স্কুলে টেস্ট পরীক্ষার পর ক্লাস বন্ধ থাকার পরেও জোর করে বাধ্যতামূলক কোচিং করাচ্ছে। কোচিংয়ে পড়াশোনা হয় না, শুধু যাওয়া আসা হয়।সারাদিনটাই সময় লস হয়। বাসায় পড়াশোনা চালিয়ে নিতে কোচিংয়ে অনুপস্থিত থাকলে জরিমানা ধরা হচ্ছে প্রতিদিন ২০০। আবার বাধ্যতামূলক পরীক্ষা নিচ্ছে অথচ কয়েকদিন পর আসল এক্সাম। এতে সময় ও শ্রম নষ্ট হবে ১৫ দিন যাবৎ। এর ফলে রুটিনমাফিক স্টেপ বাই স্টেপ সিলেবাস রিভারসাইড হবে না। আমার জরিমানা জমা হয়েছে ৫০০০ টাকা। কিন্তু আমি সত্যই পড়ার গতি ঠিক জন্যই স্কুলের ফালতু কোচিয়ে যাই না,। কোন ব্যবস্থা গ্রহন করার উপায় আছে কি?
@@LawyerMTULLAH টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজ। উল্লেখ্য কোচিং করতে যাইনা(বাসার সবাই জানে আমি কি কারনে যাইনা,আর বাসায় কি করি) না কিন্তু টাকা ঠিকই নিচ্ছে, তারা বলছে টাকা ও জরিমানা না দিলে এডমিট কার্ড, রেজিষ্ট্রেশন কার্ড আটকে দিবে।
Vaia ak vumi dossho amaderk aj baroti bosor hoyrani korce aktar por akta mamla dic he amader jomi dokhol nite dic he na jomir gach katteo dicchena a kheyre amra ki korte pari pls vai reply
amar kaka o boidhovabe hotat procur takar malik hoyece, tini sob dhoroner o boidho kajer sathe somporkito,jemon nesajatio drobbo babsa ittadi sob dhoroner o boidho kajer sathe tar somporko ami dudok ke kivabe janate pari?
আমাকে এসএসসি পরীক্ষায় রেজিষ্ট্রেশন করতে দেয় নাই পরিক্ষা একটু খারাপ হইছে বলে এবার কোনো স্কুলে কাওকে বাদ দেওয়া হয় নাই আর শিক্ষা মন্ত্রী বলেছে কোনো স্টুডেন্ট কে বাদ দিতে না সবাইকে পরিক্ষায় অংশগ্রহণ করতে দিতে বলেছে এখন আমাদের লাইফ নস্ট করে দিতেছে তারা এখন আমরা কি করতে পারি
@@LawyerMTULLAH alআমার থেকে খারাপ রেজাল্ট করছে অনকেজন তাদেরও রেজিষ্ট্রেশন করতে দিছে তারা ক্লাস টিচার এর কাছে প্রাইবেট পরছে তাই আর আমার সাথে আর অনেকজনকে বাদ দিছে তারাও কে অই ক্লাস টিচার এর কাছে প্রাইবেট পরে নাই তাই আমাদেরকে ফেল করানো হইছে আর আমি কারিগরি তে পরি আমার বারির পাসের স্কুলে অনেক স্টুডেন্ট আছে যারা ৬/৭ সাব্জেক্ট করে ফেল করছে তাদেরও রেজিষ্ট্রেশন করতে দিছে শুদু আমাদের স্কুলেই দেয় নাই আর এ বছর কোনো স্টুডেন্ট কেইত বাদ দিতে না করেছে শিক্ষ মন্ত্রী
আসসালামুআলাইকুম আমি ফ্লাট আর জমি কেনা বেচা মিডিয়া করে থাকি। যে কিনে সে ১% দেয় যে বেঁচে সে ২% দেয় কিন্তু আমাদের সাথে কথা থাকে লিখিত হয় নাই। জানুয়ারি মাসের ২৫/০১/২৪ তারিখে আমরা একটা ফ্ল্যাট বিক্রি রাজুক অনুযায়ী হাজিরা হয়, যে ফ্লাট টা কিনেছে সে হচ্ছে একজন কর কর্মকর্তা ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ফ্ল্যাটের দাম হচ্ছে ১ কোটি ৬৮ লাখ টাকা এখন সেই করো কর কর্মকর্তা আমাকে মাএ ১৫ হাজার টাকা দিয়েছে,সে আমাকে আর কোনো টাকা দিচ্ছে না এখন কি আমি তার বিরুদ্ধে কোন কমপ্লেন করতে পারি।
@@LawyerMTULLAH আমার ইমেইল নাই , এইখানে কথা বলেন আমি সব ডিটেলছ বলে দিবো, কালকে পরীক্ষা গেছে দুইজন এক বাড়ি দুইটা পরীক্ষা একটা পরীক্ষা অয় দেয়না কিন্তু রেজাল্ট এর ভিতরে রোলং আসে কি ভাবে
আসসালামু আলাইকুম দা ভাই আমাদের বাজিতপুর থানা কিশোরগঞ্জ জেলায় একটা মাত্র কুরিয়ার সার্ভিস অফিস আছে। সে দোকানে আমাদের মত ছোট মেয়েদের থেকে অধিক টাকা পারসেলের জন্য টাকা নেই এবং হোম ডেলিবারি বড পুরুষ রা বললে উনি দিয়ে দেই কিন্তু আমরা বললে বলে হোম ডেলিবারি হয় না। এ ক্ষেত্রে আমরা কি করতে পারি?
ভাইয়া বিদেশি দের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে কোটিপতি হয়েছে এবং তার গ্রুপ রছেয়ে অবেধ টাকা ইনকাম করার এর বেপারে কি পদক্ষেপ নেয়া যেতে পারে কাসিনো এজেন্ট এর সাথেও জরিত আছে
আমাদের গ্রামে একজন লোক কোনো ক্লাসে পড়ালেখা করে নাই। কখ ও পড়তে পারে না। কিন্তু সে সরকারি চাকরি করে।সে অষ্টম শ্রেণীর নকল সনদ বানিয়ে আমাদের উপজেলার মেয়রকে ২ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিছে। আমাদের দেশে যদি অশিক্ষিত লোকেরা সরকারি চাকরি করে আর অন্যদিকে আগে বিএ পাস করে যুবক যুবতীরা বসে থাকে তাহলে তারা কেন পড়ালেখা করবে। তাদের মধ্যে তো পড়ালেখা করার কোনো ইচ্ছা থাকবে না।
আসসালামু আলাইকুম স্যার আমাকে এক দালালে নিঃস্ব করেফেলছে , স্যার বিদেশ নেওয়ার কথা বলে ত লাখ ৮০ হাজার টাকা নিছে এখন বিদেশ নিতে পারেনা টাকাও ফেরত দেয় না খালি ডেট দিচ্ছে অমুক মাসে তমুক মাসে এখন আমি কি করবো টাকা যে দিছি এগুলা ডকুমেন্ট আছে আমার কাছে
স্যার কোন মহিলা গৃহিণী কিন্তুু তার ছেলের অবৈধ ব্যবহার টাকা উনি নিজের একাউন্টে রেখেছে, তাহলে আমি কি তার বিরুদ্ধে অভিযোগ করতে পারবো? নিজের পরিচয় গোপন রেখে? প্লিজ স্যার একটু জানাবেন,
যদি কোন সরকারি কমচারী তার অবৈধ সম্পদ ভাই এবং বৌয়ের নাম দিয়ে ইনকাম টেক্স ফাইল খুলে ছিল। তিনি বতমানে অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তার অবৈধ সম্পদের যাচাইয়ের জন্য কি করতে হবে
@@jakiyamomo5625 যথাযথভাবে অভিযোগ করার ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারি। এক্ষেত্রে যাবতীয় প্রমাণাদি নিয়ে আপনি আমাদের চেম্বারে আসতে পারেন কিংবা ডকুমেন্টস গুলো মেইল / কুরিয়ারে পাঠাতে পারেন।
গ্যাস বাংলাদেশের সম্পদ, আইনগত ২ চুলোর অনুমোদন আছে কিন্তু উনি ১৬,থেকে ১৭ টি চুলা জালাচ্ছে,উনাকে ফেনী গ্যাস অফিসের লোকজন রা টাকার বিনিময়ে চালাতে দেয়, এবং অভিযোগ কারীর নাম বলে দেয়, এখন কি করা।
আমি পৌরসভা থেকে প্রত্যয়ন পত্র এবং নাগরিক সনদ নিতে গিয়েছিলাম। যেখানে আমি জানি এগুলো ফ্রিতে দেয় সেখানে আমার থেকে ১০০০ টাকা নিয়েছে। এখন আমি এখন আমি জানতে চাই,সত্যি কি এগুলো ফ্রিতে দেয়, প্লিজ কেউ জানাবেন?
@@LawyerMTULLAH এক ব্যক্তি করে একটা থেকে অবসরপ্রাপ্ত একটা রানিং। আপনার কাছে জানতে চাই যেটা রানিং আছে সেটা অবসর নেওয়ার সময় বা অবসরের টাকা তুলতে আটকে যাবে বা সরকারি কোন প্রতিষ্ঠান ধরতে পারবে। পরামর্শ চাই
রংপুর কাউনিয়া টেপামধুপুর দক্ষিণ লটারি তিন তলা ফাউন্ডেশন এর বাড়ি এর অভিযোগ কি আমরা করতে পারি 2014 সালে ছেড়ে ঢাকায় এসেছি কমপ্লিট করে মেয়ের নামে অ্যাকাউন্ট 12 3 তলা ফাউন্ডেশন 1 তলা কমপ্লিট করে বিয়ে করছে আবার বিরুদ্ধবাদীরা জরিমানাসহ এর জন্য কি আমরা কোন অভিযোগ করতে পারি আমার যত রকম থাকবে কি
আসসালামু আলাইকুম আচ্ছা যাদি কেউর সাথে পারিবারিক ভাবে দন্ড। পরিবার এর সাথে বিভিন্ন জায়গা জমি নিয়ে সমস্যা। তারা মিথ্যা অভিযোগ করে যেন তার সরকারী চাকরী কোনো সমস্যা হয়। এর জন্য কি করা যায়।
@@LawyerMTULLAH কি ভাবে জানি অন্যের নাম ব্যাবহার করে করছে অভিযোগ করছে। ৫ জায়গায় অভিযোগ এর পেপার দিছে। ১, এসপি বরিশাল ২,নিজ থানায় ৩,সে যেই জায়গায় কাজ করে সেই জায়গায় ৪,তা হেড আফিস ৫,দূনীতি দমন বুরো সেগুনবাগিচা তো সব জায়গা থেকে জানানো হয় যে আপনাম নামে এরকম অভিযোগ করা হয়েছে। ২/৩ জায়গায় জানানোর পর বলছে যে যেই বিষয় অভিযোগ করছে তা আমার কিছুই নেই সব মিথ্যা পারিবারিক শত্রুতার বশত করছে। পরে তারা আর কিছু বলে নাই। কিন্তু বরিশাল থেকে বলার পর সে বলছে আপনাড সম্পত্তির হিসাব দেন। তো এখন কিভাবে হিসাব দেওয়া যায়?
আমার অভিযোগটা সম্পন্ন গোপন থাকবে রংপুর কাউনিয়া টেপামধুপুর দক্ষিণ রাজিব মল্লা পারি মোগলটুলি 10 শতাংশ জমির মালিক ছেলে ইমরান এসএসসি পাস 2014 সাল ঢাকায় গার্মেন্টসে চাকরি করার জন্য 2015 সালে বিয়ে করেন 2016 সাল বউ ডিভোর্স দেন 150000 টাকা জরিমানা গরু-ছাগল সব কিছু বিক্রি করে জরিমানা দেয় বাবা মোগলি কুলির কাজ করে কোন রকমে জীবন কাটায় 2017 সাল আবার বিয়ে করে2018 থেকে 2019 এর মাঝামাঝি পর্যন্ত তাদের জীবনে খুবই কষ্টের দিন গেছে ছয় মাসেই কোটিপতি প্রাইভেটকারে বাড়িতে আসে 2020 সাল পহেলা লকডাউন তিন তলা ফাউন্ডেশন বাড়ির উদ্বোধন করে তিন মাসে বাড়ির কাজ শেষ করে এক তলা এখন সে বিমানে যাতায়াত করে পরিবারের সবাই যাতায়াত করে কিন্তু তার একাউন্টে কোন টাকা নাই কিন্তু অ্যাকাউন্ট আছে কিনা তা জানি না ছোট বোনের নামে অ্যাকাউন্ট জনতা ব্যাংক সব টাকা ওর হাতেই লেনদেন হয় তাদের বাহিরে কোনো জমি নেই বাইরে চার টাকা আসার কোনো রাস্তা নেই শুধু এক ছেলেটা ছাড়াএখন তো তারা কাজ শুরু করবেন বাড়ির সামনে আরেকটা জমি কেনার জন্য টাকা বায়না করছে ওই জমির মূল্য 20 লাখ টাকা বাড়িতে মোট সদস্য চারজন বাবা-মা ছোট ভাই ছোট বোন বোন নাম শারমিন ছোট ভাইয়ের নাম মিরুন বাড়ির গেটের মূল্য 97 হাজার টাকা প্রতিবেশী সবাই বলেন ছেলে নাকি ঢাকায় ইয়াবার ব্যবসা করে
যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে রেলে সরকারী চাকরি নিয়ে থাকেন। যেমন বাড়ি হলো পটূয়াখালী কিন্ত সে ঢাকার কাটাতে চাকরির জন্য অন্য লোকের বাড়ি নিজের বলে ঠিকানা ব্যবহার করা হয়েছিল। তার কারণ ছিল তার নামে চাকরির নেওয়ার এক বছর আগে মাদক মামলা ছিল। এবং বয়সের বেশির কারণে টাকার বিনিময়ে কমানো হয়েছিল।
আমার বিয়ে হয়েছে দেড় বছর আমার বর পরকিয়া করে এবং নেশা করে আমি ছেড়ে দিতে বললে ছাড়েনা আবার আমি ছেড়ে দিতে গেলে হুমকি দেয় আমার ছোট বোন কেও ধর্ষন করে কিন্তু সে কাউকে বলতে পারেনি ভয়ে তাকে ও হুমকি দেয়
আমাদের সুবর্ণ ভাই।
শুভ কামনা ভাই।
নোয়াখালী সুবর্ণচরের সুবর্ণ সন্তান।
অসংখ্য ধন্যবাদ জাকির হোসেন পাশা।
সুন্দর আলোচনা
ধন্যবাদ, স্যার।
@@SultanaRaziya-h7q welcome
হঠাৎ নিম্নবিত্ত থেকে কয়েকশত কয়েকশত কোটি টাকার মালিক এবং আলিশান কয়েকটা বাড়ি।এগুলোর অভিযোগ কেমনে করবো
আসসালামু আলাইকুম, আমি যদি কোন আইনজীবীর নামে অভিযোগ করতে চাই সেটা কোথায় করব প্লিজ জানাবেন??
Saturday kano madrasa khula thakbe?sorkar to off rakhte bolchen?kano kichue kichu madrasara mane ae niom?
সেটা আমাকে বলছেন কেন?
তথ্য আছে কিন্তু প্রমান হাতে নেই তাহলে কিভাবে অভিযোগ করবো??
আর অভিযোগ ফর্ম কোথায় পাবো?
@@mahamudulhasanHasan-rb2lt online e ace
Sir kew Jodi mitha ovijog kore tahole ki korbo
অভিযোগ টি নিয়ে চেম্বারে আসতে পারেন
স্কুলে টেস্ট পরীক্ষার পর ক্লাস বন্ধ থাকার পরেও জোর করে বাধ্যতামূলক কোচিং করাচ্ছে।
কোচিংয়ে পড়াশোনা হয় না, শুধু যাওয়া আসা হয়।সারাদিনটাই সময় লস হয়।
বাসায় পড়াশোনা চালিয়ে নিতে কোচিংয়ে অনুপস্থিত থাকলে জরিমানা ধরা হচ্ছে প্রতিদিন ২০০।
আবার বাধ্যতামূলক পরীক্ষা নিচ্ছে অথচ কয়েকদিন পর আসল এক্সাম। এতে সময় ও শ্রম নষ্ট হবে ১৫ দিন যাবৎ। এর ফলে রুটিনমাফিক স্টেপ বাই স্টেপ সিলেবাস রিভারসাইড হবে না।
আমার জরিমানা জমা হয়েছে ৫০০০ টাকা।
কিন্তু আমি সত্যই পড়ার গতি ঠিক জন্যই স্কুলের ফালতু কোচিয়ে যাই না,।
কোন ব্যবস্থা গ্রহন করার উপায় আছে কি?
কোথা থেকে বলছেন?
@@LawyerMTULLAH টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজ। উল্লেখ্য কোচিং করতে যাইনা(বাসার সবাই জানে আমি কি কারনে যাইনা,আর বাসায় কি করি) না কিন্তু টাকা ঠিকই নিচ্ছে, তারা বলছে টাকা ও জরিমানা না দিলে এডমিট কার্ড, রেজিষ্ট্রেশন কার্ড আটকে দিবে।
ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধনের কাগজ করার ক্ষেত্রে যে দুর্নীতি হয়,,,সেই বিষয়েও কি দুদক এ জানাতে পারবো????
অবশ্যই পারবেন।
আমার কাছে কিছু তথ্য আছে কিন্তু আমি দিতে পারছি না, প্লিজ আপনি কি হেল্প করতে পারবেন
অবশ্যই চেষ্টা করবো
আমাকে বলতে পারেন
আমি অনেক তথ্য জানা সত্যেও বলতে পারছি না
Vaia ak vumi dossho amaderk aj baroti bosor hoyrani korce aktar por akta mamla dic he amader jomi dokhol nite dic he na jomir gach katteo dicchena a kheyre amra ki korte pari pls vai reply
বিষয়টা বিস্তারিত জানলে ভালো হয়। আপনি কোথা থেকে বলছেন? ভূমি কোথায়?
@@LawyerMTULLAH ami bortomane borishale aci jomio tap borishale
তাহলে ওখানকার একজন বিজ্ঞ আইনজীবীর সহিত দেখা করে সরাসরি পরামর্শ গ্রহণ করুন।
@@mimislam1155 আমি ঢাকা হলে সহযোগিতা করতে পারতাম। সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্টস নিয়ে সরাসরি আসতে হবে।
@@LawyerMTULLAH vaia apnar number ti ki pete pari ami apnake call diye kicu kotha boltam ta hlolei apni bisoy ta bujte parten
ভাইয়া জমি নিয়ে দুর্নীতি জমি আসল মালিক কে জমি দখল দিচ্ছে না এ জন্য কি করতে পারি
দেওয়ানি আদালতে প্রতিকার চাইতে পারেন।
online a submit kora jai na name hide rakhe?
মেইল করতে পারেন সুনির্দিষ্ট প্রমাণাদি দিয়ে। তবে, সরাসরি লিখিত অভিযোগ দায়ের করা উত্তম
amar kaka o boidhovabe hotat procur takar malik hoyece, tini sob dhoroner o boidho kajer sathe somporkito,jemon nesajatio drobbo babsa ittadi sob dhoroner o boidho kajer sathe tar somporko ami dudok ke kivabe janate pari?
আপনি কোথা থেকে বলছেন?
@@LawyerMTULLAH narail
website এর নাম টি বলে দিলে ভালো হতো।
@@jomadiussani1714 দুদক লিখে সার্চ দিলেই চলে আসবে।
আমাদের এলাকায় ভ্যান চালক থেকে হটাৎ হাফ কোটি পতি হয়েছে,এর জন্য কি ধরনের আইনি পদক্ষেপ নেওয়া দরকার
অবৈধ কোন পন্থায় আয় করেছে?
@@LawyerMTULLAH নির্দৃষ্ট কোন আই নেই
@@mdramzanali দুর্নীতির প্রাথমিক প্রমাণ থাকলে অভিযোগ দায়ের করতে পারেন।
আমাকে এসএসসি পরীক্ষায় রেজিষ্ট্রেশন করতে দেয় নাই পরিক্ষা একটু খারাপ হইছে বলে এবার কোনো স্কুলে কাওকে বাদ দেওয়া হয় নাই আর শিক্ষা মন্ত্রী বলেছে কোনো স্টুডেন্ট কে বাদ দিতে না সবাইকে পরিক্ষায় অংশগ্রহণ করতে দিতে বলেছে এখন আমাদের লাইফ নস্ট করে দিতেছে তারা এখন আমরা কি করতে পারি
আপনার স্কুলে শুধু আপনাকে বাদ দেওয়া হয়েছে?
@@LawyerMTULLAH alআমার থেকে খারাপ রেজাল্ট করছে অনকেজন তাদেরও রেজিষ্ট্রেশন করতে দিছে
তারা ক্লাস টিচার এর কাছে প্রাইবেট পরছে তাই আর আমার সাথে আর অনেকজনকে বাদ দিছে তারাও কে অই ক্লাস টিচার এর কাছে প্রাইবেট পরে নাই তাই আমাদেরকে ফেল করানো হইছে
আর আমি কারিগরি তে পরি
আমার বারির পাসের স্কুলে অনেক স্টুডেন্ট আছে যারা ৬/৭ সাব্জেক্ট করে ফেল করছে তাদেরও রেজিষ্ট্রেশন করতে দিছে
শুদু আমাদের স্কুলেই দেয় নাই আর এ বছর কোনো স্টুডেন্ট কেইত বাদ দিতে না করেছে শিক্ষ মন্ত্রী
যদি কোনও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা কোনও কর্মচারী (জাল সনদধারী)কে ভর্তি ও পরীক্ষায় অংশ গ্রহণের অনুমতি প্রদান করেন তাহলে অভিযোগ করা যাবে ?
অবশ্যই যাবে
সরকারি চাকরির বয়স নেই তবুও তার চাকরি হয়েছে এবং এখনো করে এর সত্যতা জানাতে কোথায় যোগাযোগ করা যায় প্লিজ রিপ্লাই টা দিবেন
সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে অবহিত করুন।
আসসালামুআলাইকুম আমি ফ্লাট আর জমি কেনা বেচা মিডিয়া করে থাকি।
যে কিনে সে ১% দেয় যে বেঁচে সে ২% দেয়
কিন্তু আমাদের সাথে কথা থাকে লিখিত হয় নাই।
জানুয়ারি মাসের ২৫/০১/২৪ তারিখে আমরা একটা ফ্ল্যাট বিক্রি রাজুক অনুযায়ী হাজিরা হয়, যে ফ্লাট টা কিনেছে সে হচ্ছে একজন কর কর্মকর্তা ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের
ফ্ল্যাটের দাম হচ্ছে ১ কোটি ৬৮ লাখ টাকা
এখন সেই করো কর কর্মকর্তা আমাকে মাএ ১৫ হাজার টাকা দিয়েছে,সে আমাকে আর কোনো টাকা দিচ্ছে না এখন কি আমি তার বিরুদ্ধে কোন কমপ্লেন করতে পারি।
নির্বাচন কমিশনের পরীক্ষা না দিয়ে রেজাল্টে নাম আসে কি করে চাকরি পায় কি করে
এটা তো সম্ভব না। বিস্তারিত জানালে ভালো হয়। ইমেইল করতে পারেন
mtullah89@gmail.com
@@LawyerMTULLAH আমার ইমেইল নাই , এইখানে কথা বলেন আমি সব ডিটেলছ বলে দিবো, কালকে পরীক্ষা গেছে দুইজন এক বাড়ি দুইটা পরীক্ষা একটা পরীক্ষা অয় দেয়না কিন্তু রেজাল্ট এর ভিতরে রোলং আসে কি ভাবে
12 লক্ষ টাকা করে দুই জন এর কাছ থেকে 24 লক্ষ টাকা নিচে
@@سلطانسلطان-س7س তারা উত্তীর্ণ হয়েছে?
@@LawyerMTULLAH এটা উত্তীন হয়েছে আর একটা পরীক্ষা কালকে গেছে কিন্তু তাদের কে বলছে পরীক্ষা দিতে হবে না এমনি উত্তীন হয়ে জাবে
আসসালামু আলাইকুম দা ভাই আমাদের বাজিতপুর থানা কিশোরগঞ্জ জেলায় একটা মাত্র কুরিয়ার সার্ভিস অফিস আছে। সে দোকানে আমাদের মত ছোট মেয়েদের থেকে অধিক টাকা পারসেলের জন্য টাকা নেই এবং হোম ডেলিবারি বড পুরুষ রা বললে উনি দিয়ে দেই কিন্তু আমরা বললে বলে হোম ডেলিবারি হয় না। এ ক্ষেত্রে আমরা কি করতে পারি?
সংশ্লিষ্ট কুরিয়ার সার্ভিস কোম্পানির নিকট অভিযোগ করুন।
পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করা যায় না এক্ষেত্রে কোথায় নালিশ করব জানালে খুব ভালো ধন্যবাদ
পাসপোর্ট কর্তৃপক্ষকে জানান
আসসালামুয়ালাইকুম। আমি একটি সরকারি কাজে অনিয়ম হচ্ছে, আমার পরিচয় গোপন রেখে অভিযোগ করতে চাই।
করুন।
কিভাবে করব
দুদকের ওয়েবসাইটে গেলে নির্দেশনা পাবেন।
ট্রেনের টিকিট এর ব্যাবসা চলে আমাদের এলাকায়। ডাবল দামে টিকিট করতে হয় । এর একটা সমাধান হওয়া দরকার।
দুদকে অভিযোগ দায়ের করতে পারেন
আমার এলাকায় প্রতারনা করে শত কোটি টাকার মালিক ফরিদপুরে
ভাইয়া বিদেশি দের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে কোটিপতি হয়েছে এবং তার গ্রুপ রছেয়ে অবেধ টাকা ইনকাম করার এর বেপারে কি পদক্ষেপ নেয়া যেতে পারে কাসিনো এজেন্ট এর সাথেও জরিত আছে
@@jimislam7497 চেম্বারে আসতে পারেন
আমি আপনার সাথে কথা বলতে চাই
বলুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 01733594270 নাম্বারে
আমাদের গ্রামে একজন লোক কোনো ক্লাসে পড়ালেখা করে নাই। কখ ও পড়তে পারে না। কিন্তু সে সরকারি চাকরি করে।সে অষ্টম শ্রেণীর নকল সনদ বানিয়ে আমাদের উপজেলার মেয়রকে ২ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিছে। আমাদের দেশে যদি অশিক্ষিত লোকেরা সরকারি চাকরি করে আর অন্যদিকে আগে বিএ পাস করে যুবক যুবতীরা বসে থাকে তাহলে তারা কেন পড়ালেখা করবে। তাদের মধ্যে তো পড়ালেখা করার কোনো ইচ্ছা থাকবে না।
কি চাকুরী নিয়েছে?
আসসালামু আলাইকুম স্যার আমাকে এক দালালে নিঃস্ব করেফেলছে , স্যার বিদেশ নেওয়ার কথা বলে ত লাখ ৮০ হাজার টাকা নিছে এখন বিদেশ নিতে পারেনা টাকাও ফেরত দেয় না খালি ডেট দিচ্ছে অমুক মাসে তমুক মাসে এখন আমি কি করবো টাকা যে দিছি এগুলা ডকুমেন্ট আছে আমার কাছে
@@hanifsorkar5045 প্রমাণাদি নিয়ে চেম্বারে আসতে পারেন।
স্যার আপনার চেম্বারে আসবো কি
@@hanifsorkar5045 আসতে পারেন
ভাইয়া পরিচয় গোপন রেখে কি অভিযোগ করা যাবে কি
যাবে
ভাই প্রবাস থেকে কি আমি অভিযোগ করতে পারি প্লিজ জানালে উপকৃত হইতাম
আর কি ভাবে করা যাবে জানাবেন একটু দয়া করে
অবশ্যই পারবেন। ই- মেইলে
স্যার কোন মহিলা গৃহিণী কিন্তুু তার ছেলের অবৈধ ব্যবহার টাকা উনি নিজের একাউন্টে রেখেছে, তাহলে আমি কি তার বিরুদ্ধে অভিযোগ করতে পারবো? নিজের পরিচয় গোপন রেখে? প্লিজ স্যার একটু জানাবেন,
বিস্তারিত জানতে হবে।
চেম্বারে আসতে পারেন
ঢাকা টু রংপুর বিমানে যাতায়াত করে সবাই বাবা কুলির কাজ করত এক বছর আগে
কে!
যদি কোন সরকারি কমচারী তার অবৈধ সম্পদ ভাই এবং বৌয়ের নাম দিয়ে ইনকাম টেক্স ফাইল খুলে ছিল। তিনি বতমানে অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তার অবৈধ সম্পদের যাচাইয়ের জন্য কি করতে হবে
ভাই সাস্থ খাতের অভিযোগ কি দেওয়া যাবে
অবশ্যই
চুরি করে দামী বাড়ি জমি গাড়ি এগুলো করে তার বিরুদ্ধে কি হবে??? ওর নামে ১০/২২ কেস তারপর ও দিব্যি ঘুরে বেড়ায়,,,
এখন আমি এ অন্যায়ের বিরুদ্ধে কিভাবে দুদকের কাছে অভিযোগ করতে পারি।
কি অন্যায়?
আমার মামা আমার মা আর খালার সম্পদ নানা থেকে লিখে নিছে এর জন্য কী কিছু করা সম্ভব?
সম্ভব। তবে কাগজপত্র দেখতে হবে।
Dollar dudok.
Job diye dodi kno police 20 lokkho tk nei tahole ovijok kora jabe ki
কি জব?
@@LawyerMTULLAH police
Police r ASI tni job diye 20 lokkho tk bank k rekhecen, tar bari korar jonno jomi oo kena ace but tar job matro 10 bosor ASI hoicen tin bosor holo
@@jakiyamomo5625 বিস্তারিত বর্ণনা দিয়ে লিখিত অভিযোগ করতে হবে দুদকে।
@@jakiyamomo5625 যথাযথভাবে অভিযোগ করার ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারি। এক্ষেত্রে যাবতীয় প্রমাণাদি নিয়ে আপনি আমাদের চেম্বারে আসতে পারেন কিংবা ডকুমেন্টস গুলো মেইল / কুরিয়ারে পাঠাতে পারেন।
নামবার দর কার ভাই
দুদক এর কিছু কম'চারী অনিয়ম করে যে কানাদায় বাড়ী বানাইতেছে এদের উপর কি কিছু ব্যাবস্ত নেয়ার ব্যাবস্তা কি আছে আপনাদের?
অবশ্যই আপনি অভিযোগ জানাতে পারেন।
গ্যাস বাংলাদেশের সম্পদ, আইনগত ২ চুলোর অনুমোদন আছে কিন্তু উনি ১৬,থেকে ১৭ টি চুলা জালাচ্ছে,উনাকে ফেনী গ্যাস অফিসের লোকজন রা টাকার বিনিময়ে চালাতে দেয়, এবং অভিযোগ কারীর নাম বলে দেয়, এখন কি করা।
লিখিতভাবে অভিযোগ দুদক বরাবরে অভিযোগ দায়ের করুন।
আমি পৌরসভা থেকে প্রত্যয়ন পত্র এবং নাগরিক সনদ নিতে গিয়েছিলাম। যেখানে আমি জানি এগুলো ফ্রিতে দেয় সেখানে আমার থেকে ১০০০ টাকা নিয়েছে। এখন আমি এখন আমি জানতে চাই,সত্যি কি এগুলো ফ্রিতে দেয়, প্লিজ কেউ জানাবেন?
@@MstLaky-t1i এ সংক্রান্তে আপনি জাতীয় সেবা ৩৩৩ তে কল করে জানতে পারেন।
ভাইয়া আপনার নাম্বারটা দেয়া যাবে না
@@nafisaakter6349 01733594270 WhatsApp Only
মনে করেন এক জন্য ব্যক্তি দুটি সরকারি চাকরি করতে পারবে কি পারবে না আইনে কোন বিধান আছে নাকি
এক ব্যক্তি দুইটি সরকারি চাকুরী এক জনমে করা সম্ভব না। আর এসব মনে না করাই উত্তম
@@LawyerMTULLAH এক ব্যক্তি করে একটা থেকে অবসরপ্রাপ্ত একটা রানিং। আপনার কাছে জানতে চাই যেটা রানিং আছে সেটা অবসর নেওয়ার সময় বা অবসরের টাকা তুলতে আটকে যাবে বা সরকারি কোন প্রতিষ্ঠান ধরতে পারবে। পরামর্শ চাই
@@md.rubelhossain724 আপনি বিষয়টি আমি বুঝতে পারছি না বলে দুঃখিত। পরবর্তী চাকুরীটি কন্ট্রাকচুয়াল হলে সমস্যা হওয়ার কথা না।
রংপুর কাউনিয়া টেপামধুপুর দক্ষিণ লটারি তিন তলা ফাউন্ডেশন এর বাড়ি এর অভিযোগ কি আমরা করতে পারি 2014 সালে ছেড়ে ঢাকায় এসেছি কমপ্লিট করে মেয়ের নামে অ্যাকাউন্ট 12 3 তলা ফাউন্ডেশন 1 তলা কমপ্লিট করে বিয়ে করছে আবার বিরুদ্ধবাদীরা জরিমানাসহ এর জন্য কি আমরা কোন অভিযোগ করতে পারি আমার যত রকম থাকবে কি
আপনার বিষয়টি বুঝতে পারি নি। একটু সহজভাবে বুঝিয়ে লিখলে ভালো হয়।
এক ছেলে টাকা দিয়ে পুলিশে চাকরি নিচ্ছে সেটা আমার নাম গোপন করে কিভাবে বলবো
চাকরি নিচ্ছে যে সেটা কিভাবে বুঝলেন?
এলাকায় বলাবলি করছে
@@MinhazulIslam-p2g বলাবলির কোন ভিত্তি নেই। উপযুক্ত প্রমাণ লাগবে।
@@LawyerMTULLAH আপনার টিম তদন্ত করলে বের হয়ে আসবে আমি চাই ঘুষ বিহীন চাকরি হক
নাম্বার টা দেন
ভাইয়া আপনার নাম্বার টা কি পাওয়া যাবে
01733594270
Vaiyya amr help dorkar ....pls help me
Call me 01733594270
আসসালামু আলাইকুম
আচ্ছা যাদি কেউর সাথে পারিবারিক ভাবে দন্ড। পরিবার এর সাথে বিভিন্ন জায়গা জমি নিয়ে সমস্যা। তারা মিথ্যা অভিযোগ করে যেন তার সরকারী চাকরী কোনো সমস্যা হয়। এর জন্য কি করা যায়।
মামলা মোকদ্দমা হয়েছে?
@@LawyerMTULLAH কি ভাবে জানি অন্যের নাম ব্যাবহার করে করছে অভিযোগ করছে। ৫ জায়গায় অভিযোগ এর পেপার দিছে।
১, এসপি বরিশাল
২,নিজ থানায়
৩,সে যেই জায়গায় কাজ করে সেই জায়গায়
৪,তা হেড আফিস
৫,দূনীতি দমন বুরো সেগুনবাগিচা
তো সব জায়গা থেকে জানানো হয় যে আপনাম নামে এরকম অভিযোগ করা হয়েছে। ২/৩ জায়গায় জানানোর পর বলছে যে যেই বিষয় অভিযোগ করছে তা আমার কিছুই নেই সব মিথ্যা পারিবারিক শত্রুতার বশত করছে। পরে তারা আর কিছু বলে নাই। কিন্তু বরিশাল থেকে বলার পর সে বলছে আপনাড সম্পত্তির হিসাব দেন। তো এখন কিভাবে হিসাব দেওয়া যায়?
ছাই
10 শতক জমির মালিক এসএসসি পাস এক বাসরে কোটিপতি কিভাবে হয় বোনের নামে একাউন্ট জনতা ব্যাংকে নাম শারমিন পড়ালেখা করে
বিস্তারিত বলুন। লিখিত অভিযোগ করা যাবে।
আমার অভিযোগটা সম্পন্ন গোপন থাকবে রংপুর কাউনিয়া টেপামধুপুর দক্ষিণ রাজিব মল্লা পারি মোগলটুলি 10 শতাংশ জমির মালিক ছেলে ইমরান এসএসসি পাস 2014 সাল ঢাকায় গার্মেন্টসে চাকরি করার জন্য 2015 সালে বিয়ে করেন 2016 সাল বউ ডিভোর্স দেন 150000 টাকা জরিমানা গরু-ছাগল সব কিছু বিক্রি করে জরিমানা দেয় বাবা মোগলি কুলির কাজ করে কোন রকমে জীবন কাটায় 2017 সাল আবার বিয়ে করে2018 থেকে 2019 এর মাঝামাঝি পর্যন্ত তাদের জীবনে খুবই কষ্টের দিন গেছে ছয় মাসেই কোটিপতি প্রাইভেটকারে বাড়িতে আসে 2020 সাল পহেলা লকডাউন তিন তলা ফাউন্ডেশন বাড়ির উদ্বোধন করে তিন মাসে বাড়ির কাজ শেষ করে এক তলা এখন সে বিমানে যাতায়াত করে পরিবারের সবাই যাতায়াত করে কিন্তু তার একাউন্টে কোন টাকা নাই কিন্তু অ্যাকাউন্ট আছে কিনা তা জানি না ছোট বোনের নামে অ্যাকাউন্ট জনতা ব্যাংক সব টাকা ওর হাতেই লেনদেন হয় তাদের বাহিরে কোনো জমি নেই বাইরে চার টাকা আসার কোনো রাস্তা নেই শুধু এক ছেলেটা ছাড়াএখন তো তারা কাজ শুরু করবেন বাড়ির সামনে আরেকটা জমি কেনার জন্য টাকা বায়না করছে ওই জমির মূল্য 20 লাখ টাকা বাড়িতে মোট সদস্য চারজন বাবা-মা ছোট ভাই ছোট বোন বোন নাম শারমিন ছোট ভাইয়ের নাম মিরুন বাড়ির গেটের মূল্য 97 হাজার টাকা প্রতিবেশী সবাই বলেন ছেলে নাকি ঢাকায় ইয়াবার ব্যবসা করে
যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে রেলে সরকারী চাকরি নিয়ে থাকেন। যেমন বাড়ি হলো পটূয়াখালী কিন্ত সে ঢাকার কাটাতে চাকরির জন্য অন্য লোকের বাড়ি নিজের বলে ঠিকানা ব্যবহার করা হয়েছিল। তার কারণ ছিল তার নামে চাকরির নেওয়ার এক বছর আগে মাদক মামলা ছিল। এবং বয়সের বেশির কারণে টাকার বিনিময়ে কমানো হয়েছিল।
অভিযোগ দায়ের করতে পারেন।
@@LawyerMTULLAH কোথায় কি ভাবে করতে পারি বলবে কি
আমার বিয়ে হয়েছে দেড় বছর আমার বর পরকিয়া করে এবং নেশা করে আমি ছেড়ে দিতে বললে ছাড়েনা আবার আমি ছেড়ে দিতে গেলে হুমকি দেয় আমার ছোট বোন কেও ধর্ষন করে কিন্তু সে কাউকে বলতে পারেনি ভয়ে তাকে ও হুমকি দেয়
দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করুন
আমাদের এলাকায় এক লোক সরকারি চাকরি করে অবৈধ টাকায় কোটিপতি,যদি দুদকে অভিযোগ করি কি করতে হবে
আপনার এলাকা কেথায়
লাইসেন্স নাই এন জি ও করছে তাদের কে আইনের আওতায় আনা হোক
কালা মাস্টার এলাসিন দেলদুয়ার টাংগাইল বাসা করিয়াছে টাংগাইল তাহার সুদের ব্যাবসা
@@nitaibabu714 বিস্তারিত বলুন।
কে করেছে? বিস্তারিত বলুন
হট লাইন নাম্বার সব সময় বিজি তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবো
লিখিত অভিযোগ করতে হবে
অনলাইনে কোথায়
@@mdshahajahan7615 ই-মেইল করতে পারেন। তবে লিখে হার্ড কপি দেওয়া ভাগ
একটা কিভাবে করব
কি
অভিযোগ করলেও কাজ হয় কি!
হতে পারে!
স্যার আপনার নাম জানতে চাই
মোহাম্মদ তরিক উল্যাহ
আপনি কি বিবাহিত
ব্যক্তিগত তথ্য কেন প্রয়োজন হচ্ছে?
আমার টাকা হাতিয়ে নিয়েছ
আমি সটিক তথয দিতে পারবো
amy plz help korben
plz help me
@@KamrulIslam-jb8gq কে হাতিয়ে নিয়েছে
@@KamrulIslam-jb8gq বিস্তারিত বলুন
নির্বাচন কমিশনের পরীক্ষা না দিয়ে রেজাল্টে নাম আসে কি করে চাকরি পায় কি করে
যদি কোনও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা কোনও কর্মচারী (জাল সনদধারী)কে ভর্তি ও পরীক্ষায় অংশ গ্রহণের অনুমতি প্রদান করেন তাহলে অভিযোগ করা যাবে ?
যাবে । তবে, আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান