বাচ্চাকে কড লিভার অয়েল কেন খাওয়াবেন? । Nutritionist Aysha Siddika

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ธ.ค. 2024
  • বাচ্চাকে কড লিভার অয়েল কেন খাওয়াবেন? । Nutritionist Aysha Siddika
    #কডলিভারঅয়েল
    #codliveroil
    #nutritionistayshasiddika
    কড লিভার অয়েল। এটি একটি পরিপূরক পুষ্টি উপাদান। কড মাছের যকৃত থেকে এই তেলটি পাওয়া যায়। কড লিভার অয়েলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন ডি। ছোটোদের শরীরের ভিটামিন ডি অভাব দেখা দিলে কড লিভার অয়েলের ক্যাপসুল বা সিরাপ খাওয়ানো হয়। কড লিভার অয়েল ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ।
    হাড়ের জয়েন্টের শক্ত হয়ে যাওয়া, বাত, হার্টের অসুখ, দাঁত, নখ, চুল এবং চুলের যত্নে কড লিভার অয়েলের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। যদিও তা নিয়েও বিশেষজ্ঞদের মধ্যে মতবিরোধ রয়েছে। কড লিভার অয়েল ব্যবহারের লাভ-উপকারি ফ্যাট
    প্রত্যেক মানুষের শরীরের সঠিক মাত্রার চর্বি প্রয়োজন। চর্বি বা ফ্যাট দুই রকমের হয় একটি ভালো ফ্যাট এবং অপরটি খারাপ ফ্যাট। কড লিভার অয়েল ভালো ফ্যাটে পরিপূর্ণ। এতে আছে উপকারী ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটি ত্বকের পক্ষে ভালো। শরীরের ভিটামিন এবং মিনারেলের সামঞ্জস্যতা বজায় রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ভালো ফ্যাট শরীরের প্রবেশ করলে খিদে কম পায়। শরীরে কার্বোহাইড্রেটের সামঞ্জস্যতা ঠিক করে। এর ফলে ব্লাড সুগারের মাত্রা ঠিক থাকে।
    মস্তিষ্কের যত্ন নেয়
    কড লিভার অয়েল ভিটামিন ডি-তে পরিপূর্ণ। সমীক্ষায় দেখা গেছে যে এই ভিটামিন ডি মস্তিষ্ককে সতেজ রাখতে সহায়তা করে। বিশেষ করে বয়সজনিত কারণে স্মৃতিশক্তি বিকল হলে ভিটামিন ডি তা ফেরাতে সহায়তা করে। আবার আরেকটি পরীক্ষায় দেখা গেছে যে কড লিভার অয়েল সেবনে স্ট্রেস এবং উদ্বেগ কমে। স্মৃতিশক্তি বাড়ে। মস্তিষ্কের যত্ন নেয়।
    টিউবারকিউলোসিস প্রতিরোধ করে
    ২০১১ সালের একটি সমীক্ষা বলছে টিউবারকিউলাইসিস বা টিবি রোগ প্রতিরোধে কড লিভার অয়েলে বেশ কার্যকর।
    ইনফ্লেমেশন কমায়
    একদল গবেষকের দাবি, শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে কড লিভার অয়েল। এতে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এর সাহায্যে শরীরের প্রদাহ শক্তি কমে।
    কড লিভার অয়েল এবং ভিটামিন ডি
    কড লিভার অয়েলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি। যদি কোনও কারণে রোদ সহ্য না হয় তাহলে কড লিভার অয়েলের সাহায্যে ভিটামিন ডি শরীরে সরবরাহ করা যায়।
    হাড়কে শক্ত রাখার জন্য ক্যালসিয়াম এবং ফসফরাসের মতো ভিটামিন ডি-এর উপস্থিতিও শরীরের একান্ত প্রয়োজন।
    ভিটামিন ডি-এর ঘাটতি হলে অস্টিওসালাশিয়া এবং অসটিওপরোসিস হতে পারে।
    বাত কমায়
    বাতের ব্যথার কষ্ট থেকে মুক্তি দিতে কড লিভার অয়েলের জুড়ি মেলা ভার। ইনফ্লেমেশেন বা শরীরের প্রদাহ ক্ষমতা কমাতে মাছের তেল তথা কড লিভার অয়েল দারুণ কার্যকর। এর সাহায্যে হাড়ের কোমলতা এবং কাঠিন্যের সামঞ্জস্য বজায় থাকে।
    বয়সজনিত কারণে পেশির সমস্যা
    বয়সের সঙ্গে সঙ্গে পেশি শিথিল হতে থাকে। বেশ কয়েকজন গবেষক দাবি করেন যে, কড লিভার অয়েলে অবস্থিত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেশি দৃঢ় করতে সাহায্য করে। এছাড়াও শরীরের ভিটামিন এ সাপ্লিমেন্ট হিসেবেও কড লিভার অয়েল গুরুত্বপূর্ণ।
    করোনারি আর্টারির অসুখ
    নিয়মিত কড লিভার অয়েল সেবনে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের সরবরাহ বাড়তে থাকে। করোনারি আর্টারির অসুখ প্রতিরোধেও দারুণ কাজ দেয় এটি। রক্ত জমাটের সমস্যার সম্ভাবনাও কমে।
    ক্ষত সারায়
    বেশ কয়েক বছর আগের একটি সমীক্ষা বলছে কানের ক্ষতের ওষুধে কড লিভার অয়েল ব্যবহার করা হয়। গবেষকদের মতে কড লিভার অয়েলে উপস্থিত ভিটামিন এ-র কারণেই ক্ষত তাড়াতাড়ি সেরে যায়।

ความคิดเห็น • 43

  • @tayebkhan7606
    @tayebkhan7606 2 ปีที่แล้ว +2

    গুরুত্বপূর্ণ তত্ত্ব দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি

  • @tamimhossain1699
    @tamimhossain1699 7 วันที่ผ่านมา +1

    ম্যাম কোন কড লিভার অয়েল বাচ্চাদের জন্য সবথেকে বেস্ট যদি দয়া করে একটু লিখে দিতেন

  • @FarhanaSultana-yh4bg
    @FarhanaSultana-yh4bg 8 หลายเดือนก่อน +3

    15month বা্চ্চার জন্য একটি কড লিভার অয়েল সাজেস্ট করুন প্লিজ ম্যাডাম।

  • @rotnovanda
    @rotnovanda 2 ปีที่แล้ว +2

    অসাধারণ ভিডিও

  • @MdSaifulIslam-rr2kv
    @MdSaifulIslam-rr2kv 10 หลายเดือนก่อน +3

    আসসালামু আলাইকুম মেডাম
    কড লিভার অয়েল টা কোথাই পাওয়া যাবে ???
    প্লিজ 😢

  • @chinmoys2015
    @chinmoys2015 2 ปีที่แล้ว +1

    Beautiful ❤️👍

  • @sanjidamisti2670
    @sanjidamisti2670 ปีที่แล้ว

    প্রেগ্ন্যানসিতে কড লিভার অয়েল ক্যাপসুল খাওয়া যাবে?

  • @sharminmustariz1599
    @sharminmustariz1599 2 ปีที่แล้ว +1

    madam kothy pwa jabe name ki

  • @msshahanaz3185
    @msshahanaz3185 8 หลายเดือนก่อน +1

    আমার বাচ্চার বয়স ৭ মাস ১৪ দিন এই oil টা কিভাবে কতটুকু পরিমান দিব

  • @Creamymooneditz
    @Creamymooneditz หลายเดือนก่อน

    Mam eta kothay pawa jabe??

  • @asifiqbal2112
    @asifiqbal2112 2 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম madam

  • @farhanaislam847
    @farhanaislam847 ปีที่แล้ว

    Lyse cod livar oil ta valo to

  • @jahangirmotbber4590
    @jahangirmotbber4590 2 ปีที่แล้ว +1

    আপনি অনেক সুনদর
    কথা বলেন আরো বলো

  • @ambiarahman9350
    @ambiarahman9350 2 ปีที่แล้ว

    Pure cod liver oil kothay pawa jabe

  • @ImranHossain-g4g
    @ImranHossain-g4g 2 หลายเดือนก่อน

    আসসালামুয়ালাইকুম ম্যাডাম, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী।
    আমার একটাই ছেলে, বয়স ৪ বছর ৪ মাস। বয়স হিসেবে শারীরিক গঠন ঠিকঠাক বলা যায়, কিন্তু চিন্তার বিষয় হচ্ছে, তাকে ক তে কাঁঠাল পড়িয়ে খ তে খেজুর পড়ানোর পর তাকে প্রথমটা জিগ্যেস করলে মনে করতে পারে না, যেখানে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান, এমনকি আমার নাম টাও মনে রাখতে পারছে না, অথচ দু আড়াই বছর বয়সে সব বলতো, এখন প্রচুর কথা বলে, খেলাধুলা করে, কিন্তু কোন তথ্য মনে রাখতে পারছে না, ম্যাডাম প্লিজ আমাকে সঠিক পথ দেখাবেন, আমি খুবই উদ্বিগ্ন।

  • @abdullaalmamun9681
    @abdullaalmamun9681 2 ปีที่แล้ว +1

    ১০ থেকে ১৫ বছরের বাচ্চাদের কড লিভার দেওয়া যাবে কি?

  • @FarhanaSultana-yh4bg
    @FarhanaSultana-yh4bg 8 หลายเดือนก่อน +2

    কড লভার অয়েল যুক্ত কোন সিরাপটা ভালো হবে প্লিজ একটু জানান।

  • @noralom8959
    @noralom8959 ปีที่แล้ว

    ধন্যবাদ

  • @mohonarahman408
    @mohonarahman408 10 หลายเดือนก่อน

    ৩০ পিস করে খাওয়ালে বাচ্চাকে বছরে কত বার খাওয়াতে হবে..

  • @gamingexpartyt6519
    @gamingexpartyt6519 2 ปีที่แล้ว

    Three years baby ke koto toku debo

  • @nasernn5706
    @nasernn5706 2 ปีที่แล้ว +3

    ম্যাম এটা কি ফার্মেসি থেকে ওষুধ হিসেবে আনতে হবে ট্যাবলেট এনে খাবারের সাথে মিক্স করে খাওয়াতে হবে বাচ্চাকে খারাপ কমেন্টের উত্তর আসে কিন্তু ভালো কমেন্টের উত্তর আসে না একটু জানাবেন প্লিজ ম্যাম

  • @babuchy9071
    @babuchy9071 หลายเดือนก่อน

    ১০ মাসের বাচ্চাকে কিভাবে খাওয়াব??

  • @JarifMondol-r5q
    @JarifMondol-r5q 3 หลายเดือนก่อน

    সরাসরি ওমেগা ৩, ৬ বছরের বাচচা কে খাওয়ানো যাবে

  • @MstAfiya-e9d
    @MstAfiya-e9d ปีที่แล้ว

    6/7 bosorer bacchader khawanojabe ki?

  • @TumpaMajumder-kd8uf
    @TumpaMajumder-kd8uf ปีที่แล้ว

    ১০ বছরের বাচ্চার কে দিতে পারবো

  • @ফুলেরসুবাস-র১দ
    @ফুলেরসুবাস-র১দ 2 ปีที่แล้ว

    আমার বাচ্চার বয়স ৮মাস,তাকে খাওয়াতে চাই।দয়াকরে দামটা জানাবেন।

  • @priyankaarinda391
    @priyankaarinda391 2 ปีที่แล้ว +2

    Price koto

  • @RakibKhan-ot4lj
    @RakibKhan-ot4lj ปีที่แล้ว

    ৭থেকে ১০ বছরের বাচ্চা খেতে পারবে

  • @PeacefulHealth88
    @PeacefulHealth88 2 ปีที่แล้ว +1

    বেকিং সোডা দিয়ে দাঁত ব্রাশ কইরেন।

    • @Virtualclinic
      @Virtualclinic  2 ปีที่แล้ว +2

      আপনি নিজের মনের ময়লা আগে দূর করেন।

    • @PeacefulHealth88
      @PeacefulHealth88 2 ปีที่แล้ว

      @@Virtualclinic ইনশাআল্লাহ করব।

    • @RakibHasan-im6qg
      @RakibHasan-im6qg 2 ปีที่แล้ว +1

      @@PeacefulHealth88 ভাই কি মানুসিক রোগী,,নাকি পাবনা থেকে পালিয়ে আসছেন🙄 এখানে কোন কথার কারণে এইরকম কমেন্ট করলেন বুজলামনা,😡

    • @RakibHasan-im6qg
      @RakibHasan-im6qg 2 ปีที่แล้ว

      @@Virtualclinic একদম ঠিক বলেছেন❤️

  • @SafaAkter-y6w
    @SafaAkter-y6w 11 หลายเดือนก่อน

    নাম্বারটা দেন আপনার

  • @sumanchandramandal8464
    @sumanchandramandal8464 ปีที่แล้ว

    1 am 40 yrars old.ami ki khe te parbo.dine koita khabo