হারিয়ে যাওয়া এক প্রাচীন নগরীর অজানা কাহিনী || বাণগড় || দক্ষিণ দিনাজপুর || Dakshin Dinajpur.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2022
  • মৌর্য, কুষাণ, গুপ্ত, পাল, সেন থেকে মুসলিম তথা বৃটিশ আমলের নানা সাক্ষী দক্ষিণ দিনাজপুর জেলা। এক সময়ের কোটিবর্ষ, পুণ্ড্রবর্ধন, দেবকোট, বরেন্দ্রীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা বৃহত্তর দিনাজপুর থেকে সৃষ্টি হয়েছে আজকের খন্ডিত দক্ষিণ দিনাজপুর। এই জেলার সাথেই জুড়ে রয়েছে মহাভারতের যুগের নানা কাহিনী। শোনা যায় বিরাট রাজা, পঞ্চপাণ্ডবদেরও নাকি আগমন ঘটেছিল এই জেলায় যার কিছু নিদর্শন আজও দেখতে পাওয়া যায় । পৌরাণিক কাহিনির বান রাজার সাথেও জুড়ে রয়েছে এই জেলার নাম। বাংলায় প্রথম মুসলিম শাসনের সূচনাকারী ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খিলজির রাজধানীয় ছিল এই জেলায়। এইরকম এক ইতিহাস সমৃদ্ধ একটি জেলার আনাচে কানাচে ঘুরে বেড়ালাম দুদিন।
    বন্ধুরা , যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট, সেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানলের সঙ্গে থাকবেন এই আশা রাখি ।
    #dakshindinajpur #history #gangarampur
    ব্যক্তিগত মতামত ও পরামর্শ দেওয়ার জন্য নিচের মেইল আইডি তে মেইল করুন। manasbangla9@gmail.com
    Stay Connected with me on Social Network :
    Twitter : / manasbangla
    Facebook : / manasbangla
    Instagram : / manasbangla

ความคิดเห็น • 105

  • @supratikbasak
    @supratikbasak ปีที่แล้ว +24

    দক্ষিণ দিনাজপুরে স্বাগত। আমাদের জেলা নিয়ে কোনো তথ্যবহুল আলোচনা/ প্রতিবেদন নেই বললেই চলে, যা আছে তা ওই ঘুরতে গিয়ে বানানো vlog টাইপের আরকি। আপনিই প্রথম, অভিনন্দন।

  • @maksedali4565
    @maksedali4565 28 วันที่ผ่านมา +1

    জেলাবাসী হিসাবে আমি গর্বিত।

  • @rajughosh7084
    @rajughosh7084 ปีที่แล้ว +7

    দারুন উপস্থাপনা , খুব সুন্দর করে তুলে ধরেছেন আমাদের এই প্রাচীন বানগড় অঞ্চলটিকে , একজন গঙ্গারামপুর তথা দক্ষিণ দিনাজপুরবাসী হয়ে গর্ববোধ করছি ❤🥰

  • @tapatimaji2329
    @tapatimaji2329 ปีที่แล้ว +1

    .খুব ভাল লাগলো

  • @kashinathpal681
    @kashinathpal681 ปีที่แล้ว +1

    Dakhin Dinajpurer banrajar pura tatya dekhlam ABN kahini sunlam khub bhalo laglo. Bhalobasa neben.

  • @kusumkumari9225
    @kusumkumari9225 ปีที่แล้ว +1

    খুব সুন্দর

  • @shahidachoudhury6925
    @shahidachoudhury6925 10 หลายเดือนก่อน +1

    History and historical place is my favorite things to see and hear about it.
    Thank you dada.

  • @rupkathasaikat202
    @rupkathasaikat202 ปีที่แล้ว +2

    নির্বাক হয়ে দেখার মতো ভিডিও। প্রাচীন স্থাপত্যের নিদর্শনগুলি মুগ্ধ করে দেয়। আবহমান কাল থেকে বয়ে চলা ইতিহাস যেন জেগে উঠলো মানসের অপূর্ব উপস্থাপনায়। খুব আনন্দ পেলাম। 🌿🌿🌿

  • @quamrunnahar6641
    @quamrunnahar6641 ปีที่แล้ว +1

    দাদাকে অসংখ্য ধন্যবাদ ! আাবারও অপেক্ষায় রইলাম নতুন কোন চমকপ্রদ ইতিহাস জানার আশায় । ভালো থাকবেন ।

  • @mohammadzahangiralam1638
    @mohammadzahangiralam1638 ปีที่แล้ว +1

    Video ta onek bhalo,onek kichu janlam, dada bhalo thako dowa kamonai.dhaka.

  • @nashibroy4152
    @nashibroy4152 5 หลายเดือนก่อน

    Khub sundor

  • @kanchankumarmardi9266
    @kanchankumarmardi9266 ปีที่แล้ว +3

    ভালোবাসার শহর গঙ্গারামপুর 🥰🥰

  • @pankajbiswasnews
    @pankajbiswasnews ปีที่แล้ว +1

    Awesome

  • @mandiradas460
    @mandiradas460 ปีที่แล้ว +1

    ভিডিও টা খুবই ভালো লাগল ।এই।সব অতীত ইতিহাসের অজানা তথ্য জানতে আমি ভীষণ আগ্রহী ।এতো ভালো লাগে যে বোলে বোঝাতে অপারগ ।

  • @musfiqurrahim66
    @musfiqurrahim66 ปีที่แล้ว +3

    দাদা বাংলাদেশে আসলে এই বাংলার দিনাজপুরে আসবেন অনেক ঐতিহাসিক জায়গা আছে আমাদের দিনাজপুরে সেই সঙ্গে বিভক্ত হওয়া দুই দিনাজপুরের সাদৃশ্যটুকুও দেখবেন

  • @BLOGGERARINDAM
    @BLOGGERARINDAM ปีที่แล้ว +4

    ধন্যবাদ দাদা, আপনি আমাদের জেলা তথা আমাদের শহর গঙ্গারামপুরকে সকলের সামনে তুলে ধরছেন। যদি কেউ এই জেলায় বেড়াতে আসতে চান তাহলে তাঁকে আমি যতটা পারবো সাহায্য করবো এবং ঘুরিয়ে দেখাবো।
    যদি আরও কিছুটা সময় দিতে পারতাম আপনাকে খুবই ভালো লাগতো সেদিন।

    • @manasbangla
      @manasbangla  ปีที่แล้ว +2

      খুব মিস করেছি সেদিন।

  • @poushalimukherjee4966
    @poushalimukherjee4966 9 หลายเดือนก่อน +1

    Manash babu, apnar video amaar bhishon bhalo lagey. Apnar video dwara Aami onek jayega ghurtey paari. Shob jayega tho Jawa shombhob hoyena
    Khoob Bhalo laglo😊

  • @diptimitra6201
    @diptimitra6201 ปีที่แล้ว +2

    Asadharon laglo ei historical background ...
    Banglar gorbo ..

  • @dipanyita3889
    @dipanyita3889 ปีที่แล้ว +1

    দক্ষিণ দিনাপুরের ইতিহাস এর বিভিন্ন দিক কে সুন্দর ভাবে সকলের সামনে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মানস দা

  • @ghorebairewithsuchandra2847
    @ghorebairewithsuchandra2847 ปีที่แล้ว +2

    অপেক্ষা করছিলাম

  • @sunitimandal1922
    @sunitimandal1922 10 หลายเดือนก่อน +1

    নমস্কার মানস বাবু। বানগড়ে ইতিহাস আপনার সৌভাগ্য হয়েছে ছুয়ে দেখার। আর আমাদের সৌভাগ্য হয়েছে দেখার আপনার জন্য ।

  • @kaustavsinghabapon8731
    @kaustavsinghabapon8731 ปีที่แล้ว +1

    অনেক অজানা ইতিহাস ও তথ্য জানতে পারলাম খুব ভালো লাগলো আপনার ভিডিও টা

  • @mha_____shweta
    @mha_____shweta ปีที่แล้ว +2

    ভিডিও টা দেখে খুব ভালো লাগলো ৷ এই ভাবেই আমাদের কাছে আরো নানা অজানা জায়গার ভিডিও তুলে ধরুন 😊

  • @exceptionalkuntalika
    @exceptionalkuntalika ปีที่แล้ว +4

    অনেক অনেক কিছু জানলাম, ঐতিহাসিক এবং পৌরাণিক কাহিনী সব কিছু , পরবর্তী পর্বে র অপেক্ষায় রইলাম । 🙏

  • @BasudevBhattacharya
    @BasudevBhattacharya ปีที่แล้ว +1

    খুব ভালো লাগল। অনেক পরিশ্রম করে এই ধরণের উপস্থাপনা খুবই প্রশংসনীয়। এর পরের পর্বের অপেক্ষায়।

  • @biswajitguha358
    @biswajitguha358 ปีที่แล้ว +1

    অনেক ধন্যবাদ আড়ালে থাকা এই সমস্ত প্রাচীন ইতিহাস তুলে ধরার জন্য।
    এই প্রসঙ্গে জানাই গঙ্গারামপুরেই রেল স্টেশন আছে , সব ট্রেন দাড়ায়। স্টেশন থেকে বানগড় চার কিমি মত। টোটো ভাড়া 20টাকা । আপনারা অনেক দূর ঘুড়ে(অন্তত ২কিমি) ঢুকেছেন। দরকার ছিলনা । পাটগোলা পেড়লেই ঢোকার সুন্দর রাস্তা আছে ।

  • @Ovishek1997
    @Ovishek1997 ปีที่แล้ว +1

    সুন্দর একটি এপিসোড হয়েছে এটা ♥️♥️♥️👌

  • @ripantarafdar1750
    @ripantarafdar1750 ปีที่แล้ว +1

    আপনার ভিডিও থেকে অনেক ইতিহাস জানতে এবং দেখতে পাই যেটা বাস্তবে আমাদের পক্ষে সম্ভব ছিল না।খুব ভাল লাগল।

  • @djchanchal6820
    @djchanchal6820 ปีที่แล้ว +1

    যাই হোক দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য এবং সবার সামনে তুলে ধরার জন্য

  • @RASELSHEIKH526
    @RASELSHEIKH526 ปีที่แล้ว +3

    আসুন আমরা সকল সকলকে সাপোর্ট করি যেনো সবাই এগিয়ে যেতে পারি

  • @subha1oo
    @subha1oo ปีที่แล้ว +1

    এত কম ভিউ
    সত্যি আমাদের শিক্ষা র প্রশংসা করতে হয়

  • @kamolpulu836
    @kamolpulu836 ปีที่แล้ว +1

    আপনার তথ্য সমৃব্ধ প্রচারনা দেখে খুব ভালো লাগে।পটিয়া চট্টগ্রাম বাংলাদেশ।

  • @rafikulislam1957
    @rafikulislam1957 ปีที่แล้ว +1

    দাদা আপনাকে আমাদের জেলায় স্বাগত জানাই।আপনার vlog গুলো খুব ভালো লাগে।ভালো থাকবেন

  • @tuhinpatiramofficial
    @tuhinpatiramofficial ปีที่แล้ว +6

    বেশ ভালো❤️
    পতিরামে এসেছিলেন? মা বিদ্যেশ্বরী মন্দিরে??
    না এলে আমন্ত্রণ রইল ❤️🙏🏼

  • @ajayjana8630
    @ajayjana8630 ปีที่แล้ว +1

    আজকে ভিডিও টা খুবই ভালো লাগলো দাদা

  • @samarroyvlogs720
    @samarroyvlogs720 ปีที่แล้ว +1

    স্যার;আমাদের জেলায় স্বাগতম। ভিডিও দেখে খুব ভালো লাগলো । আমাদের জেলার প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি বৈচিত্র্য ছোট ভিডিও মাধ্যমে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।

  • @mdimranhossain8717
    @mdimranhossain8717 ปีที่แล้ว +1

    দারুণ একটা ভিডিও

  • @tarapadasarkar8642
    @tarapadasarkar8642 ปีที่แล้ว +1

    অসাধারণ লাগল

  • @ranjitchakraborty3360
    @ranjitchakraborty3360 ปีที่แล้ว +1

    Khub bhalo laglo

  • @dibakarjimmy6039
    @dibakarjimmy6039 ปีที่แล้ว +1

    দাদা সম্পূর্ণ তথ্য চিত্রটা দেখে সেদিনের কথা মনে পড়ে গেল।দারুন অনুভূতি দারুণ অভিজ্ঞতা।

    • @manasbangla
      @manasbangla  ปีที่แล้ว

      এবার অন্য কোথাও অন্য কোনোখানে...

  • @mominurrashidmillat7164
    @mominurrashidmillat7164 ปีที่แล้ว +1

    ইতিহাস খুব ভালো লাগলো।

  • @sohelpervez6054
    @sohelpervez6054 ปีที่แล้ว +1

    আদাব দাদা,💚💚
    শুকরিয়া, লাইক সহ পূরোটাই দেখে নিলাম।👍
    আপনার চোখ দিয়ে ইতিহাসের এক নতুন অধ‍্যায়ের সাক্ষী হলাম। দৃশ্য ধারন ও উপস্থাপনা দোনটাই চমৎকার।👌
    সবসময় ভাল থাকবেন।💐💐

  • @chiradeepkundu2226
    @chiradeepkundu2226 ปีที่แล้ว +9

    There is nearby church at shivbari. Inside the church 3 ancient decorated pillars are present., Worth seeing. Even the nearby village road side has ancient pillar. Church premises had several ancient artefacts most of them are shifted now at Balurghat museum.

  • @bapibhattacharyavlogs
    @bapibhattacharyavlogs ปีที่แล้ว +1

    অনেক আগে অরিন্দমদার ভিডিওতে দেখেছিলাম আজকে আপনার ভিডিওতে দেখলাম বেশ ভালো লাগলো।

    • @bapibhattacharyavlogs
      @bapibhattacharyavlogs ปีที่แล้ว +1

      মালদার গৌড়ের ভিডিও তো দেখলাম । মালদা এলে এরপর একটু যোগাযোগ করবেন অরিন্দম দা তথা আমার সঙ্গে একটু যোগাযোগ করে যদি হয় আমার বাড়ির কাছাকাছি একটা জায়গা রয়েছে জগ জীবনপুর সেখানে কিছু ঐতিহাসিক স্থাপত্য রয়েছে ।

  • @shilakarmakar4323
    @shilakarmakar4323 ปีที่แล้ว +1

    আপনার ভিডিওগুলো খুবই খুবই ভালো লাগে, বিশেষ করে বাংলাদেশের সালাউদ্দিন সুমনের সাথে মুর্শিদাবাদের বিভিন্ন তথ্যের যা বিবরণ তুলে ধরেছেন সত্যি সত্যি বলতে কি আমরা অনেক কিছু জানতে পারলাম।এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
    আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আশা করছি, খুব ভালো থাকবেন, নমস্কার।
    বিভিন্ন জেলায় জেলায় সুন্দর সুন্দর ঐতিহাসিক নিদর্শন তুলে ধরার জন্য অনেক অনেক কিছুই শিখলাম, জানলাম। অনেক অজানা তথ্য জানতে পারলাম, খুব ভালো লাগছে।

  • @subhankarnaiya5312
    @subhankarnaiya5312 ปีที่แล้ว +1

    খুব সুন্দর দর্শন করালেন মানষ দা
    দারুণ লাগল

    • @subhankarnaiya5312
      @subhankarnaiya5312 ปีที่แล้ว +1

      মানষ দা একটা ভীষণ আগ্রহ ও অনুরোধ আছে, এই শীতে আপনি আর সালাহ্উদ্দিন সুমন দা দুজনে যদি আমাদের দঃ২৪ পরগনা জেলার জয়নগরে আসেন একটি ভিডিও শুটের জন্য তাহলে আমি খুবই অনুপ্রাণিত হবো,কারণ আমাদের এখানে কিছু ঐতিহ্য নিদর্শন আছে যা প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি পুরনো সেটিও দ্যাখা হবে আর অতি প্রাচীন ও বিখ্যাত জয়নগরের সুগন্ধিত এবং সুস্বাদু মোয়াও খাওয়াতে পারবো। পথ চেয়ে রইলাম
      অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
      ধন্যবাদ 🙏🙏🙏

  • @gaffarabdur2739
    @gaffarabdur2739 ปีที่แล้ว +1

    অনেকদিন পর শত শত বৎসর আগের ইতিহাস যেন সরাসরি Live দেখতেছি । দাদা সত্যি আপনি জানি কিভাবে উপস্থাপন করেন যেন চুক্ষের সামনে সরাসরি সেই হাজারো বৎসরের ইতিহাস দেখতেছি।
    অপূর্ব আপনার উপস্থাপন
    অপূর্ব আপনার ভিডিও।
    ভালো থাকবেন
    মামনিটা কেমন আছে?
    ওকে আমার আদর দিবেন।
    শরীরের যত্ন নিবেন।
    এ,গাফ্ফার
    ডেপটফোর্ড ব্রডওয়ে
    লন্ডন
    ইউ কে
    ১৭/১১/২২ইংরেজী

  • @dipalibibi3856
    @dipalibibi3856 ปีที่แล้ว

    Khub sundor Dada video Dada amar akta onurodh roilo apni akbar nabab sarforaj khaner somadhi o mosjid dekhaben please sir

  • @amitavabhatt343
    @amitavabhatt343 ปีที่แล้ว +1

    Very informative will try to visit

  • @bijaydas3615
    @bijaydas3615 ปีที่แล้ว +1

    Arindom Oni amader school er physics er sir. Sotti khub valo manos. Amar gopal ganj r.n high school

  • @kunalbhattacharjee5280
    @kunalbhattacharjee5280 ปีที่แล้ว +1

    Bhalo laglo thanks

  • @monoranjanghosh2872
    @monoranjanghosh2872 ปีที่แล้ว +1

    Amar/amader paser jela

  • @user-vm7zh8nt3d
    @user-vm7zh8nt3d ปีที่แล้ว

    Allahu Akbor

  • @avikmajumder7034
    @avikmajumder7034 ปีที่แล้ว +1

    সত্যি ই মানসবাবুর উপস্থাপনা অসাধারণ। অজানা ইতিহাস জানতে পেরে খুব ভালো লাগলো। দক্ষিণ দিনাজপুরের ইতিহাস তেমনভাবে জানা যায় না। (উত্তর ২৪ পরগণার বেলঘরিয়া থেকে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার অভিক মজুমদার বলছি)।

    • @manasbangla
      @manasbangla  ปีที่แล้ว +1

      ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।

    • @avikmajumder7034
      @avikmajumder7034 ปีที่แล้ว

      @@manasbangla আপনি ও ভালো থাকুন মানসবাবু 🙏🙏

  • @mdmintu7286
    @mdmintu7286 ปีที่แล้ว

    Bangladesh dinajpur a amontron

  • @nipalsarkar4150
    @nipalsarkar4150 ปีที่แล้ว +1

    বাণগড় যেতে হলে বুনিয়াদপুর স্টেশন এ না নেমে গঙ্গারামপুর রেল স্টেশন নামলে বেশি সুবিধাজনক ও ব্যায়সুলভ। আমি উত্তর দিনাজপুর থেকে । উত্তর দিনাজপুর আসার জন্য আমন্ত্রণ থাকলো।

    • @manasbangla
      @manasbangla  ปีที่แล้ว +1

      হ্যাঁ ঠিকই বলেছেন। আমি বুনিয়াদপুরে ছিলাম তাই সেখান থেকে গিয়েছিলাম।

  • @theriderprosen0771
    @theriderprosen0771 ปีที่แล้ว +1

    অসাধারণ👏✊👍 😊☺

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 ปีที่แล้ว +1

    apurbo punorbhoba nodi o tar pashe abosthito anabadyo oitihasik sthapotyo

  • @tarapadasarkar8642
    @tarapadasarkar8642 ปีที่แล้ว +2

    দুঃখ একটাই আমরা ভারতের প্রাচীন ঐতিহ্যকে সংরক্ষণ করতে পারি না, এগুলোর সংরক্ষণ প্রয়োজন।

  • @surajsk8071
    @surajsk8071 ปีที่แล้ว +1

    মানস দা ❤❤❤

  • @dilipkumarsinha42
    @dilipkumarsinha42 ปีที่แล้ว +1

    Very nice .

  • @sajidsabirslg7812
    @sajidsabirslg7812 ปีที่แล้ว +1

    Dada Uttar dinajpure asun na.. plz...

  • @sayantanchakraborty374
    @sayantanchakraborty374 ปีที่แล้ว +1

    Dada thik e bolchhen onek history lukiye achhe amader Gangarampur e kintu sei gulo e sonskoron krara dike keu nojor dei dei na . Jmn Bangor aj jeituku dekchhen apnara seita amra chhoto thekei dekhe jachhi nutun kre r kichu ber hoini khure nutun kre kichhu samne anbe tar kono lokhon nai . gov chaina amader Bangor k historical place hisab tourists spot banate .

  • @itihaseraanusandhane7G
    @itihaseraanusandhane7G ปีที่แล้ว +2

    দাদা আমি বাংলাদেশ থেকে আপনার কাছে একটা ভিডিও চেয়েছিলাম,, নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মস্থান কটক শহরের বাড়িটির বর্তমান অবস্থা এর ইতিহাস জানার 🥰 প্লিজ

  • @sakilahammed8162
    @sakilahammed8162 ปีที่แล้ว +1

    Amar bari ata sah er dorgar kache

  • @soumyadipmukherjee51
    @soumyadipmukherjee51 ปีที่แล้ว +1

    স্যার কাল বেলডাঙ্গা আসুন কার্তিক লড়াইএ প্লীজ
    প্রায় 250 পুরনো পূজো এটা

  • @shantanudash8560
    @shantanudash8560 ปีที่แล้ว +1

    Superb vlog! I watched it twice and still I feel I am missing something as there is so much information about ancient Bangarh. Drone shots are again amazing including the prelude to the vlog .Sir, you are unique!

  • @TrillionaireStudioX0
    @TrillionaireStudioX0 ปีที่แล้ว

    You have to Improve your vlogging camera. Micro shaking..

  • @Indianarmy.77
    @Indianarmy.77 ปีที่แล้ว +2

    Dada abni bishnupur ar ak ta video banan

  • @somakanjilal7057
    @somakanjilal7057 ปีที่แล้ว +1

    Video টি দারুণ লাগল
    কিন্তু জনগণের অজ্ঞতা ও সরকারের ঔদাসিন্যতার নিদর্শনগুলো বড়ই বেদনার

  • @bapanupadhaya
    @bapanupadhaya ปีที่แล้ว +1

    Sir tailay ata to prai 5Hagar bochor agar itihas karon thokon shreekrishno chilo thik bollam ki sir

  • @charukotha2023
    @charukotha2023 ปีที่แล้ว +1

    দাদা আপনি বুনিয়াদপুর স্টেশন থেকে বলছেন। এখান থেকে আসতে গেলে অনেকটা ঘোড়া পথে আসা হবে। আপনি গঙ্গারামপুর স্টেশনে নেমে একটু কাছেই বানগড়।

    • @manasbangla
      @manasbangla  ปีที่แล้ว

      ধন্যবাদ, আমি বুনিয়াদপুর থেকেই সব জায়গা গুলি ঘুরেছি।

  • @prasantaray4711
    @prasantaray4711 ปีที่แล้ว +1

    Kmn asen kaku

  • @seraphinakisku8523
    @seraphinakisku8523 ปีที่แล้ว +2

    Amar bari to rajibpur amar bari samne kola gaj ache

  • @anindochowdhury
    @anindochowdhury ปีที่แล้ว +2

    Crocodile Face is known as " Makar pranali ". This is very common in Hindu Mandir. May be this was a Vrishnu temple.

  • @manjusrighosh8673
    @manjusrighosh8673 ปีที่แล้ว +1

    Khub taratari dekhano holo, monta thik vorlo na......

  • @indronilroy6058
    @indronilroy6058 ปีที่แล้ว +1

    Details of van Raja

  • @prasantaray4711
    @prasantaray4711 ปีที่แล้ว +2

    Ban raja chilen amader assamer shonitpure..akhanei sob itihas ase.

  • @supritibhandari7450
    @supritibhandari7450 ปีที่แล้ว +1

    sir apnar chok diye gota india er kona konar itihas dekhte chai ❤️❤️❤️❤️ pronam ar valobasa neben sr

  • @abhirammurmu
    @abhirammurmu ปีที่แล้ว +1

    Location tar eta... Google map er Link dile kritogo thakbo🙏😇

  • @theamitavadewan
    @theamitavadewan ปีที่แล้ว +1

    😀😍💖👍🇮🇳👌

  • @biswajitgoswami2310
    @biswajitgoswami2310 ปีที่แล้ว +1

    মানসবাবু আপনাৱ কাছে অনুৱোধ যদি মীৱকাশিমেৱ ৱাজধানী মুঙগেৱ উপৱে একটি video বানান

    • @manasbangla
      @manasbangla  ปีที่แล้ว +1

      আপনার এই অনুরোধ আমি রাখবো, কথা দিলাম। শুধু সময়ের অপেক্ষা।

  • @koushikdutta7198
    @koushikdutta7198 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️Sir Ata ki video rupe asbe❤️❤️❤️

    • @manasbangla
      @manasbangla  ปีที่แล้ว

      ভিডিও রুপেই তো এসেছে। দেখতে থাকুন। ধন্যবাদ।

    • @koushikdutta7198
      @koushikdutta7198 ปีที่แล้ว +1

      @@manasbangla oo sir asole live cholchilo too bujte Parini. Thanks 😊

  • @anindochowdhury
    @anindochowdhury ปีที่แล้ว

    Eyi dargah ta kobe theke itihas holo .. eyi maal gullu Turk and Arab chilo

  • @mintusaren895
    @mintusaren895 ปีที่แล้ว

    Sahara maru bhumi dekei ni

  • @dipankarhalder9900
    @dipankarhalder9900 ปีที่แล้ว

    Sash er dikta valo hoini

  • @hirakjoytidhar7916
    @hirakjoytidhar7916 ปีที่แล้ว +1

    খুব সুন্দর

  • @nilimadey9738
    @nilimadey9738 ปีที่แล้ว +1

    Khub bhalo laglo

  • @souravrana1065
    @souravrana1065 ปีที่แล้ว +1

    Khub sundor