অধ্যাপক আব্দুর রাজ্জাকের বই ভারতের রাজনৈতিক দল / Prof. Abdur Razzaq's Political Parties in India

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2022
  • সলিমুল্লাহ খানের বক্তব্য
    অধ্যাপক আব্দুর রাজ্জাকের পিএইচডি থিসিস Political Parties in India বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে
    আয়োজক: জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন ও দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড
    ২৯ জানুয়ারি ২০২২
    Salimullah Khan discusses on Prof. Abdur Razzaq's PhD thesis, Political Parties in India, at the launching ceremony of the book published by The University Press Limited
    ওয়েবসাইট: www.salimullahkhan.com
    অনুমোদিত ফেসবুক পাতা: / salimullahkhan1958
    টুইটার: / salimullah1958
    ইনস্টাগ্রাম: / salimullahkhan1958

ความคิดเห็น • 483

  • @SalimullahKhan1958
    @SalimullahKhan1958  2 ปีที่แล้ว +272

    এই বক্তৃতায় একটা ফ্রয়েডের ভুল হইয়াছে। হিন্দু কলেজ প্রতিষ্ঠাতাদের মধ্যে যাঁহার নাম বলিয়াছি ডেভিড হিউম, তাঁহার নাম প্রকৃত প্রস্তাবে ডেভিড হেয়ার (David Hare)।
    কংগ্রেসের উদ্যোগ নিয়াছিলেন জনৈক অ্যালেন হিউম।
    সম্ভবত গোলযোগের উৎস ইহাই।

    • @rajarshibhattacharyya987
      @rajarshibhattacharyya987 2 ปีที่แล้ว +3

      Asutosh College er odhyapok Amrtava bandapadhyay er kotha guli mone pore jai onar boktobya shune.ek e sathe rashtrabiggan, sociology, philosophy ebong history poraten. Dr bharati Mukherjee, sobhanlal datta Gupta r mastermoshai.gyantapas.

    • @mohammadKhan-zc9ng
      @mohammadKhan-zc9ng 2 ปีที่แล้ว +7

      Sir,
      I am a teacher and your fan. I wonder how I can meet and talk to you and be your direct student.

    • @jharnanath4490
      @jharnanath4490 2 ปีที่แล้ว +1

      @@rajarshibhattacharyya987 ন

    • @AbdulAhad-zi9jf
      @AbdulAhad-zi9jf 2 ปีที่แล้ว +5

      সলিমুল্লাহ সাহেব, আই লাভ ইউ। 😍

    • @jakirshah4742
      @jakirshah4742 2 ปีที่แล้ว +1

      এইখানে আরো একটি ভুল হইয়াছে। ওনার নাম আপনি পূর্নাঙ্গ না বলিয়া আংশিক বলিয়াছেন।যাহাতে তাহার মর্যাদা ছোট হইয়াছে। তাহাকে কটাক্ষ করা হইয়াছে। তাহাছাড়া আল্লাহর নাম মানুষের জন্য রাখিলে তাহার পূর্বে আবদ বসাইতে হয়।তাহা না হইলে শিরক হয়। তাহা আপনি অবগত আছেন। আপনি এক বক্তৃতায় বলিয়াছিলেন ভারতীয় তথা পশ্চিম বঙ্গীয় শিক্ষিত সমাজ সোহরাওয়ার্দী কে সোরাবর্দী বলিয়া তাহাকে তাচ্ছিল্য করে। আপনি কি আব্দুর রাজ্জাক সাহেব কে রাজ্জাক বলিয়া অনুরূপ তাচ্ছিল্য করিলেননা?

  • @AtaurRahman-yw8rt
    @AtaurRahman-yw8rt ปีที่แล้ว +18

    কথা বুঝতেও ক্ষমতা প্রয়োজন। আমাদের অক্ষমতা আমরা চেষ্টাই করি না এইজন্য। সুভাগ্য যে স্যারের কথা প্রযুক্তির মাধ্যমে শুনতে পাচ্ছি।

  • @tasnimchoudhury6630
    @tasnimchoudhury6630 2 ปีที่แล้ว +124

    এই বইটির দ্রুত বাংলা অনুবাদ করা দরকার আর এই দায়িত্বটি সলিমুল্লাহ খান স্যার করলে মনে হয় ভালো হবে।স্যারকে অনেক ধন্যবাদ চমৎকার আলোচনার জন্য।

    • @পাপ্পু
      @পাপ্পু 2 ปีที่แล้ว +1

      ঠিক এই অনুরোধটা ই অধ্যাপক পাইতে চান নাই

    • @mukulhossain266
      @mukulhossain266 ปีที่แล้ว

      ব্রাত্য রাইসুর এগিয়ে আসা উচিত

  • @arrobin819
    @arrobin819 2 ปีที่แล้ว +48

    জীবন্ত লাইব্রেরি স্যার আপনি TH-cam বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটাই ভালো জিনিস হয়েছে আমার সাথে আপনাকে শুনার সৌভাগ্য হয়েছে।

  • @shamsulislam1350
    @shamsulislam1350 2 ปีที่แล้ว +198

    আমরা যেমনভাবে অধ্যাপক রাজ্জাক ও জনাব আহমদ ছফাকে গ্রহণ করি নি অথবা বুঝতে পারি নি, আমার ভয় হয় আমরা কি ঠিক একইভাবে সলিমুল্লাহ স‍্যারের সাথে ব্যবহার করছি। মূল বক্তব্য হলো, আমরা যেন কোন ক্রমেই স‍্যারকে না হারাই। তিনি বাংলাদেশের তথা বাংলার সম্পদ। ধন্যবাদ।

    • @akfara9991
      @akfara9991 2 ปีที่แล้ว +19

      রাজ্জাক, সফা আর সলিমুল্লাহ: ৩ জনের ভিতর অনেক মিল, একটাই পার্থক্য, আর তা হলো - সলিমুল্লাহ স্যার কথা বলেন, বক্তৃতা করেন, বাকি দুজন চুপ চাপ থাকতেন। এটাই আমাদের সৌভাগ্য। সোশ্যাল মিডিয়া ও উনার অনুকূলে

    • @kazibryantsolomon8345
      @kazibryantsolomon8345 2 ปีที่แล้ว +5

      আপনি খুবই সুন্দর কথা বলেছেন।❣️

    • @jakirshah4742
      @jakirshah4742 2 ปีที่แล้ว +1

      এইখানে আরো একটি ভুল হইয়াছে।আপনি আপনার স্যারকে নাম বলেন তাহাতে আপত্তি নাই। তবে আপনি তাহার পুরা নাম না বলিয়া শুধু রাজ্জাক বলায় তথাকথিত পশ্চিম বঙ্গীয়ব শিক্ষিত সমাজের বহিঃপ্রকাশ ঘটাইয়াছেন।এই অবমাননা আমরা আপনার মতো কাহারো হইতে প্রত্যাশা করি না।

    • @user-jn8im9sk2j
      @user-jn8im9sk2j 2 ปีที่แล้ว +4

      একেবারে ঠিক.....সত্য কথা বলতে সাহস লাগে....
      যেটা এই তিন সাহেবের আছে। অন্য মানুষদের কি সে সাহস আছে। তাহলে স্বীকার করবে কিভাবে।

    • @samenmajumder2
      @samenmajumder2 2 ปีที่แล้ว

      ???

  • @shukanto3292
    @shukanto3292 2 ปีที่แล้ว +22

    হে বাঙ্গালী তুমি যেমন আহমদ ছফাকে চিনো নাই। তেমনি সলিমুল্লাহ খানকেও বুঝতে পারচ্ছো।দোয়া রইলো স্যার আপনার জন্য।

    • @DipakBose-bq1vv
      @DipakBose-bq1vv 8 หลายเดือนก่อน

      Razzak was a pure communal Pakistani. Sali Mullah Khan is becoming an Islamist day by day.

  • @Voiceofstruggling
    @Voiceofstruggling ปีที่แล้ว +18

    সলিমুল্লাহ খান স্যারের মত একজন বিজ্ঞ মানুষ বাংলাদেশের অভাব ছিল, তার মত একজন বিজ্ঞ মানুষকে পেয়ে আমরা গর্বিত।

    • @DipakBose-bq1vv
      @DipakBose-bq1vv 8 หลายเดือนก่อน

      Sali Mullah Khan is becoming an Islamist day by day.

  • @mohammadullah481
    @mohammadullah481 2 ปีที่แล้ว +15

    সত্য উদঘাটনে অধ্যাপক সলিমুল্লাহ খান এক অনন্য ব্যক্তিত্ব।

  • @kamalahmed481
    @kamalahmed481 2 ปีที่แล้ว +14

    স্যার সলিমুল্লা খান একজন এনসাইক্লোপিডিয়া।
    আই স্যালুট ইউ, আই লার্ন্ড লটস অফ হিসটরি ফ্রম হিম, থ্যানক্স।

  • @jahidoyon4614
    @jahidoyon4614 2 ปีที่แล้ว +17

    ঋদ্ধ হলাম।
    বইটির প্রতি বিভিন্ন কারণে ভীষণ আগ্রহ অনুভব করলেও কেনার সাহস হয় নাই। এখন মনে হচ্ছে কিনলেও বোঝার সামর্থ্য ছিলো না।
    কিন্তু আপনার আলোচনা থেকে superficially বইটির সাথে যে পরিচয় হলো তার জন্য অশেষ কৃতজ্ঞতা। এরপর বইটি কখনও হাতে পেলে এই দৃষ্টিকোনগুলো মাথায় রেখে পড়তে সুবিধা হবে।
    শ্রদ্ধা ও শুভ কামনা, স্যার।

  • @MonirHossain-ir5vt
    @MonirHossain-ir5vt 11 หลายเดือนก่อน +4

    অসাধারণ লেকচার আল্লাহ তাকে নেক হায়াত দান করুন।

  • @akfara9991
    @akfara9991 2 ปีที่แล้ว +15

    যতই শুনি ততই বিস্মিত হই। আপনার সুচিন্তিত এবং গভীরভাবে বিশ্লেষণমূলক বক্তব্য এক কথায় অসাধারণ। ধন্যবাদ আপনাকে।

  • @user-jn8im9sk2j
    @user-jn8im9sk2j 2 ปีที่แล้ว +7

    আব্দুর রাজ্জাক সাহেব, আহমদ ছফা স্যারের পর সলিমুল্লাহ সাহেব জীবন্ত জ্ঞান তাপস।
    🤍🤍🤍💚💚

  • @JahangirAlam-sp2ko
    @JahangirAlam-sp2ko 2 ปีที่แล้ว +10

    Great man Dr Salimullah khan

  • @mislam4872
    @mislam4872 2 ปีที่แล้ว +4

    সলিমুল্লাহ স্যারের কথা যত শুনি তত ভালো লাগে। অসাধারণ

  • @afsanamonira478
    @afsanamonira478 ปีที่แล้ว +7

    আসসালামু আলাইকুম, স্যার। ইউটিউব এ বিভিন্ন চ্যানেলে আপনার ইতিহাস নির্ভর বিভিন্ন আলোচনা শুনে আমি মুগ্ধ। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু ও সুস্থ জীবন দান করুন, আমিন।

  • @abdurrahaman7542
    @abdurrahaman7542 2 ปีที่แล้ว +13

    জ্ঞানের গভীরতা য় মুগ্ধ!

  • @riponshaikh8370
    @riponshaikh8370 2 ปีที่แล้ว +11

    ধন্যবাদ স্যার বিষয়গুলি এত সহজ ভাবে তুলে ধরার জন্য।

  • @rashedkhan597
    @rashedkhan597 2 ปีที่แล้ว +15

    Sir, আপনার কথা গুলো শুনলে শুধু শুনটেই ইচ্ছা করে। ❤️❤️।

    • @agm5913
      @agm5913 2 ปีที่แล้ว +1

      স্যার, আপনি দীর্ঘদিন বেঁচে থাকুন, আমাদেরকে সমৃদ্ধ করুন।

  • @rafiqulhussain1639
    @rafiqulhussain1639 2 ปีที่แล้ว +9

    I enjoyed the excellent presentation by Salimullah Khan on the Publication Ceremony of the book by Professor Abdur Razzak.

  • @siddique841
    @siddique841 ปีที่แล้ว +6

    জীবন্ত কিংবদন্তি। ধন্যবাদ স্যার

  • @hasinabanu6814
    @hasinabanu6814 ปีที่แล้ว +1

    এক কথায় শ্রদ্ধেয় জনাব Salimullah Khan এর উপস্হাপন মনমুগ্ধকর।
    সঠিক ইতিহাস/তথ্য সঠিকভাবে সবার মাঝে উপস্হাপন করার জন্য ধন্যবাদ, সেই সাথে তাঁর সুসাস্হ এবং দীর্ঘায়ু কামনা করি।

  • @nasreenafsan1185
    @nasreenafsan1185 2 ปีที่แล้ว +3

    Excellent lecture on Mr. Abdur Razzak. Bravo Dr. Salimullah.

  • @almaansur6907
    @almaansur6907 2 ปีที่แล้ว +5

    কি মনোমুগ্ধকর আলোচনা!

  • @sarwoar1
    @sarwoar1 2 ปีที่แล้ว +8

    আজ যদি আহমদ ছফা বেঁচে থাকতেন তবে অবশ্যই এই অনুষ্ঠানে তাঁর মুল্যবান মন্তব্য উপস্থাপন করতেন। কারন তিনিই অনেকটা আব্দুর রাজ্জাক স্যারকে আধুনিক প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন। ড.সলিমুল্লাহ এই আলোচনার মাধ্যমে স্যারের থিসিসটি আমাদের কাছে সহজবোধ্য করে দিয়েছেন। তা নাহলে খুবই কম মানুষ এই বইটি গ্রহন করতেন। বইটি প্রকাশ করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

  • @AminulIslam-si6lr
    @AminulIslam-si6lr 2 ปีที่แล้ว +2

    I just be astonished when hear Mr. Salimullah...!!!

  • @darkenergy3727
    @darkenergy3727 2 ปีที่แล้ว +10

    কি অসাধারণ! 👏🏼 ❤️

    • @utpaldwari6968
      @utpaldwari6968 2 ปีที่แล้ว

      এই ভাট ইতিহাস যিনি লিখেছেন হয় তার ইতিহাস জ্ঞান কম নয় যিনি মনের হিংসা থেকে মানুষকে ভুল জ্ঞান বিতরণ করে কিছু মানুষকে ভুল পথে চালিত করছেন

  • @readmi3351
    @readmi3351 2 ปีที่แล้ว +17

    Salimullah Khan is arguably best critic about that book. He is the only intelect to write the prologue the book.

  • @ahmedscollection3150
    @ahmedscollection3150 ปีที่แล้ว +1

    Excellent analysis and a great opportunity to know about the genius and talent of Prof. Razzak. Hats off to Dr. Khan!

  • @rockysheikh612
    @rockysheikh612 2 ปีที่แล้ว +2

    Really informative speech for our nation.

  • @HelalUddin565
    @HelalUddin565 ปีที่แล้ว +1

    অত্যন্ত সুন্দর, তথ্যবহুল, বস্তুনিষ্ঠ আলোচনা। অনেক অজানা কথা জানা হলো।

  • @MrSufiSeeker
    @MrSufiSeeker 2 ปีที่แล้ว +9

    May God Bless this Professor Salimullah Khan and Professor Abdur Razzaq for telling the inconvenient truths.

  • @Tirthatroina
    @Tirthatroina 2 ปีที่แล้ว +4

    আপনার লেকচারগুলো আমার খুবই ভালো লাগে স্যার।

  • @YOUSUFKHAN221b
    @YOUSUFKHAN221b 2 ปีที่แล้ว +1

    অসাধারন বিশ্লেষণ স্যার। আপনার কাছে এই মহামূল্যবান গ্রন্থের বাংলা অনুবাদ আশা করছি।

  • @md.noorulkarim5542
    @md.noorulkarim5542 2 ปีที่แล้ว +4

    চমৎকার আলোচনা।

  • @Rm-wi1ig
    @Rm-wi1ig 6 หลายเดือนก่อน +1

    মানুষটাকে যেমন শ্রদ্ধা করি এবং সেই সাথে অনেক ভালোবাসি,,,,, ❤❤❤❤

  • @md.kamaluddin3328
    @md.kamaluddin3328 ปีที่แล้ว +1

    Respected sir. Assalamualaikum. Beautiful lecture, you are our asset. We are learning lot of things from you.

  • @likhonbiswas8019
    @likhonbiswas8019 2 ปีที่แล้ว +4

    Apnar lecture jotoi suni totoi astonish hoi

  • @aminulhoque1605
    @aminulhoque1605 2 ปีที่แล้ว +3

    স্যারের বক্তব্য অনেক অনেক ভালো লাগে আমার -
    উনি আমার আইডল।

  • @parthoprotimganguly2125
    @parthoprotimganguly2125 2 ปีที่แล้ว +3

    Pl Sir , continue like this . Getting enriched.

  • @rakibuddin8937
    @rakibuddin8937 2 ปีที่แล้ว +3

    Great talks

  • @evsumma1242
    @evsumma1242 7 หลายเดือนก่อน

    আপনার বক্তব্য একদম চুপ আর সম্মোহিত হয়ে শুনি।আর বুঝার জানার চিন্তার প্রসার ঘটতে আগ্রহী হই।

  • @manjurhasanchisti2264
    @manjurhasanchisti2264 2 ปีที่แล้ว +1

    Sir, I am worried about you. But I honour you honesty. Salute you for standing tall among others.

  • @abulkhayer1156
    @abulkhayer1156 2 ปีที่แล้ว +1

    the lecture of salimullah sir made me experience.

  • @mdkamrulhasanrone4346
    @mdkamrulhasanrone4346 2 ปีที่แล้ว +6

    স্যার আপনার মতো কিছু ছাত্র গড়ে যাবেন ইনশাআল্লাহ,,,,,

  • @sdsd1545
    @sdsd1545 2 ปีที่แล้ว +2

    Bhalo laglo.......Truth coming out of ash......

  • @vodrovokto3784
    @vodrovokto3784 ปีที่แล้ว +2

    অধ্যাপক সলিমুল্লাহ খান এর কথা শুনতে ভাল লাগে। কারন উনি ইতিহাসের পিছনের ইতিহাস জানেন।

  • @alexikamran7039
    @alexikamran7039 11 หลายเดือนก่อน +3

    Every time I listen to Sir, I feel how empty I am in knowledge. How much I need to learn , and how far far behind to gain small portion of it. Respect Sir!

  • @Owali_H_Amdad
    @Owali_H_Amdad 2 ปีที่แล้ว +7

    ধন্যবাদ স্যার … আপনার দীর্ঘায়ু কামনা করছি…আরো অনেক কিছু দেয়ার, করার এবং সামনে নিয়ে আসার আছে আপনার…ওস্তাদ আলাউদ্দিন খানকে নিয়ে মহাত্মা ছফা যতটুকুই লিখতে পেরেছেন সেটা নিয়ে একটা আলোচনা করলে প্রীত হবো…যদিও এ বিষয় নিয়ে আপনার একটা লেখা আগে পড়েছি…

  • @lutfurrahman7664
    @lutfurrahman7664 ปีที่แล้ว +1

    সুক্ষ্ম রসবোধ অথচ কি অসাধারণ বচনে অকপটে সব সত্য বলে গেলেন অবলীলায়! আপনার বক্তব্য সবার জন্য নয়, বিশেষ করে দলকানা (রাজনৈতিক এবং ধর্মীয়)। মহান নেতা এবং মহতী আন্দোলনে কোথায় শুভঙ্করের ফাঁকি তাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়ার জন্য কৃতজ্ঞতা 🙏

  • @md.noorulkarim5542
    @md.noorulkarim5542 7 หลายเดือนก่อน

    Enlightening lecture introducing the great scholar Abdur Razzak.

  • @mdkamrulhasanrone4346
    @mdkamrulhasanrone4346 2 ปีที่แล้ว +4

    আসসালামুয়ালাইকুম স্যার ভালোবাসা নিবেন আপনাকে অনেক ভালোবাসি স্যার একমাএ আল্লাহর জন্য,,,,

  • @kazisvlog2222
    @kazisvlog2222 10 หลายเดือนก่อน

    অসাধারণ, মনমুগ্ধকর।

  • @mdahsanhabib4001
    @mdahsanhabib4001 2 ปีที่แล้ว +1

    চমৎকার আলোচনা

  • @zahid1909
    @zahid1909 ปีที่แล้ว +19

    "এই বই গ্রহণ করার মত মনের বয়স এখনো এই জাতির হয় নাই।"
    সলিমুল্লাহ খানের অন্তর্ভেদী মূল্যায়ন!!

  • @postman108
    @postman108 ปีที่แล้ว +4

    শ্রদ্ধেয় মহাশয়,
    আমি কলকাতা থেকে জনৈক, আপনার সমক্ষে কতগুলি প্রশ্ন রাখতে চাই।
    ১। কোনও এক বক্তৃতায় আপনি বোধয় বলেছিলেন - ইংরেজরা সমগ্র ভারতবর্ষকে একত্রিত করেছিল। একই প্রভুর বিপক্ষে সব ভারতীয় জাতি একজোট হয়েছিল। ...
    বাংলা কবে আবার ভারতীয় ছিল?
    এখন, আমার বিনীত প্রশ্ন হল, সাংস্কৃতিকভাবে, ভাষাগত ভাবে, মনস্তাত্ত্বিক ভাবে, আন্তরিক বা বাহ্যিক ভাবে বাংলা কি ভারত থেকে কোনো ভাবে পৃথক?
    তর্কের খাতিরে যদি ধরেও নিই পৃথক, তাহলে, কী ভাবে দার্জিলিং, কোচবিহার, সিলেট বা পার্বত্য চট্টগ্রাম বাংলার অনর্গত?
    ২। অনেক দেশেই দেখা যায়, মানুষ বিভিন্ন সময়, বিভিন্ন কারণে পুরাতন ধর্ম পরিত্যাগ করে নুতন ধর্ম গ্রহণ করে, কেউ থেকে যায়, কেউ ফিরে যায়, কিন্তু পুরাতন নাম, সংস্কৃতির কি আমূল পরিবর্তন করে?
    যেমন, ইন্দোনেশিয়াতেই আমরা দেখতে পাই যে তাঁরা তাদের সংস্কৃতিকে এখনও বজায় রেখেছে। তাহলে, উপমহাদেশে কেন আমরা তার ব্যতিক্রম পরিলক্ষণ করি?
    "মধুসূদন দত্ত" যদিও বা "মাইকেল মধুসূদন" হয়, সমর বিশ্বাস বা সমীর মন্ডল কি করে সাহিল খান বা সাদ কুরেশি হয়ে যান? একবৃন্তে দুটি কুসুমের বেশ ভুষা, আদব কায়দা, কিভাবে এতটা ভিন্ন হয়ে যায়?
    ৩। চাণক্য কি চন্দ্রগুপ্ত মৌর্য কে দিয়ে ছোট ছোট রাজ্যগুলিকে একত্রিত করে ভারতবর্ষ রাষ্ট্রের এক পতাকা তলে আনার চেষ্টা করেননি?
    বর্তমান ভারত কি যুক্তরাজ্য নয়? কিছু কিছু বিচ্ছিন্নতাবাদী ছাড়া, আমরা বেশিরভাগ কি মনে প্রাণে ভারতীয় নই?
    অখণ্ড ভারতবর্ষ কি শুধুই আকাশকুসুম অলীক কল্পনা?

    • @bigbull6740
      @bigbull6740 ปีที่แล้ว

      ভাই এই সব শিক্ষিত জিহাদি দের কথা কান দিও না। এই মামদো হিন্দু দের জাতপাত নিয়ে টানাহেঁচড়া করে অথচ নিজের ধর্মের জাতপাত নিয়ে একটাও কথা বলে না। হিন্দুদের জাতপাত ছিলো বা এখনো অল্প কিছু আছে কিন্তু মুসলমানদের মতো অত বিভৎস নয়। এরা কাদিয়ানী, সুফি, পসনন্দা শিয়া দের মধ্যে কি ধরনের জাতীভেদ আছে দেখো। হিন্দুদের মধ্যে ছুত অছ্যুৎ এর মধ্যে সীমাবদ্ধ ছিলো এদের মধ্যে গলাকাটা বোমা মারামারির মতো নয়।

  • @mdmoinulislam3959
    @mdmoinulislam3959 2 ปีที่แล้ว +2

    Much enriching

  • @lutforrahmanhimel6967
    @lutforrahmanhimel6967 2 ปีที่แล้ว +32

    আবদুর রাজ্জাক >আহমদ ছফা >সলিমুল্লাহ খান 🥰 বাংলার ত্রিরত্ন।

    • @user-mp4hg8iu6w
      @user-mp4hg8iu6w ปีที่แล้ว

      Yes

    • @mdjakirhossainjewel
      @mdjakirhossainjewel 2 หลายเดือนก่อน

      সলিমুল্লাহ খানের শিষ্য- বিধান রিবেরু

  • @moheshkhali
    @moheshkhali ปีที่แล้ว

    অবাক হয়ে নীরবে শুনে গেলাম। স্যার অসাধারণ বললেন।

  • @mohammedishaque4847
    @mohammedishaque4847 ปีที่แล้ว +1

    What a talented legend. Sir you are a living history yourself.

  • @teachtechnology1009
    @teachtechnology1009 2 ปีที่แล้ว

    Thanks

  • @Asad-bb1bl
    @Asad-bb1bl 2 ปีที่แล้ว

    আমি দোয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক। আপনার প্রতিটি লেকচার এককথায় অসাধারণ স্যার।

  • @shahinshah5321
    @shahinshah5321 9 หลายเดือนก่อน

    চমৎকার উপস্থাপন ধন্যবাদ

  • @rifatrahman5064
    @rifatrahman5064 11 หลายเดือนก่อน

    The Genious in 21 century dr Salimullah Khan,

  • @sadmanbinmahmud501
    @sadmanbinmahmud501 2 ปีที่แล้ว

    স্যারের পুরো বক্তব্য শুনলাম।
    ঝরঝরে বঙ্গানুবাদ জরুরি

  • @azizulhaq2586
    @azizulhaq2586 ปีที่แล้ว

    Excellent by Mr Salimullah Khan

  • @azammahmood3951
    @azammahmood3951 ปีที่แล้ว +1

    Professor Razzak was a noble teacher. Thanks to Dr. Salimullah Khan for giving befitting tribute to Prof Razzak.

    • @DipakBose-bq1vv
      @DipakBose-bq1vv 10 หลายเดือนก่อน

      Razzak was a Pakistani Razakar.

  • @shafiqulislam-zr4ng
    @shafiqulislam-zr4ng 4 หลายเดือนก่อน

    Very very thanks!May Allah bless you.

  • @user-ro5pt6yl3t
    @user-ro5pt6yl3t 4 หลายเดือนก่อน

    অসাধারণ আলোচনা! স্যারের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করছি।

  • @ChannelToru
    @ChannelToru 2 ปีที่แล้ว +1

    খুব সুন্দর

  • @abid0247
    @abid0247 2 ปีที่แล้ว

    Whattta speech! !! এই বইটা খুব পাকা হাতের কারো অনুবাদ এবং বিশ্লেষণ খুব জরুরী

  • @sujonmahmud8413
    @sujonmahmud8413 ปีที่แล้ว

    My deepest respect to sir Salimullah Khan

  • @csnoor5
    @csnoor5 ปีที่แล้ว

    Love from Senbag , Noakhali , Bangladesh.

  • @anisurrohoma3745
    @anisurrohoma3745 ปีที่แล้ว

    Thanks. Sir

  • @shaukautfiroz5762
    @shaukautfiroz5762 ปีที่แล้ว

    gracias

  • @ziaurrahman9733
    @ziaurrahman9733 2 ปีที่แล้ว

    Excellent analysis.

  • @jadabeswarbhattacharjee3537
    @jadabeswarbhattacharjee3537 ปีที่แล้ว +3

    I request you to read the book "Becoming Hindus and Muslims" written by Saumya Dey. It too is a Ph D thesis and narrates how Hindus and Muslims of Bengal drifted away from each others before nineteenth century.

    • @nirmalyachatterjee4473
      @nirmalyachatterjee4473 ปีที่แล้ว

      Basically 30% with spine the rest just followed whatever they could opportunistically loot and grab by joining the bandwagon of rapacious rulers under the banner of Islam. No other non-frontier state except Bengal are majority Muslim. So we actually have just about 7 crore Bengalis, the other 18 crore are wannabe Arabs and Turks too ashamed to even name their children in their own language.

  • @JahangirAlam-sp2ko
    @JahangirAlam-sp2ko 2 ปีที่แล้ว

    The great salimullah khan

  • @MdTamim-nm2uc
    @MdTamim-nm2uc 2 ปีที่แล้ว

    অসাধারণ

  • @user-zj4gr4nq1k
    @user-zj4gr4nq1k 5 หลายเดือนก่อน

    অসাধারণ!

  • @mohammadiqbalhossain4040
    @mohammadiqbalhossain4040 ปีที่แล้ว

    সলিমুল্লাহ স্যার আপনাকে স্যালুট

  • @mislam4872
    @mislam4872 2 ปีที่แล้ว

    সলিমুল্লাহ স্যার বাংলাদেশ তথা বাংলার সম্পদ। সময় থাকতে ওনার মূল্য বুঝতে হবে আমাদের।

  • @tarekaziz7097
    @tarekaziz7097 ปีที่แล้ว

    জাযাকাল্লাহ খাইরান ওস্তাদজী

  • @mahidasbhattacharyaobject5341
    @mahidasbhattacharyaobject5341 4 หลายเดือนก่อน

    Excellent

  • @mhkhokon5309
    @mhkhokon5309 2 ปีที่แล้ว +4

    দারুণ বলেছেন স্যার

    • @akfara9991
      @akfara9991 2 ปีที่แล้ว

      চেক করেন আমাজন এ

  • @bokularejularejul2600
    @bokularejularejul2600 2 ปีที่แล้ว +2

    Good jobs

  • @JahangirAlam-sp2ko
    @JahangirAlam-sp2ko 2 ปีที่แล้ว +3

    মুগ্ধতার আবেশ লেগে থাকে । দুঃখ একটায় কোন পুরস্কার দেয়া যাবেনা।

  • @mohammadKhan-zc9ng
    @mohammadKhan-zc9ng 2 ปีที่แล้ว +5

    Salaam Sir. I wish I were your direct student.

  • @mohammadalibahadur7224
    @mohammadalibahadur7224 ปีที่แล้ว

    আশার কথা বাংলাদেশে সলিমুল্লাহ খান বলে একজন আছেন।আব্দুর রাজ্জাক, আহমদ ছফা র চিন্তা ধারা কে বেগবান, জনপ্রিয় এবং জন হিতৈষী রুপে তুলে ধরছেন। আমরা না জানা বিষয় গুলি জানতে চাই। জনাব সলিমুল্লাহর দীর্ঘায়ু কামনা করি ‼️

  • @banglahind385
    @banglahind385 ปีที่แล้ว +2

    Neamat Imam is a Bangladeshi author based in Canada. His first novel, The Black Coat, was first published by Penguin Books India in 2013. It was published in 2015 by Periscope Books in Britain. It is a dystopian portrait of Bangladesh under Prime Minister Sheikh Mujib and a "dark political satire fuelled by anger and absurdist humour" (Independent). In a review, Outlook India called the novel "an extraordinary book ... a fine work of fiction." The Sunday Guardian said it was "destined to be a future classic."

  • @TASHRIF_PRONIGGA
    @TASHRIF_PRONIGGA ปีที่แล้ว

    I love and respect you sir

  • @asmshaheen1561
    @asmshaheen1561 หลายเดือนก่อน

    বইটির অনুবাদ দ্রুত করা হোক। ড. সলিমুল্লাহ খান স্যার এই দায়িত্ব নিতে পারেন।

  • @mohammed_r_hasan
    @mohammed_r_hasan 2 ปีที่แล้ว

    আপনাদের সবাই কে ধন্যবাদ ।

  • @rashedkhan9533
    @rashedkhan9533 ปีที่แล้ว

    Sir u r great

  • @farukmichil3047
    @farukmichil3047 2 ปีที่แล้ว +1

    আলোচনাটা উপভোগ্য ছিলো, মনে হচ্ছে আরো শোনা যেতো। বইটি দ্রুত বাংলা করার অনুরোধ রইলো।

  • @hedayetcox
    @hedayetcox ปีที่แล้ว

    Nicely analysis sir

  • @mthd100abcn2
    @mthd100abcn2 ปีที่แล้ว

    The dignity with delightful marvelous person
    السلام عليكم ورحمه الله وبركاته

  • @ShafayatHossain
    @ShafayatHossain ปีที่แล้ว

    অসাধারণ বক্তৃতা! আমার বিশ্বাস উনার অধিকাংশ কথাই বেশিরভাগ মানুষ বুঝতে পারবে না। আমি নিজেও অনেক কিছু বুঝতে পারিনি, যেটা আমার জ্ঞানের অভাব। বছরের পর বছর ভুল শিক্ষাও দায়ী বটে। তবে এর মাঝেও কিছু শিক্ষাবিদ রয়েছে যারা বুঝেও সত্যকে আড়াল করে। কেন?

    • @drfazlulkarim7170
      @drfazlulkarim7170 ปีที่แล้ว

      একজম সলিমউললাহ বাংলার শিক্খক, প্রফেসরদের ও শিক্খক।
      তার দীরঘ বয়ু কামনা করি, ড্ এফ, করিম।

  • @immostafiz.
    @immostafiz. ปีที่แล้ว +6

    Sir I and my family members all follow you. But unfortunately people like you Bangladesh is not worth anything. I congratulate you from the bottom of my heart

  • @nobiulhasan3398
    @nobiulhasan3398 2 ปีที่แล้ว

    আহা❤️