বাড়ির বাউন্ডারি করার হিসাব নিয়ম কানুন জেনে নিন একটি বাউন্ডারি ওয়াল এ স্কয়ার ফিটে কতটি ইট লাগতে

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 171

  • @masudrana3357
    @masudrana3357 4 ปีที่แล้ว +1

    বিল্ডিং এর ছাদের ভিম দেয়ার বিষয় টা খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিলের,,খুব ভালো লাগলো কথাগুলো শিখলাম বিষয় টা

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว

      আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথেই থাকুন

    • @noorsaif8520
      @noorsaif8520 2 ปีที่แล้ว

      বিরেকসে বিল্ডিং স্কয়ার মাফ কি ভাবে

  • @Quee27
    @Quee27 4 ปีที่แล้ว +1

    ভাইয়া আপনার ভিডিও গুলো অসাধারণ, আমার কাছে অনেক ভালো লাগে, আপনাকে অনেক ধন্যবাদ

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว

      ফাহিমা কনস্ট্রাকশন এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

  • @s.kconstruction8743
    @s.kconstruction8743 4 ปีที่แล้ว +1

    খুব সুন্দর ভিডিও ভালো লাগলো বাউন্ডারি ওয়ালের কাজটি

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว

      ফাহিমা কনস্ট্রাকশন এর পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ

  • @shahidul7735
    @shahidul7735 ปีที่แล้ว

    ভাই কেমন আছেন। ভালো লাগলো সুন্দর করে বুজিয়ে বলার জন্য। ভাই ৮০০ স্কয়ার ফিট ছাদের চার পাশে ওয়াল করতে কত হাজার ইট লাগবে ওয়ালের ইচ্ছতা হবে ৩ ফিট।।

    • @FahimaConstruction
      @FahimaConstruction  ปีที่แล้ว

      ১৫ থেকে ১৬০০ ইট লাগতে পারে

    • @shahidul7735
      @shahidul7735 ปีที่แล้ว

      @@FahimaConstruction ধন্যবাদ ভাই হিসাব বলে দেওয়ার জন্য। ❤❤️

  • @mdnasar1921
    @mdnasar1921 4 ปีที่แล้ว

    ইউটিউবে অনেক ভিডিও দেখি ভাই।
    বেশিরভাগ লোকই কমেন্টের উত্তর দেন না।
    আপনি ব্যতিক্রম সবসময় উত্তর দেন
    তাই আপনাকে অনেক ভালো লাগে।
    ভাই এরকম মোটা করে আমি 12 শতাংশ
    জায়গার বাউন্ডারি ওয়াল করব
    মাটি ভরাট করার জন্য।
    গাঁথুনি হবে 10 ইঞ্চি
    উচ্চতা হবে 8 ফুট
    12 শতাংশ জায়গার বাউন্ডারি করতে কতটি পিলার লাগবে?
    কতগুলো ইট লাগবে?
    কত ব্যাগ সিমেন্ট লাগবে?
    কি পরিমান ভালো লাগবে?
    এ বিষয়ে বিস্তারিত জানালে
    উপকার হবে ভাই।

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว

      সাধারণত এটা ভালো হিসাব কিভাবে দেওয়া যায় না আপনি কি হতো মাটি ভরাট করবেন তার জন্য 10 ফিট দূরত্ব পিলায় দিতে পারেন। একটি কথা মনে রাখবেন 10 ইঞ্চি গাঁথুনি হয়ে থাকলে পার স্কয়ার ফুটে এটা লাগবে 10 দিন এই হিসাবে হিসেব করে বের করে নিতে পারেন

    • @mdnasar1921
      @mdnasar1921 4 ปีที่แล้ว

      @@FahimaConstruction ধন্যবাদ ভাই

  • @mdnurhossen3303
    @mdnurhossen3303 4 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আমি আপনার সবগুলো ভিডিও দেখি ভাইয়া আমি একটা বাড়ি করতে চাই লম্বা 30 ফিট পাশে 22 ফিট সাইট ওয়াল ঘর করতে কত টাকা খরচ হতে পারে মোট 3 টি বেড রুম হবে একটা টয়লেট একটা ড্রইং রুম

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว

      এত অল্প জায়গায় যে ভাবে হিসাব দিয়েছেন তা এতগুলো রুম হবে না

  • @SohelSheikh-j2e
    @SohelSheikh-j2e 2 หลายเดือนก่อน

    বাউন্ডারি ওয়াল ১স্কায়ার ফিট মিস্তিরি খরচ কত।

  • @allworkingblogs3881
    @allworkingblogs3881 3 หลายเดือนก่อน

    ভাইয়া আমি এক্টা বাওন্ডারি কাজ করতে চাই
    লম্বা ১৬০ফিট হাইট ৬ফিট টুটাল এইখানে কত স্কয়ার ফিট আসবে গাতুনি হবে ৫ইঞ্চি আরচিচি ভিম পিলার হবে

    • @FahimaConstruction
      @FahimaConstruction  3 หลายเดือนก่อน

      ৯৬০ স্কয়ার ফিট হবে

  • @message480
    @message480 หลายเดือนก่อน

    আসসালামুয়ালাইকুম
    পাচিল দিতে চাই
    দৈর্ঘ্য ১০০ ফুট
    উচ্চতা ৫ ফুট
    মোট খরচ কতো হবে?

    • @FahimaConstruction
      @FahimaConstruction  หลายเดือนก่อน

      প্রায় এক লক্ষ আশি হাজার টাকা খরচ হতে পারে

  • @ChakmaSupriya
    @ChakmaSupriya 4 ปีที่แล้ว

    এক একর সমতল জায়গায় ১০ফুট উঁচু বাউন্ডারি ওয়াল দিলে কত হাজার ইট এবং কত টাকা খরচ হতে পারে দয়া করে জানাবেন? ধন্যবাদ, আপনার ভিডিও দেখে অনেক কিছু জানলাম 👍

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว +1

      এভাবে হিসাব করলে হবেনা আপনাকে হিসাব করতে হবে পার স্কয়ার ফুট 10 ইঞ্চি গাঁথনি হলে দশটি ইট লাগবে যদি 5 ইঞ্চি গাঁথনি হয়ে থাকে তাহলে পার স্কয়ার ফুটে এটা লাগবে 5 টি

  • @manashiguha9432
    @manashiguha9432 ปีที่แล้ว

    1ta kotha jante chibo. Amar barir pachil tar akdom pas deya Mane akdom Amar barir pachil oppor deyea pachil deyeache paser bari. Ei ki sombhob.

  • @ARAFATARAFAT-n6i
    @ARAFATARAFAT-n6i 8 หลายเดือนก่อน

    ব্রিক এর উপর সাইড ওয়াল কত ফুট ওপরে উঠানো যায়

    • @FahimaConstruction
      @FahimaConstruction  8 หลายเดือนก่อน

      ৬ ফিট পর্যন্ত করতে পারবেন

  • @SaddamHosen-df3zk
    @SaddamHosen-df3zk 2 ปีที่แล้ว

    Total 137 square feet 5 cm gatoni
    Total koto it lagbo pls janaben akto

  • @jalalenterprise2103
    @jalalenterprise2103 หลายเดือนก่อน

    ভাই আমার বাড়ীতে ১০ ইঞ্চি ইট দিয়ে ৫ ফুট উচু করা হয়েছে কলম ছাড়া,এবং ভিতরটা বালি দিয়ে ভরাট করা হয়েছে , আশে পাশে শক্ত মাটি, এখন সবাই বলছে বৃষ্টি এলেই দেয়াল ধসে যাবে, সঠিক পরামর্শ দিলে উপকৃত হবে আশা করি জানাবেন

    • @FahimaConstruction
      @FahimaConstruction  หลายเดือนก่อน

      কলাম বিম ছাড়া এত উঁচু করা ঠিক হয়নি এটার একটি রিস্ক রয়ে গেছে,

  • @Rafiqulislam-kq7lv
    @Rafiqulislam-kq7lv 2 ปีที่แล้ว

    ভাই ৩' দশ ইন্চি গাতনি দিয়ে পিলার ছারা কি ৩' এর উপরে পাছ ইন্চি গাথা যাবে কি না।দয়া করে যানাবেন?

    • @FahimaConstruction
      @FahimaConstruction  2 ปีที่แล้ว

      তিন ইঞ্চি গাঁথুনি রুপোর 5 ইঞ্চি কিভাবে দিতে চান একটি ডিজাইনের জন্য দেওয়া সম্ভব

  • @mehadihasan3899
    @mehadihasan3899 3 ปีที่แล้ว +1

    ৪৮০ ফিট লম্বা আর ৯ ফিট উচু ৫" ইঞ্চি পাচিল করতে কত খরচ হবে

    • @FahimaConstruction
      @FahimaConstruction  3 ปีที่แล้ว

      পার স্কয়ার ফুটে ইটা লাগবে 10 টি সেই হিসেবে হিসাব করে নিন

  • @mdsamsung3918
    @mdsamsung3918 3 ปีที่แล้ว +1

    আসসালামুয়ালাইকুম ভাইজান বাউন্ডারির বাউন্ডারির ফুট কিভাবে মাপতে হয়

    • @FahimaConstruction
      @FahimaConstruction  3 ปีที่แล้ว

      পাশে ও লম্বা মাপ দিন

  • @arifhasanapu2054
    @arifhasanapu2054 2 ปีที่แล้ว

    ৬ শতক জমিতে বাউন্ডারি ওয়াল ৫ ইন্চি গাঁথুনি দিয়ে,
    গ্রেড ভীম হবে ও কলাম ১০ফিট দূরে বসবে একটা থেকে আরেকটা,উচ্চতা ৬ফিট হবে মোট কত খরচ হতে পারে বর্তমান বাজার অনুযায়ী

    • @FahimaConstruction
      @FahimaConstruction  2 ปีที่แล้ว

      পার স্কয়ার ফিট ৩৫০ টাকা খরচ হবে

  • @মিমেভেজামমি
    @মিমেভেজামমি 8 หลายเดือนก่อน

    ১০৫ ফিটের যন্য কতোগুলো ইট লাগবে? উচ্চতা ৬.৬"

    • @FahimaConstruction
      @FahimaConstruction  8 หลายเดือนก่อน

      প্রতি স্কয়ার ফিট ৫ ইঞ্চি গাতুনি হলে ৫টি করে ইট লাগে ১০ ইঞ্চি গাঁথুনি হলে পার স্কয়ার ফুটের 10টি করে ইট লাগে

  • @shoudagor7460
    @shoudagor7460 3 ปีที่แล้ว

    ভাই,৩ কাঠা জমিতে রাউন্ড বাউন্ডারি করতে কত টাকা খরচ হবে? একটু জানাবেন,। ৫" ওয়াল হবে,পিলার সহ খরচ টা বলবেন,উচ্চতা ৫ ফিট

    • @FahimaConstruction
      @FahimaConstruction  3 ปีที่แล้ว

      পার স্কয়ার ফিটে দেয়ালের খরচ পড়ে প্রায় 250 টাকা

    • @shoudagor7460
      @shoudagor7460 3 ปีที่แล้ว

      @@FahimaConstruction পিলার সহ?

  • @mohammedloqman8487
    @mohammedloqman8487 3 ปีที่แล้ว

    ভাই আসসালামু আলাইকুম,আমি চট্রগ্রাম থেকে জানতে চাচ্ছি যে, বাউন্ডারি কাজের মজুরি কিভাবে কত রেটে চুক্তিবদ্ধ হওয়া যায়। খুব জরুরি তাই অতি স্বত্ত্বর জবাব পেকে খুশী হবো এবং দোয়াও করবো। লোকমান

    • @FahimaConstruction
      @FahimaConstruction  3 ปีที่แล้ว +3

      বাউন্ডারি আরসিসি পিলার দিয়ে প্লাস্টার সহ মোটামুটি 90 থেকে 100 টাকায় স্কয়ার ফিট হয়ে থাকে

  • @mazizi119
    @mazizi119 3 ปีที่แล้ว

    ভাই কলম কত ফিট দুরে দিতে হয়?

    • @FahimaConstruction
      @FahimaConstruction  3 ปีที่แล้ว

      একটি কলমের দূরত্ব 18 ফুট পর্যন্ত দেওয়া সম্ভব

  • @kmc3571
    @kmc3571 3 ปีที่แล้ว

    প্রিয় ভাই.... আমার একটা যায়গা ২৫ ফিট বাই ৯০ ফিট ওয়াল করতে কতো গুলো ইট লাগবে?

    • @FahimaConstruction
      @FahimaConstruction  3 ปีที่แล้ว

      5 ইঞ্চি গাঁথনি করলে পার স্কয়ার ফুটে ইটা লাগবে পাঁচটি 10 ইঞ্চি হলে পার স্কয়ার ফিটে 10 টি

  • @dulond2343
    @dulond2343 4 ปีที่แล้ว

    ভাই জমি লম্বা ৯০ ফুট পাশে ৩৭ ফুট দেয়াল দিতে কত টাকা খরছ আসবে জানাবেন।।। খুব উপকার হবে।। মোট টাকার হিসাব টা বলবেন।।।

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว

      সেটি কোন ধরনের বাউন্ডারি অল দিতে চান সেটি বলতে হবে

    • @dulond2343
      @dulond2343 4 ปีที่แล้ว

      হা ভাই ৪ দিকে আর ১ টা গেইট হবে

  • @saikat191211
    @saikat191211 28 วันที่ผ่านมา

    ২৮ শতাংশ জায়গা ৭ ফিট উঁচু দেয়াল করতে কত ইটের প্রয়োজন? জানালে খুব উপকৃত হব

    • @FahimaConstruction
      @FahimaConstruction  28 วันที่ผ่านมา

      এই হিসাব আপনি নিজেই করতে পারেন যেমন ১০ ইঞ্চি ইটের গাঁথুনি হলে, পার স্কয়ার ফিটে ইট লাগবে দশটি ৫ ইঞ্চি ইটের গাথুনি হলে লাগবে পাঁচটি

    • @saikat191211
      @saikat191211 28 วันที่ผ่านมา

      ধন্যবাদ। ২৮ শতাংশে কত স্কয়ার ফিট দিয়াল হবে? একটু জানাবেন

  • @sajmon592
    @sajmon592 3 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ভাইয়া।
    রাস্তার পাশে,৩০০ ফুট লম্বা এর ভিতরে ২টা গেইট সহ উপরে ও মাটির নিচে মোট ৮ ফুট ওয়াল।
    খরচ কত হতে পারে।
    জানাবেন দয়া করে।

    • @FahimaConstruction
      @FahimaConstruction  3 ปีที่แล้ว

      পিলার বেজ কলম সহ প্রায় 5 লক্ষ টাকা খরচ হতে পারে

    • @sajmon592
      @sajmon592 3 ปีที่แล้ว

      @@FahimaConstruction জাজাকাল্লাহ।

  • @lifejourney2354
    @lifejourney2354 2 ปีที่แล้ว

    ভাইয়া ৩৫০ ফিট লম্বা আর পাশে ৬০ ফিট সমতল ভূমি এখন আমি ৫ফিট বাউন্ডারি দিব । তাই আমি ভাবলাম পিলার বেজ না দিয়া শুধু ১০"/১০" মাটির উপর বেজ দিয়া বাউন্ডারি দিলে কেমন হবে আর কত টাকা খরচ হবে?
    প্লিজ আমাকে জানাবেন 🙏🙏

    • @FahimaConstruction
      @FahimaConstruction  2 ปีที่แล้ว

      মাটির নিচে ভেজ ফাউন্ডেশন দিয়ে তারপর করতে হবে। পার স্কয়ার ফিটে খরচ হবে 200 টাকা

  • @tarunkantighosh7350
    @tarunkantighosh7350 8 หลายเดือนก่อน

    350 ফুট লম্বা 7 ফুট চওড়া ইটের প্রাচীর দেবো। মিস্ত্রী খরচ সহ মোট খরচ কত হবে স্যার, জানাবেন দয়া করে।

    • @FahimaConstruction
      @FahimaConstruction  8 หลายเดือนก่อน

      মোট পার স্কয়ার ফিট খরচ হয় ৩৫০ টাকা

  • @AbdulHamidMiah-s4n
    @AbdulHamidMiah-s4n 3 หลายเดือนก่อน

    একটি বাউন্ডারি ওয়ালের গ্রেডবিম সহ প্রতি বর্গ ফুটের গাথুনির কন্ট্রাক্টর রেট কত?

    • @FahimaConstruction
      @FahimaConstruction  3 หลายเดือนก่อน +1

      একেক জায়গায় একেক রকম রেট হয়ে থাকে মোটামুটি ১০০ থেকে ১৩০ টাকা পর্যন্ত

    • @AbdulHamidMiah-s4n
      @AbdulHamidMiah-s4n 3 หลายเดือนก่อน

      @@FahimaConstruction thanks

  • @MdAlamin-br7hg
    @MdAlamin-br7hg ปีที่แล้ว

    বাউন্ডারী স্কয়ার ফুটের হিসাব জানার প্রয়োজন ?

    • @FahimaConstruction
      @FahimaConstruction  ปีที่แล้ว

      দীর্ঘ প্রস্থ দুটোকে ঘুন দিলেই বের হবে স্কয়ার ফিট

  • @sahinhusain1706
    @sahinhusain1706 ปีที่แล้ว

    ভাই আমার বাড়ির লম্বায় ২০০ফুট চৌড়া হচ্ছে ১০০ ফুট বাউন্ডারি ওয়াল করতে কত টাকা খরচ হবে

    • @FahimaConstruction
      @FahimaConstruction  ปีที่แล้ว

      সেটি কি ইট দিয়ে নাকি আরসিসি কলম দিয়ে

  • @shimuldeb8737
    @shimuldeb8737 4 ปีที่แล้ว

    নেকবর ভাই আমি ১০০ ফিট লম্বা ১২ ফিট উচু বাউন্ডারি ওয়ালের কাজ চলমাম বিম ৩ টি মাটি লেভেল এ ১ টি, ভিটি লেভেল এ ১ টি, একদম উপরে আরেকটি । মিস্তী ১২০০০০ টাকা বলসে বেসি বলসে নাকি জানাবেন?

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว

      মোটামুটি ঠিকই আছে তারপরও যতটুকু সম্ভব বলে কমাতে পারেন কিনা দেখুন

  • @abdullahabdullah6537
    @abdullahabdullah6537 3 ปีที่แล้ว

    ভাই! আমি জানতে চাচ্ছি, আমি যে আমার জমির চারিদিকে বাউন্ডারিটা দেব, তো একেবারে আমার জমির শেষ সীমানার উপর গাঁথুনি হবে নাকি কিছু অংশ ছেড়ে। যেমনটি হয় বিল্ডিং এর সময়।

    • @FahimaConstruction
      @FahimaConstruction  3 ปีที่แล้ว

      কমপক্ষে ছয় ইঞ্চি ছেড়ে দিতে হবে

    • @mymishu8006
      @mymishu8006 3 ปีที่แล้ว

      6" যে বল্লেন তার কি কোনো সরকারি নিয়ম আছে? যদি থাকে দয়া করে দেবেন।

    • @rezaulalam8213
      @rezaulalam8213 2 ปีที่แล้ว

      Hmm vaiya amio jante chai kono public rules ase ki na..

  • @bdrmh9768
    @bdrmh9768 4 ปีที่แล้ว +2

    ভাইজান আপনি কোন এলাকায় থাকেন

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว +1

      আমার বাড়ি ঢাকা কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর

  • @HridoysSohor25
    @HridoysSohor25 2 ปีที่แล้ว

    ভাই ৫ শতাংশ জমি পুরোটা ৬ ফুট দেওয়াল করতে কত খরচ পরবে আর কতটি ইট লাগতে পারে একটু প্লিজ জানাবেন...?

    • @FahimaConstruction
      @FahimaConstruction  2 ปีที่แล้ว +1

      10 ইঞ্চি গাঁথুনি এর জন্য 1 স্কয়ার ফিট ইট লাগবে 10 টি

  • @ashrafulkhan4056
    @ashrafulkhan4056 4 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম নেকাব্বর ভাই কেমন আছেন ভাই আমার বাড়ি মানিকগঞ্জ ভাই আমি একটা বাড়ি করতে চাচ্ছি 700 স্কয়ার ফিট উপরে ছাদ হবে এককালে যথেষ্ট কি রকম খরচ পড়তে পারে ভাই আর আপনাকে আমার বাড়িটা করে দিতে পারবেন আমাকে একটু জানাবেন আল্লাহ পাক আপনাকে ভাল রাখুক

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว

      কোন ফাউন্ডেশন না দিয়ে একতলা কমপ্লিট করলে আপনার খরচ পড়বে প্রায় 9 থেকে সাড়ে 9 লক্ষ টাকা আর ভাই এত ছোট একটি কাজ আমাকে দিয়ে করালে আপনার পোষাবে না ধন্যবাদ

    • @kamrulshuvo4961
      @kamrulshuvo4961 4 ปีที่แล้ว +1

      ভাই রড ছাড়া শুধু ইট দিয়ে কি বাউন্ডারী ওয়াল করা যাবে।

  • @mdjulhas2045
    @mdjulhas2045 3 ปีที่แล้ว

    ভাই জান বাউন্ডারি গেইট কত ফিট উচ্চতা দেওয়া যাবে

    • @FahimaConstruction
      @FahimaConstruction  3 ปีที่แล้ว

      সেটি গাড়ি চলাচলের জন্য 10 ফিট দিতে হবে

  • @mdeliasuddinmdeliasuddin140
    @mdeliasuddinmdeliasuddin140 4 ปีที่แล้ว

    বড় ভাই আপনাকে সালাম/ পুকুরের ওয়াল কই ইঞ্চি দিতে হই ?

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว

      আপনার কথাটি সঠিক ভাবে বুঝতে পারলাম না

  • @ashaduzzamanmojnu1153
    @ashaduzzamanmojnu1153 2 ปีที่แล้ว

    ভাই জান, সমান যাইগা বাউন্ডারি ওয়াল, লম্বা 300'ফিট এবং পাশ 80' ফিট। মাটির নিছে 3'ফিট কলাম ও উপরে 6'ফিট।15'ফিট পর পর কলাম, 5" ইটের গাঠুনি এবং 10মিলি রড দিয়া। ভাইজান খরচ কত পরবে।

    • @FahimaConstruction
      @FahimaConstruction  2 ปีที่แล้ว

      400 টাকা পার স্কয়ার ফিট খরচ হবে

  • @bangladeshpakistan-c9h
    @bangladeshpakistan-c9h 2 หลายเดือนก่อน

    ৩৫০ ফুট লম্বা একটা বাউন্ডারি ভীমের মিস্তিরি খরচ কত হবে...
    আপতত শুধু ভীম দিবো...

    • @FahimaConstruction
      @FahimaConstruction  2 หลายเดือนก่อน

      সেটা যার যার এরিয়া ব্যক্তিক রেট হয়ে থাকে মোটামুটি ১০০ টাকা থেকে ১৩০ টাকা স্কয়ার ফিট হতে পারে

  • @mdsaid1672
    @mdsaid1672 4 ปีที่แล้ว

    আমি ১৩৫০sft২তলা ফাউন্ডেশন করতে চাই। শুধু ১তলার ছাদ পর্যন্ত কমপ্লিট করতে কত খরচ যাবে,,?

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว

      12 থেকে সাড়ে 12 লক্ষ টাকা খরচ হতে পারে

    • @mdsaid1672
      @mdsaid1672 4 ปีที่แล้ว

      @@FahimaConstruction আমি গাঁথুনি করব না । শুধু ছাদ

  • @Arifin837
    @Arifin837 4 ปีที่แล้ว

    ২০- ৪০ ফুট ৩ রুমের টিন সিট বিল্ডিং এর খরচ কত পরবে

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว

      6 থেকে সাড়ে 6 লক্ষ টাকা খরচ হতে পারে

  • @sab8664
    @sab8664 4 ปีที่แล้ว

    দুই কাঠা জমিতে বাউন্ডারি দিতে কত টাকা খরচ হবে..??

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว

      সেটি মোটামুটি লম্বা কত ফিট আছে কত ফিট সেই হিসাব করে করে নিবেন যেমন পার স্কয়ার ফিটে 10 ইঞ্চি গাঁথনি হলে 10 টি লাগবে 5 ইঞ্চি গাঁথনি হলে পাঁচটি ইট লাগবে

  • @mdkalamsarkar8874
    @mdkalamsarkar8874 4 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম নেকবর ভাই আপনি কি ব্লক ইটের কাজ করছেন না ব্লক ইট টা কেমন??

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว +1

      ব্লক ইটের কাজ এখনো করিনি তবে দেখেছি মোটামুটি ভালই করতে পারেন

  • @mdnasar1921
    @mdnasar1921 4 ปีที่แล้ว

    ভাই এরকম 10 ইঞ্চি গাঁথুনি দিয়ে।
    মাটি ভরাট করার জন্য যদি
    আমি ৮ ফুট উচ্চতা বাউন্ডারি ওয়াল করি
    সে ক্ষেত্রে ।
    পিলারে এবং বি মে কত মিলি রড দিতে হবে ?

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว +1

      কলমে বিমে 16 মিলি রড ব্যবহার করতে হবে

    • @mdnasar1921
      @mdnasar1921 4 ปีที่แล้ว

      @@FahimaConstruction ধন্যবাদ ভাই

  • @mdibrahimhossion8428
    @mdibrahimhossion8428 4 ปีที่แล้ว

    ২০ফিট বাই৩৬ফিট ১তালা রুম করতে কত টাকা খরচ হবে ভাই

  • @shafiqulislam8508
    @shafiqulislam8508 3 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ভাই।
    একটি জমির দৈর্ঘ প্রস্থ মিলিয়ে ২১০ ফুট। ৬ ফুট উচ্চতার ৫ ইঞ্চি গাথুনির RCC বাউন্ডারি ওয়াল করতে মিনিমাম কত খরচ পড়বে? জমিটি একটি ভিটি এবং মাটি শক্ত। দয়া করে জানাবেন। কৃতজ্ঞ থাকবো।

    • @FahimaConstruction
      @FahimaConstruction  3 ปีที่แล้ว +1

      প্রতি স্কয়ার ফিটে 300 টাকা খরচ হয়

    • @shafiqulislam8508
      @shafiqulislam8508 3 ปีที่แล้ว

      @@FahimaConstruction ধন্যবাদ ভাই। এটা কি মজুরি সহ ৩০০ টাকা। না কি মজুরি ছাড়া?

  • @mastudio2367
    @mastudio2367 4 ปีที่แล้ว

    ভাই আমি দুই শতাংশ জায়গা বাউন্ডারি দিতে চাচ্ছি, বেশী বড় বাউন্ডারি না মাঝারি দিবো, আমাকে একটু জানাবেন দুই শতাংশ জায়গা চারপাশ থেকে বাউন্ডারি দিতে আমার টোটাল কত খরচ হবে??

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว

      বাউন্ডারি কাজ বিভিন্ন ধরনের হয়ে থাকে বটে দিয়ে অথবা ফ্রি অল দিয়ে করবেন

    • @mastudio2367
      @mastudio2367 4 ปีที่แล้ว

      আমি ইট দিয়ে বাউন্ডারির খরচ জানতে চাচ্ছি

  • @মোঃহবিমিয়া-ভ২খ
    @মোঃহবিমিয়া-ভ২খ 3 ปีที่แล้ว

    বাউন্ডারি জন্য কত ফুটপড়ে পিলার দিতে হয় আশিসি ৪০ ফিট লম্বা সেই জায়গাতে দিবো সেই জায়গাটা হচ্ছে আরেকজনের পুকুর

    • @FahimaConstruction
      @FahimaConstruction  3 ปีที่แล้ว

      যদি পাশে পুকুর থাকে তাহলে কমপক্ষে 10 ফিট দুর দুর দিতে হবে সাথে অবশ্যই বিতর থেকে টানা থাকতে হবে

  • @mdhossen4477
    @mdhossen4477 4 ปีที่แล้ว

    ভাই আমি ৫রুমের একটি বাড়ি বানাইতে চাইছিলাম! ৩ ইঞ্চি ইটের গাথনি রুম গুলো, ১২/ ফুট বাই ১৪ফুট অনু মানিক কতো টাকা লাগতে পারে। প্লাস্টার বাদ।

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว

      3 ইঞ্চি গাঁথনি দিয়ে কি বাড়ি বানাতে চান আপনি

    • @mdhossen4477
      @mdhossen4477 4 ปีที่แล้ว

      @@FahimaConstruction ভাই টিন শেড বাড়ি।

  • @dilo2154
    @dilo2154 4 ปีที่แล้ว

    ভাই আমি একটি বানডারি দিতে চাই আমার বনডারি টোটালি ২০০০ ফুট।৫ ফুট উচু হবে সেখানে কোনু মাটি দেওয়া হবেনা।দয়া করে জানাবেন কত গোল ইট লাগে এবং কত টাকা খরচ হবে

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว

      আপনি নিজেই হিসাবটা করে নিন 10 ইঞ্চি গাঁথনি হলে পার স্কয়ার ফুটে ইট লাগবে 10 টি আর 5 ইঞ্চি গাঁথনি হলে আর স্কয়ার ফুটে ইট লাগবে 5 টি

  • @mrmisu1701
    @mrmisu1701 4 ปีที่แล้ว

    ভাই কেমন আছেন 120 ফিট লম্বা 10 ফুট উঁচু 5''কতটি লগবে 3'' কতটি ইট লাগবে ভাই একটুখানি জানাবেন

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว

      পার স্কয়ার ফুটে 5 ইঞ্চি গাঁথনি হলে পাঁচটি ইট লাগবে

  • @টোটকাসমাধান
    @টোটকাসমাধান 4 ปีที่แล้ว

    দাদা ২২০ ফুট চওড়া ও লম্বা ৬.৫ ফুট দিতে হবে ২ বছর আগে যেখানে ৩ ফুট মাটি ফেলানো হয়েছিল। কিভাবে কম খরছে করবো, আমাদের মাটি বালিটান কোন ক্রাক আসে না।

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว

      আপনি একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন

  • @raihanahmed1248
    @raihanahmed1248 3 ปีที่แล้ว

    দুই পাসে ১৫০ ফিট করে লাম্বা আর পাস হচ্ছে ৮৪ ফিট দুই দিখে,,, আমি জানতে চাই বাউন্ডারি করতে কত টাকা করচ হবে প্লিজ জানালে খুশি হবো

    • @FahimaConstruction
      @FahimaConstruction  3 ปีที่แล้ว

      সেটি উচ্চতা কত ফিট দিবেন সাথে কি আরসিসি কলম রয়েছে কিনা জানাবেন

  • @shahsahid2871
    @shahsahid2871 4 ปีที่แล้ว

    Vaia Amar 25 Katha koto laghbe

  • @musicforpeace9984
    @musicforpeace9984 3 ปีที่แล้ว +1

    Sound thik nai

  • @hmmilon9009
    @hmmilon9009 4 ปีที่แล้ว

    ভাই-- আমি যদি ১ টি রুম করি। ১০ ফিট বাই ১৭ ফিট/১৬০ স্কয়ার ফিট। মাটির নিচে ১০ ইঞ্চি ২ ফিট গাঁথুনি দিব । ১২ ইঞ্চি ১২ ইঞ্চি- ৪ সুতা রডের ভিম দিব। ভাই এখন আমি জানতে চাই--ভিম টি কোথায় দিলে সবচেয়ে ভালো হবে- ১০ ইঞ্চি ২ ফিট গাঁথুনির - আগে না পরে। প্রথম ভিম দিব না ১০ ইঞ্চি ২ফিট গাধুনির পরে দিব

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว +1

      10 ইঞ্চি গাঁথনি আগে তারপর বিম ঢালাই দিন

  • @abdulgoni6814
    @abdulgoni6814 3 ปีที่แล้ว

    ভাই আমি সিলেট তেকে বলছি আমি একজন মেস্তরী রডের কাজ আর আসতরের কাজ জানি

    • @FahimaConstruction
      @FahimaConstruction  3 ปีที่แล้ว

      ফাহিমা কনস্ট্রাকশন এর পক্ষ থেকে আপনার প্রতি রইল দোয়া ও শুভকামনা সাথেই থাকুন

  • @alaminmahmoud1445
    @alaminmahmoud1445 4 ปีที่แล้ว

    600 ফুট লম্বা, 6 ফুট উচ্চতা একটি বাউন্ডারিতে টোটাল কত খরচ হবে, জানাবেন প্লিজ।

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว

      সেটি আপনি নিজেই হিসাব করে নিন যেমন 10 ইঞ্চি গাঁথনি হলে ইটা লাগবে 10 টি পার স্কয়ার ফুট 5 ইঞ্চি হলে লাগবে পাচটি

    • @greenhouseproperty9817
      @greenhouseproperty9817 3 ปีที่แล้ว

      ২০০/ টাকা প্রতি স্কয়ার ফিট।

  • @mohiuddinbabar8484
    @mohiuddinbabar8484 3 ปีที่แล้ว

    ১০৫ ফিট লম্বা বাউন্ডারি নিচে ৬ ফিট ১০ ইঞ্চি গাতুনি ও উপরে ৭ ফিট্ ৫ ইঞ্চি গাতুনি দিলে কত খরচ হবে?

    • @FahimaConstruction
      @FahimaConstruction  3 ปีที่แล้ว

      সেটের খরচ আপনাকে আলাদা করে বের করে নিতে হবে

  • @jacquelinhossain5763
    @jacquelinhossain5763 ปีที่แล้ว

    কথা বলতে পারবো

    • @FahimaConstruction
      @FahimaConstruction  ปีที่แล้ว

      অবশ্যই বলতে পারবেন

  • @Jahidkhan-fo4ol
    @Jahidkhan-fo4ol 3 ปีที่แล้ว

    আমার জায়গাটা অর্ধেক পুকুরে, বালি গুলা সব
    পুকুরে চলে গেছে, বাউন্ডারি ওয়াল কি করা সম্ভব🤔

    • @FahimaConstruction
      @FahimaConstruction  3 ปีที่แล้ว +1

      অবশ্যই করতে পারবেন কিন্তু আরসিসি পিলার করতে হবে

  • @jibanchatterjee1895
    @jibanchatterjee1895 3 ปีที่แล้ว

    28 ফুট চওড়া 45 ফুট লম্বা জায়গায় বাউন্ডারি ওয়াল কিভাবে দেবো জানালে উপকৃত হব

    • @FahimaConstruction
      @FahimaConstruction  3 ปีที่แล้ว +1

      অবশ্যই আরসিসি কলম ভীম দিয়ে করবেন তাতে করে সমস্যা হবে না কখনোই

    • @jibanchatterjee1895
      @jibanchatterjee1895 3 ปีที่แล้ว

      @@FahimaConstruction কলমের দূরত্ব ম্যাক্সিমাম কত রাখা উচিত

  • @nipuhashmi8765
    @nipuhashmi8765 4 ปีที่แล้ว

    শুধু একপাশ দেয়াল করবো ৫২ ফিটের!!!এক্ষেত্রে কিভবে মজুরির কন্টাক্ট দিবো???

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว

      আপনি স্কোয়ার ফিট হিসাব করে কাজ করাতে পারেন

    • @nipuhashmi8765
      @nipuhashmi8765 4 ปีที่แล้ว

      @@FahimaConstruction এটা কিভাবে স্কয়ার ফিট হবে?? নাকি প্রতি ফুট হিসেবে ধরে করাতে হবে??

    • @rubelahmadtangailrubelahma9421
      @rubelahmadtangailrubelahma9421 4 ปีที่แล้ว

      কত টাকা ফিট মিস্ত্রি খরচ

  • @mdimrankhan3717
    @mdimrankhan3717 4 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ
    আপনি কেমন আছেন?

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว +1

      আলহামদুলিল্লাহ আল্লাহপাক খুব ভালো রেখেছেন

  • @happycookingbaking9979
    @happycookingbaking9979 ปีที่แล้ว

    লম্বায় ১০০ ফুট এ পিলার দিয়ে পাঁচ ফুট ওয়াল দেয়ার জন্য রড সিমেন্ট,ইট বালির পরিমানটা একটু বলে দেন।

    • @FahimaConstruction
      @FahimaConstruction  ปีที่แล้ว

      ৪ ১ এ মাল তৈরি করতে পারেন

  • @MDMonir-zt2sf
    @MDMonir-zt2sf 2 ปีที่แล้ว

    হায়

  • @sakandergaon2614
    @sakandergaon2614 3 ปีที่แล้ว +2

    শিক্ষা যতোই দান করবে সইজ্ঞান ততোই বাড়তে থাকে

  • @jonymohammad6596
    @jonymohammad6596 4 ปีที่แล้ว

    ভাই পাশে ৪০ ফিট লম্বা ৮০ ফিট এবং দেয়াল হবে ৬ ফিট উপরে কেমন টাকা খরচ হবে যদি জানাতেন উপকার হত ভাই 🙏

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว

      দেয়ালে মিস্ত্রি খরচ সহ 350 টাকা পার স্কয়ার ফিটে খরচ হতে পারে

  • @BLACKSHADOW-gx6gs
    @BLACKSHADOW-gx6gs 4 ปีที่แล้ว

    ৪' ফিট মাটি ভরাট করবো ১০" ওয়াল দিলে কলাম,গ্রেটবিম দেওয়ার প্রয়োজন হবে?
    ১০" ওয়াল বীম,কলাম ছাড়া কতফিট পর্যন্ত ভরাট মাটির লোড নিতে পারে?
    ১০" ওয়ালের ফুটিং হিসাবে ১৫" এক বা দুই স্টেপ গাঁথুনি দিলে হবে?

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว +1

      কলম্বিন ছাড়া দুই থেকে আড়াই ফুট পর্যন্ত মাটি ভরাট করা সম্ভব এর উপরে গেলে অবশ্যই কলম বিম দিতে হবে

  • @MdElias-cu7rv
    @MdElias-cu7rv 4 ปีที่แล้ว

    টুটাল 220 ফিটের ভাউনডারি ২/৩ ফিট মাটি বড়াট করলে কি ৫" গাতনী দেয়া যাবে আর দেওয়া গেলে কত টাকায় কমপ্লিট হবে জানাবেন প্লিজ ।

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว

      বাউন্ডারি ওয়ালের টাকার অংক কিভাবে দেওয়া যায় না তবে মাটি বরট করতে গেলে অবশ্যই 10 ইঞ্চি গাঁথুনি দিতে হবে

  • @syedaatiqunnahar5750
    @syedaatiqunnahar5750 4 ปีที่แล้ว

    ভাই,আপনার ফোন নাম্বার কিভাবে পেতে পারি? আমি এপ্রিলে বাড়ির কাজ শুরু করবো।

  • @faruksofe2965
    @faruksofe2965 4 ปีที่แล้ว

    ভাই কেমন আছেন। ৩৪×১৬ ফিট দুই তালা ফাউন্ডেশন এক তালা কমপিলিট করতে কত টাকা লাগবে দয়া করে জানাবেন।

    • @FahimaConstruction
      @FahimaConstruction  4 ปีที่แล้ว

      একতলা কমপ্লিট করলে আপনার খরচ পড়বে প্রায় 8 থেকে সাড়ে আট লাখ টাকা

  • @মোঃহবিমিয়া-ভ২খ
    @মোঃহবিমিয়া-ভ২খ 3 ปีที่แล้ว

    ভাই আপনার নাম্বার টা দিবেন

  • @shazzadshazzad9506
    @shazzadshazzad9506 2 ปีที่แล้ว

    আস্সালামুইকুম।
    ভাই , আমার সাগুফতা হাউজিং ( মিরপুর, ঢাকা) তে ৬.২৫ কাঠা এর একটা প্লট আছে। আমি এইটার চারপাশে কলাম দিয়ে ভীম এর উপরে বাউন্ডারি ওয়াল করতে চাই।
    আমার জায়গার চার পাশের ওয়াল এর পরিমাপ হচ্ছে 75 ft. + 102 ft. + 50 ft. + 58 ft.
    আমি ১০ ft উঁচু দেয়াল করতে চাই।
    আর একটা ১০ ft X ১০ ft এর একটা গেট রাখতে চাই।
    আমাকে কি একটু জানাবেন মোট কত খরচ হতে পারে?
    কয় সুতার কত টুকু রড লাগবে?
    কয় বস্তা সিমেন্ট লাগবে ?
    কত গুলি ইট লাগবে?
    কি পরিমাণ বালু লাগবে?
    ১০ ft X ১০ ft এর একটা টানা গেট আনুমানিক কত খরচ হতে পারে?
    আপনারা যদি এই রকম দেয়াল দেয়ার contact নিয়ে থাকেন , তাও জানায়েন।
    ধন্যবাদ
    shazzad
    shazzad97@yahoo.com

    • @FahimaConstruction
      @FahimaConstruction  2 ปีที่แล้ว

      বর্তমান বাজারে দেয়াল স্কয়ার ফিট প্রায় 400 টাকা খরচ হয়

  • @alif4706
    @alif4706 3 ปีที่แล้ว

    ভাইয়া আপনার ভিডিও গুলো অসাধারণ, আমার কাছে অনেক ভালো লাগে, আপনাকে অনেক ধন্যবাদ

    • @FahimaConstruction
      @FahimaConstruction  3 ปีที่แล้ว

      ফাহিমা কনস্ট্রাকশন এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন