Tritiyo Matra Episode 30

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.ย. 2018
  • Dr. Humayun Azad, Author, poet, scholar, linguist, critic, columnist and Imdadul Haq Milon,Bangladeshi novelist has participated in Episode: 30 Date: 15.08.2003, Episode Anchor: Dr. Fazlul Alam

ความคิดเห็น • 333

  • @MdAsfathUllah
    @MdAsfathUllah 4 ปีที่แล้ว +44

    কোথায় চাঁদের আলো, কোথায় জুতোর কালো। স্যার হুমায়ুন আজাদের জন্য অবিরাম শ্রদ্ধা এবং ভালোবাসা।

  • @RKarim-jb3of
    @RKarim-jb3of 3 ปีที่แล้ว +23

    হুমায়ুন আজাদ স্যারের কথা অনেকে বুঝেও না বুঝার ভান ধরে। কোথায় যেনো পড়েছিলাম 'জনপ্রিয়তা সব সময় সত্য নয়, সত্যও সব সময় জনপ্রিয় নয়'।

  • @ri.shanto3421
    @ri.shanto3421 5 ปีที่แล้ว +126

    আলোচনা করতে হলে আলোচকদের সবার জ্ঞানের পরিধি সমান হতে হয়। সাহিত্য নিয়ে আলোচনা করতে হলে সাহিত্যের গভীর জ্ঞান থাকতে হয়। আজাদ স্যারের জ্ঞানের মাত্রার ধারে কাছেও তারা যায় না।

    • @anindyahriju2426
      @anindyahriju2426 4 ปีที่แล้ว +19

      অনুষ্ঠান দেখে সক্রেটিসের বিখ্যাত প্রবাদটা মনে পড়ে গেল যে হুমায়ুন আজাদ দুটো গাধার দ্বারা পরিবেষ্টিত!
      যুক্তিতে না পেড়ে ভদ্রলোক কি দুর্বিনীত, বস্তুত এটা কোনো লেখকসুলভ আচরণ নয়।
      অন্যদিকে আজাদ স্যারকে দেখলে একটি বিশুদ্ধ জ্ঞানি হিসেবে চিহ্নিত করা যায় যিনি স্থির, অটল, বিনয়ী।
      আজাদ স্যারের যায়গায় আমি থাকলে অবশ্যই আমি এই ডেস্ক ছেড়ে চলে যেতাম! তর্কের এক পর্যায়ে মিলনকে আমার মৌলবাদীর মতো মনে হলো।

    • @universeboss5936
      @universeboss5936 4 ปีที่แล้ว +11

      মিলন তো শুধু মৌলবাদী না, এখন রাজনৈতিক চামচামি করছে সুবিধার জন্য। আজাদ স্যার এই অপদার্থগুলোর সাথে কেন যে গেছে!

    • @BondhuCinemedia
      @BondhuCinemedia 4 ปีที่แล้ว +8

      হুমায়ুন আজাদ এর সামনে বসে তার বক্তব্য নেয়ার যোগ্যতা ক'জনের আছে? এরা তাঁর সম্পর্কে ধারণাও রাখে না বলেই এমন ভাই

    • @salauddinmunshi3616
      @salauddinmunshi3616 4 ปีที่แล้ว +2

      I agree with you.

    • @ezioauditoredefirenze4494
      @ezioauditoredefirenze4494 3 ปีที่แล้ว

      😂😂🖕

  • @user-sw2cd5xo6h
    @user-sw2cd5xo6h 3 ปีที่แล้ว +21

    হুমায়ূন আজাদ স্যার যুক্তিতে অত্যন্ত প্রখর। তা খন্ডন করা যায় এমন ঘটনা বিরল। উনার সামনে প্রায় সবাইকেই মাঝারি বা নিম্নমাঝারি মনে হয়। কিন্তু সত্য এই যে হুমায়ূন আজাদের মত এমন বহুমুখী প্রতিভাবান ব্যক্তিত্বকে আমরা হারিয়ে ফেলেছি অকালেই।

    • @universeboss5936
      @universeboss5936 3 ปีที่แล้ว +4

      আর বলবেন না, কী যে কষ্ট লাগে!

    • @hassan_5248
      @hassan_5248 2 ปีที่แล้ว +1

      @@universeboss5936 চুপ

  • @rupeshdey391
    @rupeshdey391 2 ปีที่แล้ว +33

    আজাদের গলার স্বর, স্থিরতা, ঋষিসুলভ বাচনভঙ্গি সত্যিই তাঁর অনেক প্রবন্ধ, কবিতা ও গবেষণা গ্রন্থের মতোই মুগ্ধ করল।

  • @jahancox57
    @jahancox57 3 ปีที่แล้ว +13

    হুমায়ুন আজাদ সেরা, যার তুলনা এই বাংলায় নেই।

  • @risatrisat8996
    @risatrisat8996 5 ปีที่แล้ว +74

    মিলন সাহেবের কথা বলার স্টাইলটা অনেকটা বাংলা সিনেমার খলনায়ক মিশা সওদাগরের মত। কে জানে কে কাকে অনুকরণ করে! আর মিলন সাহেব ও মিশা সওদাগরের মধ্যে বাঙ্গালীকে কে বেশি " মজা" দেয় তা একটা বিতর্কের বিষয় হতে পারে, কিন্তু হূমায়ন আজাদ স্যারের সামনে তাকে বিতার্কিক হিসাবে উপস্থাপন করা সভ্যতার জন্য লজ্জাজনক!

    • @mdalifhossain4813
      @mdalifhossain4813 5 ปีที่แล้ว +1

      well said ,

    • @firozahmed701
      @firozahmed701 4 ปีที่แล้ว +1

      Perfectly said

    • @chinmoybarua9282
      @chinmoybarua9282 4 ปีที่แล้ว +3

      হা হা হা। অসাধারণ বলেছেন।

    • @shankulaskar1387
      @shankulaskar1387 4 ปีที่แล้ว +2

      মানুষটা বাংলা ভালো করে বুঝতেই পারে না।হুমায়ুন স্যারের এমন মানুষের সাথে কথা বলা দুঃখের বিষয়।

    • @BondhuCinemedia
      @BondhuCinemedia 4 ปีที่แล้ว +1

      উনি জনপ্রিয়তাকেই লেখকের শ্রেষ্ঠত্ব বলতে চান

  • @ashrafulhossainsajal8665
    @ashrafulhossainsajal8665 2 ปีที่แล้ว +10

    ড.হুমায়ূন আজাদ সেরাদের সেরা।

    • @kmrashid1
      @kmrashid1 หลายเดือนก่อน

      Agreed! King of the King

  • @wahidulalamsohel6237
    @wahidulalamsohel6237 5 ปีที่แล้ว +41

    ‌মিলন বিব্রত ও অ‌স্থির। অাজাদ স্থির ও স্বাভা‌বিক।

    • @firozahmed701
      @firozahmed701 4 ปีที่แล้ว +11

      বুদ্ধিমানেরা স্থির ই হয়।
      অনেক চেষ্টা করেছি রাগের সময় চুপ থাকতে, কিন্তু ব্যর্থ হয়েছি।
      সত্যিই একজন আদর্শ লেখক.....

    • @salawatullah2587
      @salawatullah2587 3 ปีที่แล้ว +1

      চমৎকার বলেছেন।

    • @ezioauditoredefirenze4494
      @ezioauditoredefirenze4494 3 ปีที่แล้ว +1

      হুমম হুমম চটি হনুমান আজাদ

    • @mdalmamunhossain8743
      @mdalmamunhossain8743 3 ปีที่แล้ว +1

      শূন্য কলশি বাজেঁ বেশী, এটা বোঝেন না?

    • @user-sw2cd5xo6h
      @user-sw2cd5xo6h ปีที่แล้ว

      @@ezioauditoredefirenze4494 তুই সব জায়গায় দেখি বাজে মন্তব্য করো। তোমার মা-বাবা তোমাকে আদব কায়দা কিছুই শেখায়নি। আমানুষের বাচ্চা।

  • @abdullahalmahmud5117
    @abdullahalmahmud5117 5 ปีที่แล้ว +36

    কোথায় শেখ শাদি কোথায় বকড়ির লাদি।কোথায় হুমায়ুন আজাদ স্যার আর কোথায় মিলন ফিলন???

  • @shaaniran6212
    @shaaniran6212 2 ปีที่แล้ว +6

    খুব বেমানান লাগলো। কাছাকাছি যোগ্যতা,মানসিকতার দুজনকে নেয়া উচিৎ ছিলো।

  • @universeboss5936
    @universeboss5936 4 ปีที่แล้ว +16

    হুমায়ুন আজাদ তো মিলনকে একেবারে ধ্বংস করে দিল।

  • @KamalTalukderCaptainNemo
    @KamalTalukderCaptainNemo 4 ปีที่แล้ว +24

    জীবনে এত বই পড়লাম কিন্তু ইমদাদুল মিলনের কোন বই পড়ি নাই! ইচ্ছা হয় নাই কখনো।

    • @unscient
      @unscient 4 ปีที่แล้ว +2

      ভাই, হাসি থামাতে পারছি না!

    • @info-sumon
      @info-sumon 4 ปีที่แล้ว +4

      কোন বই দুইবার প্রিন্ট করার প্রয়োজন হয়নি...তাই বাজারেও পাননি।

    • @AI-nz3rn
      @AI-nz3rn 4 ปีที่แล้ว

      Amio ...naam e jani na...

    • @Mdmunna-jr2li
      @Mdmunna-jr2li 3 ปีที่แล้ว

      আমি ও

    • @salawatullah2587
      @salawatullah2587 3 ปีที่แล้ว +1

      মিলনের কোনো বইয়ের নাম জানি না। হুমায়ুন আজাদ যে লেখকের সাথে বিতর্ক করছেন তার দু'একটা বইয়ের নাম না জানাটা সত্যিই দুঃখজনক।

  • @SafayatRiyadh
    @SafayatRiyadh 4 ปีที่แล้ว +8

    হুমায়ুন আজাদ স্যারের কথাই আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে

  • @golamali2149
    @golamali2149 5 ปีที่แล้ว +23

    Milon is hurt as Azad is making sense with his arguments. In a country where Milon and Humayan Ahmed are regarded as major writers in fact has no future in literature.

  • @BondhuCinemedia
    @BondhuCinemedia 4 ปีที่แล้ว +14

    হুমায়ুন আজাদ। বাংলাকে বুকে লালন করা এক প্রেমিক

    • @mdrajiv9403
      @mdrajiv9403 4 หลายเดือนก่อน

      মৌলবাদ রা কি ভাবে কিসের জন্য তাকে হত্যা করলো

  • @natureentertainment2639
    @natureentertainment2639 4 ปีที่แล้ว +11

    আমি অয়োময় রনী বলতেছি--এই প্রোগ্রামের প্রযোজক এর উচিত হয়নি বাংলা সাহিত্যের সেরা একজন ভাষাবিদের সাথে এমদাদুল হক মিলন কে আনা।এমদাদুল হক মিলনের বাচন ভংগি প্রমান করে সে কত নগন্য হুমায়ুন আজাদ স্যারের পাশে।

  • @user-it5jc1px2s
    @user-it5jc1px2s 5 ปีที่แล้ว +93

    বাংলাদেশের বেশীর ভাগই মানুষ হুমায়ন আজাদের বই পড়ার যোগ্যতা রাখে না।।।।খুব কম সংখ্যক মানুষই রয়েছে যারা হুমায়ন আজাদের লেখা ধরতে পারে।।

    • @firozahmed701
      @firozahmed701 4 ปีที่แล้ว +3

      Agreed

    • @rk.rakibkhusi2567
      @rk.rakibkhusi2567 4 ปีที่แล้ว +3

      সহমত ।

    • @mahbubrashed4915
      @mahbubrashed4915 4 ปีที่แล้ว +3

      একদম সত্যি কথা।

    • @AI-nz3rn
      @AI-nz3rn 4 ปีที่แล้ว

      তাকে নাস্তিক বলে কনো নাস্তিক হলেই তার ব ই পরব কেন

    • @mahbubrashed4915
      @mahbubrashed4915 4 ปีที่แล้ว +2

      A I ওনার লেখা পড়েন তারপর বুঝবেন কোন শ্রেনীর মানুষ ওনাকে নিয়ে সমালোচনা করে।

  • @MehediHasan-ii7cm
    @MehediHasan-ii7cm 2 หลายเดือนก่อน +2

    হুমায়ুন আজাদ কে বুঝতে বাংগালী কে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে অনেক আধুনিক হতে হবে। বিনম্র শ্রদ্ধা হুমায়ূন আজাদ স্যার এর প্রতি।

  • @sknandiphy
    @sknandiphy 4 ปีที่แล้ว +10

    Ideal example of a discussion of an academic and a non-academic person.

  • @shayekharefin1864
    @shayekharefin1864 5 ปีที่แล้ว +69

    হুমায়ুন আজাদ এক ও অনন্য। তাঁর ধারেকাছেও এই বাংলায় কেউ নেই।

    • @russell1406
      @russell1406 2 ปีที่แล้ว +1

      হুম নাই। বোকাচোদা আর চোরামির দিক থেকে

    • @chayan2.0
      @chayan2.0 2 ปีที่แล้ว

      @@russell1406 বেলুন দুর্ঘটনায় জন্ম তোর। খাকনির পোলা

  • @universeboss5936
    @universeboss5936 3 ปีที่แล้ว +17

    মিলন রাগে গজগজ করছে কিন্তু উত্তর দিতে পারছে না। ভিতরটা ছারখার হয়ে গেছে মিলনের।

    • @user-sw2cd5xo6h
      @user-sw2cd5xo6h หลายเดือนก่อน

      একদম সঠিক বলেছেন

  • @azammd.anwarsadat851
    @azammd.anwarsadat851 3 ปีที่แล้ว +9

    মিলন সাহেবের শরীরি ভাষা অসংস্কৃত।

  • @rajonbhuiyan3819
    @rajonbhuiyan3819 4 ปีที่แล้ว +14

    হিরো আলমের মতোই জনপ্রিয় মিলন

  • @debpaul6205
    @debpaul6205 2 ปีที่แล้ว +6

    আমি হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ পড়ার পর মিলন পড়তে গিয়েছিলাম। কিন্তু এতই আনাড়ি যে কয়েকবার চেষ্টা করেও এগোতে পারিনি। বাসায় কোন অন্য বইও ছিল না। কিন্তু তারপরও পড়তে পারিনি। প্রাইমারির বাচ্চারা প্রথম লেখা শুরু করলে যেরকম আনাড়ি হয় মনে হয়েছে সেরুপ আনাড়ি।

    • @anwarhosain.6006
      @anwarhosain.6006 2 ปีที่แล้ว

      হুমায়ুন আহমেদ অনেকটা মিলনের ধারারই লেখক। উৎকৃষ্ট সাহিত্য বলতে ড. আজাদ স্যারের সাহিত্যকে বলা যায় ।।

  • @user-oi4rj2zq9o
    @user-oi4rj2zq9o 5 ปีที่แล้ว +30

    ইমদাদুল হক মিলন আদতে জনপ্রিয় লেখক। তার মৌলিক রচনা নেই বললেই চলে।

    • @russell1406
      @russell1406 2 ปีที่แล้ว +1

      মৌলিক রচনা নাই? আর হুমায়ূন আজাদ? এ তো চৌর্যবৃত্তির জনক।

    • @anwarhosain.6006
      @anwarhosain.6006 2 ปีที่แล้ว

      মিলন হলো টিনেজারদের লেখক! যাদের সাহিত্যবোধ বলতে কিছু নেই!

    • @a.n.m.shafakatalikhan102
      @a.n.m.shafakatalikhan102 ปีที่แล้ว +1

      thik

  • @Mh.Dawah.
    @Mh.Dawah. 4 ปีที่แล้ว +10

    ইমদাদুল হক মিলন যে একটা থার্ড ক্লাস সেটি সফলতার সাথে প্রমাণ করেছে।

  • @user-tv8ih6rt2b
    @user-tv8ih6rt2b 4 ปีที่แล้ว +26

    কি দুর্ভাগ্য হুমায়ূন আজাদের মিলনের মত উচ্ছিষ্টর কাছ থেকে সাহিত্যের সংগা শিখতে হয়। আজাদ স্যারের সামনে মিলন যে ঔদ্ধত্য দেখালো তার জন্য আজকে ২০২০ সালে ক্ষমা চাওয়া উচিৎ

  • @struggleoflife5573
    @struggleoflife5573 6 หลายเดือนก่อน +1

    এক কথাই বলবো হুমায়ুন আজাদ এক ,অনন্য , অদ্বিতীয় ,অসাধারণ প্রতিভাবান গুণী লেখক যা বাংলার বুকে একবারই এসেছিলেন আর এক হাজার বছরে এমন কেখক আসবে কি না আমরা কেউ তা জানিনা।

  • @arponmehedi
    @arponmehedi 5 ปีที่แล้ว +20

    ইমদাদুল হক মিলন 'জনপ্রিয় লেখক' বলে তার প্রচুর জ্বলতেছে!

  • @user-bw2kc7wv3g
    @user-bw2kc7wv3g 5 ปีที่แล้ว +21

    হুমায়ুন আজাদের সামনে ইমদাদুল হক মিলন কী কথাই বা বলবেন?

  • @romanha9071
    @romanha9071 4 หลายเดือนก่อน +2

    প্রকৃত কিংবদন্তি আজাদ স্যার ও অধমের পা চেটে জীবিকা নির্বাহ.....
    খেলা সমান সমান যোগ্যতা সম্পন্নদের মাঝে হলে দর্শক আনন্দ পায়।

  • @sadiazahinsuha8480
    @sadiazahinsuha8480 2 ปีที่แล้ว +5

    হুমায়ূন আজাদ স্যারের কারণে দেখছি।

  • @tufayelahmedfahim1632
    @tufayelahmedfahim1632 ปีที่แล้ว +3

    মিলন সাহেবের আচরণ খুবই আক্রমণাত্মক অশালীন।

  • @papanchandradas9762
    @papanchandradas9762 5 ปีที่แล้ว +20

    মনে হচ্ছে, ইমদাদুল হক মিলন ও উপস্থাপক উভয়েই টক শো করার নিয়ম জানেন না।

  • @anwarulislam6709
    @anwarulislam6709 11 หลายเดือนก่อน +2

    হুমায়ুন আজাদ স্যার এবং ইমদাদুল হক মিলন দুজনই মুন্সীগঞ্জ বিক্রমপুরের সন্তান । দুজনেই জনপ্রিয় তবে শ্রেণি আলাদা। ইমদাদুল হক মিলন সারাদেশের তরুণদের কাছে অতি প্রিয়। আর হুমায়ুন আজাদ স্যারের বেশি পাঠক যুবক প্লাস।

  • @jhinukmalastudent973
    @jhinukmalastudent973 2 ปีที่แล้ว +13

    তৃতীয় শ্রেণীর লেখক হচ্ছে মিলন, স্যার কেনো যে টক শো তে গেলো, miss u Sir, পরপারে ভালো থাকবেন।

  • @firozahmed701
    @firozahmed701 4 ปีที่แล้ว +19

    আলোচনাটা একটা শিশুশুলভ আলোচনা হয়ে গেছে।
    হুমায়ুন আজাদের আশেপাশের কোন মানসম্পন্ন লেখক আনা দরকার ছিল।
    মিলনের লেখা ক্লাস ৫ এর বাচ্চাও সাবলীলভাবে পড়তে পারে,ভালো লাগে(আমিও পড়তাম ৫ম শ্রেণী থেকে,ভালো লাগত)....
    কিন্তু চিন্তার খোরাক কখনোই জাগাতে পারেনি, যেটা হুমায়ুন আজাদ পেরেছেন।

  • @nimurlovelu1562
    @nimurlovelu1562 5 ปีที่แล้ว +17

    I think both of them are not equal to Azad .

  • @rakibulhasan8141
    @rakibulhasan8141 4 ปีที่แล้ว +10

    ইমদাদ নিজেকে জনপ্রিয় লেখকদের পক্ষে নিয়ে পুরো টকশো কেই নষ্ট করে দিয়েছে

  • @user-gd7jx1gb8w
    @user-gd7jx1gb8w หลายเดือนก่อน +1

    বিনম্র শ্রদ্ধা হুমায়ুন আজাদ স্যার এর প্রতি।

  • @mdalifhossain4813
    @mdalifhossain4813 5 ปีที่แล้ว +11

    stupid Imdadul Haque Milon, he has no quality to seat beside Great Humayun Azad

  • @brewedmeditation2886
    @brewedmeditation2886 4 ปีที่แล้ว +8

    কোথায় মহারাণী আর কোথায় চুতমারাণী(মিলন)!

  • @emranhossain1028
    @emranhossain1028 5 ปีที่แล้ว +23

    কোথায় হুমায়ুন আজাদ আর কোথায় চটি লেখক মিলন।।!!!!!! কার সাথে কি!!!!

    • @russell1406
      @russell1406 2 ปีที่แล้ว +1

      চটি লেখক মিলন? আর আজাদ তোর বাপে কি?

    • @hassan_5248
      @hassan_5248 2 ปีที่แล้ว

      @@russell1406 চুপ। আজাদ জ্ঞানী ব্যক্তি তার সাথে মিলনের তুলনা করা অর্থহীন।

  • @tokyopikatmilan2428
    @tokyopikatmilan2428 4 ปีที่แล้ว +19

    এমদাদুল হকের আরো সভ্য হতে হবে। হুমায়ুন আজাদ স্যার যদি প্রাসাদ হয় এমদাুল হক হবে সেই প্রাসাদের পায়খানা।

    • @universeboss5936
      @universeboss5936 2 ปีที่แล้ว

      যা বলেছেন ভাই 😄

  • @pranaychakravarty2862
    @pranaychakravarty2862 4 ปีที่แล้ว +5

    উপস্থাপক এবং মিলন স্যারের সাথে এক চেয়ারে বসারও যোগ্যতা রাখে না, তার তার কথার দ্বিমত পোষণ তো অনেক পরের কথা। ইমদাদুল হক মিলনের মান তার কথাতেই বোঝা যায় যখন তিনি চটি বইকেও সাহিত্যের মধ্যে গন্য করেন।য়েছেন।আমার মনে হয় উনি ওনার নামকে খুব গুরুত্ব সহকারে নিয়ে নিয়েছেন।

  • @rahmanrubel
    @rahmanrubel 2 ปีที่แล้ว +7

    বসুন্ধরা গ্রুপের লম্পট আনভিরের পা চাটা ধান্দাবাজ ইমদাদুল হক মিলন পর্বত সম জ্ঞান তাপস ড‌. হুমায়ূন আযাদ স্যারের সাথে বাক যুদ্ধে লিপ্ত হ‌ও‌য়ার‌ কোন যোগ্যতাই নেই। মিলন হাজার বছর তপস্যা করলেও ড. আযাদ স্যারের মত একটা ব‌ই লিখতে পারবেনা। কোথায় ড‌. হুমায়ূন আযাদ আর কোথায় চাটুকারি মিলন?

    • @a.n.m.shafakatalikhan102
      @a.n.m.shafakatalikhan102 ปีที่แล้ว

      thik

    • @universeboss5936
      @universeboss5936 ปีที่แล้ว

      একদম

    • @yahoo169
      @yahoo169 ปีที่แล้ว

      মিলনের রাগের কারণ হচ্ছে কথাগুলা সব নিজের দিকেই যাচ্ছিলো। ৬৪- ১০০ পৃষ্ঠার সংলাপনির্ভর লেখা, পরবর্তীতে সেটা আমার টেলিভিশন সিরিয়াল বানানো সব তার সাথে যায়। যদিও মিল হুমায়ূন আহমেদের মতো লেবেলের জনপ্রিয় না। আজাদ স্যারের প্রতিটি বাক্য কঠিন সত্যি। হিমু নামের যে চরিত্রটিটি জনপ্রিয় হয়েছে, এটা শুধু নির্দিষ্ট একটা অংশের কথা মাথায় রেখেই হুমায়ূন আহমেদ লিখেছেন। আজাদ স্যার এটাই বলছিলেন। মিলন জিনিসটা অন্যদিকে নিয়ে গেছেন। এবং পুরোটা অনুষ্ঠানজুড়ে একটা অসম্ভব বেয়াদবি মার্কা মনোভাব ধরে রেখেছিলেন।

    • @nasrinakter9155
      @nasrinakter9155 ปีที่แล้ว

      ইমদাদুল হক মিলনের ফর্সা হওয়ার কারণ খুঁজে পেলাম এতোদিন পর। মন্তব্যে তাঁকে যে পরিমাণ ঘষামাজা করা হয়েছে, তাতে তাঁর হাঁড় গোড় এক হয়ে গিয়েছে।
      উনি যথেষ্ট বোকা না-হলে বহুমাত্রিক জ্যোতির্ময় ড. হুমায়ুন আজাদ-এর সাথে সাহিত্য নিয়ে এখানে আলোচনা করতে আসতেন না।

    • @AbdulHannan-ud3to
      @AbdulHannan-ud3to ปีที่แล้ว

      কপি আজাদ

  • @abdulhaipathan1222
    @abdulhaipathan1222 4 ปีที่แล้ว +5

    Humayun Azad is the best

  • @AbuSayed-st5nr
    @AbuSayed-st5nr 4 ปีที่แล้ว +4

    Sir is best for ALL TIME!

  • @mdalmamunhossain8743
    @mdalmamunhossain8743 3 ปีที่แล้ว +6

    মিলনের কান গরম হলো কেন?

  • @princeshimon2676
    @princeshimon2676 3 ปีที่แล้ว +3

    কী উপস্থাপক! কী আলোচক! এত এত পার্থক্য সম্বলিত অগভীর মননের সাথে আলোচনায় হুমায়ুন আজাদের মত ব্যক্তি কে একদমই মানাচ্ছে না। আমার ধারণা তাঁর কথা উপস্থাপক এবং সহ আলোচক বুঝতেই পারছেন না। এই সকল চেঁচামেচি নির্ভর তথাকথিত অনুষ্ঠানে হুমায়ুন আজাদকে যেতে হয়েছে!

  • @ronyhasan1842
    @ronyhasan1842 4 ปีที่แล้ว +7

    এই চটি লেখক মিলনকে বাংলা সাহিত্য কোন স্থান দেয়নি কিন্তু হুমায়ুন আজাদ চিরভাস্বর, আজাদের যোগ্যতার ধারের কাছেও চটি লেখক মিলন নেই।

  • @tajuddinlabu2248
    @tajuddinlabu2248 4 ปีที่แล้ว +6

    ইমদাদুল হক মিলন, আলোচ্য বিষয় যে বোঝেনি ওটাও সে বোঝেনি ।

  • @MehediHasan-ii7cm
    @MehediHasan-ii7cm 2 หลายเดือนก่อน +2

    ইমদাদুল হক মিলন সাহেবের কথা বার্তা খুবই আক্রমনাত্মক। উনি সত্যি কার অর্থে হুমায়ুন আজাদ স্যার এর সাথে টকশো করার যোগ্য নয়।

  • @mdalmamunhossain8743
    @mdalmamunhossain8743 3 ปีที่แล้ว +7

    মিলনের বডি ল্যাংগুয়েজ খুব খারাপ।

  • @rskhimoni7775
    @rskhimoni7775 4 ปีที่แล้ว +5

    দুধ এবং পানি
    এই দুইয়ের মিশ্রণ থেকে
    দুধ আলাদা করার জ্ঞান আমাদেরই অর্জন করতে হবে

  • @sagorahmed5198
    @sagorahmed5198 4 ปีที่แล้ว +9

    লঘু মিলন!

  • @akonakon2818
    @akonakon2818 ปีที่แล้ว +2

    IMDADUL HQ MILN IS A SHALLOW-KNOWLEDGED GUY NO DOUBT .

  • @Mh.Dawah.
    @Mh.Dawah. 4 ปีที่แล้ว +6

    ইমদাদুল হক মিলন কেমনে জাতীয় পুরস্কার পায়?

  • @tareqhasanjuboraaz1355
    @tareqhasanjuboraaz1355 2 ปีที่แล้ว +4

    হুমায়ুন আজাদের যুক্তি ঠিক আছে। সস্তা, অশিক্ষিত পাঠকের জন্য লেখার লেখক ইমদাদুল মিলনের আঘাত লেগেছে।

  • @upsre2
    @upsre2 2 ปีที่แล้ว +2

    লঘু পাঠকের লেখকরা জনপ্রিয় হয় এবং সমালোচনা করলে রাগে গজ গজ করে।

  • @user-ic7qf1wc1w
    @user-ic7qf1wc1w 4 ปีที่แล้ว +12

    আজাদ স্যারের সাথে দরকার ছিলো সলিমুল্লাহ স্যার কে! উনারা অনেক জ্ঞানী মানুষ আর উনারা অনেক জ্ঞান সাধনা করে থাকেন!

    • @zarifr1637
      @zarifr1637 ปีที่แล้ว

      Solimullah ke gyani bolar somoy ashe nai akhono

  • @universeboss5936
    @universeboss5936 2 ปีที่แล้ว +3

    হুমায়ুন আজাদ মিলনকে ধ্বংস করে দিলো।

  • @abdulhaimia6735
    @abdulhaimia6735 2 ปีที่แล้ว +3

    Humayon Azad meritorious writer

  • @TareqHossen
    @TareqHossen 5 ปีที่แล้ว +7

    Imdadul haque milon o sostha jonopriyo lekhok...tai tar khub lagche

    • @efratsheikh526
      @efratsheikh526 5 ปีที่แล้ว +2

      Ekdom right bro

    • @ta2-musicworld975
      @ta2-musicworld975 5 ปีที่แล้ว +2

      শিল্পের দ্বন্দ্ব ব্যক্তিভেদে আলাদা হবেই, শিল্পচিন্তায় ঐক্য বলতে কিছু নেই।

    • @shayekharefin1864
      @shayekharefin1864 5 ปีที่แล้ว

      Hahaha

  • @mdabdulhaimia913
    @mdabdulhaimia913 2 ปีที่แล้ว +3

    Humayun Azad best

  • @akibislam6247
    @akibislam6247 2 ปีที่แล้ว +4

    হুমায়ুন আজাদ স্যারের আরও ভিডিও চাই।

    • @universeboss5936
      @universeboss5936 ปีที่แล้ว +1

      তৃতীয় মাত্রার ২১, ৩০, ২১৮ এই তিনটি পর্বে হুমায়ুন আজাদকে পাবেন। আরও অনেক আলোচনা আছে।

    • @user-sw2cd5xo6h
      @user-sw2cd5xo6h หลายเดือนก่อน

      সহমত

  • @hassan_5248
    @hassan_5248 2 ปีที่แล้ว +3

    আজাদ তুমি আমার মতো...

    • @rahatmahmudmaruf9607
      @rahatmahmudmaruf9607 2 ปีที่แล้ว

      তুমি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছো

  • @gazimdmustafigurrahaman9121
    @gazimdmustafigurrahaman9121 2 ปีที่แล้ว +3

    এখানে মিলনের জায়গায় দরকার ছিল আহমদ ছফার !

  • @akonakon2818
    @akonakon2818 ปีที่แล้ว +1

    IMDADUL HQ MILN IS A SHALLOW-KNOWLEDGED GUY NO DOUBT . MOST OF HIS [ MILON'S ] BOOKS ARE LOW-BASED, BELOW STANDARD.

  • @dipalidas4435
    @dipalidas4435 ปีที่แล้ว +1

    Azad sir eto sohoj sorol r sottobadi

  • @kmrashid1
    @kmrashid1 หลายเดือนก่อน +1

    Humayun Azad er interview neyar moto joggota eder ki aase? Imdadul hoque Milon cagol? Humayun Azad is a legend, jibon diye ta proman kore gesen! Taar lekha er kasa kasi keo Bangladesh ei aashe ni, aar Imdadul Hoquer jouno shoor shoori lekha tini lekhen nai, Naari er moto bastobaadi uponaash tini likhesen!

  • @pulokdebnath290
    @pulokdebnath290 4 ปีที่แล้ว +3

    koi milon mia ar koi azad sir....milon mia er modde tho sohisnota e jonmo ney ni.

  • @jahangirhossain521
    @jahangirhossain521 4 ปีที่แล้ว +2

    অত্যন্ত উপভোগ্য আলোচনা!

  • @anwarulislam6709
    @anwarulislam6709 11 หลายเดือนก่อน +1

    হুমায়ুন আজাদ স্যারের বইয়ের পাঠকের একটা শ্রেণি আছে। সবাই তার বই পড়ে মজা পাবেন না।

  • @delwarhossain9151
    @delwarhossain9151 2 ปีที่แล้ว +2

    উপস্থাক অপ্রাসঙ্গিক এবং বেশি কথা বলে। তার বাচালতা অনুষ্ঠানকে খেলো করে ফেলেছে।

  • @anwarhosain.6006
    @anwarhosain.6006 2 ปีที่แล้ว +1

    মিলন সাহেব যে বললেন, আচ্ছা ঢাবির কজন শিক্ষক সাহিত্য বোদ্ধা আছেন শুনি

  • @anwarhosain.6006
    @anwarhosain.6006 2 ปีที่แล้ว +1

    স্যারের হাসিটা দারুণ! আমার একজন শিক্ষক আছেন আবু তাহের রহমানী এমন সুন্দর মুচকি হাসতেন!!

  • @lethe1559
    @lethe1559 2 ปีที่แล้ว +1

    হুমায়ুন আজাদ স্যার ❤️

  • @ta2-musicworld975
    @ta2-musicworld975 5 ปีที่แล้ว +6

    শিল্পের দ্বন্দ্ব ব্যক্তিভেদে আলাদা হবেই, শিল্পচিন্তায় ঐক্য বলতে কিছু নেই।

    • @universeboss5936
      @universeboss5936 4 ปีที่แล้ว +1

      আপনি শিল্পও বোঝেন না, ঐক্যও বোঝেন না।

    • @thecritic7803
      @thecritic7803 4 ปีที่แล้ว

      @@universeboss5936 ha ha

  • @sciencewitholi
    @sciencewitholi 4 ปีที่แล้ว

    অনেক সুন্দর আলোচনা।

  • @jamilhasan8493
    @jamilhasan8493 4 ปีที่แล้ว +4

    হুমায়ূন আজাদ সাথে হুনায়ূন আহমেদ তুলনা চলে,এমদাদুল হক মিলন অনেক ছোট লিখক সে হুনায়ূন আজাদ এর ধারেকাছে ও নেই।

    • @aurnobkundu1560
      @aurnobkundu1560 4 ปีที่แล้ว +3

      হুমায়ূন আহমেদের সাথেও হুমায়ূন আজাদের তুলনা চলে না। হুমায়ূন আজাদ সাহিত্যে এক উজ্জ্বল নক্ষত্র

    • @a.d.m.niamatalikhan2540
      @a.d.m.niamatalikhan2540 3 ปีที่แล้ว

      @@aurnobkundu1560 thik

    • @AlMamun-ij8ql
      @AlMamun-ij8ql 2 ปีที่แล้ว +1

      হুমায়ূন আহমেদ ও সস্তা জনপ্রিয় লেখক।

    • @a.n.m.shafakatalikhan102
      @a.n.m.shafakatalikhan102 ปีที่แล้ว

      @@aurnobkundu1560 thik

    • @a.n.m.shafakatalikhan102
      @a.n.m.shafakatalikhan102 ปีที่แล้ว

      @@AlMamun-ij8ql thik

  • @BondhuCinemedia
    @BondhuCinemedia 4 ปีที่แล้ว +6

    মিলন যেই জনপ্রিয় লেখকের কথা বলতে চাইলেন তিনি "হুমায়ুন আহমেদ"
    অবশ্যই হুমায়ুন আহমেদ সস্তা লেখক। উঁচুস্তরের বোধসম্পন্ন লেখা উনার দ্বারা হয়নি যেরকম হয়েছে হুমায়ুন আজাদের দ্বারা

    • @blacktx1873
      @blacktx1873 4 ปีที่แล้ว

      Ta thik. Tobe humayun Ahmed ta dhakar cheshta kore ni kokhono, borong okopote shikar korten. Bolten uni lekha shuru korechen ortha vabe. Tobe man shompurno koyek ta boi je tar nei ta kintu noy.

    • @AI-nz3rn
      @AI-nz3rn 4 ปีที่แล้ว

      Humayun Ahmed sadharon jonogoner jonno likten.ei jonno lekhatake ekti nirthisto matray rakhten.Humayun Azader joggota ki sorod chandrer moto lekhok ke nei kotha bola...uponnash r gobesona ek na...ami Bangladesh e theke Black hole..marka uponnash nie likhle hobe na...

    • @BondhuCinemedia
      @BondhuCinemedia 4 ปีที่แล้ว

      @@AI-nz3rn আপনাকে কে বলেছে আম জনতার জন্যই লিখতে?? আপনাকে কে বলেছে জনপ্রিয় হতে???

    • @blacktx1873
      @blacktx1873 4 ปีที่แล้ว +1

      @A I shomalochona chara kono valo jinish ase na othoba bujha jay na borong valo jinisher shomalochona beshi hoy. eta bujhar khomota bangalir 50yrer age hobe na. Jaihok, shahitto niye shomalochona korar joggota ase kina ta Azad shaheber profile dekhlei bujha uchit.

    • @AI-nz3rn
      @AI-nz3rn 4 ปีที่แล้ว

      @@BondhuCinemedia Aam jonotar jonno likhbo na to ki mongolgroher kalponik pranider jonno likbo

  • @sardarsalim-vt3vo
    @sardarsalim-vt3vo ปีที่แล้ว

    হুমায়ূন আজাদ স্যারের রচনাকে যারা I love it বলবে, এবং মিলন সাহেবের I love you মার্কা রোমান্টিক পাঠকের মধ্যে যে বিস্তর জ্ঞানের ফারাক রয়েছে এটা উনি বুঝতে পারছেন না,কারন উনি সেই সমস্ত.......... পাঠকের জনপ্রিয় লেখক।

  • @addplayer7328
    @addplayer7328 5 ปีที่แล้ว +7

    কার সাথে কি...

  • @user-xj3by8tz1v
    @user-xj3by8tz1v 3 ปีที่แล้ว

    Humayun ajad ❤❤❤

  • @shoaibrahman7202
    @shoaibrahman7202 4 ปีที่แล้ว

    চান্দে পেন্দে জোনাকি মানিক নিন্দে। আর চাদ হুমায়ূন আযাদ

  • @sheikhsuhin69
    @sheikhsuhin69 หลายเดือนก่อน +1

    beyadop choti milon...

  • @afazuddin542
    @afazuddin542 ปีที่แล้ว

    Azad sir❤️❤️❤️

  • @htc626qatar8
    @htc626qatar8 4 ปีที่แล้ว +1

    Ayto Dekhi 2kottar kamra kamri

  • @Mdmunna-jr2li
    @Mdmunna-jr2li 3 ปีที่แล้ว +3

    অমার্জিত মেলন

  • @MithunChandraRoyFB
    @MithunChandraRoyFB 2 ปีที่แล้ว

    আমি কনফিউজড। একবার হুমায়ুন আজাদের দিকে যাচ্ছি আরেকবার ইমদাদুল হক মিলনের দিকে যাচ্ছি।☺️

  • @Mdmunna-jr2li
    @Mdmunna-jr2li 3 ปีที่แล้ว +2

    মগা মিলন

  • @shamimrudro7419
    @shamimrudro7419 5 ปีที่แล้ว +3

    জনপ্রিয় লেখকরা বেশি পাঠকের কাছে পৌঁছানোর জন্য লেখেন।

  • @salauddinmunshi3616
    @salauddinmunshi3616 4 ปีที่แล้ว

    ai uposthapok k amar oshlil monay hoy.

  • @khanjhony2042
    @khanjhony2042 ปีที่แล้ว +1

    ইমদাদুল হক মিলন আসলে বুঝতেই পারছেন না আলোচনাটা কি নিয়ে! 🤣🤣🤣🤣

  • @Mdmunna-jr2li
    @Mdmunna-jr2li 3 ปีที่แล้ว

    হুমায়ুন তুমি কই বন্দু

  • @AI-nz3rn
    @AI-nz3rn 4 ปีที่แล้ว +1

    Oboshoi pathok k mathai rekhe likha hoy...Amader deshe high thought er likha onek pathok nite paarben na...

  • @Mdmunna-jr2li
    @Mdmunna-jr2li 3 ปีที่แล้ว +1

    চটি মিলন

  • @saograhman4033
    @saograhman4033 4 ปีที่แล้ว

    তাকে নিকৃষ্ট লাগছে।