล้ว +56

    আলহামদুলিল্লাহ ❤️বাকি আপডেটগুলো দেখার অপেক্ষায় রইলাম❤️

    • @MDhasan-pc7rr
      @MDhasan-pc7rr 2 ปีที่แล้ว

      র ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ শত কষ্টর বিচারক পরিবর্তন

  • @gazimohammadrasal9247
    @gazimohammadrasal9247 2 ปีที่แล้ว +5

    মাশাল্লাহ কত সুন্দর উপাস্থাপনা উপস্থিত বুদ্ধির অসিম অধিকারীর মানুষ।
    এটাও আল্লাহর রহমত।
    আল্লাহ কিবরিয়া ভাই কে আরও রহমত দান করুনঃ আমিন।

  • @sahabuddinkhan7330
    @sahabuddinkhan7330 2 ปีที่แล้ว +2

    এই প্রথম মনে হয় আমার জেলার একজন হারিয়ে যাওয়া বোনের ভিডিও দেখলাম, ভালো লাগলো সবার প্রতি শ্রদ্ধা,,,

  • @sabihasultana4069
    @sabihasultana4069 2 ปีที่แล้ว +4

    আলহামদুলিল্লাহ, তাসলিমা তার পরিবার ফিরে পেল। তাসলিমার আবেগ টা কম ছিলো। সৎ মায়ের আকুতি টা আমার খুব ভালো লেগেছে।

  • @sobuzbangla4984
    @sobuzbangla4984 2 ปีที่แล้ว +2

    আল্লাহু আকবর।
    আলহামদুলিল্লাহ্।
    সবাইকে ধন্যবাদ।
    ভাই।

  • @rumanaafren577
    @rumanaafren577 2 ปีที่แล้ว +7

    আসসালামু ওয়ালাইকুম
    আলহামদুলিল্লাহ
    গতকাল অপেক্ষায় ছিলাম আজ একটি ভিডিও পেলাম

  • @saifurrahman9466
    @saifurrahman9466 2 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর একটা পরিবার আপন ঠিকানায় ফিরে গেল---- পুরো আপন ঠিকানার জন্য দোয়া করি।

  • @abujahid5242
    @abujahid5242 2 ปีที่แล้ว +5

    আলহামদুলিল্লাহ আরেকটি বোনের পরিবারের কাছে পৌঁছে গেলেন আজকের ভি‌ডিও দেখে অনেকের চোখের পানি বেছে গেল

  • @abdulmojid808
    @abdulmojid808 2 ปีที่แล้ว +6

    অনেক অনেক ধন্যবাদ
    এতো ব্যাস্থতার মাঝে ও আপডেটেড ভিডিওর জন্য

  • @ulfatshek4560
    @ulfatshek4560 2 ปีที่แล้ว +14

    আলহামদুলিল্লাহ ।
    ইয়া আল্লাহ্ আপনি এই টিমের সবাইকে উত্তম জাঝা দান করুন ।আমিন

  • @mdalommirda1698
    @mdalommirda1698 2 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ আর ও এক জনবোন ফিরে পেল আপন ঠিকানা

  • @মোহাম্মদমোরশেদুলআলম

    সবার জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইলো আর জে কিবরিয়া ভাইয়ার জন্য ও ❤️❤️

  • @AbulKalam-je7hk
    @AbulKalam-je7hk 2 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ শেষের দৃশ্যটুকু দেখে মনে অনেকটা প্রশান্তি পাইলাম।আলহামদুলিল্লাহ।

  • @tasmiahtahsin1345
    @tasmiahtahsin1345 2 ปีที่แล้ว +3

    সূচনা পর্ব অনেক মূল্যবান ছিলো
    আলহামদুলিল্লাহ সবশেষে সফল হলো।

  • @Mofidul721
    @Mofidul721 2 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ্
    আলহামদুলিল্লাহ্
    আলহামদুলিল্লাহ্
    বোনটি তার আপন ঠিকানায় ফিরে গেলো ৷
    পুরো ভিডিওটি দেখলাম ৷ ফেসবুকেও পুরোটাই দেখেছি ৷

  • @afrinaakter1735
    @afrinaakter1735 2 ปีที่แล้ว +20

    এত ভালো সৎ মা জীবনে প্রথম দেখলাম।আল্লাহ ইনাকে সার্বিক কল্যান দিন,আমিন।

    • @hanifsohel7502
      @hanifsohel7502 2 ปีที่แล้ว +1

      ওনার মধ্যে প্যাঁচ নাই সরল মানুষ

    • @HasAn-vx8qx
      @HasAn-vx8qx ปีที่แล้ว

      আলহামদুলিল্লাহ তাসলিমা তার পরিবারের।শেষে কিবরিয়া ভাইয়ের মাধ্যমে

  • @kazijashim1020
    @kazijashim1020 2 ปีที่แล้ว +2

    কিবরিয়া ভাই ও তার টিমের সবাইকে অনেক ধন্যবাদ

  • @md.saifurrahman7216
    @md.saifurrahman7216 2 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ্,এরাই সত্যিকারের মানুষ।

  • @mohammadkamal9017
    @mohammadkamal9017 ปีที่แล้ว +1

    মাশাল্লাহ আলহামদুলিল্লাহ পূরা ভিডিওটা দেখে অনেক ভালো লেগেছে 🇧🇩♥️🤲🤲🤲🤲🤲♥️🇦🇪

  • @Somelessbongonari
    @Somelessbongonari 2 ปีที่แล้ว +38

    30 বছর আগে বাচ্চা অবস্থায় দেখা চেহারা কি মনে থাকে ।বাবা মা বলেই তারা কষ্ট করে আসে ,প্রতিটি জিনিস মিলে গেছে। সৎ মাও এত ভালো হয় মন ভরে গেল।

  • @hussainahmed6087
    @hussainahmed6087 2 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। মিলাই ঝিলাইয়া থাইকেন।

  • @lifeandliving3108
    @lifeandliving3108 2 ปีที่แล้ว +3

    শ্রদ্ধেয় কিবরিয়া ভাই আমি জানি আপনার একমাত্র উদ্দেশ্য অসহায় মানুষ গুলোর পরিবার খুঁজে দেওয়া । যদি সেটাই হয় তাহলে ভিডিওর কথাগুলো কতটুকু সাজানো গোছানো হবে সেটা গুরুত্ব কম দিয়ে দেখাটাই ভালো আমি মনে করি । কারন আপনি সত্য নিয়ে কাজ করেন সত্য জিনিস দেখতে একটু অপছন্দনীয় হলেও সেটার মূল্য অনেক বেশি
    ধন্যবাদ

  • @hashimuddinhashimuddin1304
    @hashimuddinhashimuddin1304 2 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান আল্লাহ পাক সকলের হেফাজত করুন আমিন🤲🤲🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @shabuzali2196
    @shabuzali2196 2 ปีที่แล้ว +3

    আহারে অনেক সহজ সরল স্বভাবের মানুষ গুলো।আললাহ ওদের কে একটু সুখ দাও।

  • @mohammadkamal9017
    @mohammadkamal9017 ปีที่แล้ว +1

    আল্লাহ মহান আল্লাহতালা সবার দোয়া কবুল করে এটাই আমার বিশ্বাস মহান আল্লাহতালা কাউকে খালি হাতে ফিরাই না এটাই আমার বিশ্বাস🤲🤲🤲🤲🤲🤲🤲♥️♥️♥️

  • @mdNazrulIslam-qe3fg
    @mdNazrulIslam-qe3fg 2 ปีที่แล้ว +17

    আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আপনার নেক হায়াত দান করুন,,,, বিপদ আপদ থেকে রক্ষা করেন সুস্থ সুন্দর ভাবে যেন জীবন যাপন করার তৌফিক দেন এবং এভাবে গরীর অসহায় মানুষের পাশে ধারান,,,আই স্যালুট ভাই🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @harunrashad3307
    @harunrashad3307 2 ปีที่แล้ว +1

    ইষ্টিডিওর ভিতরের পরিবেশ ছিল একরকম, যখন ইষ্টিডিওর বাইরের রুমে আসল তখন পরিবেশ কিছুটা পরবিবর্তন সব মিলিয়ে ভাল একটা আপডেট।

  • @mdpolass8962
    @mdpolass8962 2 ปีที่แล้ว +14

    আলহামদুলিল্লাহ, অনেক অনেক দোয়া ও শুভকামনা এ বোনের প্রতি

  • @mdnurulislam1765
    @mdnurulislam1765 2 ปีที่แล้ว +2

    সর্বশেষ খুব সুন্দর একটা মিলন হলো, প্রথমে যা আশা করি নি।
    আলহামদুলিল্লাহ।

  • @afrinjahanafrin4765
    @afrinjahanafrin4765 2 ปีที่แล้ว +4

    আলহামদুলিল্লাহ,, শুকরিয়া জানাই আল্লাহর দরবারে, সৎ হলেই যে খারাপ হবে তা না, আসল কথা হচ্ছে মনুষ্যত্ব, যার ভিতরে মনুষ্যত্ব আছে সেই সত্যিকারের মানুষ, আপন আর পর তাতে কিছু যায় আসে না।

  • @anisulalammolla7097
    @anisulalammolla7097 2 ปีที่แล้ว +14

    আলহামদুলিল্লাহ অনেক ব্যাবস্থার মধ্যে আপডেট ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

  • @amirhossain3851
    @amirhossain3851 2 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো।

  • @rafiqulislam3429
    @rafiqulislam3429 2 ปีที่แล้ว +1

    আ হা রে ভালো বাসা সৎ মা আর সৎ ভাই বোন কি মায়া কতযে একটা টান ।আল্লাহ্ তাদের মায়া মমতা আরো বাড়িয়ে দিন আমিন ।

  • @sheolysheoly4523
    @sheolysheoly4523 2 ปีที่แล้ว +4

    ঘুমে সম্মানিত কিবরিয়া ভাই ক্লান্ত।
    আল্লাহ পাক ভালো রাখুক 🤲🤲🤲🤲🤲

  • @razonahmedraju4639
    @razonahmedraju4639 2 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ বোনটিও,ফিরে পেলো আপন ঠিকানা জাজাকআললাহ

  • @عبدالرحيم-ث7ظ1س
    @عبدالرحيم-ث7ظ1س 2 ปีที่แล้ว +3

    সত ভাই হলেও, বনের জন্য, অনেক ভালো বাসা, আলহামদুলিল্লাহ।

  • @bashedali9139
    @bashedali9139 2 ปีที่แล้ว +2

    Thanks my god and Everyone's thank you so much,

  • @sordararifhossain8990
    @sordararifhossain8990 2 ปีที่แล้ว +13

    আলহামদুলিল্লাহ 🤲
    দেখা শুরু করলাম কি হবে জানিনা
    আল্লাহ ভরসা ❤️❤️

  • @helalmohammad2076
    @helalmohammad2076 2 ปีที่แล้ว +1

    Alhamdulilah Apan tikhana successfully one by one wishing thanks.

  • @syedamin5690
    @syedamin5690 2 ปีที่แล้ว +4

    আলহামদু লিল্লাহ আপনাদের ধন্যবাদ আর আপনাদের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া রহিল।

  • @abedamasud8064
    @abedamasud8064 2 ปีที่แล้ว +2

    সবার আগ্রহ আছে। কারণ প্রতিদিন এই ভিডিও দেখে ঘুমাতে যাই

  • @abduljalil8742
    @abduljalil8742 2 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ, আরেকটি আপডেট ভিডিও সফলভাবে শেষ হোলো। দোয়া রইলো সত মায়ের জন্য কতো কষ্ট করে এ-তো দোরে থেকে আসার জন্য,আর, সত মা এমনি হওয়া উচিত।।

  • @mdrafiqulislam5995
    @mdrafiqulislam5995 2 ปีที่แล้ว +2

    আলহামদূলিল্লাহ শুরুতে আশাহত হলেও শেষের দিকে অসাধারণ।

  • @upperchoiceshoesco.2957
    @upperchoiceshoesco.2957 2 ปีที่แล้ว +11

    আপনাদের কাছে আমার একটি অনুরোধ ছিলো,,,সেইটা হলো যেগুলো পর্ব এখন পর্যন্ত সফল হয়নি, যদি সেগুলো নতুন করে আবার প্রচার করতে। তাহলে আমাদের যারা টিম মেম্বার আছে তাদের চোখে আবার নতুন করে পড়লে অবশ্যই কিছু হলেও ফায়দা হতে পারে । প্লীজ

  • @kalpanashankaryadav9333
    @kalpanashankaryadav9333 2 ปีที่แล้ว +1

    Aha ki sundor valo basha onek onek doa Kori agami din gulo jano Allah shobai ke valo rakhen apan tkikanar shobar jonno onek onek onek doa o shuvo kamona kori

  • @mdsharifulIslam-tp3hb
    @mdsharifulIslam-tp3hb 2 ปีที่แล้ว +7

    আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমাদের জন্য নিয়ামত আর সেই রহমতের আদলে আবৃত হলেন তাসলিমা আপু যার ফলোশ্রুতিতে ফিরে গেলেন শিকড়ের কাছে, পূনরায় মহান রবের শুকরিয়া আদায় করছি "" আলহামদুলিল্লাহ""

  • @shopnoツ
    @shopnoツ 2 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ। কিবরিয়া ভাই আল্লাহ আপনাকে হেপাজত করেন। আপনার অনেক দয্য।

  • @ShahidulIslam-yq8zj
    @ShahidulIslam-yq8zj 2 ปีที่แล้ว +3

    ভাই এতবেশী চিন্তা না করে নিজের মত করে চালিয়ে যান , আল্লাহ তাআলা সহায় হবেন। রিস‌ বেশি দরকার নেই আল্লাহ চাইলে ততটুকু রিচ হবে এতটুকুতেই সে পরিবার পাবে

  • @ShahAlam-qb3ed
    @ShahAlam-qb3ed 2 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ শুভকামনা রইল সবার জন্যে

  • @gaffarabdur2739
    @gaffarabdur2739 2 ปีที่แล้ว +20

    আলহামদুলিল্লাহ্!
    শুধু এই টুকুই বলবো - প্রথমে আপনার কথা শুনে হতাশার মধ্যে ছিলাম শেষ বেলায় কান্নার মধ্যে সমাপ্তি হলো ।

  • @MdAlamin-yo7hn
    @MdAlamin-yo7hn 2 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ তাসলিমা আপার ভিডিও দিয়ে কিবরিয়া ভাইয়ের অনুষ্ঠান শুরু হয় আজ আবার তাসলিমা আপা দেখা শুরু করলাম ভালো কিছু হবে

  • @bengalcooks
    @bengalcooks 2 ปีที่แล้ว +45

    আমার আব্বা,আপনার ভিডিওর এক সেকেন্ড বাদ দেয় না এবং কান্না করে আর আপনাদের জন্য দোয়া করে❤️

    • @mdaminulislime7293
      @mdaminulislime7293 2 ปีที่แล้ว

      অনেক শুভকামনা

    • @sobuzbangla4984
      @sobuzbangla4984 2 ปีที่แล้ว

      আলহামদুলিল্লাহ্।
      ধন্যবাদ।

    • @farjanaazad9414
      @farjanaazad9414 2 ปีที่แล้ว +3

      আমার মা প্রতিদিন সকালে আপন ঠিকানা দেখেন। খুব জোরে ভলিউম দিয়ে দেখেন, আর আমি শুনি। শুনতে শুনতে খুব পরিচিত হয়ে গেছে কন্ঠটা। কিন্তু আমি কিবরিয়া ভাই দেখতে কেমন জানতাম না। একদিন শুধু উনাকে দেখতে আমার ফোনে আপন ঠিকানা অনুষ্ঠান দেখলাম। এখন আমি নিজেই দেখি। কেমন যেন নেশা হয়ে গেছে। না দেখলে ভালো লাগে না। গতকাল নতুন কোন ভিডিও আসে নাই। কতবার যে ইউটিউব এসে চেক করেছি।😊

    • @dilaraakter3140
      @dilaraakter3140 2 ปีที่แล้ว

      আল্লাহর ইচ্ছায় এটিই তাসলিমার পরিবার। শুকুর আলহামদুলিল্লাহ।

    • @MizanShikder-c7g
      @MizanShikder-c7g 8 หลายเดือนก่อน

      Alhamdulillah ❤❤

  • @nahidparvin9514
    @nahidparvin9514 2 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ আরেক প্যাকেট মিষ্টি খাওয়া হলো সবাই মিলে। মনে হলো আমিই ও পেয়েছি।আলহামদুলিল্লাহ!

  • @mdashraf0073
    @mdashraf0073 2 ปีที่แล้ว +4

    আলহামদুলিল্লাহ আরও একটি বোন ফিরে গেল পরিবারের কাছে

  • @mdparvezmahazabin8137
    @mdparvezmahazabin8137 2 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো ভয় পেয়ে গেছি,হেটলাইন পড়ে

  • @mdabdulwahab9557
    @mdabdulwahab9557 2 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ অনেক অনেক দোয়া রহিল।

  • @kutobuddin9157
    @kutobuddin9157 2 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ দোয়া ও শুভ কামনা রইল।

  • @mdrajuahmed8889
    @mdrajuahmed8889 2 ปีที่แล้ว +26

    আলহামদুলিল্লাহ
    কিবরিয়া ভাই সহ আপন ঠিকানার সকল টিম মেম্বার দের জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা 💓

  • @salimhossain3319
    @salimhossain3319 2 ปีที่แล้ว +1

    অসাধারণ অসাধারণ কর্ম আপন ঠিকানা।

  • @MyWorld-hp5bv
    @MyWorld-hp5bv 2 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ আল্লা পাক তুমি সবার পরিবার আসা এইভাবে পুরোন করতে থাকো ইনশাআল্লাহ দোয়া করি সবাইকে ভালো রাখো সবার জন্য দোয়া রইলো আর আমাদের সবার প্রিয় মানুষ গুলো ভালো রাখো আমিন

  • @kamruzzaman7735
    @kamruzzaman7735 2 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ।আসলে তাসলিমা খুব ভাল।

  • @azizahmed4607
    @azizahmed4607 2 ปีที่แล้ว +8

    আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহর।

  • @rafikha4996
    @rafikha4996 2 ปีที่แล้ว +3

    আরো একটি সফল আপডেট, আলহামদুলিল্লাহ।

  • @CallToIslamBD
    @CallToIslamBD 2 ปีที่แล้ว +22

    আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন। কিবরিয়া ভাইয়ের কষ্টের উত্তম বিনিময় দান করুন।কতইনা মানবিক কাজ জাজাকাল্লাহ খাইরান।

    • @rahanaakter1563
      @rahanaakter1563 2 ปีที่แล้ว +1

      উনার সৎ মা অনেক ভালো

    • @CallToIslamBD
      @CallToIslamBD 2 ปีที่แล้ว

      @@rahanaakter1563 জ্বি

  • @Mpbismillahmedia5453
    @Mpbismillahmedia5453 2 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ।কিবরিয়া ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল

  • @jahurakhatun6524
    @jahurakhatun6524 2 ปีที่แล้ว +5

    তাসলিমা ও তার পরিবারের জন্য শুভেচ্ছা সহ স্বাগতম । সেই সাথে আপন ঠিকানা র কর্মকর্তা পরিচালক এবং যারা শেয়ার করেন ও সোর্স হয়ে সহোযোগিতায় এগিয়ে আসেন সবার জন্য দোয়া ও শুভ কামনা । লোডশেডিং এর কারনে সঠিক সময়ে দেখতে পারি না । দেরীতে দেখলেও সফলতায় খুশী ও আনন্দিত হই।

  • @dalowarhosain102
    @dalowarhosain102 2 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ্ ফিরে পেলো তসলিমা তার আপন ঠিকানা""মা বাবা এবং মেয়ে কারো কোনো আবেগ নেই""হয়তো বয়সের কারনে

  • @saklidewnn909
    @saklidewnn909 2 ปีที่แล้ว +13

    আলহামদুলিল্লাহ অনেক দিন অপেক্ষা করে আপডেট ভিডিও দেখতে পেলাম এবং তাসলিমা ফিরে যেতে পারে তার নিজের পরিবারে যদি আল্লাহতালার মর্জি হয়।

  • @abdurrahmanchowdhury4192
    @abdurrahmanchowdhury4192 2 ปีที่แล้ว +5

    আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
    সকল প্রশংসা আল্লাহর জন্য,যিনি সব কিছু নিয়ন্ত্রণ করে থাকেন।

  • @তুলিররান্নাঘর-ড২ত
    @তুলিররান্নাঘর-ড২ত 2 ปีที่แล้ว +3

    কিবরিয়া ভাইয়াকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহ কিবরিয়া ভাইয়া ও তার টীম মেম্বারদের সুস্থতা দান করুক এবং আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করুক, (আমিন)

  • @taheratabachhum3350
    @taheratabachhum3350 2 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 🤲🤲🤲🤲

  • @আবুবক্করসিদ্দিক-ছ৩দ

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক ভাবে চলাফেরা তফিক দান করুন আমীন

  • @mdasrafulslam4409
    @mdasrafulslam4409 2 ปีที่แล้ว +7

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কালকে অনেক আশাই ছিলামা কিন্তু কোনো ভিডিও আসেনাই এখোন ভিডিওটা দেখেখুবি ভাললাগছে

  • @Joshim-tu3zy
    @Joshim-tu3zy 2 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ । আল্লাহ সবকিছুই করতে পারে। দীর্ঘ ৩২ বছর পর তাসলিমা তার পরিবার ফিরে গেল। দোয়া করি বাকি জীবন যেন সুখে শান্তিতে কাটাতে পারে।

  • @abusaiyed2111
    @abusaiyed2111 2 ปีที่แล้ว +1

    Ma ta khub Valo,,, MasaAllah 🥰

  • @khabirulislam7473
    @khabirulislam7473 2 ปีที่แล้ว +12

    আলহামদু লিল্লাহ!
    বাকি আপডেটগুলো দেখার অপেক্ষায় রইলাম।

    • @rahylara1853
      @rahylara1853 2 ปีที่แล้ว

      ভাই আপন ঠিকানা র ভিডিও জারা দেখে তারা সব সুময় দেখবে আর জারা দেখে বলো লাগার জন্য তারা নাই দেখক এতে করে মানুবিক কাজ সেস হবে না আর মানুবিক কাজে আলাহ এর পতি দান দিবে দুয়া রইলো সবার জন্য আমিন

  • @fmk0314
    @fmk0314 2 ปีที่แล้ว +2

    প্রতিটি কোব মন দিয়ে শুনি আর শেয়ার করি সত্যি অসাধারণ সুন্দর একটা অনুপ্রানিত অনুষ্ঠান যত দেখি ততই ভালো লাগে আর নিজের অজান্তে চোখের পানি চলে আসে ধন্যবাদ কিবরিয়া স্যার এ-তো সুন্দর একটা অনুষ্ঠান আপনার মাধ্যমে দেখি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আপনাদের সবার জন্য অপেক্ষা করছি পরের ভিডিও দেখা'র জন্য

  • @montazulhaque1446
    @montazulhaque1446 2 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ, সৎ মা এমন হয়।

  • @mdmamun-yn7zn
    @mdmamun-yn7zn 2 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো

  • @MdUzzal-ln2dj
    @MdUzzal-ln2dj 2 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ দেখা শুরু করলাম।

  • @ভালোবাসিলঞ্চ
    @ভালোবাসিলঞ্চ 2 ปีที่แล้ว +7

    কুটি কুটি মানুষ কিবরিয়া ভাইয়ের জন্য অন্তর থেকে দোয়া করে আমার বিশ্বাস

  • @golamrabbani4286
    @golamrabbani4286 2 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ
    তাসলিমা ফিরে পালো তার আপন পরিবার

  • @mdmasud-ex4tn
    @mdmasud-ex4tn 2 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ! এই ভালবাসার বন্ধন অটুট থাকুক আজীবন 🤲🤲