পটাশিয়াম যুক্ত জৈব খাবার ব্যবহার করে দিতে পারেন, একটি ছত্রাক নাশক ও কীটনাশক স্প্রে করে দিন, যেহেতু গাছে পুরনো ফল আছে এবং নতুন ফুল এলে গাছের গোড়া মোশচার রাখুন, অধিক ফলনের জন্য অনুখাদ্য স্প্রে করুন ১৫ দিনের ব্যবধানে ২-৩ বার, দেখবেন ফুলে ফলে ভরে থাকবে ধন্যবাদ
ভিটামিন ও ফাঙ্গিসাইড একসাথে স্প্রে করা যায় একটু বলবেন
না করলেই ভালো, আমি করি না, ধন্যবাদ।
Vai , pakhite dalim er ful kete dicche ki korbo
নেট দিয়ে ঢেকে দিন ধন্যবাদ
ভাই আমার তিনটা আনার গাছে মোটামুটি পঁচিশ টি আনার এখনো আছে। আজকে পাচটি পেড়েছি। এই অবস্থায় কি কি পরিচর্যা করতে পারি।
পটাশিয়াম যুক্ত জৈব খাবার ব্যবহার করে দিতে পারেন, একটি ছত্রাক নাশক ও কীটনাশক স্প্রে করে দিন, যেহেতু গাছে পুরনো ফল আছে এবং নতুন ফুল এলে গাছের গোড়া মোশচার রাখুন, অধিক ফলনের জন্য অনুখাদ্য স্প্রে করুন ১৫ দিনের ব্যবধানে ২-৩ বার, দেখবেন ফুলে ফলে ভরে থাকবে ধন্যবাদ
dana anukhado ki naam
স্বর্ণা আছে, এমন বহু ব্রান্ড পাওয়া যায়। কৃষি পণ্যের দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে। ধন্যবাদ।
Dana anu khabar ar nam ki ?
Swarna, biovita,Paras vita, এমন বহু ব্রান্ড রয়েছে, পছন্দসই ব্রান্ড ব্যবহার করতে পারেন ধন্যবাদ,