আসলে আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। ভালবাসার কাছে ধর্ম কখনোই বাধা হতে পারে না। অনেক ভাল লাগলো ওপার বাংলার বাঙ্গালীদের আপ্যায়ন দেখে। আমরা সারা জীবন এইভাবে সবার সাথে মিলে মিশে থাকতে চাই যেন কোন স্বার্থন্বেষী মহল আমাদের ভালবাসার মধ্যে কোনপ্রকার দাঙ্গা লাগাতে না পারে।
আহা কি সুন্দর😍😍 দুই বাংলার মানুষের কি ভালবাসা,কি আন্তরিকতা দেখলেই মন ভালো হয়ে যায়।সারা পৃথিবীর মানুষ যদি সকল জাতি,ধর্ম,গোত্র,হিংসা, বিদ্বেষ ভুলে এমন সাদা মনের মানুষ হয়ে, মানুষকে ভালবেসে একসাথে মিলেমিশে চলতো তাহলে সমস্ত পৃথিবীটা একটা স্বর্গ হয়ে উঠতো❤️🌿🌻
Amra west bengal theke opar banglar manush der nijer i vabi Hoito majhe katatar ache kintu amader monr moddhe seta nei Ha kichu kharap lok dui dikei ache Tader ke ignore korle Amara dui bangla share a sweet bond
সৌম্য দার বাড়ীর ভিডিও টা দেখে খুব ভালো লাগলো ফাহিম ভাই। আর মাসিমার রান্না গুলো দেখেই বুঝা যায় খুবই মজাদার এবং মুখরোচক খাবার রান্না করেন তিনি। অনেক সুন্দর হয়েছে এই ভিডিও টা।
আমি একজন কুরআনে হাফেজ, কিন্তু এই ভিডিও টি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমাদের বাংলাদেশীদের জন্যও যে ওপার বাংলার মানুষের আবেগময় সরল ভালোবাসা এতটাই সুমধুর
একদম, ছোটো থেকে আমরা গ্রাজুয়েশন পর্যন্ত একসাথে পড়েছি এমন কি চাকরি পড়াও একসাথে করি কিন্তু social media te joto dhormo niye galagali hoi...Hindu muslim vai vai
মানুষের মধ্যে এতো বিশাল ভালোবাসা যা পূর্ব বাংলা পশ্চিম বাংলার বাঙালি পরিবারকে এক হ্রদয়ের বন্ধনে আবদ্ধ করেছে পরম মমতায়! খাবার গুলো যে খুব সুস্বাদু ছিলো যা খাবার খেতে গিয়ে ফাহিম ভাই তারিফ করছিলেন বার বার! এমন বন্ধন চির অটুট থাকুক সারা জীবন! আমাদের বড় পরিচয় আমরা বাঙালি!
আজকে যে মেহমান টা দেখলাম এটা আমার দেশের লোক আমিও একজন বাংলাদেশি আজকে আমার অনেক আনন্দ লাগছে যে আমার দেশের লোক এসেছে কলকাতায় আপনাদের বাসায় দেখে খুবই আনন্দ লাগল আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমার দেশের লোকের এত আদর যত্ন করার জন্য ভালো থাকেন সুস্থ আমিন
এত্ত আয়োজন 😇 জিরোওয়াট ফিল্মস্ - এর আতিথিয়েতা বরাবরই অনন্য 👌👌👌 মানুষকে খাইয়ে তাঁরা যে তৃপ্তি পান সেটা দেখতেই বড্ড ভালো লাগে। ♥️❤️❤️ আর রান্না তো অসাধারণ ❤️❤️❤️👌👌👌 আর ফাহিম ভাই সময় নিয়ে বুঝে বুঝে খান, সেটাও অনেক মজার। 🤗 বাংলাদেশ থেকে অফুরান শুভকামনা আর ভালবাসা জিরোওয়াট পরিবারের জন্য ❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏
বাংলাদেশী ফুড রিভিউয়ার ফাহিম ও কলকাতার জিরো ওয়াটের সৌম্য দুই ফুড ব্লগারের একসাথে প্রথম খাওয়া দাওয়ার চমৎকার একটা ব্লগ দেখলাম। আগে ও অসাধারণ লেগেছে ২০২৪ সালের ১৪ ই আগষ্ট এই ব্লগ টা আবার দেখে কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম এই বাংলাদেশী ফুড রিভিউয়ার ফাহিমের প্রতি কলকাতা অতিথি অ্যাপায়ন দেখে আমি মুগ্ধ । 👍👍👍👍
দুই বাংলার এই মিলন মেলা দেখে প্রাণটা ভরে গেল... এই ভালোবাসা এই আতিথেয়তা দেখলে কে বলবে যে, আমাদের মধ্যে কোন রক্তের সম্পর্ক নেই... সত্যিই মাসি মনি, মামা,ভাইয়া এবং আমাদের মিস্টি ভাবি আমরা বাংলাদেশিরা মুগ্ধ আপনাদের এই ভালোবাসায় এই আতিথিয়োতাই... তাই আপনাদের ও নিমন্ত্রণ রইলো আমাদের বাংলাদেশে 💝💝💝
সম্মান আর শ্রদ্ধা প্রেম আর ভালোবাসার মিষ্টি একটা কম্বিনেশন। মাসীমা এক কথায় অসাধারণ। উনার আতিথ্য কোনো কিছু র সাথে জড়িত করা বোকামী ছাড়া আর কিছু ই নয়।আমি উনার দৃর্ঘায়ু কামনা করি।
খুব ভালো লাগলো সৌম্য, একসাথে খাওয়া দাওয়া করলে, সত্যি হিন্দু মুসলমান এগুলো সব বাজে কথা। সব থেকে বড় হচ্ছে মানুষের মন, শিক্ষা , মনুষ্যত্ব। দারুন ভিডিও। খুব ভালো লাগলো।
ফাহিম এবং সৌম্য ও ওদের পরিবারের জন্য অফুরন্ত ভালোবাসা শুভকামনা। এভাবেই বেঁচে থাকুক বন্ধুত্ব এমনি করেই এগিয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্ম। দুজনের ব্লগ ই আমি আমি সবসময়ই দেখি। সৌম্য যখন তুলিকে নিয়ে বাংলাদেশে আসবে তখন ফাহিম এবং ওদের অগ্রিম নিমন্ত্রণ দিয়ে রাখছি আমার বাসায়। বাংলাদেশ থেকে শুভকামনা ও ভালোবাসা রইল তোমাদের জন্য (সৌম্য তুলি, aunty,uncle, মামা এবং ভীপাল এর জন্য)
Fahim bhai, you guys are so lucky to have such good friends. There hospitality is unmatched. Lots of regards for Sommu, boudi and the rest of the family.
অসাধরন ফাইম ভাই আপনাদের কলকাতা টুর টা ।দেখে ভীষণ ভালো লাগলো ।আমি কলকাতা লোক। আবার আসবেন আমাদের কলকাতা তে ।আর আমাদের প্রতেক ভারত বাসীর তরফে শুভেচ্ছা ও ভালবাসা দিলাম।
ভাই আপনার সব ভিডিওর ভাগিদার আমারাও, তবে আজকের ভিডিও টা সেরা ছিলো, পুরো পারিবারিক ভাব ছিলো একটা ভিডিও তে, আর ভারতীয় দের আবার ধন্যবাদ, এতো সুন্দর অথীতি আপ্যায়ন করার জন্য, তবে ভারতিয়রা বরাবরি এমনি হয় 🇧🇩❤️🇮🇳🥰🥰
ফাহিম ভাই, আপনে যে মাসিমণির হাতের রান্না খাচ্ছেন আমি সবসময়ই মাসিমণির হাতের রান্না দেখি কিন্তু ভাইয়া তোমার খাওয়া দেখে সত্যিই ইচ্ছা হচ্ছে খাওয়ার জন্য। যেমন তোমার Review তেমন তোমার খাওয়ার ধরন। দারুণ!
Vai just MATHA NOSHTO hospitality!!!! Behaviour and Courtesy of all family members are just beyond explanation. I can't find any proper word to depict this hospitality.
কলকাতার মানুষজন এখনো পুরানো দিনের সংস্কৃতি গুলোকে ধরে আছে দেখে অনেক ভালো লাগছে। এই কাঁসার থালাগুলো ছোটবেলায় আমার নানীবাড়িতে ছিল। নানী কাঁসার থালায় ভাত খেত। এখন কারো বাড়িতেই কাঁসার থালা দেখা যায় না।।
উনাদের আতিথেয়তা দেখে কলকাতা সম্পর্কে আমার যে বদ্ধমূল ধারণা ছিলো,সেটা পাল্টে গেছে!ধন্যবাদ,মাসীমা সহ উনার ফ্যামিলির সকলকে!আর বিশেষ করে আমাদের ফাহিম ভাই,যদিও খাওয়ার সময় viewer দের উদ্দেশ্যে ফানি কমেন্টস করেছে,উনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ!
বাংলা ফুড ভ্লগিং এর এই দুইটা চ্যানেল এর ভিডিওই আমার দেখা হয় মেইনলি যখনই দেখি মাঝে মাঝে। আমাদের দেশের Bangladeshi Food Reviewer আর কলকাতার Zerowatt Films. আজ দুই ভ্লগার কে কাকিমার বাসায় একসাথে দেখে খুবই ভালো লাগছে।
Excellent hospitality shown by Shoumya and his family. Tuli and Bhipal are a dear. Shoumya's mom is such a lovely lady and I'm sure she has a special place in her heart for Bangalis from Bangladesh. Mama is truly a master chef and may he live long and happy. However Fahim bhai didn't bring gifts for anyone? I find it strange.. I will be very happy if I am wrong in assuming so....
উনাদের আন্তরিকতা আর মেহমানদারি দেখে শ্রদ্ধায় মনটা ভরে উঠলো। উনাদের পুরো পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইল। 😍
খাবার এর জন্য ভিডিও টে দেখিনাই,,দেখলাম একটা মানুষ কে কিভাবে সন্মান আর ভালোবাসা দিতে হয়!উনাদের এত উদারতা দেখে সত্যিই মুগ্ধ!😍😍
আসলে আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। ভালবাসার কাছে ধর্ম কখনোই বাধা হতে পারে না। অনেক ভাল লাগলো ওপার বাংলার বাঙ্গালীদের আপ্যায়ন দেখে। আমরা সারা জীবন এইভাবে সবার সাথে মিলে মিশে থাকতে চাই যেন কোন স্বার্থন্বেষী মহল আমাদের ভালবাসার মধ্যে কোনপ্রকার দাঙ্গা লাগাতে না পারে।
U ar right
Ai golo hoche faltu kota ader ke ki hisabe tomi manus bolo sudu manuser moto Deka jai bole Ora manus tader na adop kaida ache sudo talibani kaida
এপার বাংলা 🇧🇩 ওপার বাংলা মিলেমিশে একাকার। কি দারুণ আতিথেয়তা ❤️ এটা শুধু বাঙালি বলেই সম্ভব।
মাশআল্লাহ খুবই সুন্দর লাগলো কলকাতার আতিথেয়তা(হসপিটালিটি) দেখে মনটা ভোরে গেলো..
মহান রব সবাইকে নেক হায়াত দান করুন এবং উভয়কেই সম্পদশালী করুন। আমিন।
Amar chenel aso
😂😂
বাঙালি আর বাঙালি মিলেই মজার মুহুর্ত তৈরী হয়ে গেল তা দেখে আমরা বিমোহিত। ভালবাসা রইল পুরো পশ্চিম বঙ্গের জন্য💕🌹🇧🇩
আমি সত্যিই মুগ্ধ কোলকাতার দাদাদের অতিথি আপ্যায়ন দেখে এভাবেই মিলেমিশে থাকুন পুরো বাংলাভাষী
আহা কি সুন্দর😍😍
দুই বাংলার মানুষের কি ভালবাসা,কি আন্তরিকতা দেখলেই মন ভালো হয়ে যায়।সারা পৃথিবীর মানুষ যদি সকল জাতি,ধর্ম,গোত্র,হিংসা, বিদ্বেষ ভুলে এমন সাদা মনের মানুষ হয়ে, মানুষকে ভালবেসে একসাথে মিলেমিশে চলতো তাহলে সমস্ত পৃথিবীটা একটা স্বর্গ হয়ে উঠতো❤️🌿🌻
দারুণ ❤️🙏
ওপারের বাঙালিদের আতিথেয়তা দেখে সত্যিই মুগ্ধ। সবার প্রতি ভালোবাসা রইলো ❤️
সব শেষে আমরা বাঙালি বন্ধু♥️
মুগ্ধ আমিও, এসব ব্যক্তিগত তাই এরকম হয় তবে হ্যা বাহিরের বা সাধারণ জনগন এরকম মেহমানদারি কখনো করবেনা, বাংলাদেশ থেকে গেলে শুনলে মুখ ভেংচি মেরে চলে যাবে।
বাংলা ভাগ হতে পারে কিন্তু ২ বাংলার মানুষের হৃদয় ভাগ হতে পারে না,,,,,ভালোবাসা অবিরাম 🇧🇩🇮🇳
লোকদেখানো ভাই
Arab culture accept kore ekhon tumader Bengali culture niye katha 😂
ইন্ডিয়ার মানুষের বাংলাদেশিদের প্রতি ভালো বাসা দেখে খুব ভালো লাগলো। ওপারের মানুষ গুলো আসলে খুব ভালো।
Amra west bengal theke opar banglar manush der nijer i vabi
Hoito majhe katatar ache kintu amader monr moddhe seta nei
Ha kichu kharap lok dui dikei ache
Tader ke ignore korle
Amara dui bangla share a sweet bond
@@roxforlife007 একদম সঠিক 👍
ভালোবাসা নিবেন বাংলাদেশ থেকে 💝💝
Amar chenel aso
@@roxforlife007 amar chenel aso
@@rayan_rizvi_Khan amar chenel aso
কলকাতার ঘরের রান্না আসলেই দুর্দান্ত। আহা, আমি আমার এক বউদি আর মাসিমার রান্না খুব মিস করছি। ❤️from Melbourne, Australia.
এই যে খাওয়ার ভিডিও গুলোর মধ্যে দিয়ে আমাদের অতি আদরের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে এতো সৌহার্দ্য পূর্ণ ভিডিও ভীষণ ভালো লাগে....
সৌম্য দার বাড়ীর ভিডিও টা দেখে খুব ভালো লাগলো ফাহিম ভাই।
আর মাসিমার রান্না গুলো দেখেই বুঝা যায় খুবই মজাদার এবং মুখরোচক খাবার রান্না করেন তিনি।
অনেক সুন্দর হয়েছে এই ভিডিও টা।
বাংলাদেশের মানুষের প্রতি এই ভালোবাসা আসলেই ভালো লাগলো
কলকাতা series এর এইটা best video। এত, এত ভালো লাগলো। আসলে ঘরের রান্নার ওপরে কিছু হয় না।
দুই বাংলা মিলেমিশে এক এই দৃশ্য আমার হৃদয় জুড়িয়ে গেলো♥️♥️
কলকাতার মানুষের আতিথিয়তা.... দেখে সত্যিই মনটা ভরে গেল ভাই ♥️♥️♥️🥰🥰🥰
সবই খুবই ভালো লাগছে কিন্তু একটা মোটেই ভালো লাগেনি সেটা হলো একজনের প্লেট থেকে অন্য কাঊকে তুলে দেওয়া।
@@abdulkader8175 it's called family and love for each other, you don't understand that I think
@@abdulkader8175 কেন হিন্দু বলে?😀
Amar chenel aso
@@abdulkader8175 amar chenel aso
কি যে ভাল লাগলো কলকাতার প্রতি ভালবাসা বেরে গেল।❤️ কি পরিবার খুব ভাল লাগছে।
চরম সুন্দর একটা পর্ব৷ কলকাতার আতিথেয়তায় মুগ্ধ হয়ে গেলাম৷ বাংলাদেশ থেকে ভালবাসা অবিরাম৷
আমি একজন কুরআনে হাফেজ,
কিন্তু এই ভিডিও টি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমাদের বাংলাদেশীদের জন্যও যে ওপার বাংলার মানুষের আবেগময় সরল ভালোবাসা এতটাই সুমধুর
আমরা সবাই ধর্ম নিয়ে বেশী বাড়াবাড়ি করে আসছি কিন্তু মুলতঃ মানবিকতাই হচ্ছে আসল ধর্ম। আর একটাই কথা বলবো সবচে আগে,, মানবতার ✌ জয় হোক।
একদম, ছোটো থেকে আমরা গ্রাজুয়েশন পর্যন্ত একসাথে পড়েছি এমন কি চাকরি পড়াও একসাথে করি কিন্তু social media te joto dhormo niye galagali hoi...Hindu muslim vai vai
❤❤❤❤❤
মানুষের মধ্যে এতো বিশাল ভালোবাসা যা পূর্ব বাংলা পশ্চিম বাংলার বাঙালি পরিবারকে এক হ্রদয়ের বন্ধনে আবদ্ধ করেছে পরম মমতায়! খাবার গুলো যে খুব সুস্বাদু ছিলো যা খাবার খেতে গিয়ে ফাহিম ভাই তারিফ করছিলেন বার বার! এমন বন্ধন চির অটুট থাকুক সারা জীবন! আমাদের বড় পরিচয় আমরা বাঙালি!
এ তো এক মিলন তীর্থ। ভিডিওটা দেখে মন প্রাণ জুড়িয়ে গেল।
নতুন করে কিছু বলে এই সুন্দর মুহূর্ত টা কে নষ্ট করতে চাই না। খুব ভালো লাগলো দুই বাংলার
এই মেলবন্ধতন। কলকাতা থেকে।
সৌম দা আর ফাহিম ভাই দুজনেরই রেগুলার দর্শক আমি❤️
দুই বাংলার পছন্দের মানুষ একসাথে❤️
Me also
ভাই একটা চটপটি ভিডিও করবেন।পটুয়াখালী খালেক ভাইর চটপটি।
Amio
Right
Amar chenel aso
আজকে যে মেহমান টা দেখলাম এটা আমার দেশের লোক আমিও একজন বাংলাদেশি আজকে আমার অনেক আনন্দ লাগছে যে আমার দেশের লোক এসেছে কলকাতায় আপনাদের বাসায় দেখে খুবই আনন্দ লাগল আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমার দেশের লোকের এত আদর যত্ন করার জন্য ভালো থাকেন সুস্থ আমিন
সৌম্য দার অনেক ভিডিও ভালো লাগে,, আর উনি খুবই আন্তরিক মানুষ,,, এমন মানুষ পাওয়া মুশকিল,, জাস্ট অন্য লেভেল,,,,,, লাভ সৌম্য দা💙
আতিথীয়তার জন্য পুরো পরিবারকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে পারবো না, সাবাস তোমাদেরকে বেচে রবে হৃদয়ে।
শুধু ওই তারের বেড়ার ভাগ রে ভাই মন টা এক ' বাঙালি ' ❤️
খুব সুন্দর কথা বললেন ভাই 👍❤️
Eishob vua kotha
Amar chenel aso
@@Freeloot-d1f amar chenel aso
@@sudipkarmaker4144 amar chenel aso
এত্ত আয়োজন 😇 জিরোওয়াট ফিল্মস্ - এর আতিথিয়েতা বরাবরই অনন্য 👌👌👌 মানুষকে খাইয়ে তাঁরা যে তৃপ্তি পান সেটা দেখতেই বড্ড ভালো লাগে। ♥️❤️❤️ আর রান্না তো অসাধারণ ❤️❤️❤️👌👌👌 আর ফাহিম ভাই সময় নিয়ে বুঝে বুঝে খান, সেটাও অনেক মজার। 🤗 বাংলাদেশ থেকে অফুরান শুভকামনা আর ভালবাসা জিরোওয়াট পরিবারের জন্য ❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏
মাশ-আল্লাহ অনেক সুন্দর ফ্যামিলি, ওনাদের হসপিটালেটি ভিষণ ভালো লাগলো। সবার জন্য শুভকামনা।
স্বাগতম বাংলাদেশের দাদাভাই ও বৌদিকে।খুবই ভাল লাগছে কলকাতায় আসার জন্য। বৌদিকে নিয়ে পুরো কলকাতার ঘুরে যেও।
আমি একজন বাংলাদেশী "দেখে খুব ভালো লাগলো অসাধারণ"ফাহিম ভাই"সৌম্য দাদা কেও আপনি ইনভাইট করবেন বাংলাদেশ আসার জন্য"
কোলকাতা প্রতি ভালোবাসা বেড়ে গেলো ভাই!!
ওও গড এই রকম একটা ব্লগের অপেক্ষায় ছিলাম।বাংলাদেশ ভারত❤️❤️
I love u 😹🫣
বাংলাদেশী ফুড রিভিউয়ার ফাহিম ও কলকাতার জিরো ওয়াটের সৌম্য দুই ফুড ব্লগারের একসাথে প্রথম খাওয়া দাওয়ার চমৎকার একটা ব্লগ দেখলাম। আগে ও অসাধারণ লেগেছে ২০২৪ সালের ১৪ ই আগষ্ট এই ব্লগ টা আবার দেখে কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম এই বাংলাদেশী ফুড রিভিউয়ার ফাহিমের প্রতি কলকাতা অতিথি অ্যাপায়ন দেখে আমি মুগ্ধ । 👍👍👍👍
ভালো মনের, ভালো মননের বাঙালী দুটো পরিবার একসাথে খাওয়া দাওয়া আড্ডা ,পৃথিবী শ্রেষ্ঠতম দৃশ্যগুলোর মধ্যে একটা ।
দুই বাংলার এই মিলন মেলা দেখে প্রাণটা ভরে গেল... এই ভালোবাসা এই আতিথেয়তা দেখলে কে বলবে যে, আমাদের মধ্যে কোন রক্তের সম্পর্ক নেই... সত্যিই মাসি মনি, মামা,ভাইয়া এবং আমাদের মিস্টি ভাবি আমরা বাংলাদেশিরা মুগ্ধ আপনাদের এই ভালোবাসায় এই আতিথিয়োতাই... তাই আপনাদের ও নিমন্ত্রণ রইলো আমাদের বাংলাদেশে 💝💝💝
সৌম্য ভাইয়ের মায়ের কথাগুলো অনেক ভালো লাগছে এবং ভালো মনের একজন মানুষ,,,,
সম্মান আর শ্রদ্ধা প্রেম আর ভালোবাসার মিষ্টি একটা কম্বিনেশন। মাসীমা এক কথায় অসাধারণ। উনার আতিথ্য কোনো কিছু র সাথে জড়িত করা বোকামী ছাড়া আর কিছু ই নয়।আমি উনার দৃর্ঘায়ু কামনা করি।
One thing I like about Soumya and his family is that they are very welcoming to all guests
yes, I think so as a Bangladeshi. They are such a nice person. I actually love Kolkata & their Beautiful peoples.
সমু দা কে ধন্যবাদ ফাহিম ভাই কে এত সুন্দর অতিথিয়তা করানোর জন্য
এই পরিবারের সবাইকে বাংলাদেশে আসার অনুরোধ রইলো।
বিশেষ করে মাসিমা ও মামা।
এই নিয়ে ভিডিও টা তিন বার দেখ লাম যতো দেখি তত ভালো লাগে ❤❤
সৌম্য দাদা,মাহিম ভাই এরা এক পরিবারের আজকে যা ফুটে উঠল। শুভ কামনা রইলো সকলের জন্য। বাংলাদেশের ভালবাসা।
মাহিম না ফাহিম হবে ভাই
@ZerowattFilms shows the Kolkata people the way of hospitality. Such a pesron of big heart. Really amazed to see someone like this from Kolkata
খুব ভালো লাগলো সৌম্য, একসাথে খাওয়া দাওয়া করলে, সত্যি হিন্দু মুসলমান এগুলো সব বাজে কথা। সব থেকে বড় হচ্ছে মানুষের মন, শিক্ষা , মনুষ্যত্ব। দারুন ভিডিও।
খুব ভালো লাগলো।
কলকাতার বাঙালি ভাইয়ারা ওনেক ভালো মানুষ দোয়া রইলো ভাইদের জন্য ❤️❤️❤️
That's why i love Kolkata... Love from Bangladesh 🇧🇩
ফাহিম এবং সৌম্য ও ওদের পরিবারের জন্য অফুরন্ত ভালোবাসা শুভকামনা। এভাবেই বেঁচে থাকুক বন্ধুত্ব এমনি করেই এগিয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্ম। দুজনের ব্লগ ই আমি আমি সবসময়ই দেখি। সৌম্য যখন তুলিকে নিয়ে বাংলাদেশে আসবে তখন ফাহিম এবং ওদের অগ্রিম নিমন্ত্রণ দিয়ে রাখছি আমার বাসায়। বাংলাদেশ থেকে শুভকামনা ও ভালোবাসা রইল তোমাদের জন্য (সৌম্য তুলি, aunty,uncle, মামা এবং ভীপাল এর জন্য)
অসাধারণ খাবারের মূহুর্ত্তের ভিডিও টি খুবই চমৎকার।এই খবারের আয়োজনের জন্য ইন্ডিয়ার কোলকাতার মাসিমা ও পরিবারের সবাইকে অসংখ্য ধন্যবাদ।💝💝💝
আমার কাছে ইলিশ সব সময় সেরা, গরম বা শীত বুঝিনা কখন তার স্বাদ কিরকম ,ইলিশ all time শেরা,
দেশ আলাদা হতে পারে তবে জাতে তো
বাঙালী যেটা চাইলেও আলাদা করা যাবেনা 🇧🇩🇮🇳❣️
Hi dada I am from India Kolkata saport kore
দুই জনের মুখে এত মিল। মনে হচ্ছে দুই ভাই। বাংলাদেশ থেকে বলছি অসাধারণ। সবাই কে শুভেচ্ছা
Fahim bhai, you guys are so lucky to have such good friends.
There hospitality is unmatched.
Lots of regards for Sommu, boudi and the rest of the family.
বাঙালির জন্য বাঙালির টান।অসাধারণ ❤️
অসাধরন ফাইম ভাই আপনাদের কলকাতা টুর টা ।দেখে ভীষণ ভালো লাগলো ।আমি কলকাতা লোক। আবার আসবেন আমাদের কলকাতা তে ।আর আমাদের প্রতেক ভারত বাসীর তরফে শুভেচ্ছা ও ভালবাসা দিলাম।
ভাই আপনার সব ভিডিওর ভাগিদার আমারাও, তবে আজকের ভিডিও টা সেরা ছিলো, পুরো পারিবারিক ভাব ছিলো একটা ভিডিও তে, আর ভারতীয় দের আবার ধন্যবাদ, এতো সুন্দর অথীতি আপ্যায়ন করার জন্য, তবে ভারতিয়রা বরাবরি এমনি হয় 🇧🇩❤️🇮🇳🥰🥰
খুব সুন্দর হয়েছে ভিডিওটি, কলকাতায় আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, সবসময় আপনার ভিডিও দুপুরের খাবারের সময় রোজ দেখি, খুব ভালো লাগে ধন্যবাদ আপনাকে।
সবাই ইন্ডিয়া বাংলাদেশের আপ্যায়ন নিয়ে বলতেছে আমি বলবো এক কথায় বাজ্ঞালীরা আপ্যায়নে বিশ্ব সেরা ❤️❤️
Shoumyo dada ar tar family ke dekhe ja bujhlam onara onek antorik...Onader jonno doa ar bhalobasha roilo ❤️
উনার পরিবারের সদস্যদের আচার আচরণ খুবই মিষ্টি 😍😍😍
Outstanding hospitality.
Outstanding varieties.
Outstanding decorations.
Outstanding tastes.
Thanks a million. Stay blessed.
মানবতাই সেরা। দেখে অনেক ভাল লাগলো।👌👌👌🥰
ফাহিম ভাই, আপনে যে মাসিমণির হাতের রান্না খাচ্ছেন আমি সবসময়ই মাসিমণির হাতের রান্না দেখি কিন্তু ভাইয়া তোমার খাওয়া দেখে সত্যিই ইচ্ছা হচ্ছে খাওয়ার জন্য। যেমন তোমার Review তেমন তোমার খাওয়ার ধরন। দারুণ!
দুই বাংলা র বাঙালিয়ানা চোখের শান্তি ❤️❤️❤️❤️
বাংলাদেশ থেকে। আপনাদের অতিথিও তা দেখে ভালো লাগলো। বাংলাদেশের মানুষের মতো আপনারাও অতিথিপরায়ণ।
Vai just MATHA NOSHTO hospitality!!!!
Behaviour and Courtesy of all family members are just beyond explanation. I can't find any proper word to depict this hospitality.
সত্যি এই ভাতৃত্ববোধ দেখে অনেক ভালো লাগলো। আলাদা দেশ কিন্তু ঐতিহ্য, সংস্কৃতি এক।
কলকাতার মানুষজন এখনো পুরানো দিনের সংস্কৃতি গুলোকে ধরে আছে দেখে অনেক ভালো লাগছে। এই কাঁসার থালাগুলো ছোটবেলায় আমার নানীবাড়িতে ছিল। নানী কাঁসার থালায় ভাত খেত। এখন কারো বাড়িতেই কাঁসার থালা দেখা যায় না।।
অনেক ভালো লাগলো সৌম্যদা এবং তার পরিবারের সবার অতিথি আপ্যায়ন দেখে। তুলি ভাবি ও অনেক আন্তরিকতার সঙ্গে সবাইকে বরণ করেছেন ❤️❤️
উনাদের আতিথেয়তা দেখে কলকাতা সম্পর্কে আমার যে বদ্ধমূল ধারণা ছিলো,সেটা পাল্টে গেছে!ধন্যবাদ,মাসীমা সহ উনার ফ্যামিলির সকলকে!আর বিশেষ করে আমাদের ফাহিম ভাই,যদিও খাওয়ার সময় viewer দের উদ্দেশ্যে ফানি কমেন্টস করেছে,উনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ!
মাশাল্লাহ তুলি বোউদি বাংলাদেশ এর পতি ভালবাসা দেখে ভালো লাগলো অনেক।। ❤️❤️❤️
Wow পছন্দের সব মানুষ একসাথে 🥰🥰🥰
আর মাসিমার ও মামার হাতের রান্না Just wow
দেখেই বুঝা যায়
দুজন কে একসাথে দেখে মন ভরে গেলো
অদের আতিথেয়তা মাশ আল্লাহ❤️
মন ছুয়ে দেওয়ার মতো 💐
দুই বাংলা মিলে মিশে একাকার ❤️❤️❤️❤️🇧🇩🇮🇳
খুবই ভালো লেগেছে। পুরো ভিডিও টা মনোমুগ্ধ হয়ে দেখলাম। নামে কাঁটাতার, আসলে তো দুই বাংলা ই আমরা বাঙালি। ❤️❤️
তুলি আসলেই অসাধারণ 😚
হিন্দু হয়েও কি সুন্দর সালাম দিলো
ব্যবহার সব মাশাল্লাহ
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। শুভ কামনা রইলো।
Tuli boudi ekdom innocent ekta manush. Khubi valo laglo. Please visit Bangladesh :)
বাংলা ফুড ভ্লগিং এর এই দুইটা চ্যানেল এর ভিডিওই আমার দেখা হয় মেইনলি যখনই দেখি মাঝে মাঝে। আমাদের দেশের Bangladeshi Food Reviewer আর কলকাতার Zerowatt Films. আজ দুই ভ্লগার কে কাকিমার বাসায় একসাথে দেখে খুবই ভালো লাগছে।
দেখে পেট ভরবে না জানি, তবে মনটা ভরে গেছে।
ফাহিম ভাইয়ের ভিডিও দেখে ভারতীয়দের প্রতি আমার ধারণা চেইন্জ হয়েগেছে ❤❤❤
ভাইরে ভাই ফাহিম ভাই আপনার এত ভিডিও দেখছি মুখে পানি আসে নাই আজকে মুখে পানি এসে গেছে ভাই সমু ভাইয়ের মা এর হাতের রান্না মাশাল্লাহ মুখে জল এসে যায়
- আমার দেখা ফাহিম ভাইয়ের সবচেয়ে সুন্দরতম ব্লগের মধ্যে এটা একটা Take love brother❤️
Excellent hospitality shown by Shoumya and his family. Tuli and Bhipal are a dear. Shoumya's mom is such a lovely lady and I'm sure she has a special place in her heart for Bangalis from Bangladesh. Mama is truly a master chef and may he live long and happy. However Fahim bhai didn't bring gifts for anyone? I find it strange.. I will be very happy if I am wrong in assuming so....
Amar chenel aso
অস্থির আয়োজন ❤️❤️❤️ হোস্টদের বাংলাদেশে আমন্ত্রণ জানাই।🇧🇩🇧🇩🇧🇩
ভালবাসাটা অটুট থাকুক দুই বাংলার
উনাদের আতিথেয়তা দেখে আমি মুগ্ধ।বাংলাদেশ থেকে উনাদের ধন্যবাদ জানাই।
A great hospitality shown by sommu and his family. Lots of to all of you❤.
এই ভিডিও এর জন্যে অপেক্ষা করছিলাম খুব সুন্দর লাগলো মনটা ভরে গেলো....2 জন হচ্ছে আমার কাছে বেস্ট.....
আমরা দুই দেশের হতে পারি কিন্তুু আমরা ভাই ভাই বেচে থাকুক এপার বাংলা ঐ পার বাংলার ভাল ভাসা ।🇧🇩🇮🇳🇧🇩🇮🇳🥰🥰🥰🙏
Collab ভিডিও এমনিতেও আমার খুব পছন্দের। তার উপর দুজন প্রিয় মানুষের একসাথে খাবারের ভিডিও। ফাটাফাটি।
ফাহিম ভাই আসলে সৌম্যভাইয়ের ফ্যামিলি মত এত ভালো মানুষ কোথাও পাওয়া যাবে না 💞💞💞💞
আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে দেখি তোমাদের অতিথি আপ্যায়ন অনেক ভালো লাগে তোমরা আসলেই অনেক ভালো মনের মানুষ
সত্যি অসাধারণ দুই বাংলার মানুষ।
ভারতীয়দের বাসায় দাওয়াত করে মেহমানদের এতো পদ রান্না করে খাওয়াতে দেখে খুব ভালো লাগলো।
বিসমিল্লাহ
এটাই সবথেকে ভালো লাগে 🥰
দুই বাংলার দুইজন পছন্দের মানুষকে একসাথে দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।