এ এক ভিন্নস্বাদের গল্প। খুব সতর্কভাবে প্রায় তিনঘন্টা ধরে শুনে গিয়েছি। প্রতিটি সূত্রকে জোড়া লাগাতে লাগাতে উপসংহারে উপনীত হয়ে মুগ্ধতার বশে আবদ্ধ হয়েছি। সত্যি, কী অবিরাম ভালোলাগার সঞ্চার ঘটিয়েছেন শ্রোতাদের মনের মধ্যে শ্রদ্ধেয় শরদিন্দুবাবুর লেখনী 🙏❤ প্যাস্টেল খুব খেটেছে এত বড়ো প্রজেক্টকে নামাতে। আজকের গল্পের যে তিনজন সবচেয়ে বেশি Highlighted তারা হলেন মলয় দেবনাথ, নীল এবং " ত্রিদিব" বাবুর চরিত্রে অংশুমান পাল। মোহর, বর্নিশা এবং সুকন্যা - এই ত্রয়ী মন ভরিয়ে দিয়েছেন দুর্ধর্ষ অভিনয়ের মাধ্যমে। অগ্নি,সোমক রায়, সায়ন, কৌসিকবাবু সহ সকলেই দারুন উপস্থাপন করেছেন চরিত্রগুলিকে। এইগল্পের আরও দুটি প্লাস পয়েন্ট হল : এক, অনেকদিন পর ভীষণ সুন্দর কয়েকটা গান উপহার পেয়েছি। দুই, চরিত্রদের মনোলগগুলি অত্যন্ত নিপুণতার সাথে তুলে ধরা হয়েছে। কে এই লাল পাঞ্জা ? যিনি দোষীদের সাজা দেন এবং অসহায়দের সতর্ক করে দেন, জানতে হলে শেষ সেকেন্ড অবধি শুনতে হবে গল্পটি। ❤
কয়েকজন ছাড়া এখানে অভিনীত কাউকেই আমি বিশেষ চিনিনা। তবে এটা একটা পরিপূর্ণ সিনেমা দেখলাম যেন। সরি, শুনলাম। তবে প্রত্যেকের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত এত স্পষ্ট যে দৃশ্যগুলো কল্পনা করতে বিন্দুমাত্র অসুবিধা হয়না। খুব ভালো একটি পরিবেশনা।
এভাবে আশুতোষ বাবুর মৃত্যুটা ভীষণ কষ্টকর.. আর সেই মুহূর্তে ব্যাক গ্রাউন্ডে মিউজিক টাও দারুণ উপযোগী.. আলতা-র চরিত্র খানা সত্যিই রোমাঞ্চকর.. গল্প পাঠের পাঠক বেশ মনোযোগ দিয়েই পাঠ করেছেন কিন্তু mirchibangla.. আর বাকী শিল্পী রাও কম যান না mirchi team.. তবুও যেন মনের কোণে "দীপ" এর অনুপস্থিতি মিস করছি.. 😊😊👍🙏🌹🙏🌹🙏🌿🌿
গল্পকে সারাজীবন গল্পের মতো নিয়েছি আর গল্প এবং তার উপস্থাপনা দেখেই সবসময় বিচার করেছি সেই গল্প ভালো না খারাপ,,,, এবং সেইদিক থেকে এই গল্পটি অপূর্ব সুন্দর। সকলের অভিনয়/কন্ঠস্বর দারুন মানিয়েছে তাদের চরিত্রের সাথে বিশেষ করে অংশুমান স্যার আর অগ্নি দা ❤ যারা আজ ছিলেন না তারা পরদিন থাকবে কি হয়েছে, পুরোনোরাও আমার চিরকালের প্রিয় এবং নতুনরাও ❤❤। নতুনদের জন্য এত হেট কেন ? আমার মতে সবাইকেই সুযোগ দেওয়া উচিত তাদের ট্যালেন্ট দেখানোর জন্য, একটা জেনারেশন তো আর চিরকাল চলবে না আর মিরচি বাংলা সেটাই করেছে এবং নতুনরাও কেউ নিরাশ করেনি। খুব সুন্দর উপস্থাপনা হয়েছে গল্পটির, আর যারা নিচে নেগেটিভ কমেন্ট করছেন তাদের বলছি পুরোনোদের পাশাপাশি নতুনদেরও পাশে থাকুন, মিরচি বাংলার পাশে থাকুন, কারণ এমন সুন্দর উপস্থাপনার সাথে গল্প পরিবেশন আর কোথাও শুনতে পাবেন না।
দীপ দা ন্যারেশনে নেই, এই বিষাদের মাঝে 'আলতা' চরিত্রে বর্ণীশা ভট্টাচার্য কে শোনা এক অন্য রকম পাওয়া। ভীষণ সুন্দর ফুটিয়ে তুলেছেন নিজের চরিত্রটিকে... আশা করি আগামী গল্পগুলোতে ওনাকে বিভিন্ন চরিত্রে শুনতে পাবো!
বর্তমানের ব্যস্ততায় গল্পের বইয়ের পাতা উল্টানোর অবকাশ প্রায় নেই বললেই চলে.. কিন্তু একের পর এক রোমাঞ্চকর গল্পের সম্ভার যেভাবে বিনোদনের সঙ্গী হয়ে আসছে , এক আলাদা স্বাদ নিয়ে...তার জন্য ধন্যবাদ Team Mirchi🎉
@@boi_dinosaur apni sobar lifestyle janen na..tai evabe bola thik na..audio story onno kaj korte korte sona jay..golper boi porte porte onno kaj kora jayna..apni sei time ta ber korte parchen ebong apnar dharonar baire j loke sotti ato busy hote pare j nijer jonno 1hr o time regular bar korte parena..golper boi nia bosa oneker kache chutir diner bilashita...apni lucky j apni reality theke dure
@@sportingene amar ba apnar samay niye to bolchina..boi er bikolpo kichui nei..kintu jara kajer chape samay pan na tader kothai bolchi..bikhyato bikhyato je somosto lekhoker golpo ekhane deoa hoy .. sobar kache to sob boi thake na..tokhon bikolpo hisebe 2nd choice eta hotei pare...
Mir charao jemon Sunday Suspense cholche Deep charao cholte pare...( I am a grt fan of Mir and regular follower of Goppo Mirer Thek)...what really matters to me is the content N presentation....I must say Sunday Suspense is outstanding in that...actually Mir chere diye new channel baniye amader moto audio story lovers der khoob upokar korechen...now they are fighting each other with content and presentation...Ultimately we are been able to listen to lot of good stories...sometimes Change is Better..
Sunday Suspense is waaayyy better than Goppo Mir er thek.. (i find it very ekgheyamo type), after SS next best is "Sahitya Samahar". Their voice acting is outstanding sometimes even better than SS and story choice is also superb. You guys should definitely give them a listen. You're welcome 😉
দীপ দা ছেড়ে দিলেন নাকি? যদি তাই হয় তাহলে খুব খারাপ হবে। এতো ভালো একটা গল্পে ওনাকে পাঠ করতে দেওয়া হলো না তা খুব দুর্ভাগ্যজনক। মীরের পরে দীপ দার গল্প পাঠ না শুনলে সানডে সাসপেন্স এর আমেজ আসেনা।😢😢
তাই যদি হতো, তাহলে মীর অবিলম্বে ওনাকে ওই কুলে নিয়ে চলে যেত (বলছি কারণ, দীপের লাস্ট ঘনাদা অন্তত এক মাস আগে থেকে রেকর্ড করে রাখা)। তাই, সেই সম্পর্কে নিশ্চিন্ত থাকুন।
@@Venom33979 নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে তো Mahabharat, Friday classics এগুলো তে করুক না কি অসুবিধা? সানডে সাসপেন্স টাকে সানডে সাসপেন্স হিসেবে রাখতে খুব অসুবিধা হচ্ছে নাকি?
গল্পপাঠে দীপদা নেই এটা যেমন সত্যি দুঃখের বিষয় তেমনই আবার সৌভিকদা কে এই প্রথম আমরা গল্পপাঠে পাচ্ছি...এই নতুন অভিজ্ঞতা হয়তো আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে...তাই নতুনকে মন থেকে গ্রহণ করে একবার দেখাই যাক না ৷❤😊
শরদিন্দু বাবুর গল্পের শুরুতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক টা আপনারা ব্যবহার করেন সেটা শুনলেই একেবারে মনটা কোথাও যেন হারিয়ে যায়, শব্দগুলো ভাষাহীন হয়ে যায়🎉🎉🎉🎉🎉। চালিয়ে যান এই ভাবেই চালিয়ে যান🎉🎉🎉🎉
শরদিন্দু বন্দ্যোপধ্যায়ের গল্প হোক বা নাটক তাতে আলাদাই মোহ আছে।। তবে সত্যি কথা বলতে দীপ দা এর গল্পপাঠ প্রতিটা গল্প কে 100 percent এর থেকেও ওপরে নিয়ে যায়।। সানডে সাসপেন্স এর অধিকাংশ শ্রোতারা as a narrator দীপ দা কেউ চায়।।। প্রতিটি গল্পের মতো এটাও উপভোগ করবো কিন্তু দীপ দা না ঠাকার কোনো ভ্যালিড রিজন খুঁজে পাচ্ছি না।।
শরদিন্দু বন্দোপাধ্যায় he is brilliant osam Osaraon gholpo khoob sundor ❤❤❤❤ কিন্তু দীপ sir যদি এই গল্প টি পাঠ করতেন তাহলে আরও অনেক বেশি ভালো হতো দীপ দা ছাড়া গল্প জমে না সামনের সপ্তাহ দীপ দা কে চাই ওনি ছাড়া সান্ডে সাসপেন্স জমে না please don't mind love all them thankyou so much khoob sundor store❤❤❤❤❤
ইন্দ্রাণী দি বলেছিলেন এটা আসলেই একটা গোটা সিনেমা। একেবারেই তাই। প্রতিটা বর্ণনা জীবন্ত হয়ে উঠেছে প্রত্যেকের অভিনয়ে। নাম করছিনা কারোর কারণ এক জনকে বাদ দেওয়াও অন্যায়। যেমন লেখনী তেমন উপস্থাপনা। মন ভাল করা।
দ্বীপ বাবু মীর বাবু সত্যি অত্যন্ত ভালো, তবে মাঝে মাঝে তারা একটু জায়গা ছেড়ে দিলে নতুনরা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে । আজকে সকলে এত সুন্দর কণ্ঠ দিয়েছে যেটা শুনে হয়তো সকলেই মুগ্ধ হয়েছে । আমি প্রতিটা কণ্ঠের প্রতি মুগ্ধ। তবে “ঝরনা ” চরিত্র এত সুন্দরভাবে সুকন্যা ফুটিয়ে তুলেছে যেটা বলবার ভাষা নেই, ঝরনা চরিত্র অপূর্ব ভাবে আমার নজর কেড়েছে।
পোস্টারটায় একটা নতুনত্ব আছে, মিরচি বাংলায় এ ধরনের পোস্টার সম্ভবত এই প্রথম দেখতে পেলাম। আর ন্যারেশনে অবশ্যই দীপদাকে মিস করব, তবে সৌভিকবাবুও অত্যন্ত পছন্দের একজন আর্টিস্ট। আশা রাখছি উনি খারাপ করবেন না।
Notun charitra der niye notun gola diye Team Sunday suspense bes shekorta shokto kore feleche, Bes valo hyeche... Amra Somak Mir kaoke chaina, shudhu golpo ta Sunday te chai😊
লাল পাঞ্জা (রিভিউ) রিভিউ শুরু করার আগে কয়েকটা কথা বলা দরকার। এখানে আমি যা বলব, তা একান্তই আমার ব্যাক্তিগত মতামত। দয়া করে, কেউ আমার মতামতের উপর ভিত্তি করে গল্পটা শুনতে বসবেন না, কারণ আমার মতের সঙ্গে আপনাদের মত নাও মিলতে পারে। এরপর বলি, এই গল্পটা আমি না পড়লেও যেভাবে এর প্রোমোশন করা হচ্ছিল, তাতে আমার expectations huge ছিলো। অনেক সময় হয়, হয়তো গল্প ভালো কিন্তু আমার expectations সম্পূর্ণ হয়নি, তাই আমি কখনো কখনো সেটাকে খারাপ বলে দিই, কারণ আমার expectations fullfill হয়নি। এবার আসি রিভিউএ... পজিটিভ: ১. অভিনয়: গল্প অনুযায়ী যার যেমন অভিনয়টা দরকার, ঠিক তেমনই হয়েছে। বিশেষত কিছু কিছু জায়গায় বিশেষ কয়েকজনের অভিনয় সত্যিই প্রসংশনীয়। অগ্নি, নীল, অংশুমান বাবু... তাঁদের নিজ নিজ চরিত্রে ভালো কাজ করেছেন। ২. পোস্টার: এই গল্পটার মূল আকর্ষণ কিন্তু এর পোস্টার। গল্পের সাথে ডিটেইলিং গুলো পোস্টারে খুব ভালোভাবে ফুটে উঠেছে। নায়ক নায়িকার পেছনে একটা লাল পাঞ্জার ছবি বা নীচের দিকে একটা মানুষ, তার চারিপাশে আলো, টাইটেলটা লেখা হয়েছে একটা ছেঁড়া কাগজে। এই বিষয়গুলো পোস্টারটাকে খুব ভালোভাবে দাঁড় করাতে পেরেছে। ৩. গান: এই গল্পে কিছু কিছু গান ব্যাবহৃত হয়েছে, যা গল্পটাকে একটু অলাদা করে দেয়। একটা জায়গা আছে, যেখানে পার্টিতে একজন একটা গান গাইবে, সেই জায়গার গানটা এবং যাকে দিয়ে গাওয়ানো হয়েছে, তিনি খুব ভালো গেয়েছেন। এছাড়াও, নীল বা আরও একটা দুটো গান রয়েছে, সেই গানগুলোও বেশ ভালো। ৪. এই গল্পের কমেডি: এই গল্পে মলয় ঘোষের কিছু কিছু কমেডি রয়েছে, যা একটু হলেও এর একঘেয়েমি ভাবটাকে কাটায়। সেই কমেডিগুলো অবশ্যই এই গল্পটার একটা plus point। নেগেটিভ: আমার কাছে আজকের গল্পের নেগেটিভ বেশ কিছু রয়েছে। ১. এই গল্পের প্লট: শরদিন্দু বন্দোপাধ্যায়ের লেখার আমি ভীষণ ভক্ত, তবে এই গল্পটা পড়া ছিল না। স্বীকার করতে লজ্জা নেই। কিন্তু, আজকের গল্পে যখনই কেউ শুনতে ঢুকবেন, তখনই অনুভব করবেন যে এই গল্পটা একই খাতে বইছে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বিশেষ কিছু উত্থান পতন অনুভব করিনি। সত্যি বলতে, আমি প্রথম দু'ঘন্টায় অনেক জায়গায় এরকম ভেবেছি যে, এই জায়গাটা কেন? আর, লেখক যদি সেই জায়গাটা লিখেও থাকেন, তাহলে কিন্তু একটু সেই জায়গাগুলোকে বাদ দেওয়া যেত। আর, এটাও বলতে হবে যে প্যাস্টেলের কোনো কাজেই কিন্তু খুব বেশি adaption আমরা পাই না। তবে, শেষ দিকে এবং লাল পাঞ্জার যে চিঠির বিষয়টা সেটা নিঃসন্দেহে ভালো। ২. গল্পের সাসপেন্স: নাম বা মুখ্য চরিত্রের নাম বেশ থ্রিলিং বা রোমাঞ্চকর হলেও গোটা গল্পে কিন্তু সাসপেন্স বিষয়টা খুব বেশি নেই। বিশেষত, মাঝে মাঝে শুনতে শুনতে আমার ব্যাক্তিগতভাবে এটা মনে হচ্ছিল যে, এটা সত্যিই কী সাসপেন্স গল্প, নাকি রোম্যান্টিক! শরদিন্দু বন্দোপাধ্যায়ের লেখনী নিয়ে বলার দুঃসাহস আমার নেই। কিন্তু, এই গল্পটা হয়তো সানডে সাসপেন্সে না হলেও চলতো। Overall, লাল পাঞ্জা একটা মোটামুটি গল্প আর উপস্থাপনা। আপনার যদি হয়, আপনি শুনবেন তাহলে অবশ্যই শুনুন। আমার মতামতকে গ্রাহ্য করার দরকার নেই। My rating: 6/10
নেগেটিভ পয়েন্টের 2 নম্বরটা নিয়ে বলি। এটা কে সাসপেন্স বলে? Sunday Suspense শুনলাম নাকি Prem Dot Kom গুলিয়ে গেল!! গল্পের প্রথম পনেরো মিনিটের মধ্যে যখন অনায়াসে রহস্য উদঘাটন হয়ে যায় তখন আর Suspense থাকে না। বাকিটা শুধুই প্রেমের গল্প, আর happy ending 😊
Souvik Guha Sarkar's voice is profound. A very experienced and enriched artist. I'm sure we'll love to hear this. Also, we can't expect 100% attendance from Deep. He too must need breaks at times.
অভিভূত লোহার সঙ্গে চুম্বকের মত পড়ে ছিলাম। যদিও পড়া গল্পঃ। 💐ধন্যবাদ।আর অংশগ্রহণকারী চরিত্রের সকাল কুশালীরা তাঁদের দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। ওনাদের সফলতা কামনা করছি।💐👌👍
Mirchi Bangla is the platform which has given artist's their due share of work & fame. It'll sure bring more talent into the world of entertainment.... Every new artist builds his/her own fan base. No artist can be bigger than the stage.... Long Live N Prosper Mirchi Bangla.
সত্যি পোস্টার টা প্রথমে দেখে ভেবেছিলাম কোনো একটা খুনের গল্প হবে ওমা দেখি প্রেমের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের,এখন মহান মানুষ প্রেমের মানুষ না হলে এই ধরনের গল্প লেখা অসম্ভব ❤️😌
ঝর্ণার কন্ঠে ঝর্ণার গানটা আর একটু শুনতে পেলে মন্দ হত না.. 'লাল পাঞ্জা' কে পেয়ে সে কী হাসি.. কাতুকুতু সহযোগে হাসিখানা কিন্তু উদ্ভ্রান্ত র মত লাগলো.. এদিকে অজয় এর মুশকিল অবস্থা খানা কাব্য ময়.. কারণ আলতার অভিভাবক হতে হবে, এটা তো অজয় ওরফে অগ্নির দারুণ সমস্যা.. কিন্তু আলতার যে উশৃঙ্খল টা কী, সেটা এখনও গল্পে বিবৃত হয়নি.. দেখি কতটা সময় অপেক্ষা করতে হবে.. এই দেখো, অনুসুয়া ওরফে মোহর এর আজকের চরিত্র খানাও অভূতপূর্ব.. 😇😢🌿🙏🌹🙏
Sunday suspense is really a big relaxation ❤❤... Its okay যে দীপদা আজকের গল্পপাঠে নেই কিন্তু তার মানে তো এটা নয় ভালো হবে না, সৌভিকদার গল্পপাঠও অনেক ভালো লাগছে শুনতে ❤️❤️ অংশুমানদাকে আবার শুনব 😌😌 সত্যিই বেশ লাগছে 🥰🥰
সত্যি বলতে আগের মত Sunday suspense এ আর সেই ভাব টা নেই পুরোনো গল্পঃ গুলো যেনো এখন বেশি শুনি নতুন গুলো আর শুনতে ইচ্ছায় করে না । দয়া করে আগের ভাব টা ফিরিয়ে আনুন 🙏
It's strange how I was so disappointed about Deep not being there before I even started listening... but this is going so well I am not missing him anymore!! This new team is very good! 👏👏
এ নেই সে নেই।।। ছোটোলোকামি আসে কেনো আপনাদের।।। শিল্পীকে সম্মান করুন শিল্পকে সম্মান করুন, যার যাওয়ার সে যাবেই হয়তো।।। আজ 8 বছর যাবৎ sunday suspence এর নিয়মিত শ্রোতা,, কতলোক আসলো কতলোক গেলো,, গল্প প্রতিষ্ঠাপনে কোনো রকম ত্রুটি থাকে না mirchi তে।।। Hats off টীম মিরচি ❤️❤️
অজয় সম্পর্কে আলতা ও অনুসুয়ার কথোপকথন, চরম মনোরম উপভোগ্য.. তবে আলতার চরিত্র খানা এই গল্পটিকে বেশ সাজিয়ে গুছিয়ে মনমুগ্ধ করে তুলেছে.. আচ্ছা mirchibangla, আজকের গল্পখানা ঠিক sunday suspence এর জায়গায় মানানসই নয়.. তেমনি গল্প হিসেবে যথেষ্ঠ উপযোগী, কিন্তু ওই রোববার এর দুপুর টা যেন একটু ম্যাড়মেড়ে.. Sunday suspence এ অ্যাডভেঞ্চার গল্পই উপযুক্ত.. যাক গে যাক,পরের রোববার হয়তো আশাপূরণ হবে. 🎉❤🎉 তবে গল্প হিসেবে মন্দ নয় গল্পটা.. 🙏🌹🙏🌹🙏🌿🌿
রহস্য রোমাঞ্চের গল্প এনেও তো ভিউ বাড়ছে না,কিন্তু এই ধরনের গল্প মানুষ এখন বেশি শুনছে।খেয়াল করলে দেখবেন মীরদার চ্যানেলে যখন বিখ্যাত বাঙালি লেখকদের গল্প দেয় তখন ভিউ বেশি হয়,অন্যদিকে মিরচি বাংলা রহস্য রোমাঞ্চ গল্প আনলেও তখন মানুষ গল্প কম শোনে।
Team Sunday Suspense , আপনাদের কাছে বিনীত নিবেদন যে শ্রী পান্থ রচিত "হারিয়ে যাওয়া কালি কলম" গল্পটি অন্ন্যন্য গল্পের মতো mp3 তে পরিণত করতে। ইতি আপনাদের একজন শ্রোতা।
Khub misti sundor golpo... 3te prem e sundor stti e agekar lekhok der lekhoni te prem er ki sundor poribhasha chlo ekhnkr lekhonite sei bprta nei ...ar bishesh vabe mon kereche agni or voice anek golpotei sunechi romantic r innocent voice.. . Sunlei preme pore jai .. jnina why he is so underrated ..mir da r deepdar pore he is the one jar voice modulation khub sundor lage kane golpe khub sundor vbe choritro k Gulo futiye tolen 😊 just sune mone holo isshhh jodi arkm prem amr o kopale asto 😊 .. amio jodi hotam lekhoker naiyeekaa monta e vore gelo sune
আরে মশাই লোকের কথায় কান দেবার কোন প্রশ্নই উঠছে না.. আমি প্রায় 10 বছরের পুরোনো sunday suspense শ্রোতা.. Deep দা কে অন্তত পক্ষে মূল চরিত্রে বক্তা হিসেবে দেওয়া যেতেই পারে.. Mir দা mirchi ছাড়ার পর শুধুমাত্র, Deep দা র জন্যেই sunday suspense শুনতে আসি.. Deep দা গল্পপাঠ লেখকের লেখাকে পুনর্জীবিত করে তোলে!
@@satyanweshi_byomkesheta to mone hoy ek minute o sonenni Ete narration pray nei bolle chole Tate eto kotha asche kotha theke Ar main character er boyos kom Deep jeto na
এ এক ভিন্নস্বাদের গল্প। খুব সতর্কভাবে প্রায় তিনঘন্টা ধরে শুনে গিয়েছি। প্রতিটি সূত্রকে জোড়া লাগাতে লাগাতে উপসংহারে উপনীত হয়ে মুগ্ধতার বশে আবদ্ধ হয়েছি। সত্যি, কী অবিরাম ভালোলাগার সঞ্চার ঘটিয়েছেন শ্রোতাদের মনের মধ্যে শ্রদ্ধেয় শরদিন্দুবাবুর লেখনী 🙏❤
প্যাস্টেল খুব খেটেছে এত বড়ো প্রজেক্টকে নামাতে। আজকের গল্পের যে তিনজন সবচেয়ে বেশি Highlighted তারা হলেন মলয় দেবনাথ, নীল এবং " ত্রিদিব" বাবুর চরিত্রে অংশুমান পাল। মোহর, বর্নিশা এবং সুকন্যা - এই ত্রয়ী মন ভরিয়ে দিয়েছেন দুর্ধর্ষ অভিনয়ের মাধ্যমে। অগ্নি,সোমক রায়, সায়ন, কৌসিকবাবু সহ সকলেই দারুন উপস্থাপন করেছেন চরিত্রগুলিকে। এইগল্পের আরও দুটি প্লাস পয়েন্ট হল : এক, অনেকদিন পর ভীষণ সুন্দর কয়েকটা গান উপহার পেয়েছি। দুই, চরিত্রদের মনোলগগুলি অত্যন্ত নিপুণতার সাথে তুলে ধরা হয়েছে।
কে এই লাল পাঞ্জা ? যিনি দোষীদের সাজা দেন এবং অসহায়দের সতর্ক করে দেন, জানতে হলে শেষ সেকেন্ড অবধি শুনতে হবে গল্পটি। ❤
❤❤❤😊
কয়েকজন ছাড়া এখানে অভিনীত কাউকেই আমি বিশেষ চিনিনা। তবে এটা একটা পরিপূর্ণ সিনেমা দেখলাম যেন। সরি, শুনলাম। তবে প্রত্যেকের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত এত স্পষ্ট যে দৃশ্যগুলো কল্পনা করতে বিন্দুমাত্র অসুবিধা হয়না। খুব ভালো একটি পরিবেশনা।
এভাবে আশুতোষ বাবুর মৃত্যুটা ভীষণ কষ্টকর.. আর সেই মুহূর্তে ব্যাক গ্রাউন্ডে মিউজিক টাও দারুণ উপযোগী.. আলতা-র চরিত্র খানা সত্যিই রোমাঞ্চকর.. গল্প পাঠের পাঠক বেশ মনোযোগ দিয়েই পাঠ করেছেন কিন্তু mirchibangla.. আর বাকী শিল্পী রাও কম যান না mirchi team.. তবুও যেন মনের কোণে "দীপ" এর অনুপস্থিতি মিস করছি.. 😊😊👍🙏🌹🙏🌹🙏🌿🌿
গল্পকে সারাজীবন গল্পের মতো নিয়েছি আর গল্প এবং তার উপস্থাপনা দেখেই সবসময় বিচার করেছি সেই গল্প ভালো না খারাপ,,,, এবং সেইদিক থেকে এই গল্পটি অপূর্ব সুন্দর। সকলের অভিনয়/কন্ঠস্বর দারুন মানিয়েছে তাদের চরিত্রের সাথে বিশেষ করে অংশুমান স্যার আর অগ্নি দা ❤
যারা আজ ছিলেন না তারা পরদিন থাকবে কি হয়েছে, পুরোনোরাও আমার চিরকালের প্রিয় এবং নতুনরাও ❤❤। নতুনদের জন্য এত হেট কেন ? আমার মতে সবাইকেই সুযোগ দেওয়া উচিত তাদের ট্যালেন্ট দেখানোর জন্য, একটা জেনারেশন তো আর চিরকাল চলবে না আর মিরচি বাংলা সেটাই করেছে এবং নতুনরাও কেউ নিরাশ করেনি। খুব সুন্দর উপস্থাপনা হয়েছে গল্পটির, আর যারা নিচে নেগেটিভ কমেন্ট করছেন তাদের বলছি পুরোনোদের পাশাপাশি নতুনদেরও পাশে থাকুন, মিরচি বাংলার পাশে থাকুন, কারণ এমন সুন্দর উপস্থাপনার সাথে গল্প পরিবেশন আর কোথাও শুনতে পাবেন না।
এমন করে যদি সব শ্রোতারা ভাবত কত ভালো হত।অসংখ্য ধন্যবাদ
দীপ দা ন্যারেশনে নেই, এই বিষাদের মাঝে 'আলতা' চরিত্রে বর্ণীশা ভট্টাচার্য কে শোনা এক অন্য রকম পাওয়া। ভীষণ সুন্দর ফুটিয়ে তুলেছেন নিজের চরিত্রটিকে... আশা করি আগামী গল্পগুলোতে ওনাকে বিভিন্ন চরিত্রে শুনতে পাবো!
Narration ache full golpe 5-10%
Narration niye kanna korar mane nei kono
Weather change er somoy hoyto sorir thorir kharap.
It's not valentine's day but love is in the air... আহা মন ভরে গেলো❤
Missing Deep Da..
Barnisha and Malay Debnath just fatafati
সবাই দীপদাকে নিয়ে আক্ষেপ করছে অথচ কেউ-ই নীলদার কথা বলছে না। কত্তদিন পরে নীলদাকে সানডে সাসপেন্সে শুনতে পেলাম, সঙ্গে কি সুন্দর করে গানটা গাইলেন!
সত্যি অবাক হলাম
বর্তমানের ব্যস্ততায় গল্পের বইয়ের পাতা উল্টানোর অবকাশ প্রায় নেই বললেই চলে.. কিন্তু একের পর এক রোমাঞ্চকর গল্পের সম্ভার যেভাবে বিনোদনের সঙ্গী হয়ে আসছে , এক আলাদা স্বাদ নিয়ে...তার জন্য ধন্যবাদ Team Mirchi🎉
চাইলে ঠিকই ওল্টানো যায়। আমি রোজই পড়ি। যে সময় অডিওস্টোরির পেছনে দিচ্ছে একজন তার কিয়দংশ বইয়ের পেছনে দিলে অনেক বই পড়া হয়ে যায়।
@@boi_dinosaur apni sobar lifestyle janen na..tai evabe bola thik na..audio story onno kaj korte korte sona jay..golper boi porte porte onno kaj kora jayna..apni sei time ta ber korte parchen ebong apnar dharonar baire j loke sotti ato busy hote pare j nijer jonno 1hr o time regular bar korte parena..golper boi nia bosa oneker kache chutir diner bilashita...apni lucky j apni reality theke dure
@@boi_dinosaur ami golpo age pori, porechi, tarpor audio story. dutoi monograhi. tove kina galpo boi porar kono bikalpo nei.
Akdom e noy...baje somoy phone e na khoroch kore dupata oltanoi jay...sob e mon er upor..😂😂
@@sportingene amar ba apnar samay niye to bolchina..boi er bikolpo kichui nei..kintu jara kajer chape samay pan na tader kothai bolchi..bikhyato bikhyato je somosto lekhoker golpo ekhane deoa hoy .. sobar kache to sob boi thake na..tokhon bikolpo hisebe 2nd choice eta hotei pare...
Mir charao jemon Sunday Suspense cholche Deep charao cholte pare...( I am a grt fan of Mir and regular follower of Goppo Mirer Thek)...what really matters to me is the content N presentation....I must say Sunday Suspense is outstanding in that...actually Mir chere diye new channel baniye amader moto audio story lovers der khoob upokar korechen...now they are fighting each other with content and presentation...Ultimately we are been able to listen to lot of good stories...sometimes Change is Better..
এত কথা আসছেই বা কেনো?! দীপ যে ছেড়ে দিয়েছে এমন কথাটা কে না কে একটা কমেন্ট করেছে মানেই সেটা সত্যি হয়ে গেলো? Deep hasn't left and will not leave.
@@Shikkhito-Chhotolokhaa
Borong valoi hoeche j Mir Goppo Mir er Thek start kreche. Ektar jaegae ekhn weekend e duto valo golpo paoa jae.
Deep chere diyechen e kotha kothao lekha nei...ami amar byaktigoto motamot prokash korechi , je...Deep chere dileo Sunday Suspense swo gourobe cholbe...because of its content and presentation...
Sunday Suspense is waaayyy better than Goppo Mir er thek.. (i find it very ekgheyamo type), after SS next best is "Sahitya Samahar". Their voice acting is outstanding sometimes even better than SS and story choice is also superb.
You guys should definitely give them a listen.
You're welcome 😉
দীপ দা ছেড়ে দিলেন নাকি? যদি তাই হয় তাহলে খুব খারাপ হবে। এতো ভালো একটা গল্পে ওনাকে পাঠ করতে দেওয়া হলো না তা খুব দুর্ভাগ্যজনক। মীরের পরে দীপ দার গল্প পাঠ না শুনলে সানডে সাসপেন্স এর আমেজ আসেনা।😢😢
তাই যদি হতো, তাহলে মীর অবিলম্বে ওনাকে ওই কুলে নিয়ে চলে যেত (বলছি কারণ, দীপের লাস্ট ঘনাদা অন্তত এক মাস আগে থেকে রেকর্ড করে রাখা)। তাই, সেই সম্পর্কে নিশ্চিন্ত থাকুন।
Notun der o chance deoa dorkar❤
@@Venom33979 নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে তো Mahabharat, Friday classics এগুলো তে করুক না কি অসুবিধা? সানডে সাসপেন্স টাকে সানডে সাসপেন্স হিসেবে রাখতে খুব অসুবিধা হচ্ছে নাকি?
আরে বাবা ওনারো তো একটু রেস্ট দরকার হয়, মিরচিতেই আছেন ছাড়েননি
@@rajatpaul7403sob week e rest!!
Tana 2 weeks elo na!!
Eto rest to age lagto na!!
Baki channel er main face ra to keu 1ta week o rest nen na
মলয় ঘোষ "সি আই ডি"-র বাংলা ডাবিং-এ Fredricks-এর চরিত্রের গলা দিয়েছিলেন। ওনাকে শুনে ভালো লাগলো, ❤
Malay da তো এর আগেও অনেক গল্পে কণ্ঠ দিয়েছেন। অবশ্য ওগুলো বেশিরভাগই friday classics নয়তো world classics
গল্পপাঠে দীপদা নেই এটা যেমন সত্যি দুঃখের বিষয় তেমনই আবার সৌভিকদা কে এই প্রথম আমরা গল্পপাঠে পাচ্ছি...এই নতুন অভিজ্ঞতা হয়তো আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে...তাই নতুনকে মন থেকে গ্রহণ করে একবার দেখাই যাক না ৷❤😊
Ageo korechen
Neel manush
Merchant of venice
Nil Manush eo porechen to... bhalo lage
Mahabharat o koren uni...
শরদিন্দু বাবুর গল্পের শুরুতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক টা আপনারা ব্যবহার করেন সেটা শুনলেই একেবারে মনটা কোথাও যেন হারিয়ে যায়, শব্দগুলো ভাষাহীন হয়ে যায়🎉🎉🎉🎉🎉। চালিয়ে যান এই ভাবেই চালিয়ে যান🎉🎉🎉🎉
Sotti e chokhe jol ese galo..
Thankx team mirchi
But Misssing deep da😢
রহস্য এবং প্রেমের এক অদ্ভুত মিলন। খুব সুন্দর উপস্থাপন ❤ ধন্যবাদ টিম মিরচি।
শরদিন্দু বন্দ্যোপধ্যায়ের গল্প হোক বা নাটক তাতে আলাদাই মোহ আছে।।
তবে সত্যি কথা বলতে দীপ দা এর গল্পপাঠ প্রতিটা গল্প কে 100 percent এর থেকেও ওপরে নিয়ে যায়।।
সানডে সাসপেন্স এর অধিকাংশ শ্রোতারা as a narrator দীপ দা কেউ চায়।।।
প্রতিটি গল্পের মতো এটাও উপভোগ করবো কিন্তু দীপ দা না ঠাকার কোনো ভ্যালিড রিজন খুঁজে পাচ্ছি না।।
Thik bolacho sohan. ❤❤❤
Ete to narration e nei temon
Tai oto bhabchi na
ইন্দ্রানীদিকে অনুরোধ করছি, আগামী রবিবার দয়া করে দীপদাকে গল্প পাঠে যেন পাই। আর, এরই সঙ্গে অনুরোধ করছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়'এর রহস্যের কালো গোলাপ আর আশাপূর্ণা দেবী'এর গজ উকিলের হত্যারহস্য গল্প দুটি নিয়ে আসার জন্য 🙏❤️।
Next week deep da thakben. Next week : Byomkesh
শরদিন্দু বন্দোপাধ্যায় he is brilliant osam
Osaraon gholpo khoob sundor ❤❤❤❤
কিন্তু দীপ sir যদি এই গল্প টি পাঠ করতেন তাহলে আরও অনেক বেশি ভালো হতো
দীপ দা ছাড়া গল্প জমে না সামনের সপ্তাহ দীপ দা কে চাই ওনি ছাড়া সান্ডে সাসপেন্স জমে না please don't mind love all them thankyou so much khoob sundor store❤❤❤❤❤
এই রবিবার আসবেন ব্যোমকেশ বক্সীতে
দারুন গল্প।সম্পূর্ণ ভিন্ন স্বাদের।অগ্নি as অজয় আর নীল as শেখর দারুন perfect ছিল।ধন্যবাদ টিম মিরচি ❤❤❤
আসলেই অনেকের রুচির অভাব এটাকে খারাপ বলে
যাক কেউ তো নীলকে praise করল
দেখে ভালো লাগল
নীল বরাবর ভালো কাজ করে
নীলের কাজ আমার বরাবর ই ভালো লাগে।কিন্তু এই গল্পটা তে একদম বেস্ট লেগেছে
@@Uttoron_jun-17th_22ঠিক বলেছেন দিদি,সব চরিত্রেই নীলদা সাবলীল।নীলদার জায়গায় অন্য কেউ শেখরের চরিত্রটিকে অতো প্রাণবন্তভাবে ফুটিয়ে তুলতে পারতো না।
Duration: 2:56:56 Uffff!! Jome jabe Robibar🥹❤❤🎉
Thanks for letting us know...
Ar jombe...deep da e nei😢
@@kitkatsuvo295sunei dekhun na
দীপ থাকতেও তো মঙ্গলগ্রহে ঘনাদা কেউ শুনলো না!@@kitkatsuvo295
@@kitkatsuvo295thik tokhon kheyal kori ni
ইন্দ্রাণী দি বলেছিলেন এটা আসলেই একটা গোটা সিনেমা। একেবারেই তাই। প্রতিটা বর্ণনা জীবন্ত হয়ে উঠেছে প্রত্যেকের অভিনয়ে। নাম করছিনা কারোর কারণ এক জনকে বাদ দেওয়াও অন্যায়। যেমন লেখনী তেমন উপস্থাপনা। মন ভাল করা।
দ্বীপ বাবু মীর বাবু সত্যি অত্যন্ত ভালো, তবে মাঝে মাঝে তারা একটু জায়গা ছেড়ে দিলে নতুনরা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে ।
আজকে সকলে এত সুন্দর কণ্ঠ দিয়েছে যেটা শুনে হয়তো সকলেই মুগ্ধ হয়েছে । আমি প্রতিটা কণ্ঠের প্রতি মুগ্ধ। তবে “ঝরনা ” চরিত্র এত সুন্দরভাবে সুকন্যা ফুটিয়ে তুলেছে যেটা বলবার ভাষা নেই, ঝরনা চরিত্র অপূর্ব ভাবে আমার নজর কেড়েছে।
পোস্টারটায় একটা নতুনত্ব আছে, মিরচি বাংলায় এ ধরনের পোস্টার সম্ভবত এই প্রথম দেখতে পেলাম।
আর ন্যারেশনে অবশ্যই দীপদাকে মিস করব, তবে সৌভিকবাবুও অত্যন্ত পছন্দের একজন আর্টিস্ট। আশা রাখছি উনি খারাপ করবেন না।
A big thanks and salute, to the entire team of 'Mirchi Bangla', for this story!👌🏻👌🏻💯
গল্পটি অপূর্ব সুন্দর। আর উপস্থাপনা দুর্দান্ত বললেও কম হবে। ধন্যবাদ mirchi team..
গল্প টা খুব সুন্দর মনে হচ্ছিল কোনো সিনেমা দেখছি। আর background music টা ও অসম্ভব ভালো। ধন্যবাদ Mirchi Bangla ❤
সকাল থেকে দুবার শুনলাম। অসাধারণ।
Notun charitra der niye notun gola diye Team Sunday suspense bes shekorta shokto kore feleche,
Bes valo hyeche...
Amra Somak Mir kaoke chaina, shudhu golpo ta Sunday te chai😊
Ashadharon presentation ❤️ khub valo hoyeche ❤
লাল পাঞ্জা (রিভিউ)
রিভিউ শুরু করার আগে কয়েকটা কথা বলা দরকার। এখানে আমি যা বলব, তা একান্তই আমার ব্যাক্তিগত মতামত। দয়া করে, কেউ আমার মতামতের উপর ভিত্তি করে গল্পটা শুনতে বসবেন না, কারণ আমার মতের সঙ্গে আপনাদের মত নাও মিলতে পারে।
এরপর বলি, এই গল্পটা আমি না পড়লেও যেভাবে এর প্রোমোশন করা হচ্ছিল, তাতে আমার expectations huge ছিলো। অনেক সময় হয়, হয়তো গল্প ভালো কিন্তু আমার expectations সম্পূর্ণ হয়নি, তাই আমি কখনো কখনো সেটাকে খারাপ বলে দিই, কারণ আমার expectations fullfill হয়নি।
এবার আসি রিভিউএ...
পজিটিভ:
১. অভিনয়: গল্প অনুযায়ী যার যেমন অভিনয়টা দরকার, ঠিক তেমনই হয়েছে। বিশেষত কিছু কিছু জায়গায় বিশেষ কয়েকজনের অভিনয় সত্যিই প্রসংশনীয়। অগ্নি, নীল, অংশুমান বাবু... তাঁদের নিজ নিজ চরিত্রে ভালো কাজ করেছেন।
২. পোস্টার: এই গল্পটার মূল আকর্ষণ কিন্তু এর পোস্টার। গল্পের সাথে ডিটেইলিং গুলো পোস্টারে খুব ভালোভাবে ফুটে উঠেছে। নায়ক নায়িকার পেছনে একটা লাল পাঞ্জার ছবি বা নীচের দিকে একটা মানুষ, তার চারিপাশে আলো, টাইটেলটা লেখা হয়েছে একটা ছেঁড়া কাগজে। এই বিষয়গুলো পোস্টারটাকে খুব ভালোভাবে দাঁড় করাতে পেরেছে।
৩. গান: এই গল্পে কিছু কিছু গান ব্যাবহৃত হয়েছে, যা গল্পটাকে একটু অলাদা করে দেয়। একটা জায়গা আছে, যেখানে পার্টিতে একজন একটা গান গাইবে, সেই জায়গার গানটা এবং যাকে দিয়ে গাওয়ানো হয়েছে, তিনি খুব ভালো গেয়েছেন। এছাড়াও, নীল বা আরও একটা দুটো গান রয়েছে, সেই গানগুলোও বেশ ভালো।
৪. এই গল্পের কমেডি: এই গল্পে মলয় ঘোষের কিছু কিছু কমেডি রয়েছে, যা একটু হলেও এর একঘেয়েমি ভাবটাকে কাটায়। সেই কমেডিগুলো অবশ্যই এই গল্পটার একটা plus point।
নেগেটিভ:
আমার কাছে আজকের গল্পের নেগেটিভ বেশ কিছু রয়েছে।
১. এই গল্পের প্লট: শরদিন্দু বন্দোপাধ্যায়ের লেখার আমি ভীষণ ভক্ত, তবে এই গল্পটা পড়া ছিল না। স্বীকার করতে লজ্জা নেই। কিন্তু, আজকের গল্পে যখনই কেউ শুনতে ঢুকবেন, তখনই অনুভব করবেন যে এই গল্পটা একই খাতে বইছে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বিশেষ কিছু উত্থান পতন অনুভব করিনি। সত্যি বলতে, আমি প্রথম দু'ঘন্টায় অনেক জায়গায় এরকম ভেবেছি যে, এই জায়গাটা কেন? আর, লেখক যদি সেই জায়গাটা লিখেও থাকেন, তাহলে কিন্তু একটু সেই জায়গাগুলোকে বাদ দেওয়া যেত। আর, এটাও বলতে হবে যে প্যাস্টেলের কোনো কাজেই কিন্তু খুব বেশি adaption আমরা পাই না। তবে, শেষ দিকে এবং লাল পাঞ্জার যে চিঠির বিষয়টা সেটা নিঃসন্দেহে ভালো।
২. গল্পের সাসপেন্স: নাম বা মুখ্য চরিত্রের নাম বেশ থ্রিলিং বা রোমাঞ্চকর হলেও গোটা গল্পে কিন্তু সাসপেন্স বিষয়টা খুব বেশি নেই। বিশেষত, মাঝে মাঝে শুনতে শুনতে আমার ব্যাক্তিগতভাবে এটা মনে হচ্ছিল যে, এটা সত্যিই কী সাসপেন্স গল্প, নাকি রোম্যান্টিক!
শরদিন্দু বন্দোপাধ্যায়ের লেখনী নিয়ে বলার দুঃসাহস আমার নেই। কিন্তু, এই গল্পটা হয়তো সানডে সাসপেন্সে না হলেও চলতো।
Overall, লাল পাঞ্জা একটা মোটামুটি গল্প আর উপস্থাপনা। আপনার যদি হয়, আপনি শুনবেন তাহলে অবশ্যই শুনুন। আমার মতামতকে গ্রাহ্য করার দরকার নেই।
My rating: 6/10
নেগেটিভ পয়েন্টের 2 নম্বরটা নিয়ে বলি।
এটা কে সাসপেন্স বলে? Sunday Suspense শুনলাম নাকি Prem Dot Kom গুলিয়ে গেল!!
গল্পের প্রথম পনেরো মিনিটের মধ্যে যখন অনায়াসে রহস্য উদঘাটন হয়ে যায় তখন আর Suspense থাকে না। বাকিটা শুধুই প্রেমের গল্প, আর happy ending 😊
Etake full fledge suspense mone hoy keu e boleni
IC Agni keu e na
@@indrajitkarmakar2005 Introduction ei bola ache 2:08
They said right at the beginning that this one is ultimately a sweet love story. So the disclaimer was very much there.
Friday classic bole besi mone holo , jai hok , KONO KOTHA BA TULONA HIBE NA . JUST GREAT ❤❤❤🎉🎉🎉
Souvik Guha Sarkar's voice is profound. A very experienced and enriched artist. I'm sure we'll love to hear this. Also, we can't expect 100% attendance from Deep. He too must need breaks at times.
একটা ছোট চরিত্রেও তাবলে পাওয়া যাবে না
এই বছর আগে কোনদিন তো এমন হয়নি
@@indrajitkarmakar2005 রোজ খেতে খেতে একদিন উপোস করা উচিত মাঝে মাঝে। Distance makes the heart grow fonder 😷
@@Ananya_2625 last 2 months e 5-6 ta !!
Age to emon konodin hoyni
@@Ananya_26252 week er upos?
@@Shikkhito-Chhotolok😂😂 সেই তো। নির্জলা 🤕
দারুণ.. এই সারা সন্ধ্যা জুড়ে শুনলাম........
এই উপস্থাপনা শুনে সানডে সাসপেন্স এর চিরাচরিত গল্পপাঠ এর শৈলীর থেকে শ্রুতিনাটক মনে হলো বেশ কিছু জায়গায়। যদিও পছন্দে কোনো কমতি হয়নি।
এটা নাটকই।
অসাধারণ এককথায়, এরকম রোমান্টিক নাটক আরও চাই।
খুব ভালো লাগলো। শেষের টা অসাধারণ হয়েছে।
হা
Lots of love for Barnisha ❤❤❤
দারুণ কাজ করেছে
অভিভূত লোহার সঙ্গে চুম্বকের মত পড়ে ছিলাম। যদিও পড়া গল্পঃ। 💐ধন্যবাদ।আর অংশগ্রহণকারী চরিত্রের সকাল কুশালীরা তাঁদের দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। ওনাদের সফলতা কামনা করছি।💐👌👍
Mirchi Bangla is the platform which has given artist's their due share of work & fame.
It'll sure bring more talent into the world of entertainment.... Every new artist builds his/her own fan base.
No artist can be bigger than the stage....
Long Live N Prosper Mirchi Bangla.
সত্যি পোস্টার টা প্রথমে দেখে ভেবেছিলাম কোনো একটা খুনের গল্প হবে ওমা দেখি প্রেমের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের,এখন মহান মানুষ প্রেমের মানুষ না হলে এই ধরনের গল্প লেখা অসম্ভব ❤️😌
দাদার কীর্তি শুনতে পারেন
@@indrajitkarmakar2005 হা এটাও সেই
Everything is fine..but where is Deep Da ?? His narration is nostalgia for us .. Missing him ..
Bhai ete narration e nei temon
Tai neka kanna r dokar ache
Only dialogue based
অসম্ভব সুন্দর একটা কাহিনী,
দারুন! শরদিন্দু বাবুর বাকি সব গল্পগুলিও শুনতে চাই।
সবই আসবে ধীরে ধীরে
Sotti bolta aj Dip da ka miss kor6i, kintu golpo ta just awesome👍 thank you Team Sunday suspens 🤞sob thaka amr Aalta character khup valo loglo ☺
Dip Da chai
Dip Da chara kono kotha hbe na😢
ওগো বহ্নি জলো জলো, যে গানটি এখানে শুনলাম ইউটিউবে পাচ্ছি না। কেউ যদি হেল্প করেন গানটি কিভাবে পাবো যদি বলেন??
Eta ei natok tar jonno saradindu bandyopadhyay likhechilen
Kono alada gaan na
এতক্ষণ খেয়াল করিনি, কিন্তু এখন দেখছি আজকের গল্পে বহুদিন বাদে গান থাকছে ❤
Nachun giye
@@rajsinha3133 আপনার কোথায় লাগছে?
One of the best stories that I have ever listened to on the radio mirchi
ভালোবাসার আর এক নাম সান্ডে সাসপেন্স ❤
সেরার সেরা একটা গল্প শুনলাম। মন প্রাণ ভরে গেল।
ঝর্ণার কন্ঠে ঝর্ণার গানটা আর একটু শুনতে পেলে মন্দ হত না.. 'লাল পাঞ্জা' কে পেয়ে সে কী হাসি.. কাতুকুতু সহযোগে হাসিখানা কিন্তু উদ্ভ্রান্ত র মত লাগলো.. এদিকে অজয় এর মুশকিল অবস্থা খানা কাব্য ময়.. কারণ আলতার অভিভাবক হতে হবে, এটা তো অজয় ওরফে অগ্নির দারুণ সমস্যা.. কিন্তু আলতার যে উশৃঙ্খল টা কী, সেটা এখনও গল্পে বিবৃত হয়নি.. দেখি কতটা সময় অপেক্ষা করতে হবে.. এই দেখো, অনুসুয়া ওরফে মোহর এর আজকের চরিত্র খানাও অভূতপূর্ব.. 😇😢🌿🙏🌹🙏
অসাধারণ হচ্ছে। এখনও সেই পুরনো ব্যাকগ্রাউন্ড মিউজিক, গল্পের ধারাবাহিকতা আর শিল্পীদের অনবদ্য পরিবেশনা গায়ে কাঁটা দেয়। জানি হয়তো পুরনো কিছু ভালো ভালো ভীষণ পছন্দের শিল্পীরা নেই, কিন্তু নতুনদের প্রচেষ্টাও প্রশংসনীয়। চালিয়ে যান।💙💙💙💙💙💙✨✨✨✨😇😇😇
Out standing drama ❤
এত সুন্দর একটা দুর্ধর্ষ গল্প উপহার দেয়ার জন্য ধন্যবাদ❤❤❤
আগামী বিবার অবশ্যই যাতে সানডে সাসপেন্স এ যাতে গল্প পাঠে যাতে গল্প পাঠের দীপদা আসে ন
Extraordinary splendid 🎉🎉❤❤
Sunday suspense is really a big relaxation ❤❤... Its okay যে দীপদা আজকের গল্পপাঠে নেই কিন্তু তার মানে তো এটা নয় ভালো হবে না, সৌভিকদার গল্পপাঠও অনেক ভালো লাগছে শুনতে ❤️❤️
অংশুমানদাকে আবার শুনব 😌😌 সত্যিই বেশ লাগছে 🥰🥰
নীলও আছেন❤
@@Shikkhito-Chhotolok yes
@@Shikkhito-Chhotolok but Angshuman da is my favourite ❤️❤️
@@amiyachatterjee7215 amaro khub prio❤️
দীপদা তুমি কোথায় তাড়াতাড়ি এসো নাহলে সানডে সাসপেন্স শেষ
ধুর মশাই,দ্বীপদা বড় গল্পে কন্ঠ দিচ্ছেন(চৌধুরী বাড়ির রহস্য -গল্পের মতো),তাই আজকের গল্পে কন্ঠ দিতে পারছেন না।
Bola jai na vaiyaa
Deep-Mir k Jodi aber eak sate sunte pari
😊😊❤
Konodin jeno seta na hoy ar
Antoto amar bodh ar pran thakte thakte
Konodin-o na. Never never never........
Respect ta bere e choleche lekhok er proti... Thank you Sunday Suspense ❤
অসাধারণ, অসম্ভব , সাংঘাতিক সুন্দর গল্পঃ....outstanding..... Mind blowing
সত্যি বলতে আগের মত Sunday suspense এ আর সেই ভাব টা নেই পুরোনো গল্পঃ গুলো যেনো এখন বেশি শুনি নতুন গুলো আর শুনতে ইচ্ছায় করে না । দয়া করে আগের ভাব টা ফিরিয়ে আনুন 🙏
Ki korte hobe ta hole
@@indrajitkarmakar2005 ota onara amar theke valo janen
@@reddot4362 ওনারা তো যথাসাধ্য সম্ভব চেষ্টা করে যাচ্ছে
তাও যেহেতু আপনার ভালো লাগছে না তাই জিজ্ঞাসা করলাম যে আর কি করলে ভালো লাগবে
শরদিন্দু গল্প শুনেও এই আবদার?
অপূর্ব গল্প
Eto ekta cinema thekeo next level ❤
এ প্রেমেরই গল্প বটে 🥹❤️
Lovely ❤
57:15 এই যে, এখানেই সেই ছোটলোক আছে, 😂!
Jokes aside, নীলের অভিনয় দারুন লাগছে আর নীলের চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং।
Bhalo psychological thriller ba bideshi bhut er golpo shunte chai, r narration e definitely Deep da ke chai.
Segulo asle nischoi hobe
Darun .. amon mon bhalo Kora golpo onek din por shunlam ..
হা দাীু হয়েছে
দারুন হয়েছে ❤😊
It's strange how I was so disappointed about Deep not being there before I even started listening... but this is going so well I am not missing him anymore!! This new team is very good! 👏👏
Sobai jodi apnar moto hoto
Audio story industry r koto unnoti hoto
Setai majhe majhe bhabi
এ নেই সে নেই।।। ছোটোলোকামি আসে কেনো আপনাদের।।। শিল্পীকে সম্মান করুন শিল্পকে সম্মান করুন, যার যাওয়ার সে যাবেই হয়তো।।। আজ 8 বছর যাবৎ sunday suspence এর নিয়মিত শ্রোতা,, কতলোক আসলো কতলোক গেলো,, গল্প প্রতিষ্ঠাপনে কোনো রকম ত্রুটি থাকে না mirchi তে।।। Hats off টীম মিরচি ❤️❤️
নতুন করে আর কেউ যায়নি
বরং পুরনো অনেকে ফিরে এসেছে
নিশ্চিন্তে থাকুন
সত্যি তাই, এমন করে আর কয়জন ভাবে বলুন।
Darun laglo ❤❤❤❤😊😊😊
প্রথমে মির র্দা তারপরে দীপ দা আর এখনই অচেনা মানুষটাকে আমি চিনি না কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর কন্ঠ
রনবীর ডাক্তারের "ছেড়ে দাও" টা 🔥🔥🔥🔥❤❤❤
অজয় সম্পর্কে আলতা ও অনুসুয়ার কথোপকথন, চরম মনোরম উপভোগ্য.. তবে আলতার চরিত্র খানা এই গল্পটিকে বেশ সাজিয়ে গুছিয়ে মনমুগ্ধ করে তুলেছে.. আচ্ছা mirchibangla, আজকের গল্পখানা ঠিক sunday suspence এর জায়গায় মানানসই নয়.. তেমনি গল্প হিসেবে যথেষ্ঠ উপযোগী, কিন্তু ওই রোববার এর দুপুর টা যেন একটু ম্যাড়মেড়ে.. Sunday suspence এ অ্যাডভেঞ্চার গল্পই উপযুক্ত.. যাক গে যাক,পরের রোববার হয়তো আশাপূরণ হবে.
🎉❤🎉 তবে গল্প হিসেবে মন্দ নয় গল্পটা.. 🙏🌹🙏🌹🙏🌿🌿
রহস্য রোমাঞ্চের গল্প এনেও তো ভিউ বাড়ছে না,কিন্তু এই ধরনের গল্প মানুষ এখন বেশি শুনছে।খেয়াল করলে দেখবেন মীরদার চ্যানেলে যখন বিখ্যাত বাঙালি লেখকদের গল্প দেয় তখন ভিউ বেশি হয়,অন্যদিকে মিরচি বাংলা রহস্য রোমাঞ্চ গল্প আনলেও তখন মানুষ গল্প কম শোনে।
Nothing stops if anyone is gone Show goes on Agni and Malay are gr8
None has gone
Everybody is here
দিপ দা কি গল্প পাঠ করা বাদ দিয়ে দিলেন নাকি? অন্য চরিত্রে ও খুজে পেলাম না।
গল্পটা বেশ ভালো এবং উপস্থাপনাও দারুন তবে সাসপেন্স গল্প নয় হালকা প্রেমের গল্প হিসেবে শুনলে বেশি ভালো লাগবে
সেরা...
দীর্ঘ তিন চার বছর পর মিরচি বাংলার কোন একটা গল্প আমি একবারে শুনে শেষ করলাম সত্যি দারুন সুন্দর হয়েছে গল্পটা।
অসাধারণ এক উপস্থাপনা। ❤
শরদিন্দু 125 উপলক্ষে এইবছর বেশ রোমাঞ্চকর। ❤ পেয়েছি নানাস্বাদের গল্প। এই গল্পটির ড্রেসক্রিপশান বেশ চমকপ্রদ। বাকিটা শুনে দেখা....
Team Sunday Suspense , আপনাদের কাছে বিনীত নিবেদন যে শ্রী পান্থ রচিত "হারিয়ে যাওয়া কালি কলম" গল্পটি অন্ন্যন্য গল্পের মতো mp3 তে পরিণত করতে।
ইতি
আপনাদের একজন শ্রোতা।
Ete suspense ta koi
Please,,,,,we want Deep da as a narrator and main character ❤❤❤❤
এই রবিবার অজিতের ভূমিকায় দীপদা এবং ব্যোমকেশের ভূমিকায় গৌরবদা আসছেন।এবারতো সকলে খুশি নাকি???
অবশ্যই। আশাকরি আর মিথ্যা গুজব ছড়াবে না ওরা
' The Old man and the sea ' ai golpo ta sunte chai
অগ্নি দা তোমার চরিত্র টা অসাধারন লেগেছে ❤❤❤❤
Sunday suspense ar golpota asadharon laglo.❤❤❤
Souvik Guha Sarkar is brilliant as the narrator 😊. Best wishes🎉
Greatly Utilised The Songs.
দীপ দা ছাড়া জমছে না।
দারুণ একটা গল্প শুনলাম। খুব ভালো লাগলো।।
Uff keshav...ki darun avinoy korlen...big fan apnar❤❤
Khub misti sundor golpo... 3te prem e sundor stti e agekar lekhok der lekhoni te prem er ki sundor poribhasha chlo ekhnkr lekhonite sei bprta nei ...ar bishesh vabe mon kereche agni or voice anek golpotei sunechi romantic r innocent voice.. . Sunlei preme pore jai .. jnina why he is so underrated ..mir da r deepdar pore he is the one jar voice modulation khub sundor lage kane golpe khub sundor vbe choritro k
Gulo futiye tolen 😊 just sune mone holo isshhh jodi arkm prem amr o kopale asto 😊 .. amio jodi hotam lekhoker naiyeekaa monta e vore gelo sune
Sei purono din er movie er motto golpo.... Besh bhalo lagche imagine korte....
হা
দীপ দা মূল Narrator হিসেবে রবিবারের গল্পে না থাকলে, দয়া করে চ্যানেলে গল্প পোস্টাবেন না। সপ্তাহের এই একটা দিন দীপ দার কন্ঠে গল্প শুনতে আসি!
Ete narration ache khub kom
Loker kothay kan na diye nije sune nin
আরে মশাই লোকের কথায় কান দেবার কোন প্রশ্নই উঠছে না.. আমি প্রায় 10 বছরের পুরোনো sunday suspense শ্রোতা.. Deep দা কে অন্তত পক্ষে মূল চরিত্রে বক্তা হিসেবে দেওয়া যেতেই পারে.. Mir দা mirchi ছাড়ার পর শুধুমাত্র, Deep দা র জন্যেই sunday suspense শুনতে আসি.. Deep দা গল্পপাঠ লেখকের লেখাকে পুনর্জীবিত করে তোলে!
@@satyanweshi_byomkesheta to mone hoy ek minute o sonenni
Ete narration pray nei bolle chole
Tate eto kotha asche kotha theke
Ar main character er boyos kom
Deep jeto na
@@satyanweshi_byomkeshebar ki bolbe bolo
শুনবেন না🙏
Duration of this thrilling story is 2:56:56 ❤️
Ki kore janle??
Golpota ❤❤❤r bornisha didi r kusik da r malay da r voice ❤❤❤❤❤