আমাদের দোকানে ঘু ঘূ পাখি বাসা করে বাচ্চা দিয়েছিল । এবং আমাদের দীর্ঘ দিনের পরে থাকা দোকান ভারা হয়ে গেলো। 🥰 অর্থাৎ আমাদের জন্যে পাখিটা লাকি। আর ঘু ঘু পাখি নেগেটিভ সিগনাল ধরতে পারে আপনি কোথা থেকে জানলেন ?
ধন্যবাদ ভিডিওটি দেখে আপনার মতামত জানানোর জন্য 🙏💕 এখানে দোকান, ব্যবসা স্থল, কর্মক্ষেত্রের কথা বলা হয়নি। এখানে বসত ভিটের কথা বলা হয়েছে। সাধারণত ব্যবসা বা কর্মক্ষেত্রে উন্নতি বা সাফল্যের পিছনে কোনো একটি নয়, একাধিক factor কাজ করে থাকে।
@hirockmondal5542 নমস্কার, প্রথমেই ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত share করার জন্য। আমার প্রায় প্রতিটি ভিডিওতেই আমি বলে থাকি যে নিজের অন্তরে দেখুন, আমাদের সকল প্রশ্নের উত্তর কোনও না কোনও প্রকারে আমাদের অন্তরেই লুকিয়ে থাকে। এখানেও আমি একই কথা বলবো। নিজের অন্তরে দেখুন। সকল প্রশ্নের উত্তর যথাসময়ে যথার্থ রূপে আপনার সামনেই হাজির হবে। আসলে মুশকিল হলো কি জানেন তো আমরা কেবলমাত্র যেটুকু দেখছি, যেটুকু শুনছি, সেটুকু-কেই সব বলে মনে করি। তার বাইরে যে আর কোনো কিছু থাকতে পারে তা ভুলে যাই। অথচ বিজ্ঞান কিন্তু আমাদের তা শেখায় না। বিজ্ঞান শেখায় অজানাকে জানার চেষ্টা করতে। আমি কাউকে কুসংস্কারে বিশ্বাস করতে বলি না। আমি বলি না যে আমার কথা কেই ধ্রুব সত্য মেনে নিয়ে চলতে। আমি বলে থাকি যে নিজের অন্তরে দেখুন। যদি কোনো Myth সামনে আসে তাহলে তার পিছনের Truth- টিকে খুঁজে বার করার চেষ্টা করুন। যদি দেখেন কোনো truth পাওয়া গেল তাহলে তা গ্রহণ করুন, আর যদি দেখা যায় সেই myth- টির পিছনে কোনো সারবত্তা নেই তাহলে তা ছুঁড়ে ফেলে দিন। আমাদের চারপাশে সবসময়ই নানা রকম তরঙ্গ ঘোরাফেরা করতে থাকে যা আমাদের যথাসময়ে নানান প্রয়োজনীয় তথ্য প্রদান করে যায়। আমাদের চঞ্চল মনকে যদি সামান্য একটু শান্ত করে ফেলতে পারি তাহলেই ওই তরঙ্গগুলো অনায়াসে ধরে ফেলা সহজ হয়। আপনি বুদ্ধিমান মানুষ। একটু চেষ্টা করলে আপনিও নিশ্চয়ই তরঙ্গগুলিকে ধরতে পারবেন। ধন্যবাদ 🙏💕
আমাদের দোকানে ঘু ঘূ পাখি বাসা করে বাচ্চা দিয়েছিল । এবং আমাদের দীর্ঘ দিনের পরে থাকা দোকান ভারা হয়ে গেলো। 🥰 অর্থাৎ আমাদের জন্যে পাখিটা লাকি। আর ঘু ঘু পাখি নেগেটিভ সিগনাল ধরতে পারে আপনি কোথা থেকে জানলেন ?
ধন্যবাদ ভিডিওটি দেখে আপনার মতামত জানানোর জন্য 🙏💕
এখানে দোকান, ব্যবসা স্থল, কর্মক্ষেত্রের কথা বলা হয়নি। এখানে বসত ভিটের কথা বলা হয়েছে। সাধারণত ব্যবসা বা কর্মক্ষেত্রে উন্নতি বা সাফল্যের পিছনে কোনো একটি নয়, একাধিক factor কাজ করে থাকে।
Dada amar barite basa korechilo kintu ami tarai ni 2month pore lottery peyechilam anek taka
জীবনেও শুনি নাই
ধন্যবাদ 🙏💕
এই বিশাল পৃথিবীতে নিত্য কত আশ্চর্য ঘটে চলেছে। জানতে পারলে বিষ্ময় জাগে।
Amar barir chhade akti pakhi mara gache shubho na ashobho
শুভ বা অশুভ কোনোটাই নয়। আপনি যদি ভালোবাসার সঙ্গে তার মৃতদেহের সৎকার করে থাকেন তাহলে খারাপ কিছু নয়।
🙏💕
Asob vondra bola
অনুগ্রহ করে যদি একটু বুঝিয়ে বলেন আপনি কি বলতে চাইছেন তাহলে বুঝতে সুবিধা হয়। 🙏
@hirockmondal5542
নমস্কার,
প্রথমেই ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত share করার জন্য।
আমার প্রায় প্রতিটি ভিডিওতেই আমি বলে থাকি যে নিজের অন্তরে দেখুন, আমাদের সকল প্রশ্নের উত্তর কোনও না কোনও প্রকারে আমাদের অন্তরেই লুকিয়ে থাকে।
এখানেও আমি একই কথা বলবো। নিজের অন্তরে দেখুন। সকল প্রশ্নের উত্তর যথাসময়ে যথার্থ রূপে আপনার সামনেই হাজির হবে।
আসলে মুশকিল হলো কি জানেন তো আমরা কেবলমাত্র যেটুকু দেখছি, যেটুকু শুনছি, সেটুকু-কেই সব বলে মনে করি। তার বাইরে যে আর কোনো কিছু থাকতে পারে তা ভুলে যাই। অথচ বিজ্ঞান কিন্তু আমাদের তা শেখায় না। বিজ্ঞান শেখায় অজানাকে জানার চেষ্টা করতে।
আমি কাউকে কুসংস্কারে বিশ্বাস করতে বলি না। আমি বলি না যে আমার কথা কেই ধ্রুব সত্য মেনে নিয়ে চলতে। আমি বলে থাকি যে নিজের অন্তরে দেখুন। যদি কোনো Myth সামনে আসে তাহলে তার পিছনের Truth- টিকে খুঁজে বার করার চেষ্টা করুন। যদি দেখেন কোনো truth পাওয়া গেল তাহলে তা গ্রহণ করুন, আর যদি দেখা যায় সেই myth- টির পিছনে কোনো সারবত্তা নেই তাহলে তা ছুঁড়ে ফেলে দিন।
আমাদের চারপাশে সবসময়ই নানা রকম তরঙ্গ ঘোরাফেরা করতে থাকে যা আমাদের যথাসময়ে নানান প্রয়োজনীয় তথ্য প্রদান করে যায়। আমাদের চঞ্চল মনকে যদি সামান্য একটু শান্ত করে ফেলতে পারি তাহলেই ওই তরঙ্গগুলো অনায়াসে ধরে ফেলা সহজ হয়।
আপনি বুদ্ধিমান মানুষ। একটু চেষ্টা করলে আপনিও নিশ্চয়ই তরঙ্গগুলিকে ধরতে পারবেন।
ধন্যবাদ 🙏💕