নবরূপে সজ্জিত ত্রিপুরসুন্দরী মন্দিরে বাৎসরিক উৎসব🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • শ্রীশ্রী ত্রিপুর সুন্দরী জয়তু
    দক্ষিণ 24 পরগনার বড়াল গ্রামে প্রাচীন সেন রাজবংশ প্রতিষ্ঠিত শ্রীশ্রী ত্রিপুরা সুন্দরী দেবীর বাৎসরিক অনুষ্ঠান আয়োজন উপলক্ষে আমার এই ছোট্ট ভিডিও।
    বাসে করে এলে গড়িয়া বাস স্ট্যান্ড ও মেট্রোরেলে কবি নজরুল স্টেশনে নামতে হবে। সেখান থেকে বোড়ালের অটো রিক্সায় বোড়াল হাই স্কুল বা বেলতলা স্টপেজে নামতে হবে। সেখান থেকে পাঁচ মিনিট হাঁটা পথেই এই ত্রিপুরা সুন্দরী মন্দির।
    সরস্বতী পূজোয় তিন দিন ধরে এই মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান হয়। এবারের অনুষ্ঠানে নির্ঘণ্ট মোটামুটি এইরকম।
    অনুষ্ঠানের প্রথম দিন 1লা ফেব্রুয়ারি ২০২৫ শনিবার। তৃতীয়া। সকাল ন'টায় চণ্ডীপাঠ, উপস্থাপক শ্রী সুকান্ত চক্রবর্তী। সকাল ১০ টায় দেবীর পূজা ১১ঃ৩০ এ অঞ্জলি প্রদান বারোটায় হোম যজ্ঞ দুপুর একটাই মায়ের ভোগ প্রদান। সন্ধ্যে সাড়ে ছটায় সন্ধ্যা আরতি ও ভক্তিমূলক সংগীত পরিবেশন, শিল্পী জয়তী চক্রবর্তী।
    দ্বিতীয় দিন ২রা ফেব্রুয়ারি 2025, রবিবার। চতুর্থী। সকালের পূজো প্রথম দিনের মতোই। দুপুর ১ টায় ভোগ বিতরণ। সন্ধি ৬ঃ৪৫ এ সন্ধ্যারতি। সন্ধ্যা ৭:০০ টায় কার্তিক দাস বাউল কর্তৃক সংগীত পরিবেশন।
    তৃতীয় দিন তেশরা ফেব্রুয়ারি 2025 সোমবার, শ্রী পঞ্চমী সকাল ন'টায় দেবীর পূজা ১১ টায় অঞ্জলি তারপর প্রসাদ বিতরণ দুপুর একটাই মায়ের ভোগ প্রদান সন্ধিপাঁচটায় পুজো এবং ছটা পঁয়তাল্লিশ মিনিটে সন্ধ্যা আরতি।
    ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার অন্য ভিডিওগুলিও দেখবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই নমস্কার।

ความคิดเห็น • 4