ভারতীয় ভিসা আবেদনের আগে যা জানা দরকার | Indian Visa Application Tips | Flying Bird |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 516

  • @rhrcreative
    @rhrcreative 2 ปีที่แล้ว +17

    রেজা ভাই, গতকাল রাতে আপনার ভিডিও দেখে আজ ১১ঃ৩০ মিনিটে আইভাক সেন্টারে খুবই খুবই সহজভাবে ঢুকতে পেরেছি, ধন্যবাদ।

  • @anjonadas466
    @anjonadas466 2 ปีที่แล้ว +10

    আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে বুঝিয়ে দেয়ার জন্য ইন্ডিয়ান ভিসার ব্যাপারে।

    • @shirinahmed8656
      @shirinahmed8656 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ 🎉

  • @sheikhelias5584
    @sheikhelias5584 2 ปีที่แล้ว +3

    ধন্যবাদ, আপনি খুব যত্নসহকারে তথ্য গুলো উপস্থাপন করলেন।

  • @SwapanGhosh-yi7rf
    @SwapanGhosh-yi7rf 2 ปีที่แล้ว +4

    আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক প্রশ্নের উত্তর এক সাথে দিয়ে দিলেন।

  • @mansurhallaj8568
    @mansurhallaj8568 2 ปีที่แล้ว +5

    ভাল তথ্য।
    জমা দিতে এবং পাসপোর্ট তুলতে বিশাল লম্বা লাইন দেখে ঘাবড়ানো কিছু নাই। অতি দ্রুত লাইন শেষ হয়ে যায়।
    ভেতরে ৫০ টা কাউন্টার, এরা দ্রুত কাজ করে।
    মেডিকেল ভিসা, আর বিদেশি পাসপোর্ট ধারীদের জন্য আলাদা কাউন্টার। সেখানে ভীড় নাই।

  • @abuzohakhandaker4575
    @abuzohakhandaker4575 2 ปีที่แล้ว +11

    ধন্যবাদ, ইনডিয়ান ভিসা ব্যাপারে সঠিক তথ্য জানানোর জন্য।

  • @kamranhafiz1776
    @kamranhafiz1776 2 ปีที่แล้ว +8

    কিন্তু ভাইয়া,
    আপনি তো এই তথ্যটাই দিলেন না যে,
    আপনার পরিচিত যারা ৩/৬ মাসের ভিসা পেয়েছে,
    আর আপনি সেখানে কোন টেকনিক এপ্লাই করার কারনে ১ বছরের Multiple Entry Visa পেয়েছেন?? সেইটা প্লিজ বলুন।

    • @GaffarNahid
      @GaffarNahid 2 ปีที่แล้ว

      bolse, abar dekhen

  • @animeshbiswas2713
    @animeshbiswas2713 2 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগলো আপনার বক্তব্য ধন্যবাদ

  • @ashraful9982
    @ashraful9982 2 ปีที่แล้ว +6

    আপনার উপস্থাপনা অনেক সুন্দর।

  • @rakibulkhabirsohel
    @rakibulkhabirsohel ปีที่แล้ว +2

    ভাল লেগেছে আপনার উপস্থাপনা 😊

  • @Razibulislamrazib777
    @Razibulislamrazib777 11 หลายเดือนก่อน

    আসসালামুয়ালাইকুম কেমন আছেন? আমি ঢাকা মোহাম্মদপুর থেকে দেখছি। আমি মোট দুইবার ভারতের টুরিস্ট ভিসা করি। শেষবার আলহামদুলিল্লাহ ভারত সফরে গিয়েছিলাম।

  • @sangitachowdhury3933
    @sangitachowdhury3933 2 ปีที่แล้ว +1

    Vaia.Few questions.
    1.আমি কি আগের সকল পাসপোর্ট জমা দিব?(বর্তমান+আগের সব)
    ২.আমার যে-ই এলাকারই utility bill হোক না কেন,কিংবা আমার বর্তমান ঠিকানা যা-ই হোক না কেন,আমি কি jamuna future park ivac এ জমা দিতে পারব?
    ৩.অপ্রাপ্তবয়স্ক+মেডিকেল ভিসা কি আলাদা বুথ পাওয়া যাবে?
    ৪.অপ্রাপ্তবয়স্কদের পাসপোর্টে কি আলাদাভাবে ডলার এনডোর্স করতে হয়?নাকি গার্জিয়ানের ব্যাংক স্টেটমেন্ট এর ফটোকপি দিলেই হয়?
    ৫.আপনার একটি ভিডিওতে রিকোয়ারমেন্টের মধ্যে আপনি id card+visiting card কার্ডের কথা বলেছিলেন?দুটোই কি লাগে নাকি যেকোন একটা দিলেই হয়?
    ৬.৬ মাসের কম মেডিকেল/এটেন্ডেন্ট/টুরিস্ট ভিসার জন্য frro লাগে?
    আপনি সচরাচর অনেক ডিটেইলসে অনেক সহজভাবে আলোচনা করেন।তাই জিজ্ঞাসা করলাম।আশা করি সঠিক উত্তর পাবো।

    • @foodnetworkb.d3772
      @foodnetworkb.d3772 2 ปีที่แล้ว

      সুন্দর প্রশ্ন,আমিও উত্তর জানতে চাই⭕⭕⭕

  • @bisharatullah1525
    @bisharatullah1525 2 ปีที่แล้ว +3

    ধন্যবাদ তথ্য গুলো খুবই গুরুত্ব্যপূর্ন

  • @shahanali2803
    @shahanali2803 2 ปีที่แล้ว +4

    আপনার ভিডিওগুলো আমি দেখি , খুবই সুন্দর, সুস্পষ্ট ও সাবলীল উপস্থাপনার জন্য ধন্যবাদ।

  • @bangali9130
    @bangali9130 2 ปีที่แล้ว +4

    অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। ধন্যবাদ ভাইয়া।

  • @nishatsalsabil6216
    @nishatsalsabil6216 2 ปีที่แล้ว +1

    যমুনা ফিউচার পার্কে যদি ভিসা জমা করা হয় সে ক্ষেত্রে কি রেল গেদে নাম উল্লেখ করে দিতে হবে নাকি আর যমুনা ফিউচার পার্কে কি রেল গেদে আবেদন করলে কি পাওয়া যাবে

  • @mdkaisher7985
    @mdkaisher7985 2 ปีที่แล้ว +4

    খুব সুন্দর ভাবে বুঝিয়ে
    দিলেন ভাইয়া,,ধন্যবাদ

  • @MrKhalasi
    @MrKhalasi 2 ปีที่แล้ว +1

    ভিজিট ভিসার জন্য আবেদন করব। আমি মাস্টার্সের স্টুডেন্ট। আমার পরীক্ষা শেষ। আমার স্টুডেন্ট আইডি কার্ডের মেয়াদ করোনার জন্য এক্সপায়ার হয়ে গেছে । এখন আমি পেশা হিসেবে কি দিতে পারি? আর সাথে কি ডকুমেন্ট ই বা দেবো?

  • @Chef_Rakib
    @Chef_Rakib ปีที่แล้ว

    ভাই যদি প্রথম অ্যাপ্লিকেশনের সময় ভিসা ফি দেওয়া হয়, পরবর্তীতে বানান ভুলের কারণে পুনরায় এপ্লিকেশন ফরম ফিলাপ করা হয় তখনও কি আবার পুনরায় পেমেন্ট করতে হয় ?

  • @mdmahboobhasan1470
    @mdmahboobhasan1470 2 ปีที่แล้ว +4

    Thank you so much Mr Alimur Reza. ভিসার জন্য কি পূববতী Passport সমূহ জমা দিতে হয়?

  • @JahangirAlam-nv7pv
    @JahangirAlam-nv7pv ปีที่แล้ว

    ধন্যবাদ ভাই এই উপদেশ দেওয়ার জন্য আমিও ইন্ডিয়া যাব তাই আমার ভিসার জন্য যেতে হবে

  • @mdhiran5565
    @mdhiran5565 2 ปีที่แล้ว +4

    রেজা ভাই,সেরা ইউটিউবার❤️

  • @anidesign3444
    @anidesign3444 2 ปีที่แล้ว

    আমি রংপুর থেকে ভিসা করতে চাই। তো এখন কিভাবে ফর্ম পূরন করব। কারন আমার বাড়ি রংপুরে এবং আমি নিজে ফর্ম পুরন করতে চাচ্ছি। টিপস দেন। আর আপনার ভিডিওগুলো যতেষ্ট হেল্পফুল।

  • @afridiahmedjoy9983
    @afridiahmedjoy9983 2 ปีที่แล้ว +10

    ইন্ডিয়ায় গাড়িতে করে যাওয়া অথবা বিমান যাওয়ায় কোন পার্থক্য আছে? দয়া করে জানাবেন

    • @taniakhatun-zx2yv
      @taniakhatun-zx2yv 3 หลายเดือนก่อน

      আছে তখন উল্লেখ করতে হবে

  • @bokavideo9918
    @bokavideo9918 2 ปีที่แล้ว +1

    ভিসা আবেদনের জন্য এবং পরবর্তীতে ভারত ভ্রমণের সময় সব ডকুমেন্টের কয় কপি করে ফটোকপি রাখতে হবে???

  • @mostakahmed8745
    @mostakahmed8745 2 ปีที่แล้ว +2

    vai plz help
    amar ager duita visa silo
    ekta te gesi arekta te jai nai
    jeta gesi setar photocopy disi
    ekhon jeta jai nai seta ki dite hobe ar apology letter dite hobe ?
    please answer it’s very urgent
    kalke shokale joma dibo

  • @khayersarker5943
    @khayersarker5943 ปีที่แล้ว

    কুমিল্লার বিদ্যুৎ বিল দিয়ে ঢাকা যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান এম্বাসি অথবা চট্টগ্রামে ভিসা ফরম জমা দেওয়া যাবে?

  • @sharminreza5599
    @sharminreza5599 2 ปีที่แล้ว

    আপনার কথা গুলা খুব ভালো লাগলো,thanks

  • @MdFirozAlam-z1k
    @MdFirozAlam-z1k 8 หลายเดือนก่อน

    🎉 ধন্যবাদ প্রিয় ভাই। 🎉

  • @hasanhaque1389
    @hasanhaque1389 2 ปีที่แล้ว +1

    Patient er condition kharap hole??? Shekhane ki wheel chair facility available?

  • @taizulislam5102
    @taizulislam5102 2 ปีที่แล้ว +3

    If we Inter india once how long stay there? Please explain details. I heard minimum 72 Agartala border entered.

  • @parveenfatema4336
    @parveenfatema4336 2 ปีที่แล้ว

    আমি অনেক বছর আগে ইন্ডিয়ার ভিসা লাগিয়ে ছিলাম , এখন টুরিস্ট ভিসা লাগানোর জন্য কি কি পেপারস মানে দরকারি কাগজপত্র লাগে তা জানালে খুবই ভাল হত আমার জন্য ....

  • @abdulgafurkhan3975
    @abdulgafurkhan3975 2 ปีที่แล้ว +3

    Ma Sha Allah. Nice presentation. Jajakallah khairan.

  • @zihadsarker7935
    @zihadsarker7935 2 ปีที่แล้ว

    ভাই আমার বিদুৎ বিল এ গ্রাম এর নাম ভুল আছে বরুন এর জায়গায় বরুনে লিখা আছে কোন সমস্যা হবে

  • @shaziaa.
    @shaziaa. ปีที่แล้ว

    Ami Dhakai thaki, but amr bari Naogaon te. Ami double entry Visa 'r jonno apply korbo. To Dhaka IVAC jamuna future park e amar Naogaon'r address dile ki problem hobe, mane current bill Naogaon'r address er r permanent, temporary duita address e Naogaon'r. Dhakai ami temporary achi. Please aktu janaben🙏🙏

  • @ExploreSayem
    @ExploreSayem 2 ปีที่แล้ว +1

    আচ্ছা, Present & Permanent ঠিকানা যদি নওগা হয় তাহলে Dhakai যেয়ে VISA apply করা যাবে

  • @naimurahmed2067
    @naimurahmed2067 ปีที่แล้ว

    আমার বর্তামন পাসপোর্ট টি সংশোধিত। পূর্বের পাসপোর্টের সাথে বর্তমান পাসপোর্টে মায়ের নাম এক অক্ষর অমিল। আমার কি ইন্ডিয়া ভিসা পেতে সমস্যা হবে?

  • @khurshedulalam6646
    @khurshedulalam6646 2 ปีที่แล้ว +2

    আসসালামু আলাইকুম ভাইয়া.
    আমার সকল এডুকেশনাল সার্টিফিকেটে নামের আগে MD দেওয়া আছে,কিন্তু আমার পাসপোর্ট এবং আইডি কার্ডে Md নাই,আমার ইন্ডিয়াতে উচ্চশিক্ষার জন্য ভিসা পাওয়াতে এইটা কোন সমস্যা হবে?

  • @chandanshaker177
    @chandanshaker177 ปีที่แล้ว

    Amar passport a dual currency card diye 6000 dollar andros meant kora ase jkhon ami dubai jai. Disembor 2022. Akhon ami amar 2 baccha and amar wife shoho india hoye nepal berate jete chai. Amar bacchader and wife ar visa pete gele passport a andros lagbe ki? Or amar visa pete gele dual currency card ar photo copy dibo naki amar trad licence lagbe. Please janaben bhi

  • @tourtravel6245
    @tourtravel6245 2 ปีที่แล้ว

    প্রিয় ভাই, পরিবার নিয়ে মিতালি এক্সপ্রেসে করে নিউ জলপাইগুড়ি যেতে চাচ্ছি। কিন্তু ইউটিউবে এটা নিয়ে কোন ডিটেইলস ভিডিও পাচ্ছিনা।
    আশাকরি টিকিট করা থেকে শুরু করে ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা টিকেট করে বেক করা নিয়ে ডিটেইলস ভিডিও দিবেন।
    ধন্যবাদ

  • @ahnaftajwarkarim8438
    @ahnaftajwarkarim8438 2 ปีที่แล้ว +4

    Thank you so much for this informative video > honorable brother.❤️🇧🇩

  • @riponkumar2649
    @riponkumar2649 2 ปีที่แล้ว

    আমার বাবার পুরাতন পাসপোর্টে ১২-১২-২০২২ পর্যন্ত ভিসা আছে। কিন্তু ঐ পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে গত ২০২১ এর সেপ্টেম্বর এ, নতুন পাসপোর্ট করা হয়েছে।
    এখন নতুন ভিসা করা যাবে কিনা??
    আমার এবং আমার স্ত্রীর ভিসা করবো। ব্যাংক স্টেটমেন্ট আমার টা দিয়ে দুইটাই করা যাবে কিনা???
    যদি করা যায় তবে দুইটা ওরিজিনাল স্টেটমেন্ট তুলতে হবে নাকি একটা তুলে স্ত্রীরটার জন্য ফটোকপি করে জমা দিলেই হবে???
    জানালে উপকৃত হব 🙂
    অগ্রিম ধন্যবাদ ❤️

  • @JannatJannat-rz8ub
    @JannatJannat-rz8ub 2 หลายเดือนก่อน

    ইন্ডিয়া টুরিস্ট ভিসার জন্য কি কি কাগজপত্র আবেদন জমা দিতে হয়

  • @tanvirhayat
    @tanvirhayat 2 ปีที่แล้ว +2

    Thanks a lot brother u gaved very very important information about those procedures

  • @saifulislamjuel3528
    @saifulislamjuel3528 2 ปีที่แล้ว +2

    ভাইয়া প্রবাসীদের ক্ষেত্রে কি কি পেপারস জমা দিতে হবে??

  • @asifhossain2593
    @asifhossain2593 2 ปีที่แล้ว

    .ami indian visa er jonno
    1. Debit card er photo copy
    2. Card a dollar load er recipt
    3. Check book er copy dily ki hoby....visa pawar somvobona asy koto tuku....
    Amar duel currency visa dabit card asy....saving account er under a....but amar ac new so bank statement a transaction show korby na...
    Bank statement er jonno ki problem hoby ki..

  • @smsalim579
    @smsalim579 ปีที่แล้ว

    অ্যাটেনডেন্স এর ভিসা পেপার কি জেনারেল লাইনে জমা দেওয়া লাগবে?

  • @sharifhossain1039
    @sharifhossain1039 2 ปีที่แล้ว +1

    আমি কয়েক বার Indiate গিয়েছে।কিন্তু last time trouest visa পেয়ে যেতে পারি নাই।এখন মেডিক্যাল visa যেতে চাই কোন সমস‍্যা হবে না কি?

  • @dr_milon
    @dr_milon 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম
    আমি বাংলাবান্ধা ফুলবাড়ি বর্ডার দিয়ে ১/১১/২২ এ আবেদন করেছি এবং ফিংগার দিয়েছি, ডেলিভারি ডেট দিছে ২১/১১/২২ এ।এখন শুনলাম ফুলবাড়ি বর্ডার বন্ধ।এখন কি ভিসা দিতে পারে বা তারা কি অন্য পোর্ট এড করে দিবে?
    প্লিজ জানাবেন,খুবই উপকৃত হবো।

  • @sirajulislam3018
    @sirajulislam3018 ปีที่แล้ว

    আমার পুরাতন মেয়াদ উওীন ২টা পাসপোর্ট মিস, আমার কি ভারতীয় ভিসা পেতে সমস্যা হবে পরামর্শ দিলে খুশি হব।

  • @polashbormon8240
    @polashbormon8240 2 ปีที่แล้ว

    আমার স্থায়ী ঠিকানা রাজশাহী বিভাগে কিন্তু আমি এবার ভিসা ঢাকা থেকেই করতে চাইছি এক্ষেত্রে ইন্ডিয়ান মিশন কোনটা দিতে হবে ( বাংলাদেশ- ঢাকা) নাকি( বাংলাদেশ- রাজশাহী)???

  • @tasbidhossain6280
    @tasbidhossain6280 2 ปีที่แล้ว

    অনেক সুন্দর করে বুঝিয়েছেন ভাইয়া। আমার একটা বিষয় জানার ছিল আমার তিন ছেলেমেয়ে এবং স্বামী-স্ত্রী দুজন পাঁচজনের ভিসা কি ছেলেমেয়েরা যে লাইনে দাঁড়াবে ওখান থেকে করা যাবে। ওদের দুজনার বয়স 18 বছরের নিচে একজনার 18 বছর হয়েছে। উত্তরটা দিলে অনেক উপকৃত হতাম।

  • @foysalbinekram
    @foysalbinekram 2 ปีที่แล้ว +2

    ভাই আমি ইউটিলিটি বিলের যে কপি দিয়েছিলাম সেখানে বাড়ির নাম লেখা ছিল না।
    এমনকি আমি আবেদন করেছিলাম ৬ মাস এর জন্য।
    কিন্তু আমাকে দিয়েছে এক বছর এর মাল্টিপল ভিসা!
    এটা কিভাবে দিলো জানিনা।

  • @mohammadabulhasan679
    @mohammadabulhasan679 2 ปีที่แล้ว

    Bhai ami koi din agy theky application ready korey raktay parbo aktu janaben please ,r peyment korar koi din por joma dity jabo

  • @djboy6096
    @djboy6096 2 ปีที่แล้ว

    Vai ami agy 2 bar india ty gyci..passport ar meyad sesh hoye gycy..passport abar renue korci..but passport correction korci ami..akhon oi ager passport dely ke prb hby..karon ager passport ar saty akhn kar passport a mill na thakly aty kory ke prb hby naki

  • @eashan5022
    @eashan5022 2 ปีที่แล้ว

    আসসালাুআলাইকুম। অপ্রাপ্তব়স্কদের জন্য একটি প্রশ্ন ছিল। আমার বাচ্চা ৪ বছর। তার ভিসার জন্য কি তাকে সাথে নিয়ে যেতে হবে?

  • @acpjonibd
    @acpjonibd 2 ปีที่แล้ว

    আমার পাসপোর্টে ডলার এন্ডোসমেন্টের পেইজ শেষ। আমি পরবর্তীতে কিভাবে/কোথায় ডলার এন্ডোস করবো? ভিসার পাতায় কি ডলার এন্ডোস হয়???

  • @gfgggg-dn8bq
    @gfgggg-dn8bq 2 ปีที่แล้ว

    amar akti prosno, ami age job kortam, 1 soptahe age job cere diasi, akhon kon pesha dekhate hobe.

  • @khaledsifullah123
    @khaledsifullah123 2 ปีที่แล้ว

    Vaia,Chittagong teke geye ki Dhaka te joma dite perbo?
    Badi,Chittagong e
    And utility o Chittagong er

  • @SkKhan-ez1sc
    @SkKhan-ez1sc ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম আপনার তথ্যগুলো শুনে আমি খুব খুশি হয়েছি কারণ আমি নতুন আমার কিছুই জানা ছিল না কিন্তু একটা বিষয় আপনার কাছে আমার খুব জানার দরকার যদি আপনার ফেসবুক লিংক টা দয়া দিতেন

  • @mdnuralomshikder6606
    @mdnuralomshikder6606 ปีที่แล้ว

    খুব তথ্য সহায়ক , অনেক ধন্যবাদ ভাইয়া।

  • @shahalamkabir5815
    @shahalamkabir5815 2 ปีที่แล้ว

    আমার পুরনো পাসপোর্ট এ ৫ বছরের মালর্টিপোল ভিসা আছে,
    এখন ই পাসপোর্ট নিয়েছি
    পুরনো পাসপোর্ট এর ভিসা কি এখন বৈধ থাকবে? জানালে উপকৃত হবো।
    ধন্যবাদ।

  • @nktv3808
    @nktv3808 2 ปีที่แล้ว

    Dhakar bahire Jara Tara Kotha visa application joma dibo....plz janaban Bhai

  • @Shakhawatshanto431
    @Shakhawatshanto431 2 ปีที่แล้ว +1

    ভাইয়া একটি প্রশ্ন ছিলো দয়া করে রিপ্লাই দিবেন, অন লাইনে ভিসা ফর্ম পূরণ করার সময় একটা কলাম এরকম আছে- পূর্বে কোথাও কোনো দেশে ভ্রমণ করেছি কিনা। এখন আমি একজন সৌদি প্রবাসী। সৌদিতে শ্রম ভিসাতে আছি। এখন আমার পাসপোর্ট এ যেহেতু আমার অই সৌদি ভিসা টা ইনক্লুড অলরেডি এখন আমি কী অখানে পূরণ করবো যে আমি সৌদি গিয়েছি বা সৌদি থাকি??

  • @improttoy9x90
    @improttoy9x90 2 ปีที่แล้ว

    মেডিকেল ভিসা করলে কত দিনের ভিতরে ভিসা পাওয়া যায় আমি 6 তারিখ ভিসার আবেদন করেছি আমাকে ডেট দিয়েছে ২৫ তারিখ এখন আমি জানতে চাই তার আগে কি কোন ভাবে ভিসা পাওয়ার সুযোগ আছে দয়া করে একটু তাড়াতাড়ি বলবেন

  • @DrMir-jk8cu
    @DrMir-jk8cu 2 ปีที่แล้ว +2

    Excellent Advice. Thanks dear brother.

  • @Wonderanibd
    @Wonderanibd 2 ปีที่แล้ว

    আমার এক রিলেটিভ এর আগের পাসপোর্ট এর নামের একটা অক্ষর ভুল ছিল এবং সেই নামে ভারতের ভিসাও ছিল, এখন সংশোধন করে ই- পাসপোর্ট করা হয়েছে এভিডেভিড দিয়ে!
    ভারতের ভিসা করার সময় কি কখনও নাম চেঞ্জ করা হয়েছে কিনা সেই অপশন পুরন করবো নাকি শুধুই এভিডেভিড সংযুক্ত করবো?

  • @learninganyexperience3543
    @learninganyexperience3543 2 ปีที่แล้ว

    ফটোকপি গুলো কি কালার ফটোকপি দেয়া ভালো নাকি নরমাল হলেও সমস্যা নেই?

  • @arbd50605
    @arbd50605 ปีที่แล้ว

    Vai ami jodi passport e doller androsment kori r amr profession e job er noc dei sekhtre ki kono problem ache? Salery sheet na dile

  • @mdsohelahmed924
    @mdsohelahmed924 2 ปีที่แล้ว +1

    Thank you for your information bro..❤️❤️

  • @JannatJannat-rz8ub
    @JannatJannat-rz8ub 2 หลายเดือนก่อน

    আজমির ঘুরতে যাওয়ার জন্য কি কি কাগজপত্র জমা দিতে হয় ভিসার জন্য

  • @intelligentcreativity4434
    @intelligentcreativity4434 2 ปีที่แล้ว

    ভাই আমার বাসা রাজশাহী বিভাগে। রাজশাহী বিভাগে ভিসা সেন্টার আছে তারপর ও কি আমি ঢাকা থেকে ভিসার আবেদন করতে পারবো???
    আমি মেডিকেল ভিসা করব আমার নামে কোনো ব্যাংক একাউন্ট নাই। বাবার ব্যাংক একাউন্ট আছে বাবার ব্যাংকের স্টেটমেন্ট দিলে কি হবে??
    আমাদের এলাকায় কোন বিদ্যুত নাই। কোন বিদ্যুত বিল নাই সেক্ষেত্রে কি করব??
    প্রশ্নের উত্তর দিলে খুব খুশি হব।

  • @ankitabanik5764
    @ankitabanik5764 2 ปีที่แล้ว

    6yrs er baccha o ki present thakte hobe joma dear somoy?

  • @jitudey7454
    @jitudey7454 2 ปีที่แล้ว +1

    Vai bangla taka niye ki border pass hote parbo dolar na niye?

  • @tuhinhossain-ml2qo
    @tuhinhossain-ml2qo 7 หลายเดือนก่อน

    কিন্তু এখন তো জেলা ভিত্তিক সেন্টার নির্ধারণ করে দেওয়া আছে। আমি জয়পুরহাট জেলার বাসিন্দা তাহলে কি ঢাকায় জমা দিলে হবে?

  • @tazuddinrony4395
    @tazuddinrony4395 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ভাই ভিসার ফি কি অনলাইনে দিবো না যমুনা ফিউচার পার্কে গিয়ে অফিসে দিবো কোন টা ভালো হবে

  • @Liza_256
    @Liza_256 ปีที่แล้ว

    vaiya amr visa neyar token ta hariye geche...
    oi token chara Mobile er msg dekhiye ki ami passport tulte parbo?

  • @bimal3609
    @bimal3609 2 ปีที่แล้ว

    ভাই আমি ইন্ডিয়ান ভিসা করতে চাচ্ছি কিন্তু আমার এলাকায় বিদ্যুৎ নেই তাই বিদ্যুতের বিলের কপি ও নেই এর পরিবর্তে আমি কি দিতে পারি, বা এর কোন বিকল্প আছে কিনা দয়া করে জানাবেন

  • @nilimaakhter-sn4io
    @nilimaakhter-sn4io ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ভাই আমি চলিত মাসে মানে মার্চ ২০২৩ইংরেজিতে চেন্নাই এপোলোতে আমার বাচ্চা বাচ্চার মা ও বাচ্চার বাবা মানে আমি যাবো কি কি কাগজ লাগবে একটু জানাবেন প্লিজ

  • @Soma_Sraboni
    @Soma_Sraboni ปีที่แล้ว

    আমার শাশুড়ী বিধবা। এখন উনার জন্য ভিসার আবেদন করতে গিয়ে কনফিউজড হলাম। অপশন পাচ্ছিনা occupation এ। কি করা যায়।

  • @nayemkhanhero111
    @nayemkhanhero111 2 ปีที่แล้ว

    Viya apnar basa kii chuadanga Amar basa chuadanga.. Ami ki apanr Sathe Dekha Korte pari ?

  • @sushanto799
    @sushanto799 2 ปีที่แล้ว +2

    দাদা আপনার কাছে একটা প্রশ্ন ছিলো,,,
    আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া,,আমি কি ঢাকায় গিয়ে ভারতীয় ভিসা আবেদন করতে পারবো,, নাকি ব্রাহ্মণবাড়িয়াতেই আবেদন করতে হবে?
    একটু জানাবেন প্লিজ 🙏
    আপনার রিপ্লাই এর আসায় আছি❤️

    • @BijoySaren-
      @BijoySaren- ปีที่แล้ว

      খানকির ছেলে ভারত আসার কি দরকার তোদের
      ভারতে এলে বাংলাদেশীদের লাথি মারা উচিত

  • @MDRASEL-ce1wr
    @MDRASEL-ce1wr ปีที่แล้ว

    ভাই টুরিস্ট ভিসা লাগিয়ে ঐখানে গিয়া ডাক্তার দেখানো জাবে কি না পিলিজ জানাবেন ভাইয়া।

  • @orindas9840
    @orindas9840 2 ปีที่แล้ว

    ভাইয়া, আমার পাসপোর্ট এ তো পারমানেন্ট এড্রেস এ শুধু রোডের নাম উল্লেখ করা আছে,আর সাথে ইউটিলিটি বিল এর কপি দিয়েছিলাম, ভিসা তেও কি সেম এড্রেস দিব নাকি বাড়ির নাম্বার উল্লেখ করতে হবে?

  • @jolemes8252
    @jolemes8252 2 ปีที่แล้ว

    abedon potro kibabe ber korbo kotha theke ber korbo?plz reply

  • @atowerislam8942
    @atowerislam8942 9 หลายเดือนก่อน

    ভ্রমন ভিসায় ইন্ডিয়াতে আত্মীয়র বাড়িতে বেরাতে যাবো সে ক্ষেতে আমাকে কি মেডিকেল সাটিফিকেট লাগবে

  • @enzamulrazon3362
    @enzamulrazon3362 2 ปีที่แล้ว

    Vai amar bari o chuadanga. Ami 1ta bisoy bujte parsi na. Upnar shate ki kotha bola jabe?

  • @md.mahfuzulhaque3546
    @md.mahfuzulhaque3546 2 ปีที่แล้ว

    অনলাইনে টাকা জমা দেবার সময় যেই তারিখ দিয়েছি ভিজিট এর সেই তারিখের আগে কি আবেদনপত্র জমা দিতে যেতে পারবো?

  • @masoomhawaldaar9079
    @masoomhawaldaar9079 2 ปีที่แล้ว

    Vay visa lagsy indiar kintu ami akon saudi arob akan taki jaity parbo plz janaban

  • @mohammadrubelblogs7487
    @mohammadrubelblogs7487 2 ปีที่แล้ว +1

    ভাইয়া আমি এবং আমার ওয়াইফ ৬ মাসের টুরিস্ট ভিসা পেয়েছি কিন্তু এখন আমার মেডিকেল ভিসার প্রয়োজন এখন আমার কি করনিও একটু জানাবেন।

    • @mrityunjayadas5400
      @mrityunjayadas5400 2 ปีที่แล้ว

      নতুন কিছুই লাগবে না, ট্যুরিস্ট ভিসা তেই মেডিকেল এর সকল সুবিধা পাবেন ।

  • @istiakmizan1738
    @istiakmizan1738 2 ปีที่แล้ว +1

    ভাই আমাদের দর্শনা দিয়ে বায় রোর্ড ইন্ডিয়া যাওয়া যাচ্ছে না কি দয়া করে জানাবেন?

  • @mayedaakterjemi1723
    @mayedaakterjemi1723 2 ปีที่แล้ว

    1 jon lok ki 4 joner medical visa joma dte parbe

  • @mirzahasan1365
    @mirzahasan1365 2 ปีที่แล้ว +1

    সন্মানিত বড় ভাইয়া, আমি ভুটানে যেতে ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছি। আমার প্রশ্ন হলো, শুনেছি ভারতের ট্রানজিট ভিসা আবেদনের সময় আপডাউন বাসের টিকেট জমা দিতে হয়। বিষয়টি কতটুকু সত্য জানালে উপকৃত হতাম।

  • @dpeojoypurhat6873
    @dpeojoypurhat6873 2 ปีที่แล้ว +2

    টুরিস্ট ভিসা থাকা অবস্থায় মেডিকেল ভিসা কিভাবে পাওয়া যাবে দয়া করে জানাবেন।

    • @Hussain01A
      @Hussain01A 2 ปีที่แล้ว

      প্রথমে টুরিস্ট ভিসা বাতিল করাবেন,পরে নতুন করে মেডিকেল ভিসা করবেন।

  • @sahacomputers1255
    @sahacomputers1255 2 ปีที่แล้ว

    সৌদি আরবের ভিসা আছে চিকিৎসার জন্য ভারতের ভিসা আবেদন কি ভাবে করতে হয়।

  • @ashrafurrahmanriad6580
    @ashrafurrahmanriad6580 2 ปีที่แล้ว

    comments na kore parlamna....very nice and effective video.thanks a lot.

  • @mosharafhossain1837
    @mosharafhossain1837 2 ปีที่แล้ว

    Thanks Alimur Reja bhai aponi balo manush

  • @F2fun999
    @F2fun999 2 ปีที่แล้ว

    আমি দশ বছর আগে ইন্ডিয়া ভ্রমণের জন্য গিয়েছিলাম ।আমার পূর্বের পাসপোর্ট টি হারিয়ে ফেলেছি এখন আমি আবার নতুন করে পাসপোর্ট সংগ্রহ করেছি এবং পাসপোর্ট এর মধ্যে নতুন করে ইন্ডিয়ার ভিসা করতে চাই । সে ক্ষেত্রে আমি যদি পূর্বের ভিসার তথ্যগুলো গোপন করি তাহলে কি আমাকে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে??

    • @kaysarahmedovi1372
      @kaysarahmedovi1372 2 ปีที่แล้ว

      হবে না পুরাতন পাসপোর্ট দিতে হবে বাধতামূলক

  • @sumibegumsumi9672
    @sumibegumsumi9672 2 ปีที่แล้ว

    Bhai medical visa hote kotho din shomoy lagbe 19 tarik amr doctor appointment aca kolkatay Eid er kotho din por emergency khulbe please answer me please

  • @prof.mabusaeedkhan1950
    @prof.mabusaeedkhan1950 2 ปีที่แล้ว +2

    Thank you for your very important information.