বি সি এস পাশ করেও বেকার | Unemployed by passing BCS | National University | Public University |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2019
  • আসলেই কি আমদের দেশে বি সি এস পাশ করলে সরকারি চাকুরি হয় !!!! আমাদের সর্বোচ্চ শিক্ষা বিসিএস কিন্তু বিসিএস পাশ করেও বেকার হয়ে ঘুরছে এই ভাই, চলুন নিজের চোখে ও কানেই শুনি এই ভাই কি বলেন।
    সুশান্ত পাল (অনার্স): • সুশান্ত পাল | অনার্স ১...
    Sandeep Maheshwari: • Sandeep Maheshwari | জ...
    সিদ্ধান্ত এখুনই নিতে হবে, অনার্স ছাত্র-ছাত্রী : • Video
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে বৈষম্যঃ • জাতীয় বিশ্ববিদ্যালয়ের ...
    ''ভাল বন্ধু'' কিভাবে চিনবেনঃ • ''ভাল বন্ধু'' কিভাবে চ...
    চাকুরি নাকি ব্যবসাঃ • চাকুরি নাকি ব্যবসা (Jo...
    বিসিএস ও চাকুরি প্রস্তুতির সঠিক সময়ঃ • বিসিএস ও চাকুরি প্রস্ত...
    মাত্র ২০ দিনেই first class: • মাত্র ২০ দিনেই first c...
    ৪১ তম বিসিএস (প্রিলি.) প্রস্তুতি, পর্ব -১ঃ • ৪১ তম বিসিএস (প্রিলি.)...

ความคิดเห็น • 1K

  • @nazmulhaqkabir1112
    @nazmulhaqkabir1112 2 ปีที่แล้ว +202

    খুবই আবেগ আপ্লুত ঘটনা। দেশের লক্ষ লক্ষ মেধাবী ছাত্রদের মনের কথা।

  • @user-op7qg2iz1x
    @user-op7qg2iz1x ปีที่แล้ว +35

    কথা গুলো খুব সুন্দর 😊😊 এমন ছেলের চাকরি হওয়া আমাদের দেশের জন্য অত‍্যন্ত দরকার

  • @user-ld8em4od5o
    @user-ld8em4od5o 2 ปีที่แล้ว +93

    কতটা কষ্ট আর আবেগ থাকলে কান্না আসে।সত্য ভাই হাজারো ভগ্ন হৃদয়ের কান্না আপনার কথাই প্রকাশ পেয়েছে।

  • @mahedihasan5559
    @mahedihasan5559 2 ปีที่แล้ว +23

    একটা মানুষ কতো কষ্ট পাইলে কাঁদে।আল্লাহ এই ভাইর মনের আশা পূরণ করে দিয়ো।আমিন।

  • @mahbubalam1829
    @mahbubalam1829 2 ปีที่แล้ว +460

    ধিক্কার জানাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কে এবং মেরুডন্ড হীন NTRCA এবং PSC কে ৷

    • @telescope3801
      @telescope3801 2 ปีที่แล้ว +10

      সমস্যাটা মূলত PSC ই করে। এত ছেলেকে চাকরি দিতে পারবে না তাহলে ভাইভাতে পাশ করায় কেন? ভাইভাতেই ফেল করিয়ে দিত, তাহলে কিন্তু এত কষ্ট লাগত না।

    • @fayazfahim
      @fayazfahim ปีที่แล้ว +3

      ​@@telescope3801 😊😊 10:06 10:06

    • @opuopu4742
      @opuopu4742 ปีที่แล้ว +1

      😅😅

    • @jahidmahbub
      @jahidmahbub ปีที่แล้ว +5

      অবশ্যই ধিক্কার জানাই। কারন শিক্ষা ব্যবস্থায় তাদের শিক্ষা দেওয়া উচিত যে পড়ালেখা শুধুমাত্র চাকরির জন্য করবে না। নিজের মস্তিষ্ককে সমৃদ্ধ করতে তোমরা পড়াশোনা করো।

    • @mstjesmin2507
      @mstjesmin2507 ปีที่แล้ว

      👍

  • @mamunislam8915
    @mamunislam8915 2 ปีที่แล้ว +249

    সরকারের উচিত বিসিএস পাশ সকলকে চাকরি দেওয়া | কারণ তারা অনেক পরিশ্রম করে বিসিএস পাশ করেছে একটা বিসিএস পাশ করা অনেক কষ্টসাধ্য ও ভাগ্যের ব্যাপার

    • @su_zui_die
      @su_zui_die 2 ปีที่แล้ว +4

      Onk post dey nai kno??? BCS a asle sokolke to post de I think???

    • @evaeva6179
      @evaeva6179 2 ปีที่แล้ว +2

      yes ...ai chaler kono jhamela ase ...o alochonai ashar jonno amon fazlami korse

    • @mdsakib2200
      @mdsakib2200 2 ปีที่แล้ว +1

      @@evaeva6179 jamela psc er sokol niom niter modde😁😁 jamela ace apnar monmanusikotai😁

    • @mrsfardin3726
      @mrsfardin3726 ปีที่แล้ว +1

      ​@@su_zui_die YuIuB😮

    • @smdmonir7944
      @smdmonir7944 ปีที่แล้ว

      Kei videota full dekhle bujte partho keu mitta bolle emon 😭 asar kotha noi...

  • @saifurrahman9466
    @saifurrahman9466 2 ปีที่แล้ว +69

    আমার বিস্বাসটা ভেঙে গেলো, আমার দূইটা ছেলেকে BCS এর কথা বলে পড়তে বলি।
    এই ভাইটা ফুফিয়ে ফুফিয়ে কাঁদছিল তখন আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিলো।
    আমার ধারণা ছিল BCS পাশ করলেই সরকারী চাকরি মিলে। তবে বাংলাদেশের লেখা- পড়া বর্তমানে বাংলাদেশের সরকারের নিয়ন্ত্রণে নাই, হারজার হাজার বেকার যা মানুষের অন্তরকে কষ্ট দেয়।

  • @rokibulislam9945
    @rokibulislam9945 2 ปีที่แล้ว +128

    আল্লাহ উপর ভরসা রাখেন বড় ভাই, নিশ্চয় আল্লাহ আপনাকে এত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন 💝💝

  • @varietiesshowfast3609
    @varietiesshowfast3609 2 ปีที่แล้ว +400

    এমন যোগ্য লোকের যদি চাকুরি না হয় তবে মানুষ কি কারনে এতো কষ্ট করে পড়াশুনা করবে!

    • @MrJOD-wb1fp
      @MrJOD-wb1fp 2 ปีที่แล้ว +23

      দরকার নাই ভাই,,,কষ্ট করে পড়াশোনা করেন তারপর বাইরে চলে যান,,অন্তত তারা আপনার মেধার মুল্য দিবে।।হয়তো আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের কষ্ট হবে,,কিন্তু এদেশের কিছুই হবে না

    • @sandy29tu
      @sandy29tu 2 ปีที่แล้ว

      দেশের নাম আর রাজধানী মুদ্রা মিখস্ত করে কিভাবে একজন যোগ্য হয় আর কিসের যোগ্যতাই বা সে অর্জন করে? কি কাজেই বা সে লাগে?
      যোগ্য তো ডাক্তার কামার কুমার কৃষক, কারন তারা বাস্তবিক কাজ করার সামর্থ্য রাখে। এসব গাধা মার্কা সরকারী কর্তারা সবচেয়ে অযোগ্য। কারন তাদের বাস্তবিক বিদ্যা নেই।

    • @zxf07
      @zxf07 2 ปีที่แล้ว +6

      পড়াশোনাই শেষ যোগ্যতা না

    • @md.abdussomi3337
      @md.abdussomi3337 2 ปีที่แล้ว

      ​ ❤

    • @nurmawla7096
      @nurmawla7096 2 ปีที่แล้ว

      @@MrJOD-wb1fp খপপঁখেে

  • @MohammadAli-ff5cz
    @MohammadAli-ff5cz 2 ปีที่แล้ว +55

    ভাই আপনার কথাগুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে দেয় আমিন

  • @mdnesharuddin2247
    @mdnesharuddin2247 2 ปีที่แล้ว +66

    তাকে দ্রুত একটা ১ম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা বানানো হোক।

  • @Fooduniversity111
    @Fooduniversity111 2 ปีที่แล้ว +28

    প্রতিটা শিক্ষিত মানুষের মনের কোথাও না কোথাও এমন একটা কষ্ট লুকিয়ে আছে যেটা কাউকে বোঝানো যাবে না ,,,, তবে একটা বিষয় বুঝতে পেরেছি বাংলাদেশের জন্য চাকরি পাওয়াটা অনেক বেশি কষ্টের 👉👉👉 আবার কিছু কিছু ক্ষেত্রে দেখেছি নূন্যতম যোগ্যতা বা সার্টিফিকেট না থাকা সত্ত্বেও অনেকেই সরকারি চাকরি পেয়ে যায় ( এটাই বাংলাদেশ, আর উন্নত দেশগুলোতে মানুষ সরকারি চাকরি করতে চায় না এটাই বাংলাদেশ আর বিদেশের মধ্যে পার্থক্য)

  • @shornokomal
    @shornokomal 2 ปีที่แล้ว +69

    সেলুট জানাচ্ছি ওনাকে সব শেয়ার করার জন্য।। খুব কষ্ট পেলাম বাংলাদেশের শিক্ষাব্যবস্থার জন্য😥😥

  • @mahafuzabegum1945
    @mahafuzabegum1945 2 ปีที่แล้ว +17

    আপনি যা বলেছেন, একদম সত্যি কথা বলেছেন, যারা বিসিএস ভাইবা পর্যন্ত যায়, এটা কিন্তু চারটি কথা নয়!!! অনেক খরখুটো পুরে সেখানে যেতে হয়!!! অনেক কষ্ট করে পরিবার টাকা পয়সা জগান দেয়!! অন্তত পক্ষে ক্যডারে না হলেও নন ক্যাডার পাওয়ার আশা করাই যায়। তোমার

  • @moshiurrahman001
    @moshiurrahman001 2 ปีที่แล้ว +466

    একজন মেধাবী এমনি এমনি খারাপ পথে যায় না। যখন সে তার মেধার মূল্য পায়না তখন সে তার মেধা দিয়ে অপরাধ করে থাকে।

    • @look6586
      @look6586 2 ปีที่แล้ว +5

      Sothik bolechen .

    • @mamunsk5989
      @mamunsk5989 2 ปีที่แล้ว +5

      Rt

    • @sandy29tu
      @sandy29tu 2 ปีที่แล้ว +1

      দেশের নাম আর রাজধানী মুদ্রা মিখস্ত করে কিভাবে একজন যোগ্য হয় আর কিসের যোগ্যতাই বা সে অর্জন করে? কি কাজেই বা সে লাগে?
      যোগ্য তো ডাক্তার কামার কুমার কৃষক, কারন তারা বাস্তবিক কাজ করার সামর্থ্য রাখে। এসব গাধা মার্কা সরকারী কর্তারা সবচেয়ে অযোগ্য। কারন তাদের বাস্তবিক বিদ্যা নেই।

    • @moshiurrahman001
      @moshiurrahman001 2 ปีที่แล้ว +14

      @@sandy29tu ঠিক বলেছেন ভাই। আমাদের শিক্ষা ব্যবস্থা যেমন প্রতিবন্ধি, তেমনি করে আমাদের চিন্তা ভাবনাও তেমনি প্রতিবন্ধী হয়ে গেছে, একটা পিচ্ছি ছেলে বলে যে তার জিপিএ-5 না পেলে জীবন বৃথা। এই যদি হয় আমাদের শিক্ষা ব্যবস্থা তাহলে SSC, HSC তে ইংরেজিতে A+ পাওয়া শিক্ষার্থী যে বাস্তবে ইংরেজিতে কথা বলতে পারবে না এটা অস্বাভাবিক কিছু নয়।
      আসল কথা কি জানেন, আমাদের দেশের উন্নয়নের চাইতে বেশি অর্থ খরচ হয় রাজনীতিতে আর দূর্নীতিতে।
      আমি দেশের প্রধানমন্ত্রী হলে দূর্নীতি খাত নামে একটা অর্থনৈতিক খাত তৈরী করতাম, যার যা টাকা দরকার ওই খাত থেকে নে তাও আমার দেশের উন্নয়নের টাকা মেরে খাস না হারামজাদা মন্ত্রীরা।

    • @amirforhad3828
      @amirforhad3828 2 ปีที่แล้ว +1

      R8

  • @ummesaimasaima2835
    @ummesaimasaima2835 2 ปีที่แล้ว +71

    পিএসসি এর কান্ডজ্ঞানহীন কাজ,এরকম সুশিক্ষিত সমাজকে হতাশ করে তুলছে..খুবই দুঃখজনক🥺🥺

    • @activeboy378
      @activeboy378 ปีที่แล้ว +1

      what is the definition of bichi s
      BAL CIRA SYSTEM 😀😀😀😀

  • @lukmanhosen8360
    @lukmanhosen8360 ปีที่แล้ว +14

    এমন শিক্ষা ব্যবস্থাকে ধিক্কার জানাই

  • @mirazmridha1431
    @mirazmridha1431 2 ปีที่แล้ว +38

    নিন্দা জানাই বাংলা দেশের শিক্ষা ব্যবসথা এবং রাজনীতির ব্যবসথাকে😤

  • @SajalDas-ro6tf
    @SajalDas-ro6tf 2 ปีที่แล้ว +40

    এত সৎ সাহস এযুগে নাই এখনো কারো স্যালুট ভাই দোয়া রইল

  • @mdnesharuddin2247
    @mdnesharuddin2247 2 ปีที่แล้ว +25

    কান্না চলে আসল তার কথাগুলো শুনে.....

  • @mdabdulalim8853
    @mdabdulalim8853 2 ปีที่แล้ว +79

    অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলতেছে কষ্ট কখনো বিফলে যায়না, কষ্টের ফল দেরিতে হলেও পাওয়া যায়, আল্লাহ আপনি আমাদের ধৈর্য শক্তি বাড়িয়ে দিন, এবং সঠিক পথ চলার তৌফিক দিন আমিন,,

  • @fokhoruddinbokul9208
    @fokhoruddinbokul9208 2 ปีที่แล้ว +44

    এটা খুব কষ্টের বিষয়।বিসিএস পাশ করে বেকার থাকাটা খুব কষ্টের।আল্লাহ উনাকে একটা ভালো জবের বেবস্তা করে দেন।

    • @md.abdulodud5456
      @md.abdulodud5456 ปีที่แล้ว

      so,sory

    • @md.abdulodud5456
      @md.abdulodud5456 ปีที่แล้ว +1

      এ জ্বালা কাউকে যাইনা বলা

    • @GoogleGoogle-rs3te
      @GoogleGoogle-rs3te ปีที่แล้ว +1

      জব আল্লাহ দেয়???

    • @ITS_ME_RIFAT
      @ITS_ME_RIFAT 5 หลายเดือนก่อน

      tahole k dai ?
      @@GoogleGoogle-rs3te

  • @mohammadiqbalhossain4040
    @mohammadiqbalhossain4040 2 ปีที่แล้ว +84

    আমিও ৩৩ তম বিসিএস নন ক্যাডার। ভাই হতাশ হবেন না। আপনার এরচেয়ে ভালো রিযিক, সম্মান আল্লাহ রেখেছেন, একটু ধৈর্য ধরতে হবে।

    • @md.rayhanuddinrajo907
      @md.rayhanuddinrajo907 2 ปีที่แล้ว +1

      আপনি কোথায় জব করছেন এখন

    • @mohammadiqbalhossain4040
      @mohammadiqbalhossain4040 2 ปีที่แล้ว +1

      @@md.rayhanuddinrajo907 একটি ব্যাংকে। আপনার জন্য দোয়া রইল

    • @firozmahmud9986
      @firozmahmud9986 ปีที่แล้ว

      ভাইয়া ব্যাংকে কি পোস্টে জব পাইছেন?

  • @suraiyabithihawlader3883
    @suraiyabithihawlader3883 3 ปีที่แล้ว +131

    আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনার মনের আশা পুরন করে,,,,

  • @user-op7qg2iz1x
    @user-op7qg2iz1x ปีที่แล้ว +14

    খুব দুঃখ পেলাম ঘটনা টি শুনে 😢😢

  • @moniraislam5502
    @moniraislam5502 ปีที่แล้ว +14

    আশায় বাঁচায় মানুষকে,,,, যখন আশা আর স্বপ্ন মরে যায় তখন মানুষের আত্মার মৃত্যু হয়,,,

  • @sobinoychakma1235
    @sobinoychakma1235 2 ปีที่แล้ว +28

    আপনার কথাগুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারলামনা।

  • @msjesi7547
    @msjesi7547 ปีที่แล้ว +6

    মেধাবীরা এ জন্য খারাপ হয়ে যায়, আর খারাপ হয়ে গেলে বিপদ জনক,যখন একটি মানুষ সব পেয়েও হারিয়ে ফেলে এর মতো কষ্ট আর হয় না।

  • @mehjabinshanta
    @mehjabinshanta ปีที่แล้ว +30

    ওনার কান্না দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না,,,খুবই খারাপ লাগলো,, অনেক বেদনাদায়ক আর কষ্টকর এই সীন টা,,,সরকারকে নিশ্চয়ই এর জন্য জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে,,😭😭

    • @activeboy378
      @activeboy378 ปีที่แล้ว +1

      @mehjabinshanta coher pani gamsa diya muse diya asen jan

    • @mehjabinshanta
      @mehjabinshanta ปีที่แล้ว

      @@activeboy378 se sujug thakle thik ditam🤪🙈

    • @activeboy378
      @activeboy378 ปีที่แล้ว

      @@mehjabinshanta oh tai amar pani ta muse den na doekar hole ekto kanna kori

    • @mehjabinshanta
      @mehjabinshanta ปีที่แล้ว

      @@activeboy378 ojutha kanna korle ki maya hobe naki🤪🫣

    • @activeboy378
      @activeboy378 ปีที่แล้ว

      @@mehjabinshanta kemne kanna korle maya hobe bolen na
      age pani musen pore karon bolbo

  • @mdjalalsikder6692
    @mdjalalsikder6692 2 ปีที่แล้ว +9

    আমি একজন অশিক্ষিত ছেলে বাট কথা গুলো খুব লাগছে আল্লাহ্ তার সহায় হ উ ক তাকে তার পাওনাটা বুজিয়ে দেউক আমিন,,,,,,

  • @mdsabbir1280
    @mdsabbir1280 2 ปีที่แล้ว +51

    খাতা-কলমে সীমাবদ্ধ এই সমাজের লেখাপড়া , চাকরিটা দিবে কোন বেটা, 15/20 বছর লেখাপড়া না করে এসএসসির পরের লেগে যেতাম যদি কাজে নিজেই চাকরি দিতাম অন্যকে।

  • @ArifulIslam-bt7qe
    @ArifulIslam-bt7qe 2 ปีที่แล้ว +77

    সরকারের কাছে অনুরোধ তাকে নিয়োগ দেওয়া হোক

  • @devoteofmahakal9671
    @devoteofmahakal9671 2 ปีที่แล้ว +17

    খুবই কষ্ট লাগলো। দেশের শিক্ষাব্যবস্থা যে কতটা বিধস্ত হয়েছে তা নানা ভাবেই প্রকাশ পাচ্ছে।
    এখন উনার কী অবস্থা??
    শুভকামনা রইল উনার জন্য।
    ইনি আমার জেলার লোক😓😓

  • @mdatiarrahman8423
    @mdatiarrahman8423 2 ปีที่แล้ว +43

    আপনি কি প্রতিহিংসার শিকার, না ভাগ্যোর নির্মম পরিহাস। মাননীয় প্রধানমন্ত্রী আপনি সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা করুন

  • @AbdusSattar-ps3vk
    @AbdusSattar-ps3vk 2 ปีที่แล้ว +35

    আপনি হতাশ হবেন না, আল্লাহ তা'আলার উপর ভরসা করেই চেষ্টা করতে থাকুন।ভাই আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে ইনশাআল্লাহ।

    • @MONIRULISLAM-sc6ii
      @MONIRULISLAM-sc6ii ปีที่แล้ว

      হয়, ভালো আমল করে মৃত্যুর পর পাবেন। এই দেশে জন্মগ্রহণ করীদের এটা ভাগ্য।

  • @jornaaaaaa3291
    @jornaaaaaa3291 2 ปีที่แล้ว +16

    যোগ্য লোকে যোগ্য অনুযায়ী চাকরি দিতে হবে।সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

    • @activeboy378
      @activeboy378 ปีที่แล้ว

      what is the definition of bichi s
      BAL CIRA SYSTEM 😀😀😀😀

  • @user-ii5xi6ye2d
    @user-ii5xi6ye2d 2 ปีที่แล้ว +15

    ভাইয়া আমিও দিনাজপুরের ছেলে, এটাই আমদের সবচেয়ে বড় পরিচয়!

  • @raymondfinefabrics1871
    @raymondfinefabrics1871 ปีที่แล้ว +3

    ১৫ মিনিট বক্তব্য দিয়ে তো সারা জীবনের দুঃখ বোঝানো যায় না, কতটুকু কষ্ট ওনার ভেতরে উনি নিজেই জানে, বিসিএস পাস করা, ভাবা যায় উনি বেকার, সরকারের উচিত উনার যোগ্যতা অনুযায়ী উনার চাকরি দেয়া।

  • @tamannashumona4836
    @tamannashumona4836 ปีที่แล้ว +5

    খবই আহত হয়ে গেলাম । এমন মেধাবীদের চাকরি হওয়া খুব জরুরি ।😢😢😢😢😢

  • @shimaakter8952
    @shimaakter8952 2 ปีที่แล้ว +28

    ভাইটির বর্তমান অবস্থা জানতে ইচ্ছা করছে।

  • @faridulislam8994
    @faridulislam8994 2 ปีที่แล้ว +10

    খুবই হতাসজনক ব্যাপার ধিক্কার জানাই বাংলাদেশের সমাজ ব্যাবস্তাকে।

  • @nazrinjahan3742
    @nazrinjahan3742 ปีที่แล้ว +7

    মাননীয় প্রধানমন্ত্রী উনাকে একটি চাকরি দিয়ে সহগিতার হাত বাড়িয়ে দিন।

  • @tanhimdhrubo8128
    @tanhimdhrubo8128 2 ปีที่แล้ว +16

    এই সমস্ত খবর কানে আসলে রক্ত গরম হয়

  • @tapurudra575
    @tapurudra575 2 ปีที่แล้ว +36

    পিএসসির উচিত ততজনকেই পাস করানো যতজনকে তারা নিয়োগ দিতে পারবে।

  • @Nowk567
    @Nowk567 2 ปีที่แล้ว +15

    এইদেশে এটাই প্রমাণ হল যে যার খুটি,আর অর্থের তার যতই মেধা থাকুক চাকুরী হবে না।

    • @shariarrubel3188
      @shariarrubel3188 ปีที่แล้ว

      কষ্ট পাইলাম,, ইচ্ছা ছিল পড়াশোনা করে বড় কিছু হব। কিন্তু আজ থেকে পড়াশোনা বাদ দিয়ে দিলাম।।।

  • @NurAlam-tj9cf
    @NurAlam-tj9cf 2 ปีที่แล้ว +4

    কি বলে তোমাকে সান্তনা দিব ভাই ভাষা খুজে পাচ্ছি না, তোমার জন্য দোয়া রইল, কিছু বলতেউ পারছি না প্রান ভয়ে।

  • @SSTVYouTubechannel
    @SSTVYouTubechannel ปีที่แล้ว +5

    সত্যিই ভাই কথা গুলি অনেক আবেগ প্রবন।মুখে হাসি থাকলেও মনে অনেক কষ্ট।

  • @md.rokibulhasan2093
    @md.rokibulhasan2093 2 ปีที่แล้ว +5

    লেখা পড়া শেষ করার পর চাকরি না হলে এর থেকে বেশি কষ্ট পৃথিবীতে নাই।

  • @Grillsdance
    @Grillsdance ปีที่แล้ว +3

    MBA পাশ না করে যদি ছোট থেকে রাখাল এর কাজ করতাম তাহলে আজ নিজে সমাজে প্রতিষ্ঠিত ও সম্মানিত থাকতাম

  • @kuwasharchador390
    @kuwasharchador390 2 ปีที่แล้ว +3

    অনেক কষ্ট লাগলো আপনার কথাগুলা শুনে আমার ছোট বোন প্রিলিতে টিক ছিল সে অনেক মেধাবী ছিল জীবনে কোনদিন সেকেন্ড হয়নি হাজী দানেশ থেকে মাস্টার্সফার্স্ট ক্লাস ফার্স্ট ওর থিসিস পেপার বিদেশে পাবলিস্ট হয়েছিল সব জায়গায় রিটেন এটিকে ভাইবা আউট কোথাও একটা ভালো চাকরি হয়নি কারন টাকার বস্তা নেই বর্তমানে সে গৃহিণী কন্যা সন্তানের জননী আপনার মঙ্গল কামনা করছি

  • @sojolbaray3239
    @sojolbaray3239 2 ปีที่แล้ว +20

    ভাইয়ের কথা সুনে সত্যি কান্না আসে 😪😪

  • @suraiyabithihawlader3883
    @suraiyabithihawlader3883 3 ปีที่แล้ว +55

    আলহামদুলিল্লাহ অবশ্য ই আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন ইনশাআল্লাহ অবশ্য ই আল্লাহ আপনার সকল কিছু ব্যবস্তা করবেন,,,

  • @shohidulislam8116
    @shohidulislam8116 2 ปีที่แล้ว +65

    মনে হয় উনি - বি এন পি- অথবা - জামাত করে সে জন্য ওনার চাকরি হচ্ছে না। ভাই আপনি জোরে শোরে আওয়ামিলীগ করেন। 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @anandosiddique9367
      @anandosiddique9367 2 ปีที่แล้ว

      tumi ekta b a l k a m a...

    • @sakibalhridoy1304
      @sakibalhridoy1304 2 ปีที่แล้ว

      chagol

    • @tariqulislam3128
      @tariqulislam3128 2 ปีที่แล้ว

      ঠিক বলছেন। বেশি করে তৈল মর্দন করতে থাকা উচিৎ।

  • @betrabotifillingstationsam1219
    @betrabotifillingstationsam1219 ปีที่แล้ว +1

    সেইম এমন ঘটনা আমাদের গ্রামেও একজন ব্রিলিয়ান্ট ছেলের সাথে হয়েছে। একটা পরিবারের কোনো সদস্য মারা গেলে যেমন দুঃসহ যন্ত্রণায় কাতর থাকে ঠিক তেমনি ঐ পরিবারের সকলকে দেখেছি। বিশ বছর আগে নাকি তার বাবা জামায়াতের সাথে সম্পৃক্ত ছিল। এটাই ছিল কারন।

  • @sheiksalman420
    @sheiksalman420 2 ปีที่แล้ว +6

    খুবই দুঃখজনক ব্যাপার বাংলাদেশে এটা সম্ভব কারন জোগ্য লোকের কোন স্থান নেই

  • @sudiptostune1877
    @sudiptostune1877 2 ปีที่แล้ว +11

    এটাও সম্ভব পাবলিক সার্ভিস কমিশনের পক্ষে,ভিডিওটি না দেখলে বিশ্বাস করতামনা!!!!

  • @anim3021
    @anim3021 2 ปีที่แล้ว +7

    কান্না চলে এলো।।।।। খুবই কষ্ট পেলাম ভাই।।।।

  • @billalbillal26
    @billalbillal26 2 ปีที่แล้ว +9

    খুবই দুঃখ জনক কিছু বলার ভাষা নেই

  • @gamersongforhind4891
    @gamersongforhind4891 ปีที่แล้ว +1

    এটায় আমাদের বাংলাদেশ। যেখানে পড়ালেখার কোনো মূল্য নেই

  • @mdtowhid2361
    @mdtowhid2361 2 ปีที่แล้ว +3

    এতে সত্যিই দুঃখের যে বিসিএস পাশ করার পরেও চাকরি হয়নি। আমারও একই অবস্থা ৩৩ তম বিসিএস এ নন ক্যাডার চাকরি হয়নি ।

  • @hafijurrahman454
    @hafijurrahman454 2 ปีที่แล้ว +3

    ভাই আপনার মতই আমিও এক হতভাগা।
    পরিক্ষায় পাশ করেও চাকুরী হয় নাই।
    ধিক্কার জানাই আমাদের এই নিয়োগ পদ্ধতিকে।
    মেধাবীদের এদেশে মূল্যায়ন হয় না বলেই তারা বিদেশে গিয়ে স্কলারশিপ অর্জন করে ২য় বার বাংলাদেশের নামও মুখে নেয় না।

  • @jahidmahbub
    @jahidmahbub ปีที่แล้ว +2

    অবশ্যই ধিক্কার জানাই। কারন শিক্ষা ব্যবস্থায় তাদের শিক্ষা দেওয়া উচিত যে পড়ালেখা শুধুমাত্র চাকরির জন্য করবে না। নিজের মস্তিষ্ককে সমৃদ্ধ করতে তোমরা পড়াশোনা করো।

  • @mohanabhadra8641
    @mohanabhadra8641 2 ปีที่แล้ว +4

    কতটা কষ্ট এখানে সেটা তারাই বুঝবে যারা ভুক্তভোগী 😞

  • @6Digitearn484
    @6Digitearn484 2 ปีที่แล้ว +3

    আজকে জানলাম যে বিসি এস পাশ করেও জব হয়না এমন ও হয়!!! খুব কষ্ট করে পড়ছি সংসার বাচ্চা সামলে। সবার সাথেই স্ট্রাগল করছি। শেষ এই পরিনতি চিন্তাও করতে পারিনা

  • @mshmsh2751
    @mshmsh2751 2 ปีที่แล้ว +9

    আল্লাহ তাদের সুস্থতার মাধ্যমে নেক হায়াত দান করুন (আমীন)

  • @md.abdullahalnurmahabubu9126
    @md.abdullahalnurmahabubu9126 2 ปีที่แล้ว +4

    হে আল্লাহ আমাকে ও সবাই কে তোমার উপর তাওয়াক্কুল করা তফিক দান করুন আমীন

  • @mdmusatkimhossain4455
    @mdmusatkimhossain4455 2 ปีที่แล้ว +4

    ভাই চাকরির আসায় বসে না থেকে,,,, ৬ মাস ফ্রিলান্সিং টেনিং করেন,,,
    করে কাজ শুরু করে দেন,, ৩ থেকে ৪ বছর লেগে থাকলে আপনাকে আর চাকরি খুজতে হবে না,,তখন মানুষ আপনাকে খুজবে চাকরি করার জন্য।

  • @ferdueskhan1601
    @ferdueskhan1601 ปีที่แล้ว +4

    এটাও কি সম্ভব। এই হলো সোনার বাংলাদেশ। ধিক্কার জানাই।

  • @riponmia1243
    @riponmia1243 2 ปีที่แล้ว +11

    এতো কষ্টো করে বি সি এস পাস করে যদি চাকরি না হয। তার জীবনেন কত কষ্টকর

  • @user-dx4rv8rt1m
    @user-dx4rv8rt1m 2 ปีที่แล้ว +2

    এই নিউজ টা সব চ্যালেন এ দেখানো উচিত ছিলো

  • @frarahmed
    @frarahmed 2 ปีที่แล้ว +3

    ভাই দোয়া রইল,,, অনেক ভাল একটা জব পান,,,

  • @rabeabasririta9134
    @rabeabasririta9134 2 ปีที่แล้ว +9

    এসব দেখলে আর লেখাপড়া করতে ইচ্ছা করে নাহ,আমি গরিব পরিবারের মেয়ে, অনার্স প্রথম বর্ষে পড়ি আর বিসিএস এর জন্য পড়ি,কতো যে কষ্টকার এসব পাবলিক পরিক্ষা

    • @alvy9
      @alvy9 2 ปีที่แล้ว +1

      Agula dekben na Apu TH-cam a sob Kisu thik Hoy na hater 5ta finger jeymon soman Hoy na teymon sob video Valo Hoy na demotivated hoben na Aisob video dekhay akmatro lekha pora kore APNI upor a oth te parben

  • @mobashirakuasha3270
    @mobashirakuasha3270 2 ปีที่แล้ว

    এনাকে দেখে আমার সত্যি খারাপ লাগছে। আল্লাহ্ এই ব্যাক্তিটিকে যেন সাহায্য করেন।

  • @user-gf4rz8zk2z
    @user-gf4rz8zk2z ปีที่แล้ว +2

    ভাইয়ে কথা গুলো শুনে চোখে পানি চলে আসলো

  • @rahatcreators2936
    @rahatcreators2936 2 ปีที่แล้ว +8

    ভাইয়ের কথাগুলা কলিজায় লাগলো

  • @md.muraddariamd.muraddaria3368
    @md.muraddariamd.muraddaria3368 2 ปีที่แล้ว +3

    আপনার কথা শুনে, আমি শেষ। পাশ করে ও চাকরি নেই,, হায় আল্লাহ।

  • @sirajulmostafa3236
    @sirajulmostafa3236 ปีที่แล้ว +2

    একদম ঠিক কথা। কি দরকার এত শিক্ষা নেওয়ার।

  • @naemhossen505
    @naemhossen505 2 ปีที่แล้ว +6

    চাকরি দিতে পারবেনা পিএসসি, ননক্যাডার রেজাল্ট দেয় কেন,অাসন ফাকা অনুযায়ী ফলাফল দিবে।না হয় শুধু ক্যাডারদের রেজাল্ট রাখবে।

  • @srbangla8821
    @srbangla8821 3 ปีที่แล้ว +21

    আল্লাহ আপনার সহায় হউন আপনি‌ অনেক বড় হবেন ‌

  • @tufajjalanswary319
    @tufajjalanswary319 2 ปีที่แล้ว +7

    মহান আল্লাহপাক এর উপর ভরসা রাখেন ভাইয়া ;তিনি আপনাকে এত বেশি দিবেন যে আপনি খুশি হয় যাবেন

    • @mdsabbir428
      @mdsabbir428 2 ปีที่แล้ว +1

      ব্রো আমরা চাকরির পেছোনে ছুটিনা আমরা চাকরি দেই আমরা কিন্ত ssc পাস ও করিনাই ধিক্কার জানাই দেশের শিক্ষা দেশের শিক্ষা কে

  • @arunaakter4586
    @arunaakter4586 2 ปีที่แล้ว +2

    এটার মত দুঃখ পৃথিবীতে আর কিছু নেই।

    • @activeboy378
      @activeboy378 ปีที่แล้ว

      BICI s 😀😀😀😀😀

  • @shakilkhan2837
    @shakilkhan2837 2 ปีที่แล้ว +48

    bcs করে যদি নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে না পারে
    তবে এই bcs দিয়ে কি হবে

  • @PunknPunky
    @PunknPunky 2 ปีที่แล้ว +10

    সমস্যা হচ্ছে বিসিএস নিয়োগ পাওয়ার পর এই বিসিএস ক্যাডাররাও বাকিদের জন্য চাকুরী সৃষ্টি করে না! উনিও নিয়োগ ফেলে বাকিদের কথা ভুলে যাবেন।

    • @rupomcorner-as-provider.
      @rupomcorner-as-provider. 2 ปีที่แล้ว +2

      I think you are right.

    • @mazedalam7359
      @mazedalam7359 2 ปีที่แล้ว +1

      ঠিক বলেছেন। সরকারি কর্মকর্তা হওয়ার পর আর মানুষকে মানুষ মনে করে না তারা। ভাই এ দেশে কেউ চায় না অন্য কেউ উপরে উঠুক।

  • @tarekmia6418
    @tarekmia6418 2 ปีที่แล้ว +6

    তার পরেও আসনে বসে থাকা লোকগুলো বলবে মানুষ আত্মহত্যা কেন করে আমি বলি কি আমাদের শিক্ষাব্যবস্থার আমাদের আত্মহত্যা করতে শেখায়।

  • @oxygen7409
    @oxygen7409 2 ปีที่แล้ว +2

    চাকুরির জন্য সরকারের প্রতি ভালোবাসা ডেলে দিল

  • @miuna4729
    @miuna4729 ปีที่แล้ว

    Dekhn vai age allahor upore vorosha koren tar por hasinar upor vorosha koren dekhe eto joggota orjon koresen tao apnar ichsa puron hochsena tar mane allah jodi na dey tahole shob joggota thakleo shopno puron hoy na.dowa kori allah jeno apnar moner ichsa puron koren r apnio allahke dakun r vorosha allahor uporei vorosha koren. Abar emono hote pare j apnar jonno boro kisu valo kisu opekkha korse. Allah hoyto apnake Onner chakor banate chayna emon kisu banate chay jate apni onek gulo loker chakri dite paren. Allah nishchoi apnar valo korben uddeshsho jodi valo hoy fola fol valoi hobe inshallah.apnar jonno dowa roilo

  • @sharifuddin1101
    @sharifuddin1101 2 ปีที่แล้ว +6

    ধিক্কার জানানো ছাড়া আর কিছুই বলতে পারি না

  • @razuahamad7337
    @razuahamad7337 2 ปีที่แล้ว +4

    আমার দেখা Bsc ইঞ্জিনিয়ার 12_থেকে 15 হাজার ছেলারিতে চাকুরী করেন এ আমাদের বাংলাদেশ

  • @MasudRana-tt9dy
    @MasudRana-tt9dy 2 ปีที่แล้ว +2

    ধিক্কার জানাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কে

  • @fahanfahan6631
    @fahanfahan6631 2 ปีที่แล้ว +1

    আমার অনেক দুঃখের আবেগ আসলো,, আবেগে আবেগি হলাম

  • @mdzinnathowlader8915
    @mdzinnathowlader8915 2 ปีที่แล้ว +3

    ভাই অাপনার জন্য দোয়া রইল ভেঙে পরবেন না অামরা এক সময় পড়ার শেষে পরিক্ষা দেই অার এখন হয় তো রিজিকের দর্যের পিরিক্ষা দিতে হবে অাল্লাহ জুলূম কারিকে ঢিল দেয় ছেড়ে দেয় না

  • @RabiulIslam-ns5pi
    @RabiulIslam-ns5pi 2 ปีที่แล้ว +17

    মানুষটা অনেক সরল মন মানসিকতার

  • @mdbipulali4338
    @mdbipulali4338 2 ปีที่แล้ว +2

    সে যে জ্ঞান অর্জন করেছে তাদিয়ে সে অর্থ উপার্জন পারবে এটাই স্বার্থকতা জব হওয়া না হওয়া ভাগ্যের বিষয়

  • @razaulkorem6079
    @razaulkorem6079 2 ปีที่แล้ว

    ভাই কে ধন্যবাদ সঠিক করে ছেন জনগণ জানুক যে মামা খালু লাগে চাকরি করতে

  • @syedal-amin8087
    @syedal-amin8087 2 ปีที่แล้ว +13

    ভাইরাল হয়ে যাবেন আর চাকরি হয়ে যাবে।এগিয়ে যান।

    • @MotiurRahman-mz8sy
      @MotiurRahman-mz8sy ปีที่แล้ว

      এই বেডা কিসের ভাইরাল,এই ভাই বাংলাদেশের একজন হাইলেবেলের ছাত্র

  • @tamimarahman1976
    @tamimarahman1976 2 ปีที่แล้ว +4

    আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন।

    • @Sagorkhan-mq9ip
      @Sagorkhan-mq9ip 2 ปีที่แล้ว

      ধিক্কার জানাই অবইধ্য সরকার কে

  • @jelaniacademy6739
    @jelaniacademy6739 2 ปีที่แล้ว +2

    বাংলাদেশের সব জায়গায় সমস্যায় জড়জড়িত,চুরি করিয়া খাওয়া ছাড়া,দুনীতি করা ছাড়া সুখ ও শান্তি পাওয়া কষ্ট কর।

  • @zilurrahman575
    @zilurrahman575 2 ปีที่แล้ว +1

    এই দায় কার।।।মেধাবী শিক্ষার্থী গন আসলেই অবহেলিত।

  • @tech8316
    @tech8316 4 ปีที่แล้ว +6

    sonar banglai sob e hoi vai . allah amder sobai k sahajjo korun

  • @safiqulislam9921
    @safiqulislam9921 2 ปีที่แล้ว +6

    আপনার জন্য আমরা ও শোকাহত কিন্তু আপনি একজন যোগ্য লোক হয়েও যখন অন্যদের মত পা চাটা শুরু করছেন এটা খুব খারাপ লাগলো। আপনি আপনার যোগ্যতার
    উপর চাকরি চান অধিকারের কথা বলেন। অন্যদের মত পা চাটা কথা বইলেন না।