Kolkata to Ooty trip in Bangla | 2 days Ooty travel plan | Ooty tour plan Bengali | Ooty Tour Guide

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 187

  • @mithubanerjee2191
    @mithubanerjee2191 2 หลายเดือนก่อน +2

    Dada khub valo koorechen video ta korechen.....amra jabo....hwh theke kon train valo.....r comembatour theke ooty bus ache dada....asole amra 2jon...badget tour korte chai...

  • @somabanerjee155
    @somabanerjee155 4 หลายเดือนก่อน +1

    বেশ ভালো লাগলো আপনার ব্লগটা

  • @tarunbiswas1420
    @tarunbiswas1420 ปีที่แล้ว +2

    খুব সুন্দর

  • @fazlulkarimkhan9174
    @fazlulkarimkhan9174 ปีที่แล้ว +1

    excellent. Nicely explained. Beautiful places. thanks for sharing

  • @ramkumarsinha3123
    @ramkumarsinha3123 ปีที่แล้ว +1

    এত্ত বড় হিসেব 😄!!! দু জনের মোট কত খরচ হতে পারে?

  • @ImranHossain-rx7mv
    @ImranHossain-rx7mv หลายเดือนก่อน +1

    আমরা কোয়েমবাটুরে 15 বছর থেকেছি এবং 16 থেকে 17 বার উটিতে বেরাতে গিয়েছি। ভিডিও টা দেখে কত সৃতি মনে পরে গেল

  • @tanukabiswas9302
    @tanukabiswas9302 ปีที่แล้ว +1

    Khuub helpful ei blog ta

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      যদি উটি যাবার প্ল্যান করেন তবে এই ভিডিও এর সাথে সাথে মহীশূর ভ্রমন ভিডিওটা দেখবেন। দুই তিন আগে ওটা আপলোড করেছি। আগামীতে দক্ষিণের কৈলাশ বা কয়েম্বাতুর এর ভিডিও দেব, সেটাও দেখে নেবেন। এই তিনটে জায়গা নিয়ে দক্ষিণ ভারতের এক সপ্তাহের টুর হতে পারে। বা উটি এলে এই বাকি জায়গা দুটি মিস করবেন না।

  • @sumitasarkar5996
    @sumitasarkar5996 ปีที่แล้ว +1

    Darun 👍

  • @momentsMadePermanent
    @momentsMadePermanent 9 หลายเดือนก่อน +7

    আপনার ভিডিও দেখে প্ল্যান করে উটি, কুন্নুর, মুদুমালাই আর মহীশূর ঘুরে আসলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত তথ্য সমৃদ্ধ ভিডিও বানানোর জন্য। 🙏🙏

    • @bhromonindia
      @bhromonindia  9 หลายเดือนก่อน +1

      ধন্যবাদ। এই সময়ে খরচ অনেকটা কম হবে। অক্টোবরে আমার বন্ধুরা গিয়েছিল, গাড়ি ভাড়া ছিল ১৬০০-১৭০০ টাকা।

    • @krishanubasak8853
      @krishanubasak8853 6 หลายเดือนก่อน

      Kemon kharoch porlo per head

    • @BePassionateWithSoma
      @BePassionateWithSoma 4 หลายเดือนก่อน

      আপনি কিভাবে ঘুরলেন যদি একটু আমার সাথে শেয়ার করেন কারন আমি অক্টোবর এ যেতে চাই

  • @mousumimukherjee323
    @mousumimukherjee323 ปีที่แล้ว +3

    Khub valo laglo.Nice description

  • @abhijitgupta3509
    @abhijitgupta3509 4 หลายเดือนก่อน

    খাবার সমন্ধে কিছু বললে ভালো হতো, বিশেষ করে বাচ্চাদের জন্য

  • @Subhash-mk4vn
    @Subhash-mk4vn 6 วันที่ผ่านมา

    খুব ভালো ভিডিও আমরা ব্যঙালোর থেকে ৪.৯.২৪ এ উটি যাচছি।

  • @daskalyan4u
    @daskalyan4u 18 วันที่ผ่านมา

    Amra Dec e plan korchi. From Bangalore to Mysore, coorg, ooty. Amake bhalo car travel agent r khoj dite parben, amra 5 jon.

  • @papiyasarkar6609
    @papiyasarkar6609 7 หลายเดือนก่อน +1

    Aame Bangalore theke Ooty ghurte ki rakom kharaj janaben please

    • @bhromonindia
      @bhromonindia  7 หลายเดือนก่อน

      কীভাবে ও কোন সময়ে যাবেন তারপর নির্ভর করবে। এই ভিডিওয়ের হিসাব দেয়া হয়েছে পিক সিজিনের , এটা এটার থেকে একটু বেশি খরচ হবে আর অফ সিজিন গেলে এর ২/৩ খরচে হয়ে যাবে। কারণ হোটেল ও গাড়ির খরচ অনেক কম। বন্ধু গত অক্টোবরে লক্ষ্মী পূজার একটু আগে গিয়েছিল , ছোট গাড়ি মাত্র ১৮০০ টাকা প্রতি দিন ছিল জেতা ফুল সিজিনে ৪০০০-৫০০০ টাকা।

  • @missfunnyheart7352
    @missfunnyheart7352 4 หลายเดือนก่อน

    Kon kon mase bus package gulo chole ?

  • @RAYANSENAPATI
    @RAYANSENAPATI หลายเดือนก่อน

    Dada ooty te October a jabo..oi time ki wather thik thakbe?mysuru theke privet car nebo tar ph no dile bhalo hoto

  • @manasroy5021
    @manasroy5021 2 หลายเดือนก่อน +1

    Apnar presentation er fan hoa gelam. Ooty, Mahisuru plan korlam October'24 e. Amake Bangalore to Mysuru by car r Ooty theke Bangaluru Private cab er suggestion dile anek upakar hay. Train Duranto Express book korechi.😊

    • @bhromonindia
      @bhromonindia  2 หลายเดือนก่อน

      ব্যাঙ্গালোর থেকে মাইসোর যাবার জন্য বন্দে ভারত আছে। দুপুরে ছাড়ে দেখতে পারেন যদি কাজে আসে।তাছাড়া অনেক অন্য ট্রেন ও আছে। যদি গাড়ি চান তবে ওলা বা উবের আউটসেশন নিতে পারেন। আমার চেনা কোনো ড্রাইভার
      নেই।

    • @manasroy5021
      @manasroy5021 2 หลายเดือนก่อน

      Apnake dhanyabad. R SMVT r kache hotel idea means family nia Ooty theke fire ekdin thakte chai Bangaluru , Apnar SMVT video ta dekhechi but ektu better hotel ja essy to axis kora jabe SMVT

  • @samarb9329
    @samarb9329 ปีที่แล้ว +1

    Oh lovely video.
    Aamra 5 pax in family now at Bangalore.
    Aapner guidance moton aamra Tamilnadu tourisam er 5 pax family room nebo bhavchi.
    17th bangalore thekey start korey by car mysuru thakbo 3 nights.
    . 20th jabo Ooty
    22nd start korbo from ooty and evening return to Bangalore.
    June er 3rd week ,week days e rush surely ektu kom hobey!!
    Aapni ki bolen from your experience??
    Ei time ta ki off season??
    Pls janaben. Thanks

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      না পিক না অফ , একটু ঢিলা ভাবে চলবে। অফ সিজিন আসছে। বৃষ্টি শুরু হবে , গরমের ছুটির পর স্কুল খুলে গিয়েছে। ফলে এবার কিছুদিন লোকে বিশ্রাম নিয়ে আবার পুজোর আগে শুরু হবে। জুন শেষ , জুলাই, আগস্ট একটু অফ বলতে পারেন।
      মহীশূর তিন দিন বেশি হবে , বরং এর সাথে গন্ডেন টেম্পল দেখে নিন যেটা মহীশূর থেকে কুর্গ এর দিকে আছে। আর মহীশূর থেকে উটি যাবার পথে মুদুমলই বা bandipur এ সাফারি করুন। আর যে রুটে বলেছি ওটায় রাস্তা বেশি হলেও গেলে ভাল লাগবে। ফিরুন কোয়াম্বাটর ঘুরে। ওখানে আদি যোগী শিবা দেখে নিন , খুবই ভাল জায়গা। তারপর কোয়েম্বতর ঠিক ব্যাঙ্গালোর ফিরে আসুন। কোয়াম্বাটর ও উটি তামিলনাড়ু টুরিজম এর হোটেল বুক করতে পারেন কিন্তু অন্তত এক দিন আগে বুক করতে হবে। মহীশূরে আমি একটা হোটেলে থাকি সেটাও দেখতে পারেন। কম খরচে বেশ ভাল হোটেল। এই সকল ভিডিও হোটেল আমার চ্যানেলের ভিডিওগুলি থেকে পেয়ে যাবেন।

  • @AllinoneAIObengalivlogger
    @AllinoneAIObengalivlogger 3 หลายเดือนก่อน

    July te ki sit er poshak lgte pare ooty te ?? Bolte parben plz. Apni kon mas a gchilen??

  • @malaybiswas8774
    @malaybiswas8774 3 หลายเดือนก่อน

    আমার banglore থেকে উটি সকাল এ পৌঁছব। দুই রাত্রির প্ল্যান । তাহলে ১স্ট ডে & 2nd day প্ল্যান কি করে করব । যদি ডিটেইল কিছু দেন খুব উপকৃত হতাম। মর্নিং e hotel o dei na ? Banglore theke jawar jonno kon transport bhalo hobe।

  • @sutanukaroy561
    @sutanukaroy561 4 หลายเดือนก่อน

    Ooty & Mysore যাওয়ার plan করছি তাই আপনার ব্লগটি দেখছিলাম। আমার একটি প্রশ্ন আছে, আচ্ছা আমরা যদি ooty complete করে check out করে নিয়ে একদম luggage নিয়ে coonoor যাই এবং toy train এ করে যাই, তাহলে luggage নিয়ে toy train এ travel করা যাবে?

    • @bhromonindia
      @bhromonindia  4 หลายเดือนก่อน +1

      যায়। তবে বিশাল পরিমাণে লাগেজ হলে অসুবিধা হবে। আপনি আমার টয় ট্রেনের ভ্লগ টি দেখতে পারেন। ভাল আইডিয়া পাবেন।

    • @sutanukaroy561
      @sutanukaroy561 4 หลายเดือนก่อน

      Ok. Thanks.

  • @MdHasan-ti5th
    @MdHasan-ti5th 7 หลายเดือนก่อน +1

    This is your first video I checked. Nice presentation and informative.
    Subscribed already.
    Thanks from Dhaka, Bangladesh

    • @bhromonindia
      @bhromonindia  7 หลายเดือนก่อน

      Thanks and welcome

  • @dibyendubanerjee7155
    @dibyendubanerjee7155 ปีที่แล้ว +1

    Pls inform me about total tour cost (apprx) from kolkata to ooty

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      ভিডিও এর শেষে একটা আইডিয়া দিয়েছি, ওখানের থেকে একটা ধারণা পেয়ে যাবেন।

  • @Sanskrit_soma466
    @Sanskrit_soma466 ปีที่แล้ว +1

    কোলকাতা থেকে উটি যাওয়া এবং ফেরার ট্রেন স্টেশন কি?
    অর্থাৎ উটি থেকে কোলকাতায় ফিরবো কিভাবে? Please জানাবেন।

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      ভিডিও তে তো রয়েছে। উটি থেকে সরাসরি ট্রেন নেই। হয় মহীশূর অথবা কয়াম্বাতর থেকে কলকাতার ট্রেন পাবেন।

  • @sonalinaskar5126
    @sonalinaskar5126 ปีที่แล้ว

    Ektu janaben Bangalore airport nearest bus stop ki ache jekhan theke Ooty bus pabo....

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      উটির বাস এর জন্য আপনায় শহরের মধ্যে আসতে হবে। এয়ারপোর্ট শহরের উত্তরে আর উঠি দক্ষিনে। সরকারি ভলভো বাস ও redbus এর মতো অ্যাপ থেকে বাস বুক করতে পারবেন। বাস কোম্পানি শহরের মধ্যে অনেকগুলো জায়গা থেকে পিকআপ করে সেটা বাস কোম্পানি জানিয়ে দেবে বা আপনি বাস বুক করবার সময় অ্যাপ এ চেক করতে পারবেন।
      bangalore.ind.in/bangalore-to-ooty-by-bus

  • @samarb9329
    @samarb9329 ปีที่แล้ว +1

    Tomra kon month n year e gechiley pls janio.
    Tamilnadu govt hotel/ lodge er room tariff pls janio. Also booking contact details janaley viewers der valo hobey.
    Otherwise informative video hochhey.
    All the best.
    Aamra mid June e mysore ooty Jabar plan korchi from Bangalore.
    Eber kunoor Jabar katha also bhavchi.
    Kunoor e lodge or hotel er information diley valo hoi please.
    Thanks

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      ভিডিওতে জানিয়েছিলাম। মে মাসের প্রথম সপ্তাহে।

  • @taniyamazumder7139
    @taniyamazumder7139 11 หลายเดือนก่อน

    Amra feb er second week jawar kotha bhabchi ...jawa jae ki...ghora jabe tokhon naki khub thanda

    • @bhromonindia
      @bhromonindia  11 หลายเดือนก่อน +1

      ঠাণ্ডার পোশাক নিয়ে চলে আসবেন। এই সময় খরচ অনেক কম হবে।

  • @abhijitdutta275
    @abhijitdutta275 ปีที่แล้ว +1

    Local sight seeing er je tourist bus gulo r kotha video te bolechen se gulo ki valo vabe sight gulo dakhae? Mane kichu jaegae ami dekhechi tourist bus gulo khub tarahuro kore r valo vbe kono spot dekha jaena... Ekhan kar bus gulo kmn ektu janaben..

    • @barsharsathe9688
      @barsharsathe9688 4 หลายเดือนก่อน

      Kono tarahuro kore na 1 hr kore time dey ek ekta jaiga dekhar jonno

  • @KaushikHaldar-e4k
    @KaushikHaldar-e4k 4 วันที่ผ่านมา

    Very nice Video ❤❤❤

  • @easylessonsbyaditya9228
    @easylessonsbyaditya9228 ปีที่แล้ว

    Very nice

  • @prabirmukhopadhyay1949
    @prabirmukhopadhyay1949 ปีที่แล้ว +4

    পর্যটকরা বেড়াতে যাওয়ার আগে যা যা জানতে চান, আপনারা সেগুলোকে সম্পূর্ণ রূপে কভার করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      কমেন্টের জন্য ধন্যবাদ। আমার সকল গাইড ভিডিও একই ফরম্যাটে হয় , vlog অন্য ভাবে। উটি সাথে মহীশূর এর প্ল্যান করতে পারেন। মহীশূর এর ভিডিও টাও দেখেনিন সুবিধা হবে। আর অন্য দিকে কয়েম্বাতর সেটার অবশ্য vlog আছে।

  • @mahmudhasan2258
    @mahmudhasan2258 ปีที่แล้ว

    আমি Bangalore থেকে উটি ঘুরতে চাইছি।টটিন্ডিন সময় আছে।কিভাবে কম খরচে ঘোড়া যায় জানাবেন প্লিজ।

  • @malaybiswas8774
    @malaybiswas8774 3 หลายเดือนก่อน

    Mid of জুলাই এ উটি যাওয়া কি ঠিক হবে। Safe তো?? কোন locaton এর হোটেল বেস্ট?

    • @bhromonindia
      @bhromonindia  3 หลายเดือนก่อน

      বৃষ্টি হতে পারে। আপনার কি পছন্দ সেই অনুসারে, শহর নাকি ফাকা জায়গায়।

  • @soukatshaw1153
    @soukatshaw1153 ปีที่แล้ว +2

    27 th December going to ooty

  • @diptadeepaddya1971
    @diptadeepaddya1971 9 วันที่ผ่านมา

    Bus book korbo kivabe dada

  • @alimuzzamankhan6314
    @alimuzzamankhan6314 10 หลายเดือนก่อน

    Beautiful curved. Many thanks. I like to know please tell me total cost for two person.

  • @nirmalyabhowmik5585
    @nirmalyabhowmik5585 ปีที่แล้ว +1

    Very compact tour guide, thank you so much. Keep it up. 🙏❤✌

  • @diptadeepaddya1971
    @diptadeepaddya1971 8 วันที่ผ่านมา

    Ai bus book korbo kivabe

  • @paramitapal2484
    @paramitapal2484 ปีที่แล้ว +1

    Amra Ooty, coonoor miliye 3 din thakbo.. kothai kothai ghurbo jodi bolen???

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว +1

      উটিটে তিন দিন মানে দারুন ভাবে ঘুরতে পারবেন। একদিন কুননুর থাকুন বাকি দুই দিন উটি থাকুন। Coonoor এর চা বাগানের মধ্যে থাকার এক আলাদা এক মজা। আমি তিন বার গিয়েছিলাম তবু মনে হয় আবার যাই। বাকি দুই দিন উটি থাকুন, একদিন উটি কাছের জায়গাগুলো ঘুরুন আর একদিন দূরে মুদুমালই এবং এই রাস্তায় সেসব ড্যাম আর অন্য স্পট গুলো আছে সেইগুলো দেখে নিন। জায়গার পুরো ডিটেইলস এই ভিডিওতে পেয়ে যাবেন।

  • @biswajitrai3574
    @biswajitrai3574 4 หลายเดือนก่อน

    Total khoroch tai bollen na.

  • @pankajpahari7523
    @pankajpahari7523 27 วันที่ผ่านมา

    Great news

  • @anushreedas5657
    @anushreedas5657 4 หลายเดือนก่อน

    2 days e ki ghora jabe oothi amader time ektu kom ache &kadin lage howrah theke oothi pouchate kindly ektu bolben

  • @samarb9329
    @samarb9329 ปีที่แล้ว +1

    Aapner deoa link e Tamilnadu tourisam er okhaney khoj korlam. But no response.
    Request, ooty r ei Tamilnadu hostel e jhekhaney aapnara sabay chilen taar kono phone number jodi den taholey amader upokar hoi.
    Many thanks.

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      ভিডিও ডেসক্রিপশন এ লিঙ্ক গুলি দিয়ে দিয়েছি। আমরা হোটেল ২ তে ছিলাম। এটা বাজারের শেষ দিকে আর বোটানিকাল গার্ডেন এর কাছে। হোটেল ১ বাজারের একেবারে মাঝে বা শুরুতে বলতে পারেন।
      এই লিংকে ফোন নম্বর ইমেল পাবেন। অফিস টাইমে ফোন করে দেখতে পারেন।

    • @samarb9329
      @samarb9329 ปีที่แล้ว

      Thanks

  • @soniamondal6169
    @soniamondal6169 ปีที่แล้ว +1

    Auto kore ghurle star per day kirokm charge nei okhna.? Aktu janaben please

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว +1

      সাধারণত অটো তে ১৫০০ টাকার কাছাকাছি হওয়া উচিত। তবে সিজন হিসাবে কমবেশি হবে। দরদাম করে গাড়ি ঠিক করবেন। আর যদি লোকাল বাস টুর করেন তবে আমার মনে হয় অটো এর চেয়ে আরামদায়ক ও কম খরচে হবে। বাস টুর মাথাপিছু টুর কত গুলো point ঘোরাচ্ছে এবং তার দুরত্ব কত সেই হিসাবে ৩৫০-৪৫০ টাকার মধ্যে হয়।

  • @debabratasanyal5268
    @debabratasanyal5268 2 หลายเดือนก่อน

    Dada, mysuru theke ooty jete chai. Bus valo toh? Ooty theke coonor koto km

  • @goutamdas1623
    @goutamdas1623 ปีที่แล้ว +2

    এতো পরিচ্ছন্ন ও বাহুল্যবর্জিত বেড়ানোর ভিডিও দেখানোর জন্য ধন্যবাদ , কোনও বাজে বকা নয় , নিজেকে জাহির করা নয় , যতটুকু প্রয়োজন ঠিক ততটাই , দেখে অন্যরা যদি একটু শেখে |

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      ধন্যবাদ। গাইড ভিডিওগুলি আমি ঠিক একই ফরম্যাট এ তৈরি করি। এমনি ভিডিও আছে মহীশূর ভ্রমন , হাম্পি ভ্রমন এবং আগামীতে আসবে কেরল ভ্রমন গাইড। Vlog এর ফরম্যাট আলাদা। প্রতিটা ভ্রমন সিরিজ বা বলতে পারেন vlog সিরিজের শেষে একটা কমপ্লিট গাইড ভিডিও থাকে।
      আশাকরি এমন সকল ভিডিওগুলো ও আপনার ভাল লাগবে।

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      আর হ্যা বলতে ভুলে গেলাম যদি এই গাইড গুলি পড়তে চান তবে আমার blog follow করতে পারেন। অ্যাড্রেস www.bhromon.in

  • @aparajitamukherjee1361
    @aparajitamukherjee1361 ปีที่แล้ว +1

    Onek gulo video dekhleo etite eto sundor bornona roeche j etai holo Ooty tourist places r best video

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      ধন্যবাদ। আমি ভ্রমণের বিষয়ে দুই ধরনের ভিডিও করি। এটা ছিল এক প্রকার, ভ্রমণ গাইড। আরেকটা থাকে ভ্লগ। যদি সকল তথ্য এক জায়গায় তাড়াতাড়ি চাই তবে গাইড ভিডিও যেমন এটি। আর যদি কোনো জায়গার ডিটেইল এ জানতে হয় তবে ভ্লগ দেখতে হবে। আপনি আমার ভিডিওগুলোর যে কোনো গাইড দেখলে একই ফরম্যাট এ পাবেন আর পড়তে চাইলে একই তথ্য আমার ব্লগ এ পাবেন। ব্লগ লিঙ্ক www.bhromon.in

  • @ayansen6292
    @ayansen6292 2 ปีที่แล้ว +1

    যেকোনো এক দিক থেকে শুরু করে অন্য দিক থেকে ফেরার ব্যাপার টা বুঝতে পারলাম না। ।

    • @bhromonindia
      @bhromonindia  2 ปีที่แล้ว +3

      ভিডিওতে বুঝিয়েছি, সম্ভব হলে আরেকবার দেখুন ব্যাপারটা পরিষ্কার হবে। উটি এর এক দিকে আছে মহীশূর অন্য দিকে আছে কোয়াম্বাতর শহর। যেকোনো এক শহর থেকে উটি যেতে পারেন। তারপর উটি ঘুরে অন্য শহর থেকে ফিরে এলে উটি এর দুই দিক দেখা হয়ে যাবে।

  • @sadanandachatterjee4841
    @sadanandachatterjee4841 ปีที่แล้ว +2

    Ami 14th march pouchabo.valo hotel er nam bolle valo hai.I am a solo traveller

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      তামিলনাড়ুতে আমার প্রথম পছন্দ টিটিডিসি হোটেল। কয়াম্বাটর, উটি ও মহীশূর এক সাথে প্ল্যান করতে পারেন। তাহলে পুরো এলাকা কভার হবে।

    • @sadanandachatterjee4841
      @sadanandachatterjee4841 ปีที่แล้ว

      Ami 3 days ooty,2days musuru,2days croog jabo bole pograme korechi.croog to bangalore then return to mas.then towrards howrah

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      @@sadanandachatterjee4841 croog to bangalore then return to mas - mas ta ki? baki plan thik ache.

  • @kanchanbiswas544
    @kanchanbiswas544 2 หลายเดือนก่อน

    Bangalore theke ooty jabo ami baba ma ki bhabe jabo

    • @bhromonindia
      @bhromonindia  2 หลายเดือนก่อน

      Bus paben. Redbus type app e dekhun.

  • @jayantadey.7768
    @jayantadey.7768 ปีที่แล้ว +1

    Ooty te Tamilnaru government er room booking er link ta deben please

  • @raktimmahanta1688
    @raktimmahanta1688 2 หลายเดือนก่อน

    Please give me some Hotels name and number

    • @bhromonindia
      @bhromonindia  2 หลายเดือนก่อน

      তামিলনাড়ুর যে কোনও জায়গায় আমার পছন্দ তামিলনাড়ু টুরিজম এর হোটেল। ttdc ওয়েবসাইট থেকে বুক করতে হয়। ওয়েবসাইট উটি গাইড ভিডিও ডেসক্রিপশন এ আছে।

  • @TUSHARKANTIBANDYOPADHYAY
    @TUSHARKANTIBANDYOPADHYAY 11 หลายเดือนก่อน

    Share e gari kotha theke pawa jay mysuru naki coimbatore theke

  • @aparnashee4605
    @aparnashee4605 5 หลายเดือนก่อน

    এখানকার মানুষ হিন্দি বোঝেন? আমি tirupati গিয়ে language problem face করেছি, তাই ask করলাম

    • @bhromonindia
      @bhromonindia  5 หลายเดือนก่อน

      কিছু মানুষ বোঝে, হোটেল গাড়ি ড্রাইভার এর বোঝে।

  • @biswajitkarmakar4311
    @biswajitkarmakar4311 6 หลายเดือนก่อน

    কোয়েম্বাটর থেকে উটি কি টয় ট্রেন যায়? আমি তো গেছিলাম মেট্টুপলায়াম থেকে।

    • @bhromonindia
      @bhromonindia  6 หลายเดือนก่อน

      আপনি যেখানের থেকে গিয়েছিলেন ওই জায়গাটা তো কোয়াম্বাটর এর কাছেই। ওখানের থেকেই ট্রেন যায়।

    • @biswajitkarmakar4311
      @biswajitkarmakar4311 6 หลายเดือนก่อน

      আসলে আমি ভাবলাম টয়ট্রেন টি কী এখন কোয়েম্বাটর থেকে ছাড়ছে? পরে IRCTC তবে দেখলাম, না এখনও মেট্টুপলায়াম থেকেই ছাড়ে। এই ষ্টেশনটি কোয়েম্বাটোর থেকে প্রায় 45 কিমি দূরে।

  • @jayantasamanta1242
    @jayantasamanta1242 ปีที่แล้ว +1

    Nice presentation ❤

  • @taritroymukherjee7233
    @taritroymukherjee7233 ปีที่แล้ว +1

    Very helpful

  • @enakshiadhikary2060
    @enakshiadhikary2060 2 ปีที่แล้ว +1

    Dada dujoner total khoroch ta bolun please.
    Kol.to ooty via kunnor.
    R private car ei jabo koyembatoor theke.

    • @bhromonindia
      @bhromonindia  2 ปีที่แล้ว +1

      প্রশ্নের জন্য ধন্যবাদ। ভিডিও এর শেষে আমি একটা হিসাব দিয়েছি যে কেমন খরচ হতে পারে। আপনি ওখানের থেকে একটা ধারণা পেতে পারেন। গাড়ি ভাড়া সময় হিসাবে ওঠা নামা করে, ভাল হয় আপনি কোনো গাড়ি কোম্পানির সাথে যোগাযোগ করে এস্টিমেট নিতে পারেন। অনলাইনে তারা যে খরচ বলছে এস্টিমেট চাইলে দেখেছি বেশি বলছে। ফলে গুগলে খুঁজে তারপর ফোন করে কথা বলে নিন। আর বেশি অ্যাডভান্স করবেন না বা ভাল হয় অ্যাডভান্স না করেই সরাসরি গিয়ে গাড়ি নিতে পারেন। কয়েমবাটর থেকে গাড়ি নিতে পারেন, অনেক গাড়ি আছে। আর কয়েমবাটর গেলে অবশ্যই Adiyogi Shiva দেখতে ভুলবেন না। Hampi ভ্রমণের পরে আমি কেরল ও তামিলনাড়ু ভ্রমণের ভিডিও দেব, সেখানে শুরু করছি এই Adiyogi Shiva ভ্রমন দিয়ে। একটা শর্ট ভিডিও ইতিমধ্যেই চ্যানেল এ দিয়েছি।
      উটি তে আলাদা গাড়ি নিতে পারেন। রাতে গাড়ি ধরে রাখলে খরচ বাড়বে। তারপর যদি মহীশূর বা অন্য জায়গায় যান সেক্ষেত্রে উটি থেকে আলাদা গাড়ি পেয়ে যাবেন।

  • @ramijmolla-nh7ly
    @ramijmolla-nh7ly ปีที่แล้ว +1

    পার হেড কতো খরচ হতে পারে হাওড়া থেকে হাওড়া।

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      ভিডিওতেই একটা ধারণা দেয়া আছে। মনে হয় শেষের দিকে।

  • @biswanathpal3593
    @biswanathpal3593 7 หลายเดือนก่อน

    ভাল বলেছেন, তবে commentary r সাথে জায়গার নামগুলো screen a দিলে আরও ভালহতো

    • @bhromonindia
      @bhromonindia  7 หลายเดือนก่อน

      ঠিক বুঝতে পারলাম না।

  • @Dailyvlog2024bymoumita
    @Dailyvlog2024bymoumita ปีที่แล้ว +1

    Per head koto kore holo pls ektu bolun.hisab ta bujhe uthte parchi na

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว +2

      দেখুন বেড়াবার খরচ ঠিক কত এটা বলা খুবই মুশকিল। কারণ প্রত্যেকে আলাদা আলাদা ধরনের বিষয়ে গুরুত্ব দেয়, যেমন কেউ হয়ত ভাল হোটেল চায়, কেউ স্পেশাল খাবার , কেউ ভাল গাড়ি কেউ আবার যে কোনো ভাবেই হোক ঘুরে নিতে চায়। তারপর আপনার টিম কত বড়। যদি দুই বা তিন জন জন তাহলে এক যদি বড় টিম হন তবে আলাদা।
      একটা মোটামুটি হিসাব দুই জনের ঘর ১২০০-১৫০০ থেকে শুরু, পিক সিজন বাদে। খাওয়া কমে করলে সকালে ইডলি ধো সা খেলে ৫০-৭০ টাকা, দুপুরে সবজি ভাতের থালি ১০০-১২০ টাকা, রাতে আবার সস্তায় করলে ৭০-১০০ টাকা। এটা মিনিমাম। আর যাতায়াত যদি বাসে ঘোরেন তবে মাথা পিছু ৩৫০/৪০০ টাকা । এর কমে সমস্যা হবে। এবার যত বেশি করবেন তত ভাল। তবে ভাল হয় যদি ৪ জন বা ৭-৮ জন বা ১২-১৪ জনের দল হন তবে ছোট গাড়ি বা সুমো জাতীয় গাড়ি বা ছোট বাস নইলে খরচ কম হবে। থাকা বড় রুমে আমরা ছিলাম ৮ বেড ৪০০০ টাকার মত আর খাওয়া আপনার ওপর। Vlog গুলো একটু দেখুন ভাল বুঝতে পারবেন। আশা করি একটা আইডিয়া দিতে পারলাম।

    • @Dailyvlog2024bymoumita
      @Dailyvlog2024bymoumita ปีที่แล้ว +1

      @@bhromonindia অসংখ্য ধন্যবাদ আপনাকে

  • @runaghosh668
    @runaghosh668 ปีที่แล้ว

    Koto khoroch hobe per person?

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      ভিডিও থেকে একটা ধারণা পেয়ে যাবেন। সঠিক বলা সম্ভব নয়।

  • @manobendramukherjee4984
    @manobendramukherjee4984 ปีที่แล้ว

    নভেম্বর মাসে ফ্যামিলি(২জন ও বাচ্চা )নিয়ে গেলে কলকাতা -উটি -কলকাতা কত খরচ হতে পারে 3দিন মাঝে থাকবো।

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      ভিডিওতেই খরচের একটা ধারণা পাবেন হয়ত একটু সস্তায় পাবেন হোটেল গুলি। নভেম্বরে এখানে খুবই ঠান্ডা থাকে।

  • @Prabal82
    @Prabal82 ปีที่แล้ว +1

    Nice presentation god bless

  • @rameshsahoo4573
    @rameshsahoo4573 6 หลายเดือนก่อน

    Not good block

  • @enaink
    @enaink ปีที่แล้ว

    জুলাই মাসে কি যাওয়া যাবে?তখন তো বৃষ্টির সময়,কোনো অসুবিধে হবে কি?

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว +1

      না খুব একটা সমস্যা হবে না।

  • @drbhaskarbasu5312
    @drbhaskarbasu5312 ปีที่แล้ว

    Amar mote banglar Mirik Sittong Darjeeling Kalingpong onek besi sundor.

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      দার্জিলিং শহরের চেয়ে উটি শহর সুন্দর। মিরিক সুন্দর কিন্তু coonoor আরো সুন্দর। বাকি জায়গাগুলি যাইনি। তবে দার্জিলিং হিমালয়ে এখানে বরফ মোড়া পাহাড় দেখাযায় , যেটা এখানে নেই। বরফ ঢাকা পাহাড়ের রূপ আলাদা ও সুন্দর এই জাতীয় পাহাড় থেকে। আবার হিমালয়ে প্রতি পদে বিপদ, রাস্তা ভাল না। সেইদিক থেকে এই পাহাড় অনেক নিরাপদ। দুটি জায়গার দুই রূপ , কে ভাল কে খারাপ সেটা বলা সম্ভব নয়।

  • @arghyamukherjee4381
    @arghyamukherjee4381 ปีที่แล้ว +2

    খুব ভালো উপস্থাপনা।

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว +1

      Thank you, www.Bhromon.in আমার ভ্রমন ওয়েবসাইট ওখানে গিয়ে আরো বেশ কয়েকটি ভ্রমন গাইড পড়ে দেখতে পারেন। আশা করি ভাল লাগবে।

  • @diptadeepaddya1971
    @diptadeepaddya1971 8 วันที่ผ่านมา

    Bus er contact no deben dada

    • @bhromonindia
      @bhromonindia  8 วันที่ผ่านมา

      Redbus app, easymytrip app, goibibo app এই জাতীয় অ্যাপ ব্যবহার করুন।

  • @rudrajitroy543
    @rudrajitroy543 ปีที่แล้ว

    amra chennai theke package toure e uti gachilam,ebar sudhu uti e jabo, njp theke uti jete hole ki howrah hoe jete hobe.

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      গুহায়াটি থেকে কন্যাকুমারী একটা ট্রেন আছে , সেটা মনে হয় ব্যাঙ্গালোরে হয়ে বা কয়াম্বাতর হয়ে যায়। আপনি যে কোনো জায়গায়। নেবে সেখানের থেকে উটি যেতে পারেন।

  • @dipendranathpal9178
    @dipendranathpal9178 ปีที่แล้ว +1

    Darun laglo apnar video ti

  • @souravpaul657
    @souravpaul657 ปีที่แล้ว

    দাদা coimbatore থেকে ১৫জন গাড়ি নিয়ে যদি উটি ঘুরে আবার রাতে ফিরে আসি তালে কিরকম ভাড়া নিতে পারে?

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      যাতায়াতে চলে যাবে ৫/৬ ঘণ্টা। বাকিটুকু সময়ে কী ঘুরবেন? একটা দুটো জায়গা ঘুরেই সময় চলে যাবে।
      টেম্পো ট্রাভেলর গাড়ি পাবেন। কত নিতে পরে সে আইডিয়া নেই ওদের সাথে সরাসরি ফোন করে কথা বলে নিলে ভালো ধারণা পাবেন।

    • @souravpaul657
      @souravpaul657 ปีที่แล้ว +1

      @@bhromonindia আচ্ছা তালে একদিন থাকতে হবে উটি তে তালে ভালো ঘোরা যাবে।।। আমাদের ফেরার ট্রেন আছে উটি coimbatore থেকে রাত ১:৩৫এ। সেদিন তালে উটি ঘুরে নেমে যেতে হবে।।।

  • @ashokedey5530
    @ashokedey5530 ปีที่แล้ว

    Dada হাওড়া টু হাওড়া per head কত পড়তে পারে? এর মধ্যে তিন দিন উটিতে থাকবো। যেতে আসতে কত দিন লাগবে? Per head 10Kতে হবে? Kindly একটু বলবেন।

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      ট্রেনের কোন ক্লাসে যাবেন, মোট কত দিন থাকবেন, কোন কোন জায়গায় যাবেন আর কত জন যাবেন এসব না জানলে বলা মুশকিল। বড় টিম আর স্লিপার এ গেলে হয়ে যেতে পারে। তবে উটি এসে কয়াম্বাতোর ও মহীশূর ঘুরে গেলে ভাল।

  • @moughosh4603
    @moughosh4603 ปีที่แล้ว +1

    Darun uposthapona..

  • @Sanskrit_soma466
    @Sanskrit_soma466 ปีที่แล้ว

    টয় ট্রেন এর সময় সূচী কি?

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      ভিডিওতে রয়েছে অথবা irctc থেকে একবার দেখেনিন

    • @Sanskrit_soma466
      @Sanskrit_soma466 ปีที่แล้ว

      ধন্যবাদ

  • @prabirmukhopadhyay1949
    @prabirmukhopadhyay1949 ปีที่แล้ว +2

    বর্ণনা এবং ছবি নিয়ে এক কথায় সমস্ত ভিডিওটি অনবদ্য, বেশিরভাগ চ্যানেলে আসল কথা ছেড়ে অন্য জায়গায় চলে যায়,

  • @mubinurrahman8982
    @mubinurrahman8982 5 หลายเดือนก่อน

    চমৎকার ভ্রমণ গাইড

  • @smaranjitsengupta7962
    @smaranjitsengupta7962 ปีที่แล้ว

    Utiy utiy car fear koto hotay pary?

  • @sbhch5036
    @sbhch5036 ปีที่แล้ว

    দুজন কলকাতা থেকে উটি ভ্রমন করতে এখন মোটামুটি কত খরচ হতে পারে

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      কত দিন তার ওপর। হোটেল দিন প্রতি ১৫০০-১৮০০, খাওয়া ১৫০০, যাতায়াত শেয়ার বাস হলে ৮০০-১০০০ দুই জনের প্রতিদিন আর টিকিট । যদি দুই রাত - তিন দিনের ট্যুর করেন তবে সব মিলে ১১০০০ মতো খরচ উটিতে। ট্রেনের টিকিট আলাদা। আর অত দূর এলে নিশ্চয় অন্য জায়গায়ও ঘুরবেন সেটার খরচ আলাদা।

    • @sbhch5036
      @sbhch5036 ปีที่แล้ว

      Thanks a lot

  • @maniknag6468
    @maniknag6468 ปีที่แล้ว

    দাদা, উটি লোকাল সাইট সীইং এর সুবিধার জন্য লেক এর কাছে থাকব না আপার / মেইন মার্কেট এর দিকে

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      নিরিবিলি জায়গা পছন্দ হলে উটি লেকের পাশে ভাল। তবে আমার পছন্দ হবে বাজার এর কাছে। কারণ অচেনা জায়গায় সন্ধার পর একেবারে সুনসান হয়ে যায় ফলে আমি খুব একটা স্বস্তি বোধ করব না। এখন আপনার ওপর। ফ্যামিলি নিয়ে থাকার জন্য আমার ধারণা জায়গাটা খুবই অসুবিধার, বিশেষ করে সন্ধ্যার পর।

    • @maniknag6468
      @maniknag6468 ปีที่แล้ว +1

      @@bhromonindia সুমন দা আপনাকে অনেক ধন্যবাদ, আমি শেষ মুহূর্তে কেএসটিডিসি ময়ুরা হোটেল নন এসি স্ট্যান্ডার্ড রুম পেয়েছি, আমি ধারনা করছি যে নিকটবর্তী সাইট সীইং কম সময়ে ঘুরে দেখার জন্য কেএসটিডিসি ময়ুরা হোটেল এ থাকব, তবে আমিও বাজারের কাছেই থাকতে পছন্দ করি , এতে খাওয়া , গাড়ি সুবিধা হয়, তবে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      @@maniknag6468 আপনার ধারণা ঠিক। এসব সুবিধা ও রাত্রে বাজারে ঘুরতে সুবিধা হবে। ওখানের চকলেট অব্যশই টেস্ট করবেন , হট চকলেট টাও খুব সুস্বাদু।

    • @maniknag6468
      @maniknag6468 ปีที่แล้ว

      @@bhromonindia সুমন দা কয়েকটা প্রশ্ন ছিল আমি এই টুর প্ল্যান টা করেছি অক্টোবর দুর্গা পুজার সময়ে, সেই সময় ভীর থাকবে সেটা বাঞ্ছনীয় , সেটা চিন্তা করে দয়া করে জানাবেন যে ,
      ১ \ নিচের টুর প্লান টা করা সম্ভব, কি কি জায়গা কভার করা যাবে বা যাবে না আপনার কি মতামত। আমার কাটপাটী থেকে ট্রেন এর টিকিট কাটা আছে, আসলে আমার আগে ভেলরের প্লান ছিল।
      ২ \ Day 3, 4 & 5 গাড়ি ছাড়া অটো তে কভার করা যাবে
      ৩ \ বাকি Destination গুলো কি Private Car আগে থেকে বুক করতে হবে না On Spot লোকাল ট্রাভেল Agent বা হোটেল থেকে করা যাবে ( অক্টোবর দুর্গা পুজার সময়ে চাহিদার কথা মাথায় রেখে )
      22-10-2023 Day 1:
      Morning: Depart from Bangalore by road to Mysore, On the way visit bandipur national park, mudumalai national park
      Local Sightseeing Visit to Chamundi Hill Temple, Mysore Palace, Brindavan Gardens, Karanji Lake, Mysore Zoo and St. Philomena's Cathedral.
      Mysore. Hotel Siddharta Drop
      23-10-2023 Day 2:
      Morning: Depart from Mysore by road to Ooty Via T R Bazar en route visit Picnic Lake, Shooting Point , Pine Forest
      Local Sightseeing Visit to Ooty Lake, the Botanical Gardens, and the Doddabetta Peak
      Hotel Mayura Sudarshan Drop
      24-10-2023 Day 3:
      Morning: Depart from Ooty Local Sightseeing Visit to rose garden, St. Stephen's Church, Chocolate Museum
      Hotel Mayura Sudarshan Drop
      25-10-2023 Day 4:
      Morning: Depart from Ooty Udagamandalam to Coonoor Toy train
      Depart from Coonoor to Coimbatore by Road Drop in Isha Cottage Coimbatore
      26-10-2023 Day 5:
      Depart from Isha Cottage Coimbatore to Coimbatore Railway Station Drop

  • @mishrasankar4769
    @mishrasankar4769 ปีที่แล้ว

    Andaman tour full guide kichu dile valo hoy.

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      তাহলে তো আমায় আন্দামান যেতে হয়। কিন্তু আন্দামানের যা বাজেট লাগে সেটা তো আপাতত নেই 😦 আন্দামান কমবেশি ৫০ হাজার জন পিছু হলে ভাল। বেশ বড় বাজেটের ট্যুর হবে তাহলে।
      সমুদ্রের বলতে নেক্সট গোয়া যাবার ইচ্ছা আছে কিম্তু তাও কবে যাব জানিনা। দুই বার প্ল্যান করেও যাওয়া হয়নি। ফলে আগে গোয়া তারপর কখনোও আন্দামান।

  • @sadanandachatterjee4841
    @sadanandachatterjee4841 ปีที่แล้ว +1

    Nice

  • @bisakhadas04
    @bisakhadas04 ปีที่แล้ว

    Ooty theke kolkata ferar option ki

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      মহীশূর বা ব্যাঙ্গালোর বা কোয়াম্বাটর থেকে ট্রেন বা প্লেন।

  • @anuragsarkar1505
    @anuragsarkar1505 ปีที่แล้ว +1

    Ooty te Hindi language chole

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว +1

      100% চলে, কোনো সমস্যা হবে না।

    • @anuragsarkar1505
      @anuragsarkar1505 ปีที่แล้ว +1

      Tahole ghurte jabai jaye kono chap nai tai tou....

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว +1

      @@anuragsarkar1505 হা কোনো চাপ নেই।

  • @sharmisthamukherjee7123
    @sharmisthamukherjee7123 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @sumantabanerjee6927
    @sumantabanerjee6927 ปีที่แล้ว

    Nice Video, as well as informative also.. I am planning to go Ooty in March-23 end for 2 days.. And will try to follow as much as possible your video instructions..

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      Enjoy the trip. You can see Mysore and Coimbatore trip video as well.

    • @sukanyadas4033
      @sukanyadas4033 ปีที่แล้ว

      @@bhromonindia ⁰0000

  • @sadanandachatterjee4841
    @sadanandachatterjee4841 ปีที่แล้ว +1

    Ami tamilnadu turism hotel bool korechi.buse tour korte chai.ki vabe pabo

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      হোটেলে পৌঁছে বা আগেই ফোন করে ওদের জানিয়ে রাখবেন, ওরা ব্যাবস্থা করে দেবে। উটি সিরিজের দ্বিতীয় ভিডিওতে এমন একটা বাস আমি দেখিয়েছিলাম।

  • @indranidas6845
    @indranidas6845 ปีที่แล้ว +1

    Ekta jinish correction korte chai dada... coimbatore theke kono toy train Ooty jayna... Aai porisheba ti mettupalayam theke Ooty jaoar jonno ache. even coimbatore theke direct kono train e nai Ooty jaoar jonno.

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว +1

      একেবারে সঠিক তথ্য। আসলে এটা আমার ভুল হয়েছে, এখানে নির্দিষ্ট করে বলা উচিত ছিল স্টেশনের নাম। স্টেশনের নাম বললে মানুষ বুঝবেনা বলে আমি coimbatore বলেছি। সম্ভবত স্টেশন টা ৩০ কিলোিটার মত দূরে, coimbatore শহর থেকে। তথ্য টা দেবার জন্য ধন্যবাদ। কেউ কমেন্ট পড়লে জানতে পারবে।

    • @FirdousHussain-y7f
      @FirdousHussain-y7f ปีที่แล้ว

      Nilgiri Exp payjaben mettupalayam porkjonto
      Aapni irtc aap dounloard kore nin train er detels pay jaben

  • @sumondas1960
    @sumondas1960 ปีที่แล้ว

    Total kata kharach

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      ভিডিওতে দেয়া আছে।

  • @mamatamitra7824
    @mamatamitra7824 ปีที่แล้ว +1

    আমরা Bungalore থেকে গাড়ি করে উটি গিয়েছিলাম।

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      সেই রাস্তার ভিডিও ও একটা আছে চ্যানেলে

  • @tulan1568
    @tulan1568 ปีที่แล้ว +1

    Ooty coorg wayanad ghurte chai, kivabe plan korbo ektu help korun

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว +2

      প্রশ্নের জন্য ধন্যবাদ। তবে আপনি বলেননি আপনি কোথা থেকে আসবেন এবং কি ট্রেন বা প্লেন e আসবেন কিনা। ধরে নিচ্ছি আপনি কলকাতা থেকে ট্রেনে আসবেন। আপনাদের এই টুর এর জন্য প্রাইভেট গাড়ি হলে সুবিধা হবে। তবে পাবলিক গাড়ি তেও বেশ কিছু জায়গা ঘুরে নিতে পারেন।
      আপনি প্রথমে coambator চলে আসুন। ওখানে Adiyogi Shiva মূর্তি দেখে গাড়ি বা বাসে বা ছোট পাবলিক গাড়ি করে চলে আসুন উটি। উটি ঘুরতে দুই দিন প্রয়োজন হবে। উটি এর শহরের ভেতরের জায়গা এবং কুনুর দেখে নিন। তারপর চলে যান Wayanad এর দিকে। পথে পাইন ফরেস্ট ও অন্য সাইট সিন গুলো দেখে নিতে পারেন। এই জায়গায় ভিডিও গুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন। একটু ঘুরপথে গিয়ে চাইলে মূদুমালাই টাইগার সাফারি করে নিতে পারেন, এর ভিডিও টাও আছে চ্যানেলে। Wayanand এ চাইলে adventure activities করতে পারেন আনুমানিক দুই দিন লাগবে। এই জায়গাটা আমার এখনও যাওয়া হয় নি। আপনি অন্য কারো ভিডিও থেকে details তথ্য পেয়ে যাবেন। এর পর চলে আসুন Coorg। Coorg এর জায়গা গুলো খুবই ছড়ানো। এক একটা থেকে অন্য টা ৩০-৪০ কিলোিটার মত দূরে দূরে। আপনি madikeri শহরে থাকলে সব জায়গা গুলোর মোটামুটি মাঝামাঝি পাবেন। এখানে সব জায়গা ঘুরতে ২-৩ দিন লাগবে। তবে কমে করতে পারেন সেক্ষেত্রে আপনার কিছু জায়গা হয়ত বাদ দিতে হবে। উটি তে পাবেন চা বাগান আর Coorg এ পাবেন কফি বাগান। এর পর আপনি চলে আসুন মহীশূর শহরে। এখানেও বেশ কিছু ভাল জায়গা আছে তার মধ্যে অবশ্যই ঘুরবার মত জায়গা মহীশূর প্যালেস ও বৃন্দাবন গার্ডেন। মহীশূর থেকে ট্রেন নিতে পারেন। Coorg থেকে মহিসুর যাবার পথে সোনার বৌদ্ধ মন্দির অবশ্যই ঘুরে নেবেন। আর মুদুমালাই ফরেস্ট না ঘুরে Coorg এর ফরেস্ট টাও দেখে নিতে পারেন।
      অর্থাৎ আপনার প্রতি জায়গায় ২ দিন করে এবং যাতায়াত এর জায়গা গুলোর জন্য সময় লাগবে। আপনাদের বড় টিম হলে টেম্পো ট্রাভেলার গাড়ি নিতে পারেন তাতে খরচ কম হবে।
      তবে আমার মনে হয় Wayanad এর বদলে বা এই টুর এর সাথে Coorg এর পর Chikmagalur যোগ করে নিন। বৃষ্টির পর এই জায়গা দারুন। আমি সুইারল্যান্ড গিয়েছিলাম। এখানের বেশ কিছু জায়গা আমার সুইারল্যান্ডের সাথে মিল লেগেছে। বিশেষ করে বাবা বুদন গিরি রেঞ্জ টা। সেক্ষেত্রে উটি থেকে মহীশূর হয়ে Coorg তারপর saklesh পুর এর স্টার ফোর্ট ঘুরে Chikmagalur হয়ে Bangalore থেকে ট্রেন নিতে পারেন। ২০১৮ সালে এই টুর টা আমরা ৭ দিনে করেছিলাম, তবে পুরোটাই প্রাইভেট গাড়ি ছিল। আপনাদের গাড়ি ভেঙে ভেঙে নিলে খরচ কমে হবে নইলে রাত্রি থাকবার ফলে বেশি ভাড়া চাইবে।
      এই সকল ভিডিও ধীরে ধীরে আমার চ্যানেলে দেব, ফলে আপডেট পেতে subscribe করে বেল আইকন টা প্রেস করে নিলে notification পেয়ে যাবেন।

    • @tulan1568
      @tulan1568 ปีที่แล้ว +1

      Thank you, ami Kolkata theke jabo flight a, sathe 3years er bachha thakbe. Asa kori ae tour a kono osubidha hobena bachha niye.

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว +1

      @@tulan1568 weather এর ব্যাপারে কোনো সমস্যা হবে না।। প্রাইভেট গাড়ি নীলে ভালই ঘুরতে পারবেন। Happy journey

  • @saidurrahman-mx8nc
    @saidurrahman-mx8nc 11 หลายเดือนก่อน +1

    ওখানে বাংলা খাবার পাওয়া যায়

    • @bhromonindia
      @bhromonindia  11 หลายเดือนก่อน

      খুঁজিনি তাই জানি না। তবে সবজি থালি সবজি ভাল ডাল। ডিম মাংস বা মাছ পেয়ে যাবেন।

  • @Jayanta2024
    @Jayanta2024 ปีที่แล้ว

    Hotel Phone number deben??

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      ওয়েবসাইট ডেসক্রিপশন এ দেয়া আছে। সেখানেই ফোন নম্বর পাবেন।

  • @soukatshaw1153
    @soukatshaw1153 ปีที่แล้ว +1

    please ooty main bazar ke pass hotel ka phone number and cost

    • @bhromonindia
      @bhromonindia  ปีที่แล้ว

      অনেক হোটেল আছে, আর ডিসেম্বরে খুব বেশি ভিড় হবে না, তবে খ্রিস্টমাস সপ্তাহ ফলে কিছু লোক তো থাকবেই। যদিও এই সময় ভীষণ ঠাণ্ডা হবে, প্রায় শূন্যের কাছে তাপমাত্রা যেতে পারে।

  • @coronavaccine8971
    @coronavaccine8971 6 หลายเดือนก่อน

    What is the best time to visit Ooty?

    • @bhromonindia
      @bhromonindia  6 หลายเดือนก่อน

      Anytime , but post rain is green more and summer weather is excellent. It’s peak season is May -June

    • @coronavaccine8971
      @coronavaccine8971 6 หลายเดือนก่อน

      @@bhromonindia apni kokon giyechilen and winter a ooty gele kemon hobe?