I am amazed to see people of my age playing wd Satyaki sir... Really our generation should understand the value of these words .. again thanks to the whole team here ❤❤❤❤
@@nurislam6250 মহাশয়, আমার ভূল হলে ক্ষমা করবেন।আমি বেশ কয়েকবার শুনলাম কিন্তু ""অন্তরার প্রথমে উচ্চারণটাই ঠিক করে গাইলেন না!!" ভূল তো কিছু কানে ধরলো না। যদি একটু ব্যাখ্যা করেন বা অন্য কোনও গায়কের গাওয়া এই গানটিরই VIDEO LINK দেন তাহলে বাধিত থাকবো।কুশল জানবেন।
জ্বনাবের গানটা ভুল ধরার জন্য নয়,, ভদ্রজন অসাধারণ দরদ দিয়ে গেয়েছেন সন্দেহ নাই। এবং হয়েছে অসাধারণ। আমার কাছে যেটা মনে হয়েছে তা,হলো গানের মুখটায় আর একটু টোন বাড়ানো দরকার ছিলো। সম্ভবত গানটা মোবাইলে ধারণ করা হয়েছে। তবে যাই হোক ভদ্রজনের দরদ দিয়ে গাওয়া টা আমার বেশ ভালো লেগেছে। যেটা কেউ পারে নাই। তিতাস ভ্রমর সেন গেয়েছেন কিন্তু এতো দরদ আসে নাই,,,,
@@nurislam6250মহাশয়, ধন্যবাদ।তিতাস ওনার শিষ্যাসমা অনেক ছোট।ওনার ও গৌর ক্ষ্যাপা বাবার রেওয়াজের একটা Link দিলাম, দেখতে পারেন।কুশল জানবেন।th-cam.com/video/ssRqeqPZXwk/w-d-xo.html
কৃষ্ণ পিপাসা কেমন হতে পারে তা যেমন গানটায় আছে। আর পিপাসা টা সাত্যকি ব্যানার্জি পাইয়ে দিলেন। লাস্ট ১ মাস ধরে রাত ৩-৪ টার দিকে এই গান টা শুনি। হয়তো সামনের প্রত্যেক দিন শুনবো। জয় গুরু। জয় গুরু।
ধৈরজ না ধরিতে , পারিনা সহিতে , অনুরাগে তনু ঝরে ! আমার কৃষ্ণ পিপাসায় , যায় যায় প্রাণ যায় , থৈইও গো আমারে থৈইও ! গঙ্গাজল মৃত্তিকা তুলসী পাতা লেপ গো রাধারি অঙ্গে ! শ্যামের চিএপট রাখিও নিকট , মরিতে যে জন রহে সঙ্গে ! দেহ সমাধি না দিও দেহ না পুড়াইয়ো , দেহ না ভাসাইও জলে ! ওগো তোমার সবে মিলিয়া এই দেহ লয়ে বাঁধিয়ো তমালের ডালে ! যদি কোন ছলে ওই তরূ তলে আসে গো চিকন কালা ! ওসে মৃত্যু গন্ধ পাইয়া যদি চায় ফিরিয়া ঘুচিবে বিরহ জ্বালা ! কহে চন্ডীদাসে শুনহ যুবতী , পিরিতি রসের সার ! পিরিতি করিয়া যে জন যায় মরিয়া সফল জনম তার !
ধৈরজ না ধরিতে, পারি না সহিতে
অনুরাগে তনু ঝরে।
আমার কৃষ্ণ পিপাসায় যায় যায় প্রান যায়
ধরগো গো আমারে সই ধরো।
গঙ্গাজল মৃত্তিকা তুলসী পাতা
লেপো গো রাধারই অঙ্গে।।
শ্যামের চিত্রপট রাখিও নিকট।।
মরিতে যে জন রহে সঙ্গে।
দেহ সমাধি না দিও, দেহ না পুড়াইয়ো
দেহ না ভাসাইও জলে।।
ওগো তোমার সবে মিলিয়ে, ওই তরুমূলে।।
সই গো, বাধিও তমালের ডালে।
যদি কোন ছলে ওই তরুতলে
আসে গো চিকন কালা।।
ওসে মৃত্যু গন্ধ পাইয়া,যদি চায় ফিরিয়া।।
ঘুচিবে বিরহ জ্বালা।
কহে চন্ডীদাসে শুনহ যুবতী
পিরীতি রসেরই সার।।
পিরিতি করিয়া যে জন যায় মরিয়া।।
সফল জনম তার।
#চন্ডীদাস
এই পদ কীর্ত্তন অনুসঙ্গেই মানানসই। বাপ্পাদিত্য বিশ্বাস অনবদ্য মহাজন পদাবলী আসরে।।-এত ঝমঝমানি এই আসরে কানে বাঁধে!!
ঢোলি কিন্তিু সেই বাজাইছে👌👌
খুব শখ ছিল এমন ঢোল বাজানোর❤ হরে কৃষ্ণ
গুরুর কৃপা হোক, এই আসরে একবার একটু জায়গা হোক ❤🙏🏻
ঢুলি'কে মন থেকে একটা প্রণাম🙏❤️
ভাই, মনে হচ্ছে জার্মানি থেকে ওখানে পৌঁছে গেছি। নে ক্ষ্যাপা বল জয় গুরু!
কতবার লুপে শুনলাম হিসাব অব্দি করতে পারছি না। বুকে মোচড় দেওয়া গান। তেমন গায়ক, তেমনই ঢোল। ❤❤❤
আমারও একই অবস্থা
শিহরণ জাগে জড় শরীরে, মন নেচেঁ উঠে দাদা। আসক্ত হয়ে গেলাম 💜💜💜
খুব সুন্দর পরিবেশনা। ঢুলি খুব ভালো বাজাইছে।
কখনই মনে হয়নি মোবাইলে দেখছি। মনে হল যেন আমিও এই আসরে সামিল আছি। জয়গুরু।
জয়গুরু
নেশার মতো হয়ে গেছে এ গান। এক সপ্তাহ ধরে সারাদিনে সাত আট বার শুনছি। সাত্যকি দার দরদ ভালোবাসা মাখা কন্ঠ আর অরুনাভ দার অনবদ্য বাংলা ঢোল ❤️❤️
gaan sono valo thako
হুট করেই নিজেই মাথা নাচায়ে উঠি পাব্লিক প্লেসে ইয়ারফোনে
জয় গুরু দাদা খুব সুন্দর হইছে,আর ডুল টা দারুন বাজাইছেন।
Satyaki bhai, Darun bhalo laaglo .. dhol badok bhai ti to Shompod.. onek shubhecha roilo..
osomvob sundor....r j dulok dada bolar kuno vasha nei
....kub kub kub sundor....
I can spend my whole life listening Satyaki Banerjee... thank you guys for these valuable videos...thanks a lot ❤❤❤❤ Satyaki Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Same here ☺️
Ambiance ta feel korchilam chokh bondho korey... alada prithibi te choley gechilam... love to be a part of this. ..🎵🪕😍😍😍😍❤
I am amazed to see people of my age playing wd Satyaki sir... Really our generation should understand the value of these words .. again thanks to the whole team here ❤❤❤❤
Ajk sara din onar gan sunlm...neshar moto mone hoche🙏🙏🙏🙏
সাথে থাকুন, আরো শুনুন.
জয় গুরু দাদা অসাধারণ আনন্দবাজার
যে সুধীগণ এমনও সাধুসঙ্গ লাভ করে সেই জনেরে সৌভাগ্যবান কই🙏
I am traveling back to home from University, this song made me to dance in the bus ... 🙏 Jodi kunodin erokom sadhu manush der sathe boste partam 🙏
এই দুনিয়া তে এই রকম পাগলের মতো বেঁচে থাকাটা স্বপ্নের।।
পাগল ছাড়া দুনিয়া চলে না
জয়গুরু। কি শোনাইলা ! তনু ঝরে গো সাঁই
আমার কৃষ্ণ পিপাসায় যায় যায় প্রান যায়!
দেহ সমাধি না দিও , দেহ না পুরাইও,
দেহটা ভাসিও জলে।
Sarata jibon sudhu Satyaki Bannerjee'r gaan sune katiye dite parbo.❤️🙏
srihotto mane Bangladesher Sylhet district. All these beautiful lyrics and tunes are made in Bangladesh.
Bangla manei unique, baichitramoy.
অসাধারণ ঢোলের বাজনা
Osombhob sundor.ami nije ekjon lokgitir bhokto,satyaki babur gola shune utsaho pai.aro erom gan geye jan....songot o bhishoni chittakorshok
Its so lovely that our generation still love your music
অসাধারন সাত্যকি বাবু অনন্যসাধারন।জয় গুরু।
চমৎকার একটা গান, কি গাইলেন,,, অন্তরার প্রথমে উচ্চারণটাই ঠিক করে গাইলেন না!!!সত্যি আমাকে বেদনা দিয়েছে,,,,,
@@nurislam6250 মহাশয়, আমার ভূল হলে ক্ষমা করবেন।আমি বেশ কয়েকবার শুনলাম কিন্তু ""অন্তরার প্রথমে উচ্চারণটাই ঠিক করে গাইলেন না!!" ভূল তো কিছু কানে ধরলো না। যদি একটু ব্যাখ্যা করেন বা অন্য কোনও গায়কের গাওয়া এই গানটিরই VIDEO LINK দেন তাহলে বাধিত থাকবো।কুশল জানবেন।
জ্বনাবের গানটা ভুল ধরার জন্য নয়,, ভদ্রজন অসাধারণ দরদ দিয়ে গেয়েছেন সন্দেহ নাই। এবং হয়েছে অসাধারণ। আমার কাছে যেটা মনে হয়েছে তা,হলো গানের মুখটায় আর একটু টোন বাড়ানো দরকার ছিলো। সম্ভবত গানটা মোবাইলে ধারণ করা হয়েছে। তবে যাই হোক ভদ্রজনের দরদ দিয়ে গাওয়া টা আমার বেশ ভালো লেগেছে। যেটা কেউ পারে নাই। তিতাস ভ্রমর সেন গেয়েছেন কিন্তু এতো দরদ আসে নাই,,,,
@@nurislam6250মহাশয়, ধন্যবাদ।তিতাস ওনার শিষ্যাসমা অনেক ছোট।ওনার ও গৌর ক্ষ্যাপা বাবার রেওয়াজের একটা Link দিলাম, দেখতে পারেন।কুশল জানবেন।th-cam.com/video/ssRqeqPZXwk/w-d-xo.html
Satya Bachan দরদিয়া,, বেয়াদবি নিবেন না,,,, আমরা স্রোতারা একটু বেশি চাই কি না!!!! ভালো থাকবেন সব সময় শুভাশিস রইল,,,,
এই গান ami gaye makhte chai..satyaki babu k ekti bar khub kach theke dekhte peyechilam..paye hat diye pronam korte cheyechilam..pere uthini..
jotobar shuni aha!!! ek e maya.
Osadharan gayaki . Joy guru.
Amar khub valo lage apnar gan .
Kintu Badho jontrer bahare Ganer kotha gulo chapa pore gache .
Asadharan . Mon kere nilen.
Excellent satyakida
Unique voice.. Thank u sir, thanks for giving us a great opportunity to hear u
অশেষ আনন্দ,,, আহা!!❤️❤️
যত বার শুনি
এই আনন্দের আর শেষ নেই
আপনার গান শুনলে ঘুম দূর হয়ে যায়,, কি দারুন করলেন গান টা 🙏🙏🙏
Superb superb superb .. Nice song. Mr. Satyaki Banerjee sang very very well.. Too good .. He is a very good singer ..
জীবন মোর ধন্য!!! পেন্নাম নিও গুরু।🙏🙏
Osadharon ....khepa Baba amar..
জয় গুরু, অসাধারণ হইছে 🙏🙏🙏🙏
মুর্শিদ ধন হে গানটা খুঁজে পাচ্ছিনা কেন? @language of music
😢😢😢 ganta koto din shunte pai na
Guru deb tomar dekha kobe pabo k jane
Khub sundor....arunavo da ...ei dhol gulo kothai pabo....
অসাধারণ! অসাধারণ! অসাধারণ!
অসাধারন দাদা জয় গুরু
Hauhau kadbo r satyaki da k onuvob...e vaber jeno sesh na hy...joy guru
জয়গুরু
জয় গুরু।
গৌর হরিবোল।
কেউ কি আমাকে এই অসাধারণ ঢোল বাদকের নাম বলতে পারবেন??
অরুনাভ
Too many goosebump moments!! Kya baat!!
plz upload murshid dhon he
It has been taken down from TH-cam, please find it on our Facebook page, thanks
Amar moner manush satyaki Dada.. Ami mon theke amar 5 bochor iu ami apnake dite chai a kothata jom raja sir ar kache kivabe pouchai setai vabc...
দাদা কে অন্য ভাবে পেলাম।❤❤❤ জয় গুরু🙏
Awesome percussion by #Arunabha_Gupta
❤❤❤
Agreed
@@gonitayon who won't? 🙂
Fans of kaaaaaacha badaaam or chi chi funny sing.
@@gonitayon Agreed
😂
who won't? 😭
আহা এমন সঙ্গ লাভের সৌভাগ্য কবে হবে সাঁই😑😌
যে কোন দিন কোন কনসার্ট জয়েন করলেই হবে
☺☺☺অসাধারণ জয়গুরু💚🙏💚
Guru dev Koti koti pranaam
Wat n skill WOWWWWWWW
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আহা আহা সাধু সাধু।।রাধে রাধে।।কি মায়া!আহা!রাধে রাধে!!!!♥♥♥
aha doyal 🙏🌺
Asadharon Dada
জয়গুরু
Excellent.
What is that equipment with strings
Tell me sir
অসাধারণ অসাধারণ..
Joy guru.juriyea galo pran🙏
জয় গুরু।। অসাধারণ
Apurbo🙏
জয়গুরু রে,জয়গুরু💜🙏🙏🙏
কি মজা করছেন আপনারা. আমি যদি হতাম সেখানে ইশ ☺️☺️
কৃষ্ণ পিপাসা কেমন হতে পারে তা যেমন গানটায় আছে। আর পিপাসা টা সাত্যকি ব্যানার্জি পাইয়ে দিলেন।
লাস্ট ১ মাস ধরে রাত ৩-৪ টার দিকে এই গান টা শুনি।
হয়তো সামনের প্রত্যেক দিন শুনবো।
জয় গুরু। জয় গুরু।
- গানটা শোনার পর থেকে শত হাজার বার শুনেছি 💔
Beyond words,.
মনে হচ্ছে সাক্ষাৎ চন্ডীদাস গাচ্ছেন।জয়গুরু
Kauke opore uthanor jnyo kauke namanor dorkar porena, satyaki banerjee nijer jaygay osadharon
@@krantiroy8892 আমি কাউকেই ছোট করিনি।দুজনাই দুদিক থেকেই অসাধারণ
@@ankanbhattacharjee1128 of
অসাধারণ ❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
প্রনাম দাদা
বল জয় গুরু🙏
sei laglo...dada
সাথে থাকুন
অসাধারণ ।
Radha pipasay pran o jay💔
খুব সুন্দর ♥️
আপনার গান,ঢোল বাদক এবং গিটার বাদক।
ধন্যবাদ
এত শুনি তবুও অরুচি হয় না। 🙏🏿
গানের লিরিক টা কেউ দিতে পারবেন?
superb Dada
হরিবোল
পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে । কবে আপনার সাক্ষাৎ পাবো গুরুদেব ?
জয় গুরু। জয় গুরু।
আহা আহা আহারে ❤💓💓💓
জয় গুরু, জয় গুরু!
lovely
I want to learn dholak.. can you pls assist me by providing details of the dholak player?
Arunabha Gupta
Can you please help me with the mail id?
খুব সুন্দর ♥️♥️
ei gan dia nesha kora somvov
সিলেটের শীশী বইন্সব কবি রাদারম ধও গান ২৫/৯/২২
Khub Suddor
thank you
অসাধারণ
Bangla dhol er ar awaz ta diye nesa kora somvob😊
লিরিক প্লিজ.
ধৈরজ না ধরিতে , পারিনা সহিতে , অনুরাগে তনু ঝরে !
আমার কৃষ্ণ পিপাসায় , যায় যায় প্রাণ যায় , থৈইও গো আমারে থৈইও !
গঙ্গাজল মৃত্তিকা তুলসী পাতা লেপ গো রাধারি অঙ্গে !
শ্যামের চিএপট রাখিও নিকট , মরিতে যে জন রহে সঙ্গে !
দেহ সমাধি না দিও দেহ না পুড়াইয়ো ,
দেহ না ভাসাইও জলে !
ওগো তোমার সবে মিলিয়া এই দেহ লয়ে
বাঁধিয়ো তমালের ডালে !
যদি কোন ছলে ওই তরূ তলে
আসে গো চিকন কালা !
ওসে মৃত্যু গন্ধ পাইয়া যদি চায় ফিরিয়া
ঘুচিবে বিরহ জ্বালা !
কহে চন্ডীদাসে শুনহ যুবতী , পিরিতি রসের সার !
পিরিতি করিয়া যে জন যায় মরিয়া
সফল জনম তার !
Just love the voice!!
অসাধারন