monihar cinema hall. এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মনিহার সিনেমা হল

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.พ. 2022
  • মনিহার সিনেমা হলে কিভাবে ছবি প্রদর্শন করা হয় তা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো
    1983 সালের 8 ডিসেম্বর মনিহার সিনেমা হল উদ্বোধন করা হয়
    হাজার 983 সালে কিভাবে মনিহার হলে সিনেমা দেখানো হতো
    তাই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো
    এবং বর্তমানে কিভাবে সিনেমা দেখানো হচ্ছে ডিজিটাল ফরমেটে সেটাও দেখানো হলো
    বিশেষ করে গাছ মাল্টিমিডিয়া কিভাবে তাদের সার্ভার নিয়ন্ত্রণ করে তা এই ভিডিওর মাধ্যমে দেখানো হলো
    কিভাবে এসকে সার্ভার নিয়ন্ত্রণ করা হয় তাও এই ভিডিওর মাধ্যমে দেখানো হলো
    মনিহার সিনেমা হল কে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই
    আপনারা যদি মনিহার হল সম্বন্ধে ডিটেলস কিছু জানতে চান তাহলে পুরো ভিডিওটি দেখলেই বিশদ ধারণা পাবেন

ความคิดเห็น • 145

  • @ManishGupta-kz8db
    @ManishGupta-kz8db ปีที่แล้ว +6

    ভারত থেকে বলছি অসাধারণ ভিডিও হয়েছে

  • @mdazizaziz1819
    @mdazizaziz1819 ปีที่แล้ว +3

    অপূর্ব সুন্দর একটি সিনেমা হল মনিহার

  • @hahhh8953
    @hahhh8953 ปีที่แล้ว +11

    লাইফের ফার্স্ট সিনেমা হল দেখলাম

  • @bhavaghure
    @bhavaghure ปีที่แล้ว +4

    আমি স্কুলে পড়ার সময় থেকেই মনিহার সিনেমা হলের নাম শুনতাম। বাংলাদেশ বেতারে মনিহার চলা সিনেমার একটা অনুষ্টান হতো। সেখান থেকেই বাংলাদেশের সিনেমার গান শুনতে পেতাম। এখনো পর্যন্ত বাংলাদেশ যাওয়ার সুযোগ হয়নি। এই হল টা দেখার একটা সুপ্ত ইচ্ছা ছিলোই, আজ ভিডিও দেখে কিছুটা পুর্ণ হলো।
    খুব ভালো হয়েছে ভিডিও টা।

    • @DGFcluboffice
      @DGFcluboffice  ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই

  • @jakirhossine8626
    @jakirhossine8626 2 ปีที่แล้ว +19

    দক্ষিণ এশিয়ার সর্ব বৃহত্তম সিনেমা হল যশোর মনিহার সিনেমা আমি যশোরের ছেলে অনেক ছবি দেখেছি অনেক দর্শক হয়েছে একসময় এখন সেই সিনেমার সোনালী দিন এখন আর নেই বাংলা চলচ্চিত্র আর সেই সুদিন কখনোই ফিরে আসবে না একটা সময় মনিহার সিনেমা হলে সারাদিনই ছবি দেখতাম ধন্যবাদ জানাই ইউটিউব ফেসবুক পোস্ট দেওয়ার জন্য জাকির হোসেন যশোর সদর

  • @BiswaJitDas-hq4tw
    @BiswaJitDas-hq4tw ปีที่แล้ว +2

    ভিডিওটা দেখে অনেক ভালো লেগেছে আমারও ইচ্ছে ছিল এরকম ভিডিও বানাবো

  • @goutamsarkar2002
    @goutamsarkar2002 ปีที่แล้ว +2

    আমি২০০২সালে বাংলাদেশ বেড়াতে গিয়ে মনিহার সিনেমা হলে সিনেমা দেখেছি এই সিনেমা হল টি দেখার খুব স্বপ্ন ছিল তবে যতটা কল্পনা করে ছিলাম ততটা পাইনি।

  • @user-ww1kh6nz2g
    @user-ww1kh6nz2g ปีที่แล้ว +17

    আলহামদুলিল্লাহ
    আল্লাহ এসব থেকে আমাদের যুবসমাজকে আস্তে আস্তে দুরে সরিয়ে নিচ্ছেন।

    • @hasanujjamanhabib3980
      @hasanujjamanhabib3980 ปีที่แล้ว

      যুবসমাজ দূরে সরে আসতেছে এগুলা থেকে ভালো কথা,,,
      কিন্তু তারা এখন পাবলিক লি দেখে না
      পারসোনালি দেখে
      সেইটা কেমনে আটকাবেন

    • @sumonsfr93
      @sumonsfr93 ปีที่แล้ว +1

      মোবাইলে আসক্ত হচ্ছে

    • @mdashrafulislam2885
      @mdashrafulislam2885 ปีที่แล้ว +5

      দুরে সরিয়ে নিচ্ছে নাকি আরো গভিরে নিয়ে যাচ্ছে। ভেবে দেখেন

    • @treacherles
      @treacherles ปีที่แล้ว +2

      president is over loaded!

    • @swaruppal7463
      @swaruppal7463 ปีที่แล้ว

      আপনি একটা আস্ত পাগল

  • @mukulsikari920
    @mukulsikari920 ปีที่แล้ว +6

    অনেক অজানা জিনিস জানলাম,,, এক্সসিলেন্ট 🙏💛👌👍

  • @ranaroy8901
    @ranaroy8901 ปีที่แล้ว +3

    যশোরের মনিহারে বহুবার গেছি। মনিহার হোটেলে গিয়েই থাকি। ভালো, বড়ো কিন্তু এশিয়ার লেভেলে বলে কখনোই মনে হয় নি।

    • @cmctravels
      @cmctravels ปีที่แล้ว +1

      যখন উদ্ভোধন হয় তখন ছিলো।

    • @DGFcluboffice
      @DGFcluboffice  ปีที่แล้ว

      ধন্যবাদ

  • @dilippaul4339
    @dilippaul4339 ปีที่แล้ว +6

    অনেক ভালো লাগলো আপনাদের এই পরিচালনা বা তুলে ধরেছেন আসলেই অনেক কিছুই জানতাম না দেখলাম আসলে হলের ছবি কিভাবে মানুষ দেখে বা কিভাবে পরিচালনা করে, হল কিত্ব পক্ষ সেটা দেখলাম, আসলে সে যে একটা কথা বলেছে না এখন আর ভালো ছবি তৈরি হয় না। এটাই বাস্তব আগের দিনের নায়ক নায়িকাদের এত দুর্নাম ছিল না এখন যে একটু স্টারের ভাব হয়ে আসে, অমনি করে সে জড়িয়ে যায় অসামাজিক কার্যকলাপে, আগের দিনের হিরো,হিরোইনদের মন ছিল ভালো আর এখনকার যুগে হিরো হিরোইনদের মন হয়ে গেছে নর্দমার মত তাই তাদের অভিনয়ও নর্দমার মত তাদের কার্যকলাপ ও নদ্দমার মত, যতই ভালো ছবি আসুক না কেন মাঝে মাঝে কিছু ভালো ছবি আসে তারপরেও মন আর আগের মত হলের প্রতি টানে না।

  • @mahabuburrahman1894
    @mahabuburrahman1894 ปีที่แล้ว +3

    যখন ইন্টারে পড়তাম তখনই সিনেমা হলটি প্রতিষ্ঠিত হয় । কখনো দেখার সুযোগ হয়ে ওঠেনি অর্থাৎ এই সিনেমা হলের ছবি দেখা। শুভকামনা রইল।

  • @hridoyrazz7604
    @hridoyrazz7604 ปีที่แล้ว +10

    হাজার বছর বেচে থাকুক আমাদের উস্তাদ মিন্টু কাকা🥰🥰 সিনেমা হল একটা মজার জগৎ টার মজা সবাই বুঝবে না
    ,,

  • @dilippaul4339
    @dilippaul4339 ปีที่แล้ว +23

    কখনো মনিহারে যাওয়া হয়নি তবে যদি বাংলাদেশে আসি কখনো তাহলে ছবি দেখতে না হলেও সিনেমা হল টাকে ঘুরে দেখে আসব এটা আমার অনেক আগের স্বাদ ছিল, যদি বাংলাদেশে আসা হয় তাহলে অবশ্যই সেটা পূরণ করব মনিহার হল কে দেখে সামনে থেকে।

  • @SarderZahidurRahaman
    @SarderZahidurRahaman ปีที่แล้ว +6

    90 দশকের স্কুল পলাতক ছেলে আমি। এখানে বসে ও ছবি দেখা মাল আমি। জীবন অনেক বদলায় গেছে।

    • @DGFcluboffice
      @DGFcluboffice  ปีที่แล้ว

      আপনার সাথে ঘটে যাওয়া স্টোরিগুলো চাইলে youtube চ্যানেলে শেয়ার করতে পারেন
      01711308079

  • @sogirahmed941
    @sogirahmed941 ปีที่แล้ว +4

    বর্তমানে আধুনিক প্রজেক্টের হাতের মুঠোয়।

  • @chandrimastyle8667
    @chandrimastyle8667 ปีที่แล้ว +4

    খুব সুন্দর লাগল ।
    ❤❤❤❤
    যদি কোন দিন বাংলা দেশ যাই এই হলে সিনেমা দেখে আসব

  • @mdsagirmia7627
    @mdsagirmia7627 ปีที่แล้ว +2

    মনিহারে বেশ কয়েকবার ছবি দেখার ভাগ্য হয়েছে

  • @artonnature
    @artonnature ปีที่แล้ว +2

    আমার মনে হয় , আগের সাউন্ড সিস্টেম অনেক ভালো ছিল। শুনছি আগের সাউন্ড সিস্টেম এর অনেক নাম ডাক ছিল

    • @DGFcluboffice
      @DGFcluboffice  ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই

  • @kajalsarkar9202
    @kajalsarkar9202 ปีที่แล้ว +2

    খুব ভালো লাগলো আপনার কথা। ভালো থাকুন ।

  • @askcomputer9380
    @askcomputer9380 3 หลายเดือนก่อน

    এই অপারেটর কাকুকে আমি সরাসরি দেখেছি, ওনার নাম মিন্টু উনি খুবই আন্তরিক ও ভাল।

  • @Razibpaul89
    @Razibpaul89 ปีที่แล้ว +1

    Khubi vlo laglo video ta

  • @ashrafulmikar3529
    @ashrafulmikar3529 ปีที่แล้ว +3

    ভাইয়া পুরোনো সিনেমা হলটা আবার একটু চালিয়ে দেখালে ভালো লাকতো

  • @CoWBoY-xp4dt
    @CoWBoY-xp4dt ปีที่แล้ว +3

    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় ২০১১ তে দেখেছিলাম

  • @wahidulsagor8884
    @wahidulsagor8884 ปีที่แล้ว +7

    আমাদের সিলেট জেলার ভিতরেই একসময় ছয়টা থেকে সাতটা সিনেমা হল ছিলো, এখন একটা, দুইটা আছে মাত্র৷

  • @mohammedismil1667
    @mohammedismil1667 ปีที่แล้ว +2

    আজ কাল গাড়ীর চাকার মত চবি দেখার চাকার চবি নাই। আজকের চোট্ট প্রজেক্টার যে প্রজেক্টারে U S B জিনিষ লাগিয়ে দিয়ে ঘরে ঘুমাতে গেলে ছবি চলে অটোমেটিক মেশিন বন্ধ হয়ে যাবে। কোন আওয়াজ নাই মেশিনের।

  • @dolphindim
    @dolphindim ปีที่แล้ว +1

    Bapok Laglo 👀📽️👌
    খুব ভালো লাগলো 📽️👀👍

  • @exmuslim5442
    @exmuslim5442 ปีที่แล้ว +1

    রিল থেকে যে ছবি হয় তার সাউন্ড কিভাবে হয়?? এই রিল থেকে ছবিগুলো কিভাবে এমপি4 এইচডি আকারে মোবাইলে আসে ??

  • @nariyunbiswash3173
    @nariyunbiswash3173 ปีที่แล้ว +2

    এসব মেসিনে ছবি কালা ভালো হতো এখন ঙিনি মেসিনে ছবি কালার ভালোনা আবার আগের মেসিন দীয়া চালালে আরো বালো হত

  • @BinoyBiswas-bs9wc
    @BinoyBiswas-bs9wc 20 วันที่ผ่านมา +1

    আমি আরতি বিশ্বাস ভারত থেকে দেখছি

    • @DGFcluboffice
      @DGFcluboffice  18 วันที่ผ่านมา

      ধন্যবাদ

  • @kamolchowdhury4123
    @kamolchowdhury4123 ปีที่แล้ว +4

    ভাল লেগেছে! ধন্যবাদ।

  • @ManishGupta-kz8db
    @ManishGupta-kz8db ปีที่แล้ว +5

    ভারতের সব সিনেমা হল উঠে গিয়ে শপিং মল তৈরি হচ্ছে, বাংলাদেশে এখনো পর্যন্ত আছে ভালো লাগলো

  • @mdshaifulislam5020
    @mdshaifulislam5020 ปีที่แล้ว +2

    হলের সিস্টেম সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিলনা খুব ভালো লাগলো কিছু জানতে পারলাম

    • @DGFcluboffice
      @DGFcluboffice  ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই

  • @gurupadasantra2720
    @gurupadasantra2720 ปีที่แล้ว +1

    Khub bhalo lagolo.Dhanyabad

  • @mamun4013
    @mamun4013 ปีที่แล้ว +1

    Amader basa jsr monihar

  • @azizulblogsat4576
    @azizulblogsat4576 ปีที่แล้ว +1

    Onek valo laglo.jibone Fast delam

  • @smartboyemon2507
    @smartboyemon2507 ปีที่แล้ว +4

    দাদু, আমারও অনেক বরো আশা ছিল ওই সিনেমা হল টা নিজ চোখে দেখার। অনেক শুনেছি- হলটা নাকি অনেক বড়। কিন্তুু দেখা আর হয়ে ওঠেনি। আমি বগুড়ার শান্তাহারের ছেলে। ৯০ দশকের দাপুটে স্কুল পালিয়ে শান্তাহার আর নওগাঁর 3+3= 6টি হলে সপ্তাহে ৬ দিন সিনেমা দেখেছি। গরিব ঘরের ছেলে আমি। মায়ের হাঁস- মুরগী আর সেগুলোর ডিম বেচা টাকা মেরে দিয়ে, আবার কখনো বা বাবার পকেট থেকে টাকা চুরি করে স্কুল ফাঁকি দিয়ে বিভিন্ন সিনেমা হলে গিয়ে ছবি দেখতাম। কোন ছবি বাদ তো যেতোই না, বরং ১টি ছবি কখনো কখনো ২ বারও দেখা হয়ে যেতো। কি আর করার, প্রতি সপ্তাহে তো ছবি পাল্টায় না, তাই উল্টো আবারো গিয়ে ২বার, ৩ বার করে দেখা হয়ে যেতো। যেমন জসীম- শাবানার স্বামী কেন আসামী, ভালবাসার ঘর, সোহেল রানা - রুবেলের মৃত‍্যুর সাথে পাঞ্জা, সালমান শাহ্' র প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক, মান্না'র ক্ষুধার জালা, নাজায়েজ, লাল বাদশা, শান্ত কেন মাস্তান, ফাঁসি, রুবেলের কালো চশমা, নীল সাগরের তীরে, রবি মাস্তান, ভন্ড, ইলিয়াস কান্চন ভাইয়ের আত্মত‍্যাগ, বর্ডিগার্ড, আম্মা, মৃত‍্যুর মুখে, ওমর ছানীর প্রেমের অহংকার, কুলি, অধিকার চাই সহ আরো শতো শতো সিনেমা বন্ধু বান্ধব সহ স্কুল ফাঁকি দিয়ে দেখেছি। কিন্তুু আজ সেই ফাঁকি দেওয়া দিনগুলো আসলে অন‍্য কাউকে দিইনি। আহারে জিবন। তখনকার প্রত‍্যেকটা দিন এখন আমার কর্মজীবনে ১শ গুন হয়ে ফেরৎ পাচ্ছি। যার কিছু কিছু না, পুরোটাই শুভঙ্করের ফাঁকি। ছাত্রজীবন আসলেই খুব স্মৃতিময় আর মধুর হয়ে থাকে, আমাদের কর্মজীবনে এসে। সেটা আসলে এখন এই যান্ত্রিক যুগের ছেলে- মেয়েরা তখনকার অযান্ত্রিক সময়টার মর্ম আসলেই বুঝতে পারবে না। এরা বুঝবে না যে - যখন ব‍্যাটারী দিয়ে চলা শুক্রবারের ৩:২০ মিনিটের পূর্ণ দৈর্ঘ‍্য বাংলা সিনেমা দেখার মজা। জুম্মার নামাজের পর যেমন তেমন খেয়ে TV ওয়ালাদের বাড়ির আসেপাশে ঘুরঘুর করতাম, মাঝে মাঝে ঐসব বাড়ির ছোটদের সঙ্গে মিল দিতাম? যাতে করে তাদের বাড়ির TV টার খুব সামনেই বসে সিনেমা দেখার সুযোগ হয়। দেখার মাঝে বিদ‍্যুৎ চলে গেলে কার বাড়িতে ব‍্যাটারি আছে দিতাম ভোঁ- দৌর। আর রাতের বেলা - রাত ৮:৩৫ মিনিটের আলিফ লায়লা, সিন্দাবাদ, আলীবাবা ৪০ চোর, তালেব। আরো মনে আছে- টিপু সুলতান, ম‍্যাকগাইভার, রোবোকপ এর পর্বের কথা। রাত ১১:০০ টায় হারকিউলিস আর ১২:০০ টায় The x- files । তখনকার স্মৃতির কথা মনে হলে এখনো আমার চোখ ভিজে আসে। কান্না করি নিরবে। সময়ের পরিবর্তনে নিজের মধ‍্যেও পরিবর্তন আনার চেষ্টায় আছি। কখনো সফল, কখনো বা বিফল। যাই হোক- ক্ষমা চাই ওই মহান আল্লাহ্ রাব্বুল ইজ্জত এর কাছে, আমার পূর্বের কৃতকর্মের জন‍্য, আরো ক্ষমা চাই আপনাদের কাছে- আমার আজকের এই লেখা লেখির ভুলের জন‍্য (যদি হয়ে থাকে) ।
    ................... খোদা হাফিজ.................

    • @DGFcluboffice
      @DGFcluboffice  ปีที่แล้ว

      আসসালামু আলাইকুম ভাই
      বিশ্বাস করবেন কিনা জানিনা আপনার কথাগুলো শুনে আমার চোখে পানি চলে এসেছে

    • @smartboyemon2507
      @smartboyemon2507 ปีที่แล้ว

      দাদু, আমার চোখ আজকেও আবার একবার ভিজে গেল। কারন- আমার এই Comment টা আপনার লক্ষ কোটি ব‍্যস্ততার মাঝে ও নজরে এনেছেন, মনোযোগ দিয়ে পড়েছেন। শুধু তাই না, আবার আমাকে Reply ও দিয়েছেন। সত‍্যি বলছি- জীবনে যতদূর যাকে যেভাবে পেরেছি, শুধু দিয়েই গেছি। কতশত কমেন্ট ও করেছি, জায়গায় - বেজায়গায়, একটু বন্ধুত্ব পাওয়ার জন‍্য। একটা Word ও কেউ reply দেয়নি। আগে স্কুল জীবনে তো দেশের প্রায় ৪০ - ৪৫ টি জেলায় চিঠির মাধ‍্যমে বন্ধুত্ব করতাম। সপ্তাহে ৩-৪ দিনই পিয়ন আসতো বাড়িতে। আজ মনে হচ্ছে আপনিই প্রথম, আমায় reply মানে অনেক বড় কিছু দিলেন। আপনার reply দেখে সত‍্যি, চোখটা ভিজে গেল আর মনটা ভরে গেল। দোয়া করি, ভাল থাকবেন। আপনাকে অনেক ধন‍্যবাদ...

    • @hialam1278
      @hialam1278 2 หลายเดือนก่อน

      ছোট বেলার কথা মনে করিয়ে দিলেন ইমন ভাই? আপনার এই সৃতি গুলোর সাথে আমার অনেক মিল । আমিও এমন ছিলাম । মিস করছি সেই সব দিন গুলি .... 🙁☹️🙁

  • @joybau9358
    @joybau9358 ปีที่แล้ว +1

    খুবই ভালো লেগেছে ভিডিওটি।

    • @DGFcluboffice
      @DGFcluboffice  ปีที่แล้ว

      ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য
      এই ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন

  • @MdAliAkbar.
    @MdAliAkbar. ปีที่แล้ว +1

    প্রথমবার দেখলাম

  • @shawkathossain681
    @shawkathossain681 2 ปีที่แล้ว +5

    সামাজিক ছবি হলে হয়তো মানুষ হলে যাবে।খারাপ ছবি কেও দেখবে না।আমরা যখন সিনেমায় যেতাম সিনেমা দেখে ভালো কিছু অনুভাব করতাম সাংসারিক পরিবারিক ও সমাজি।।

    • @DGFcluboffice
      @DGFcluboffice  2 ปีที่แล้ว +1

      ধন্যবাদ মুল্যবান মতামত দেয়ার জন্য

  • @ukilroy53
    @ukilroy53 ปีที่แล้ว +4

    Amazing!

  • @uttamchatterjee892
    @uttamchatterjee892 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো

    • @DGFcluboffice
      @DGFcluboffice  ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই

  • @saidursenglish1196
    @saidursenglish1196 ปีที่แล้ว +1

    আমি এখানে সিনেমা দেখেছি

  • @mzaman2585
    @mzaman2585 ปีที่แล้ว +1

    Amar sosur bari soilkopa.

  • @abdulbaset7953
    @abdulbaset7953 ปีที่แล้ว +1

    Cinema Hall Banaya Onek Ponner Kaj Korso
    Saitaner Akra

  • @ibu6405
    @ibu6405 2 ปีที่แล้ว +1

    🖤🖤

  • @bahaauddin202
    @bahaauddin202 ปีที่แล้ว +1

    84 shale nazmul huda ei cenemar advertising korten.2bar cenema dekhar shujog hoiche. Tobe digital chere analog er chobi chalan,abaro dorshoke poripurno hobe Hall.

  • @MDAlamin-gv8bv
    @MDAlamin-gv8bv ปีที่แล้ว +1

    Nice 👍

  • @user-hk1kq5mr7u
    @user-hk1kq5mr7u ปีที่แล้ว +1

    নতুন জিনিস জানলাম

  • @mdabirboss1913
    @mdabirboss1913 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @MdKalam-vc6oy
    @MdKalam-vc6oy ปีที่แล้ว +4

    সিনেমা হল ভেংগে মল করা হোক।

    • @HYPERS2.0
      @HYPERS2.0 หลายเดือนก่อน

      শালা ছাগল

  • @sifalaslam6119
    @sifalaslam6119 ปีที่แล้ว +1

    Monihar sinema holer mol malik chilen dhaka.demra.alakar sontan hojrot Ali

  • @sailboattour3429
    @sailboattour3429 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ, বন্ধ হোক সকল সিনেমা হল

    • @ashifabedin
      @ashifabedin ปีที่แล้ว

      r tui xvideo dek besi kore

  • @user-km8zy3or3x
    @user-km8zy3or3x 4 หลายเดือนก่อน

    👍👍👍👍👍

  • @safigamingytv5633
    @safigamingytv5633 ปีที่แล้ว +1

    Hindi movie

  • @mdkisan5448
    @mdkisan5448 ปีที่แล้ว +3

    মনিহারের এখন কি অবস্থা,

  • @mdalaminsikdar950
    @mdalaminsikdar950 ปีที่แล้ว +1

    আপনার চ্যানেলে এই ভিডিও কেন

  • @sukdebdas765
    @sukdebdas765 ปีที่แล้ว +1

    নমস্কার #ডিজেক্লাবঅফিস এই ভিডিওটি আমি আমার চ্যানেল দেখাতে পারি... আমি ভারত থেকে এই আবেদন আপনার কাছে রাখলাম।
    বিবেচনা করে জানাবেন... কারন রিল দ্ধারা প্রদর্শিত চলচ্চিত্র হল অনেক ভিডিও ই আছে তবে এটা যেহেতু বাংলাদেশের চলচ্চিত্র হল । তাই অনুরোধ করলাম, বিবেচনা করে জানাবেন।

    • @DGFcluboffice
      @DGFcluboffice  ปีที่แล้ว

      আপনি আমার ভিডিও চালাতে পারেন কোন সমস্যা নাই
      কিন্তু ভিডিওর মাঝে আমার চ্যানেলের নাম উল্লেখ করে জানিয়ে দেবেন
      এবং ডিসক্রিপশনে আমার ক্রেডিট দিতে হবে
      তাহলে আপনি আমার ভিডিও ব্যবহার করতে পারেন কোন সমস্যা নেই 01711308079

  • @mdjiarulialam5019
    @mdjiarulialam5019 ปีที่แล้ว +1

    Thanks

  • @HossenJamal791
    @HossenJamal791 ปีที่แล้ว +1

    এখন কোন মুভি চলছে,, মুভিটির নাম কি।

  • @raselahmed4758
    @raselahmed4758 2 ปีที่แล้ว +1

    36 mm

  • @shankarprasadchakraborty
    @shankarprasadchakraborty 8 หลายเดือนก่อน +1

    Duetoseveralcausescinemahallsnomore😅

  • @manikkwt8016
    @manikkwt8016 ปีที่แล้ว +1

    Kichu bessa aslo - jekhane sekhane kapor khula suru korlo r Bangladesher cinemar outline mere dilo

  • @kazisalim1128
    @kazisalim1128 ปีที่แล้ว +1

    আগের দিনের রিল প্রজেক্টর থেকে যে ছবিগুলো যে রকম রেজুলেশন দেখা যেত বর্তমান ডিজিটাল প্রজেক্টর মেশিনে ঠিক ঐরকম ছবি রেজুলেশন দেখা যায় কিনা ?

    • @DGFcluboffice
      @DGFcluboffice  ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই

  • @mdmizanurrahoman2479
    @mdmizanurrahoman2479 10 หลายเดือนก่อน +1

    এই মেশিন কত টাকা আমি কিনবো

    • @ashimpal63
      @ashimpal63 3 หลายเดือนก่อน

      40 bosor age 10 lakh chilo ekhon hoyto 5 lakh diye kinte parbe

  • @youcan4939
    @youcan4939 ปีที่แล้ว +1

    মণিহার সংলগ্ন যশোর সরকারি সিটি কলেজের ছাত্র হয়েও মণিহার সিনেমা হলে যাওয়া হয়নি

    • @DGFcluboffice
      @DGFcluboffice  ปีที่แล้ว +1

      ধন্যবাদ ভাই

  • @NILAKASERSADAMEGH9908
    @NILAKASERSADAMEGH9908 ปีที่แล้ว +1

    Nazmul Hussain kemon achen?

    • @DGFcluboffice
      @DGFcluboffice  ปีที่แล้ว

      আসসালামু আলাইকুম ভালো আছি আপনি কেমন আছেন

  • @nawshadsheikh5133
    @nawshadsheikh5133 ปีที่แล้ว +1

    এত জামেলার কি আছে।মেমোরি কার্ডে লোড করে।প্রজেক্টরে দিলেই তো হয়

  • @sudipvlogs2865
    @sudipvlogs2865 ปีที่แล้ว +1

    Sotti bangal ra batela dite pare 🤣🤣🤣 I nox ,svf er nam sune6o vai tahole ora ki jato sob

  • @learningislam9690
    @learningislam9690 ปีที่แล้ว

    Friday ta ki open cinema hall

    • @mdmosarophossain6027
      @mdmosarophossain6027 ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকে এগুলো দেখানোর জন্য

  • @hridoymonrakib5222
    @hridoymonrakib5222 ปีที่แล้ว +1

    এটা কোথায় অবস্হিত

    • @DGFcluboffice
      @DGFcluboffice  ปีที่แล้ว

      যশোর মনিহার হল

  • @kabirahmed8805
    @kabirahmed8805 ปีที่แล้ว +1

    Kicked out

  • @shajibghoshal
    @shajibghoshal ปีที่แล้ว +1

    আমি এই নেগেটিভ পজিটিভ আলো থেকে সিগারেট ধরাইয়া খাইছি,,৷৷

  • @mdarifmia-jm3qe
    @mdarifmia-jm3qe 22 วันที่ผ่านมา

    বাই ওনার ফোন নাম্বার দেওয়া যাবে

  • @mdnazeer5341
    @mdnazeer5341 ปีที่แล้ว +2

    আহারে ছোটকালে হলে গিয়ে কতো ছবি দেখেছি সালমান শাহ এর নতুন ছবি আসলে বাড়ি থেকে টাকা চুরি করে হলে গিয়ে ছবি দেখতাম এক ছবি দুই-তিনবার করে দেখতাম,ছবি চলার সময় যদি কোনরকম ডিস্টার্ব হতো বা কারেন্ট চলে যেতো কতো চিল্লাচিল্লি করতাম হলের চেয়ার ভেঙে ফেলতাম ভিতরে যে এতো যন্ত্রপাতি থাকে সেটা জানতাম না🤣🤣

    • @DGFcluboffice
      @DGFcluboffice  ปีที่แล้ว

      ধন্যবাদ ভাই

    • @DGFcluboffice
      @DGFcluboffice  ปีที่แล้ว

      আমারও অনেকবার এরকম হয়েছে

  • @mohiuddin1665
    @mohiuddin1665 2 ปีที่แล้ว +3

    হট না থাকলে ছবি কেউ দেখবে না

  • @mistikhatun1267
    @mistikhatun1267 ปีที่แล้ว +1

    উপস্থাপন করার জন্য ভাষার দরকার হয়।

  • @realfood100k6
    @realfood100k6 10 หลายเดือนก่อน +1

    24fps

    • @DGFcluboffice
      @DGFcluboffice  9 หลายเดือนก่อน +1

      ধন্যবাদ

  • @mercifulservant4307
    @mercifulservant4307 ปีที่แล้ว

    আপনি কপিরাইট মামলা খাবেন।

    • @DGFcluboffice
      @DGFcluboffice  ปีที่แล้ว

      আসসালামু আলাইকুম
      ভাই এই ভিডিওটা আমি আমার নিজের মোবাইল দিয়ে ধারণ করেছি
      তাও কি কপিরাইট আসবে
      আমাকে একটু বললে ভাল হতো ভাই
      01711308079

  • @kabirahmed8805
    @kabirahmed8805 ปีที่แล้ว +1

    Very bad

  • @onlineincomeappbd2575
    @onlineincomeappbd2575 ปีที่แล้ว +4

    কে কে আছেন আমার মত যশোরে থেকেও এখনো তার ভেতর যান নাই

  • @jashimuddin6011
    @jashimuddin6011 ปีที่แล้ว +1

    মিন্টু ভাই আপনার মোবাইল নাম্বারটা কি একটু দেওয়া যাবে

  • @mdabirboss1913
    @mdabirboss1913 4 หลายเดือนก่อน

    মনিহার সিনেমা হলের পদা কতো বড় বা কতো ফিট কেও জানলে একটু জানাবেন