দাদা, তুমি যে ভাবে বাজিয়ে দেখাও আমাকে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগলো, আমার একটা অনুরোধ যে আমার একটা প্রিয় গান, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়,দয়া করে এই গানটি ভালো ভাবে বাজিয়ে দেখাবেন,আশা করি আমার অনুরোধ রাখবেন, তোমার দিনগুলো খুব ভালো কাটুক এই কামনা করি।
দাদা, তুমি যে ভাবে বাজিয়ে দেখাও আমাকে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগলো, আমার একটা অনুরোধ যে আমার একটা প্রিয় গান, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়,দয়া করে এই গানটি ভালো ভাবে বাজিয়ে দেখাবেন,আশা করি আমার অনুরোধ রাখবেন, তোমার দিনগুলো খুব ভালো কাটুক এই কামনা করি।
গূরু না ভজি মুই সন্ধ্যা সকালে মন ও প্রান দিয়ারে
দাদা আমার একটা অনুরোধ "ওকি ও হ কলঙ্কিনী রাধা" গানটা দিবেন প্লীজ 🙏
দিল্লিতে নিজামদ্দিন আউলিয়া গানটা দিবেন প্লীজ
ভাইয়া। খ্রীষ্টান ধর্মে গান পারবেন। তাহলে একটা গান দিয়েন যে কোন গান।।।।
বাঁকা শ্যাম.....
প্রভাতে জ্বালাতে এলে কেন,
প্রভাতে জ্বালতে এলে
গত নিশি কোথায় ছিলে।
নিঠুর কালিয়া সোনারে সোনা
গত নিশি কোথায় ছিলে।।
আসিবে শ্যাম বলে তুমি কথা দিয়েছিলে
রজনী পোহাইয়া গেল তুমি না আসিলে,তুমি আসিলে।।
সারা নিশি জাগিয়া
মালাটি গাঁথিয়া।।
ছিঁড়ে ফেলেছি সকালে
গত নিশি কোথায় ছিলে।।
নিঠুর কালিয়া সোনারে সোনা
গত নিশি কোথায় ছিলে।
কঙ্কনের দাগ তোমার অঙ্গেতে লেগেছে
কোন নারীর হার তোমার
গলেতে ঝুলেছে,গলেতে ঝুলেছে।।
ঢল ঢল আঁখি
শাড়ি পড়া দেখি।।
সিঁধুর মেখেছে কপালে
গত নিশি কোথায় ছিলে।
নিঠুর কালিয়া সোনারে সোনা গত নিশি কোথায় ছিলে।
ওওও নিঠুর নিধারুণ শ্যাম...
তোমারি কারনে আমি সব কিছু হারালাম,সব কিছু হারালাম।
লীলা কেঁদে বলে ভাসি নয়ন জ্বলে।।
জীবনটা গেল বিফলে
গত নিশি কোথায় ছিলে।
নিঠুর কালিয়া সোনারে সোনা গত নিশি কোথায় ছিলে......
গত নিশি.....কোথায় ছিলে