Doleshwar Hanafia Jame Masjid ।। দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ ।। ইউনেস্কো পুরষ্কার প্রাপ্ত মসজিদ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • Doleshwar Hanafia Jame Masjid ।। দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ ।। ইউনেস্কো পুরষ্কার প্রাপ্ত মসজিদ
    বিশ্বজুড়ে খ্যাতি কুড়িয়েছে বাংলাদেশের কেরানীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। মসজিদটির বয়স দেড়শ বছরের বেশি। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মসজিদটি প্রথম নির্মিত হয় ১৮৬৮ সালে। তারপর ২০১৮ সালে এটি সংস্কার ও আধুনিকায়ন করা হয়। ২০২১ সালের ১ ডিসেম্বর ‘ইউনেস্কো এশিয়া-প্যাসিফিক অ্যাওয়ার্ডস’ জিতে নেয় মসজিদটি। ইউনেস্কো এশিয়া-প্যাসিফিক অ্যাওয়ার্ডস ফর কালচারাল হেরিটেজ কনজারভেশনে ছয়টি দেশের নয়টি স্থাপনাকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারে ভূষিত করা হয়। এর মধ্যে ‘দ্য অ্যাওয়ার্ড অব মেরিট’ ক্যাটাগরিতে স্বীকৃতি পায় এই মসজিদ।
    ঐতিহাসিক স্থাপনাটির অবস্থান কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর গ্রামে। দেড়শ বছরের মসজিদটির পুরোনো আদল ধরে রেখে নবাবি আমলের ঐতিহ্য বজায় রেখে সুনিপুণ হাতে সংস্কারকাজ করেছেন স্থপতি সাঈদ মোস্তাক আহমেদ। মসজিদটি সংস্কার ও সংরক্ষণের জন্য স্থপতি সাঈদ মোস্তাক আহমেদ লাভ করেন ‘দ্য অ্যাওয়ার্ড অব মেরিট’ পুরস্কার।
    কালের আবর্তে এই মসজিদের অবকাঠামো বিলীন হওয়ার পর্যায়ে ছিল। মসজিদটিকে সংস্কার করে পুরোনো রূপ দেওয়ার উদ্যোগ নেন মসজিদটির প্রতিষ্ঠার সুযোগ্য উত্তরসূরি সাবেক সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তার উদ্যোগে স্থপতি আবু সাঈদ মোস্তাক আহমেদ মসজিদের অবকাঠামো ঠিক রেখে পুনঃসংস্কারের কাজ শুরু করেন। ২০১৮ সালে সংস্কারকাজ শেষ হয়। পুরোনো মসজিদের পাশেই নির্মাণ করা হয় নতুন আরেকটি মসজিদ। পুরোনো মসজিদটি এখন গ্রন্থাগার ও মক্তব হিসেবে ব্যবহৃত হচ্ছে।
    তখন জনসংখ্যার বিবেচনায় মসজিদটি ছোট আকারে নির্মাণ করা হয়েছিল মসজিদের ভেতরে রয়েছে দুটি মেহরাব। মসজিদটির মাঝখানে রয়েছে দু'টি গম্ভুজ, চারপাশে রয়েছে তিনস্তর বিশিষ্ট ৮টি মিনার। আর এর শীর্ষে রয়েছে ছোট গম্বুজ। এর বাইরেও বাকি ১২ খুঁটির উপরিভাগে রয়েছে কারুকাজ।
    ১৫০ বছরের পুরনো আদল ধরে রেখে নবাবি আমলের ঐতিহ্য বজায় রেখে সংস্কারকাজ করা হয়েছে।
    দেশের বিভিন্ন এলাকা থেকে এমনকি বিদেশ থেকেও পর্যটকরা এই মসজিদটি দেখতে আসেন। আধুনিক স্থাপনার এই মসজিদটি পর্যটকদের মনোযোগ কাড়ছে। এ কারণে আন্তর্জাতিক গণমাধ্যমে অনন্য এই স্থাপনা নিয়ে একাধিকবার ফিচার হয়েছে।

ความคิดเห็น • 2

  • @kovitaakter4352
    @kovitaakter4352 หลายเดือนก่อน +1

    Ei mashjid e ki biye korano hoy ?

    • @bridgib
      @bridgib  หลายเดือนก่อน

      @@kovitaakter4352 সঠিক বলতে পারলাম না। যারা মসজিদে দায়িত্ব-রত আছে তাদের সঙ্গে কথা বলতে পারেন।