এলেই যদি কেন চলে যাবে এখনি, ও তুমি একটু পরে শুরু হবে টিপটিপ বৃষ্টি ভিজে যাবে তুমি যেতে যেতে বহুদূরে চলে গেলে তুমি আসি আসি বলে তুমি কত দিবে ফাঁকি এই দিনে শুধু ভয় কি করি এ বরষায় তুমি কাছে নাই মনে মনে কত কথা বলে গেলে তুমি মিছে মিছে অভিমানে চোখে এলো পানি যেও না এই অবেলায় দূরে কোন অজানায় যেখানে আমি নাই।
This is a song of our childhood... It's our song...
ভিজে যাবে তুমি, টিপ টিপ বৃষ্টি।।
Just loved the song. I played and replayed it, and enjoyed it very much. I am sure it will be my companion for many upcoming days.
A beautiful tribute to Sheikh Istiaque 🖖🇧🇩👊🏼🏆👏
I love u FUAD BHAI & loved the song❤️❤️❤️
Keep it up bro❤️❤️
এলেই যদি কেন চলে যাবে এখনি, ও তুমি
একটু পরে শুরু হবে টিপটিপ বৃষ্টি
ভিজে যাবে তুমি
যেতে যেতে বহুদূরে চলে গেলে তুমি
আসি আসি বলে তুমি কত দিবে ফাঁকি
এই দিনে শুধু ভয়
কি করি এ বরষায়
তুমি কাছে নাই
মনে মনে কত কথা বলে গেলে তুমি
মিছে মিছে অভিমানে চোখে এলো পানি
যেও না এই অবেলায়
দূরে কোন অজানায়
যেখানে আমি নাই।
Love it
কালজয়ী একটা গান। এ গানের সঠিক লিরিক জেনে নেওয়া উচিৎ ছিল।
সুরের ইম্প্রোভাইজেশন মানা যায় কিন্তু কথার ভুল অমার্জনীয়।